নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিপুল পরিমাণ বই বিক্রয় হয়েছে, লেখা শুরু হোক তবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫



মনে হয়, ৬৫ কোটী টাকার বই বিক্রয় হয়েছে ১ মাসের কম সময়ে, গত বছরের তুলনায় দেড়গুণ বেশী; মেলায় ৩,৪৫০ শিরোনাম'এর(টাইটেল) বই এসেছিল, গত বছর থেকে প্রায় ৩০০ টাইটেল কম। ৯ কোটী লোকজন বই পড়তে জানেন না, ১ কোটী ২০ লাখের বয়স ৬ বছরের নীচে; বই পড়তে পারে সেই রকম ৬০ লাখ থাকে দেশের বাহিরে; পড়তে পারে, কিন্তু বই কেনার ক্ষমতা সীমিত, এই রকম আছে ৫০ লাখ; আবার এক শ্রেণী আছে, যারা সাহিত্যের বই পড়ে না; তারপরও অবস্হা কিন্তু ভালো বলতে হবে।

মনে হচ্ছে, নতুন ও পুরাতন ব্লগারদের লেখা বই ৭০টি'র বেশী হবে; বই'এর বাজারে ব্লগারেরা নতুন; আসলে ব্লগারেরা গড়ে বয়সের দিক থেকে অন্য লেখক গ্রুপ থেকে অনেক বেশী নতুন; এতে উৎসাহ যেমন প্রবল, মার্কেটিং এ কিছুটা কম দক্ষ হওয়ার কথা। ফলে, ব্লগারদের অবস্হা কিছুটা অনুমেয়। তারপরও, সময়ের সাথে অবস্হা বুঝা যাবে, আগামী কয়েকদিনে গ্রন্হকার ব্লগারেরা নিশ্চয় আভাস দেবেন।

এবার মেলার সময় দুরে থাকার ফলে, আমার পক্ষে সরজমিনে কিছু দেখা সম্ভব হয়নি; ব্লগের পোস্ট থেকে ব্লগারদের বইগুলো সম্পর্কে কিছু ধারণা হয়েছে; ব্লগার লেখকদের সম্পর্কে বাকী ব্লগারদের মোটামুটি ধারণা আছে।

আগামী বছর, ব্লগারদের লেখা বইয়ের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে; অনেকেই বই লেখার কথা ভাবছেন বলে মনে হয়। যাঁদের বই প্রকাশ হয়েছে, তাঁরা যদি নিজেদের অভিজ্ঞতা নিয়ে পোস্ট দেন, সবাই একটা পরিস্কার ধারণা পাবেন।

ব্লগের পোস্ট থেকে আমার কেন যেন মনে হয়েছে যে, বেশীর ভাগ বইয়ের প্রচ্ছদ আকর্ষণীয় ছিলো না; অনেক ক্ষেত্রে শিরোনামও কেমন যেন কঠিন। আরেকটা ব্যাপার, এতে লেখকেরা মন খারাপ করবেন না প্লীজ, অনেক ব্লগার লেখকের ব্লগিং এলাকায় গিয়ে আমি দেখেছি যে, এঁরা অনেকেই ব্লগে তেমন একটিভ নন; এঁরা অন্যের পোস্ট কম পড়েছেন, কিংবা কমপক্ষে পড়ার পর, কোন ফিডব্যাক দেননি; এটা তেমন কোন পরিমাপ নয়, এটা নিয়ে চিন্তিত না হলেও চলবে।

এক মা ৪ বাচ্ছাকে নিয়ে ট্রেনে যাচ্ছিলেন, বাচ্ছারা ট্রেনে উঠতে পেরে, হয়তো অনেক আনন্দিত হয়েছিল, ছোটাছুটি করছিল; মা তাদের কন্ট্রোলে রাখার জন্য ছোটখাট চড় মড় দিচ্ছিল। এক তরুণী সহযাত্রী বাচ্ছাদের মাকে বাচ্ছা পেটানোর অপবাদ দিলো। বাচ্ছার মা তরুণীকে প্রশ্ন করলেন, "আপনার বাচ্ছা কয়জন? তরুণী উত্তর করলেন, "এখনো বিয়ে করিনি"। তখন বাচ্ছাদের মা বললেন, "আগে বিয়ে করুন, তারপর মুখ খুলবেন।"

মন্তব্য ৮৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১

গেম চেঞ্জার বলেছেন: শেষের কৌতুকটা বলে শাক দিয়ে মাছ ঢাকার মতো কাজ করছেন। যাই বলেন, ব্লগারদের বই বের করার ব্যক্তিগত কারণটি যদি পপুলারিটি হয়ে থাকে তাহলে তাঁরা ভুল করছেন। বুদ্ধিবৃত্তিকভাবে অন্য লেখকরা যেভাবে নিজেদের পাঠক সারাদেশে বাড়াচ্ছেন তাদের বেশিরভাগকেই সেরকম মনে হয়নি। তবে যারা জনপ্রিয়তা নয় অন্য কারণে বই বের করছেন তাদের বেলায় এই থিওরি প্রযোজ্য হবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ধারণা সঠিক।
ব্লগারদের সুবিধা হলো, বাজারে প্রবেশ করার আগে, নিজকে পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

