|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
 
  
আজকে থেকে ট্রাম্পের  অভিষেক অনুস্টান শুরু হয়েছে; আজ ট্রাম্প জাতীয় কবরস্হানে নিহত সৈনিকদের কবরে ফুল দিয়েছেন ও লিংকন মেমোরিয়েলে 'কনসার্টে' উপস্হিত থেকেছেন; কনসার্টে দেশের নামী দামীরা গান গেয়েছেন, ৫ হাজার মানুষ অনুস্ঠানে উপস্হিত ছিলেন, এদের মাঝে অনেকেই খুবই সাধারণ মানুষ ছিলেন; অনুস্ঠানের বাহিরে আরও  ১০ হাজার মানুষ উপস্হিত ছিলেন। 
এই শীতের মাঝে ২ ঘন্টারও বেশী সময় মানুষ উপস্হিত থেকে এই মহেন্দ্রক্ষণকে উপভোগ করেছেন; ভেতরে বাহিরে মানুষের চোখে মুখ যে আনন্দ, আশা ও উৎসাহ, তা বিশ্বের অনেক জাতির ভাগ্যে ঘটে না; সেসব জাতির মাঝে আমাদের স্হান সবার উপরে হয়তো। 
এ ধরণের আনন্দ আমি দেখেছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে ও ১০ই জানুয়ারীতে। কিন্তু ১২ জানুয়ারীতে যখন শেখ সাহেব শপথ নিলেন সাধারণ মানুষ থেকে কেহকে নিমন্ত্রণ করেননি; মানুষ আনন্দিত হওয়ার, উনাকে উৎসাহিত করার সুযোগও পায়নি।
শেখ সাহেবের পর, অনেকেই শপথ নিয়েছেন, মানুষকে আমি কোনদিন হাসিমুখে দেখিনি; মানুষকে চিন্তিত, ভীত মনে হয়েছে; কখনো উৎসাহিত মনে হয়নি। অবশ্য কিছু লোক অস্বাভাবিকভাবে খুশী হয়ে থাকে আমাদের অনেক জাতীয় অনুস্ঠানে; এসব লোক এত উৎসাহ দেখায় যে, বাকীরা এদের ভয়ে ভীত হয়ে পড়ে।  
ভোটের রেজাল্টের পর, হাজার হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে পালিয়ে গেছেন বারবার  আমাদের দেশে; এদের অনেকেই দীর্ঘ সময় নিজ পরিবারের কাছে ফিরতে পারেনি। 
খোন্দকার মোস্তাক, জেনারে জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার শপথের সময় অনেক নিজ এলাকা ছেড়ে পালিয়ে গেছে;  এগুলো স্মরণ করে, ও ট্রাম্পের মতো লোকের অনুস্ঠানে হাজার হাজার মানুষকে খুশী, আশাবাদী ও উৎসাহিত দেখে হিংসায় গা জ্বলে গেছে আমার। 
 ৪২ টি
    	৪২ টি    	 +৫/-০
    	+৫/-০  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০৬
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন: 
ভোটের রেজাল্টের পর, হাজার হাজার লোক  ঘরবাড়ী ছেড়ে পালিয়েছে, ৫/১০ বছর নিজের স্ত্রীকে দেখতে যেতে পারেনি; এটা কি দেশ রেখেছে এরা?
২|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০৩
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০৩
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাই,
আমি সামুতে একদম নতুন ।
পাঁচদিন হলো এখানে পা পড়েছে ।
আমি গত ৩ বছর ধরে ফেসবুকে লেখালেখি করেছি প্রচুর ।
সামু সম্পর্কে আমি  প্রথম জেনেছিলাম ক্লাস সিক্সে থেকে ।সেই থেকে সামুতে লেখার ইচ্ছা ।
সেই ইচ্ছা ও সামুর প্রতি প্রেমের টানে ফেসবুক ছেড়ে সামুতে ঠাঁই গেড়েছি ।
কিন্তু কিছু ব্যাপারে মনটা খারাপ হয়ে গেছে ।
সামুর প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ।
আমাকে ৩ দিনের পর্যবেক্ষনের কথা বলে আজ ৫ দিন হয়ে গেছে কিন্তু ৩ দিনের পর্যবেক্ষনের লেখা এখনো সরছেনা ।
বলে দিলেই তো হয় যে আমি প্রথম পাতায় লেখার যোগ্য না ।
শুধু শুধু এরকম বোকার মতো অপেক্ষা করতাম না ।
এই ব্যাপারটা খুব খারাপ লাগলো ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:১০
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন: 
হতাশ হবেন না,  আপনি শীঘ্রই সামনের পাতায় পোস্ট প্রকাশের ক্ষমতা পাবেন; এখন আপনার পছন্দ বিষয়ে পোস্ট দিন; অন্যদের লেখা পড়ুন।
৩|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:২৮
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:২৮
দুখু বাঙাল বলেছেন: ট্ৰাম্প দিয়ে খসা শুরু হোক USAর মোড়লগীরী।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩২
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩২
চাঁদগাজী বলেছেন: 
বিশ্বে মোড়ল তো কোন এক দেশকে  হতেই হবে, কে হলে ভালো হয়;   চীন, রাশিয়া, ভারত, ইথিওপিয়া?
