![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
৭ মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের সাময়িক ব্যানের উপর প্রেসিডেন্ট ট্রাম্প আজ ব্যাখ্যা দিয়েছেন; উনি বলেন, এটা কোন অবস্হায় মুসলিম ব্যান নয়; মুসলমানেরা ৪৬ দেশে বাস করে, মাত্র ৭ জাতিকে ব্যান করা হয়েছে; যেসব দেশের সরকারেরা সরাসরি বা পরোক্ষভাবে জংগী তৎপরতায়যুক্ত বা জংগীদের ব্যবহার করছে, বা সাপোর্ট করে, সেসব জাতিকে ব্যান করতে হয়েছে; এতে অনেক নিরীহ মানুষের ভোগান্তি হবে; কিন্তু তাদিগকে বুঝতে হবে যে, আমেরিকা জেনে শুনে রিস্ক নিতে পারে না।
তিনি সিরিয়ার কথা বলতে গিয়ে বলেন যে, বাশার নিজের মিলিটারীকে দিয়ে কি পরিমাণ মানুষ হত্যা করেছে, সেটা মুসলমানেরা হিসেব করুক; তা'ছাড়া সে সরকারের বাহিরে, শিয়া মিলিশিয়া বাহিনীকে মানুষ মেরে যায়গা দখলে ব্যবহার করছে; এখন সিরিয়ায় কে কি করছে আমেরিকানরা বের করতে পারবে না।
ইয়েমেন সম্পর্কে বলেছেন যে, ওখানে শিয়া ও সুন্নীর যুদ্ধ চলছে, সরকার সেই যুদ্ধ সরাসরি যুক্ত; এবং সরকার ইরানের অস্ত্র ব্যবহার করছে নিজ মানুষের উপর; ওখান থেকে কাউকে আসতে দিলে, উহা সরকারের লোক হবে, সাধারণ মানুষের বের হওয়ার কোন পথই সরকার রাখেনি।
ইরান সম্পর্কে বলেন, পুরো মিডল-ইস্টে প্রতিটি সন্ত্রাসীর কাছে ইরানী অস্ত্র আছে; ইরানের মানুষকে সরকার নিজেই অন্য জাতি সমুহের বিপক্ষে ক্ষেপিয়ে তুলছে। ইরানের সরকার নিজের মানুষের জন্য যত পরিমাণ বাজেট করে, তার থেকে বেশী বাজেট করছে হেজবুল্লা, হামাস, পিএলও'র জন্য; এবং এতে বেশীর ভাগ মানুষের সাপোর্ট আছে; এদের আসতে দিলে আমেরিকান সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হবে; এদের মাঝে মিলিয়ন মিলিয়ন ভালো মানুষ আছে, কিন্তু তারা তাদের সরকারের জন্য ভোগান্তিতে পড়ছে; পশ্চিমের মানুষ এসব কস্ট বুঝে, কিন্তু আজ তারা ভয়ংকর আতংকে আছে।
আমেরিকান প্রতিবাদ সম্পর্কে তিনি বলেন, আমেরিকা সাধারণ মানুষ সবার প্রতি দরদ দেখায়, সন্দেহ নেই; কিন্তু তারা পরিস্হিতিকে অগ্রাহ্য করছেন; আগামীকাল আমেরিকার ভেতরে কিছু ঘটলে দোষ হবে সরকারের।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
আসলেই আমেরিকা মুসলমানদের নিয়ে হতাশ হয়ে যাচ্ছে; আসতে না দিলে সবার চোখে পড়ছে, আসতে দিলে তাদের উপর নজর রাখার খরচ অনেক।
ভারতীয় বা চীনাদের নিয়ে এত সমস্যা নেই।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: হতাশ বরাবরই।। আগুন নিয়ে খেলার মূল্য দিতে হবে না?? আর
সবই ষ্ট্যান্ট!! এজেন্ডা বাস্তবায়নের নামে ধুলো দেয়া!! আমরাও মকফাইটে লিপ্ত।। ভালই তো চলছে।।
একথার উত্তর কিন্তু পেলাম না!!
