![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বেশ কিছুদিন ক্যান্ন্সারে ভুগেছেন, আমেরিকায় চিকিৎসা করায়েছেন; উনার মতো একজন পরিচিত মুখ যদি মানুষকে জানাতেন যে, বাংলাদেশে ক্যান্সার ভয়ানকভাবে বেড়ে গেছে, এবং ইহার কারণ খাদ্যে কেমিক্যাল ও বাতাস বিযাক্ত, বিপর্যস্ত পরিবেশ, তা'হলেও হয়তো মানুষের জন্য সামান্য অবদান হিসেবে গণ্য হতো; আরো পারতেন, উনার বয়সের মানুষদের জন্য একটি ক্যান্সার হাসপাতাল, কিংবা ইউনিট খুলে যেতেন।
বাংগালি জাতিে অস্বাস্হ্যকর দাঁতের মুল কারণ হলো পান; উহার বিশেষ উপাদান হচ্ছে সুপারী; আবার কিছু সুপারী গাছ আছে যেগুলো বন্ধ্যা, ফুল দেয় না, ফল দেয় না; সুপারী গাছ ঝড় তুফান ঠেকাতে পারে না, কিন্তু সব গাছের মাথার উপরে উঠে রোদ সংগ্রহ করে ক্লোরোফিল কারখানা চালু রাখে বিনা প্রতিযোগীতায়।
২০০ একরের পার্লামেন্ট ভবন থাকলে, কাউকে না কাউকে 'পার্লামেন্টারিয়ান' ডাকতে হয়; পিন্টু, জয়নাল হাজারী, শামীম ওসমান, আমীর খসরু, ফালু এ ধরণের বদনাম পছন্দ করেনি, তাই এই ভারী শব্দটি সুরঞ্জিত সেনগুপ্তকে বহন করতে হয়েছে। আমার জানামতে, উনি বাংলাদেশের ৪৬ বছরে জাতির জন্য কোন বিল সংসদে আননেনি, বা আনার মত বিচক্ষণ ছিলেন না।
আমাদের ড: কামাল হোসেন আমাদের জাতির জন্য একখানা সংবিধান লিখেছেন, যা আসলে প্রশাসন চালানোর "ম্যানুয়েল"; ইহাতে জাতির অধিকার নিয়ে কোন লাইন নেই, আছে সরকারের কাহিনী; ড: কামাল হোসেন উনার পদ হারানোর পর, বই পড়ে দেখার জন্য আরেকজন লোক দরকার ছিলো, আওয়ামী লীগ সুরঞ্জিত সেনগুপ্তকে সেই ভারটিও দিয়েছিলেন; উনি ছিলেন আমাদের অপ্রয়োজনীয় এই সংবিধানের "বিশারদ"।
উনি ৪৬ বছরের রাজনৈতিক জীবনে, আওয়ামী লীগের কোন সভায়, বা পার্লামেন্টের গালাগালির সেশনে একদিনও আমাদের সংবিধান থেকে মানুষের অধিকার সম্পর্কিত ১টি লাইনও পড়ে শোনাননি। উনার শুরু ছিল পাতি বামনেতা হিসেবে; ফলে, উনার মুখ থাকে ৪ টি শব্দ বের হওয়ার কথা ছিল: শিক্ষা, চাকুরী, চিকিৎসা, বাসস্হান; কিন্তু কোনদিনও এই শব্দগুলো বের হয়নি; মনে হয়, উনি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন। উনি আজ নেই, কালকেও উনার থাকার সম্ভাবনা খুবই কম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
সবকিছু হালকাভাবে নেয়ার চেস্টা করছি, জীবনটা যেন ভারী, কস্টকর না হয়!
