নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের মুক্তিযুদ্ধ পাকিস্তানের জন্য মুক্তিযুদ্ধ ছিলো না, বুঝতে আইনস্টাইন হতে হবে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৯



১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে মাত্র ৫০০০ থেকে ৫৫০০, আহত হয়েছে ১১০০০ হাজারের কাছাকাছি; এই সৈন্যগুলো পাকিস্তানের মানুষের কাছে, পরিবারের কাছে, সরকারের কাছে বীর; যদিও এরা বেতন-ভোগী সৈন্য ছিলো ও মানসিকতার দিক থেকে হায়েনা ও শয়তান থেকেও নীচু স্তরের প্রাণী ছিলো; পাকিস্তানী সৈন্যরা কোন ধরণের সৈনিক ছিলো না, ওরা জেনেভা কনভেনশন বুঝতো না, ওরা হালাকু খানের সৈন্যদের মতো জল্লাদ ছিলো।

পাকিস্তান আমাদের মুক্তিযোদ্ধাদের বাংলায় নাম দিয়েছিল "দু:স্কৃতিকারী"; ওরা নিশ্চয় আমাদের বীর সন্তানদের "সুর্য-সন্তান" নাম দেয়ার কথা নয়। পাকিস্তানী সৈনিকেরা যখন প্রাণ হারায়েছে, ওদের মা-বাবা, স্ত্রী-সন্তানদের কাছে আমাদের মুক্তি-বাহিনী ও জনতা সম্পর্কে কি ধারণা হয়েছে? ওরা আমাদের বীর সন্তান ও জনতাকে কি নামে সম্বোধন করেছে? মাথায় লজিক থাকলে অনুমান করা সম্ভব; ওরা আমাদের বিপরিত অবস্হানে ছিল।

পাকিস্তানীদের লেখা কি এক বই নাকি আমাদের সরকারের কাছে এসেছে, নাকি পাকিস্তানী দুতাবাসে এসেছে; সেই বইয়ে কি লেখা আছে, তা কুটনীতিবিদদের পড়ে দেখার দরকার আছে, কিন্তু সেটা নিয়ে পার্লামেন্টে আলাপের দরকার আছে?

বইটা পড়ার পর, পুড়িয়ে ছাইগুলো দুতাবাসে পাঠিয়ে দিলে কাজ শেষ; এবং এই সম্পর্কে মানুষকে জানালে হতো যে, বইটি পাকিস্তানের দৃস্টিকোণ থেকে লেখা হয়েছে, আমরা পোড়ায়ে সন্মান দেখায়েছি।

আমাদের প্রাইম মিনিস্টার উহাকে পার্লামেন্ট অবধি আনলেন কেন? উনি সুযোগ পেয়েছেন কিছু অপ্রয়োজনীয় বিষয়ে দেশ-প্রেম দেখানোর; অপ্রয়োজনীয় বিষয় এনে পার্লামেন্টকে পল্টন ও লালদীঘি বানানোর আসলে আমাদের পার্লামেন্টটা জীবনে সন্মান পেলো না।

এ ধরণের বই দিলে উহাকে সাথে সাথে নালা নর্দমা বা গার্বেজে ফেলে দিলে, ওরা ভবিষ্যতে আর দিতো না; পাকিস্তানী বানরেরা বাঁদরামী করার বন্ধু পেয়েছে ঢাকায়।

মন্তব্য ৬৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৮

পলাশমিঞা বলেছেন: সত্য বললে বলতে হবে, আমি আসলে রাজনিতী বুঝি না।
আপনার লেখা পড়লে অনেক অজানা জানা হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যা ঘটছে এগুলো রাজনীতি নয়, আপরাজনীতি; এগুলো না বুঝলে, আপনি কোন কিছু মিস করছেন না।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৩

পলাশমিঞা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই জন্য আমি আপনাকে সম্মান করি। আপনি সত্যাসত্য বুঝেন।

আমি শব্দের সাগরে ভেসেছি। দোয়া করবেন এবং মাঝেমাঝে উপদেশ দিবেন, উপকৃত হব।
(তবে যা করার আমি কিন্তু করে ফেলেছি)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি বিশাল জগতের মানুষ, সাহিত্যের; আমি আপনার লেখা পড়ে, ফিডব্যাক করার চেস্টা করবো সময়ে সময়ে!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা বুঝতে গবেষণা লাগবে না বুঝলাম। তাই বলে তারা অস্বীকার করবে মুক্তিযুদ্ধকে, গণহত্যাকে? আবার অনুরোধও করবে সেই ইতিহাস সত্য বলে সংরক্ষিত রাখতে!!!! এটা কেমন স্পর্ধা??