চিন্তিত নিরন্তর বলেছেন: ব্লগারদের বই লেখায় অনুপ্রানিত করে অনেকে বই প্রকাশনী খুলে বসেছিল। অনেকে ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



একে তো ব্লগারদের মানি ব্যাগ নেই, তার উপর এই অবস্হা? আমরা সমাধান বের করবো।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

জাহিদ হাসান বলেছেন: আমি প্রচুর লিখি। বহু বছর ধরে লিখি। সমস্যা হল বই ছাপঁতে গেলেই প্রকাশকরা এত বিপুল পরিমান টাকা দাবী করেন যা আমি কখনই জোগাড় করতে পারি না। আগে তো বই ছাপাঁনো-তারপর তা বইমেলায় পৌছানো। প্রকাশকরা যদি আমার একটা বই ছাঁপতেন কোন টাকা ছাড়াই তবে নাহয় আরো অনেক আকাশকুসুম কল্পনা করতে পারতাম।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিলোসফিতে অনার্স করছি। অনার্স প্রথম বর্ষ।
সময় তো সামনে আরও আছে, সময় ও ক্ষমতা একদিন আমারও হবে। সেদিন দেখিয়ে দিবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



পথ খুঁজতে হবে, প্রকাশকেরা যদি বেশী লোভী হয়, তাদের তাঁত নস্ট হবে একদিন; আপনি লিখে হাত পাকা করুন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

নিষ বলেছেন: আমি ২২ টি বই কিনেছি বইমেলায়। ব্লগার খায়রুল আহসানের একটি বই বাকি আছে। সেটাও কিনব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাদের মান সন্মান বাঁচায়েছেন।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

জাহিদ হাসান বলেছেন: ব্লগ লিখছি আজকে পাচঁ বছর। একটা বই বের করতে পারলাম না। এইটা আমার অযোগ্যতা না। আমার পকেটের অযোগ্যতা। |-)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


অনেক কিছু সময় মতো হয় না, পিছিয়ে যায়; মন বেশী খারাপ করবেন না, বিয়েটা কমপক্ষে ঠিক সময়ে করবেন।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

নাগরিক কবি বলেছেন: হি হি হি, তাহলে আগামী বই মেলায় কোন প্রকাশকের কাছে গিয়ে কান্নাকাটি করে একটা বের করেই ফেলি।। :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখায় মন দেন, প্রকাশক যেন লান্চে ডাকে কয়েকবার।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। শেষের কৌতুকটা ভালো লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভাবার শুরু করেন, লোকজন লেখক হয়ে গেছে!

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

নাগরিক কবি বলেছেন: এটা অবশ্য দামি কথা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



দাম দিলে, দাম বাড়ে; লিখলে নাম বাড়ে

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

আহা রুবন বলেছেন: ‌এবারে তরুণ লেখকদের বই ভাল চলেছে, এটা আনন্দের সংবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


বড় খবর দিলেন, খুবই বড় খবর

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

উম্মে সায়মা বলেছেন: খবরটা শুনে বিস্মিত হয়েছিলাম আর ভালো ও লেগেছে। খুব কম সংখ্যক লোক ই বই কিনেছে। এমন কি ঢাকার বাইরে থেকেও বেশিরভাগ পাঠক বই মেলায় আসতে পারেনা। তবুও এত টাকার বই বিক্রি হয়েছে। ব্যাপারটা খুবই আশাব্যঞ্জক।
ঠিক বলেছেন চাঁদগাজী ভাই। ব্লগে লিখে লেখার মান অনেকটা যাচাই করা যায়। যারা নিজের লেখার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা এরপরের বার বই বের করার কথা ভাবতেই পারেন।
যারা বই বের করেছেন তাদের ফিডব্যাক শুনতে আগ্রহী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



টাকা তো ৪০ কোটী থেকে ৬০ কোটী করে দিয়েছি, এবার পোস্টটা আবার পড়েন।

আমি টাকার পরিমাণ শোনার পর, রেডি হচ্ছি, ক্রেডিট কার্ডে বড় ধরণের কিছু কেনার কথা ভাবছি।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

ওমেরা বলেছেন: বই বেচা কেনা নিয়ে আমার কোন কথা নেই তবে শেষের কৌতুকটা ভাল লেগেছে ধন্যবাদ ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


কাজ হয়েছে, শেষ অংশ কিছু পাঠকের টেনেছে, দেখছি।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালোলাগলো।