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯
পলাশমিঞা বলেছেন: আপনি আমার প্রিয় একজান মানুষ। তিন নং পোস্ট আপনাকে নিয়ে দেব। আমি শুরু করে রেখেছি।
আজ যে পোস্ট দিতে চেয়েছিলাম বা লিখেছি তার অর্ধেক এই পোস্ট আছে।
আপনাকে সম্মান জানাই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার পোস্টগুলো পড়ছি।
আমাকে নিয়ে কোন পোস্ট দেবেন না, প্লীজ, আমার সামান্য অসুবিধা আছে; আমি ব্লগে আছি সবার সাথে, ক্রমেই জানাশোনা বাড়বে সবার সাথে, এটাই স্বাভাবিক।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫০
জেন রসি বলেছেন: অদ্ভুত এনালজি!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতিতে অনেক কিছুরই মিল আছে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তথাপি তিনি ছিলেন, এখন নেই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
আজকে নেই, কালকেও থাকবার সম্ভাবনা নেই।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
পলাশমিঞা বলেছেন: আমি অবশ্য আপনাকে জিজ্ঞেস করতাম। জি আমি বুঝতে পেরেছি।
আপনার মঙ্গল কামনা করি।
আপনার পোস্ট ওরা পড়ে না পড়লে অন্তত তাদের আত্মোন্নিত হতো।
সত্য সত্যি সুন্দর, এখন বিশ্বাস করি, কারণ আপনি আমার বন্ধু।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
বুঝার জন্য ধন্যবাদ।
আমরা আছি, আমরা কথা বলবো।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২
তার ছিড়া আমি বলেছেন: শুধু গোলাপ দিয়ে বাগানের শ্রী বাড়ানো যায় না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
থাকার নেই ঘর, বাগান বানাবো কোথায়; নিজে খাই বুড়িগংগার পানি,, গোলাপের গোড়ায় কি ঢালবো?
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
পলাশমিঞা বলেছেন:
এই বইটা আমি প্রকাশ করেছি। কদ্দিন আগে কেউ একটা পোস্ট দিয়েছিল 'নিউক্লিয়াস' নামে। আপনার মন্তব্য পড়ে আমি মাথায় হাত দিয়েছিলাম। আমি অতশত জানি না। বইটা প্রকাশ করে ভুল করিনি তো?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
সিরাজ আলম ভাইয়ের সাথে আমার ঘনিস্টতা ছিল বরাবর; মন খারাপ করবেন না, বাংলাদেশে উনার বিরাট একটা ছায়া আছে। আমি রাজনীতির মানুষদের রাজনৈতিক অবদানকে মাপার চেস্টা করি, সেজন্য সামান্য সমস্যা হয়।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
বিলিয়ার রহমান বলেছেন: মানুষ গত হয়ে গেলে তাদের ভুল গুলোকে ভুলে যাওয়াইতো ভালো!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে রাজনীতির লোকেরা মানুষ নন, এরা অতি-মানব; মানুষের নিয়ম কানুনের মাঝে এরা পড়েন না।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
পলাশমিঞা বলেছেন: তাইলে ঠিকাছে। উনার ভাতিজি আমাকে প্রকাশকসাহেব ডেকে কার্ড দিয়েছিলেন।
আমি সত্যি অবাক হয়েছিলাম, একজন প্রকাশকের অনেক দাম, লোকজন অনেক সম্মান করে। চেনেল আইয়ে প্রকাশোৎসব হয়েছিল। বই কিন্তু ভালই চলছে। সর্বমোট ৩০ খানের মত হব।
