![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল ট্রাম্প শপথ নিয়েছন, হাজার হাজার মানুষ দেখতে এসেছিলেন, প্যারেড হয়েছে, লান্চ, ডিনার ও ব্যালে হয়েছে; আজ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ২য় দিন; ত্রাম্প এখন "ইন্টারফেইথ" চার্চে বসে খৃস্টান, মুসলিম, ইহুদী, হিন্দু, বৌদ্ধ ধর্মের লোকদের সাথে প্রার্থনা করছেন, শুনছেন।
এদিকে হোয়াইট হাউসের আশপাশ ঘিরে ফেলেছে লাখ লাখ মহিলা প্রতিবাদীরা; এদের সংখ্যা গতকালের দর্শক থেকে অনেক অনেক বেশী ; এরা রাস্তাঘাট ব্লক করে ফেলেছে, ট্রাম্প কোন পথ দিয়ে হোয়াইট হাউসে ফিরবে কে জানে! ওয়াশিংন ছাড়া আমেরিকার ৫০ শহরে ও ইউরোপে একই সাথে প্রতিবাদ চলছে।
এই মহুর্তে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন; ইনি হিলারীর ভাইস প্রেসিডেন্ট মনোয়ন পাবার সম্ভাবনা ছিলো। ইনি আগামী ৪ বছর ট্রাম্পের রাজনীতির বিরোধীতা করার সংকল্প ঘোষণা করলেন এইমাত্র।
প্রথম প্রতিবাদেই ডেমোক্রেটিক দল লীড দিচ্ছে; প্রেসিডেন্ট শপথ নেয়ার পরেরদিন এত বড় প্রতিবাদের আয়োজন ভালো মনে হচ্ছে না; ভোটের পর, দেশে ঐক্য ফেরত আনার ঘোষণা করেছে ট্রাম্প; বিজয়ীকে তা করতে হয়, পরাজিতরা তা করে না; কিন্তু ট্রাম্প সেই সময় এখনো পায়নি; গতকাল রাত ১২টা অবধি চলে গেছে শপথ সম্পর্কিত অনুস্ঠানে। সকালে বেচারা গেছে দোয়া দিয়া করতে, ইতিমধ্যে ওয়াশিং মোটামুটি মিছিলে ঢেকে গেছে।
শিকাগো পুরো শহর মনে হয় রাস্তায় নেমে এসেছে; আমেরিকার ইতিহাসে কোন শহরে এত মানুষ একই সময়ে রাস্তায় আসেনি বলছে সিএনএন; শিকাগো আবার প্রেসিডেন্ট ওবামার শহর।
গতকাল ট্রাম্পের অনুসঠানে ছিল শুধু সাদা আমেরিকানরা; আফ্রিকান আমেরিকানরা একজনও আমার চোখে পড়েনি; আজ আফ্রিকান আমেরিকান, সাদা ও স্পেনিশরা রাস্তায়।
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী বিএনপি অবস্হা!
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা গণতন্ত্রের জন্য শুভ নয়।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
কিছুক্ষণ আগে ট্রাম্প অফিসে এসেছে, এই ধরণের অবস্হা তার মনের উপর প্রভাব ফেলবে। ডেমোক্রেটরা পরাজয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলো না, আজও বিশ্বাস করতে পারছে না।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: আমেরিকাতেও এত বড় বিক্ষোভ মিছিল? ২য় দিনেই এই অবস্থা হলে ভবিষ্যতে কী হবে, কে জানে!
হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, নয়তো দিনে দিনে আন্দোলন দানা বাঁধবে এবং ব্যাপক প্রাণহানি ঘটবে। বিশ্ব শান্তির জন্য এটা শুভ লক্ষণ নয় মনে হচ্ছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
প্রাণহানী হয়তো ঘটবে না, মানুষ চাকুরী হারাবে; আজকের অর্থনীতি বুশকে অনুসরণ করবে।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
ডঃ এম এ আলী বলেছেন: কথায় বলে বাংগালী যা দেখে আজ বাকী পৃথিবী তা দেখে পরের দিন । আন্দোলনের ক্ষমতার পালাবদলে বিক্ষোভের যে পথ আমরা দেখিয়েছি তা আজ দেখছে আমিরিকা । সেদিন বেশী দুরে নাই আমরা বাংগালীরাই পৃথিবীর নেতৃত্ব দিব ইনশাল্লাহ । কেও তা ঠেকিয়ে রাখতে পারবেনা । যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন । বাংগালী বীরের জাতি , আমিরিকা, পাকিস্তান চীন মিলেও আমাদের সাথে পেরে উঠে নাই ।
ধন্যবাদ সুন্দর তথ্যপুর্ণ লিখাটির জন্য ।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
চাঁদগাজী বলেছেন:
আমাদের সাথে ইথিওপিয়া এখনই পেরে উঠতে পারছে না; আমাদের ব্যবসায়ীরা আমেরিকায় বিনিয়োগ করছে গতকিছুদিন থেকে।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
আহা রুবন বলেছেন: এক দিনও শান্তিতে থাকতে দেব না! এই মন্তর দেখি আম্রিকায় গিয়া আছাড় খাইছে!!!!! বাহ্ বাহ্
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
আজ থেকে ১৫০/২০০ বছর আগে, এই ধরণের অবস্হা কিছুটা ছিল, নতুন করে আবার ফিরে আসছে, মনে হয়।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: আমার কাছে বেশ মজারই লাগছে।। এটাতো তৃতীয় বিশ্বের চিরাচরিত দৃশ্য!! প্রথম দেশটিতে গেল কিভাবে?? তাহলে আমরা কি আজকাল গার্মেন্টসের সাথে এটাও রফতানি করছি!!
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
সাদাদের সংখ্যা কমে যাওয়ায়, সমস্যা দেখা দিচ্ছে; ইহা ২য় বিশ্বে পরিণত হওয়ার পথে।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: দুঃখিত ভাই, আপনার ম্যাসেজটা গ্রহন করতে পারলাম না।। প্রচন্ড অবমাননাকর।। ট্রাম্পের বক্তব্যের মতই।।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
কঠিন হলেও, আমার ভাবনায় আসছে, সেটা আপনাকে জানাতে হবে।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখেন বাঙালি সৈন্য পাঠিয়ে বিক্ষোভ ঠেকানো যায় কিনা। না ঠেকাতে পারলে গণতন্ত্র রক্ষা করা যাবেনা।
হেতারা তো আবার গণতন্ত্র জন্ম দেয়।
ভালো খবর জানিয়েছেন।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
গণতন্ত্রের লজিক প্রতিস্ঠিত করেছেন সক্রেটিস, লিখেছেন প্লেটো; আমেরিকানরা পড়ে উহা বুঝেছে, আমাদের ড: এমাজুদ্দিন থেকে শামীম ওসমান, কিংবা মফিজেরা ঐ বই পড়ে কিছু বুঝেনি।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তবুও তাদের চেয়ে আমরাই ভালো আছি মনে হচ্ছে।
যেখানে নতুন প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই এমন বিক্ষোভ হয়, তখন তাদের গণতন্ত্র কতটা মজবুত আর তাদের জনগণই বা কতটা গণতন্ত্র মানে তা বুঝতে ডিগ্রিধারী হওয়া লাগে না।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ কলোনিয়েল যুগের শেষ ১০ বছর গণতণ্ত্র দেখেছিল; এখন যা দেখছে এটা সামন্তবাদ, কলোনিয়েল সিস্টেম থেকে অনেক পুরানো।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩২
একজন সত্যিকার হিমু বলেছেন: কোপা সামচু
এ দেহি আমগো দেশের অবস্থা ।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
২ পার্টি একযোগে পরাজিত হয়েছে একজন অরাজনীতিবিদের কাছে; ফলে, অনেক কিছুই ঘটবে যা আমেরিকার জন্য হবে কিছুটা অস্বাভাবিক।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮
কেএসরথি বলেছেন: কিছুই হবে না, কয়েকদিন লাফালাফি করে, সব বাড়ীত। ভোটের সময় হিলারীকে কেউ ভোট দেয় নাই, বাসায় বসে ছিল। এখন ট্রাম্প জিতে যাওয়ায় সবার হুশ ফিরছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প ২ পার্টিকে পরাজিত করে সমস্যা সৃস্টি করেছে; গতকাল শপথের পর বক্তব্যে আমেরিকান ও সারা বিশ্বের রাজননীতিবিদদের তিরস্কার করেছে, সব রাজনীতিবিদদের সামনেই।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমেরিকা এখন অস্থিরতা সময় পার করছে। আশা করি দ্রুত পরিস্তিতি পাল্টে স্বাভাবিক হবে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
কিছুটা আনপ্রেডিক্টেবল পরিস্হিতির সৃস্টি হয়েছে।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০
সোহানী বলেছেন: আমার ও জয়েন করার ইচ্ছে ছিল কিন্তু দুইদিন রাস্তায় থাকতে হবে দেখে ডিসিশান বদলালাম.....