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প এসেছে ভালো অর্তনীতির সময়, মানুষ আভ্যন্তরীণ সিকিউরিটির উপর ভোট দিয়েছে; ৭ জাতিকে ব্যান করার পেছনে সাপোর্ট আছে।
মক-ফাইট বলতে আপনি যদি শেখ হাসিনার "জংগি দমন"এর কাহিনীকে বুঝাতে চান, তা'হলে বলতে হয়, উহা কঠিন বিষয়; কারণ, জামাত-শিবির ও আমাদের সরকারগুলো প্রকৃতিতে বিরল ধরণের প্রাণী
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, আমি অপ্রাসঙ্গিক কথা বলি না।। আমি ট্রাম্পের কার্যকলাপই বুঝাচ্ছি।।
মানুষ আভ্যন্তরীণ সিকিউরিটির উপর ভোট দিয়েছে; ৭ জাতিকে ব্যান করার পেছনে সাপোর্ট আছে।
এই যদি হয় তাদের মনোভাব, তাহলে " পার্থ্ক্য কোথায়"?? এত শিক্ষা-দিক্ষা সত্বেও।। আসলে শিক্ষা না বড় হলো মানসিকতা।। ধন্যবাদ।।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০১
চাঁদগাজী বলেছেন:
পৃথিবীর সবার জন্য আমেরিকা খোলা ছিল; যারা এখানে এসেছে, সবাই নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: মনে হচ্ছে তরা নিজ নিজ দেশে, বিশেষ কারনে "ট্রাম্পের মতই" ব্যান ছিল!!
৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
অনেক প্রতিবাদ হচ্ছে, তবে আমেরিকানরা সমর্থনও দিচ্ছে ট্রাম্পকে।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪
মহা সমন্বয় বলেছেন: সব মুসলিমেরই এক নাম্বার শত্রু হচ্ছে আমেরিকা, সকল হুজুরদের বয়ানে ১৪ বার আমেরিকার নিকুচি না করলে তাদের বয়ান কম্প্লীট হয় না সুতরাং আমেরিকা থেকে মুসলিমদের ব্যান করলে মুসলিমদের খুশিই হওয়া উচিৎ বিশেষ করে যারা সব সময় আমেরিকাকে গালাগলি করে।
৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান, বাংলাদেশ, মিসর থেকে অনেকই ইমাম ইত্যাদি'র স্পনসরশীপ নিয়ে এসেছে, এরা আমেরিকার কালচার নিয়ে এমন কিছু বলে, যা নিজেরাও বুঝে না ; ভালো যে, আমেরিকানরা এসব নিয়ে মাথা ঘামায় না।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৪
মোঃ নাজিমউদ্দিন বলেছেন: এটা আমেরিকার মধ্যপ্রাচ্যের তেলেরখনি দখলেরই একটা মাস্টার প্ল্যান।
৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
ভোটের আগে, ট্রাম্প বলেছে যে, আমেরিকা ৪ ট্রিলিয়ন ডার খরচ করেছে আরবদের যুদ্ধ, সে সেগুলো উদ্ধার করবে; তখন তেল দখলের কথা বলেছে।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৯
বিলুনী বলেছেন: আরব জগতের শেখদের যদি কিছু টনক নড়ে । অবশ্য আমিরিকায় যতায়াতে তাদের কোন অসুবিধা হবেনা । যত অসুবিধা হবে তাদের দেশের কিছু সাধারণ জনগনের ।
৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
শেখেরা সাধারণ ইমিগ্রেসন দিয়ে যায় না।
তবে, শেখেরা ব্যান করা দেশগুলোতে থাকে না; এখন সবাই আম্মানে থাকে
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ট্রাম্প তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যা দরকার তা করবে, সেই ম্যান্ডেট নিয়েই সে ক্ষমতায় এসেছে।
৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
বিশাল প্রতিবাদ চলছে আমেরিকায়; কিন্তু তার জনপ্রিয়তা বাড়ছে বলে মনে হচ্ছে।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ট্রাম্প তার দেশের জন্য কাজ করবে। এটা অস্বাভাবিক নয়। বাংলাদেশিরা তার আস্তা পেলে ভাল হয়।
৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
জানুয়ারীর ২০ টারিখে ট্রাম্পের জনপ্রিয়তা ছিলো ৩৮%; এখন নিশ্চয় বেড়েছে।
বাংলাদেশ "ওয়াচে" আছে; বাংলাদেশের লোকেরা এখানে বেশ কয়েকটি "এসোসিয়েশন"এর সাথে যুক্ত, যেগুলোর সাথে আরবেরা ও পাকিস্তানীরা যুক্ত।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ট্রাম শো চলছে, আমরা দেখব আর হাত তালি দিবো
৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো একা ট্রাম্প নয়, সাথে আরো লোকজন আছে, যাদের উপর আলোক পড়েনি। আমেরিকানরা ভালো মানুষদের জন্য দরজা খোলা রেখেছে।
বাংলাদেশ যথাসম্ভব নাইজেরিয়ানদের উপর পরোক্ষভাবে ব্যান প্রয়োগ করেছে?