এটা কিন্তু অনেক বড় বিষয়। সব আমাজন থেকে বিক্রি হচ্ছে। একটা বইর জন্য ১০ পাউন্ড খরচ করতে হয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যেদিকটা তুলে ধরেছেন, মানুষ সেইদিকটা পছন্দ করেছে শুনে, আপনার জন্য ভালো লাগলো।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুরুঞ্জিত নেই এতে আফসোস বা ভাবার কিছু নেই। জাতি মেজর বিষয় ভাবার সময় পায় না। সুরুঞ্জিতের দৌড় ছিল খালেদা জিয়াকে এক হাত নেয়া, এর বেশি কিছু না। এটা একটা অপ্রয়োজনীয় বিষয় ছিল। কারণ তার থেকে জনগন খালেদা জিয়াকে বেশি জানত। যেমনটা শেখ হাসিনা কে মানুষ জেনে থাকে।
তার দেশের জন্য উল্লেখ করার মত কোন অবদান না থাকলেও দলের জন্য প্রচুর মুখ খরচ করেছেন। এটা তার দোষ নয়, এটা বাংলাদেশের বাস্তবতা। স্বাধীন তার পরে যারা রাজনীতি করেছেন তাদের দলে টিকে থাকার পূর্ব শর্ত ছিল নেতা/নেত্রীর পক্ষে চাটুকারিতা আর বিরোধী দলের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার। এ জায়গায় সুরুঞ্জিত ১০০ তে একশ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
সুপারী গাছে বাবুই পাখী বাসা বাঁধে না, তালগাছে কুঁজে।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
পলাশমিঞা বলেছেন:
বইয়ে কোনো দলের দালালি করা হয়নি। শুধু অজানা তথ্য ব্যক্ত করা হয়েছে।
আপনাকে ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
সেটাই ভালো
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি জানেন আমি আপনার প্রতিটি পোস্ট পড়ি। একমত না হলেও সাধারনত ছাঁচাছোলাভাবে সেটা প্রকাশ করি না। একমত না হতে পারি, দৃষ্টিভঙ্গিটা ঠিকই পাল্টে যায়। তবে আজকের পোষ্টটি ভালো লাগলো না......। ক্যানো সেটা আপনার মত বিচক্ষন মানুষকে বলার নিশ্চই প্রয়োজন নেই......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, এসব মানুষ অশিক্ষিত এই জাতিকে অনেক স্বপ্নের কথা বলেছিলেন, কিন্তু সেগুলো আসলেই কোন স্বপ্ই ছিল না
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩
প্রবাসী দেশী বলেছেন: উনি ছিলেন আমাদের অপ্রয়োজনীয় এই সংবিধানের "বিশারদ"। জীবত রাজনৈতিকদের আবশ্যই মৃতের ভুলের শিক্ষা গ্রহন করতে হবে।সুরঞ্জিত সেনগুপ্তকে চন্দন কাঠের চিতার দাহ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। মৃত্যুর পূর্বের ইচ্ছা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
সেই হবে একমাত্র আলোচয় বিষয়।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
সিগনেচার নসিব বলেছেন: কথায় পয়েন্ট আছে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
পড়ে তাই মনে হলো।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪২
ডঃ এম এ আলী বলেছেন: ইদানিং কালো বিড়াল শব্দটি নাকি এই নামের সাথে জোড়ে দেয়া হয়ে থাকে । এটাকে কি টিকে থাকা বলে !!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এই প্রতিস্থানগুলো হলো জাতীয় সম্পদ ডাকাতীর কেন্দ্র।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আহত হওয়ার মতো পোস্ট! আপনি কি জানেন না উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন? সংবিধান প্রণয়ণ কমিটির বিরোধীদলীয় একমাত্র সদস্য ছিলেন? অনেক মৌলিক বিষয় তাঁর চেষ্টায় সংবিধানে সন্নিবেশিত করা হয়?
