নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মনে হয়, ফেলানী হত্যা-দিবস এসে গেছে?

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭



কখন কোন দিবস আসছে যাচ্ছে, ব্লগের প্রথম পাতা পড়লে বুঝা যায়; ব্লগারেরা আমাদের ইতিহাসকে জীবন্ত রেখেছেন, সামনের দিনগুলোতেও রাখবেন; সকাল থেকে ব্লগে বেচারী মৃত ফেলানীর সেই ঝুলন্ত ছবিটা ঝুলছে!

ফেলানী খাতুন ১৯৯৬ সালে জন্মেছিলেন; তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা; শেখ হাসিনা কি জানতেন যে, এই রকম এক বিখ্যাত কন্যা জন্মেছেন বাংলায়, যার মৃত ঝুলন্ত ছবি বিশ্বের প্রায় ৩০০/৪০০ কোটী মানুষ দেখবে? জানা অসম্ভব ছিলো না; সেই বছর ১৯ লাখ শিশু জন্মেছিল, যার মাঝে আসলে ৮ লাখের বেশী ফেলানী ছিল। ৮ লাখ ফেলানী চোখে না পড়ার কারণ থাকতে পারে না, হয়তো চোখে পড়েছে, কিন্তু মগজে গিয়ে প্রসেসিং হয়নি ঠিক মতো; মনে হয়, বাংলার প্রসেসর ছিলো মাদারবোর্ডে।

২০০১ বা ২০০২ সালে ফেলানী খাতুনের স্কুলে যাবার কথা ছিল; তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া; বেগম জিয়ার সময়ে সব ৫/৬ বছরের বাচ্ছা কেন স্কুলে যেতে পারেনি, তা হয়তো ব্যাখ্যা করার দরকার নেই; উনি নিজেই ইতিহাসের জীবন্ত সাক্ষী, নিজের জন্মদিবস মুখস্হ রাখতে গিয়ে হার্ড-ড্রাইভ শেষ।

২০১১ সালে ফেলানীর ১০ শ্রেনীর পরীক্ষা দেয়ার কথা ছিলো; মেয়েটি যে, ক্লাশে নেই, উহা কি শেখ হাসিনা জানতেন, আমাদের মন্ত্রী নাহিদ সাহেব জানতেন? আপনি বলবেন, উনারা কি করে জানবেন? এই জন্যই আপনি কোনদিন প্রাইম মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার হতে পারেননি। ২০১১ সালে, আমাদের মন্ত্রী নাহিদ সাহেবের কাছে ১টা ডাটাবেস ছিল, উহা যদি ঠিক মতো ব্যবহার করা হতো, উনি জানতে পারতেন যে, ৭/৮ লাখ ফেলানী স্কুলে আসছে না, উহারা কোথায় কি করছে!

মেজর জিয়ার ২ ছেলেকে পড়ানোর জন্য আমাদের প্রেসিডেন্ট জাতির পক্ষ থেকে বেগম জিয়াকে ২ টি বাড়ী, ১ টি গাড়ী, ১০ লাখ টাকা, চাকর বাকর সবই দিয়েছিলেন; শেখ হাসিনার ছেলেকে স্কুলে স্হান দিয়েছে ভারত সরকার; কিন্তু এই ২ মহিলার ১ জনও এই মেয়েটাকে স্কুলে নিতে পারলো না; কি রকম ২ হতভাগী আমাদের মাথার উপর সারাক্ষণ?

১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি, প্রতিটি শিশুকে ফ্রি পড়ানোর মত সম্পদ জাতির কাছে ছিলো ও আছে; যদি আপনার সন্দেহ থাকে, একটা সম্ভাবনা, আপনি শুধুমাত্র পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিয়ে আসছেন।

বেচারী ১৫ বছর বয়সেই বিয়ে বসতে চেয়েছিলো; বিয়ে করার জন্য নয়া দিল্লী থেকে বাংলাদেশে আসছিলো; হয়তো হবু স্বামীর জন্য কোন উপহারও কিনেছিলো; সাথে ছিলো বাবা। সীমান্তের মানুষ একটু বেশী বেকুব হয়, বিএসএফ'কে টাকা দিয়ে সীমান্ত পার হওয়া যায়, ফেলানীর বাবা কম টাকা দিয়ে দালালদের সাহায্যে কাঁটাতারের উপর দিয়ে আসছিলো; শেষে মেয়েটাকে প্রাণ দিতে হলো!