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
চাঁদগাজী বলেছেন:
২ দিন রাস্তায় সহজ নয়, আমেরিকানদের জন্য তেমন কিছু না; পার্টির লোকেরা অপমানে মগজ হারায়ে ফেলেছে; ট্রাম্পের মগজ ওদের থেকে বড়; রাজনীতিবিদরা ৩০ বছর রাজনীতি করে যা শিখেছে, ট্রাম্প ৩ মাসে তাদের থেকে ১০ গুণ বেশী শিখেছে।
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩
নতুন নকিব বলেছেন:
হাসালেন- রুবন ভাই,
এক দিনও শান্তিতে থাকতে দেব না! এই মন্তর দেখি আম্রিকায় গিয়া আছাড় খাইছে!!!!!
গাজী সাহেবতো প্রতিনিয়ত আটলান্টিকের ঐ পাড়ের খোঁজ খবর দিয়ে আমাদের উজ্জীবিত করার চেষ্টা করেন।
ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
এখানে ১ পার্টি অন্য পার্টির বিপক্ষে নয়, ২ পার্টিই ট্রাম্পের বিপক্ষে; ২ পার্টির নারীরা আজকের প্রতিবাদের লীড দিয়েছে।
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করার সময় এখোনো আসেনি!
আমেরিকানরা হঠাৎ এতো ইমোশনাল হয়ে উঠল কেন???
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
এর পেছনে ২ দলের মহিলারা আছেন; ট্রাম্প ২ দলকে পরাজিত করায় ও রাজনীতিবিদদের বিপক্ষে জয়ী হওয়ায় এই সমস্যা হচ্ছে। এতে কংগ্রেস ওর পেছনে লাগার শক্তি পাবে; ট্রাম্পের কিছু দুর্বলতা আছে।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫
নতুন নকিব বলেছেন:
এরা হল জারজের জাত! প্রত্যুষের শয্যাসঙ্গী সাঁঝের বেলা যাদের কাছে অপরিচিত ঠেকে। গর্ভধারিনী মা যেখানে জানে না তার উদরের বাচ্চাটির প্রকৃত পিতা কোন্ জন। দৈহিক কামনা বাসনা সর্বস্ব এরকম চরিত্রহীন বদমাশ জাতির পক্ষেই ট্রাম্পের মত হিংস্র স্বভাবের জঘন্য একজন লোককে প্রেসিডেন্টের আসনে সমাসীন করা। কেয়ামতের আলামতগুলো খুব দ্রুতই প্রকাশ পাচ্ছে বলে মনে হয়। এই ধরনের হীন নিচু লোকদের বিশ্ব মোড়লের কুরসি অলংকৃত করা মানে কি? পৃথিবী কোথায় যাচ্ছে?
একতরফা শুধু ওদের মন্দগুলোই বলে গেলাম। ওদের ভেতরে অনেক ভাল ভাল মানবিক গুনাবলীও রয়েছে। কিন্তু ঐ যে, চরিত্রহীন লজ্জাহীন হলে যা হয়। বাকি গুনাগুন ঢাকা পড়ে যায় বেলেল্লাপনার এই কদর্যতার আবরনে।
গাজী ভাই,
জেনে ভাল লাগল, পক্ষ-বিপক্ষের উর্দ্ধে উঠে নারীরা ওনাকে সম্ভাসন (!) জানাতে ভুল করেন নি। ভুল করবেন কেমনে! উনিতো উনি! সেরাম জিনিষ! এক্কেরে আমাদের ঘাতীয় পার্টির পেরশাদ কাক্কু! এক ক্ষুরে মাথা মুড়ানোর দল! এদের যেন, জন্মই নারী রঞ্জনে!