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: ট্রাম্প সম্ভবত তাঁর এই বক্তব্যের জন্য অনেকের সমর্থন পাবে ।
এটা সাময়িক, পরে সে তা উঠিয়ে নিবে সময় মতে।
আনন্দ বাজার পত্রিকায় দেখতে পেলাম ট্রাম্প নাকি পাকিস্তানকেও অন্তরভুক্ত করতে চাচ্ছে ।
বাংলাদেশ এখন পরোক্ষভাবে হয়তবা পাকিস্তানের জন্যও তাই করছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান ও আফগানিস্তানের প্রচুর সামরিক ও বেসামরিক লোকজন আমেরিকান বাহিনীর সাথে কাজ করছে; ফলে, এ নিয়ে জটিলতা আছে; বাংগালীদের সম্পর্কে বড় অভিযোগ, এরা আমেরিকায় বহু এসোসিয়েশন চালু করেছে, যেগুলোর সাথে আরব ও পাকিস্তানীরা যুক্ত।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: সৌডি -আরব ,ডুবাই !
জংগি সংশ্লিষ্ট কাজে জড়িত থাকলেও তাদেরকে ব্যান করা হবে না কেন ????
৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
সৌদী, তুরস্ক, মিশর নিয়ে তারা পলিসি মিটিং করছে; তাদের নিয়ে নতুন পলিসি প্রকাশ করবে।
এরপর আসবে কোরিয়া, ইরান ও আরব যুদ্ধ নিয়ে।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ব্যান লিস্টে নাম তুলে নিরীহ মানুষদের কষ্ট দেবার মানেটা বুঝি না। সবখানেই ভাল খারাপ আছে। আর এই বাছাই করেই তো কাজ করতে হয়। এই দেশগুলোর সব মানুষ যদি টেরোরিস্ট হয় তবে তো আম্রিকাও কম বড় টেরোরিস্ট নয়। ওদের ঘরে ঘরেও বন্দুক আছে, শর্টগান আছে, বালুর দেশের ব্যাটল ফিল্ডে, ইঞ্জিরলিকে, অজস্র এটম বোমা, এফ- ২৬, আর এম-১৬ কারবাইন নলও আছে। ব্লাক হক বার্ডস ও আছে। এসব কি ফুল ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে?
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ব্যান লিস্টে নাম তুলে নিরীহ মানুষদের কষ্ট দেবার মানেটা বুঝি না। সবখানেই ভাল খারাপ আছে। আর এই বাছাই করেই তো কাজ করতে হয়। এই দেশগুলোর সব মানুষ যদি টেরোরিস্ট হয় তবে তো আম্রিকাও কম বড় টেরোরিস্ট নয়। ওদের ঘরে ঘরেও বন্দুক আছে, শর্টগান আছে, বালুর দেশের ব্যাটল ফিল্ডে, ইঞ্জিরলিকে, অজস্র এটম বোমা, এফ- ২৬, আর এম-১৬ কারবাইন নলও আছে। ব্লাক হক বার্ডস ও আছে। এসব কি ফুল ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে?
৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার মানুষ যুদ্ধবাজ নন, টেরোরিজমের সাপোর্টার নন; কিন্তু আমেরিকান সরকারগুলো বিশ্ব মোরল হিসেবে মানুষের ইচ্ছার বাহিরে যুদ্ধ গেছে; যুদ্ধে যাওয়ার পর, নাগরিকেরা ও তাদের সন্তানেরা সৈনিক হিসেবে যুদ্ধ জড়িয়ে পড়েছে।
এরপর, সরকারকে মানুষ যুদ্ধ সাপোর্ট করে না। কিন্তু আয়াতোল্লাহ হোমেনী, আহমেদী নেজাদ দেশের বেশীরভাগ মানুষকে যুদ্ধের পক্ষে নিয়ে গেছে।
ইরানের সাধারণ মানুষ, যারা যুদ্ধ বিরোধী, ইয়েমেনের দরিদ্র মানুষ এই ব্যানের শিকার হবে; কিন্তু আমেরিকার সাধারণ মানুষ নিজের সমস্যার ভেতর, বাহির থেকে নতুন সমস্যার ভার বইতে নারাজ।
এই ব্যানের পর, ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
আখেনাটেন বলেছেন: ট্রাম্পের ব্যানটা সৌদি, কাতার, ইউএই এইসব দেশের বিপক্ষে হলেই আরোও মানানসই হত। এই লেসনটা মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে আনত। এখন শুনতেছি ট্রাম্প সৌদী বাদশাহর সাথে কথা বলে কাঁধে কাঁধ লেগে সন্ত্রাস দমন করবে।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
সৌদীদের ও বাকী আরবদের সাথে আমেরিকার ট্রিলিয়ন ডলারের ব্যবসা; সব ক্যাপিটেলিস্ট সিস্টেম নিজেদের মাঝে সম্র্ক গড়ে তোলে; শুধু ইরান হলো ব্যতিক্রম।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
মুসাফির নামা বলেছেন: সব সময় আকষিক পরিবর্তন মানুষ মেনে নিতে পারে না,এটা সত্য।তবে ট্রাম্পের চিন্তা ভাবনা উগ্র জাতীয়তাবাদ ছাড়া আর কিছুই না,এটা হিটলারের মত।কিছু মানুষের কাছে এর আবেদন আছে বৈকি,অনেকটা পর্ণের মতো।বাংলাদেশে দেখি অনেকে তাকে সমর্থন করে,এটা তারচেয়ে ভয়ংকর।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি নিজেই এখনো ট্রাম্পের সমর্থক; আমি উনার এজেন্ডার সমর্থক নই; আমি উনাকে সমর্থন করেছি এই জন্য যে, অফুরন্ত সম্পদের দেশ আমেরিকায়, "রাজনীতিবিদ" নামে এক ধরণের প্রতারকদের রাজত্ব চলছে; এরা মানুষের ভোটে ক্ষমতায় গিয়ে নিজের শ্রেণীর সেবা করে; যদিও এরা আমেরিকান সাধারণ মানুষের বিপক্ষে কিছু করে না, মানুষের জীবন উন্নয়নের জন্যও কিছু করে না; তাদেরকে পরাজিত করার জন্য আমি ট্রাম্পের সাপোর্টার; বাংলাদেশেও এই ধরণের ১ জনের দরকার।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
পুলক ঢালী বলেছেন: একটু ফোড়ন দিতে ইচ্ছে করছে: আমেরিকানরা তাদের দেশ তাদের ইচ্ছে মত চালাবে তাতে আমাদের এত মাথা ব্যাথা কেন আমরা কি আমাদের দেশ ঠিকমত চালাতে পারি? নিজেরা যেটা পারিনা সেই বিষয় নিয়ে অন্যদের ব্যাপারে নাক গলাই কেন?
