নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের গ্রন্হকারেরা, আপনাদের বইয়ের খবরাখবর দেন, শুনি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২



আমরা তো অভিনন্দন, অভিনন্দন, শুভ কামনা, শুভ কামনা বলে যাচ্ছি, আপনাদের বই'এর অবস্হা কি, একটু জানান টানান; খবর যদি ভালো হয়, আমরা আছি; আর খবর যদি খুব বেশী ভালো না হয়, তবুও আমরা আছি!

শোনা কথা, বই মেলায় লোকজন এসে নাকি খেয়েদেয়ে, সেলফি তুলছে; বাড়ী যাবার আগে নাকি টুকিটাকি বাজার করে ফিরছে; বই মনে হয় পরে কিনবে? পেটের শান্তি, মহা শান্তি,; বার্থরুম ইত্যাদি নিশ্চয় আছে মেলায়; ওমর খৈয়াম বই পড়ার সময় এক টুকরা রুটির কথা ভুলে যাননি; উনি অবশ্য গলা ভেজানোর কথাও বলেছেন; আমাদের বই মেলায় গলা টলা ভেজানোর ব্যবস্হা আছে নাকি, কোকা কোলার ক্যানের ভেতর আগুন-পানি?

এবার দুরে আছি, মেলায় যাওয়া হচ্ছে না; না হলে, খবর নিজেও নিতে পারতাম। ব্লগার রেজা ঘটক ও নেয়ামুল নাহিদ কিছুটা ধারণা দিয়েছেন অবশ্য। রেজা ঘটক নিজেই লেখক, উনার বই বেরিয়েছে; প্রতিবছর বই মেলার সময় আমি উনার পোস্ট পড়ি; মেলা নিয়ে উনাকে সুখী মনে হয়নি; উনার বই'এর পাঠক বোধ হয় উনার বন্ধুরা ও বন্ধুদের বন্ধুরা, যারা উনার পয়সায় চা-পানি খেয়ে সৌজন্য কপি নিয়ে যায়; কিন্তু সমস্যা হলো, উনি চিন্তিত যে, সৌজন্য কপিটা নেয়ার পর, উনারা আদৌ পড়ে দেখে কিনা!

নেয়ামুল নাহিদও কবিতার বই বের করেছেন, মনে হয়; উনি এক পোস্টে লিখেছেন, "কবিটার বই চলে না"; শুনে আমি থ'বনে গেলাম; আমার ধারণা বাংগালীরা কবিতা, ছড়া ও রূপকথা পছন্দ করেন; কবিতার যদি এই অবস্হা হয়, বাকীগুলোর কি অবস্হা?

বইমেলার মতো এড় বড় মিলনমেলা বাংলাদেশে হয় না; নতুন লেখকদের জন্য এটি বিরাট সুযোগ বলে মনে হয়; তাই, নতুন লেখকেরা মুখ খুলুন, আমরা শুনি!

মন্তব্য ১১৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

পলাশমিঞা বলেছেন: খবরাখবর শুনার জন্য আমি এসেছি।

(ফর্মার হিসাব কি পেয়েছিলেন? ১৬ পৃষ্টায় এক ফর্মা।)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ফর্মা বুঝেছি।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার কোন খবর নাই, জীবনে কোন বই লেখতে পারলাম না :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


খোঁজ খবর রাখেন, সময় আসছে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

পলাশমিঞা বলেছেন: মেলায় বই না দিয়ে আমি লাভ না ক্ষতি করলাম জানতে চাই।

দয়া করে লেখকরা মতামত জানাবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



মেলায় আপনার বই নেই?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


হাঃ হাঃ, হু: হু: এর সময় শেষ, প্রকাশক অপেক্ষা করছে, হাত লাগান।

মেলায় ফাস্টফুডের দোকান ও বার্থরুম কমানোর চিন্তা করেন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

পলাশমিঞা বলেছেন: কয়েক বছর আগে একখান পাঠিয়ে ৫০ হাজার টাকা খাস্তা হয়েছে।

গতবছর তেরোখান উপান্যাস প্রকাশ করেছি, আমার এক আনা খরচ হয়নি। লাভ হয়েছে প্রায় হাজার টাকা।
একজনের বই প্রকাশ করেছিলাম, তার একখান বই মেলায় গিয়েছে। আরেখানের প্রাকাশোৎসব হবে অদ্য।

বই মেলার জন্য আমি বই প্রকাশ করিনি। সব্বনাশ! বই পিছু ৫০ হাজার টাকা লোসকান করার মত ধনি এখনো হতে পারিনি। :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, উপন্যাসের পাঠক আছে?

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, ভাই যা বললেন, বিনোদিত হ'লাম।
আমার বইটা মেলায় এসেছে গতকাল বিকেলে। গতকাল ঢাকার বাইরে ছিলাম, তাই প্রকাশক ফোন দিয়ে জানাবার পরও মেলায় যেতে পারিনি। আজ সকালে গিয়েছিলাম খোঁজ নিতে। ওরা জানালো, গতকাল দুটো বিক্রী হয়েছে। প্রথম দিনে হংস ডিম্ব পাইনি জেনে ভালই লাগলো। তবে গতবারের অভিজ্ঞতা থেকে জানি, বইমেলায় কবিতার আকর্ষণ নিম্নমুখী। ভাল চলে ছোটদের বই। তাদের বাবা মায়েরা বগলদাবা করে ওদের নিয়ে আসে। তালিকা বের করে ওদের জন্য উপযুক্ত বই কিনে ব্যাগ ভরে নিয়ে যায়। এবারে যেমন দারুণ চলছে ড. জাফর ইকবাল এর "ভূতের বাচ্চা সোলায়মান"। ছোট ছোট সোনামনিরা স্কুলের এত্ত এত্ত পড়াশুনার মাঝে সেগুলো পড়ার সময় পাবে কিনা কে জানে। কিংবা ওগুলো পড়ার সময় বের করতে হাতের সেলফোন, ট্যাব ইত্যাদি রেখে দিতে রাজী হবে কিনা।
গল্প উপন্যাস বেশ ভালই চলে। ভ্রমণ কাহিনী, রহস্যোপন্যাস, রান্না বান্নার বইও।
যারা উনার পয়সায় চা-পানি খেয়ে সৌজন্য কপি নিয়ে যায়; কিন্তু সমস্যা হলো, উনি চিন্তিত যে, সৌজন্য কপিটা নেয়ার পর, উনারা আদৌ পড়ে দেখে কিনা! -- :) -- ফাও পাওয়া জিনিসের কদর এমনিতেও কম।
তবে আশার কথা, এখনো এমন কিছু আগ্রহী পাঠক পাওয়া যায়, যারা নতুন লেখকের বই শুনতে পেলে স্বতঃস্ফূর্তভাবেই কিনতে এগিয়ে আসে, লেখক উপস্থিত থাকলে তাকেও উৎসাহ দিয়ে যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