ভাল থাকবেন নিরন্তর।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার জনসংখ্যার "কম্পোজিশন" দ্রুত বদলায়েছে গত ২০ বছরে; এদের "আমেরিকান এথিকস" এর লেভেল একটু নীচে নেমে এসেছে; ফলে, কিছু কলিশন অনিবার্য হয়ে উঠেছে।
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
শামীম সরদার নিশু বলেছেন: বলার ভাষা নেই
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
ভাষা খুঁজুন, খুঁজে পেলে লেখক হয়ে যাবেন।
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা (১৬)
আমাদের আগের মক্তবই ভালো ছিল। এখন আধুনিক হুজুরেরা মক্তবে যায় না। বেতন কম যে!
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগ মানুষ ভুলক্রমে বলে যে, আমরা আগে ভালো ছিলাম; মানুষ সাময়িকভাবে পেছনে গেলেও, সভ্যতা এগুচ্ছে।
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
রাফা বলেছেন: আপনি অভিনন্দন জানাইলেন গতকাল /হিংসায় জ্বলে মরলেন।আর আজকেই ট্রাম্পের বিরুদ্ধে ভিক্ষোব দেখে উল্টে গেলেন মনে হয়।
একটা কথা খুব পরিস্কার জেনে রাখুন ট্রাম্পের দ্বারা ঐক্য কখনই সম্ভব নয়।সে বিভক্তিতে বিশ্বাসি একজন মানুষ।সফল ব্যাবসায়ি হলেই সফল রাষ্ট্রনায়ক হওয়া যায়না।সে যে ঐক্য চায় না তার সবচাইতে বড় প্রমাণ প্রথম দিনেই ওবামা কেয়ার বাতিল করেছে শুধু ওবামার নাম মুছে ফেলার জন্য।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
আমি দর্শক মাত্র। যা কিছু ঘটুক, আমেরিকানরা খেয়ে পরে, ভালো থেকে বিশ্ব চালাবে। আমার গা জ্বলেছে ট্রাম্পের শপথের সময় মানুষের উৎসাহ, কংগ্রেস, সিনেট ও প্রশাসনের দক্ষতার উচ্চতা ও আমাদের সম্ভাবনাময় জাতির দৈন্যতা দেখা।
শপথ গ্রহনের দিন সামনে ছিল ব্যক্তত্ব সম্পন্ন লোকজন, হোক সে পক্ষে কি বিপক্ষে; আমাদের সরকার প্রধানের বড় বড় অনুস্ঠানে গেলে উনাদের চারিপাশে থাকে ভয়ংকর ভয়ংকর অপরাধী, মিথ্যুক, দখলকারী।
গতকাল দুতাবাসের ২ জন বড় কর্মকর্তার বক্তৃতা শুনছিলাম, একজন বললেন যে, উনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সবার সামনে প্রমাণ করেছে যে, বাংগালীরা পৃথিবীর শ্রেস্ঠ জাতি; সবাই হাত তালি দিচ্ছিল, সবাই খুশী; এরা দেশ চালাচ্ছে।
২০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
ভাবুক কবি বলেছেন: সব মিলিয়ে ইহা কোন দেশের জন্য অশনি সংকেত
যেমন সংকেত বয়ে চলছে আমার সোনার বাংলায়
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
সোনার বাংলায় রাজনীতি, জাতি হিসেবে মানুষের আশা ও ঐক্যকে থামিয়ে দেয়া হয়েছে লিবিয়া বা মিশরের স্টাইলে; এটা ঘটেছে বিএনপি-জামাত, জাপা ও আওয়ামী লীগের অপরাজনীতির যুদ্ধের ফলে।
২১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যগুলোর উত্তরে আপনার কাছ থেকে বেশ কিছু দার্শনিক প্রতিমন্তব্য এসেছে। মনে হচ্ছে, ব্লগিং এর পাশাপাশি আজকাল হয়তো কিছু দর্শন চর্চাও হচ্ছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এত বড় কথা বলার জন্য ধন্যবাদ, আমি এত বড় ভাবনার মানুষ নই।
আমি বিখ্যাত দার্শনিকদের মুল বক্তব্যগুলো বুঝার চেস্টা করেছি, সম্ভব মতো পড়ার চেস্টা করছি; সক্রেটিসের উপর প্লেটোর ধারণা, বারট্রান্ড রাসেল'এর লেখাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে আজীবন।
২২| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
সাহসী সন্তান বলেছেন: এইগুলা হচ্ছে চরম মূর্খতার লক্ষণ! ভোট দিয়ে জিতিয়ে পরে আন্দোলন-ফান্দোলন কেবল আবালেরাই করে! তবে এইটা দেখে ভাল্লাতেছে যে, আম্রিকানগো গায়েও বাঙালি পলিটিক্স-এর হাওয়া লাগছে! এখন তারা আমাদের দেশের মত, ঈদের পরে কঠোর আন্দোলনের ডাক দেয় কিনা; সেইটাই হইলো দেখার বিষয়!
বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের মত কাউরে দরকার ছিল! অন্তত গালি দিয়া সবকয়টার মগজ ধোলাই করার ব্যাপারে হেতের জুড়ি মেলা ভার! গ্রেট! এই না হইলে কি বিশ্ব রাজনীতির মোড়ল হওয়া যায়?
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপাত দৃস্টিতে বাংলাদেশের আওয়ামী-বিএনপি-জামাত সিনড্রোমের সাথে সামান্য মিল থাকলেও, আমেরিকার এই বিশষ পরিস্হিতির একই স্তরের নয়; কারণ, প্রতিবাদে উপস্হিত থাকা একজন "গড় মহিলার" গণতান্ত্রিক অভিজ্ঞা ও গণতণ্ত্রের প্রতি শ্রদ্ধা বেগম জিয়া, রওশন এরশাদ, সাজেদা চৌধুরী।, মতিয়া চৌধুরী কিংবা শেখ হাসিনার চেয়ে বেশী হওয়ার সম্ভাবনা।
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো কীসের আলামত?
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের বিজয় রাজনীতিবিদ ও দলে বিশ্বাসী লোকদের হতবাক করেছে; এবং ট্রাম্প তার শপথ বক্তৃতায় সিনেট ও কংগ্রেসম্যানদের সামনে আমেরিকান ও বিশ্বের সব রাজনীতিবিদদের "ইনসাল্ট" করেছেন; তিনি বলেছেন, ভোটে বিজয়ীরা "জয়ের আনন্দ ও সুফল" নিজেদের মাঝে রেখেছে, সাধারণ মানুষ প্রতারিত হয়েছে; এতে ভয়ংকর রিএ্যাকশন হয়েছে।
আলামতের মাঝে, আমেরিকা ও ইউরোপে ছোটখাট রিশেশন দেখা দিতে পারে।
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭
বর্ষন হোমস বলেছেন:
বিশ্বে ট্রাম্প যুগ শুরু।
হা হা হা হা
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আগামী ৪ বছর বেশ উথাল পাথালের মাঝ দিয়ে যাবে মনে হচ্ছে।
২৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯
খালিদ১২২ বলেছেন: ব্লগ গুরু হিসেবে আপনাকে মান্য করি।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এ আমি খুবই কাঁচা; কিন্তু আমি আপনাদের মতো ব্লগিং ভালোবাসি
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
বিশ্বকে নয়, ট্রাম্পকে চারবছর ঘর সামলাতেই এ মেয়াদ শেষ করতে হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের বিজয়, রাজনীতিবিদদের রাজতন্ত্রের বিপক্ষে গেছে; সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম ব্যয়ে সে ইলেকশান করতে সমর্থ হয়েছে।
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১
সচেতনহ্যাপী বলেছেন: লেখক বলেছেন:
কঠিন হলেও, আমার ভাবনায় আসছে, সেটা আপনাকে জানাতে হবে।
বস্তবতা জেনে সত্যিই খুশী হলাম।।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মানুষ অপেক্ষা করছে; ট্রাম্প অনেক আশা দিয়েছে
২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭
ফাহমিদা বারী বলেছেন: এইসব নারী প্রতিবাদীরা ভোটের দিন কোথায় ছিল? নারী ভোটার দের সকলের ভোট পেলে হিলারীর হেরে যাওয়ার কথা নয়। ট্রাম্পের অবস্থা দেখে ত মনে হয়, সে আবার সব প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে দেবে। এতোদিন যেভাবে ট্রাম্পকার্ড দেখিয়ে গেল!
