নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানরা আগের মত বুদ্ধিমান নন, ট্রাম্পের জেনারেলের ধপাস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩



ট্রাম্পের সিকিউরিটি এডভাইসার জেনারেল ফ্লীন গতকাল পদত্যাগ পত্র দিতে বাধ্য হয়েছে; ট্রাম্প পদত্যাগপত্র নিয়েছেন। এই জেনারেলকে নিয়ে ট্রাম্প অনেক গর্ব করেছেন, এবং সামনের দিনগুলোতে উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ব্যাপারে এই জেনারেলের অনেক বড় ভুমিকা থাকার কথা ছিল; ট্রাম্পের জন্য এটি একটি বড় ধরণের আঘাত।

নির্বাচিত হওয়ার পর, ক্ষমতা বুঝে নেয়ার আগে, ট্রাম্প ঘোড়া ডিংগারে ঘাস খেয়েছে, ইসরায়েলের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে, জাতি সংঘে ইসরায়েলের সেটেলমেন্টের উপর ভোট ১ দিন পিছায়ে নিয়েছিল।

ট্রাম্পের দেখাদেখি এই জেনারেলও ঘোড়া ডিংগায়ে ঘাস খেয়েছে; কিন্তু ঐ ঘাস হজম হয়নি; ইনি টেলিফোনে রাশিয়ান রাস্ট্রদুতের সাথে কথা বলেছেন; কথা বলার এক পর্যায়ে উনারা রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছে, এবং শিথিল করার আশ্বাস দিয়েছে এই জেনারেল। বেশ, বিরাট জেনারেল, বিরাট আইডিয়া, বিরাট পদক্ষেপ; কিন্তু পেছনে টিকটিকি লেগেছিল, এফবিআই; তারা সব কথা শুনে, টেইপ করে, জাস্টিস ডিপার্টমেন্টকে জানায়েছে। ট্রাম্প ক্ষমতা পাবার পর, জাস্টিস ডিপাটমেন্ট নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্টকে জানায়েছে; ফ্লীন কথা বলার কথা স্বীকার করেছে, কিন্তু নিষেধাজ্ঞা নিয়ে আলাপের কথা চেপে গেছে। গতকাল, সেটা স্বীকার করেছে ও পদত্যাগ করেছে।

গত ২০/২৫ বছর আমেরিকা এই ধরণের অনেক জেনারেলের ও সিকিউরিটি এডভাইজারদের ভুলের কারণে বারবার যুদ্ধে জড়ায়ে পড়েছে, বিভিন্ন দেশে বিপুল পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে; মনে হয়, সামনের কোন এক সময়ে, আমেরিকা বিচারের সন্মুখীন হবে। আমেরিকানরা তাদের আগের জেনারেশনের মত বুদ্ধিমান নন, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে সর্বত্র।

আজ সারাদিন ডেমোক্রেটরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বক্তব্য চাচ্ছে, তারা তদন্ত চাচ্ছে, তারা এটাতে ট্রাম্পকে জড়ানোর চেস্টা করছে; ট্রাম্পকে এই যাত্রায় হয়তো ধরতে পারবে না; তবে, ট্রাম্প বেশ হতাশ হয়েছে এই ঘটনায়।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ওরা বুদ্দিমান নন, তয় গেয়ানী :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিন লাদেনকে আলাদা ভাবেই সরালো আমেরিকা; তার আগে সাড়ে ৩ হাজার আমেরিকান ও দেড় লাখ আফগান প্রাণ হারায়েছে, এটা কি যুদ্ধ, নাকি ইডিয়টদের গণহত্যা?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



ট্রাম্পের জেনারেল বলে কথা! তা যেভাবে জনাব আচমকা ধপাস শব্দে পতনের শুভ সূচনা করলেন, তাতে তাকে ধন্যবাদ দিতেই হয়! একেবারে তড়িঘড়ি পড়িমরি অবস্থা!