জাফর সাহেব ছোটদের জন্য লিখেছে লিখুক; বই বড়দের বেশী দরকার। চোরদের ফাঁকি দিতে, ব্লগের বাহিরে কিছু লেখা রাখতে হবে, বইতে প্রকাশের জন্য।

ব্যায়াম করেন, হাঁটেন, কম খাবেন; আগামী কয়েক বছরে পাঠক বাড়বে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: প্রেমিক বাঙালী বাবুদের কেউ কেউ আবার কবিতা পড়ে কবিতার রস আস্বাদনের জন্য নয়, কবিতা থেকে দুটো লাইন টুকে নিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করতে। এখন তো অন লাইনেই সে কম্মটা আরামসে করা যায়, তাই বই কেনার আর প্রয়োজনই বা কী?
বিলিয়ার রহমান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কারা কবিতা চুরি করছে এবং কতটা দাপটের সাথেই!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


জাতি মহা বিশৃংখলার মাঝ দিয়ে যাচ্ছে, কেহই সঠিকভাবে কিছু ভাবতে চাচ্ছে না। একমাত্র পথে হলো ৯ম শ্রেণী থেকে শুরু করে, প্রতি বছর ৬ সপ্তাহের মিলিটারী ট্রেনিং দেয়া।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

মুশি-১৯৯৪ বলেছেন:


প্রানের কথা গুলো বল্লেন । আজকে আরও একটি তথ্য জানলাম, যে আমাদের বাংলা একাডেমী বছরের নয় মাসই “একুশে বইমেলা” সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। এই উদ্দেশ্যে নিশ্চই বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়নি।

আর মেলায় যা হচ্ছে, তা নিয়ে মন্তব্য করছি না, কারন বলতে গেলে শালীনতার মাত্রাটি হয়তো পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি অবশ্য উনাদের মুল উদ্দেশ্য নিজেই জানি না; উনাদের ওয়েব সাইটে গিয়ে জেনে নেবো। উনাদের মুল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, জাতির সন্তানেরা যেন মাতৃ ভাষায় শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারে।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

নাগরিক কবি বলেছেন: আমরা বই মেলায় যাই বই কেনার জন্য না। প্রেয়সী কে নিয়ে ঘুরার জন্য। আর মুখোবই এ ফটু দেবার জন্য। সব মঠেল হবার পায়তারা। আমাদের কোন কাজ নাই। তাই ডিএস এল আর নিয়ে বই মেলায় যাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


যে লোক বই কেনে না, তার কপালে গুণী প্রেয়সী থাকার সম্ভাবনা কম।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিদের কপালে দুর্গতিই মনে হচ্ছে।




আগে ফেসবুকে ঘুরতাম , এখন সামুতে ঘুরি। আগে ফালতু পেচাল নিয়া থাকতাম ফেসবুকে। এখন সামুতে লিখতে শিখছি। যদি আমার লেখা ব্লগে কেউ না পড়ে কোনো লস নাই। নেট যেটুকু যায় সেটুকু ফেসবুকেও যেতো। লাভের মধ্যে নিজের কিছু কবিতার মতো লেখা জড়ো হচ্ছে যা ফেসবুকে ঘুরলে হইতো না। ক্ষতি কি । ভালই তো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত: কবিতা বেশী লেখা হচ্ছে; তবে, পাঠকের মনের উপর ছায়া ফেলতে পারলে, কবিতার পাঠক অনেক হওয়ার কথা।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :#) বাঙালি বই কেনার ব্যাপারে কিপটা, এই অভিযোগ ছোট বেলা থেকে শুনে আসছি। এভাবে চলতে থাকলে নতুনরা হতাশ হয়ে পরেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



অনেকেই আয় করছেন, খরচ করতে শিখেননি এখনো।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৬

পলাশমিঞা বলেছেন: নিশ্চয়তার কিছু বলতে পারব না। আমি এখন নিজে প্রকাশক। আমার লেখা উপরও আমি ৭০ ভাগ খুশি নয়।
পাঠকের হাতে বই দেওয়ার আগে কম হলেও আট বার একটা বই সম্পাদনা করতে হয়। আমার বই আমি কয়েকবার সম্পাদনা করেছি। নিজের চোখে নিজের ভুল ধরা পড়ে না। এখন আপনি বলুন বাজারে যতটা বই আছে তা কয়বার সম্পাদনা করা হয় এবং যে সব বই লেখকরা প্রকাশ করে তার নিশ্চয়তা আমি দিতে পারব না। এর মানে কোনো নিশ্চয়তা নেই। হয়তো এখনও বাজার আছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি মুলত: কিসের উপর লিখেন?

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৩

মিঃ আতিক বলেছেন: ই-বুক, ফেসবুকে জীবন শেষ, কাগুজে বই পড়ার সময় কই?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে সাহিত্য নেই।

ই-বুকও তো কেহ না কেহ লিখছেন! আজকের কাগজের বইও আগামীকাল ই-বুক হবে।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৯

পলাশমিঞা বলেছেন: আমি আসলে ফিকশন লেখি। সোজা কথায় প্রেমের গল্প।
এই জন্য টাকা নষ্ট না করে আমাজনে প্রকাশ করেছি এবং যারা মাগ্না পড়তে চান তাদের জন্য আমার সাইটে ই-বই বানিয়ে রেখেছি।

লেখালেখি করে জীবনের শেষ করেছি। আরা কিছু নষ্ট করতে চাই না।

আমি সাধারণ মানুষ। রাজনীতি বুঝি না। আমার লেখা এইসব বিষয় নেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আমি সময় করে পড়বো আপনার বই; প্রতিিট মানুষের জীবনের সবচেয়ে বিশাল ঘটনা হচ্ছে জীবনে প্রেম আসা, প্রেমের ছোঁয়া লাগা, মানুষ সেই গল্প কেন পড়ছে না? আমাকে দেখতে হবে।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫০

