নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ওবামা বললেন, বিদায় বন্ধুগণ, থাকবো মানুষের সাথে মিশে

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪



********* ভালো হলো, পোস্ট ১ম পাতায় প্রকাশিত হবে *********

আমেরিকানরা ভোট দিয়ে নিজেরাই হতবাক হয়ে গিয়েছিলেন যে, আমেরিকা এক আফ্রিকান আমেরিকানকে প্রেসিডেন্ট বানায়েছে; অনেকেই মনে করেছিলেন যে, আমেরিকানরা এখনো গণতন্ত্রের এমন স্তরে পৌঁছায়নি যে, তারা এক আফ্রিকান আমেরিকানকে প্রেসিডেন্ট বানাবে। অফিসিয়েলী, আগামী জানুয়ারী মাসে উনার সময় শেষ; মানসিকভাবে উনি প্রস্তুত, গতকাল প্রথমবার বিদায়ের কথা বলেছেন; কয়েকজন ঘনিস্ঠ বন্ধুর সাথে বিদায় নিয়ে কথা বলেছেন, চা খেয়েছেন।

ওবামা ক্ষমতায় এসেছিলেন এক ভয়ংকর রিসেশানের মাঝে; আশা দিয়েছিলেন যে, রিসেশান থামাবেন; সেটাকে এমনভাবে সামাল দিয়েছেন যে, সেটা আধুনিক ফাইন্যান্স ও অর্থনীতিতে একটা বিশাল ঘটনা হয়ে থাকবে ফাইন্যান্স ও অর্থনীতিবিদদের কাছে।

তিনি যুদ্ধ বন্ধ করবেন আশা দিয়ে এসেছিলেন, যুদ্ধ তিনি বন্ধ করতে পারেননি পুরোপুরি। কারণ হচ্ছে, আমেরিকার যুদ্ধ পরিচালনা হয় পেন্টাগন থেকে; পেন্টাগনে আরেকটা আমেরিকা আছে, সেটা যুদ্ধবাজ সাদাদের হাতে, সেটাতে ওবামার প্রবেশ ছিলো সীমিত; পেন্টাগনের যুদ্ধবাজদের রশি টানার জন্য তিনি হিলারী থেকে সব সাদাদের দিয়েছিলেন, তারা যুদ্ধ থামায়নি, যুদ্ধের চেহারা বদলায়েছিল মাত্র।

ওবামার বড় ভুল ছিল আরব স্প্রীং'কে কোনভাবে সহায়তা করা; কারণ, আরবদের সাথে কাজ করতে পারেন কেবলমাত্র জিব্রায়েল কিংবা খোদার ছেলে; ওখানে মানব সন্তানদের কিছু করার নেই; কারণ, ঐ এলাকার লোকেরা সব সময় দাবী করে আসছেন যে, তারা খোদার কাছের লোকজন(গডস সিলেকটেড পিপল)। আমেরিকা সিরিয়ার সুন্নীদের সাহায্য করেছে, সিরিয়া পৃথিবীর মানচিত্র থেকে মোটামুটি মুছে গেছে; এবং আমেরিকা সেখানে পরাজিত হয়েছে, কিন্তু রক্ত দিয়েছে সিরিয়ানরা।

ওবামার কাজের ফলে আমেরিকানরা ভালো আছে আজ ২০১৬ সালে; আমেরিকানরা ভালো থাকলে বিশ্বের জন্য ভালো; কারণ, এখনো তারাই বিশ্বকে পথ দেখাবে; আমেরিকা ব্যতিত কেহ বিশ্বকে পথ দেখানোর মতো অবস্হানে নেই।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

ডঃ এম এ আলী বলেছেন: লিখার উপসংহারটি ভাল লেগেছে । সঠিক বিশ্লেষন লিখাটি্তে ফুটে উঠেছে । কিন্ত শেষ সময়টাতে রাশিয়ার কুঠনৈতিক বিহিস্কারের বিষটি দিয়ে বিশ্বকে কি জিনিষটা উপহার দিয়ে গেল ওবামা , ট্রাম্প চেয়ারে বসলে এই বহিস্কারের বিষয়টা কি আদৌ বহাল থাকবে না অারো জটিলতা বাড়াবে ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


ওমাবা শেষের দিকে এসে অনেকগুলো ভুল করছেন, রাশিয়ান কুটনৈতিক বের করা মহা ভুল।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই ঠিক আছে। তবে ৮ বছর ক্ষমতায় থাকতে প্যালেস্টাইনকে স্বাধীন করে যেতে পারতেন। কারণ, তিনিই ছিলেন আপাতদৃষ্টিতে মুসলমান বান্ধব আমেরিকান প্রেসিডেন্ট...

