নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

\'ভ্যালেন্টাইন ডে\' কি বাংলাদেশে এসে জিং জিং দিবস হয়ে গেছে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৫



পশ্চিমে কোটী কোটী বেশ বয়স্ক মেয়ে 'ম্যারেজ ডে' পালন করার সুযোগ পাচ্ছে না; তাদের বয়ফ্রেন্ড আছে, বিবাহিতের মতো থাকে, বয়-ফ্রেন্ডের সাথে ছেলেমেয়ে আছে, পরিবার আছে, সবই আছে, কিন্ত 'ম্যারেজ ডে' নেই; তাই 'ভ্যালেন্টাইন ডে'র ঘোল খেয়ে দই'এর স্বাদ মিটাচ্ছে! আমাদের পয়সা-ওয়ালাদের ম্যারেজ ডে আছে, এই ডে আছে, ঐ ডে আছে, অভাব ছিলো শুধু 'ভ্যালেন্টাইন ডে'র; এখন সেটাও এসেছে।

ব্লগে 'ভ্যালেন্টাইন ডে'র উপরে অনেক আলাপ হচ্ছে, এক ব্লগার ইনিয়ে বিনিয়ে বলেছে, 'ভ্যালেন্টাইন ডে পালন না করলে ভালো হবে; নিতান্ত করলে যেন জিং জিং না খেলে! উনি বলেছেন, রেস্টুরেন্টে গেলে কোন 'কেবিনে' না বসতে; পার্কে গেলে নির্জন জায়গায় না যেতে, কারো বাসায় না যেতে; মুল কথা হলো জিং জিং না খেলতে।

আবার অনেকে লিখছেন, ঐদিন নাকি বাংগালীরা রক্ত দিয়েছে শিক্ষানীতির জন্য, কয়েক জনের নামও দিয়েছেন; বাংগালীরা খালি রক্ত দেয়; উনাদের যুক্তি, মানুষ রক্ত দিয়েছে আপনারা ভালোবাসা ভালোবাসা করবেন, প্রপোজ করবেন, জিং জিং খেলবেন, এটা কিভাবে মেনে নেয়া যাবে?

বাংলাদেশের ছেলেমেদের স্বাভাবিক জীবন অনেকভাবে ব্যাহত হচ্ছে, শহরে খেলাধুলা নেই, গ্রামে মেয়েরা বের হলে বোরখা মোরখা পরে বের হয়, অস্বাভাবিক সামজিক পরিবেশ; মাদক পাদকের কারণে, এমনিতে যে পারছে সে জিং জিং খেলে দিচ্ছে, বলছে দর্শন, নাকি ধর্ষণ। আবার লাখ লাখ পুরুষ বিদেশে কাজ কাম করছে; ফলে, দেশে মেয়েদের সংখ্যা বেশী মনে হচ্ছে; মেয়েরা একাকী !

আমার মনে হয়, বাংলাদেশের হুজুর মুজুর থেকে শুরু করে বস মস, প্রাইমারীর অনেক বাচ্ছাও অন-লাইনে পর্ণ দেখছে; তদুপরি ভারতীয় ছবিগুলো মোটামুটি কামসুত্রের কাছাকাছি; এতসবের ভেতরে, 'ভ্যালেন্টাইন ডে কি অনেকের জন্য জিং জিং এর শুভ সুচনার দিন হিসেবে গণ্য হচ্ছে? নাকি অকারণ মিথ্যা সন্দেহের উপর তরুণ তরুণীদের দোষরোপ করছে?

