নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৭ জাতি(মুসলিম) ব্যানে প্রেসিডেন্ট ট্রাম্পের ৩য় পরাজয়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২



প্রেসিডেন্ট ট্রাম্প ৭ জাতির (মুসলিম) নাগরিকদের আমেরিকা প্রবেশের উপর ব্যান ঘোষণা করার পরেরদিন, নিউইর্কক শহরের ব্রুকলীনের এক ফেডারেল বিচারক এয়ারপোর্টে ও সীমান্ত আটকা-পড়া ঐ ৭ জাতির ভিসাধারী নাগরিকেরা আমেরিকায় প্রবেশ করতে পারবে বলে রায় দেয়; এই মামলাটি করেছিল আমেরিকান সিভিল লিভার্টিজ ইউনিয়ন, ব্রুকলীন শাখা, যেখানে আদালতে উপস্হিত ছিলেন মোটামুটি ইহুদী নাগরিকেরা।

পরবর্তি বড় পরাজয় আসে ওয়াশিংটন রাজ্যে অবস্হিত ফেডারেল কোর্ট থেকে; এই রায় সাময়িকভাবে ট্রাম্পের অর্ডারকে অকার্যকরী ঘোষনা করে; আমেরিকায় এই ধরণের ১১টি কোর্ট আছে; এই ধরণের কোর্টের আদেশ কোন প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে রহিত করা যাবে না; একমাত্র উপায় হলো, এই ফেডারেল কোর্টে আপিল করা কিংবা, সুপ্রীম কোর্টে রিমেডি চাওয়া।

ট্রাম্পের লোকজন এই কোর্টের অধীনে ( ৯ নং সার্কিট আপীল কোর্ট) আপীল করেছিল; আপীলে ট্রাম্প পরাজিত হয়েছে গতকাল; আপীল কোর্ট ফেডারেল কোর্টের রায় বহাল রেখেছে; এটি ট্রাম্পের বড় পরাজয়; ট্রাম্প চেয়েছিল সুপ্রীম কোর্টে না যেতে, লো-প্রফাইল বজায় রাখতে চেয়েছিল; তা হলো না; এখন এই রায় মেনে নিয়ে বসে থাকতে হবে, কিংবা সুপ্রীম কোর্টে যেতে হবে।

সুপ্রীম কোর্টে ট্রাম্পর জেতার সম্ভাবনা ৫১%; কিন্তু সুপ্রীম কোর্ট যাওয়ায় ব্যাপারটা ট্রাম্পের হাত-ছাড়া হয়ে যাবে; কারণ, এতে আইন গতভাবে ৫০ রাজ্যই জড়িত হয়ে যাবে; ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে; সবচেয় বড় ব্যাপার, সময় নেবে প্রচুর; ফলে, মিডিয়া ট্রাম্পকে নিয়ে হাসাহাসির সময় পাবে প্রচুর।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: পেছনের হিসাব বড় জটিল!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



এই পদক্ষেপ সমস্যার সমাধান না করে, নতুন সমস্যার সৃস্টি করবে।
তবে, মুসলিম এলাকার শিক্ষিত মানুষেরা নিজেদের সরকারগুলোর অদক্ষতা ও ক্ষতিকর পদক্ষেপগুলো সম্পর্কে বুঝার সুযোগ পাবেন।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

পলাশমিঞা বলেছেন: বন্ধু ব্যস্ত ছিলাম এই জন্য মন্তব্য করতে দেরি হলো।

কয়দিন আগে আমি একটা ভিডিও দেখেছি। ট্রাম্পের কপালে দুক্ক আছে। মিথ্যার পর মিথ্যা বলে ভোট পেয়েছে।
আমার বিশ্বাস হয়নি আমেরিকায় লোকজন অনাহরে আছে। টিন/ক্যান বেচে খাবার কিনার জন্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার অর্থনীতি এখন খুবই ভালো; সমস্যা হচ্ছে, তাদের আয়ের তুলনায় ব্যয় বেশী; তাদের উচুঁ বেতনের চাকরীগুলো বিদেশে চলে গেছে, বিদেশে কম বেতনের লোকেরা সেগুলো করছে।