৪|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩৩
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩৩
একজন সত্যিকার হিমু বলেছেন: "চাঁদগাজী বলেছেন:
হতাশ হবেন না, আপনি শীঘ্রই সামনের পাতায় পোস্ট প্রকাশের ক্ষমতা পাবেন; এখন আপনার পছন্দ বিষয়ে পোস্ট দিন; অন্যদের লেখা পড়ুন।"
-জী ভাই ।নিষ্ঠার সাথেই এই কাজটা করে যাচ্ছি ।
প্রচুর ফেসবুক এডিক্টেড থাকা সত্ত্বেও তা ছেড়ে দিয়ে ব্লগে চলে এসেছি ।এতো জ্ঞানী গুণীদের মাঝে বিচরণ করে এই অল্প কয়দিনে যে ভাল লেগেছে গত ৪ বছর ধরে ফেসবুক চালিয়ে তা পাইনি ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩৯
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন: 
ফেসবুকে আমার একাউন্ট নেই;  পরে দেখবো সময় পেলে। আপনি অপেক্ষা করেন, সহসা  ১ম পাতায় প্রকাশের অনুমতি পাবেন।
৫|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৪৯
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৪৯
কানিজ রিনা বলেছেন: ট্রাম্পহবেবড়বুশছোটবুশ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৫৭
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন: 
যারা ভোট দিয়েছিল, তাদের একাংশ কাঁপার শুরু করেছে, দেখা যাক!
৬|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:০৫
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:০৫
একজন সত্যিকার হিমু বলেছেন: যতো গর্জে ততো বর্ষে না ।
ট্রাম্প সাহেবকে আমরা যা ভাবছি তিনি তা কিনা তার থেকে বড় কথা হলো ট্রাম্প একজন বুদ্ধিমান পুরুষ ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৫
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৫
চাঁদগাজী বলেছেন: 
মানুষ এখনো আশায় আছে, আজকে তা বুঝা গেলো।
৭|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৩৯
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ট্রাম্পকে নিয়ে আমি উৎসাহী কিংবা নিরুৎসাহী কোনটাই নই। শুধু সিনেমা দেখেই মজা পাওয়ার লোক আমি।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫১
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫১
চাঁদগাজী বলেছেন: 
এতকিছুর পরও, আমেরিকার মানুষ তার  ক্ষমতা বুঝে নেয়ার সময় আনন্দ করছে, উৎসাহী হচ্ছে; আগামীকাল বিপক্ষে মিছিল হবে; কিন্তু আমাদের মানুষগুলো কাউকে নিয়ে একটু খুশী হওয়ার সুযোগ পায়নি কোনদিন।
৮|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:১৭
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার হিংসার কারণটা মনে হচ্ছে, আমাদের দেশেও কেন এমন আনন্দ থাকে কোন অভিষেক গ্রহণ অনুষ্ঠানে। যা থাকে তা প্রতিহিংসা। এটা আক্ষেপও আমি ভাবতেই পারি। আপনার আলোচনাতেই স্পষ্টত, নতুন সরকার অভিষেকের দিন থেকে আমাদের বাংলাদেশ থাকে দুই ভাগে বিভক্ত বা কোন কোন সময় কয়েকটা ভাগে বিভক্ত থাকে। এটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্য।
আপনার আলোচনা ভালো লাগলো। আমরাও এমন বিভক্তহীন অভিষেক অনুষ্ঠান দেখবো এমনটাই প্রত্যাশা। যদিও সম্ভাবনাহীন!
  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৪
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন: 
শুধু বিভক্ত হলে চলতো; মানুষ কখনোই উৎসাহিত হওয়ারও কারণ ছিলো না। আর  বিশেষ যারা উৎসাহিত হয়,  তারা অন্যদের জন্য বিপদজনক।
৯|  ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১১:১৯
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ১১:১৯
গেম চেঞ্জার বলেছেন: আমার হিংসা হয় না, আফসোস হয়! আফসোস নিজের জন্যও হয়!