সাতবারের নির্বাচিত সাংসদ সম্পর্কে এমন মূল্যায়ণ অনভিপ্রেত!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধ এখন আর সাধারণ মানুষের কিছু নয়, উহা আওয়ামী লীগের একক সম্পত্তি হয়ে গেছে; ফলে, কে কি করেছে উহার মুল্য নেই; লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে দেখাচ্ছে, সেটাই মুক্তিযুদ্ধ।
সংবিধানে যারা যারা যা কিছু করেছে, তা পার্টিগুলো জন্য; মানুষের জন্য কিছু করা হয়নি, উহা আসলে সংবিধান নেই, উহা এখন "সরকার ও প্রশাসন চালানোর ম্যানুয়েল"।
তিনি ৭ বার বা ৭০ বার হলে, মানুষের কিছু যায় আসে না; মানুষের জন্য কিছু করেছেন বলে মনে হয় না।আসলে ৭ বার নির্বাচিত হওয়া হয়তো অপরাধের সামিল।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: রূপক বিধৌত সাধুর সাথে একমত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আমার এই মনোভাবে অনেকে কস্ট পেয়েছেন, আমাকে ফোন করেও জানায়েছেন ২/১ জন; কিন্তু আমার মনে হয়, উনার সম্পর্কে আমার ধারণা সঠিক; এই ধরণের লোকগুলো জাতির মাথায় বসে জাতিকে ভুল পথে নিয়ে গেছেন, এক ভুল বৃত্তের মাঝে ঘুরাচ্ছেন; এরা নিজেরা অথর্ব, কিন্তু বসে আছেন ড্রাইভিং সীটে।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
টারজান০০০০৭ বলেছেন: আমিতো জানতাম কাক কখনো কাকের মাংস খায় না ! এহন দেহি এক বর্তমান বাম, সাবেক বামের মাংস খাইতাছে ! তাও আবার মরার পরে ! সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের রাজনৈতিক সংষ্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ! হাওয়া যেদিকে , পালও যে সেদিকে টানাইতে হয়, আমাদের নবীন রাজনীতিবিদরা তার জীবনী থেকে শিখতে পারে ! উনারতো লাল বিড়াল হয়ে মরার কথা ছিল, কালো বিড়াল হয়ে মরলেন। কে যে উনারে ল্যাং মারলো , কেন মারলো আজও প্রকাশিত হলোনা।যাই হোক , উনি এখন দুনিয়ায় নাই , সকল সমালোচনার উর্ধে।এবার ক্ষ্যামা দেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
অপরাজনীতি যারা করে যাচ্ছেন, তারা রাজনীতির কেহ নন; মানুষের নিয়নত্রণ যাদের হাতে, তাদের সঠিক মুল্যায়ন করার দরকার আছে।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
শোভন কুমার বর্ধন বলেছেন: আপনার পোষ্টটি প্রকৃতির সাথে মিল আছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি মানুষকে ধারণ করে আছে।
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২
নতুন নকিব বলেছেন:
"আসলে ৭ বার নির্বাচিত হওয়া নয়তো অপরাধের সামিল।"
-কঠিন সত্য প্রতিভাত!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
প্রতিবার সংসদর নির্বাচিত হওয়ার পর ১ টা করে বাচ্ছা দিলেও, কমপক্ষে আদম ব্যাপারীরা লাভবান হতো।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০
নীলসাধু বলেছেন: হুম। এক অর্থে যা বলেছেন তা সবই সত্য।
ধন্যবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
জাতির জন্য কাজ করেছেন; তাই, অবদান মেপে দেখার দরকার আছে।
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
রুপম হাছান বলেছেন: পোষ্টসহ সবগুলো মন্তব্য ও পড়েছি। আপাদমস্তক আমার কাছে ভালো লেগেছে।