সেই নিকৃষ্ট জাতির প্রতি আবার কিসের মানবিকতা দেখাচ্ছে বাংলাদেশ?? যাদের নিজেদের ভিতরই কোনো প্রকার মানবিকতার নাই !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


বানর বানরের সাথে বাঁদরামী করে; বাংলাদেশ ওদের থেকে বেশীদুর এগুতে পারেনি, তাই স্পর্ধা পাকীরা দেখাচ্ছে; বাংলাদেশের সরকারগুলোর কারণে এই আমাদের জাতি পাকীদের মাথার উপরে উঠতে পারেনি, পাশাপাশি আছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: পাকিস্তানীদের সেই লিখাটির পিছনে অনেক দেশী বিদেশী কুশিলব আছে, অপেক্ষা করে দেখে যাব কোন দিকের পানি কোন দিকে গড়ায় । ঝানু মাঝি বাতাশের কুলে প্রতিকুলে দুইদিকেই পাল তোলা নৌকা চালিয়ে গন্তব্যে পৌঁছতে পারে !!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের সরকারে ৩০ লাখ দুস্ট লোক আছে, আমাদের আছে ২৬ লাখ, কুশীলবের অভাবে নেই; বইটা কুশীলবদের লক্ষ্য করেই পাঠায়েছে, আমাদের কৃষকেরা পড়তে পারে না ৪৬ বছরেও

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তবুও, তাদের এমন স্পর্ধা দেখানো উচিৎ হয়নি।


ডঃ এম এ আলী ভাইয়ের মতো ঝানু মাঝির কারিশমা দেখার অপেক্ষা করে যাই। দেখি কি হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ওদের কি করা উচিত, কি করা অনুচিত, ওরা নিশ্চয় জানে; আমাদের থেকে শিখার কোন সম্ভাবনা আছে?

আমাদের জাতি নিজকে কন্ট্রোল করতে পারে মাত্র, অন্যকে নয়; অন্যকে কন্ট্রোল করতে কমপক্ষে আমেরিকা বা জাপানের মতো হতে হয়!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১

নিরাপদ দেশ চাই বলেছেন: ১৯৭১ এর পাকিস্তানের কীর্তিকান্ড এই বিশ্বের অজানা নয়।আর এখনও বহির্বিশ্বে পাকিস্তানের জঙ্গী পরিচিতি ছাড়া বিশেষ ভাল কোন পরিচিতি নাই। এমন নিকৃষ্ট মানের একটি জাতি থেকে আলাদা হবার প্রয়াসেই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আপনারা। কিন্তু দুঃখের বিষয় যে এত বছরে বাংলাদেশের কি বহির্বিশ্বে ভাল কোন ইমেজ তৈরী হয়েছে? আমরা যারা প্রবাসে থাকি তারা জানি যে বাংলাদেশের কি ইমেজ আছে বহির্বিশ্বে।

নিকৃষ্ট এক দেশের একই লেভেলে নেমে ঝগড়াঝাটিতে এটাই প্রমানিত হয় যে আমদের লেভেলও একই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



যারা স্বাধীনতার স্বপ্নকে বুঝে না, তাদের জন্য পাকিস্তানের লেভেলে থাকাই একাট বড় জীবন, তাই পাকী বই নিয়ে আজ জাতিকে কথা শুনতে হচ্ছে; পাকিস্তানও বুঝে যে, বাংলাদেশ মালয়েশিয়া বা ব্রাজিল হতে পারেনি; কিন্তু আমাদের সেই সম্ভাবনা ছিল।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ভালো লিখেছেন :) পুড়িয়ে ছাই পাঠিয়ে দিলেই উত্তম সমাধান হয় .।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:



৪৬ বছর পর, এগুলো নিয়ে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে কথা বলেন, দেশ-প্রেমের প্রমাণ দেন!

বই মেলার খবর কি?

