![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজ সোমবার, ট্রাম্পের শপথের চতুর্থ দিনে, 'প্রেসিডেন্টের ব্যবসায়িক মালিকানা আমেরিকান সংবিধান পরিপন্হি' মর্মে ফেডারেল কোর্টে বেশ বড় মামলা দায়ের করেছে একটি এথিক গ্রুপ, এরা মোটামুটি আইনজীবিদের সংস্হা, যারা সংবিধান পরিপন্হি কার্যক্রমের উপর খেয়াল রাখে।
মামলায় নালিশ করা হয়েছে যে, প্রেসিডেন্ট পদে থাকাকালীন অবস্হায়, ট্রাম্প আনুমানিক ৫০০ কর্পোরেশনের মালিক; এর মাঝে অনেক কর্পোরেশনের ক্লায়েন্ট হচ্ছে অনেক বিদেশী সরকারী সংস্হা, অর্থাৎ বিদেশী সরকার ব্যবসায়িক কারণে আমেরিকান প্রেসিডেন্টের প্রতিস্ঠানের সাথে লেনদেন করছে, যে অর্থের একাংশের মালিক হবেন প্রেসিডেন্ট, যা সংবিধান-পরিপন্হি।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে, 'ব্যবসার পরিচালনা' তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করেছেন, অর্থাৎ এসব ব্যবসা পরিচানায় উনি প্রত্যক্ষভাবে জড়িত নন এখন; কিন্তু মালিকানা রয়ে গেছে; ফলে, ব্যবসা উনি পরিচালনা না করলেও, উনি বিদেশী সরকারদের পরিশোধিত দেনা থেকে লাভবান হবেন।
একই ধরণের মামলা পৃথকভাবে আরো ২টি গ্রুপ থেকে রাজ্যগুলোর স্হানীয় কোর্টে যাবে আগামী কয়েকদিনের মাঝে। এই ধরণের মামলা অবশ্যই প্রেসিডেন্টের জন্য ভাবনার কারণ হবে, ও স্বাভাবিক কার্যক্রমে বাধা দিবে। শনিবারের বিশাল প্রতিবাদ বেশ মানসিক চাপের সৃস্টি করেছে হোয়াইট হাউজের উপর।
হোয়াইট হাউজ থেকে এই মামলার ব্যাপারে এখনো কোন মন্তব্য করা হয়নি; তবে, হোয়াইট হাউজ মানুষকে মামলা সম্পর্কে শীঘ্রই ব্রিফ করতে বাধ্য।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
সব রাজনীতিবিদ ও প্রশাসনের অনেকেই তাকে চাপের ভেতর রাখার চেস্টা করছে; তবে, তারা ২য় বার পরাজিত হবার সম্ভাবনাও আছে।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুরু হয়ে গেল।
জানিনা, খারাপ হচ্ছে নাকি ভালো। ট্রাম্প কি আসলেই এত খারাপ নাকি!
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প খারাপ হলে প্রেসিডেন্ট পদে ভোট পেতো না; সে রাজনীতিবিদদের বিপক্ষে জয়ী হওয়ায় রাজনীতিবিদরা অসুখী।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
বর্ষন হোমস বলেছেন:
এখন ট্রাম্প আবার এই বলে বসবে এথিক গ্রুপ গুলো হচ্ছে সবচেয়ে অসৎ লোকের গ্রুপ।
হাহাহাহা
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প প্রাথমিক চাপ থেকে বের হতে পারলে এথিক মেথিক কাউকে ছাড়বে না।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
ভ্রমরের ডানা বলেছেন:
ট্রাম্পের যে কথাগুলো কপিপেষ্ট সিনেমার ডায়লগ তা কি ডায়লগ থেকে যাবে নাকি রথউইল্ড চাইল্ড, ইলুমিনাতি, এলিট ওয়াশিংটনডিসির বিশেষ করে ওয়ালস্ট্রিট আরো ফুলে ফেঁপে উঠবে।
এ্যামিরিকাও কি তবে গরীবদের পুঁজি করে চলে নাকি?