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা নিজের দেশ চালানো থেকে "রেহাই পেয়েছেন"; তাই আমেরিকা নিয়ে, দই এর বদলে ঘোল খাচ্ছেন।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
নতুন নকিব বলেছেন:
মিস্টার ট্রাম্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থিতু হন, দেখার বড় শখ। চাঁদগাজী ভাইর ক্রমাগত চুলচেরা বিশ্লেষনে আন্তর্জাতিক রাজনীতির হালফিল চিত্র বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে।
ভাল থাকবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
বাংগালী ব্লগারেরা চোখের সামনে অপরাজনীতি দেখছেন, আমি চাচ্ছি যে, তাঁরা আমেরিকান রাজনীতি কিছুটা দেখুক, প্রত্যক্ষ করুক।
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
মুসাফির নামা বলেছেন: আমি আপনার কথাই বলেছি।
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের উপর বাংগালীদের ক্ষোভ মুসলিমদের নিয়ে ওর মনোভাব দেখে; মুসলিম সমস্যা আমেরিকা জন্য বিরাট সমস্যা নয়; আমেরিকার বড় সমস্যা যুদ্ধ, ও সাধারণ মানুষের রাজনৈতিক বিমুখতা
২য় বিশ্বযুদ্ধ থেকে আমেরিকানরা যে শিক্ষা পেয়েছে, তারা কাউকে হিটলার হতে দেবে না; তারপরও ভয় থেকে যাচ্ছে 'পারমানবিক যুদ্ধের'; আমেরিকা ক্রমাগতভাবে যুদ্ধ চালিয়ে যাক, এটা গ্রহনযোগ্য নয়; যুদ্ধের শেষ হওয়া দরকার।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
মুসাফির নামা বলেছেন: আপনার শেষের কথাগুলো ঠিকই কিন্তু প্রথম দিকেরগুলো নয়।কারণ এধরণের চিন্তাভাবনা সত্যিই ভয়ানক,মুসলিম অমুসলিম যেই হোক।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প ব্যবসায়ী মানুষ, আমেরিকার লোক প্রয়োজন, তারা নিরীহ মানুষ নেবে; মুসলমানদের নিরীহ ভাবছে না আমেরিকা।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কথাগুলি ভুল না, তবে ট্রাম্প স্ট্যান্টবাজী করছে, শো অফও বলা যায়। মুসলিমরা সমস্যা নয় । সমস্যার কেন্দ্র মধ্যপ্রাচ্য। সেখানকার লিডার ও টাকাওয়ালা ঘোমটাওয়ালাদেরকে নিকেশ করতে পারলেই বিশ্বের সমস্যা অর্ধেক কমে যাবে। তবে ট্রাম্প ছাগলা সেখানে হাত দেবেনা............
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
এই অর্ডার তাকে জনপ্রিয়তা দিচ্ছে; ফলে, সে এটাকে কাজে লাগাবে।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
জুন বলেছেন: আমেরিকার নির্বাচন নিয়ে দুনিয়াজোড়া কি শুরু হলো চাঁদগাজী :O. কত দেশে কত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, সুক্ষ কারচুপি হচ্ছে তা নিয়ে কি কেউ মাথা ঘামাচ্ছে!! এতে প্রকারান্তরে সবাই স্বীকার করছে সারা পৃথিবীর অর্থই হচ্ছে আম্রিকা।
কাল সিএনএনে একটা প্রতিবেদনে দেখলাম কিভাবে মিথ্যা অজুহাতে আমেরিকার ইরাক ধ্বংস করার পরিকল্পনা। সেখানে বুশ কিভাবে হাসিমুখে কংগ্রেস থেকে সেই আক্রমনের বিল পাশ করিয়ে নিলো। আফগানিস্তান থেকে লিবিয়া পর্যন্ত কি অন্যায় যুদ্ধ চালিয়েছে আমরিকা আর তার চামচা ব্লেয়ার এর ইংল্যান্ড, অর্থাৎ ন্যাটোর সদস্যরা। তখন আমেরিকার এইসব তথাকথিত বিপ্লবীরা বিক্ষোভকারীরা কই ছিল? তাদের কর্ণকুহর এ সে দেশের লক্ষ লক্ষ সাধারন মানুষের আর্তনাদ প্রবেশ করেনি! তখন তো কাউকে রাস্তায় নামতে দেখিনি। আজ নিজেদের স্বার্থে লেগেছে তাই রাস্তায় শীতের মাঝে পতাকা ব্যানার ফেস্টুন হাতে।
যত্তসব।