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

নেয়ামুল নাহিদ বলেছেন: চাঁদগাজী ভাই।
আসেন একদিন মেলায়, চলছে মোটামুটি :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


কাজ উপলক্ষে একটু দুরে আছি, না হয় দেখা হতো!

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: পাকিস্তানী বানরেরা বাঁদরামী করার বন্ধু পেয়েছে ঢাকায়

হি হি !!!!! কিছু কমু না!!!:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বানর বাঘের সাথে বাঁদরামী করে না।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: কিন্তু আমারাতো বাঘই!!!!:)


অন্তত বিসিবি-র লোগোতো সেটিই বলছে????????????????????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আসলে আমরা বাঘের থেকেও হিংস্র, সুন্দর বনের বাঘেরা আমাদের ভয়ে ভারতীয় সুন্দর বনে পালিয়ে গেছে।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

আহা রুবন বলেছেন: বইটা পড়ার পর, পুড়িয়ে ছাইগুলো দুতাবাসে পাঠিয়ে দিলে কাজ শেষ; এবং এই সম্পর্কে মানুষকে জানালে হতো যে, বইটি পাকিস্তানের দৃস্টিকোণ থেকে লেখা হয়েছে, আমরা পোড়ায়ে সন্মান দেখায়েছি।
ভাল লেগেছে কথাগুলো। পাকাশয়তানরা শয়তানি করবেই, ওরা সব কিছু ওদের দৃষ্টিতেই দেখবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


ওরা যখন দেখছে যে, আমরা ওদের কাছাকাছিই রয়ে গেছি, ওরা আমাদেরকে নিয়ে হাসি তামাসা করছে; ৪৬ বছরে যদি আমরা কমপক্ষে মালয়েশিয়ার কাছাকাছি থাকতাম, ওরা ভয়ে চুপ হয়ে থাকতো।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) পাখিরা আমাদের কখন মানুষ মনে করিনি, তারা আমাদের দাস ভাবত, সেই দাসদের হাতে পরাজিত হওয়ার ক্ষত এখনো তাদের পোড়ায়। তাদের একটা বই নিয়ে বসে থাকলে আমাদের জীবন তাদের মত থমকে যাবে। তাদের মত পিছনে পরে যাব। মুক্তিযুদ্ধের পক্ষে হাজার হাজার দলিল, বই আমাদের আছে, পাকিদের এই সমস্ত অপকর্মে আমাদের কিছুই হবে না, হয়ত জামায়াত তাদের কর্মীদের অধিক বিভ্রান্ত করতে নতুন মশল্লা পাবে। তা করুক গে, কারণ জামায়াত গন্য হওয়ার মত কেউ না। তারা মানুষের সবচেয়ে নিচু স্তরে আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধের দলিল দরকার হবে সেদিন, যেদিন মুক্তিযোদ্ধারা থাকবেন না, আজও ৫০ হাজার জীবিত আছেন।

আমাদের হাতে ১টা দলিল নেই, যেটা দেখাতো যে, ৪৬ বছর পর, ১০০% বাংগালী লিখতে পড়তে পারেন, তা'হলে পাকীরা বই পাঠাতো না।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

বুরহান ০০৭ বলেছেন: পাকিদের বই নিয়ে কথা বলার মানেই হচ্ছে তাদের প্রতি সৌজন্যতা দেখানো যার কোন প্রয়োজনই ছিল না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের বই নিয়ে আলোচান, বেকুবের দেশ-প্রেমের নমুনা।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন তাদের দেশ থেকেই ক্ষমা চাওয়ার বিষয়টি ক্রমেই অনিবার্য হয়ে উঠছে তখন এরকম একটা ফরমায়েশ বই লেখানোটা বিশ্ব রাজনীতির অংশ বলে মনে হচ্ছে। তবে বাংলাদেশীদের এত আপসেট হওয়ার কিছু নেই। আর প্রধানমন্ত্রীরও...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের ভুল বুঝতে পারলে ক্ষমা চায়; পাকিস্তান কখনো সেই স্তরে পৌঁছায়নি। সেখানকার সাধারণ মানুষেরও সমস্যা আছে।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

খোলা মনের কথা বলেছেন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে মাত্র ৫০০০ থেকে ৫৫০০, আহত হয়েছে ১১০০০ হাজারের কাছাকাছি এই গুলোর ভিতর বীরশ্রেষ্ঠ, বীরবিক্রম আছে নাকি???