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
ওয়ালস্ট্রিট বেশী উপরে চলে গেছে; ট্রাম্পের মিনিস্টারেরা সবাই বিলিওনিয়ার আপাতত; সামে একজন মাত্র মাল্টি মিলিওনিয়ার আসবে।
বাংলাদেশ থেকে ইথিওপিয়া সবাই ক্যাপিটেলিজম চাচ্ছে; ফলে, আমেরিকা চাইলেও বাম দিকে ঝুঁকতে পারবে না। আমেরিকার নিয়ম গত ২০০ বছরের বদলায়নি, হ্য়তো আয় কমেছে বেড়েছে, কিন্তু ফর্মুলা একটাই ক্যাপিটেলিজম, সাথে কিছু মুলা
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
ভয়ংকর চেহারাই ব্যক্তির ভিতরের অবস্থা প্রকাশে যথেষ্ট।
একেবারে লেজে গোবরে!
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
সে প্রাইমারীতে অংশ নেয়ার পর, মিডিয়া ও রাজনীতির লোকেরা মিলে এই অবস্হার সৃস্টি করেছিলো; পরে, তাদের অবস্হা হয়েছে বেহাল; মনে হচ্ছে, সে ২য় বারও শক্তিশালী হয়ে সে বেরিয়ে আসবে; শুরুতে এত ঝামেলা শুরু করলে, বিরোধীদের পক্ষে মানুষের সমর্থন পাওয়া মুশকিল হবে, হয়তো।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
মো: ওসমান গনি তালুকদার বলেছেন: এ পর্যন্ত সে বীর। দেখা যাক আগামীতে কি হয়?
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
আজকে ৫ম দিন, ১০০ দিনের মাঝে সে অনেক কিছু বদলানোর কথা।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬
মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এগুলো আমার কাছে নস্যি!
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
গতকাল সব বড় বড় কর্পোরেশনের সিইওদের সাথে হোয়াইট হাউজে কথা বলেছে, উৎপাদন ব্যবস্হা দেশের মাঝে ধরে রাখার কথা বলেছে; মামা সম্পর্কে কিছু বলেনি
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
শামীম সরদার নিশু বলেছেন: মাত্র তো শুরু
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
শুরুতে অনেক কিছু করার ঘোষনা দেয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
ধ্রুবক আলো বলেছেন: একটা বিষয় মাথায় ঢুকে না! এতো বিতর্ক কেন আবার পাশ করে কিভাবে যদি এতো বিতর্কই থাকে??!
নাকি কোন রাজনীতির মার প্যাচ!! কে জানে, আমেরিকার রাজনীতি বোঝা কি এত সহজ!!!!
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদরা ওকে চাহেনি, এখন সে তাদের মাথার উপর; সমস্যা সেখানেই
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
কিছু প্রশ্ন ছিল মনে-
১। ট্রাম্প তার জামাইকে কোন যোগ্যতায় উপদেষ্টা নিয়োগ দিলেন?
২। মন্ত্রীপরিষদ গঠনে এত দেরি কেন? আর এত ধনকুবের দিয়ে কি হবে? ইউএসএ কি গ্রুপ অব কোম্পানিদের হাতে নেবার পায়তারা?
৩। চায়নাকে কিভাবে ট্রাম্প চাপে রাখবে? ইউএসএ এর কাছে চায়না তিন ট্রিলিয়ন পাবে!
৪। রাশিয়ার অবরোধ কে ট্রাম্প সমর্থনই বা কেন করলেন? তবে কি পুতিনের প্রতি এত ভালবাসা লোক দেখানো? স্টার্ট, সল্ট কি এক্টিভ হচ্ছে?
৫। ন্যাটো নিয়ে এত নেগেটিভ বলে জার্মান শরণার্থী নিবে না কি করবে তা বলে অন্যের ব্যাপারে নাক গলানো আম্রিকান স্বভাবকি তবে বন্ধ হচ্ছে না?
৬। নাফটা টিপিপি কবে বন্ধ করবে? ( করুক, আমাদের জন্য ভাল)
৭। আই এস কে নিষ্ক্রিয় করার জন্য কি উদ্যোগ নিচ্ছে ট্রাম্প?