মন্তব্য ৭৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০১

পলাশমিঞা বলেছেন: আজ একজনের পোস্টে চেতনা নিয়ে চেতাচেতি হয়েছিল। উনি মানতে নারাজ। পরে আমি রাজি হয়েছি আমাদের চেতনা আছে এবং নুন দিতে পান্তা খেতে উনি রাজি হয়েছেন, কারণ ইলিশের দাম বেশি।
তো যাক, আমি ১৩ বছর বয়স থেকে লন্ডন আছি। আপনি নিশ্চয় জানেন লন্ডন অত্যন্ত আধুনিক শহর। এখানে নেংটা নরনারী হাঁটাহাঁটি করে। তো আমি যা বলতে চাই তা হলো, দেশের বারোটা বেজেছে! এদেশে ফোটবল মদ গাঞ্জা কোকেইন বেশ্যা দিয়ে আবগে এবং চেতনাকে দমিয়ে রাখছে। আমাদের দেশে এই সব দিবস দিয়ে চেতিত করে নিস্তেজ করছে যা আমরা আস্তধীরে হাঁড়েহাঁড়ে টের পাব।
ছেলেমেয়রা আধুনিক হচ্ছে কিন্তু আধুনিকের বাঁশ হাতে দিলে আগা মাথা বলতে পারবে না। একএকটা মহা পণ্ডিত। ভাব ধরে ভাবের বাদশা হয়। এদেরকে বেউড় বাঁশ দিয়ে দোরস্ত করতে হবে।
এখন আপনার মতামত জানতে চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজ এই মহুর্তে বিশৃংখল, কালচার দুষিত; রাজনীতি সঠিক না থাকলে, সমাজনীতি ঠিক থাকে না, কালচারও আক্রান্ত হয়; কারো জন্মদিবস নেই, আবার অনেকের সব-দিবস আছে, সবাই ঈদ করছে, পুজা করছে, পর্ণ দেখছে বিরাট সংমিশ্রণ; যে যা পারছে, সেটা করছে!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১৭

পলাশমিঞা বলেছেন: এক হুজুর পোস্ট করেছেন, স্ত্রী অথব স্বামীর বাবা মাকে বাবা মা ডাকলে পাপ হবে।

আমি বলেছি নাম ধরে ডাকার জন্য। আমি কি অন্যায় করেছি?

আমার সাইটে ট্রাপিকা আনার জন্য সার্চ শব্দ যোগ করতে চেয়ে সার্চ করেছিলাম। দেশে কোন বিষয় বেশি সার্চ হয়।
হায় হায়, আমি টাস্কি খেয়েছিলাম। তওবা করে মনকে বলেছিলাম, তুমি লেখক হতে চেয়েছিলে হয়েছ, Xxx এর অর্থ তুমি কখনও বুঝতে পারবে না।

চিন্তা করলে মানুষ চিন্তক হয়। দেশের কথা চিন্তা করলে মাথায় খিলি মারে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


গত ৪০ বছর বিশ্বে বিশাল পরিবর্তন এসেছে, মানুষ সায়েন্স ও টেকনোলোজীতে বিরাট অবদান রেখেছে ও নিজেদের অর্থনীতিকে শক্ত করেছে; একই সময়ে বাংলাদেশে, অপ-রাজনীতি ও সীমিত অর্থনৈতিক সুযোগের কারণে পরিবারে পরিবারে প্রতিযোগীতা চলছে; জাতির ঐক্য নস্ট হয়েছে। এখন চাচা আপন প্রাণ বাঁচা নীতিতে জাতি ও সমাজ চলছে।

হুজুরেরা দেশে বেদুইনদের জীবন চালুর চেস্টা করছে; কারণ, বেদুইনরা আর বেদুইন নেই!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮

পলাশমিঞা বলেছেন: ওরা এবং আমরা জানি বেদুইনদের পিছনে নমাজ হয় না।
যারা দেশ চালাচ্ছেন উনাদেরকে সচেতন হতে হবে নইলে উনাদরেই অমঙ্গল হবে। পুকুরে মাছ থাকে। কিন্তু বন্যার সময় পার ডুবলে সব মাছ বেরিয়ে যায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশসহ সব মুসলিম দেশগুলোতে নাগরিকেরা ২ ধরণের আইন মেনে চলেন, সাংবিধানিক ও ধর্মীয়; দুটি কিন্তু অনেক সময় বিপরিত মুখী।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৩

পলাশমিঞা বলেছেন: আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, কামশাস্ত্র। কামশাস্ত্র অধ্যয়নে পাকাপোক্ত হওয়ার কথা তাই না? কিন্তু এখন নিশ্চয় ধ্বজভঙ্গযুগ চলছে? নর নারীর কিন্তু এক দশা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি বলেছি, ভারতীয় অনেক সিনেমা কামসুত্রের কাছাকাছি, যা বাংলাদেশে জনপ্রিয়তার তুংগে!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪০

