নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের কাছে আমরা কি বাংলাদেশী, নাকি মুসলিম?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৭



প্রতিদিন মৌখিকভাবে অনেক মুসলমানই ট্রাম্পকে নিজেদের শত্রু বলছে; আজকে এক ব্লগারের পোস্টে দেখলাম, স্পস্ট করে লিখেছেন যে, ট্রাম্প মুসলিমদের শত্রু, অর্থাৎ একজন লোক ১৭০ কোটী মুসলমানের শত্রু; যদিও লোকটি একা, আসলে উহার কাছে যা আছে, তা দিয়ে সে ১৭০ কোটীর সাথে শত্রুতা চালিয়ে যেতে পারবে। এখন আমরা কি ১৭০ কোটীর অংশ হিসেবে, নিজের থেকে এই লোককে শত্রু ধরে নেবো? নাকি ১৭ কোটী হিসেবে নিজদের আলাদা রেখে, অকারণে নিজকে এই লোককে শত্রু না ভেবে অপেক্ষা করবো; দেখা যাক, সে আমাদেরকে কি ভাবে?

ট্রাম্পের ৭ জাতির ব্যানকে প্রথমদিকে মিডিয়াও 'মুসলিম ব্যান' হিসেবে লিখেছিল; পরে, হোয়াইট হাউজ থেকে বলা হলো, ইহা মুসলিম ব্যান নয়, ইহা ৭ জাতির ব্যান। যদি ট্রাম্প শেষমেষ একদিন মুসলিম ব্যান করে বসে, আমরা মুসলিম হয়ে ট্রাম্পের ঘোষণার অংশ হয়ে যাবো, নাকি বাংলাদেশী হিসেবে ঘোষণার বাহিরে অবস্হান নেবো?

মক্কায় যথাসম্ভব অমুসলিমদের প্রবেশ নিষেধ; অন্য কোন ধর্মে এ ধরণের কিছু নেই; ভালো কথা যে, এই নিয়ে বিশ্বের মাথা ব্যথা নেই। আমেরিকায় মুসলিম ব্যান হওয়ার সম্ভাবনা নেই; যদি কোনদিন ঘটে, তখন মক্কার ব্যাপারটা উঠে আসবে, বিশ্ব বলবে, দেখ মুসলমানেরাই সবার আগে ব্যান করেছে মানুষকে।

কোন বুদ্ধিমান মানুষ শত্রু সৃস্টি করে না; যে মানুষ আপনাকে দেখেনি কোনদিন, চিনে না, জানে না, তাকে নিজের শত্রু ভেবে যদি আপনি নিজের থেকে হয়রাণ হয়ে যান, আপনার কস্ট বেড়ে যাবে। মুসলমানেরা এমনিতেই মনের মাঝে ১৪ মিলিয়ন ইহুদীকে শত্রু বানায়ে বিরাট বোঝা মাথায় নিয়ে হাঁটছে; তার উপরে এটমবোমার আরেক মালিককে নিজের থেকে শত্রু বানায়ে বোঝার উপর শাকের আঁটি যোগ করার দরকার আছে?


মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

নাগরিক কবি বলেছেন: কেউ কারো শত্রু হতে চাইলে যে ব্যক্তিগত পরিচয় থাকতে হবে এরকম কোন কথা নেই। তবে শত্রুতা করতে হলেও বুজতে হয়, ঐ শত্রুর সাথে শত্রুতা করার ক্ষমতা কতটুকু! আজকের বিশ্ব বাজারে শুধু মুসলিম রাই যে শত্রু বানাচ্ছে তা কিন্তু নয়। সাথে সাথে তারাও শত্রুতে পরিনত হচ্ছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


একমাত্র ইরান ও আলজিরিয়া ব্যতিত মুসলিম দেশগুলোর নাগরিক ও সরকারের মাঝে ভালো সম্পর্ক নেই; কোন মুসলিম দেশের নাগরিকেরা চাইলেও বলতে পারবে না যে, আমেরিকা তাদের শত্রু; কারণ, তারা জানে না, তাদের সরকারের সাথে আমেরিকার কি সম্পর্ক!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: যে মানুষ আপনাকে দেখেনি কোনদিন, চিনে না, জানে না, তাকে নিজের শত্রু ভেবে যদি আপনি নিজের থেকে হয়রাণ হয়ে যান, আপনার কস্ট বেড়ে যাবে। - সুন্দর বলেছেন।

ট্রাম্প বাংলাদেশকে কতটা চেনে সেটাই ভাবার বিষয়। আপনার পাশের লোকটিই আপনার বড় শত্রু/বন্ধু হতে পারে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা নিজেই আগেই ধৈয্যহারা হয়ে যাচ্ছে; মুসলমানদের উচিত অপেক্ষা করা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০

আবু মুছা আল আজাদ বলেছেন: ট্রাম্প যদি শত্রু হয় তাহলে মুসলমানদের না বরং সকলের শত্রুই হবে। কারণ খারাপের ধর্ম সকলের বিরুদ্ধেই সমান সে তার নিজের লোক হলেও।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


স্বয়ং ইউরোপ ও অস্ট্রেলিয়া ট্রাম্পকে বুঝতে পারছে না; সুতরাং মুসলমানদের অবস্হা অনুমেয়

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: । মুসলানেরা এমনিতেই মনের মাঝে ১৪ মিলিয়ন ইহুদীকে শত্রু বানায়ে বিরাট বোঝা মাথায় নিয়ে হাঁটছে; তার উপরে এটমবোমার আরেক মালিককে নিজের থেকে শত্রু বানায়ে বোঝার উপর শাকের আঁটি যোগ করার দরকার আছে?