১৯৯৬ সালে, ৭/৮ লাখ ফেলানী জন্মেছিল, ব্লগে ১ জনের ছবি এসেছে; বাকীগুলোর ছবি তোলা হলে জাতি লজ্জিত হবে, আমার ধারণা।



মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সাহসী সন্তান বলেছেন: পোস্টে উল্লেখিত কথাগুলো যদি সরকার মানতো বা ভেবে দেখতো, তাহলে কি দেশে আর কোন ধরনের অরাজকতা স্পর্শ করতে পারতো? তৎকালিন সময়ে তো দেশের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাদ্ধতামূলক করা হইছিল!

কিন্তু সরকার কি খোঁজ নিয়েছিল, তার দেশের শিশুরা আসলেই স্কুলে যাচ্ছে কিনা? এমন প্রশ্ন হাজার হাজার করা যাবে, কিন্তু উত্তর কোথায়?

আমার মনে হয়, সমস্যাটা মূল সিস্টেমে! সিস্টেমকে যদি পরিবর্তন করা যায়, তাহলেই সব সম্ভব! নচেৎ যে লাউ, সেই কদু!

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ও বিএনপি'র নিজস্ব সিস্টেম আছে, যা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাবসিডিয়ারীর মতো।

সিস্টেম বদলাতে নতুন দলের দরকার, তত্বের প্রয়োগ দরকার।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যাদের কথা ভাবেন তাদের ভালো হোক। আপনার জন্য শুভেচ্ছা-

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের সবাইকে ভাবতে হবে; যাদের ভাবতে হয় না, তারা ভালো আছেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

কানিজ রিনা বলেছেন: ফেলানীরাফেলানীই।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


শিশু নিজের হয়ে নিজের অধিকার বুঝে না; তাকে স্কুলে নেয়া সরকারের দায়িত্ব, ফ্রি পড়ানো সরকারের দায়িত্ব; শিক্ষার জন্য দরকারী সম্পদ আজীবন ছিলো।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর পোষ্ট।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষদের পেছনে টেনে রেখেছে আমার কমবুদ্ধিমান সরকার।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: কি রকম ২ হতভাগী আমাদের মাথার উপর সারাক্ষণ? হা হা হা!:)

লাইক

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



এরা জাতিকে আফ্রিকানদের পর্যায়ে নিয়ে গেছে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষকে নিয়ে সরল মনে ভাবেন বলে। মন থেকে -

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



বানরেরা আমাদের মাথায় বসে দেশ চালাচ্ছে।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :P
ফেলানীদের আত্মা শান্তিময় হউক।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


ফেলানী জানে না যে, সে নেই; আমরা জানি সে নেই, তাকে অধিকার থেকে বন্চিত করেছে আমাদের ২টি সরকার, সেজন্য সে জীবন পায়নি, আমাদের আত্মা অশান্ত।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

এডওয়ার্ড মায়া বলেছেন: বোবার চিৎকার শুনার কেউ নাই ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি বলছি ব্গারদের জন্য; অন্য কেহ শুনলেও বুঝবে না

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: চাদগাজী ভাই, আপনি একজন বিচক্ষন মানুষ, আপনার লেখা খুবই যুক্তি সম্মত, ভালোও, এতে কোন সন্দেহ নাই!!