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


ওবামাকে মানুষ যেভাবে ম্যানডেট দিয়েছিলো, তিনি আমেরিকার বাহিরে সেটুকু খাটানী; বরং ভুল করেছেন অনেক।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এতটা সফট প্রেসিডেন্ট আমেরিকা কখনও পায়নি, বিশ্বও নয়। উনি চেষ্ট করেছেন, তবে বিশ্বকে শান্তির মুখ দেখাতে পারেননি, আরবদের রক্ত ঝরানো ছাড়া। যদিও আরবরাই তাদের রক্ত পছন্দ করে। তবে উনি যাবার আগে রাশিয়া বিষয়ক কর্ম দিয়ে আমেরিকাকে খেলো করে গেলেন..................

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


আরব স্প্রিং যুক্ত হওয়া ছিল উনার মহা ভুল; আরবেরা অভিশপ্ত জাতি, বিশ্বের জন্য দু:খ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্দের ভালো!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



সেটাই হয়তো উপযুক্ত প্রকাশ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্য শুভেচ্ছা ও সুভ কামনা রলো।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:


নব বর্ষের শুভেচ্ছা ।
জীবন সুন্দর ও স্বার্থক
হোক , ভরে উঠুক
পুর্ণতায় ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


এ বছর বিশ্বের জন্য রিস্কি হওয়ার সম্ভাবনা; সবাই ভালো থাকুক, সাথে সাথে আপনিও।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:০০

সচেতনহ্যাপী বলেছেন: আমেরিকার রাজনীতি সিআইএ,পেন্টাগন আর এফবিআই কেন্দ্রিক।। আপনি বা ওরা যতই চেষ্টা করুক না কেন?? ওবামা আর ট্রাম্পের নির্বাচন বিশ্লেষন করুন!!
হিলারীর নমিনেশনটাই তার জন্য পুরস্কার।।
পরের প্যারাগুলিতে যদিও আপনার মতই লেখা হয়েছে কিন্তু অহেতুকভাবে " কিছু" টেনে আনাকে আমি সমর্থন বা সমালোচনা করার ও কিছু পাচ্ছি না।।
সবশেষে আপনাকে খুজে বের করেও হদিশ পাচ্ছি না।। এসময়ে কোথায়??
নববর্ষের শুভেচ্ছা রইলো।। ভাল এবং সুস্থ থাকুন, সবাইকে নিয়ে এই কামনায়।।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা।

হ্যাঁ, ওবামা পেন্টাগণের বাহিরে যেতে পারেননি, আপনার ভাবনা সঠিক। ব্লগে ছিলাম, মতামত জানাইনি কিছুদিন.

৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আহা রুবন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



নতুন বছরটা আপনার ও সবার জন্য শুভ হোক। দিগন্তে কালো মেঘ

৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

চিন্তিত নিরন্তর বলেছেন: উনি একজন টিপা শয়তান।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



উনি যেই দায়িত্বে আছেন, সেখানে অনেক যোগ-বিয়োগের দরকার; সেই অনুযায়ী উনি ভালো প্রেসিডেন্ট

১০| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

বিলিয়ার রহমান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!:)

নিশ্বের শব্দটা মনে হয় টাইপো!:)

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


নতুন বছরের শুভেচ্ছা। মানুষের কথা লিখুন, মানুষ জানুক যে, ওরা একা নন।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: Have you been lost? Happy new year!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


নতুন বছরের শুভেচ্ছা।
ব্লগেই ছিলাম, মতামত জানাইনি।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