পলাশমিঞা বলেছেন: আমি এখনও ই-পাব প্রকাশ করিনি। না করার কারণ, ই-বুক এবং ই-পাব প্রায় একই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক সময় ব্যয় করেছেন লেখার পেছনে, এখন কোন একটা প্রফেশানে যাওয়ার চেস্টা করেন, ফাঁকে ফাঁকে লিখার সময় থাকবে।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১৪

পলাশমিঞা বলেছেন: আসলে সব দোষ আমার। এক বইর পিছনে আমি ২৫ বছর কাটিয়েছি। আত্মবিশ্বাস ছিল না।
এখন সাহস হয়েছে। আমি মার্কেটিং করিনি বা করতে পারছি না। টাকার অভাব। হায় টাকা!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি লন্ডনে থাকেন? আপনার মতো সম-মনাদের নিয়ে একটা সমবায় করে, কোন ধরণের সার্ভিস টাইপের ব্যবসা দেখেন।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজীর দর্শনগুলো সংকলনযোগ্য। যেমনঃ
মেলায় ফাস্টফুডের দোকান ও বার্থরুম কমানোর চিন্তা করেন - (মেলায় বাথরুমের প্রয়োজন আছে অবশ্যই, কোনদিন হয়তো বার্থরুম এর প্রয়োজনও দেখা দিতে পারে!)
উনাদের মুল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, জাতির সন্তানেরা যেন মাতৃ ভাষায় শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে পারে।
যে লোক বই কেনে না, তার কপালে গুণী প্রেয়সী থাকার সম্ভাবনা কম - (অতএব, কিপটে পাঠকেরা সাবধান!)
পাঠকের মনের উপর ছায়া ফেলতে পারলে, কবিতার পাঠক অনেক হওয়ার কথা।--
অনেকেই আয় করছেন, খরচ করতে শিখেননি এখনো-
আজকের কাগজের বইও আগামীকাল ই-বুক হবে-
প্রতিিট মানুষের জীবনের সবচেয়ে বিশাল ঘটনা হচ্ছে জীবনে প্রেম আসা, প্রেমের ছোঁয়া লাগা, মানুষ সেই গল্প কেন পড়ছে না? আমাকে দেখতে হবে-

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনাকে অনেক ধন্যবাদ।

লেখকদের মাঝ থেকে আপনার ইনপুট পেলাম, আমি উৎসাহী, আপনার পাঠক অনেক আছেন, আরও বহুগুণে বাড়বে, নিশ্চয়ই; পাঠকদের প্রতি আপনার হৃদ্যতা আছে। অনেক লেখক এখনো মেলায় নিজের অনুভুতির কথা জানাননি; আমরা জানতে চাই, আমাদের ব্লগারদের বাণী কতদুর যাচ্ছে।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: আমি ৪ জনকে ফ্রি দিছি। এর মধ্যে ২জন হলেন আমার বস। আর বাকি ২টি উপহার। এছাড়া আর কাউক দেই নাই। যত পরিচিত বা ঘনিষ্ঠই হোক না কেন। কেউ যদি বই মূল্য না দিয়ে কিনতে চায়, তাইলে আমি জিগাই, "তোমার কাছে আমার এই মূল্য?" =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


লেখা, বই ইত্যাদি হচ্ছে "ইন্টেলিজেন্ট প্রোপার্টি"; যারা না বুঝে, বইকে সামান্য বস্তু ভেবে সৌজন্য কপি চান, তারা লেখককে বুঝতে পারেন না; সৌজন্য হিসেবে বই দেয়া সাজে না; ঠিক করেছেন।

আমি দেশে এলে, আপনার লেখা বই সংগ্রহ করার চেস্টা করবো।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

আহা রুবন বলেছেন: বাঙ্গালি বই পড়ে না তাই বই কেনে না। রেল স্টেশনে দুই ঘণ্টা ধরে বসে থাকবে ভুলেও বই পড়বে না। পাঠক যদি না পড়ে লেখকের কোনও স্বার্থকতা নেই। আগে পাঠক বৃদ্ধি করা যায় কীভাবে; সেই চেষ্টা করতে হবে। বই পড়ার আবহ সৃষ্টি করা খুব কঠিন হলেও, অসম্ভব মনে হয় হবে না।

আমাদের কয়টা নাটক, সিনেমায় বই পড়া দেখানো হয়? বই যে দৈনন্দিন ব্যবহার্য বস্তু এই স্বাভাবিক বিষয়টি কখনও তুলে ধরা হয় না। নায়ক তো থাকে মারামারি নিয়েই। সমাজের বিরাট একটা অংশ নাটক, সিনেমা থেকে প্রভাবিত হয়। আমাদের মনে আছে এই কয় বৎসর পূর্বে মাত্র সিগারেট খাওয়াটা স্মার্টনেস বোঝাতো। কিন্তু চতুর্মুখী প্রচারণার ফলে আমাদের মানসিকতা একেবারেই পালটে গিয়েছে।

যে যত বই পড়ে সে তত স্মার্ট এই কথা যদি ছড়িয়ে দেয়া যায়, যদি তরুণদের বিশ্বাস করানো যায়, তবে আমরা অন্য এক বাংলাদেশ পাব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



জাতির ৫০ ভাগ পড়তে পারে না, পাঠক কমে গেলো।
অধিক সময় কাজ করে, পড়ার মতো সময় নেই; বই কেনার পয়সা নেই; বইতে জীবনের কথা নেই।

তরুণদের বই পড়তে উৎসাহিত করা সম্ভব; কিভাবে সম্ভব? চলুন ভাবি।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: দুঃখিত আমার কোন বই নাই তাই খবর নাই !!!!!!!!:):):)

একদি হয়তো আমিও নাই হয়ে যাব!!!:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


বই হবে, আপনার ও অনেক ব্লগারের বই হবে।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার আগত সেই বই নিয়ে আমি নিজেই রিভিউ লিখবো। অনেকে তার নিচে শুভ কামনা জানিয়ে মন্তব্য করবে। পুরো একমাস বন্ধুবান্ধবদের কাছে বই বেচার চেষ্টা চালিয়ে যাব। আর আপনিও হয়তো জানতে চাইবেন বইয়ের কাটতি কেমন। উত্তর দিতে গিয়ে আমি লজ্জায় মুখ লুকাব। চলবে.....................:):):)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


বইয়ের পেছনে সময় দিলে, মানুষের মনের কথা তুলে ধরতে পারলে বই'এর পাঠক পাওয়া যাবে। যদিও পরিবেশ বই'এর পক্ষে নয়; তবুও ৬/৭ কোটী মানুষ পড়তে জানে, সেটা বিরাট ব্যাপার।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: আমার বই নাই। বাইচ্যা গেছি আপাতত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


সময় নিয়ে বই লেখেন, মানুষকে বুঝার চেস্টা করেন, মানুষের কথা যদি বইতে, সময় লাগলেও পাঠক হবে।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যথারীতি জ্ঞানের কথা পরিপূর্ণ.... চাঁদগাজি ভাই!