ইডিয়টগুলো হিংস্রর জানোয়ারদের মত আচরন করে ও গেছে আবার মরে বীর না হয় বেঁচে গাঁজী হয়ে গেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ওদের দেশ, ওদের ভাবনা

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

আমিই মিসির আলী বলেছেন: তারা তাদের মনগড়া কাজ কারবার করতেই পারে।
আর আমরা তো তাদের বর্জনই করছি।
তাদের কাজ কর্ম নিয়া মাথা ঘামানোটা সময় নষ্ট বৈ আর কিছুই না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারগুলো পাকিস্তানকে ত্যাগ করেনি, তারা মোটামুটি একই পদ্ধতি অনুসরণ করে আসছে

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২

উৎপল চক্রবর্ত্তী বলেছেন: নিক্সনঃ ইন্ডিয়া বলছে সেখানে ধর্ষণ মার্ডার চলছেই , তাদের চরিত্রও ফুলের মত পবিত্র নয়।
কিসিঞ্জারঃ এবসুলেটলি !
নিক্সনঃ আচ্ছা হেনরি , ইন্ডিয়া কী এর মধ্যে অনেক লোক মেরে ফেলেছে ?
কিসিঞ্জারঃ ওস্তাদ স্যরি , ইন্ডিয়া এই পর্যন্ত কতজন মেরেছে লেটেস্ট খবরটা আমার জানা নাই , জেনে বলতে হবে । তবে পাকিগুলার মতো তারা এত স্টুপিড হবে না , আমার বিশ্বাস। পাকি ইডিয়ট গুলান আসলে কী জানেন তো , ওই যে কথায় আছে না ‘আওয়াজে পাকিস্তান’ জাস্ট সেটাই ! ইন্ডিয়া এখন পর্যন্ত তেমন কুনু নিউজ প্রেস করে নাই , আওয়াজ একটু কম।

সূত্রঃ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


উপ-মহাদেশে আমরাই বড় স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নের দিকে আমাদের যেতে দেয়নি আমাদের সরকারগুলো

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

মুশি-১৯৯৪ বলেছেন:


ধন্যবাদ স্যার, ভাল লিখেছেন। তবে ইতিহাস ঘাটিলে পাওয়া যাইবে ১৯৭১ সনে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবি পাকিস্তান দৃষ্টির চক্ষু ধার লইয়া মুক্তিযুদ্ধকে “সেপারেটিস্ট ওয়ার” বলেছিলেন। আমি একজন অপদার্থ ও মূর্খ ,তাই “সেপারেটিস্ট ওয়ার” এর বাংলা কি হইবে জানি না ......।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শিক্ষিতরা অস্ত্র হাতে নেয়নি।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছর খুবই অদক্ষভাবে ব্যয় করা হয়েছে।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



চমৎকার । খবরটি যখন টিভিতে দেখলুম তখন আপনার মতোই আমার মনে একই কথার আনাগোনা হচ্ছিলো ----- এই সামান্য বিষয়টি নিয়ে এতো মাতামাতির কি আছে যে সংসদে তা আলোচিত হতে হবে ? ব্যাপারটাকে স্রেফ নালা নর্দমা বা গার্বেজে ফেলে দিলেই চলতো ।
দূর্গন্ধ ঘাটতে নেই ।

১৭ নম্বর মন্তব্যের এই প্রতিমন্তব্য ---- "উপ-মহাদেশে আমরাই বড় স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নের দিকে আমাদের যেতে দেয়নি আমাদের সরকারগুলো.।" ভালো লেগেছে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারগুলো আমাদেরকে টেনে পেছনে নিয়ে পাকিস্তানের কাছাকাছি রেখেছে।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

কাছের-মানুষ বলেছেন: আমাদের প্রাইম মিনিস্টার উহাকে পার্লামেন্ট অবধি আনলেন কেন? উনি সুযোগ পেয়েছেন কিছু অপ্রয়োজনীয় বিষয়ে দেশ-প্রেম দেখানোর; অপ্রয়োজনীয় বিষয় এনে পার্লামেন্টকে পল্টন ও লালদীঘি বানানোর আসলে আমাদের পার্লামেন্টটা জীবনে সন্মান পেলো না।

আমাদের সমস্যাই হয়েছে যেখানেই পাই নিজের দেশপ্রেম দেখানর জন্য উদ্গিব হয়ে উঠি । দেশ প্রেম দেখানোর কিছু নাই এটা নিজের কর্মের মাধ্যমে আপনা আপনিই প্রকাশ পায় এটা কে বুঝাবে !

