নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ৩য় ও শেষ স্তর আজকে

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩



*****আপডেট: ট্রাম্প ইলেকটোরাল ভোটে নির্বাচিত হয়ে গেছে ( সন্ধ্যা ৮টা)।

গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন আমাদের জন্য এখনো কঠিন বিষয়; আমার মনে হয়, ঢাকা ইউনিভার্সিটির অনেক শিক্ষকও আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি পুরোপুরি বুঝেন না; ফলে, বাংগালী জাতির বিরাট অংশ গণতন্ত্র ইত্যাদি শব্দগুলো বলতে বলতে হয়রাণ হয়ে গেলেও, উহাকে পুরোপুরি বুঝার মতো অবস্হানে নেই।

আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন ৩ স্তরে হয়: (১) প্রাইমারী, দলীয় প্রার্থী নির্বাচন (৩) সাধারণ নির্বাচন, প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে 'ইলেকটোরাল কলেজ ভোটার' নির্বাচন (৩) ইলেকটোরাল কলেজ ভোটারদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন। ৩য় স্তরকে পরোক্ষ নির্বাচন মনে হয় অনেকটা।

আজ ৫০ রাজ্যে, ৫৩৮ জন ইলেকটোরাল কলেজ ভোটার ভোট দেবেন, বিভিন্ন সময়ে। রাত ৮/৯টার দিকে পুরো ফলাফল এসে যাবে মিডিয়ায়। ট্রাম্প সাধারণ নির্বাচনে ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়েছেন, বাকীগুলো পেয়েছেন হিলারী ক্লিনটন; ২৭০ জনের ভোট পেতে হবে জয়ের জন্য।

বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের কিছু মিডিয়া গুজব ধরণের খবর ছড়ায়েছে যে, ইলেকটোরাল ভোটারেরা বিশ্বাসঘাতকতা করে, ট্রাম্পের পাওয়া ভোট ট্রাম্পকে না দিয়ে, হিলারীকে জিতিয়ে দিতে পারে। আমেরিকা সম্পর্কে তাদের ধারণা ভুল। সেই ধরণের ঘটনা ঘটতে হলে, ৩৭ জন ভোটারকে হিলারীর পক্ষে যেতে হবে; আসলে ঐ ধরণের ২/৩ জন আমেরিকান পাওয়া সহজ হবে না।

ট্রাম্প সম্পর্কে মানুষের ভয় কেটে গেছে, তিনি এখন অনেক ব্যাপারে খোলাখুলি কথা বলছেন, এবং দেখা যাচ্ছে যে, তিনি বেশীর ভাগ রাজনীতিবিদ থেকে ভালো বুঝেন। আমেরিকানরা একটি বিষয়ে অন্ধ, সেটা রাশিয়া; বেশীর ভাগ আমেরিকান বিশ্বাস করেছে যে, রাশিয়ার সাথে তাদের বন্ধুত্ব হওয়া সঠিক হবে না। আসলে, বিশ্বের নিরাপত্তা ও উন্নতির জন্য রাশিয়া ও আমেরিকার মাঝে বন্ধুত্ব খুবই দরকার, বিশেষ করে পুটিনের সময়ে; আপাতত ট্রাম্প ও পুটিনের মাঝে সম্পর্ক ভালো, যা বিশ্বের জন্য ভালো খবর।

আর যদি ট্রাম্প যুদ্ধবাজ হয়, সেটাও ভালো হবে; একা সিরিয়ান, ইরাকী, আফগানী, ইয়েমেনি ও রোহিংগারা কেন প্রাণ দেবে? বিশ্বের সবাই কিছুটা স্বাদ পাওয়া উচিত!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: সেই ্প্রথমবার যে হিসাবে বলেছিলাম ট্রাম্প আসবে আজও সেই হসাবেই বলছি আসবেই।।
তবে শুধু এইটুকু বলি, আমেরিকার জনগন মানসিকতায় আমাদের চেয়ে উন্নত হলেও আবেগ আর হুজুগের দিক দিয়ে আমাদের চেয়ে কোন অংশে কম নয়।। বাস্তবতাই এটা প্রমান করছে।।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের থেকে ভালো কেহ প্রেসিডেন্ট হলে ভালো হতো; তবে, রাজনীতিবিদদের লাথি মারার জন্য ট্রাম্পদের দরকার আজকের বিশ্বে

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু এটা কি জনগন এবং ইলেক্ট্ররাল কলেজের সদস্যরা বুঝে না??

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা বুঝে; এবারের নির্বাচনে ডেমোক্রেটরা হিলারী ক্লিনটনকে প্রেসিডেন্ট বানাতে গিয়ে সব উল্টাপাল্টা করে দিয়েছে; হিলারী আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা দেখাতে পারেনি; কিন্তু ডেমোরা তাকেই করবেই করবে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২

সচেতনহ্যাপী বলেছেন: সহজ প্রশ্নের সহজ জবাবই প্রত্যাশা।।
বুশের বেলায়ও এমনটাই হয়েছিলো, তাই না!! :-/

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


বুশের বেলায় জয়-পরাজয় নির্ভর করছিলো ফ্লোরিডার ফলাফলের উপর। বুশ ও গোর'এর ভোটের পার্থক্য কম হওয়ায়, আবার গণনার দরকার হয়েছিল। ১ম গণনায়, পার্থক্য আরো কমে যায়, এতে আবার গণনার দরকার হয়; সেই গণনার পরও, হ্য়তো আরো গণনা করা যেতো; কিন্টু তা করা হয়নি।