এখন যেই কথাটা হলো, ৭/৮ লাখ ফেলানী জন্মেছিলো ওই সময়ে কিন্তু কাটাতারে ঝুলেছিলো ওই একজন ফেলানী'ই! প্রশ্ন হলো ফেলানী হত্যার বিচার মানে সুষ্ঠু বিচার আদৌ হবে কি?! ভূল অনেক ছিলো, হইছে এখনও হচ্ছে, শিক্ষা , শিশু শিক্ষা নিয়ে আপনি এর আগেও লিখেছিলেন, আমি লেখাগুলো পরেছিলাম। সীমান্তের মানুষ একটু বোকা ঠিক আছে, কিন্তু এই ১৫ বছরের একটা মেয়ের কি দোষ ছিলো, মেরে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিলো, এটা কোন ধরনের মানবতা?!
ভাই প্লিজ কথাটা অন্যভাবে নিবেন না, আমি আপনার লেখার ভুল ধরছি না! আপনার কথাগুলো যৌক্তিক.... ভালোও বলেছেন আপনি, ভালো থাকবেন শুভ কামনা....

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


ভারতে বিএসএফ'এ চাকুরী করে যারা তাদের মগজ বানর থেকে একটু উপরে মাত্র; সেই বানর ফেলানীকে গুলি করেছে, খোঁজ নিলে দেখা যাবে যে, ওর ১৪ গোস্ঠী অমানবিক অবস্হার মাঝে জীবন যাপন করেছিল; ভারতে অমানুষের অনুপাত বাংলাদেশ থেকে বেশী।

আমাদের অমানুষদের শোষণের কারণে ফেলানীকে ভারতে যেতে হয়েছিল; মানুষ ভারত যাচ্ছে চিকিৎসা নিতে, ছেলেমেয়েদের পড়াতে, তাজমহল দেখতে; ফেলানী গিয়েছিল কাজ করতে; কারণ, আমাদের দেশ চালাচ্ছে বানরেরা।

আমাদের পক্ষ থেকে বিচার চাওয়ার মত শক্ত লোক সরকারে নেই, আছে বানর।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ফেলানি বুঝিয়ে গেলো অামরা কতটা স্বাধীনতা পেয়েছি।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


আমরা ঠিকই স্বাধীনতা এনেছি; এখন, বাংগালী ইস্ট ইন্ডিয়া কোম্পানীগুলো কৌশলে আমাদের স্বাধীনতাকে ব্যবসার জন্য ব্যবহার করছে; বাংলাদেশের ১৭ কোটী আজ আও্য়ামী লীগ, জামাত-বিএনপি, ও জাতীয় পার্টির মার্কেট।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এজাতির প্রতিজন মানুষকে বিনামূল্যে শিক্ষাদান রাষ্ট্র আগে না পারলেও এখন অবশ্যই করতে পারে এবং করতে বাধ্য। এবং এই বাধ্য করতে আমরা ব্লগাররাই পারি.......

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


হজরত মুসা যদি আজ থেকে ৩৫০০ বছর আগে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন, ১৯৭২ সালে সব বাংগালীকে পড়ালেখা করানো খুবই সহজ ছিলো; আমাদের নেতারা ১৯৭২ সালে, আমাদের নেতারা ছাত্রলীগের মগজ নিয়ে দেশ চালাতে গিয়ে সব নস্ট করেছেন; দেশ চালাতে হলে প্রফেশানেল মগজের দরকার হয়।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

মামুন রেজওয়ান বলেছেন: নুন্যতম মানবিক অধিকার থেকে বঞ্চিত অসংখ্য শিশু। যারা দুমুঠো ভাতের জন্য কাঁটাতার অতিক্রমের চেষ্টা করছে প্রতিনিয়ত আর ফেলানি হয়ে ঝুলে থাকতে হচ্ছে কাঁটাতারের উপরে। কয়জনের খবরই বা আমরা রাখি।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



মুরগীর বাচ্ছাকে চিলে নিয়ে গেলে, মুরগী বুঝতে পারে কিনা সন্দেহ!

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৩

অভি চৌধুরী বলেছেন: ভাইরে আপনি কি করেন? কি খান? কে আপনার মুখের সামনে খাওয়া আইনা দেয়? কে সে হতভাগী? অথবা হতভাগা?