আপনার বিশ্লেষণ ধর্মী লেখায় প্লাস।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইরাকের ব্যাপারটা ছিল বেশ কমপ্লেক্স; সাদ্দাম ইরাকী জাটীয়তাবাদী ছিল, তেলের থেকে পয়সা আসছিল; অকারণে ইরানের সাথে যুদ্ধে গিয়ে সাদ্দাম ঋণগ্রস্ত হয়েছিল কুয়েতের কাছে; সাদ্দাম জানতো যে, কুয়েতীরা বাকী আরবদের তেলের এলাকা দখল করে কুয়েত নাম দিয়ে, ডলারের উপর ভাসছে; সে কুয়েত আক্রমণ করে, যাতে সৌদী ভয় পেয়ে যায়। সৌদী আমেরিকার সাহায্য চাইলে, সাদ্দাম ভিতরে ভিতরে সৌদী আক্রণের পরিকল্পনা করছিলো; সাদ্দামের এই ২টি পদক্ষেপ আমেরিকাকে ক্ষেপায়েছে।
আমেরিকার মানুষ মোটামুটি আরবদের সহ্য করছে না আজকাল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
লিবিয়ার গাদ্দাফীও অকারণে ইউরোপ ও আমেরিকা বিরোধী ছিল; আবার নিজের দেশে মানুষ গাদ্দাফির উপর বিরক্ত হয়ে উঠেছিল; গাদ্দাফী এই সমস্যার সমাধান করেনি; লিবিয়ার লোকেরাই আমেরিকা সাহায্য চেয়েছিল
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
এখন ইরান অকারণে আমেরিকার সাথে বিবাদে জড়ানোর চেস্টা করছে।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
বাংলার জামিনদার বলেছেন: মুসলমানদের আচরনই আজই এই লাথির পিছনের কারিগর। সৌদি বাদ দিয়া যাইবা আমেরিকার, যাইয়াই কইবা তোরা নাস্তিক, কোপামু, শরীয়া চাই। এইডা কিছু হইলো?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
মুসলমানেরা বিশ্বের সাথে তাল মিলায়ে চলছে না, তারা পেছনে পড়ে গেছে, সেটা না বুঝে, তারা ভাবছে তারা আলাদা এক মহা সভ্যতার বাহক।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
বর্ষন হোমস বলেছেন:
ভাই এবার দেশের রাজনীতিতে একটু চোখ দিন।অনেক তো হল ট্রাম্প কে নিয়ে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
সঠিক, নিজেদের নিয়ে ভাবার দরকার।
২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭
জুন বলেছেন: ইরানে আমেরিকার পদলেহী শাহের পতনের পর খোমেনি আসার পর কে ঈরাকের সাথে ভাব জমিয়েছিল ? ইরান ইরাক যুদ্ধের পেছনে কার মদদ ছিলো চাদগাজী ? কার অস্ত্র বেচার উদ্দেশ্য ছিলো ? ? কুয়েত আক্রমনের বুদ্ধি কে দিয়েছিল ? সৌদি আরবের মত মেরুদন্ডহীন লোকদের আলোচনায় আনবেন না আশা করি ।
ভালো থাকুন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইরানের সাথে যুদ্ধ ও কুয়েত আক্রমণের পেছনে আমেরিকান হাত ছিলো; হোমেনীকে শায়েস্তা করতে চেয়েছিল আমেরিকা, সাদ্দাম তাতে যোগ দেয়। সাদ্দামের যদি জনপ্রিয়তা থাকতো, সে আমেরিকান ফাঁদে পা দেয়ার কথা ভাবতো না।
সাদ্দামকে ধরার ফাঁদ হিসেবে কুয়েতে পাঠায়; ২ জায়গায় সাদ্দাম ও ইরান মার খেয়েছে। সাদ্দাম ও ইরান তেলের ডলারের উপর ভাসছিল; তারা সেই ডলার মানুষের জন্য খরচ না করাতে মানুষ ও সরকার মিলে স্হিতিশীল দেশ তৈরি হয়নি কখনো; স্হিতিশীল দেশ তৈরি না করে, ২ দেশই অকারণে আমেরিকান বিরোধী রাজনীতি (মনোভাব) চালু করেছিল দেশে।
২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফেব্রয়ারীতে হলেও জুনের প্রশ্ন গুলোর উত্তর জানা দরকার!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