আর এটা একদম খাঁটি কথা যে, কেউ কিছু ধরে আঁকড়ে থাকার স্বপ্ন দেখে (যেখান থেকে সে কিছু পায়) আর কেউ সেটাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে। পার্থক্য এখানে-কেউ প্রতিষ্ঠা করে আর কেউ সেটা ধরে বাঁচার স্বপ্ন দেখে। বিশেষ করে এটাই বাংলাদেশের বাস্তবতা। কারণ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার পূর্ব শর্ত ছিল কর্তা/কর্তির পক্ষে চাটুকারিতা কিংবা বিরোধী দলের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা! সুরঞ্জিত সেন গুপ্ত এব্যাপারে ছিলো গ্যারান্টেড পারসন।
আপনার সাথে একমত পোষণ করে বলছি- এই ধরণের স্বপ্ন কাউকে বেশি দিন পৃথিবীতে বাঁচিয়ে রাখে না!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
এরা পরগাছা, অন্যের উপর বেঁচে থাকে।
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনি এবং লেখা বরাবর একই থাকে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
আমি সাধ্যমত মুল্যায়ন করার চেস্টা করছি।
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
জাহিদ হাসান বলেছেন: উনার মৃত্যুর পর আমি তাকে নিয়ে ভাল-মন্দ কোন আলোচনা করারই সাহস পাইনি।
শুনা যায়, জোসেফ স্টালিনের মৃত্যুর চব্বিশ ঘন্টা পরেও কোন সেনা তাকে নিয়ে আলোচনা করার সাহস পেতো না।
কারন-
উনার মৃত্যুর পর আমি তাকে নিয়ে ভাল-মন্দ কোন আলোচনা করারই সাহস পাইনি।
শুনা যায়, জোসেফ স্টালিনের মৃত্যুর চব্বিশ ঘন্টা পরেও কোন সেনা তাকে নিয়ে আলোচনা করার সাহস পেতো না।
কারন-
আমি ঠিক তাই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
উনার মৃত্যুর আগেই আমার কিছু বলা উচিত ছিল; তবে, উনি শেখ হাসিনার ছায়ার অন্ধকারে লুকিয়ে থাকাতে আমার চোখে পড়েননি।
২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
জাহিদ হাসান বলেছেন: আপনি অনেক সাহসী, আমার সেই সাহস নেই।
মার খেয়ে সব সাহস হারিয়ে ফেলেছি।
যতটুকু সাহস বাকি আছে, সেটুকু দেশের বাইরে গিয়ে কাজে লাগাবো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
সুযোগ পেলেই বাংগালীরা পালিয়ে যাচ্ছে; মাতৃভুমি আজ মানুষকে ধরে রাখতে পারছে না; কারণ, মাতৃভুমিকে কিছু লোক দখল করে ফেলেছে।
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
নিরাপদ দেশ চাই বলেছেন: কাল বিড়াল
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনি নিজের অবস্হান পরিস্কার করতে সমর্থ হননি।
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ট্রু এন্ড ভেরি স্যাড!
শানিত যুক্তি, নিজের কথার পক্ষে ইস্পাতকঠিন অবস্থান, প্রাসঙ্গিক উদ্ধৃতি তাকে স্বকীয়তা দিয়েছে। এবং... সারবেত্তাহীন নিরস ও অকার্যকর সংসদকে সক্রিয় রাখার ক্ষেত্রে সুরঞ্জিত বাবুর অবদানকে মনে রাখতে হয়। একই কারণে সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও মানুষ মনে করবে। নেতিবাচক বিষয় নিয়ে কিছু আর বলতে চাই না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
২০০ একরের উপর অবস্হিত বিশ্বের সেরা পার্লামেন্ট ভবনকে এরা ভাঁড়দের আড্ডাখানা হিসেবে ব্যবহার করেছেন।
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: একজন মানুষ মরে গেলেই- কেন আমরা তাকে মহান বানাতে চেষ্টা করি?
চিৎকার করে বলি- এ ক্ষতি পূরণ হবার নয়।
বয়স হলে মানূষ মরে যাবে এটাই তো স্বাভাবিক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
সাধারণ সৌজন্যতা হয়তো।
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
গেম চেঞ্জার বলেছেন: সুরঞ্জিত বাবুকে মিডিয়ার সামনে প্রতিপক্ষকে রসিয়ে রসিয়ে অপদস্থ করতে দেখেছি! জুতাসহকারে এলাকার মানুষের দাবড়ানি খাবারও ঘটনা ঘটেছিল! এইসব ভুলে গিয়ে আমরা পারিও বটে!!!!!!!!!!