পলাশমিঞা বলেছেন: ভারত এখন তা ব্যান করতে চাইছে। নেংটামির কারণ তাদের দেশে ধর্ষণ বেড়েই চলছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা সমস্যা বুঝতে পারলে, সমাধান বের করতে পারবে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪২

পলাশমিঞা বলেছেন: জি, দুমুখি সাপ মারাত্ম বি‌ষাক্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


জাতি হিসেবে মানুষকে আধুনিক নাগরিক জীবন ও অধিকারকে সঠিকভাবে বুঝতে হবে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৩

পলাশমিঞা বলেছেন: ভাইরাস এয়ারবন্ড হলে কিচ্ছু করার থাক না। তা তাদের হয়েছে। এখন নেংটারা তাদের সামন নমনম করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের প্রতি জাতির সন্মান কম।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৬

পলাশমিঞা বলেছেন: মানুষ কিন্তু নিষিদ্ধে আসক্ত হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিভ্রাণ্ত মানুষরা ভেঁড়ার মত অনুসরণ করে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৭

আছির মাহমুদ বলেছেন: নষ্ট রাজনীতিবিদ আর নষ্ট প্রগতিশীলরা আমাদের বিভিন্ন রকমের মাদকতায় ভরিয়ে তুলছেন। যাতে আমরা মেতে থাকি আমাদের নষ্টামি নিয়ে, আর তারা টিকে থাকতে পারে তাদের উদ্দেশ্য নিয়ে...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো রাজনিতিবিদ নন, এরা লিলিপুটিয়ান

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: বোরখা মোরখা মাদক পাদক বস মস হুজুর মুজুর… হা হা তরল তরল তরল.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



হালকা কিছু শব্দ, শুনতে ভালো লাগে

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২

দিগন্ত ম বলেছেন: ঘরে দরজা খুলিয়া আমি ঘুরিতে যাই,
রাম রাম করি ভাই চুরি যেন নাহি যায়।
হটাঠ যদি কিছু ঘটিয়া যায়,
দায় কাহার রে ভাই???

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেফিক রেহমান বাংগালী জাতির জন্য একটা অবদান রেখে গেছেন।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

শেয়াল বলেছেন: খিকজ :>

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


জাতি পুরোপুরি বিভ্রাণ্ত

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



আমরা সবাই জানি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস,
দিবসটিতে বিশ্বব্যাপী যুগলদের ফুর্তীর নে্ই কোন শেষ। বরং
নতুনরূপে কিভাবে চিরাচরিত এ দিনটিকে উদযাপন করা যায় তা নিয়েই
ব্যস্ত সবাই । ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসটি আন্তর্জাতিক ভাবে
খ্যাতি পেলেও, প্রতিটি দেশে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ভালোবাসা প্রকাশ করা উচিত।
এটাও সত্য যে আমাদের দেশে ঋতুরাজ বসন্তই হলো ভালোবাসার মাস
আর পহেলা ফাল্গুনই হতে পারে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে পাশ্চাত্য
ধারাবাহিকতা ও নিয়ম কানুনের পরিবর্তে নিজ সংস্কৃতি মেনেই দিনটিকে পালন
করা যেতে পারে । আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি মেনে হোক না এখন ভালবাসার
দিবস পালন । পহেলা ফাল্গুনের উৎসবটিই হতে পারে এদেশের জন্য নিজস্ব
ভালবাসার দিবস। এদেশে এই উৎসবটি এখন বিকাশের পথে। বর্তমান যুগের
ছেলেমেয়েরা পাশ্চাত্য ঐতিহ্যকে ধারণ করে ক্রমেই বেড়ে উঠছে। তাই আশা করব
১লা ফাল্গুনের দিনে হাতে হলুদ গাদা আর লাল শিমুল পলাশ ফুল নিয়ে বিভিন্ন
শপিং মল, পার্ক, ঐতিহ্যবাহী এলাকায় সকলেই যুগলদের কাছে গিয়ে জানাতে পারে
একে অপরে শুভেচ্ছা । এভাবেই শুরু হয়ে যেতে পারে পহেলা ফালগুনে ভালবাসার
দিবস পালন, জিং জিং এর নাই কোন প্রয়োজন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অতীস্ঠ হয়ে গেছে, বাংগালীত্ব আর ভালো লাগছে না।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