কোল্ড-ওয়ার চলাকালীন সময়ে এশিয়া, আফ্রিকা, আরব ও দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশগুলোর অনেক রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সোভিয়েতের সিস্টেমের প্রতি ঝুঁকার চেস্টা করছিল; কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে এসব দেশের সরকার ছিল আমেরিকান পন্হী, এবং আমেরিকা এসব সরকারকে পালন করতো; এতে বিশ্ব জুড়ে আমেরিকা বিরোধী মনোভাব গড়ে উঠেছিল। সোভিয়েত বিরোধীও ছিল; তবে, সোভিয়েত এদের শায়েস্তা করার কথা ভাবেনি, কিন্তু আমেরিকা তাদের বিরোধীদের আয়ত্বে আনার জন্য দরকার হলে ভয়ংকর পদক্ষেপও নিয়েছে।
২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটু ফোড়ন দিতে ইচ্ছে করছে: আমেরিকানরা তাদের দেশ তাদের ইচ্ছে মত চালাবে তাতে আমাদের এত মাথা ব্যাথা কেন আমরা কি আমাদের দেশ ঠিকমত চালাতে পারি? নিজেরা যেটা পারিনা সেই বিষয় নিয়ে অন্যদের ব্যাপারে নাক গলাই কেন?[/sb পুলক ঢালী মন্দ বলেননি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
দেশ ঠিক মতো চালাতে ঐক্যের দরকার; শেখ সাহেবের হত্যাকে কেন্দ্র করে ঐক্য নস্টা হয়ে গিয়েছিল; এরপর, বিএনপি-জামাত ও আওয়ামী লীগ দেশে অপরাজনীতি চালু করে মানুষকে আরো বিভক্ত করে ফেলেছে; এখন বিএনপি পরাজিত হওয়ার পরও, ভীত আওয়ামী লীগ মানুষকে রাজনীতি থেকে দুরে রেখে দেশ চালাতে চাচ্ছে; মানুষ এখন ভালো খারাপ সবকিছুর সাক্ষী মাত্র।
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বীকৃতি
পূর্ণিমার চাঁদ হয়ে আকাশেতে উঠে
চাঁদগাজী আলো দিয়ে আলোকীত করে
প্রতি ক্ষণ প্রতি প্রাণ প্রতি মন ঘরে
আলয় যে সে আলোয় আলোময় হয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি বাংলাদেশ ও আমেরিকার রাজনীতি দেখার সুযোগ পাচ্ছি, সেটাকে বাহির থেকে যতটুকু দেখছি, তা নিজের ক্ষমতানুসারে বুঝার চেস্টা করছি।
২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫
জাহিদ হাসান বলেছেন: লেখক বলেছেন: মুসলমানেরা বিশ্বের সাথে তাল মিলায়ে চলছে না, তারা পেছনে পড়ে গেছে, সেটা না বুঝে, তারা ভাবছে তারা আলাদা এক মহা সভ্যতার বাহক।
পোষ্টের চাইতে এই কমেন্টটি বেশি মনে ধরেছে। মুসলমানদের শিক্ষা হওয়া দরকার আছে।
তাই ব্যান নীতিতে আমি অতটা অখুশি নই। দেয়াল বানানোর সিদ্ধান্তটা উইয়ার্ড তবে অবাস্তবও নয়।
মোটামুটি ভালোই পরিবর্তন করে দেখালেন ট্রাম্প। আমাদের দেশের নেতাদের মত বাগাড়ম্বর বুলি আওড়ানো নয়।
ধন্যবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের নেতাগুলো শয়তানের মতো বহুরূপী
৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
জাহিদ হাসান বলেছেন: ট্রাম্পকে আজ দেখলাম বার্ণি স্যান্ডার্স সরাসরি ‘ফ্রড’ বলে ঘোষনা দিয়েছে। কোন মার্কিন প্রেসিডেন্টকে খোলাখুলি ‘ফ্রড’ বলাটা মনে হয় এই প্রথম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
বার্ণি এতটুকু বলাৎহিক হয়নি, মানুষ বার্ণিকে চায়নি, তার সেখানে থেমে যাওয়া উচিত।
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
জাহিদ হাসান বলেছেন: বার্ণি ভাবে সে খুবই জনপ্রিয় একজন মার্কিন নেতা। আসলে তার অতটা প্রভাব নেই। তার জনপ্রিয়তা বাংলাদেশের এরশাদ কাগুর মত। কারও জামা ধরে ঝুলে পড়লে দাম আছে, নয়তো চার আনারও দাম নাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
ছাত্র ও তরুণদের মাঝে সে জনপ্রিয়।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু ব্যান যে, সাময়িক ( মাত্র ৩ মাসের জন্য)!!
সবই ষ্ট্যান্ট!! এজেন্ডা বাস্তবায়নের নামে ধুলো দেয়া!! আমরাও মকফাইটে লিপ্ত।। ভালই তো চলছে।।