কেবল উনিই না। এইসকল নেতৃত্ব নিজের স্বকীয়তা, আদর্শকে প্রয়োজনের কাছে খুইয়ে দিয়ে এগিয়ে থাকতে চেয়েছিলেন! কিন্তু সেটা পেরেছেন কি-না তা জনগণই বলবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
এরা ঘাসের গামলায় ঘুমন্ত বাছুর।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবাই সময় আর ক্ষমতার সঠিকতর ব্যবহার করতে পারেননা। কিন্তু যারা সময় ও সুযোগ কাজে লাগাতে পারে তারাই জনগণের মনে জায়গা করে নিতে পারে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১
চাঁদগাজী বলেছেন:
জাতি কারো নাম মনে রাখার অবস্হানে নেই।
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: আমার কোন বিকার নাই।। আগের মতই আছি।। আপনি কেমন??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
ভালো আছি।
অনেক মানুষ জানে না যে, ২০০ একরের বড় বাড়ীতে কি হয়?
ভালো খাবার, ভালো পায়খানা আছে, এটাই হয়তো পার্লামেন্ট ভবনের কাজ।
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৭
বাঘাবাইন বলেছেন: বাবু সুরঞ্জিত সেন গুপ্ত মারা গিয়েছেন। এর চাইতে আনন্দের খবর আর কি আছে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
হীন মনোভাব
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২
নতুন নকিব বলেছেন:
চাঁদগাজী বলে কথা! চিৎকার করে এরকম সেম সত্যগুলো বলার মত অন্য কাউকে এখানে দেখি না। আর বলতে গেলেও পোস্টের জন্ম লগ্নেই সিংওয়ালা জাঁদরেলরা তার টুঁটি চেপে দিয়ে কিংবা ছাগু মাগু ইত্যাদি খেতাবে বিভূষিত করে জঙ্গলে পাঠিয়ে তবেই ক্ষান্ত হবার লক্ষন দেখা যায়। তার পরে চেতনা মেতনা ইত্যাদির বিরোধী আখ্যায়িত করে নাজেহাল করাতো থেকেই যায়!
কিন্তু এসব ক্ষেত্রে তিনি ভিন্ন। দু:সাহসে ভর করে ভিন্ন উচ্চতায় তার অবস্থান।
তাই বলি, চাঁদগাজী ইজ চাঁদগাজী।
নির্মম কিছু সত্য মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার মানুষ চাঁদগাজী।
অভিনন্দন চাঁদগাজী।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
চাঁদগাজী বলেছেন:
যারা জাতিকে চালানোর দায়িত্বে আছে, তাদেরকে সঠিকভাবে বুঝতে হবে, তাদেরকে সঠিকভাবে মুল্যায়ন করতে হবে; তারাও আমাদেরকে সারাক্ষণ মুল্যায়ন করে চলেছে।
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
হেমকান্ত বলেছেন: এক সুরঞ্জিত মারা গ্যাছে। এতে কিছু মানুষ খুব খুশী। আরে ভাই, অ্যাত খুশীর কি আছে? একটা হারামী মারা গ্যাছে ঠিকই, কিন্তু আরও হাজারটা হারামী তৈরি করে রেখে গ্যাছে।
যদিও পত্র পত্রিকা মারফত জানলাম, মৃত্যুর আগে সে হারামী থাকলেও মৃত্যুর পর সে ফেরেশতা হয়ে গ্যাছে। হায়রে বাংলাদেশী আওয়ামী পিপল, আবার তোরা মানুষ হ!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিহীন রাজনীতিবিদ ফলহীন বৃক্ষ
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
খায়রুল আহসান বলেছেন: রাজনীতিহীন রাজনীতিবিদ ফলহীন বৃক্ষ - চমৎকার কথা!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
জাতি সুপারীর বাগান করেছে, পান খেয়ে দাঁত নস্ট।
৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩১
অতঃপর হৃদয় বলেছেন: মাঝে মাঝে অবাক হওয়া ছাড়া কোন উপায় থাকে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
এরা জাতির স্নায়ু দখল করে, জাতিকে দিশাহারা করে দিয়েছে
৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯
বর্ষন হোমস বলেছেন:
বেশ বলেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
এরা সুযোগকে কাজে লাগাচ্ছে না
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
পলাশমিঞা বলেছেন: বন্ধু আছি।