রাজনীতিবিদরা এই ব্যাপারটা এড়িয়ে গিয়ে শুধু সবকইছু ভালো বলে চালিয়ে যাচ্ছিলো; সেখানে রাজনীতিবিদরা ধরা খেয়েছে।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: এবং এতে ট্রাম্পের কিছুই আসবে/যাবে না।। রাজনীতিতে অনেক ফলস ষ্টেপ" দিতে হয়।। =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে ভোট দেয়া হয়েছে সঠিক কিছু কারণে; ফলে, ট্রাম্প সারাক্ষণ সবার পর্যবেক্ষণে আছে। গত ১৬ বছর আমেরিকা কমবুদ্ধি নিয়ে মোড়লগিরি করেছে, সমস্যা অনেক জমা হয়ে গেছে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: এজেন্ডা কি ছিল?? আমারিকা আমাদের দেশের চেয়ে শত মাইল এগিয়ে থাকলেও, জনগন!! তারা শিক্ষাদীক্ষায় যতই এগিয়ে থাক না কেন, মানসিকতায় আমাদের মতই আটপৌড়ে!!
প্রমান চাইলে, দিতেও পারবো ।।
ধন্যবাদ।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা গত ১৬ বছরে নিজদের ভয়ংকর বুদ্ধিহীন হিসেবে স্বাক্ষের রাখছে; তবে, আগের আমেরিকানদের তুলনায়, বাংগালীদের তুলনায় নয়।

ট্রাম্পকে ভোট দেয়ার মুল এজেন্ডার মাঝে আছে, রাজীিতিবিদদের, "business as usual"কে প্রত্যাখান করা।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: business as usual কি রাজনৈতিক বুলি না?? ট্রাম্প এবং হিলারীর প্রসঙ্গে আপনর লো আমার প্রথম মন্তব্যকে স্বরন করুন।। আপনি অনেক সচেতন, এমনকি আমার নামের চেয়েও!!
এমন কিছু কথা আপনি অবলীলায় বলতে পারেন, যখানে আমি ভীত।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই; প্রত্যেকেরই রাজনৈতিক ধারণা আছে, যা দীর্ঘ সময়ের লব্ধ অভিজ্ঞতা ।
আমেরিকার বাহিরে, ট্রাম্প সম্পর্কে জানার উপায় ছিলো মিডিয়া; মিডিয়া কিন্তু বিশ্বাস করতো যে হিলারী জয়ী হচ্ছে; সেই লজিক অনুসারে বুঝতে হবে যে, মিডিয়া ট্রাম্প সম্পর্কে যা বলেছে, তা পুরোপুরি সঠিক নয়।

হিলারী সম্পর্কে মানুষের সঠিক ধারণা ছিল।
আপনার বিভিন্ন সময়ের কমেন্টগুলো আমেরিকা সম্পর্কে মোটামুটি সঠিক ছিলো।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: আমেরিানদের মত সকালে ঘুম থেকে উঠেই কফির পেয়ালা আর হাতে সংবাদপত্র নিয়ে মিডিয়ার কথা থেকে বের হতে হবে আগে!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান মিডিয়া এখনও বিশ্বে ১ নং; তবে, গোজামিল দিচ্ছে, না হয় কেন তারা হিলারীর ভরাডুবি দেখতে পায়নি?

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩২

কলাবাগান১ বলেছেন: সুপ্রিম কোর্টে গেলে হারার আশংখা ১০০% (৫১% জিতার কোন আশা নাই)। কেননা ৯ জনের যায়গায় এখন ৮ জন জাজ আছেন (৪ জন কন্জার্ভেটিভ, ৪ জন লিবারেল)...সুতারাং রায় ৪-৪ হবে আর রায় যদি 'ড্র' হয়, তখন লোয়ার কোর্টের রায় ই বহাল থাকবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


ধরলাম আপনি সঠিক; আপনি কেন মনে করছেন যে, সব লিবারেলরা সাময়িক ব্যানের বিপক্ষে যাবে, আর সব কন্জার্ভেটিভ চোখ বন্ধ করে ব্যানের পক্ষে যাবে? এগুলো কি সিনেটর? তারপরও ধরলাম আপনি সঠিক।

মনে হয়, এখন সুপ্রিম কোর্টই আগামী পদক্ষেপ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: গাজীভাই (অফটপিক) আপনি বন্ধু হলেও (যদি স্বীকার করেন) আছেন, শত্রু হলেও।। মান্নাদের মতই।। আপনার লেখাতেই মন্তব্য করে আনন্দ পাই।। ভুল বুঝলে কষ্ট পাবো।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনার মন্তব্য মোটামুটি সব সময় টপিকেই থাকে; মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতি-মন্তব্য হয়; ভুল বুঝাবুঝির সম্ভাবনা নেই বললেই চলে!

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪২

ডঃ এম এ আলী বলেছেন: কিন্তু তাহলে কি আর হবে, তিনি তো আর বসে নেই । ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ বহাল থাকায় ও অআপিলে হেরে যাওয়ায় আবারও আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আমরা তাদের আদালতে দেখব। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের জন্য এ রায় তেমন কোন প্রতিবন্ধকতা নয়। এটা হলো একটি সিদ্ধান্ত, যা আমাদের বিপক্ষে গেছে। তবে আমরাই মামলায় জিততে যাচ্ছি।






১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


একটু আগে ব্লগার কলাবাগান-১ জানালেন যে, হোয়াইট হাউসের তরফ থেকে সুপ্রীম কোর্টে যাবে না; এখন এটার কি হবে কে জানে! তবে, ব্যান নেই "সাময়িকভাবে"।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৭

কলাবাগান১ বলেছেন: ট্রাম্প এডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্টে আপিল করবে না বলে স্বিদ্ধান্ত নিয়েছে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


তাই?