মি: ট্রাম্পও বোধ করি এমনিভাবেই কাউকে কিছু না বলে চট করে কট হয়ে...!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের পা লেগেছে মাটিতে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেষের শুরু। লক্ষণ স্পষ্ট।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



এই আনবিক যুগে, আমেরিকাই একমাত্র ভরসা; চীনা ফিনা, রাশিয়া মাশিয়া আসলে ভয়ানক মানুষ!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ১টা লাইক দিলাম

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের জন্য, নিজের দেশ ও আমেরিকাকে সঠিকভাবে বুঝার দরকার আছে।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছি, ভালো লাগলো আলোচনা। আপনার মাধ্যমেই জানতে পারছি আমেরিকা সম্পর্কীয় অনকে কিছুই।


শুভকামনা জানবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার রাজনীতি নিয়ম মেনে চলে, এটাকে অনুসরণ করা সহজ

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

গরল বলেছেন: আমেরিকার বুদ্ধি এখন সব অভিবাসীদের মাথায়, উন্নতির পেছনে তাদের অবদান ৮০%, কিন্তু তারা কোণঠাসা। তাদেরকে মূল্যায়ণ না করলে ভবিষ্যৎ খারাপ। কানাডা এখন সেই সুযোগটাই নিতে চাচ্ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


বিশেষ করে, ২য় বুশের সময় থেকে আমেরিকান জেনারেল, প্রেসিডেন্ট ও হোয়াইট হাউস বড় বড় ভুল করেছে; বিশ্বেও একই সময়ে কোন শক্তিশালী সরকার ক্ষমতায় আসেনি, যে সরকার জাতি সংঘে আমেরিকার আচরণ নিয়ে বাকীদের উপর প্রভাব ফেলতে পারতো।

কানাডা ভালো করছে, কিন্তু বিশ্বের সমস্যা নিয়ে সামনে যাবার মতো অবস্হানে নেই।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

খায়রুল আহসান বলেছেন: মনে হয়, সামনের কোন এক সময়ে, আমেরিকা বিচারের সন্মুখীন হবে। আমেরিকানরা তাদের আগের জেনারেশনের মত বুদ্ধিমান নন, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে সর্বত্র -- প্রথম বাক্যটার কথা আপাততঃ অলীক মনে হলেও, পরেরটার ব্যাপারে সন্দেহ নেই।
এখানে আপনার অনেকগুলো প্রতিমন্তব্যের সাথে শুধু একমতই নই, ওগুলো অনেক ভাবনারও খোরাক যুগিয়ে গেল। সেগুলোতে 'লাইক' দিয়ে গেলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আফগানিস্তানে ও ইরাকে নিরীহ মানুষের মৃত্যুর জন্য আমেরিকাকে বিচারের সন্মুখীন হতে হবে, সময় লাগবে।

আমেরিকানরা গত ২০ বছর ক্রমাগতভাবে ভুল পদক্ষেপ নিচ্ছে, এটা ভয়ংকর স্তরে পৌঁচেছে।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্নায়ূ যুদ্ধের পর দীর্ঘ বিরতি দিয়ে আমেরিকানরা নতুন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। সেটা অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক। তাছাড়া তাদের সাজানো বিশ্ব এখন তাদের পাশ কাটিয়ে চলতে শুরু করেছে। এতগুলো ঘটনা আমেরিকানরা সামাল দিতে বেগ পোহাচ্ছে। সে জন্য এ রকম ঘটে থাকতে পারে।

আপনার পোষ্টে সে রকম ইঙ্গিত আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা বর্তমানে প্রয়োজনের বেশী সম্পদ ভোগ করছে, সেটা আমেরিকা ও বিশ্বের জন্য সমস্যা, আগামী জেনারশনগুলোর জন্য সমস্যা।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মুশি-১৯৯৪ বলেছেন:


