নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রেসিডেন্সিয়াল প্যাটার্ণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩



আমাদের দেশের প্রেসিডেন্টর কথা মনে হলে, কেমন বুড়ো, অসুস্হ, একটা মানুষের চিত্র ভেসে আসে আমাদের মানসে, যিনি বিদেশী দুতদের পরিচায়-পত্র গ্রহন করেন, চাকর-বাকর নিয়ে বিরাট বাড়ীতে বসবাস করেন, চিকিৎসার জন্য বিদেশে যান, মিলিটারীর কুচকাওয়াজে যান, মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামীদের(নিজ দলের হলে) প্রাণ-ভিক্ষা দেন, ১৬ই ডিসেম্বরে বিদেশীদের জন্য ভোজ-সভা করেন, শেখ সাহেব আর জেনারেল জিয়ার কবর জেয়ারত করেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের জাতির মাথা, আমাদের ইউনিভার্সিটিগুলোর মাথা, আমাদের সরকারের মাথা, আমাদের সেনা বাহিনীর মাথার এই অবস্হা কেন? এত দুর্বল মানুষ জাতির জন্য কি করবেন, কি ভাববেন; বরং, উনাকে নিয়ে জাতির ভাবনার শেষ নেই!

আমাদের জাতির জাতীয়তাবাদের নেতৃত্ব পেয়েছিলেন শেখ সাহেব; মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সরকারের কারগারে বন্দী ছিলেন; কিন্তু আমাদের যুদ্ধকালীন সরকারের প্রেসিডেন্ট তিনিই ছিলেন; ফিরে এসে হয়ে গেলেন প্রাইম মিনিস্টার! এগুলো হচ্ছে, সংবিধানের যত নিয়ম কানুন। প্রাইম মিনিস্টারের পদ উনার পছন্দ হয়নি, মনে হয়; উনি আবার প্রেসিডেন্ট হয়ে গেলেন; এবার এটা কার কার যেন পছন্দ হয়নি, তারা উনাকে মেরেই ফেললো! শুরুটাই ভয়ংকর!

শেখ সাহেব যখন বন্দী ছিলেন, উনার অনুপস্হিতিতে উনার ঘনিস্ট সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম সাহেব প্রেসিডেন্টের কাজ চালিয়ে ছিলেন। শেখ সাহেবকে হত্যা করার পর, উনার প্রক্সিকেও হত্যা করার দরকার ছিলো, বোধ হয়; না হলে, হয়তো সাংবিধানিক ভুল হয়ে যেতো; যাক, সংবিধান সমুন্নত রাখা হয়েছে!

খোন্দকার মোস্তাকে সাহেব ছিলেন শেখ সাহেবের ঘনিস্ট লোক, উনারও আমাদের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হয়েছিলো; উনি বন্দুক-ওয়ালাদের পিছু পিছু এসেছিলেন, বন্দুক-ওয়ালাদের ভয়ে পেছন দরজা দিয়ে পালিয়া গেছেন। এখন হয়তো আগামী সুযোগের অপেক্ষায় আছেন।

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া সামরিক শাসন চলাাকালেও দেশে প্রেসিডেন্টের দরকার ছিলো, সামরিক শাসনকর্তা জেনারেল জিয়া বিচারপতি সায়েম সাহেবকেই প্রেসিডেন্ট পদ দিয়েছিলেন; তখন সময় ভালো ছিল, সবকিছু জিয়া নিজেই করতেন, বাকীরা ছিলো সরকারের অলংকার।

এক সময় জিয়া নিজেই প্রেসিডেন্ট পদে এলেন; কারণ, প্রেসিডেন্ট পদে না এলে, সহজে মৃত্যু হয় না; জিয়া যেভাবে এসেছিলেন, সেই পথেই চলে গেছেন; কিন্তু সামরিক বীজ বপন করে গিয়েছিলেন।

এরশাদ বাংলাদেশের মানুষের জন্য এক বিস্ময়, তেলে পোকার মতো, পারমানবিক যুদ্ধ হলে, যদি একজন বাংগালী বেঁছে যান, সেটা হবে আমাদের জাতীর গৌরব, জেনারেল এরশাদ।

রাজনীতির হেরফেরে এক রাজাকারও প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, সৌভাগ্য যে শেখ হাসিনার চোখে পড়েননি, না হয়, কমপকক্ষে সরকারকে আরেক টুকরা ম্যানিলা রশি কিনতে হতো।

পরের বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন এক ডাক্তার, উনি কবর জেয়ারত ইত্যাদি নিয়ে মাথা ঘামাতেন না, হয়তো সুরা কালাম মনে রাখতে পারতেন না; বেশ, ডিস-কোয়ালিফাইড।

এর পরেরটা ছিল সুপারম্যান, দুনিয়ার সব পোস্ট উনার ছিল; কিন্তু মাথায় নাকি সমস্যা ছিল; যাক, সমাধান হয়ে গেছে, উনি নেই!