৮। তুরস্ক, ইরান নিয়ে পরিকল্পনা কি?
৯। ইস্রাইলের সাথে সম্পর্ক কি হবে?
১০। ওবামা কেয়ার বাতিলের পর স্বাস্থ্য ব্যবস্থার কি হবে?
১১। এমেরিকার গরীব ভুখা মানুষদের, বেকারদের জন্য এই ধনকুবের গ্যাং কি কোন আলাদিনের চেরাগ আনে দিতে পারবে? নাকি ঈট জাস্ট মোকিং টক?
১২। রথফেলার, সিএনএন, জিওনিস্টদের বলয়ের বাইরে এসে পরিবর্তন কি সম্ভব?
১৩। বিশ্বে জাতীয়তাবাদের দামামা বাজিয়ে ইউরোপীয় ইউনিয়ন আর কয়টুকরো হবে?
১৪। ক্যাল-এক্সিট কি সম্ভব?
১৫। উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, আই এস বিষয়ে নীতিমালার পরিবর্তন কি বিশ্বে শান্তি বয়ে আনবে?
১৬। লিবিয়া, বেনগাজি সিচুয়েশন, ইউক্রেন, ক্রিমিয়া, দামেস্ক, রাকা, তিরকিত, মসুল, কুর্দিস্তান, কাশ্মীর, তাইওয়ান, স্প্রাটলি নিয়ে ট্রাম্পের চিন্তা কি?
১৭। সিএইএ, এফবিআই কি ট্রাম্পের সাথে কাজ করতে পারবে? স্বাধীন মিথস্ক্রিয়া কি সম্ভব যেখানে তিনি হাস্যকর মন্তব্য করেছেন?
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
১। ট্রাম্প তার জামাইকে কোন যোগ্যতায় উপদেষ্টা নিয়োগ দিলেন?
- কিছু মানুষ সহজেই ভুল করে, জামাইকে এডভাইজাে করা অন্যতম ভুল হয়েছে। তাকে আবার ইসরায়ে্ল সমস্যা দেয়া হয়েছে; কোন ইহুদীকে এই ধরণের দায়িত্ব দিলে, বদনাম হওয়া খুবই সহজ।
২। মন্ত্রীপরিষদ গঠনে এত দেরি কেন? আর এত ধনকুবের দিয়ে কি হবে? ইউএসএ কি গ্রুপ অব কোম্পানিদের হাতে নেবার পায়তারা?
-আজকে মিলে ৩ জন সেক্রেটারী কনফার্ম করা হয়েছে; বিলিওনিয়ারদের নাকি বুদ্ধি বেশী!
৩। চায়নাকে কিভাবে ট্রাম্প চাপে রাখবে? ইউএসএ এর কাছে চায়না তিন ট্রিলিয়ন পাবে!
-চায়না এখন আমেরিকা থেকে বড় ও জঘন্য ক্যাপিটালিস্ট দেশ; মনে হয়, চীন ও ট্রাম্প 'কমন ইন্টারেস্ট' খুঁজে পাবে।
৪। রাশিয়ার অবরোধ কে ট্রাম্প সমর্থনই বা কেন করলেন? তবে কি পুতিনের প্রতি এত ভালবাসা লোক দেখানো? স্টার্ট, সল্ট কি এক্টিভ হচ্ছে?
-রাশিয়ার বিপক্ষে আরোপিত অবরোধ নিয়ে সাধারণ আমেরিকানরা বেশ ইমোশানেল, সেটাতে হাত দিতে সময় লাগবে; পুটিন এসব নিয়ে চিন্তিত বলে মনে হয় না। গতকাল "টিপিপি চুক্তি" বাতিল করেছে; সব চুক্তিকে নতুন করে এ্যভালুয়েট করবে বলছে।
৫। ন্যাটো নিয়ে এত নেগেটিভ বলে জার্মান শরণার্থী নিবে না কি করবে তা বলে অন্যের ব্যাপারে নাক গলানো আম্রিকান স্বভাবকি তবে বন্ধ হচ্ছে না?