কোন দরকার নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা জানে যে, শুধু তারাই সঠিক, বাকীরা বিপথগামী; এটা মোটামুটি সমস্যা

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০২

রুরু বলেছেন: "কোন বুদ্ধিমান মানুষ শত্রু সৃষ্টি করে না।"
খুব যুক্তিগত কথা। বাংলাদেশিরা মনে হয় সে পথে হাটবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে কোন অবস্হায় কাউকে শত্রু ভাবা ঠিক হবে না

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'মুসলিম' প্রবেশাধিকার ব্যান করলেও মুসলিমদের শত্রু বলা যাবে না। তবে যদি 'মুসলিম' মুক্ত আমেরিকা বানাতে চায় (যা প্রায় অসম্ভব) তাহলে মুসলিমদের শত্রু হয়ে যাবেন তিনি। ইতোমধ্যে সৌদি আরব ট্রাম্পের পক্ষে সাফাই গাইছে...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার নিজস্ব মুসলমান আছে, 'ন্যাশান অব ইসলাম'; ফলে, আমেরিকা মুসলামমুক্ত হতে পারবে না।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকাল প্রথম বারের মত কোন আমেরিকান মুসলিম অস্কার জিতলো...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


তাই, কোন দেশী?

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: দুনিয়ার সকলেই তাকে স্টাডি করতেছে , আমাদেরো এখন তাই করতে হবে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকার কিচউ একটা করছে, কিন্তু আমরা জানবো না।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

রক বেনন বলেছেন: মক্কায় যথাসম্ভব অমুসলিমদের প্রবেশ নিষেধ - কেন?? কারণ টা কি??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


কারণ আমি জানি না; হয়তো, শহরের পবিত্রতা নস্ট হবে!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে কোন কারণ নাই,

আমার মনে হয় ট্রাম্পকে একটু বেশিই চিন্তাভাবনা করছে সবাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান মিডিয়াটে প্রতি মিনিটে গড়ে ওর নাম উচ্চারিত হচ্ছে কয়েকবার; এদিকে অনেক মিডিয়াকে হোয়াইট হাউসে যেতে দেয়নি একদিন; জল্পনা কল্পনা চলছে।

আমাদের মানুষ জানতে পারবে না, আমরা কি বন্ধু, নাকি শত্রু; সরকার জানবে একা।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

জোয়ান অব আর্ক বলেছেন: আপনি যদি কন মুসলিম নারীর গর্ভে জন্মগ্রহণ করে থাকেন, আর শুনতে মুসলিম লাগে - এরকম কোন নাম ধারণ করে থাকেন, তবে আপনার আরও ৫টি পরিচয় থাকলেও সারা বিশ্ব আপনাকে মুসলিম বলেই চিহ্নিত করবে। শাহরুখ খান বেচারা হিন্দু বিয়ে করল, ছেলে মেয়েদেরকে হিন্দু বানালো, নামাজ-রোজা, হজ যাকাত কুরবানি ঈদ - সব পরিত্যাগ করলেও মুসলিম আইডেনটিটি থেকে ইন্ডিয়ার মানুষ তাকে রেহাই দেয়নি। ফুটবল তারকা জিদানের ক্ষেত্রেও এরকমটাই ঘটেছে।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

রক বেনন বলেছেন: বাঙালি কোনো দেশেই সুখে আছে কি? নিজ দেশে??? পরদেশে??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


পরদেশের মাঝে, আমেরিকায় ২য় জেনারেশন ভালো করবে; কানাডায় ও বৃটেনে টিকে আছে।

নিজদেশে ভালো করছে বললে ভুল হবে, সেখানে টিকে থাকার চেস্টা করছে।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

রক বেনন বলেছেন: ভাবতে অবাক লাগে যে মানুষ কয়েকটি অক্ষর দিয়ে সৃষ্টিকর্তাকে পর্যন্ত ভাগ করে ফেলেছে!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি বুঝাতে চেয়েছেন, বুঝতে পারিনি; ট্রাম্প ধর্ম নিয়ে মাথা ঘামায় না।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: দেখা যাক কি হয় ? কারন বাঙ্গালীর করার মত মনে হয় এখানে কিছু নাই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