আরেকজন প্রেসিডেন্ট নিজ দেশের চিকিৎসকদের বিশ্বাস না করে বিদেশে গিয়ে মৃত্যু বরণ করলেন; সমস্যা, জাতির উপরে স্বয়ং প্রেসিডেন্টের আস্হা ছিল না।

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

পলাশমিঞা বলেছেন: পড়ে মন্তব্য করব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


দেখেন, সিদ্ধান্ত বদলাতে হয় নাকি আবার!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

পলাশমিঞা বলেছেন: এই লেখাটা আমার খুব ভালো লেগেছে।

সত্য কত সুন্দর হয় জানতে হলে বুঝতে হলে সুন্দরের চর্চা করতে হয়।

৪৬ বছরে গল্প হয়তো ৪৬ লাইনে বিশ্লেষণ করেছেন।

আপনার জন্য শুভ কামনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


৪৬ লাইন লিখে ফেলেছি আমি? হার্ড ড্রাইভ কান্নার শুরু করবে!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

পলাশমিঞা বলেছেন: না বন্ধু।

শায়মা এবং চেঞ্জারের সাথে চেলেঞ্জ করেছিলাম, প্রথম হব। সব পোস্ট ডরেভয়ে মন্তব্য করি না। কেউ কেউ বকা দেয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগে সুবিধা হলো, সুযোগ মতো বকা সকা দেয়া যায়; মেজাজ খারাপ থাকলে, অপরের উপর ঝাল উঠায়ে কিছুটা শান্তি পাওয়া যায়!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

পলাশমিঞা বলেছেন: আপনার সব লেখা দিয়ে একটা পাণ্ডুলিপি বানাবার চেষ্টা করুন।

সবাই বিশষ বিশ্লেষণ করে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ফেব্রুয়ারী এলে হেভী উৎসাহিত হয়ে যাই, ভাবী আগামী বছর একটা বই ছাপাবো; পরের ফেব্রুয়ারী এলে মনে পড়ে!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে বন্ধু, ৩১ লাইনে। (বইয়ে ৪৬ লাইন হয়ে যাবে)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আমি কম পড়ি, কম লিখি

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

পলাশমিঞা বলেছেন: গত বছর আমি ১৩ খান প্রকাশ করেছিলাম। (হাহাহাহাহাহা)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার ব্যস্ত সময় কেটেছে নিশ্চয়; পাঠকদের আগ্রহ কেমন?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

পলাশমিঞা বলেছেন: সত্যি কথা বলি, লেখকের বই পড়ার জন্য পাঠকরা দাঁড়িয়ে থাকে। আমি টাকা দিয়েও বই পড়াতে পারি না। :(

(তবে আমাজন থেকে কিছু বই বিক্রি হয়েছে। আমি সত্যি অবাক হয়েছিলাম। আমার সাইট থেকেও প্রতিদিন অনেকে ই-বই নামায়)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


ভালো, পাঠকের অভাব নেই!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ডঃ এম এ আলী বলেছেন: প্রেসিটেন্টনামা সুন্দর হয়েছে পাঠে ভাল লাগল । তবে বর্তমানের মত এমনটা টিকে থাকাই ভাল । কারণ বন্দুকওয়ালা প্রেসিডেন্ট থেকে এটা মন্দের ভাল । তবে প্রেসিডেন্টের দলবল নিয়ে মেডিকেল চেক আপে ঘন ঘন বিদেশ ভ্রমন একেবারেই পছন্দ নয় । সংবিধানিক প্রেসিডেন্টের মেডিকেল চেক আপের জন্য বিদেশ যাওয়ার বিষয়ে কোন সাংবিধানিক বাধ্যকতা আছে কিনা জানা নেই । এবিষয়ে সংবিধান কি বলে তা জানার জন্য তথাকথিত সংবিধান বিশেষজ্ঞদের স্বরনাপন্য হওয়া যেতে পারে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্টরা জানে না যে, উনারা বিশাল ক্ষমতার অধিকারী, অনেক কিছু করতে পারেন; উনাদের আত্মবিশ্বাস কম, মনে হয়!