  ২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৮
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন: 
কি এক অধম জাতিতে জন্মেছি, নেতারা ও তাদের সাগরেদেরা সব দখল করে জাতিকে ভিক্ষুক বানায়ে আনন্দিত! তারা অনুস্ঠান করে, জাতি ভয়ে কাঁপে!
১০|  ২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৩
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:১৩
আল-শাহ্রিয়ার বলেছেন: অনেক সুন্দর লাগলো লেখাটা আশাকরি বিশ্বে পরিবর্তন আসতে যাচ্ছে।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫৪
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন: 
 আশায় আশায় ২ জেনারেশ চলে গেছে, এখন ৩য় জেনারেশনকে সেই আশা করতে হবে।
১১|  ২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৩
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ট্রাম্প বিষয়ে আমেরিকার বেশির ভাগ মানুষ আশাবাদী, এখন ট্রাম্প কতটা করে সেটাই দেখার অপেক্ষায়---
  ২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫৭
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন: 
আসলে মানুষ সাজানো গুছানো মিথ্যুক রাজনীতিবিদদের শাস্তি হিসেবে ট্রাম্পকে এনেছে; আমেরিকা ভালো চলছে, মানুষ এক্সপেরিমেন্ট করছে!
১২|  ২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৪৬
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম ট্রাম্পকে সমর্থন দিয়ে মনে হয় কোণ পোস্ট। লেখা পড়ে ধাক্কাটা লাগলো। সত্যিই তো! আমাদের দেশে কবে হয়েছিলো এমন? বুঝ হওয়ার পরে তো দেখিনি। আমার বাপ-দাদারাও দেখেনি। আমার নাতি নাতনিও দেখবে বলে মনে হয় না। 
শালার দেশের মানুষের কপাল রে! কই থাকি?
  ২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫২
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন: 
আমাদের দেশে হয়ে আসছে নিজের পাকা ধান ক্ষেতে শুকরের উৎসব ।
১৩|  ২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০২
২০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০২
বিলিয়ার রহমান বলেছেন: ভোটের রেজাল্টের পর, হাজার হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে পালিয়ে গেছেন বারবার আমাদের দেশে; এদের অনেকেই দীর্ঘ সময় নিজ পরিবারের কাছে ফিরতে পারেনি।  তেতো কিন্তু কথা সত্য।
মানুষ হিসেবে ট্রাম্পকে সমর্থন করি না । তবে প্রত্যাশা করছি ট্রাম্প নিজ দেশ ও বিশ্বের জন্য অশান্তির কারন না হয়ে বরং শান্তি বয়ে আনবে।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫১
২০ শে জানুয়ারি, ২০১৭  বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন: 
৪৬ বছর অধমেরা সরকার চালানোর নামে মারামারি করেছে, দখল  চালায়ে, নিজেরা ভালো আছে। যারা পার্টিতে, যেকোন পার্টিতে নাম লেখায়েছে, তারাই আজ সম্পদের মালিক, তারা াব অনুস্ঠান করে, মানুষ ভয়ে কাঁপে।
১৪|  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:৫৭
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:৫৭
ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাই, আপনে তো বহুত চেতা চেতছেন ট্রাম্প সাহেবের উপর ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:২৬
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন: 
না, আমি ট্রাম্প ও আমেরিকানদের সুন্দর সিস্টেম দেখে, নিজ জাতির অক্ষমতা দেখে জ্বলছি।
১৫|  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১০:০২
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১০:০২
জাহিদ অনিক বলেছেন: মার্কিন মুলুকের স্বাপেক্ষে আমি মনে করি আমরা দর্শক কেবল । 
গোল হলে হাত তালি দিব । খেলা ভাল না লাগলে গ্যালারী থেকে উঠে যাব ।
মাঠের মধ্যে নেমে খেলা ভন্ডুল করার ক্ষমতা আমাদের দেয়া হয় নাই । 
তবে যেটা করতে পারি , মানে যা করে যাচ্ছি ম্যাচের পরে বা আগে চা খেতে খেতে খেলোয়াড়দের নিয়ে আলোচনা সমালোচনা করে যেতে পারি ।
  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:২৮
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন: 
৪৬ বছর মগজহীন হ্যান্ডিরা আমাদেরকে পংগু বানায়েছে।
১৬|  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৪২
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৪২
জাহিদ অনিক বলেছেন: তবে মার্কিনদের থেকে আমাদের ভোটারদের ভোট দেয়ার হার বেশি । 