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
নারী ভোটারদের অনেকেই মোটেই ভোট দেয়নি, তারা এখন প্রতিবাদে নেমেছে।
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ট্রাম্পের যুদ্ধ এবার সাংবাদিকদের বিরোদ্ধে
ওয়াশিংটনে শপথগ্রহণের দিন সরকারি হিসেবে, কম করে ৭ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। হোয়াইট হাউস থেকে ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত গড়ে তোলা ২০টি ব্লকেই তিল ধারণের জায়গা ছিল না।
ট্রাম্পের বক্তব্য, ‘‘সংবাদমাধ্যম পুরোটাই ভুল দেখিয়েছে।’’ সংবাদমাধ্যমের হিসেবে মাত্র আড়াই লক্ষ মানুষ ট্রাম্পের শপথগ্রহণের সাক্ষী ছিলেন।
এতেই বেজায় চটে যান নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি সিয়েন স্পাইসার সাংবাদিক সম্মেলন ডেকে ফেলেন। সেখানেই সাংবাদিকদের ওই হুঁশিয়ারি দেন ট্রাম্প। বলেন, ‘‘সাংবাদিকদের সঙ্গে আমার যুদ্ধ চলছে। কারণ তাঁরাই দুনিয়ার সবচেয়ে অসৎ মানুষ। মিথ্যা খবর দেখানোর ফল ভাল হবে না।’
শুধু রাজনীতি বিদরা না সাংবাদিকেরাও এখন ঠেলা বুজুক !!!
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প অসংখ্যা শত্রু সৃস্টি করছে।
৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০১
ডঃ এম এ আলী বলেছেন: তা্ইতো মনে হয় , কিন্তু সত্যি কথাইতো বলেন , তিনি যে রাজনীতিবিদ হতে চাননা সেটাই তিনি বুঝাতে চান । তার মানে কথায় ও আচরনে তিনি অবিচল থাকতে চান ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প রাজনীতিবিদ অবশ্যই; হিলারীরা ৩০ বছর কাজ করে যা শিখেছেন, ট্রাম্ কাজ না করে বেশী বুঝেছেন, পার্থক্য এটুকু।
৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪
নতুন নকিব বলেছেন:
@নাঈম জাহাঙ্গীর নয়ন (১৮) বলেছেন: আমাদের আগের মক্তবই ভালো ছিল। এখন আধুনিক হুজুরেরা মক্তবে যায় না। বেতন কম যে!