যে যেখানেই থাকি দেশি একটা প্রোডাক্ট কিনেও নিজের দেশ প্রেম প্রকাশ করা যায় , দেশ প্রেম বলতে আমি এটাই বুঝি !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


সেলসম্যান বেশী হয়ে গেছে।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

নাগরিক কবি বলেছেন: আমরা যেমন মুক্তিযোদ্ধাদের সম্মান করি। ঠিক তেমনই পাকিস্তানিরা ওদের সামরিক বাহিনীর প্রতিটি সদস্য কে অনেক বেশি ভালবাসে।২০১৫ এর নভেম্বর এ আমি পাকিস্তানের করাচী বন্দরে। একজন পাকিস্তানির সাথে কথা বলছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করছে " তোরা কি নিজেরে স্বাধীন জাতি মনে করছ?" উত্তরে আমি অবশ্যই। কিন্তু সে বলছে, " তোরা আগে ছিলি পূর্ব পাকিস্তান, আর এখন হইছোস পূর্ব ভারত"। তার সাথে আমার মোটামুটি তর্ক বেধে যায়। কথার এক পর্যায়ে সে বলে উঠে তোদের জন্য আমাদের যেই সোনার ছেলে গুলো জান দিয়েছে এই ক্ষতি আমরা কিছুতেই পূরণ করতে পারব না। সেই বৃদ্ধের চোখে জল চলে আসে। আমি উপলব্ধি করি কতটা মমতা নিয়ে এরা এদের ছেলেদের সামরিক বাহিনীতে পাঠায়। আর তাদের মৃত্যু কতটা কষ্টদায়ক। আমাকেও সেই কষ্ট কিছুটা ছুয়ে যায়, যা আমার উচিত ছিল না। কারন ওরা যে পরিমাণ অত্যাচার আমার মা বোনের উপর করে গেছে তা আমি কখনই ভুলব না। কিন্তু আমি জানি ওরাও কারো না কারো সন্তান। যারা ওদের জন্য চোখের জল ফেলবে, এটাই স্বাভাবিক। তবুও ইতিহাসকে বিক্রিত করার জন্য তীব্র পতিবাদ আমার নিজের পক্ষ থেকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী সেনারা সৈনিক নামের অমর্যদা করেছে; পাকিস্তানের সাধারণ লোকেরা বুঝবে না।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

নাগরিক কবি বলেছেন: এটাই ওদের সমস্যা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেয় অনেক সময়

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমাদের মনের কথা তুলে ধরেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। আর পোষ্টের সাথে শতভাগ সহমত। আর বরাবরের মতো আপনার লেখা উপভোগ করলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের দরকারী পোস্টের লোকেরা বেদরকারী কাজে দক্ষ।

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: যার যার দৃষ্টিকোন নিয়ে একটু ভাবলেই..। আসলে পুরোটা '৭১ নিয়েই খেলা চলছে।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের কারণে, মুক্তিযোদ্ধারা বিরাটভাবে অপমানিত হবে।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৭

কোলড বলেছেন: Why will Pakistani see the history through Bangladeshi eye? Go to Germany and see the pride Wehrmacht soldiers still express through various programs even though many of them were possibly involved in war crimes.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