ভাল লিখেছেন। পত্রিকায় পরিলাম আমেরিকার সাথে সর্ম্পক উন্নয়নের জন্য সৌদি সরকার লবিষ্ট নিয়োগ করিয়াছে। তাই আমাদের মত শুদ্ধ অধীন প্রজার দেশের আমেরিকা ছাড়া কোন গন্ত্যতর নাই। এই সত্যটি অন্তত আমার শ্রবন প্রতিবন্ধি দুই কান পর্যন্ত আসিয়া পৌছাইয়াছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ সরকার নিজের মানুষকে সাথে নিয়ে সরকার চালায় না; ফলে, আমেরিকান কিছু নীতিকে এরা ভয় পায়; সৌদীর অবস্হা আরো খারাপ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্পের হানিমুন পিরিয়ড টা একটু মুসিবতের মধ্য দিয়ে যাচ্ছে। তবে তিনি দমবার পাত্র নন। এর চেয়ে কঠিন ছিল নির্বাচনে জিতে আসা। ট্রাম্পকে বুঝতে সামনের দিনগুলোতে আরো কিছুদিন সময় দিবে আমেরিকানরা...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প হয়তো এত সহসা এ রকম কিছু আশা করেনি।

আজকে আবার নাতেনিয়াহু আসচে হোয়াইট হাউসে।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

পলাশমিঞা বলেছেন: টিকটিক যখন ঠিকঠিক করে তখন কিন্তু বারোটা বাজে!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প বড় ধরণের বাধার সন্মুখীন হয়েছে; ডেমোক্রেটরা তাকে ধরার জন্য চেস্টা করছে।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

পলাশমিঞা বলেছেন: যা চেয়েছিল তা পেয়েছে। এখন তালে তালে নাচবে। যা খরচ হয়েছিল কয়েকগুন লাভ হয়েছে।

ধরাতো শুরুতেই খেয়েছিল এখন ফলাফল পাবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ক্যাপিটেলিজমে বিশ্বাস করে, এদের আইন অমান্য না করে, একজন মানুষ অসীম সম্পদের মালিক হয়ে, সেই সম্পদকে দখল করে রাখতে পারে; এবং এদের সম্পদও অনেক।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

পলাশমিঞা বলেছেন: জি।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

ডঃ এম এ আলী বলেছেন: খবরটা গতকাল নিউজ পেপারে দেখার পরে মনে হয়েছিল অআপনার পোস্টে গিয়ে বিষয়টা নিয়ে অআরো একটু বিস্তারিত জানব, যা হোক সে আশা পুর্ণ হল ।
কাজের কাজ হলো ট্রাম্প ও তার পিছনের লোকদের সচেতনতা বাড়ল । এফবিআই এবং কেজিবির তৎপরতায় নতুন মাত্রা যোগ হবে । খবর লিক হওয়া কঠীন হবে , সহজে জানা যাবেনা আর কিছু !!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ইনটেলিজেন্স মনে হয়, ট্রাম্পের পেছনে লাগছে।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

মামুন হোসেইন বলেছেন: ট্রাম্পকে এত সহজে ছেড়ে দেবেনা পেন্টাগন, সিআইএ বা তাদের সরকারি কর্মকর্তারা। সিনেট আর কংগ্রেসও ঠিকই হিসাব নেবে। তবে সত্যি হল সিরিয়া, ইরাক আর ইউক্রেইনের লোকের দুর্গতি আরো বাড়বে। রাশিয়ার তালিবানের সাথে সখ্যতা এবং পাকিস্তানের দিকে আস্তে আস্তে ঝুকে পড়াটা আফগানিস্তানে নতুন রক্ত ঝড়ার ইংগিত। যেই খেলাটা ৯/১১ এ শুরু হয়েছিল সেটা যদি এখন নেভানো না যায় এসব দেশের মানুষের দুর্গতি কমবেনা বরঞ্চ বাড়বে। সিরিয়ায় অলরেডী রাশিয়ান নৃশংস বোমায় মানুষ মরেছে এবং আরো মরবে। এই খেলা কবে শেষ হয় সেটাই দেখার।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

তার ছিড়া আমি বলেছেন: শুভ লক্ষণ, অপেক্ষায় আছি ট্রাম্পের ধপাস শব্দের।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


আসলে, এগুলো তার ভোটের এজেন্ডা, এগুলো জন্য সে ভোট পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.