-আরবী রিফিউজী নিয়ে সে যা বলেছে, তা আংশিকভাবে সত্য, এরা ইউরোপ ও আমেরিকার জন্য সমস্যা হবে; শুধু মহিলা, শিশু ও বয়স্ক দের নেয়ার দরকার ছিলো। ন্যাটোর ক্ষমতা কমানো দরকার অস্ত্র প্রোতিযৈতা থামানোর জন্য।
৬। নাফটা টিপিপি কবে বন্ধ করবে? ( করুক, আমাদের জন্য ভাল)
-টিপিপি শেষ হয়ে গেছে গতকাল, নাফতা ছুরির নীচে, নাফতা থাকবে, শর্ত বদলাবে।
৭। আই এস কে নিষ্ক্রিয় করার জন্য কি উদ্যোগ নিচ্ছে ট্রাম্প?
-আই এস কে নিষ্ক্রিয় করার জন্য কি উদ্যোগ নিচ্ছে, সেটা হয়তো স হজে প্রকাশ করবে না, হয়তো কাজ শুরু হয়ে গেছে।
৮। তুরস্ক, ইরান নিয়ে পরিকল্পনা কি?
-তুরস্ক নিজ পায়ে কুড়াল মারছে, ইরানকে বোমা বানাতে দেবে না, ইরান হয়তো আক্রান্ত হবে; পারস্য উপসাগরে আমেরিকান জাহাজের পিছু নিলে, আমেরিকান নেভী আক্রমণ চালাবে।
৯। ইস্রাইলের সাথে সম্পর্ক কি হবে?
-ইস্রাইল নিয়ে সে আগে বলেছিল, "স্হায়ী সমাধান হবে"; নতুনভাবে কিছু বলেনি। যেরুজালেমকে রাজধানী করা নাকি সাপোর্ট করে; তবে, নাতিনিয়াহু সেই ধরণের বেকুবী করবে না।
১০। ওবামা কেয়ার বাতিলের পর স্বাস্থ্য ব্যবস্থার কি হবে?
-ওবামা কেয়ার বাতিলের পর আমেরিকা অসুস্হ হয়ে যাবে; এটা পুরোপুরি বদলাতে পারবে না।
১১। এমেরিকার গরীব ভুখা মানুষদের, বেকারদের জন্য এই ধনকুবের গ্যাং কি কোন আলাদিনের চেরাগ আনে দিতে পারবে? নাকি ঈট জাস্ট মোকিং টক?
-আমেরিকার গরীব ভুখা মানুষদের, বেকারদের জন্য নতুন করে কিছু করতে হলে, অনেক নতুন পদক্ষেপ নিতে হবে; এই বিলিওনিয়ার ক্লাব সেটা নেয়ার কথা নয়; তবে, দেশীয় উৎপাদন বাড়ালে বেতন বাড়বে, বেকারের সংখ্যা এখনই কম।
১২। রথফেলার, সিএনএন, জিওনিস্টদের বলয়ের বাইরে এসে পরিবর্তন কি সম্ভব?
-সম্ভব, সে পারবে বলছে।
১৩। বিশ্বে জাতীয়তাবাদের দামামা বাজিয়ে ইউরোপীয় ইউনিয়ন আর কয়টুকরো হবে?
-ইউরোপীয় ইউনিয়নের আন্চলিক অসমতা বড় সমস্যা , ইউরোপিয়ানরা ট্রাম্পের কথায় কিছু করবে না।
১৪। ক্যাল-এক্সিট কি সম্ভব?
- না, ট্রাম্পের সময় ঐ ধরণের কথা বলার সুযোগও পাবে না।
১৫। উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, আই এস বিষয়ে নীতিমালার পরিবর্তন কি বিশ্বে শান্তি বয়ে আনবে?
- উত্তর কোরিয়া ভয়ংকর চাপে থাকবে; ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা আছে, হয়তো কিম জং হারিয়ে যাবে।
১৬। লিবিয়া, বেনগাজি সিচুয়েশন, ইউক্রেন, ক্রিমিয়া, দামেস্ক, রাকা, তিরকিত, মসুল, কুর্দিস্তান, কাশ্মীর, তাইওয়ান, স্প্রাটলি নিয়ে ট্রাম্পের চিন্তা কি?