আবু ছােলহ বলেছেন:



গাজী কথন- ১. ''আমার মনে হয়, বাংলাদেশের হুজুর মুজুর থেকে শুরু করে বস মস, প্রাইমারীর অনেক বাচ্ছাও অন-লাইনে পর্ণ দেখছে;''

-হ্যাঁ, মনে হতেই পারে। সরি, একটা গল্প মনে পড়ে গেল-

গ্রামের মধ্যখানে। ইয়া বড় পুকুর। গভীর রাত। এক চোর গৃহস্তের বাড়িতে চুরিকার্য শেষ করে রাতের শেষ তৃতীয়াংশের দিকে পুকুরের এক পাড়ে চুপিসারে হাত পা ধৌঁত করছিল। অন্য পাড়ে তাহাজ্জুদ নামাজের জন্য ওজু করছিলেন মসজিদের ইমাম সাহেব।

পুকুরের অন্য পাড়ে মৃদু পানি নাড়াচাড়ার শব্দে ইমাম সাহেব মনে মনে বলেন- 'মাশাআল্লাহ! তাহাজ্জুদ গোজার তাহলে আমি একলা নই।'

চোর ব্যাটার মনেও বেজায় খটকা! 'ও, তাহলে চোর এখানে আরও আছে!'

ও আর একটা কথা। পর্নগুলোর প্রডিউসার, এক্টর মেক্টর যেন কারা কারা?


গাজী কথন- ২. ''হুজুরেরা দেশে বেদুইনদের জীবন চালুর চেস্টা করছে; কারণ, বেদুইনরা আর বেদুইন নেই!''

-আচ্ছা, আদি পিতা আদম আলাইহিসসালাম কি হুজুর ছিলেন? যদি থেকে থাকেন, তাহলে পৃথিবীতে বেদুইন জীবন মনে হয়, তিনিই প্রথম চালু করেছিলেন!


গাজী কথন- ৩. ''পশ্চিমে কোটী কোটী বেশ বয়স্ক মেয়ে 'ম্যারেজ ডে' পালন করার সুযোগ পাচ্ছে না; তাদের বয়ফ্রেন্ড আছে, বিবাহিতের মতো থাকে, বয়-ফ্রেন্ডের সাথে ছেলেমেয়ে আছে, পরিবার আছে, সবই আছে, কিন্ত 'ম্যারেজ ডে' নেই; তাই 'ভ্যালেন্টাইন ডে'র ঘোল খেয়ে দই'এর স্বাদ মিটাচ্ছে!''

-থাকিয়া মায়ের কোলে সন্তানে জননী ভুলে,
কে কোথায় দেখেছে এমন?

পশ্চিমে থেকে তাদের গোপন মারেফাত সব জাহের করে দিচ্ছেন তো!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



গল্প সব সময় গল্প, হুজুর মুজুর সবাই মানুষ; গল্পগুলোর বর্তমান সংস্করণ শিখেন।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: চাদগাজির পদ্মা সেতুর পোস্টটা দেখি গায়েব

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বন্যায় ভেসে গেছে।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

জেন রসি বলেছেন: দেখার বিষয় হচ্ছে কেউ কাউকে অন্যায় ভাবে হয়রানী করছে কিনা? ব্ল্যাকমেল বা কোন রকম অপরাধ করছে কিনা? এসব বাদে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ কি করল তা নিয়ে খুব একটা নাক গলানোর দরকার আছে বলে মনে করিনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



কিছু কিছু ব্যাপার আছে, যেগুলো জাতির বৈশিস্ঠ্যের সাথে মিলে না, নকল করা সহজ, কিন্তু মৌলিকতা আয়ত্ব সম্ভব নয়।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

নতুন নকিব বলেছেন:


''জেন রসি বলেছেন: দেখার বিষয় হচ্ছে কেউ কাউকে অন্যায় ভাবে হয়রানী করছে কিনা? ব্ল্যাকমেল বা কোন রকম অপরাধ করছে কিনা? এসব বাদে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ কি করল তা নিয়ে খুব একটা নাক গলানোর দরকার আছে বলে মনে করিনা।''

@জেন রসি,

তার মানে, ওদের (ওয়েস্টার্নদের) মত দু'জনের সম্মতিতে লিভ টুগেদারকে এখানেও জায়েয ফতোয়া দিতে চান?