সবার জন্য শুভেচ্ছা রলো। পোস্ট ১ম পাতায় যায়নি, আপনারা এখানে এসে কমেন্ট করেছেন, এটা আমার জন্য অনেক কিছু ; আমি ভালো আছি, আপনারা ভালো থাকুন।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: আশা দিয়েছিলেন যে, রিসেশান থামাবেন; সেটাকে এমনভাবে সামাল দিয়েছেন যে, সেটা আধুনিক ফাইন্যান্স ও অর্থনীতিতে একটা বিশাল ঘটনা হয়ে থাকবে ফাইন্যান্স ও অর্থনীতিবিদদের কাছে। - রিসেশানের পাগলা ঘোড়াকে দক্ষ হাতে সামলিয়েছেন, অর্থনীতিতে ধ্বস নামাতে দেন নি, নিঃসন্দেহে এটা ছিল তার এক বড় সাফল্য।
যুদ্ধ তিনি বন্ধ করতে পারেননি পুরোপুরি। কারণ হচ্ছে, আমেরিকার যুদ্ধ পরিচালনা হয় পেন্টাগন থেকে; পেন্টাগনে আরেকটা আমেরিকা আছে, সেটা যুদ্ধবাজ সাদাদের হাতে, সেটাতে ওবামার প্রবেশ ছিলো সীমিত; - দায়টা ছিল তাঁরই, এ কথা তিনি অস্বীকার করতে পারেন না, ব্যর্থতার দায়িত্বও এড়াতে পারেন না।
অফ টপিকঃ হামিদ বেঁচে আছে।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



হামিদ ভালো আছে জেনে খুশী হলাম।

ওবামার সবই ভালো, কিন্তু যুদ্ধ থামাতে পারেননি; ফলে, উনার সুনাম বেশীদিন টিকবে না।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
অ্যামেরিকার পররাষ্ট্রনীতিতে সমস্যা আছে। সিরিয়ার আসাদকে হটাতে বিদ্রোহীদের ট্রেনিং অর্থ দিল সাথে ইসরায়েলের মনসদও পাক্কা করে দিল। মানে গাছেরটা খেয়ে তলার টা কুড়ানো আর কি। সাধারণ জনগনের রক্তের দাম ইউএস কবে বুঝবে। ইরাকে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া, কুর্দিদের স্বায়ত্তশাসন দেবার প্রলোভন, পলকে পলকে সৌদি মিসর তুরস্ক নিয়ে মামাদোবাজি। এভাবে আঞ্চলিক সমস্যা জিইয়ে রেখে ইউ এস কোন বিশ্বকে পথ দেখাবে?


আমার তো মনে হয় তারা নিজের পথই জানে না। চীন রাশিয়ার সাথে হেরে তাদের উচিত নিজের ঘর সামলানো!

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



হিলারী ও জন কেরী খুবই নিম্নমানের বুদ্ধির পরিচয় দিয়েছে।

গত ১৬ বছরে আমেরিকানরা নিজেদের কম বুদ্ধিমান হিসেবে পরিচয় দিয়েছে। তাদের কমবুদ্ধির জন্য ৫ মিলিয়নের বেশী মানুষ প্রাণ হারায়েছে; ১০০০ ট্রিলিয়নের সম্পদ বিনস্ট হয়েছে, এটা ৩য় বিশ্ব যুদ্ধের সমান ক্ষতি।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

বিজন রয় বলেছেন: আপনি কয়দিন ব্লগে নেই, এসময় অনেকেই আপনার খোঁজ নিয়েছেন। আপনাকে নিয়ে পোস্ট দিয়েছেন।
এটাতে বোঝা যায় ব্লগে আপনি অনেক প্রভাবশালী, অনেক জনপ্রিয়।

বেঁচে থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



জনপ্রিয়তার কিছু নেই, আমি ঘটমান বিষয়সমুহের উপর আলোচনা করি; এতে অনেকেই মতামত জানান।

আমি ব্লগেই ছিলাম, পড়ছিলাম, মন্তব্য করিনি। যাঁরা খোঁজ খবর নিয়েছেন, তাঁদের সবাকে ধন্যবাদ

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, লম্বা ছুটি কাটিয়ে এলেন । এবার জোড় কদমে শুরু করেন ।
শুভেচ্ছা রইল ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি প্রফেশানেল কি একটা বিষয়ের উপর লিখছেন?

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফলের শুভেচ্ছা।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:



খুবই প্রাকৃতিক, খুবই আন্তরিক!