সংখ্যার দিক থেকে ১৭ কোটী ছিল বিরাট শক্তি; কিন্তু বিশ্বার দরবারে নাম নেই; সুতরাং, করার মতো তেমন কিছু নেই, অপেক্ষা করাই আসল কথা।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

কাছের-মানুষ বলেছেন: জাতিগতভাবে আমাদের স্বভাব আমরা সবসময়ি আমেরিকাকে নিজেদের শত্রু ভাবি ! যেই ব্যাক্তিটি দিনের বেলা আমেরিকা নিপাত যাক বলে জ্বালাময়ী বক্তিতা দেয় রাতের বেলায় হয়ত দেখা যাবে আমেরিকা যাবার সুযোগ এলে কোন দালালের কাছে গিয়ে বলে আমার পুলাডারে আমেরিকায় পাঠাইতে চাই কামলা দিতে ! জাতি হিসেবে আমাদের মাথায় ঘিলুর অভাব আছে !
এই হীনমন্যতা থেকে আমাদের বেড়িয়ে আশা দরকার ! আমেরিকা থেকে অনেক কিছু আমাদের শিখার আছে ।
পোষ্টে ভাল হয়েছে !

অফটপিক < ট্রাম্পের জনপ্রিয়তা এখন কেমন আমেরিকাতে , আপনার মতামত জানতে চাচ্ছি ।

বাংলাদেশী মিডিয়ার উপর আমার ঈমান কম ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষ ২০১৭ সালে ঝুলন্ত অবস্হানে আছে; আমাডের সরকারের সাথে আমেরিকার কি সম্পর্ক তা মানুষ জানে না; মানুষ নিজ দেশেই প্রবাসী; তবে, মানুষ ভাগ্য অন্বেষণে এখনো আমেরিকাকে ১নং স্হানে রাখে;

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

কাছের-মানুষ বলেছেন: আমেরিকাতে যাওকে খারাপ বলছি না আমি । আমি বলছি আমাদের মানুষ আমেরিকাতে যেতেও চায় আবার আমেরিকাকে নিজেদের শত্রুও ভাবে ! এটা দ্বিমুখী নীতি যা পরিহার করা দরকার ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের এই সমস্যা আছে

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চিন্তিত নিরন্তর বলেছেন: ট্রাম্প আমাদের উপকারেই আসছে, শুধু যারা আমেরিকা থাকতে চায়, কিংবা সেখানে যেতে চায় তাদের জন্যই খারাপ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


অসুবিধায় পড়লে, টিকে থাকার জন্য আমেরিকাই নিরাপদ দেশ।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

জাহিদ হাসান বলেছেন: মক্কায় যথাসম্ভব অমুসলিমদের প্রবেশ নিষেধ; অন্য কোন ধর্মে এ ধরণের কিছু নেই; ভালো কথা যে, এই নিয়ে বিশ্বের মাথা ব্যথা নেই। আমেরিকায় মুসলিম ব্যান হওয়ার সম্ভাবনা নেই; যদি কোনদিন ঘটে, তখন মক্কার ব্যাপারটা উঠে আসবে, বিশ্ব বলবে, দেখ মুসলমানেরাই সবার আগে ব্যান করেছে মানুষকে।[/sb
যৌক্তিক। এই যুক্তি খন্ডানোর কোন উপায় নেই। :( :((

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

জাহিদ হাসান বলেছেন: মক্কায় যথাসম্ভব অমুসলিমদের প্রবেশ নিষেধ; অন্য কোন ধর্মে এ ধরণের কিছু নেই; ভালো কথা যে, এই নিয়ে বিশ্বের মাথা ব্যথা নেই। আমেরিকায় মুসলিম ব্যান হওয়ার সম্ভাবনা নেই; যদি কোনদিন ঘটে, তখন মক্কার ব্যাপারটা উঠে আসবে, বিশ্ব বলবে, দেখ মুসলমানেরাই সবার আগে ব্যান করেছে মানুষকে।
যৌক্তিক। এই যুক্তি খন্ডানোর কোন উপায় নেই। :( :((

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের ভাবনাশক্তি বর্তমান বিশ্বের জন্য প্রায় অচল; সেগুলোর জন্য তারা ভয়ংকর মুল্য দিচ্ছে।

২০| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭

আততায়ী আলতাইয়ার বলেছেন: সমগ্র সৌদি আরব এর শ্রমবাজার রুল করতেসে ভারতীয় হিন্দু আর ফিলিপাইনিরা, মক্কার অমুসলিম ব্যানের কাহিনী কতটুকু সঠিক

০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


অন্য ধর্মের লোকেরা মক্কার বাহিরে কাজ করেন।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:

Are non Muslims allowed in Mecca?

In the City of Mecca, only Muslims are allowed. Non-Muslims may not enter or travel through Mecca; attempting to enter Mecca as a non-Muslim can result in penalties such as a fine; being in Mecca as a non-Muslim can result in deportation. In the City of Medina, both Muslims and Non-Muslims are allowed in.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.