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি চাকুরী করি, বাংগালীদের মতো খাই, স্ত্রী ও আমি রান্না করি, একত্রে খাই; আমরা ভালো আছি।
আপনাকে আমার চেয়ে সুখী মনে হচ্ছে!

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৪

কাছের-মানুষ বলেছেন: ১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি, প্রতিটি শিশুকে ফ্রি পড়ানোর মত সম্পদ জাতির কাছে ছিলো ও আছে;
সব শিশুকে ফ্রি পড়ানো হোক , শিশু শ্রম এবং বাল্য বিবাহ বন্ধ করা হোক। শিক্ষা মৌলিক অধিকার এটা নিশ্চিত করা সময়ের দাবি হোক ।
সুন্দর করে লিখেছেন । পাওয়ার ফুল রাইটিং ।




০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনার সাথে যদি মিলে থাকে, আমি খুশী

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: ফেলানীর আত্মা শান্তি পাক এ কামনাই করি ।
দুর্গাভা ফেলানী হয়তবা এখন বলছে এই করেছ ভালো হে বানরের দল এই করেছ ভালো এখন তুই বানরদের হৃদয়ে তীব্র দহন জ্বলুক । আরো হয়তো বলছে কাটা তারে ঝোলে আমার এ জীবন না দিলে তোমরা থাকতে অশিক্ষার অতলে । এখন সকলে মিলে বজ্রে তোলো আগুন, জ্বালাও তা মাথার উপরে বসে থাকা দুদেশের কান্ডারী বানরদের লেজে । শুদ্ধ হোক তাদের চেতনা , জ্বালাক শিক্ষার আলোক ঘরে ঘরে, আর যেন কাওকে ফেলানীর মত কাটাতারে ঝোলে দিতে না হয় জীবন অকালে ।


০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সীমান্টের মানুষ চোরাকারবারী করে বেঁচে থাকার চেস্টা করছে, যা আসলে ভুল পথ; প্রতি সপ্তাহে বিএসএফ'এর গুলিতে প্রাণ হারাচ্ছে। তবে, কিশোরী ফেলানী কাজ করে ফিরছিলো; কাজ করার অধিকার সব মানুষের আছে; ওর বাবা ভয়ংকর ভুল করেছে, দালালের বদল বিএসএফ'কে টাকা দেয়ার দরকার ছিলো।

ফেলানীর মৃত্যু জাতির মানুষ-অংশকে কাঁদিয়ে গেছে।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: সঠিক বলেছেন ফেলানীর মৃত্যু জাতির মানুষ-অংশকে কাঁদিয়ে গেছে।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৬

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালোই

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতির এতো সম্পদ থাকার পরও মেয়েটাকে ভারতে যেতে হলো কাজ করতে, শেষে প্রাণ হারালো; আমাদের মগজহীনরা আমাদের সম্পদগুলো দেখলো না, এসব মজগহীনরা অন্যদের আয়ের উপর বেঁচে থাকে, পরগাছাগুলো

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

ধ্রুবক আলো বলেছেন: @চাঁদগাজী ভাই,
প্রতিউত্তরে খুব ভালো লাগলো, কথাগুলো কিন্তু যথার্থ বলেছেন।
অনেক ধন্যবাদ...

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

খোলা মনের কথা বলেছেন: ৭ই জানুয়ারী ফেলানী হত্যার দাবীতে কনর্সাট হয়েছে টিএসসি তে। এর থেকে আর ভাল কি প্রতিবাদ হতে পারে। ফেলনীর আত্না কি এখনো খুশি হবে না???

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



জাতি এনার্খিতে ভুগছে, এখন কোন কিছুই স্বাভাবিক নিয়মে হবে না; প্রতয়েকেই আলাদা, প্র‌ত্যেকের ভাবনা অন্যের থেকে বড়।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

আততায়ী আলতাইয়ার বলেছেন: পোস্টটা মন ছুয়ে গেছে

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



ফেলানী আমাদের কাঁদায়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.