-কাশ্মীর কোথায়, সেটা বুঝতে ট্রাম্পের সময় লাগবে। আরবদের নিয়ে সে মাথা ঘামাবে না; হয়তো ইরাকে সামান্য কিছু করবে, যাতে আমেরিকান সৈন্য ওখানে যেতে না হয়।
১৭। সিএইএ, এফবিআই কি ট্রাম্পের সাথে কাজ করতে পারবে? স্বাধীন মিথস্ক্রিয়া কি সম্ভব যেখানে তিনি হাস্যকর মন্তব্য করেছেন?
-ট্রাম্প এদের কাউকে দাম দেবে না; ওরা নিজেদের কাজ চালিয়ে যাবে। ওদের থামানো দরকার, ওরা কাগজের বাঘ।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ট্রাম্পের উচিত হবে সংবিধানের উপর আস্থা রেখে কাজ করা।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় সংবিধানের পরিপন্হি কিছু করা অসম্ভব; কংগ্রেস কিছুতেই তা ঘটতে দেবে না।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
বিলিয়ার রহমান বলেছেন: হায় ট্রাম্প!
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
সব ঠিক আছে আপাতত; সমস্যা হবে যেদিন সে ইরান, কিংবা কোরিয়া আক্রমণ করবে।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
সুবল চন্দ্র বর্মন বলেছেন: সবে শুরু, এখনো অনেক দেরী। পাঞ্জেরী।।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
আজকে ৪ র্থ দিন, মানুষ মোটামুটি চিন্তিত নয়।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
শেয়াল বলেছেন: টেরাম্প মামায় অহন কি করব?
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, সে ভয় পায়নি; সে এই ব্যাপারে কিছু বলছে না।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্প এসবের পরোয়া করে বলে মনে হয় না।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
পরোয়া করে বলে মনে হয় না
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
প্রশ্নবোধক (?) বলেছেন: ট্রাম্প যাই করুক না কেন, একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, বড় পরিবর্তন আসবে। গত ২ দিনে ট্রাম্প আমেরিকান ৩ গাড়ী কোম্পানী ও সব বড় কোম্পানীর কর্মকর্তাদের সাথে কথা বলেছে, এগুলো পরিবর্তন আনবে।
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
উত্তর গুলোর জন্য
আরো কিছু প্রশ্ন ছিল-
১। প্রতিরক্ষার বাঘা জেনারেল দিয়ে অ্যামেরিকার নতুন শিকার ( আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া) কে হতে পারে?
২। অ্যামেরিকানরা কি হান্টিংটনের "ক্ল্যাস অব সিভিলাইজেশন" নাকি এডওয়ার্ড সাইদের "ক্ল্যাশ অব ইগ্নোরেন্সে" বিশ্বাসী?
৩। নতুন করে রিপাবলিকানদের "নিপ ইন বাড থিওরি" কতটুকু যৌক্তিক ?
৪। চায়নার উপর বার পার্সেন্ট ভ্যাট এটা কি সম্ভব?
৫। সিরিয়ার সমস্যায় রাশিয়া টার্কি সমাধানে হাত দিয়েছে। ট্রাম্প কি এই বিষয়ে কিছু বলতে পারে?
৬। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এক্টিভিটি কি? রেড নেকদের কে সন্তুষ্ট করার জন্য কি সে অভিবাসী আইনে পরিবর্তন আনবে?
৭। যুক্তরাষ্ট্রের স্থায়ী ইউ এন প্রতিনিধি সামান্থা পাওয়ার ওবামার ঘনিষ্ঠ ছিলেন। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভিটালির সাথে তার খারাপ সম্পর্ক। অন্যান্য রাষ্টদূতদের মত তাকে বহিষ্কার করা হবে কি?
৮। ট্রাম্পের সাথে দক্ষিন এশিয়ার ভবিষ্যৎ কি হতে পারে?
৯। রাশিয়ার মোড়লগিড়ি ট্রাম্প কি বসে বসে দেখতে পারবে?