বাংগালী রাজনীতির লোকেরা মনে করে যে, তারাই গ্রহের একমাত্র প্রাণী

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাকিস্তান একাত্তরে যে জঘন্য পাপ করেছে তার মূল্য তাদের প্রতি পদে পদে দিতে হচ্ছে ! বর্তমানে পাকিস্তান একটি চরম অকার্যকর রাষ্ট্রে পর্ষন্ত হয়েছে, যার মূল কারণই হচ্ছে বাঙালিদের অভিশাপ ! যদিও ওই দেশের বেকুব জনগণ এটা এখনো বুঝে না ! যাহোক পাকিস্তানের কোথাকার এক নিম্নমানের লেখক কি বললো না বললো তা নিয়ে লম্ফো ঝমফ না করে এদের আঁতে ঘা দেয়ার মতো কিছু করা দরকার ! যদি সত্যিই বাংলাদেশ সরকার সঠিক কিছু করতে চায় তবে সর্বপ্রথমেই বেলুচিস্তানের স্বাধীনতাকামিদের সর্বপ্রকার সহায়তা এবং সমর্থন করা উচিত বাংলাদেশের ! পাকিস্তানকে টুকরা টুকরা করার এখনই মোক্ষম সুযোগ - এবং বাংলাদেশই পারে এর ক্যাটালিস্ট হতে !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



বেলুচদের সাহায্য করা দুরে থাকুক, ঢাকার কয়েক লক্ষ পথ শিশুকে সাহায্য করার মতো মগজও সরকারের লোকদের নেই।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: আপনার আর আমার মাঝে হুজুর আছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


হুজুরেরা আলাদা গ্রহে থাকেন।

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

মুশি-১৯৯৪ বলেছেন:


আমার এক বন্ধু পাকিস্তানির লেখা বইটি শিল্পের মাপকাঠিতে দেখতে বললেন। আমি শিল্প তেমন বুঝি না, কিন্তু মনে হচ্ছে সত্যের প্রতি শিল্পের তেমন কোন দায় নেই্।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


ঝাটা মারেন।

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

টুনটুনি০৪ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদসহ শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার পোষ্টের সাথে আমি সস্পুর্ণ একমত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



ভালো, কিছু বাংগালী অন্তত একই বিষয়ের উপর একমত হতে পারছি!

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: তাহলে আপনার আর আমার মাঝে আসলো কি করে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



এই ছবি কোথায় পেলেন?

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: মাঝে মাঝে কে রাজনীতিবিদ আর কে জনগণ এইটা গোলাইয়া ফেলি :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


একমাত্র দুর্ভাগা রাজনীতিবিদদের দেশ, যেখানে উনাদের মৃত্যুর পরদিন উনাদের নাম মুছে যাবে।

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

জেন রসি বলেছেন: বইটা পড়ার পর, পুড়িয়ে ছাইগুলো দুতাবাসে পাঠিয়ে দিলে কাজ শেষ; এবং এই সম্পর্কে মানুষকে জানালে হতো যে, বইটি পাকিস্তানের দৃস্টিকোণ থেকে লেখা হয়েছে, আমরা পোড়ায়ে সন্মান দেখায়েছি।

উত্তম প্রস্তাব। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


পার্লামেন্টে এই বইয়ের উপর কথা বলে, শেখ হাসিনা এক বেকুবের বইকে মানুষের সামনে তুলে নিয়েছে এসেছে; আমার ধারণা, এটা বড় বেকুবী।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

তার ছিড়া আমি বলেছেন: সহমত পোষন করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


একই ভাবনার লোকজন বাড়ছে।

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

টারজান০০০০৭ বলেছেন: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার চর্চা পুরো উপমহাদেশেই খুব কম আছে।এ আর নতুন কি ? আমাদের প্রথিতযশা ইতিহাসবিদদের মধ্যে ভারত-পাকিস্তানের বিভাজনের দোষ মুসলিমরা নেহেরু-প্যাটেল , হিন্দুরা জিন্নাহ কে দেয়! দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার সকল দায় হিটলার ও অক্ষশক্তির ।মিত্রবাহিনী যেন কোনো গণহত্যা , ধর্ষণ করেই নাই ! পূর্ব জার্মানির ২ লক্ষ নারীদের স্তালিনের এলিয়েন লাল বাহিনী আইসা ধর্ষণ কইরা আনন্দ দিয়া গেছিলো। আমাদের নিরপেক্ষ ইতিহাস কে শোনাবে? মুক্তিযুদ্ধের উপর বই কিনতে গেলে রেফারেন্স হওয়ার মতো বই কমই পাওয়া যায়। পাকি নেতৃবৃন্দ যে মাথামোটা ছিল তাতো উপমহাদেশের বিভাজনের সময়ই বোঝা গেছে।সমস্যা হলো ইতিহাস কি এখানেই থেমে থাকবে ? নাকি দেশের নেতৃবৃন্দ প্রফেশনাল হবেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.