তা'হলে ৭ জাতির উপর কোন ব্যান থাকছে না। তবে, ফেডারেল কোর্টের রায় ছিল, " ব্যান সাময়িকভাবে" অকার্যকর! এখন "সাময়িকের" কি হবে, সেটা শুনতে হবে লিগ্যালদের থেকে।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ট্রাম্পের সিদ্ধান্তটা ভুল ছিল!!:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বলা মুশকিল; যেমন, ইয়েমেন থেকে কে আসবে, কেহ জানে না, ইরানীরা ওখানে সব চালাচ্ছে; সিরিয়ান সরকারের সাথে মানুষের যোগাযোগ নেই, আমেরিকান দুতাবাস নেই, ওখান থেকে কে আসবে?

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

অতঃপর হৃদয় বলেছেন: পত্রিকায়ও দেখলাম বড় বড় করে লেখা আছে, 'ট্রাম্পের হার।'

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে বারবার হারালে সে ও তার সাপোর্টাররা রেগে যাবে, দেশের ঐক্য নস্ট হবে; সেটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর হবে।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় না ট্রাম্প এতে দমে যাবে। দমে যাওয়ার পাত্র সে নয়। আদালতের আইন মানতেই হবে এমন কোন ঠ্যাকা তার আছে বলে মনে হয় না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আদালত মানতে হবে; একমাত্র যুদ্ধাবস্হা ব্যতিত আদালত মেনেই চলতে হবে। তবে, সংবিধানে আরো কিছু আছে, হয়তো।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

জাহিদ হাসান বলেছেন: এভাবে কতদিন ঠেকিয়ে রাখা যাবে? একসময় আদালতও ক্লান্ত হয়ে পড়বে।
তখন অভিবাসীদের কি হবে? তা নিয়ে ভাবি। তবে একজনের পৌষ মাস হলে যখন আরেক জনের সর্বনাশ হয়,
তখন ধরে নিতে হবে একজনের সর্বনাশ হলেও আরেকজনের পৌষমাস হয়।
তাই বলা যায়, অভিবাসীদের বিতাড়িত করার ফলে অভিবাসীদের জীবন বিপদাপন্ন হলেও,
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বেশি বেশি চাকরির বাজার পাওয়া ও অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


যুক্তরাস্ট্র অভিবাসীদের দেশ; এর নিজস্ব সংস্কৃতি আছে; সেটাকে পদদলিত করা ঠিক হবে না।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

আরইউ বলেছেন: ডোনাল্ড রাজনীতির সঙা বদলে দিচ্ছেন। পোটাস একাউন্ট দিয়ে মেয়ের সাফাই গাওয়াটা এত হাস্যকর হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



সে অরাজনৈতিকই থেকে যাচ্ছে, যা আমেরিকানরা চাচ্ছিল; মেয়ের ব্যাপার নিয়ে সে আসলেই বেকুবী করেছে।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

আরইউ বলেছেন: এবং আমার ধারণা সে এটা করতে থাকবে। ডোনাল্ড আদতে এখন ঝানু ব্যাবসায়ী। তার রক্তে ব্যাবসা, রেভিন্যু, ইনভেস্টমেন্ট। তার কিছু করার নেই। হা হা হা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা গত ১৬ বছর দেশকে ভুল দিকে নিয়ে গেছে; তাদেরকে লাথি মারার দরকার ছিলো; ডোনাল্ড সেই সুযোগ পেয়েছে। এটা সঠিক যে, ওর মাথায় ক্যাপিটেল।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

কেএসরথি বলেছেন: এগুলো হচ্ছে লোকজনের চোখে ধুলা দিয়ে টাইম পাস করা আর কি। একটা গ্যান্জাম লাগায়ে দিল, এখন সবাই লাফাচ্ছে। এই ফাকে ট্রাম্প মুখস্ত করার চেস্টা করতেছে, প্রেসিডেন্টের ডিকশনারি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো একা ওর মাথা থেকে আসছে না; নির্বাচনের আগে, এগুলো ভোটের এজেন্ডায় ছিলো; এগুলোর উপর ভোট দিয়েছে মানুষ।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ট্রাম্প হয়তো মনে করতেছে তিনি এখনো ক্যাসিনো বোর্ডেই বসে আছেন; হার-জিতের ফলাফল ভেবে রাজনীতি করবেন না !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


এখন সে একা নয়, অনেকেই পরামর্শ দিচ্ছে, সে যেটা ভালো মনে করছে, সেটাই করছে; তবে, এটা ভোটারদের বলা হয়েছিল, এটা বলে সে ভোট নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.