এ সমাজটাকেও জারজ দিয়ে পূর্ন করতে চান?

এখানেও রাস্তার মোড়ে মোড়ে ওল্ড হোম, সেফ হোম, অরফানেজ হাউস ইত্যাদি গড়ে ওঠার স্বপ্ন দেখছেন?

মতলব যদি তাই হয়ে থাকে, তাহলে শাহজালাল শাহপরান খানজাহানের পূন্যভূমি এই প্রিয় বাংলাদেশকে অপবিত্র নিকৃষ্ট জারজের বস্তিতে পরিনত হতে দেখার পূর্বেই আমি আমার মৃত্যু কামনা করছি।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

রানার ব্লগ বলেছেন: যার জিং জিং করার ইচ্ছা আছে সে করবে যার নাই সে করবে না। এটা নিয়া এত্ত গবেষণার কি আছে ?

আর খেয়াল করে দেখা গেলে দেখা যাবে যে যারাই জিং জিং নিয়া বেশি উত্তিজিত, দেশ জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবিতে ভাবিতে কুপোকাত, এদেরই জিং জিং এর সংখ্যা খুজিতে গেলে তা আরব্য রজনির গল্প কে পরাজিত করে ফেলবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেক জাতির নিজস্ব কিছু সামাজিক ট্রেডিশন আছে, নিজস্ব স্বকীয়তা আছে।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

অগ্নিবেশ বলেছেন: তিন বেলা খাওয়া লাগলে, একবেলা জিং জিং খেলা লাগে।
বৈধপথে জিং জিং খেলতে গেলে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাওয়া লাগে,
পেতে পেতে বয়স দুই কুড়ি পার হয়ে যায়, তখন খেলার সময় আবার চটা বান্ধা লাগে।
এদিকে আবার ১৩-১৪ থেকে যৌবনজ্বালা শুরু হয়, এ জ্বালা কিছুতেই মেটে না,
কিশোর ধীরে ধীরে যুবকে পরিণত নয়, তার হাতের একটা রেখাও আর হাতে থাকে না।
রবীন্দ্রভাগ্য আর কয়জনের হয় বলেন? আপনারা তো আবার বাল্য বিবাহ দেবেন না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


জাতির মানসিক স্বাস্হ্যও বিশাল দরকারী ফ্যাক্টর; সর্বোপরি সম্পর্কের ব্যাপারে হুজুগ একটি ভয়ংকর সমস্যা।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

অতঃপর হৃদয় বলেছেন: আমি কিছু বলবো না, শুধু আপনার পোস্টের মন্তব্য গুলো দেখবো। আমার আবার একটু চুলকানি আছে তো। দিবস টিবসে আমার কোন আগ্রহ নাই। আর ভ্যালেনটাইন'স ডে এর কথা না হয় বাদই দিলাম। কয়দিন পরে আরো কত দিবস বাইর হইবো কে জানে। হয়তো, কয়দিন পরে হাগু দিবসও বাইর হইব। X( X(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম থেকে দিবস আসে, পশ্চিমের মনন ও মগজ আসে না

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মুশি-১৯৯৪ বলেছেন: আমাদের পন্য তৈরির ক্ষমতা লুটিয়াই পশ্চিমাদের সাধ মিটিল না, এখন আমাদের সামাজিক ট্রেডিসান,সংস্কৃতি লুটিয়া লইল।


ওহে বাঙালী সংস্কৃতি ,তুই পুরান মাল ,
হবে না তোকে দিয়ে,তুই আজ নিলামে,
হতাশার কথা শুনে শত্রুরা করে হৈ-হল্লা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


আসলে সংস্কৃতির ব্যাপারে পশ্চিম উদার; কারণ, ওদের বিচার বুদ্ধি ও সিদ্ধান্ত লজিক-ভিত্তিক।