১০। ট্রাম্পের (এত্ত বড় পরিবারে) পেট অ্যানিমেল নেই কেন?
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২
চাঁদগাজী বলেছেন:
১। প্রতিরক্ষার বাঘা জেনারেল দিয়ে অ্যামেরিকার নতুন শিকার ( আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া) কে হতে পারে?
-আরবদের পক্ষে কোন আমেরিকান সৈন্য যুদ্ধ করবে না; বাঘা জেনারেলরা ইরান ও কোরিয়ার খবর নেবে।
২। অ্যামেরিকানরা কি হান্টিংটনের "ক্ল্যাস অব সিভিলাইজেশন" নাকি এডওয়ার্ড সাইদের "ক্ল্যাশ অব ইগ্নোরেন্সে" বিশ্বাসী?
-- আমেরিকানরা নতুনত্বের আবিস্কারক, এরা ক্রমাগতভাবে নতুন পথ খুঁজছে।
৩। নতুন করে রিপাবলিকানদের "নিপ ইন বাড থিওরি" কতটুকু যৌক্তিক ?
-নিপ ইন বাড থিওরী ইত্যাদি একাডেমিক থিওরীটক্যাল ব্যাপার স্যাপার; বরং আমেরিকানদের দেখা গেছে ফল হওয়ার পর তারা টের পাচ্ছে।
৪। চায়নার উপর বার পার্সেন্ট ভ্যাট এটা কি সম্ভব?
-চীন নিয়ে ট্রাম্প এখনো সঠিক ডিসিশনের কথা বলেনি; কারণ, চীন ক্রমাগতভাবে বদলাচ্ছে।
৫। সিরিয়ার সমস্যায় রাশিয়া টার্কি সমাধানে হাত দিয়েছে। ট্রাম্প কি এই বিষয়ে কিছু বলতে পারে?
-সিরিয়ায় আমেরিকান সৈন্য নেই, সে সিরিয়ানদের নিয়ে মাথা ঘামাবে না।
৬। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এক্টিভিটি কি? রেড নেকদের কে সন্তুষ্ট করার জন্য কি সে অভিবাসী আইনে পরিবর্তন আনবে?
- কিছু ক্রিমিনাল মেক্সিকান পালায়েছে, বাকী কিছুদের বের করবে।
৭। যুক্তরাষ্ট্রের স্থায়ী ইউ এন প্রতিনিধি সামান্থা পাওয়ার ওবামার ঘনিষ্ঠ ছিলেন। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভিটালির সাথে তার খারাপ সম্পর্ক। অন্যান্য রাষ্টদূতদের মত তাকে বহিষ্কার করা হবে কি?
-এটা সম্পর্কে আমার ধারণা নেই।
৮। ট্রাম্পের সাথে দক্ষিন এশিয়ার ভবিষ্যৎ কি হতে পারে?
- ভারতের সাথে সম্পর্ক বাড়বে।
৯। রাশিয়ার মোড়লগিড়ি ট্রাম্প কি বসে বসে দেখতে পারবে?
- রাশিয়া আরবে ও বাল্টিকে কিছু করলে ট্রাম্প কিছু বলবে না, মনে হয়। তবে, আইএস শেষ হলে, সিরিয়া থেকে চলে যেতে বলবে।
১০। ট্রাম্পের (এত্ত বড় পরিবারে) পেট অ্যানিমেল নেই কেন?
-আমি ঠিক জানি না; তবে, ট্রামপ অন্যদের মতো এটা সেটা নিয়ে মেতে উঠে না।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
উত্তর গুলোর জন্য আন্তরিক ধন্যবাদ!
আরো কিছু প্রশ্ন ছিল-
১। প্রতিরক্ষার বাঘা জেনারেল দিয়ে অ্যামেরিকার নতুন শিকার ( আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া) কে হতে পারে?
২। অ্যামেরিকানরা কি হান্টিংটনের "ক্ল্যাস অব সিভিলাইজেশন" নাকি এডওয়ার্ড সাইদের "ক্ল্যাশ অব ইগ্নোরেন্সে" বিশ্বাসী?