ভোট দেয়ার মত সময় নষ্ট করার মত সময় ওদের নেই । আর আজকে যে অনেক বেশি মানুষ তাও না । তবুও এসেছে । অনেক এসেছে । দলীয়, বিদলীয়, সাবেক প্রেসিডেন্ট অনেকেই এসেছেন । 
এটাই এদেশে নেই । এটারই অভাব । সৌজন্যতা ও সম্প্রীতির অভাব এদেশে বড্ড বেশি । 
জাতিগত দিক দিয়ে ওরা এগিয়ে আছে দুইশ বছর । আমরা কেবল বীরের জাতি বলে লাফাতেই জানি ।
  ২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:০১
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন: 
বীরদের স্হান বাংলাদেশে হয়নি; ১৯৭২ সালের সরকারে, কমপক্ষে সব সেক্টর কমান্ডারদের থাকার দরকার ছিলো; তা'হলে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে  কেহ হত্যা করতে পারতো না; উনারা বীরদের রাস্তা থাকে বিদায় করে দিয়ে নিজদের বিপদে ফেলেছিলেন।
কম বুদ্ধিমানরা দেশ চালালে, সবাই পেছনে পড়ে যায়; থাকে না সন্মান, সম্প্রীতি ও ঐক্য
১৭|  ২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৫৩
২০ শে জানুয়ারি, ২০১৭  রাত ১১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: নিজ জাতির অক্ষমতা দেখে জ্বলছি। 
নিজ জাতি আর কতকাল অক্ষম থাকবে? ভালো নেতৃত্ব দরকার, জনগনের সচেতনতা দরকার, এক হওয়া দরকার।
  ২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:০২
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন: 
জাতির সন্তানেরা চাচা আপন প্রাণ বাঁচা পলিসি নিয়ে বাঁচার চেস্টা করছে।
১৮|  ২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:৪৬
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ১২:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: নিজ ভূমে পরবাসী, কথাটা যেদিন পড়েছিলাম সেদিন কিন্তু অর্থ অজানা ছিল।। নূতন দেশ, পতাকা, সব পাবার পরও সেই একই অনুভূতি।। 
আপনার হিংসা আমার হৃদয়েও।।
  ২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ২:৫৬
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ২:৫৬
চাঁদগাজী বলেছেন: 
শেখ সাহেব আসলে দক্ষতার দিক থাকে ছাত্রলীগ নেতা ছিলেন; উনি নতুন পতাকা, আশা,  যুদ্ধ,  মানুষের ত্যাগ  ইত্যাদির মাথামুন্ড   কিছুই অনুধাবন করতে পারেননি; উনি যা জানতেন সেটা করতে গিয়ে জাতিকে লিলিপুটিয়ান বানায়েছেন, নিজের প্রাণ হারায়েছেন, আমরা এখন অন্য জাতির কাজ করে বেড়াচ্ছি।
১৯|  ২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৫১
২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম দেখে খটকা লাগলেও পোস্ট পড়ে যথার্থ মনে হয়েছে; দ্বিমতের কোন কারণ দেখি না! তবে হতাশার বিষয় এই যে হিংসায় আমাদের আরও দীর্ঘকাল জ্বলতে হবে!
  ২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১০
২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন: 
আপনি আমাদের চিন্তিত করেছেন; আপনি লেখা কেন সরায়েছেন? কমপক্ষে আগে বলবেন তো! কোথায় আছেন, কি করছেন, জানাবেন আমাদের।
২০|  ২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১৭
২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: চিন্তিত হওয়ার কিছু নেই । আমি ঠিক আছি । আপাতত একটা প্রি ক্যাডেট স্কুলে বাচ্চাদের নিয়েই আছি; সাথে MBA শেষ সেমিস্টার চলছে ।
  ২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:৪৪
২১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন: 
খুবই ভালো খবর; লেখাগুলো সরালেন কেন?
২১|  ২১ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩১
২১ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩১
রাতুল_শাহ বলেছেন: ভোটের রেজাল্টের পর, হাজার হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে পালিয়ে গেছেন বারবার আমাদের দেশে; এদের অনেকেই দীর্ঘ সময় নিজ পরিবারের কাছে ফিরতে পারেনি। 
 
ঘটনা চরমভাবে সত্য । 
  ২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৩
২১ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন: 
এগুলো আজকাল আফ্রিকায়ও ঘটছে না
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০১
২০ শে জানুয়ারি, ২০১৭  সকাল ৮:০১
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাই দারুন বলেছেন ।
সত্যিই গত ৪৬ টি বছরে ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে কোন শান্তি ও নিখাঁদ আনন্দের শপথ হয়নি ।
বড়ই দুর্ভাগা এক জাতির নাগরিক আমরা