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ডঃ এম এ আলী বলেছেন:
বাংগালীরা অতীস্ঠ হয়ে গেছে, বাংগালীত্ব আর ভালো লাগছে না।
সে জন্যইতো একেবারের উত্তরের অধিবাসী এস্কিমোদের নিয়ে পোস্ট
দিলাম, গিয়ে দেখুক ভালবাসার দিবস রজনী কাকে বলে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি ও অর্থনীতি জাতিকে ভাগ করে ফেলেছে, একাংশ আর বাংগালীদের নিয়ে মাথা ঘামাচ্ছে না।

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাকি অকারণ মিথ্যা সন্দেহের উপর তরুণ তরুণীদের দোষরোপ করছে? সুন্দর বলেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


সমাজে ৩ জেনারেশন তিন ভিন্নমুখী মুখী প্রভাব রাখছে: '৭১ এর জেনারেশন, স্বাধীনতার পরবর্তী জেনারেশন, যাদের হাতে সমাজ এখনো আছে, তরুণ সমাজ; তবে, ৩টি একই ধারার বাংগালী নন।

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১

মুশি-১৯৯৪ বলেছেন:


আজকে ’ভ্যালেন্টাইন ডে’ নিয়ে আগ্রহ প্রকাশ না করায় আমাকে উদারনৈতিক হবার উপদেশ দেওয়া হইল। উদারনৈতিক এর আভিধানিক অর্থ দয়া করে কেউ একটু ব্যাখা করবেন.....
আমি আবার বাংলায় একটু কাঁচা কিনা.....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


যারা সময়ের সাথে তাল মিলিয়ে বিবর্তিত নতুনত্বের সাথে তাল মিলয়ে চলতে পারে

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘ভ্যালেন্টাইন ডে’ নিয়ে আমার আগ্রহ নেই। কারন এটা এক দিনের নয় বরং সব সময়ের বিষয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


সঠিক, পুরো জীবনের অংশ।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আমরা দিবস দেখে ভালবাসি, দিবস দেখে পান্তা ইলিশ খাই। জয় বাবা শ্রী শ্রী লোকনাথ পঞ্জিকা (!) সমাজের রন্দ্রে রন্দ্রে পরকীয়া, ব্যাভিচার নতুন নতুন ডিজিটাল নাম ডেটিং, লিভটুগেদার নিয়ে এসেছে। আজকে দেখলাম ক্লাস থ্রি পড়ুয়া থেকে শুরু করে সবখানে প্রেমের ছড়াছড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!

এই দেশে গর্ভপাত একটা ফ্যাশন-হত্যাকান্ড নয় । আশা করছি আগামী দু-এক দশকের মাঝে দেখতে পাব যে, কোন মেয়ে বা ছেলে যদি কারো সাথে দৈহিক মিলন না করে থাকে তবে তাকে তার বন্ধু-বান্ধবীরা ক্ষ্যাত বলে উপহাস করবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


সমাজ বদলাচ্ছে, কোনদিকে বদলানো উচিত হবে, কোন কোন ফ্যাক্টর সমাজকে সঠিক পথে রাখবে, সেগুলো দেখুন।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই পোষ্ট স্ক্রিপ করে চলে গেলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


স্কীপড, স্ক্রেপ, নাকি স্ক্রিপ করলেন?

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: লেখা হিট হইছে মানে চুরি হইছে ভাইজান!!!:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনাকে আবারও ধন্যবাদ।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

বিলুনী বলেছেন:



সকলিই পাঠ করলাম বিশেষ বলার কিছুই নেই
নিজস্ব সংস্কৃতিতে ভালবাসা ও দুখের বেদনা দুটোর প্রকাশের কথাই বলে গেছেন রবিঠাকুর
আসুন তার গান শুনি ও কথাগুলি একটু দেখি

‘ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়

সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল ?
সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই
তরে এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল—
সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে।
আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা—
একিদন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা ।

সকলে মিলে একদিন ভারবাসার কথা বলি , সকলে মিলে গাই গান , যাই যত সব বিবেধ ভুলে , এই হোক অআমাদের নিজস্ব সংস্কৃতি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


রবী ঠাকুরের গান আছে, আমাদের দেশ আছে; কিন্তু সমাজকে সমস্যার মাঝে নিয়ে গেছে কিছু ভুল পদক্ষেপ