৩। নতুন করে রিপাবলিকানদের "নিপ ইন বাড থিওরি" কতটুকু যৌক্তিক ?
৪। চায়নার উপর বার পার্সেন্ট ভ্যাট এটা কি সম্ভব?
৫। সিরিয়ার সমস্যায় রাশিয়া টার্কি সমাধানে হাত দিয়েছে। ট্রাম্প কি এই বিষয়ে কিছু বলতে পারে?
৬। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এক্টিভিটি কি? রেড নেকদের কে সন্তুষ্ট করার জন্য কি সে অভিবাসী আইনে পরিবর্তন আনবে?
৭। যুক্তরাষ্ট্রের স্থায়ী ইউ এন প্রতিনিধি সামান্থা পাওয়ার ওবামার ঘনিষ্ঠ ছিলেন। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভিটালির সাথে তার খারাপ সম্পর্ক। অন্যান্য রাষ্টদূতদের মত তাকে বহিষ্কার করা হবে কি?
৮। ট্রাম্পের সাথে দক্ষিন এশিয়ার ভবিষ্যৎ কি হতে পারে?
৯। রাশিয়ার মোড়লগিড়ি ট্রাম্প কি বসে বসে দেখতে পারবে?
১০। ট্রাম্পের (এত্ত বড় পরিবারে) পেট অ্যানিমেল নেই কেন?
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
রাফা বলেছেন: ট্রাম্প আগামি চার বছরের পুরোটাই চাপের উপর থাকবে।অস্বাভাবিক কিছু করর চেষ্টা করলে ইম্পিচম্যান্ট অনিবার্য।রিপাবলিকানরা ট্রাম্পকে সহ্য করলেও সাধারণ মানুষের উপরই নির্ভর করছে ট্রাম্পের ভাগ্য।আপাততঃ ডেমক্রেটরা কিছুই করবেনা-শুধু পর্যবেক্ষনে রাখবে।সময় বুঝে কোপটা দিবে।
আন্তর্জাতিক রাজনিতী নিয়ে মাথা ব্যাথা নেই ট্রাম্পের।তার মূল এজেন্ডা ব্যাবসায়িদের আয়ত্বে নিয়ে আসা রাজনিতীটা।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা মোটামুটি ঠিক।
তবে, সে চাপের মাঝে থাকার লক্ষণ কাটায়ে উঠেছে কিছুটা গত ২ দিনে; গত ২ দিনে যে পরিমাণ এক্সেকিউটিভ ওর্ডার সাইন করেছে, এবং ওবামা কেয়ারে সহসা হাত না দিলে, রাজনীতিবিদরা বেকার হয়ে যাবে।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: সুবিধাবাদী রাজনৈতিক নেতা এবং শতভাগ খাটি ব্যাবসায়ীর চিরাচরিত দ্বন্ধ!!
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প তার নিজের দলের কাছেও অপরিচিত মেহমান।
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬
সোহানী বলেছেন: ভ্রমরের ডানার প্রশ্ন ও আপনার উত্তর পর্ব ভালো লাগলো। সব কিছুই বোঝার জন্য আরো সময় দরকার। গদিতে বসার প্রথম দিন থেকেই যেভাবে সে দৈাড়ের উপর আছে তাতে একদিকে ভালো যে সব কিছু বুঝে শুনে করলে ও করতে পারে।
যাহোক আমি সত্যিকারে ট্রাম্প বিরোধী। ওমেন্স্ মার্চের আমি একনিষ্ঠ সদস্য। তাই তাকিয়ে আছি সব কিছুর উপর।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
ইন্টারেস্টিং, ওমেন্স্ মার্চ যেভাবে আমেরিকার রাস্টায় নেমেছিল, এটা ঐতিহাসিক।
সংগঠক, সংগঠন, ও তাদের এজেন্ডা নিয়ে লিখুন।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
শনিবারের এই প্চন্ড চাপের কথা কারো মাথায় ছিলো না।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: ট্রাম্প তার নিজের দলের কাছেও অপরিচিত মেহমান। এবং পুরো দস্তুর ব্যাবায়ী।।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, সে সার্থক ব্যবসায়ী।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৩
সচেতনহ্যাপী বলেছেন: এবার আমার প্রথম মন্তব্যের সাথে তুলনা করুন।। অনেক ধন্যবাদ।। ভাল থাকুন সামনের দিনগুলিতে।।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনি তো কঠিন পরীক্ষায় ফেললেন! ওকে, করতে যখন হবে, করবো!
