নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজ প্যালেস্টাইনের কপাল আরো ভাংতে পারে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪



প্যালেস্টাইনের কপাল আরো ভাংগার মতো কিছু আছে নাকি? আসলে আছে, সেটা হলো, প্যালেস্টাইনে শুধু ১-দেশ থাকবে, ইসরায়েল; ক্ষমতাসীন লিকুদ ও সরকারের কোয়ালিশনে থাকা কয়েকটি ছোট ধর্মীয় দল নাতেনিয়াহুকে নাকি চাপ দিচ্ছে ২-দেশ সমাধান থেকে বের হয়ে যেতে। নাতেনিয়াহু মনে হয়, নিজেও ক্রমে সেইদিকে ঝুকে যাচ্ছে!

নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছে যে, সে প্যালেস্টাইনে স্হায়ী সমাধানে যাবে; স্হায়ী সমাধান হলো ২ -দেশ সমাধান, যা ১৯৯৩ সালে নরওয়ের ওসলোতে দুইপক্ষের সন্মতিতে সমাধান হিসেবে নেয়া হয়েছে।

১৯৪৮ সালে আরবেরা এক দেশ চেয়েছিলো, ইহুদীরা ২ দেশ চেয়েছিলো প্যালেস্টাইনে; আজ ৬৮ বছর পর, ইহুদীদের একাংশ সেখানে ১ দেশ চাচ্ছে; তারা যদি আমেরিকান সমর্থন পেয়ে যায়, তা'হলে প্যালেস্টাইনের কপাল ভাংবে; কারণ, বিশ্ব আজ ভয়ংকরভাবে আরব বিরোধী; যেই ইউরোপ আজীবন প্যালেস্টাইনের পক্ষে ছিল, তারাও আরব-বিরোধী।

আজকে নাতেনিয়াহু ট্রাম্পের সাথে দেখা করতে আসছে হোয়াইট হাউজে; আজকে আবার হোয়াইট হাউজের জন্য ভালো দিন নয়, ট্রাম্পের এক জেনারেলের পতন ঘটেছে সোমবার রাতে, সেটার লেজের আগুন এখনো জ্বলছে হোয়াইট হাউজে; ফলে, ট্রাম্প কোন মুডে থাকে কে জানে!

অবশ্য ট্রাম্প আমেরিকানদের মতের বাহিরে যেতে পারবে না এত তাড়াতাড়ি; এখনো আমেরিকার বড় অংশ প্যালেস্টাইনে ২-দেশ সমাধান চাইবে; সমস্যা হচ্ছে, ট্রাম্প তার নিজের মেয়ের জামাইকে প্যালেস্টাইন সমস্যা নিয়ে কাজ করার জন্য নিয়োগ দিয়েছে; উহা কোনদিন কোন সমস্যা নিয়ে কাজ করেছে বলে মনে হয় না। যদি ট্রাম্প মনে করে যে, এটা নিয়ে মাথা ঘামাবার সময় নয় এখন, প্যালেস্টাইন সমস্যা ৪ বছরের জন্য হিমাগারে প্রবেশ করবে।

ট্রাম্প যদি ভালো মুডে থাকে, তা'হলে শীঘ্রই একটা সমাধান হয়তো হয়ে যাবে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

পলাশমিঞা বলেছেন: মুসলমানরা এখন দর্শক হয়েছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



খেলতে হলে যোগ্যতা লাগে, খেলা দেখতে পারে সবাই; কমপক্ষে টিমকে জয়ী করতে ঐক্যের দরকার হয়

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: #:-S নিরীহ ফিলিস্তিনীর রক্ত ঝড়তে দেখলে খুব খারাপ লাগে। তারা নিজেরা কোন দিন স্বাধীন তার স্বাদ পায়নি। মুসলমানদের আগে বার্জেন্টাইন আর ফার্সিরা তাদের কে পর্যায়ক্রমে শোষন করেছে। তারও আগে তাদের অত্যাচারিত শাসক দ্বারা তারা নির্যাতিত হত। সেই সময় নবী এসে এর সমাধান দিয়ে যেত কিন্তু বর্তমানে নবী আসার পথ বন্ধ। এ জন্য তাদের সমস্যা সমাধানের পথটা বন্ধ হয়ে গেছে। মুসলমান আমলে খলিফা ওমরের কাছে তারা শর্ত সাপেক্ষে শাসনভার তুলে দিয়েছিল। সেই সময়টা হয়ত প্রজা হিসেবে ভাল ছিল। তারপর শুধুই ইতিহাস, ক্ষমতার পালা বদলের ইতিহাস। ক্রুসেডের ইতিহাস......সেই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে এই পর্যন্ত এসেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