বাঙালির বইয়ের বাজার কবে রমরমা ছিল, মনে পড়ে কি? B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



কখনো ছিলো না।
তবে, সময় হয়েছে, উঁচু মানের বই লেখার চেস্টা করতে হবে।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: আমার কোন বই প্রকাশিত হয়নি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



সময় নেন, বই বের করার জন্য তৈরি হোন।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

হাতুড়ে লেখক বলেছেন: ইচ্ছা ছিল সামর্থ্য নাই। B:-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



লেখার মান বাড়ানোর চেস্টা করেন, ব্লগে পরীক্ষা নিরীক্ষা করেন। লম্বা সময় নিয়ে প্ল্যান করেন; টাকার সমস্যা কোন না কোনভাবে সমাধান হবে; লেখার মান নিয়ে ভাবেন।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিজন রয় বলেছেন: আমার কোন বই প্রকাশিত হয়নি।

আপনি শ্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এবার মিলাদ দেন। মিষ্টি খামু।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


বই বের করা মানে, মানুষের জন্য বই বের করা, নিজের জন্য নয়; অনেক ধরণের বইয়ের দরকার।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

অতঃপর হৃদয় বলেছেন: খবর জানা দরকার............।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


আগামীবার যারা বই বের করবেন, তাণনরা এখন থেকে পাঠকদের বুঝার চেস্টা করেন।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

পলাশমিঞা বলেছেন: জি আমি লন্ডন থাকি। আমার কপলে হয়তো বেকারত্ব লেখা :( বারবার বেকার হয়। তবে কোনো এক কালে গাধার মত খেটেছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার সমমনাদের নিয়ে কমপক্ষে একটি বড় সমবায় করুন; অনেকে নতুন গিয়েছেন সেই দেশে, চাকুরী করছেন; কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে, তাদের নিয়ে সমবায় করুন; কিছু বেকার লোক নিয়ে একটা সার্ভিস গড়ে তুলুন।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: কিছু মনে নিয়েন না ভাই সাহেবগন .... এইবার আপনাদের দোয়ার বরকতে অধমের একটা ছড়ার বই ( যদিও কবি হিসেবে বেশীর ভাগই জানেন ) আসছে দাঁড়ি কমা প্রকাশনী থেকে ... নাম তানুর চাঁদ নানু । আরে সুচক্ররেখাতে কবিতা ভাবনাসহ কবিতাগুচ্ছ... সাহসীকাতে ৫ কবিতা...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
এখনও মেলাটে আসেনি? পাঠকদের আগ্রহ জানাবেন।

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

পলাশমিঞা বলেছেন: এটা কিন্তু মারাত্মক বিষয়। ওরা বেশি চালাক। আমাকে বেচে খেয়ে ফেলবে :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



মানুষকে বিশ্বাস করতে হবে। এখন আপনার কাছে ফ্রি সময় আছে, লেখক হিসেবে আপনার একটা স্হান আছে, দীর্ঘ সময় আছেন, এগুলোকে কাজে লাগান; আপনার মতো একই অবস্হায় অনেকেই আছেন।

সার্ভিসে বড় ক্যাপিটেলের দরকার হয় না; লোক্যাল সরকারের লোকদের সাথে দেখা করে, বয়স্কদের সাহায্য করার কোন সার্ভিস আছে কিনা দেখেন।

বাংগালী এমপি ও নির্বাচিতদের সাথে দেখা করে দেখেন, ওদের কোন সাহায্যের দরকার আছে কিনা।

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নেক্সাস বলেছেন: পাঠক দিয়ে কি করব গাজি সাহেব

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


সেটা একটা বড় প্রশ্ন।

ব্লগে আপনি পোস্ট দেয়ার পর, পোস্ট কতজন পড়লেন, কতজন মন্তব্য করলেন, কি মন্তব্য করলেন, এগুলো আপনার উপর প্রভাব ফেলে? উত্তর এখানেই আছে।

মানুষ অন্য মানুষের ভাবনায় থাকতে চায়।

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

পলাশমিঞা বলেছেন: আমি অনেক কষ্টে ক্লিষ্ট হয়েছি। ওরা আমাকে পাত্তাই দেবে না। আমি ওদরেক চিনি। তাদের ঘরের খবর জানি। ওরা এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠগাঠগি করে সব সার্ভিসের বারোটা বাজিয়েছে। এখন দেশের মত এখানে বাংলাদেশির জন্য আলাদা করে আইডি কাড বানাবে, ভোটের সময় আইডি নিয়ে যেতে হবে। কারণ, এক্কেবারে দেশের মত অবস্থা। লোকজন আমাকেও ব্যবহার করতে চাইছে। আমি তাদের হাবভাব বুঝি। হাতে সময় আছে এই জন্য আরেকজনের বই কয়েকটা প্রকাশ করেছি। আমি কোনো পয়সা নেইনি। তার অজান্তে আমি তাকে ব্যবহার করছি। সে ভাবছে আমাকে দিয়ে মাগ্না কাজ করাচ্ছে। তার প্রথম বইর প্রকাশোৎসব চেনেল আইয়ে হয়েছিল। পরের টাও চেনেল আইয়ে হবে। বেনার বানিয়েছি। ৭০ কপি বইর ওর্ডার দিয়েছে। প্রথম বইর ৪০ কপি দেশে পাঠাব। তবে আমার সত্যি কষ্ট হচ্ছে। এসবে আমি অভ্যস্ত নয়। তবে প্রতিষ্টিত হওয়ার জন্য নয়ছয় করতে হচ্ছে।
আপনি যা বলছেন তা করা যাবে, তবে সব পথ ওরা বন্ধ করে দিয়েছি। আমার তেমন লেখা পড়া নেই। আমি শুরুতে ভাতের ব্যাবসায় কাজ করেছিলাম এবং শেষ করেছি এক কাজেই। বিধায়, আমি এখন ভাটিতে ভাসা ভেলার মত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে বলেই আপনি উপরের কথাগুলো বলতে পারছেন; আপনার মতো আরো অনেকেরই কাছাকাচি অবস্হায় আছেন; এদের সাথে বসেন, বেকার সময়টা কাজে লাগান; লন্ডন বড় শহর, এখানে হাজার ধরণের সার্ভিস দরকার; খুঁজে বের করেন, যেটা আপনারা পারবেন। চেস্টা করার আগে, সময় দেয়ার আগে একটা আনুমানিক প্ল্যান করেন, ভাবেন কি সুযোগ আছে, কি বাধা আছে।