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

খোলা মনের কথা বলেছেন: আমাদের দেশের প্রেসিডেন্টর কথা মনে হলে, কেমন বুড়ো, অসুস্হ, একটা মানুষের চিত্র ভেসে আসে আমাদের মানসে, যিনি বিদেশী দুতদের পরিচায়-পত্র গ্রহন করেন, চাকর-বাকর নিয়ে বিরাট বাড়ীতে বসবাস করেন, চিকিৎসার জন্য বিদেশে যান, মিলিটারীর কুচকাওয়াজে যান, মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামীদের(নিজ দলের হলে) প্রাণ-ভিক্ষা দেন, ১৬ই ডিসেম্বরে বিদেশীদের জন্য ভোজ-সভা করেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের জাতির মাথা, আমাদের সরকারের মাথা, আমাদের সেনা বাহিনীর মাথার এই অবস্হা কেন? এত দুর্বল মানুষ জাতির জন্য কি করবেন, কি ভাববেন; বরং, উনাকে নিয়ে জাতির ভাবনার শেষ নেই!

কথাগুলো দারুণ লজিকাল।
দেশের প্রেসিডেন্ট জায়গাটিও মনে হয় খুব দূর্বল। যারা আসে সবাই মিইয়ে যায়। এতো মিইয়ে যায় যে অনেকে মৃতুর দুয়ার প্রর্যন্ত চলে যায়....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


জাতীর সর্বোচ্চ পদ নিয়ে এসব করাকে কি রাজনীতি বলা যায়, নাকি জাতিকে ইডিয়ট বানানো?

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: এই ভাবে বলা কেমনে সম্ভব!!!!:)

রাজনীতির কবি চাঁদগাজী লেখাটা ভীষণ ভালোলেগেছে!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



দলগুলো রাজনীতির নামে জাতিকে লিলিপুটিয়ান বানায়েছে!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> প্রেসিডেন্ট হতে হলে রাষ্ট্র, জনগন, আমলার প্রভূতি ভার বহন করতে হয়। আমাদের দেশে যারাই প্রেসিডেন্ট হয়েছে তারা কোন না কোনভাবে সেই ভার বহন করার অক্ষমতার পরিচয় দিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য যতটানা যোগ্যতার দরকার ছিল তার চেয়ে বেশি ষ্টান্ডবাজী করে পদটি হাতিয়ে নিয়েছেন। এক্ষেত্রে তারা জনগন কে মুলা দেখিয়েছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছর এই পদের প্যাটার্ণ বলছে, জাতি ভালো করছে না।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সংসদীয় ফর্মে স্মার্ট প্রেসিডেন্ট বিপদজনক। যেদেশে বেঈমানি রক্তে প্রবাহমান। তবে আমি প্রেসিডেন্সিয়াল ফর্মই পছন্দ করি, যদিও আমরা পিএমকেই প্রেসিডেন্টের চাইতেও বেশি ক্ষমতা দিয়েছি। আমাদের প্রেসিডেন্ট নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মতই.....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:



যেটুকু ক্ষমতা দেয়া হয়েছে তাতে বাংগালী জাতিকে অনেক উপরে নিতে পারেন ১ জন প্রেসিডেন্ট; উনি ৮৪ টি ইউনিভার্সিটির মাথা।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এটা ভাল বলেছেন। ভার্সিটিগুলোর ফাদার। চাইলে দশ বছরে কান্ট্রির চেহারা পাল্টে দেয়া সম্ভব। অবশ্য চাওয়ার মত যোগ্যতা থাকতেতো হবে আগে। সর্বোচ্চ সম্মান রেখেই বলছি একজনকে পারিবারিকভাবেই জানি ও চিনি। ব্যাক্তি আমার ক্ষমতা তার ক্ষমতার চাইতে শতগুন বেশি.........

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট কিছুই করছেন না, খড়ের গামলায় ঘুমন্ত বাছুর।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

ডঃ এম এ আলী বলেছেন: প্রেসিডেন্টরা নীজের ক্ষমতায় কিছু করলে ডাক্তার প্রেসিডেন্টের মত রেল লাইন ধরে দৌঁড়াতে হয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার প্রেসিডেন্ট রেল লাইন ধরে দৌঁড়ে, পাগল হয়ে বিদেশে চিকিৎসা নেয়, শেখ হাসিনার প্রেসিডেন্ট চিকিৎসা নিতে গিয়ে মরে; এরা জাতিকে কিভাবে কি করেছিল; এদের কারণে, জাতি আজ আরবের ও মালয়েশিয়ার ক্রীত দাস।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

আততায়ী আলতাইয়ার বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: প্রেসিডেন্টরা নীজের ক্ষমতায় কিছু করলে ডাক্তার প্রেসিডেন্টের মত রেল লাইন ধরে দৌঁড়াতে হয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