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: @ পলাশ, বেদুইনদের পিছনে নমাজ হয় না। একথার তেব্র প্রতিবাদ।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



ধর্মের আকার বদলাতে থাকে ক্রমাগতভাবে

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

নতুন নকিব বলেছেন:



দেখে ভাল লাগছে, অত্যন্ত ধৈর্য নিয়ে প্রতিটি প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর প্রদান করে যাচ্ছেন প্রিয় চাঁদগাজী।
অনেক ধন্যবাদ।


প্রশ্নবোধক (?) বলেছেন: ''এই দেশে গর্ভপাত একটা ফ্যাশন-হত্যাকান্ড নয় । আশা করছি আগামী দু-এক দশকের মাঝে দেখতে পাব যে, কোন মেয়ে বা ছেলে যদি কারো সাথে দৈহিক মিলন না করে থাকে তবে তাকে তার বন্ধু-বান্ধবীরা ক্ষ্যাত বলে উপহাস করবে।''

-সহমত। তবে, আমরা জাতির এ দুর্দিন কোনক্রমেই প্রত্যক্ষ করতে চাই না। তথাকথিত আধূনিকতার নামে 'পশ্চিমাদের বাসি পচা দুর্গন্ধযুক্ত অসভ্যতা' -কে সভ্যতা ভেবে আমার জাতির সূর্য সন্তান যুবসমাজ আজ বিভ্রান্ত! তাদের ফিরিয়ে আনতে হবে আমাদের স্বকীয়তার দিকে। আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, দেশীয় ঐতিহ্য, ধর্মীয় প্রজ্ঞার আলোকোচ্ছটা দিয়ে আধূনিকতার নতুন সৌধ গড়ে তুলতে হবে আবার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


দেশের অবস্হা এমন যায়গায় যে, বেশীর ভাগ তরুণ পালিয়ে যাবার পথ খুঁজছে

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

গরল বলেছেন: প্রাপ্তবয়স্ক হলে জিং জিং খেলার অধিকার মানবধিকারের পর্যায় পড়ে, সেই অধিকার না পেলে তো বিপথে যাবই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক সময়ে বিয়ের পরিবেশ থাকে যদি তরুণরা সুস্হ অর্থনৈতিক ও সামাজিক পরিবেশে থাকে; সেটা কোনভাবেই গড়তে পারছে না, বা সেটা নিয়ে ভাবছে না আমাদের সরকারের উপরের লোকগুলো।

৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

আততায়ী আলতাইয়ার বলেছেন: লেখক বলেছেন:


পশ্চিম থেকে দিবস আসে, পশ্চিমের মনন ও মগজ আসে না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


মনন আসার জন্য শিক্ষা দরকার, দিন আনার জন্য বানর দরকার।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

রাতুল_শাহ বলেছেন: গরীব মানুষ ভাই।

ডাল-ভাত ছাড়া কিছু বুঝিনা। ভ্যালেন্টাইনস ডে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা বউকে ভালোবাসে, পারলে আশেপাশের কাউকেও ভালোবাসে, ভালোবাসার জন্য কেন এত আয়োজন, কে জানে!

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

রাতুল_শাহ বলেছেন: ভালোবাসার চাপ যদি বউ নিতে না পারে, আংশিক চাপ তো আশেপাশে যেতেই পারে।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের বউ'রা খুবই বেশী ভার বহন করেন, সেই তুলনায় স্বামীর ভালোবাসা কম পেয়ে থাকেন।

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

তার ছিড়া আমি বলেছেন: কত বড় বেকুব মানুষ,
ভালবাসার আবার টাইম-টেবিল হয় নাকি?

সবই বাড়তি জিং জিং য়ের ধান্দা।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে নিজের সমাজ অনুযায়ী সবকিছু সাজাতে হবে।

৩৭| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

শোভনের শোভন বলেছেন: জিং জিং শব্দটার ভেতর এক ধরণের আকর্ষনীয় ব্যাপার স্যাপার আছে!

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



মানব জীবনচক্র ও মানুষের ভালোবাসার সবচেয়ে আবেগী অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.