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

পলাশমিঞা বলেছেন: এখন আপনি আমাকে সত্যি চিন্তিত করেছেন। আপনাকে সত্য কথা বলি, সব সার্ভিস সরকার চালু করে রেখেছে। চুরি করার পথও দেখিয়ে দেয়। এখানে মাদার ট্যাং নামেও সার্ভিস আছে। মসজিদেও সরকার টাকা দেয়। লুটেপুটে খাচ্ছে। মাঝে মাঝে ঘেন্না হয়।
আমি এখন শুধু দোয়া করি, ইয়া আল্লাহ আমাকে রুজির পথ বার করে দাও। আমি হারাম চাই না।

আমি আসলে, কী বলব। আমি স্বেচ্ছায় সব ছেড়েছি এবং দূরে থাকি। এখানে আমাদের একাধিক ব্যাবসা আছে। আমি এখন শান্তি চাই। লেখালেখি করলে আমি শান্তি পাই।
আপনার উপদেশ মাথা রাখব, কিছু হলে আপনাকে জানাব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


ওহ, তা'হলে আপনার আয় আছে সেটা বলবেন তো, আমি ভয়ে ছিলাম যে, আপনি বেকার, আয় নেই!

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

জেন রসি বলেছেন: ক্ষমতা, অর্থ এবং জ্ঞান- এ তিনটা ব্যাপার পরস্পর সম্পর্কযুক্ত। তবে জিনিয়াস কেউ হলে তিনটার মধ্যে একটা থাকলেই বাকি দুটোও অর্জন করে ফেলতে পারে। ব্যাপারটা লেখকদের জন্যও সত্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



সঠিক।

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ে মন ভাল করার মতো কিছু পেলাম না!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমাকে আরও চেস্টা করতে হবে, দেখছি!

৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি আজ যা লিখি দুই-এক বছর পর সেটা আর ভাল লাগে না। মনেহয়, ধ্যাত্তেরি কী লিখেছি। সুতরাং যেই লেখা আমারই ভাল লাগে না সেই লেখা অন্যের কাছে কেন ভাল লাগবে। না, ভাল লাগবার কোনো কারণ নাই। তাই আমার কোনো বইও নাই। যেদিন দেখব দুই-তিন বছর আগের লেখাও ভাল লাগছে সেদিন বই প্রকাশের চিন্তা-ভাবনা করতে শুরু করব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা সঠিক।

নিজের লেখা নিজের কাছে ভালো লাগলে, মান সম্পর্কে একটি প্রথমিক ধারণা হয়; তারপর, ব্লগে দিয়ে সঠিকভাবে বুঝার সুযোগ আছে।

৩৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

পলাশমিঞা বলেছেন: আমি বেকার এবং বেকার ভাতায় চলছি। কাজ খোঁজে পাচ্ছি না। ব্যাবসা দিয়ে বিপদ ছাড়িয়েছি। ব্যাবসার কারণেই আমি অসুস্থ হয়েছিলাম।

আপনাদের সাথে আড্ডা দিয়ে মন সুস্থ হচ্ছে। দুশ্চিন্তা অনেক কমেছে।

(আপনিও অন্যদেশে নাকি?)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি দেশেও থাকি, বিদেশেও চাকুরী করি; এখন বিদেশে।

৩৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

পলাশমিঞা বলেছেন: আপনি নিশ্চয় সম্মানি মানুষ। আমি সাধারণ মানুষ, এক জায়গায় কাজে গিয়েছিলাম। খালি চা বানাবার জন্য বলে। পরে ছেড়ে এসেছি।


আপনার মঙ্গল কামনা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, কম্প্যুটার ব্যবহার, অপারেটিং সিসটেম, সফটওয়ার সম্পর্কে আপনার ভালো ধারণা ও দক্ষতা আছে; এটাকে প্রাসারিত করা সম্ভব হবে?

৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

রাতুল_শাহ বলেছেন: গ্রামের বন্ধুকে নিয়ে বইমেলায় গিয়ে বেশ কয়েকটা বই কিনেছি। বেশির ভাগ নতুন লেখকদের বই।

সবার সেলফি তুলা দেখে নিজের খুব ইতস্ত লাগছিলো।

তবে একটা জিনিস খারাপ লেগেছে। সেটা হলো মাগরিবের নামাযে সময় প্রচন্ড জোরে গান বাজছিলো।
৬টায় আযান দেয়, ৬-৬.১৫ পর্যন্ত মাইক বন্ধ রাখলে বা শব্দ কমিয়ে দিলে কি খুব সমস্যা হবে? আমরা যারা নামায পড়ছিলাম, কেউ ঠিক মত সুরা পাঠ করতে পারছিলাম না। আরেকটু হয়তো বইমেলায় থাকতাম, বন্ধুটি বিরক্ত হয়ে গিয়েছিলো।
সে হয়তো আর কোনদিন বইমেলা যাবেনা। কেউ আসতে চাইলে হয়তো বইমেলা নেতিবাচক কথা বলতে পারে।

আমরা সবাই চাই- দেশের সব প্রান্তর থেকে মানুষ বই মেলায় আসুক, বই পড়াকে ভালবাসতে শিখুক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাদের মুখ রক্ষা করেছেন বই কিনে।

নামাজ ইত্যাদির সময় মেনে চলা কমন সেন্স; সর্বোপরি বইমেলা তো বলিখেলা নয়, ওখনে মাইক কেন?

৪০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

পলাশমিঞা বলেছেন: আশঙ্কার সাথে বলতে হচ্ছে, আমি যা করি বা করেছি বা করব তার সব আমার লেখার সাথে সম্পৃক্ত।

বিশেষ এবং অজ্ঞাত কারণে লোকজন আমার সাথে দূরত্ব বজায় রাখে।
আপনি কি আমার গান এবং গজল শুনেছেন?