হতাশ হবেন না ভাই! আপনি চাইলে প্রয়োজনে আমরা বিশেষ ব্যবস্থাপনায় নতুন করে আপনার জন্য মক্তবের আয়োজন করব।
গাজী ভাই,
আসলেই এই পোস্টটিতে আপনার উত্তরগুলো একটু ভিন্ন মাত্রা নিয়ে আসছে। ওয়েস্টার্ন পলিটিকস নিয়ে কথা বলতে বলতে কেমন যেন একটা দার্শনিকসুলভ আলাপচারিতা নতুন কিছুকে উদ্ভাসিত করে চলেছে ক্রমশ।
চলতে থাকুক...।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি সারছেন, আমি আসলে সামান্য খবরগুলো অনুসরণ করছি।
এটা ঠিক যে, ওয়েস্টার্ন পলিটিকস এখন বিশ্বের জন্য সবচেয়ে ভালো উদারহরন।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
আজকের দিনে, মক্তব মাদ্রাসা মানুষকে নিম্ন মানের জীবনের নিশ্চয়তা দিচ্ছে।
৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০
জুন বলেছেন: আমেরিকার নির্বাচন নিয়ে সারা দুনিয়াব্যাপী এত ব্যপক আলোচনা ও ঝড় তোলা , আন্দোলন দেখে মনে হয় এটা কোন দেশের নির্বাচন নয় । এটা সারা বিশ্বের জন্য যেন এক নেতা নির্বাচন হচ্ছে । আর এর দ্বারা আমরা এতদিন পরোক্ষে স্বীকার করেছি এখন প্রত্যক্ষভাবে স্বীকার করছি আমেরিকাই সারা বিশ্বের মোড়ল । ব্যাপারটা আমাকে ভাবিয়ে তোলে চাঁদগাজী ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব এমন যায়গায় এসেছে, কাউকে না কাউকে মোড়ল হতে হবে, না হয় এটম বোমা, বাজার দখল, অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না; আমেরিকাই মোড়ল, তবে ভালো মোড়ল নয়; কিন্তু এর থেকে ভালো কেহ নেই; রাশিয়ানরা পারবে না, পুটিন মোটামুটি জোর করে ক্ষমতায় আছে, চাইনীজদের ব্যক্তিত্ব নেই, ইংরেজরা ঘরমুখী, ভারতীয়দেরও ব্যক্তিত্ব নেই, সাথে সাথে তাদের পায়খানাও নেই।
৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪
শামীম সরদার নিশু বলেছেন: আগেও পড়েছি, কিন্তু লেখক ভাইকে ভীষন মিস করছিলাম ।
তাই প্রোফাইলে আবার আসলাম। এসে দেখি নতুন পোস্ট নেই।
যাই হোক পুরাতন পোস্টগুলো শেষ করা হয়নি, আস্তে আস্তে পড়ে নিব।
ভালবেসে ফেলেছি লেখক ভাইকে
২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি সমসাময়িক বিষয়গুলো অন্যদের সাথে আলাপ করার চেস্টা করি, বিরাট ব্যাপার নয়। লিখেন, পড়েন, ব্লগিং আমাদের নিজেদের ধারণাকে রিফাইন করতে সাহায্য করছে
৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পলিটিশিয়ান না হয়ে পলিটিক্সে টিকে থাকা সম্ভব নয়, এটাই বটম লাইন
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
আসলে ট্রাম্প নিজেই রাজনীতিবিদ; হিলারী রাজনীতিতে সক্রিয় থেকে ৩০ বছরে যা শিখেছে, ট্রাম্প সক্রিয় রাজনীতিতে না থেকে ভালো শিখেছেন; এটাই প্রমাণিত হয়েছে।
৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
জাহিদ অনিক বলেছেন: আন্দোলন টান্দোলন যত যাই করুক , এইবার ট্রাম্প যা করার তা করবেই ।
আমার ধরনা আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকাতে বাংলাদেশ তাদের তৈরি পোশাক এর মার্কেট হারাবে ।
ট্রাম্প নিজ দেশকে স্বয়ং-সম্পূর্ণ করে তুলিতে চাইবে যেভাবেই হোক ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
তৈরি পোশাকের বাজারের উপর কিছুটা চাপ পড়বে; তবে, সঠিক প্ল্যান করে যদি ব্যবসা করা যায়, ব্যবসা থাকবে; কারণ, আমেরিকানরা এত সস্তায় পোশাক তৈরি করতে পারবে না।
৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২২
সচেতনহ্যাপী বলেছেন: @ জুন, এটাই বাস্তবতা বোন।। আমরা নিজেদের ভুলে যাই অহরহ যে!! এমনকি নিজেকে ছোট করে হলেও।। ধীক!! সত্যিই ধীক।। ভুলে যাওয়া জাতির আর কি থকতে পারে??
৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
রাতুল_শাহ বলেছেন: রাজনীতিবিদরা ৩০ বছর রাজনীতি করে যা শিখেছে, ট্রাম্প ৩ মাসে তাদের থেকে ১০ গুণ বেশী শিখেছে।
এটা হলে তো ভালো।
৩০ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের জয় সেটাই প্রমাণ করেছে।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
খেয়া ঘাট বলেছেন: Here we go----