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলাচলকারী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের আটলান্টিক টার্মিনালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ফায়ার সার্ভিস। কিছু আপডেট জানা থাকলে জানাবেন । ব্রুকলেনের আত্বীয়দের সাথে ফোনে কথা বলেছি । তেমন আপডেট দিতে পারে নাই ।

কমিইনিটি বিজনেজ মডেল ও বাংলাদেশে এর প্রয়োগ সম্ভাবনার বিষয় নিয়ে নিয়ে একটু এপ্লাইড রিসার্চ প্রকেক্টের কাজ নিয়ে কিছুটা নাড়াচাড়া করছি । বড়ই জটিল বিষয় । একটা ইন্টারনেশনাল স্টাডি টীম গঠন করতে পারলে ভাল হতো । ড: ইউনুস যা করছেন তা মুলত সোসাল বিজিনেজ মডেল যা বিশ্ব স্বীকৃত কমিউনিটি বিজিনেস মডেল হতে পার্থক্য মন্ডিত ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



"কমিইনিটি বিজনেজ মডেল "

-আপনি এই টার্মটা কখন কোথায় পেয়েছেন?

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

চিন্তক মাস্টারদা বলেছেন: বেসম্ভব লিখাটা অসম্ভব ভাল লেগেছে

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আমার ধারনাটা মিলিয়ে দেখছি মাত্র।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: এই কমিউনিটি বিজনেস টার্মটা বেশ পুরানো । কিছুদিন আগে একে নিয়ে কিছু কথামালা শুনেছিলাম এমেরিকান সোসিওলজিকেল এসোসিয়েসন আয়োজিত এক সেমিনারে । তবে এই টার্মটির কথা বেশ অনেকবার দেখেছি আপনার পোস্টে দেয়া কিছু কিছু পাঠকের কমেন্টের উত্তরে । কোন এক জায়গায় আপনাকে ছোট এটা রিকোয়েস্ট করেছিলাম এ কমিউনিটি মডেল নিয়ে বিম্তারিত একটি পোস্ট দিতে , হয়তবা এটা তেমন গুরুত্ব পায় নাই । তাই আমি এ সম্পর্কে একটি লম্বামেয়াদী কাজ শুরু দেই নীজে থেকেই । ইদানিংকালে আমার প্রায় সবগুলি পোস্টেই সমাজের তৃণমুলের উৎপাদকদেরকে সম্পৃক্ত করে কমিউনিটি বিজিনেজ মডেলে কিছু করা যায় কিনা তার একটি প্রাথমিক প্রস্তুতি পর্ব চলছে । বিষয়টি সম্পর্কে আপনার সুচিন্তিত কথামালা কামনা করছি । যাহোক, কমিউনিটি বিজনেসের ধারনার মুল কিছু কথামালা নীচে দেখা যেতে পারে ।

The notion of community business is linked to the notion of community ownership, and more widely co-operative models of ownership.

In his History of Community Asset Ownership, It has been urged that community ownership represents a strain of English socio-political thoughts and activism that can be traced back to the progressive removal of common land from the Norman Conquest and thereafter।The development of railway preservation was an early post-war example of community business, blending volunteers with paid staff and trading from passenger income.

In 2014, the UK’s Big Lottery Fund agreed to endow Power to Change, a new charitable trust to support the growth and development of community enterprise. A report commissioned by Power to Change mapped the Community Enterprise Sector described five distinct types of Community Business।

ধন্যবাদ সুন্দর প্রশ্রটি করার জন্য ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



বুঝলাম।

আমার পক্ষে ডিটেইলস লেখা সম্ভব হচ্ছে না। আপানি লিখুন, আমি পড়বো।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

খোলা মনের কথা বলেছেন: ওমাবার গুরুত্বপূর্ন কিছু পরিকল্পনার ভিতর যুদ্ধ থামানো একটি ছিল। তার কিছু লেজের জন্য তিনি ব্যর্থ হয়েছেন। তবে বিগত অনেকের থেকে তিনি ভাল করেছেন। এই ভালটি বিশ্বের মানুষের জন্য ভাল ছিল। নতুন অধ্যয় সূচনা হয়েছে এখন দেখা যাক কি হয়।

গত কাল আপনার একটি পোষ্ট প্রথম পেজে দেখলাম মনে হল। ভুলও হতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, ব্যানমুক্ত (১ম পেইজ থেকে) হয়েছি।

ওবামার বদনাম হবে।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা আপনার জন্য।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ছবি হলে বলতে হয়, জাতি তো ফুলের ব্যব হারও জানে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.