সব কথার শেষ কথা, যার সাথে পরিচ হয়, সে আমার কম্পিউটার কিনতে চায়, আমার কাছে যা সপ্টওয়ার আছে মাগ্না নিতে চায়, এতটুকুই। আর আগ বাড়তে চায় না।

আমার কাছে এমন সপ্টওয়ার আছে যা দিয়ে অসম্ভব সম্ভব করা যায়। যেমন আমি বই প্রকাশ করেছি।
adobe cc 2017 আমার কাছে আছে। এসব দিয়ে কী না করা যায়? আমি ঘরে বসে গান গজল রেকডিং এবং মাস্টারিং করে ইউডিউভে অথবা সাউন্ডক্লাউডে এবং আমার সাইটে রেখেছি। জানি অনেক কিছু কিন্তু আসল কাগজ আমার কাছে নেই। আমি শুধু আমার বইর কারণ শিখেছি যা আমার প্রয়োজন হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আপনি ইংল্যান্ডের যারা বই প্রকাশ করতে চান, তাদের সাহায্য করেন; তাদের বইয়ের প্রসেসিং করে, প্রিন্ট করতে সাহায্য করেন; ওখানে অনেকেই নিজের অভিজ্ঞতা নিয়ে লিখতে চাইবেন, এই দিকটাকে মার্কেটিং করার চেস্টা করেন। ওদের জানাবেন যে, এটাই আপনার জীবিকা।

৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

জুন বলেছেন: প্রেমিক বাঙালী বাবুদের কেউ কেউ আবার কবিতা পড়ে কবিতার রস আস্বাদনের জন্য নয়, কবিতা থেকে দুটো লাইন টুকে নিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করতে। এখন তো অন লাইনেই সে কম্মটা আরামসে করা যায়, তাই বই কেনার আর প্রয়োজনই বা কী?
৭ নং এই মন্তব্যের জন্য ব্লগার খায়রুল আহসানকে লাইক দিলাম।
ব্লগার চাঁদগাজীর বক্তব্যের সাথে সহমত। আপডেট আমাদের প্রিয় সহব্লগার/ লেখকদের কাছ থেকে জানার আশা করছি :)
+

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখাচুরি, ব্লগারদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়েছে।

আগামীতে অনেক ব্লগার বই বের করবেন, ফিডব্যাক দরকার।

৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

পলাশমিঞা বলেছেন: জি এখন এটাই করতে চাইছি। হয়তো হাসবেন পড়ে, একজন বলেছেন ৩ শো পাউন্ডে এক শো বই প্রকশ করতে চান। দেশে নাকি উনি করতে পারবেন। আরেক আমাকে টাকা দিতে চাননা বলেন উনি নাকি আমার মত লেখক। আরেক দাম জানতে চেয়েছেন। অন্যরা এখনো আমার ধারে পাশে আসেননি।


আমার জন্য একটু দোয়া করবেন। এবার বেকার হয়ে আমি কিন্তু অজানা বিষয় জানতে শুরু করেছি। ডাকের একটা কথা আছে না, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। এমন হয়েছে সবকিছু আমার কাছে। এখানের বড় বড় লাটদের ঘরের খবর আমি জানি। তবে অবাক হওয়ার মত বিষয়, গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু ওরাই রাজত্ব করছে যারা এসবের যোগ্য নয়। শুধু মঙ্গল কামনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


কে কি করছে, সেটা নিয়ে মাথা না ঘামায়ে, আপনি পারেন এ ধরণের কিছু করার চেস্টা করেন; সম্ভব হলে ট্রেনিং নেন।

৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

জুন বলেছেন: এবার থাইল্যান্ড এর চিয়াংমাই থেকে চিয়াং রাই ঘুরতে গেলাম যা একদা মাদক উতপাদনের জন্য কুখ্যাত ছিল গোল্ডেন ট্রায়াঙ্গল নামে। সেখানে আমাদের সহ পর্যটক ছিলো দুটি আর্জেন্টাইন মেয়ে। আমি বহুদেশে ঘুরেছি কিন্ত কখনো সেদেশের কারো সাথে কখনো মোলাকাত হয়নি। যাক মেয়েদুটো অসম্ভব ভালো ছিল। একজন ডিএস এল আর দিয়ে দারুন দারুন ছবি তুলছিলো। আমি জানতে চাইলাম সে কোন প্রফেশনাল ফটোগ্রাফার কি না? বল্লো, “না, আমি ছবি তুলছি কারন আমি খুব শীঘি ভ্রমন বিষয়ে স্পেনিশ ভাষায় একটি বই লিখবো”। তারা চিয়াংমাই হয়ে তিন দিন ব্যাংকক থেকে ক্যাম্বোডিয়ার সিয়াম রেপ যাবে দুদিনের জন্য।
আজ এখানকার একটি মিউজিয়াম ঘুরতে গিয়ে এক ফ্রেঞ্চ মহিলার সাথে সাক্ষাত। উনিও ফ্রেঞ্চ ভাষায় ভ্রমন গাইড বই লিখবে।
মনে হলো এমন আমি একটা লেখি না কেন! আমিতো যতগুলো দেশে গিয়েছি প্রতিটি দেশেই যাকে বলে সময় নিয়ে এক্সটেনসিভ ট্যুর করেছি। তারা যদি দৌড়ের উপর দুদিন একটি দেশ দেখেই বই লিখতে পারে তাহলে আমার অভিজ্ঞতা দিয়ে আমিও তো অন্তত দুশো পৃষ্ঠার একটি বই লিখতে পারবো তাই নয় কি??
তখন না হয় জানাবো আমার খবরাখবর কি বলেন! :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


ভ্রমণ গাইড? আমার মনে হয়, খুবই জনপ্রিয় হবে; শুরু করেন।

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

রাতুল_শাহ বলেছেন: অনেকের আচরণ অত্যন্ত উগ্রটাইপের।

আমি সাধারণত নতুনদের বই কিনি। সবাইকে বই উপহার দিতে ভালো লাগে। সবাই বই পড়ুক, মন বিশুদ্ধ রাখুক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


নতুনদের লেখায় নতুন ভাবনা ও নতুন দিনের স্বপ্ন

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

রাতুল_শাহ বলেছেন: ব্লগার ইবনে বতুতা ওরফে ব্লগার জুন বই লিখলে তো দারুণ ব্যাপার হবে।