২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: যা শুরু হয়েছে তা দেখে ভবিষ্যৎ বলা মুসকিল। কি হবে তা আমাদের জানা নেই তবে আশা করা যায় যে, যা কিছু ঘটবে তা হবে নতুন কিছু। দেখার অপেক্ষায় থাকলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
৪ দিন ভালো গেছে, টাকা পয়সা হাতে রাখবেন; ইরান বা কোরিয়া আক্রমণ করে বসলে, সবকিছু উলটপালট হয়ে যাবে।
২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০০
একজন সত্যিকার হিমু বলেছেন: মনে হচ্ছে শেষপর্যন্ত ট্রাম্পকে পদত্যাগ করতে হবে ।
তবে ট্রাম্প যে ত্যাঁদড় ব্যক্তিত্বের অধিকারী ।তাতে মনে হয়না এসব কিছুতে ট্রাম্পের কিছু হবে ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, পদত্যাগের মতো শব্দ ট্রাম্পের ডিকশনারীতে নেই। তবে, ২ পার্টি মিলে অনেক কিছুই করতে পারে আইন গতভাবে।
২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন: সংবিধান ভঙ্গের অভিযোগ তাকে কিছুটা বিচলিত করবে ।
টিপিপি থেকে চলে আসায় চীনের ফায়দা হবে ।
চীনের আলীবাবা ডট কম প্রধান বলেছে সে
আমিরিকায় ১০ লক্ষ কর্মসংস্থান তৈরী করবে ।
আমিরিকার মুল যুদ্ধ কৌশল আগের মতই থাকবে ।
ভারত মহাসাগরের দিকে আসছে চীনের বিমানবাহী রনতরী ।
গত ২০ জানুয়ারি ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর
এখনও পর্যন্ত চার জন রাষ্ট্রনেতার সঙ্গে কথাবার্তা হয়েছে ট্রাম্পের।
গত শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও
মেক্সিকোর প্রধানমন্ত্রী পেনা নিয়েতোকে টেলিফোন করেন ট্রাম্প।
রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র পর
গত কাল মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টাহ এল-সিসি-র সঙ্গেও
কথোপকথন হয় ট্রাম্পের। আজ ভারতীয় সময় রাত ১১টায়
মোদির সাথে ট্রাম্পের ফোনালাপের কথা । এই টেলিফোনগুলি
একটা বিশেষ কিছুর ঈঙ্গীত দেয় ।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
চীন সাগর থেকে রণতরী বের করলে, বিশ্বের উচিত হবে চীনের সাথে সকল বন্ধন ছিন্ন করা, চীনের হাতে পৃথিবী ধ্বংস হবে।
টিপিপি ভেংগে দেয়া ভয়ংকর ভুল। আলীবাবা, ওলিবাবা আমেরিকানদের কাছে কিছুই না।
২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
রানার ব্লগ বলেছেন: আমারতো মনে হয় আমেরিকার জনগনের জন্য ট্রাম্প ঠিকি আছে।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা সঠিক, সেটাই ওরা করেছে ভোটের মাধ্যমে
২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
ভাবুক কবি বলেছেন: ট্রাম্পের মাইনকা চিপা মাত্র শুরু
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের ব্যাপারে, প্রাইমারী ও সাধরণ ভোটে অনেকের ধারণা সঠিক হয়নি।
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
আহা রুবন বলেছেন: ট্রাম্পের সময়ের পুরোটাই মনে হয় বিতর্কীত হয়ে থাকবে। লক্ষণ তো তেমনই মনে হয়?
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
১ম ৭ দিনে বড় ৩টি ভুল করা হয়েছে; সমস্যার জন্ম দেয়া হচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
এমন লেজেগোবরে আরো হবে। কেবল শুরু। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি দেখার অপেক্ষায়!