যাক, প্যাটার্ণ বদলানোর মতো লোক দরকার। আমাদের বর্তমান প্রেসিডেন্ট যদি ব্লগিং করতেন, উনি পথ দেখতে পেতেন।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০

আহা রুবন বলেছেন: সামনের বার নাকি আপনার বন্ধু লেজে হোমো এরশাদ ফের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

আমরা ভাল( :P ) কিছু কবিতা পাব। দেশে প্রেমের বাতাস বইবে।

লেখাটি পড়ে বুঝলাম মিসরির ছুরি কী জিনিস /:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


জাতি যে পুরোপুরি বিভ্রান্ত ও পথহারা, সেটা আবারো প্রমাণিত হবে।

কে জানে কবিতা লিখবে, নাকি ভায়াগ্রার কারখানা খুলবে!

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

আততায়ী আলতাইয়ার বলেছেন: আব্দুল হামিদ সাহেব ভালো মানুষ কিন্তু তার ভালো মানুষী দেশের কোন কাজে আসে নাই,

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


উনার মতো ভালো মানুষ বাংলাদেশে ৫/৬ কোটী আছেন, শুধু উনি অসীম ক্ষমতার অধিকারী; তবে, তিনি কাজের লোক বলে মনে হয় না, পার্টি করেছেন, শুন্যস্হান পুর্ণ করছেন।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

টারজান০০০০৭ বলেছেন: আলংকারিক হোক , আর কলাগাছই হোক , প্রেসিডেন্টের অনেক ক্ষমতা ! বিশেষ কইরা কুচক্রী মহল তারে কামে লাগাইয়া পাশার দান উল্টাইতে পারে যেমন ২০০৭ সালে মঈন-ফখরু করছিলো ! আমার প্রস্তাব হইলো সামনের বার এরশাদ কাকুর দোস্ত চাঁদগাজী কাকুরে দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই ! নইলে খেলুম না !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


এরশাদ জোর করে ক্ষমতা দখল করার পর, এখনো সরকারে আছে; আইয়ুব, ইয়াহিয়া, জিয়ার কি দোষ ছিলো?

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন: আমাদের দেশের প্রেসিডেন্ট মানে কি ক্ষমতা আছে এমন । সে তো শুধু ই পুতুল ।

ভাই কেমন আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


পুতুল যদি ৮৪টা ইউনিভার্সিটির মাথা হয়ে থাকেন, দেশ কিভাবে চলছে? এভাবে দেশ চলা উচিত নয়, আমাদের জাতি পেছনে পড়ছেন, কারণ চালকদের মাঝে অনেক পুতুল আছে!

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি একটি লেখায় মন্তব্য করেছিলাম, সেটিই খুজে পাচ্ছি না!! তুলে ফেলেছেন??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, পোস্টটি সরায়ে ফেলেছি, স্যরি!

আপনি আপনার আশেপাশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্হা নিয়ে লিখেন।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আজকের মানে ৯ তারিখেরও!!

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: বুঝছেন না, সব স্বাধীনতা থাকলেও কিছু পরাধীনতা থাকেই।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার, মোটামুটি বৃটিশ কলোনিয়েল সরকারের মতো, দেশ চালানোটা একটা ব্যবসা

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

Mohibbullah Al Maruf বলেছেন: ভালো লাগলো ৷

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভালো হলে ভালো।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা হয়েছিলো, রাষ্ট্রপতি না ।
ভারত, পাকিস্তান ও বাংলাদেশ তিন দেশেই রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত রাখা হয়েছে, হয়তোবা রাজনৈতিক কারণেই ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


৮৪ টি ইউনিভার্সিটির চ্যানচেলর, সীমিত ক্ষমতা? সরকার গঠনের অর্ডার উনার হাতে, এটা ছোট? উনার এ্যাক্সেকিউটিব ক্ষমতা আছে সরকার ভেংগে দেবার।

উনি কি জানেন, গত বারের এইচএসসি পাশ ৯ লাখ কোথায় পড়ছে?


১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:


শাহ আজিজ নন, বিশ্বাস, নাকি অবিশ্বাস নামের ১টা ছিলো তো!

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এরশাদ সাহেব যে ব্রেইনি এ বিষয়ে কোন সন্দেহ নাই....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



এসব দুস্ট মগজ পুরো জাতিকে পেছনে নিয়ে গেছে, এখন পেছনে টানছে।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ,লেখা পড়ে মন্তব্য করার জন্য।

কষ্ট করে যদি একটু পরামর্শ দিতেন জড়তা কাটিয়ে কিভাবে সাবলীল ভাবে লেখা যায় তাহলে খুব উপকৃত হতাম।

ধন্যবাদ গাজীভাই।

[email protected]

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, আবার পড়ে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.