আমি উনাকে অনেক আগে বলেছিলাম- আপনার ভ্রমণ নিয়ে বই লিখেন। একে তো উনি ইতিহাসের ছাত্রী, তারপর বহুদেশ ভ্রমণের অভিজ্ঞতা, আশা করি উনার বইটি অনেক দারুণ হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমিও তাই মনে করি।

৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

ANIKAT KAMAL বলেছেন: বই নি‌য়ে ক‌মে‌ন্টের সি‌নেমা চল‌ছে, ব্ল‌গে নতুন ব্লগা‌রের ‌ লেখায় ভা‌লো ম‌ন্দের উপ‌দেশ দি‌তেই কি‌প্টে‌মির লু‌কোচু‌রি চ‌লে ,অার বই কি‌নে ইন্টর‌নেট না কিন‌তে পে‌রে অাপ‌ত্তিকর সভ্যতার কষ্ট কিভা‌বে সই‌বে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ পছন্দনীয় বিষয়ে কথা বলতে চান; আবার যিনি কথা বলেন, তাঁর সাথে কথা বলতে চান।

৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

মাঝিবাড়ি বলেছেন: আমাদের বই মেলায় গলা টলা ভেজানোর ব্যবস্হা আছে নাকি!!??

নাউজুবিল্লা, আপনি সেকেলের কথা বলছেন কেন? আমার বাবা যখন গলা ভেজাতেন, মা পাশে বসে গুনগুন করে গান গাইতেন! এখন বাবা সেই গল্প করলে মা দীর্ঘশ্বাস নিয়ে বলেন " আহা, কি সুন্দর ছিল আগের দিন গুলো!!

গলা ভেজানো আধুনিক এই যুগে হালাল নয়!!!! অন্ধকার যুগে হালাল ছিল!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


ওটা ওমর খৈয়ামের কথা বলতে গিয়ে বলেছিলাম

৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মহতি উদ্যোগ । অনেকের প্রকাশিত বই সম্পর্কে অনেক মুল্যবান তথ্য পাওয়া যাবে । বই প্রকাশ সম্পর্কে অনেকের বেশ কিছু তথ্য পাওয়া গেল । এব্লগের প্রথম দিকের ৫১ টি কবিতা নিয়ে 'ছন্দময়ীর বিচিত্র ভুবন' নামে একটি ছোট বই ভিন দেশ হতে প্রকাশ হয়েছে । সামুতে সকল কবিতাগুলি দেখা যাবে বিধায় বইটি কারো সংগ্রহ করার প্রয়োজন হবেনা । সবগুলি বই সৌজন্য সংখা , লিখা আছে বিক্রয়ের জন্য জন্য নহে , কারণ কবিতাকে আমি টাকার দামে মুল্যায়ন করতে চাইনা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

বিস্ময়, নীরবে বহে ফল্গু-ধারা?

৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

বর্ষন হোমস বলেছেন:
বই বের করব তবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবে না।

হা হা হা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


বই বের করার আগে, বিষয় ঠিক করেন; আপনি যেটাতে ভালো, সেইদিকে ভাবুন।

৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন: পোষ্ট পড়ে আর মন্তব্য দেখে যা বোঝা গেল বইএর বাজার ভালো না ।
বই মেলা আসলে অন্য সব মেলার মত করে ভাবা উচিত না, কিন্তু যারা মেলায় যান তারা অনেকেই বই মেলাকে একটা টাইম পাস বা প্রিয়জনের সাথে বই মেলায় যাচ্ছি এই ভাব ধরে রেখে মেলায় যান ।

বই কিনে যদি প্রিয় মানুষটিকে দিতেন তাহলেও না হয় কাজের কাজ হত ! তাও করেন না । বই মেলা ঘুরে টুরে সন্ধ্যা হয়ে গেলে কাছের রেস্তোরায় চলে যান । অবশ্য যে প্রিয় মানুষটিকে বই কিনে উপহার দিবেন তারও তো বইএর প্রতি আগ্রহ থাকতে হবে ।


এবারের মেলা থেকে আমি মোট ৬ টা বই কিনেছি । অর্থ সংকটের ফলে আর কিনতে পারছি না আপাতত ।
একজন মেলা ভ্রমণকারী যদি একটা করেও বই কিনেন তাহলেও অবস্থা একটু ভালো হত ।


ব্লগারদের বই এর কি অবস্থা ঠিক সে বিষয়ে স্পষ্ট কোন ধারনা পাওয়া গেল না ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:

আপনার সামর্থানুসারে আপনি অনেক কিনেছেন, ব্লগারদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। পড়ে, বইগুলো সম্পর্কে লিখবেন।

যেসব ব্লগারদের বই বের হয়েছে, তাঁদের বেশীর ভাগ ফিডব্যাক দেননি; ফলে, ব্লগারদের বই সম্পরকে অনুমান করা তেমন সম্ভব হচ্ছে না; গতকাল, ব্লগার রেজা ঘটকের ২টি বই বিক্রয় হওয়ার পর, তাঁকে খুশী মনে হয়েছে; উনার বেশ কয়েকটি বই মেলায় আছে, মনে হয়।

আপনি যে অবস্হার কথা বলেছেন, বইমেলা মোটামুটি এই রকমই, বই বিক্রয়ের ব্যাপারে আগেও এর কাছাকাছি ছিলো।

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবার অনেক ব্লগার ফেবুকারদের বই কিনেছি -পরে একদিন পোস্ট দিবো ইনশাআল্লাহ
ধন্যবাদ আপনাকে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


আমাদের মুখ রক্ষা করেছেন, ধন্যবাদ।

ফেসবুকারদের বই মানে কি ছবির এলবাম?

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

কাছের-মানুষ বলেছেন: মন্তব্য থেকে বুঝা গেল কবিতার পাঠক কম !

আমি মনে করি এতে কবিরাই দায়ি বেশী ! কারন ব্লগে কবিতা পড়ে আমার দাত ভেঙ্গে যাবার যোগার , কবিতা প্রায় আমার মাথার উপর দিয়ে যায় ! অধিকাংশ কবিই এমন শব্দ ব্যাবহার করেন মনে হয় ডিকশনারি দরকার কবিতা বুঝার জন্য !
আমার মনে হয় কবি ছাড়া কেউ কবিতা বুঝবে না , টাকা দিয়ে কে এমন কঠিন জিনিশ কিনবে বলুন !