নতুন এক খলীফা ওমরের জন্য অপেক্ষা করাই ঠিক হবে, হয়তো; অথবা, ইহুদীদের নতুন নবী আসা অবধি।

৬৮ বছরে ইডিয়টও মানুষ হয়ে যাওয়ার কথা; ১৯৯৩ সালের পর, ইসরায়েলের সাথে প্রথম সুযোগেই দেশ গঠনের শর্ত মেনে নেয়ার দরকার ছিলো।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

পলাশমিঞা বলেছেন: জি সত্য বলেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



এখন শিক্ষা দীক্ষাহীন জাতিকে রেডক্রসের রিলিফ খেয়ে বাঁচতে হবে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

পলাশমিঞা বলেছেন: কষ্ট হয়, বারণ অমান্য কারলে যা হয় তা আমাদের হচ্ছে।

রিলিফের ভালো কিছু ইসরাইল চলে যাবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল আমেরিকায় বিনিয়োগ করছে, ওরা মুসা নবীর সময় থেকেই শিক্ষিত।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরবদের মাথা মোটা বুদ্ধি, তাদের হেরেম প্রিয়তা, ক্ষমতার দ্বন্দ, ধর্মীয় লেবাসে সব কিছু নিজের জন্য জায়েজ করা, মাত্রাতিরিক্ত মদের আসক্তি প্রভূতি নিবুর্দ্ধিতার কারণে ফিলিস্তিনিরা আজ রিফিউজি হয়ে জীবন যাপন করছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


প্যালেস্টাইনীরা অনেক সুযোগ হারায়েছে, এখন কি হবে, অনুমান করা কঠিন।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

এখওয়ানআখী বলেছেন: ha ha ha--- Muslim jati sudhu Jamie. ha ha ha--- Muslim jati sudhu Jamie.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা বুঝতে পারিনি; মুসলমান সরকারগুলো মানুষকে পেছনে নিয়ে যাচ্ছে; হামাস ও পিএলও প্যালেস্টাইন করতে পারবে না, নতুন নেতৃত্বের দরকার।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

মামুন হোসেইন বলেছেন: এই সমস্যার আশা দেখিনা। তেলের ব্যাবসা বন্ধ হলে পশ্চীমারা যখন এই অঞ্চল ত্যাগ করবে তখন বন্ধুহীন ইজরায়েলের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে পারবে হয়ত তার আগে না। তাছাড়া ইরান, সোউদি প্রক্সি ওয়ারও হিসেবে রাখতে হবে। হিজবুল্লাহ আর প্যালেস্টাইনি গেরিলারা সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর যেই অত্যাচার চালিয়েছে তারও রেশ এত সহজে যাবেনা। সৌদি আর তুরস্কের রোষানলে আছে প্যালেস্টাইনের একটা বড় অংশ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


সৌদী, জর্ডান কেহ প্যালেস্টাইন চাচ্ছে না।

এখন মানুষ যদি চায়, হয়তো হবে; মানুষ প্রতিশোধ পরায়ণতা ছেড়ে ইসরায়েলকে বললে, দেশ হয়ে যেতো।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

আহা রুবন বলেছেন: তেল আরব বিশ্বের জন্য অভিশাপ! এই তেলের জন্য আরবরা মানুষ হয়নি, শিক্ষা নেয়নি। এদের মাথায় কিছু না থাকলেও অহংকার করার মত বিষয় ঠিকই আছে। পৃথিবীর প্রধান তিনটি ধর্মের প্রবর্তক এই সেমিটিকরা। সেই ডাঁটে তাদের মাটিতে পা পড়ে না। আরব যেদিন শিক্ষিত হবে সেদিন প্যালেস্টাইনিরা হয়ত আশার আলো দেখতে পারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


কিছুক্ষণ আগে, নাতেনিয়াহু ও ট্রাম্প মোটামুটি ১-দেশ সমাধানে 'মোটামুটি' এক হয়েছে; পুরো প্যালেস্টাইন ইসরেয়েলের অধীনে নেয়ার কথা ভাবছে ইসরায়েল।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজেদের জ্ঞাতি ভাই সৌদি, আমিরাত, কাতার রাই কিছু করলো না এখন আর ট্রাম্প-এর কাছে কী চাইবে তারা? ইসরাইলীদের শুভ বুদ্ধির উদয় হোক...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল যেটা করতে চাচ্ছে, সেটা হয়তো প্যালেস্টাইনীদের জন্য ভালো হতে পারে।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

শোভন কুমার বর্ধন বলেছেন: হু,যি ঠিক বোলেছেন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


এি পোস্ট দেয়ার কয়েক ঘন্টা পরে, ঠিকই প্যালেস্টাইনের কপাল ভেংগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.