আমেরিকায়, ভোট পুরোপুরি গণনা হয় না কোনকোন সময়ে; যদি পার্থক্য বড় হয়, তারা স্ট্যাটেস্টটিক্যাল ডাটা অনুসারে বিজয়ী ঘোষনা করে। গোর'এর বেলায়, ৩য় বার গণনা করার পারমিশন দেয়নি হাইকোর্ট, এবং মানুষ তা মেনে নিয়েছিল।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: সাধারন জ্ঞ্যানে কি বলা হয় এটাকে??
একটু ব্যাক্তিগত কথা বলি, রাজনীতি আমিও পুরো না হলেও কছু বুঝি।। কেন যে কি হয় তা আমার অজানা নয়।। আর এটাও ভাবি না বিশ্বের একনম্বর কেন যে কোন দেশই আমাদের মতই আধামুর্খ না হলেও আবেগ এবং ...র দিক থেকে কম না।।
বলেছিলাম না, বৈষম্যবাদ এবং গোড়ামী, আর দলীয় দৃষ্টিকোনের দিক থেকে ওরা/আমরা একই।। কেউ মানুক আর না মানুক, বাস্তবতা এটাই প্রমান করছে।।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ও আফ্রিকানদের সাথে আমেরিকানদের হাজারো মিল আছে; বৈষম্যবাদ এবং গোড়ামী, আর দলীয় দৃষ্টিকোনের দিক থেকেও অনেক মিল।

কিন্তু ওদের ভুল হলে বিশ্বের অনেকের ক্ষতি হয়, আমাদের ভুল হলে শুধু চাষী, মাষী ও টোকাইদের ক্ষতি হয়; ওদের এক দল জয়ী হলে, পুরো জাতি জয়ী হয়; আমাদের ১ দল জয়ী হলে, বাকী দল ও জনতার ক্ষতি হয়।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: শুভরাত্রি।। ভাল থাকবেন।।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:



শুভেচ্ছা, ভালো থাকুন; নিজের পর্যবেক্ষনগুলো আমাদের জানাবেন

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪

জগতারন বলেছেন:
এই মাত্র খবরে প্রকাশঃ
Electoral College vote seals Donald Trump White House victory

President-elect Trump on Monday easily racked up the 270 Electoral College votes needed to send him to the White House, despite a last-ditch effort from protesters to influence so-called 'faithless electors.' Some electors did break with how their state voted: albeit in unexpected ways. In Washington, a state Clinton won by 16 points, the former secretary of state received just eight of the state’s 12 electoral votes. Colin Powell received three votes and Native American tribal leader Faith Spotted Eagle received one as part of an effort to promote a candidate other than Trump.
Read More





২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার কমেন্ট পড়ে আপডেট করে দিয়েছি!

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪

জগতারন বলেছেন:
এই মাত্র খবরে প্রকাশঃ
Electoral College vote seals Donald Trump White House victory

President-elect Trump on Monday easily racked up the 270 Electoral College votes needed to send him to the White House, despite a last-ditch effort from protesters to influence so-called 'faithless electors.' Some electors did break with how their state voted: albeit in unexpected ways. In Washington, a state Clinton won by 16 points, the former secretary of state received just eight of the state’s 12 electoral votes. Colin Powell received three votes and Native American tribal leader Faith Spotted Eagle received one as part of an effort to promote a candidate other than Trump.
Read More





৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০১

সুখী নীলগঞ্জ বলেছেন: ট্রাম্পের সম্ভাব্য আক্রমণের তালিকায় থাকা দেশগুলো হচ্ছেঃ জর্ডান, লেবানন, ইরান, পাকিস্তান, তুরস্ক, আলজেরিয়া, মরক্কো এবং মোস্ট প্রবাব্লি বাংলাদেশ।

তালিকা দেখে অনেকে অবাক হয়ে থাকলেও এটা কিন্তু সত্যি যে দুর্জনের ছলের অভাব হয়না।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


যারা জংগীদের সাহায্য করে আসছে, তাদেরকে এখন থেকে তা বন্ধ করতে হবে; না হয়, অনেক কইছু ঘটার সম্ভাবনা

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২

ধ্রুবক আলো বলেছেন: গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন আমাদের জন্য এখনো কঠিন বিষয়; আমার মনে হয়, ঢাকা ইউনিভার্সিটির অনেক শিক্ষকও আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি পুরোপুরি বুঝেন না; ফলে, বাংগালী জাতির বিরাট অংশ গণতন্ত্র ইত্যাদি শব্দগুলো বলতে বলতে হয়রাণ হয়ে গেলেও, উহাকে পুরোপুরি বুঝার মতো অবস্হানে নেই।
এই কথা গুলো কিন্তু খুব ভালো বলছেন, আমার মনে হয় এক সময় এদেশ থেকে নির্বাচন শব্দটা উঠে যাবে!! জানিনা ভবিষ্যতে কি হবে?
আর শেষের লাইনের কথা গুলো আরও ভালো বলছেন, একা আফগান, সিরিয়ান, ইরাকী, রোহিঙ্গারা একা কেন প্রান দিবে, সবারই স্বাদ নেয়া উচিত! কিন্তু এমন হলে তো বিশ্বযুদ্ধ বেধে যাবে, তখন তো সবারই উপায় খারাপ হবে ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব যুদ্ধ হ্য়তো হবে না; এত ধন-সম্পদ রেখে পুটিন, ট্রাম্পরা মাটির নীচে বাস করতে চাইবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.