হুমায়ুন আহম্মেদ বাঙ্গালির মন পড়তে পেরেছিলেন তার লেখায় শব্দের কচকচানি এবং বাক্যের ঝনঝনানি নেই তাইতো সব শ্রেণীর মানুষই তার লেখা পড়ে বুঝত তাই তিনি সফল ।

পোষ্ট এবং মন্তব্য পড়ে অনেক কিছু জানা হল !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


কবিরা ফিডব্যাক পাচ্ছেন, তাঁদেরকে সাধারণ মানুষের কবি হতে হবে!

সাধারণ মানুষই আজকের লেখার নায়ক হওয়া উচিত।

৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

ওমেরা বলেছেন: ভবিষ্যতে ইচ্ছা আছে বই বের করার তবে বিক্রি করার জন্য কেউ যদি ফ্রীতে নেয় তাকে দিব ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


পাঠক আছেন।

৫৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কেউ একান্তই নিজের ইচ্ছায় উপহার না দিলে, আমি এখন পর্যন্ত বন্ধুদের/সহব্লগারদের বই কিনেই পড়েছি। তার লেখক সত্ত্বার প্রতি এই শ্রদ্ধা অবশ্যই প্রাপ্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


উপহার দিলে নিতে হয় প্রতিস্ঠিত লেখক থেকে, নতুন লেখক থেকে নেয়া সঠিক নয়।

৫৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম... সেটিই বলতে চাইলাম। নতুন লেখকদেরকে পৃষ্ঠপোষকতা দেবার দায়িত্ব সহব্লগারদের থাকা উচিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগার লেখকদের শুরুতে একমাত্র সাপোর্টার ব্লগারেরাই; আমি নিজেই লজ্জিত, দুরে থাকার ফলে, কিছু করা হয়নি; অন্য একজন আমার হয়ে সংগ্রহ করার কথা ছিল, উনাকে আবার কাজ উপলক্ষে বাহিরে যেতে হয়েছে। আমি লিস্ট রেখেছিল, দেশে এলে, সংগ্রহের চেস্টা করবো।

৫৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

আমি সেই অভিলাষ মাহমুদ বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/auvilashbakoliya/auvilashbakoliya-1487658576-070db57_xlarge.jpg আমার বই তানুর চাঁদ নানু

৫৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

আমি সেই অভিলাষ মাহমুদ বলেছেন:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


লেখককে অভিনন্দন।

আশাকরি পাঠকেরা বইটিকে ভালোবাসবে।

৫৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

সাহসী সন্তান বলেছেন: শুক্র-শনি দুইদিন গিয়েছিলাম বইমেলাতে। তবে সত্যি বলতে প্রথমটাতে গিয়ে তো একদম ধাঁধায় পড়ে গিয়েছিলাম, যে বইমেলাতে আসলাম (?) নাকি পার্কে আসলাম! এছাড়াও এমন কিছু দৃশ্য চোখের সামনে দেখছিলাম যে, বইমেলা থেকে ফিরে বরফ গলা পানিতে চোখ ধুয়েও সেই দৃশ্য আমি চোখ থেকে সরাইতে পারি নাই! ;) :(

এনিওয়ে, বই মেলাতে এখনো পর্যন্ত বিক্রির শীর্ষে আছেন হুমায়ূন আহম্মেদের বই। ব্লগারদের বইও বিক্রি হচ্ছে! তবে সেগুলোর মধ্যে কিছু বইয়ের চাহিদা ঐ পরিচিত ব্লগার পর্যন্তই সীমাবদ্ধ। আসলে আমি নিজেও কিছু বই কিনবো বলে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম, তবে সবগুলোর মধ্যে বেশ কয়েকটা কেনা হয় নাই।

অনেকটা ইচ্ছা করেই। কারণ বই গুলোর মধ্যে এতটাই বানান ভুল আর অসঙ্গত লাগলো যে, পয়সা খরচ করে কিনতে ইচ্ছা হয় নাই। এমনিতেই আমি আনা গারিবুন (আমি গরিব মানুষ), তার উপ্রে কাওকে উৎসাহ দিতে গিয়ে ভুলে ভরা পাঠ্যপুস্তক কিনে নিজেকে দেওলিয়া হিসাবে ঘোষনা করার মত কোন ইচ্ছা বা আকাংখা আমার মধ্যে নাই।

তাছাড়া ব্লগ পোস্ট অথবা অনলাইনে হয়তো বানান ভুল ব্যাপারটাকে টাইপিং মিস্টেক হিসাবে চালিয়ে দেওয়া যায়। কিন্তু হার্ডকপিতে অতিরিক্ত বানান ভুল আসলেই চোখে বাঁধে, এবং বিরক্ত লাগে। তাছাড়া ঐ যে বললাম লেখার মধ্যে অসঙ্গতি! আমার মনে হয়, কোন কোন লেখক বই প্রকাশ করার মত ততটা যোগ্যতা এখনো পর্যন্ত করে উঠতে পারে নাই। তাদের বই প্রকাশ করার জন্য আরো কিছুটা সময় নেওয়া প্রয়োজন!

যাহোক, তবে আপাতত এই হইলো আমার দেখা দুইদিনের বই মেলার অবস্থা! পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


পাঠক পেতে হলে, বইয়ের মান থাকতে হবে; বই প্রকাশের সময় হয়েছে কিনা সেটাও বুঝতে হবে, না হয় নিরাশ হওয়ার সম্ভাবনা। আপনি আমাদের মুখ রক্ষা করেছেন।

৫৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, মোটামুটি ভালই উৎসাহ পাচ্ছিল কবিতায়।
বড় ভাইদের কিছু উপদেশও পাচ্ছিল, নিজেরও চেষ্টা আছে। দোআ করবেন।

৬০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন, "হ্যা ভাই, মোটামুটি ভালই উৎসাহ পাচ্ছিল কবিতায়।
বড় ভাইদের কিছু উপদেশও পাচ্ছিল ..."

-উৎসাহ কে পাচ্ছিল?

৬১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটা পাচ্ছি হতো, লেখায় ভুল হয়ে গেছে।
বর্তমান সামু কি যে হইছে আগের মতো আর দেখা যায় না! মোবাইল ভার্সন আসছে কেবল।

আপনি বলেছিলেন, বর্তমানে মনে হয় কবিতা বেশি লেখ হচ্ছে' সেই জন্য বলেছিলাম। আমি তো আর কবি নই। সবার দেখাদেখি লেখি, উৎসাহ পাই তাই লেখি। সেটাই বলতে চেয়ে ছিলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.