তয় কৌতুকটা কি অাপনার জন্য!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


বই না লেখে, বই নিয়ে কথা বলছি।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

জাহিদ অনিক বলেছেন: ইন্ডিপেন্ডেন্ট টিভির বরাত দিয়ে বলা যায় এবার বই মেলায় মোট ৭৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে । নতুন বই এসেছে প্রায় ৩৪০০।

আমি মেলায় উপস্থিত ছিলাম প্রায় ১৩/১৪ দিন । থেকেছি রাত ৯ টা সাড়ে ৯ টা অব্দি। আজকে সমাপনী দিনেও ছিলাম দুপুর ১ টা থেকে রাত ৯ টা অব্দি । ঘুরে বেড়িয়েছি লেখকদের সাথে । কথা বলেছি কয়েকজন লেখকদের সাথে যাদের বই ভালো বিক্রি হয়েছে এবং আড্ডা দিয়েছি তাদের সাথে যাদের বই ভাল বিক্রি হয় নি ।
কিনেছি মোট ৭ টা বই । ব্লগারদের বই দুইটি ।

বেশিরভাগ লেখক যাদের বই খুব একটা বিক্রি হচ্ছে না তাদের কাছ থেকে শুনতে হয়েছে, " আরে ভাই, প্রথম বই ৩০০ কপি বের করেছি ৫০/৬০ কপি বিক্রি হলেই খুশি। "

এর কারন কি ? কারন তাদের লেখার মান খারাপ তা না । তাদের মার্কেটিং নেই ।
আনিসুল হক, সাদাত হোসাইন এদের বই বিক্রি ভাল হচ্ছে কারন এদের মার্কেটিং আছে, লেখার হাত আছে। লেখার হাতই যে সবকিছু না সেটাই বড় কথা এই যুগে বই বিক্রি করতে হলে বাজার ব্যবস্থাপনা জানতে হবে।
সেটা হোক বড় কোন ছায়াতলে এসে বা ফেসবুকে লাইভ ভিডিও করে বা অন্য কোন উপায়ে ।

আনিসুল হক তার বই এর নাম দিয়ে টি-শার্ট বানিয়ে স্টলে যারা বই বিক্রি করেন তাদের গায়ে পড়িয়ে দিয়েছেন, কতজন লেখক এই কাজ করবেন !

আর যাদের বই মোটামুটি ভাল বিক্রি হচ্ছে তাদের কথা ছিল এইরকম, "ভাই, সাত দিনে প্রথম মুদ্রণ শেষ, আজকে আমার বই স্টলে নেই, কাল আসবে প্রকাশক জানিয়েছে। "

তারা কত কপি করে বই এনেছিল এক মুদ্রণে ? ১০ কপি না ৫০০ কপি !! এটাও কিন্তু মার্কেটিং !!


তবে নতুন লেখকদের বই বিক্রি হচ্ছে । কেউ কেউ আবার বই বের করেছেন বিনা লাভে ।
বই বের হবে । অনেক লেখকের বই আজকে শেষ দিনেও বের হয়েছে !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:
"আনিসুল হক, সাদাত হোসাইন এদের বই বিক্রি ভাল হচ্ছে কারন এদের মার্কেটিং আছে, লেখার হাত আছে। "

-আনিসুল হকের বই যদি বিক্রয় হয়, তা'হলে মেলায় হয়তো অনেক বাদাম বিক্রতা বই কিনতে গেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


এখন আপনার দেখা মেলা, লেখক, বই, সবকিছু নিয়ে একটা পোস্ট দেন, আমাদের সবার কাজে লাগবে।
অনেক ধন্যবাদ, আপনি সরজমিনে ছিলেন, আসল খবর পাওয়া গেলো; আমি বিক্রয়ের টাকার পরিমাণ বাড়ি্যে দিলাম।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন: হা হা হা , বাদাম নিয়ে বই মেলায় ঢোকা যায় না ! আফসোস বেড়ে যাচ্ছে আমার ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আনিসুল হক সাহেবের ১টা বই পড়ার শুরু করেছিলাম, ১০ মিনিটে ধৈয্যের অবসান; অন্য একজনকে উফার হিসেবে দিতে হয়েছিল।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: দিব চাঁদগাজী ভাই, অবশ্যই পোষ্ট দিব । একটু গুছিয়ে লিখে নেই ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, আমরা অপেক্ষা করবো।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

নেয়ামুল নাহিদ বলেছেন: আমি কালকে একটা অভিজ্ঞতা শেয়ার করবো ভাবছি :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



আমরা তৈরি, গ্রন্হকারেরা অভিজ্ঞতার কথা বলুন

১৭| ০১ লা মার্চ, ২০১৭ রাত ২:০৮

শিখণ্ডী বলেছেন: জাহিদ অনিক বই মার্কেটিং-এর কথা বললেন। ভাল কথা, যারা নতুন লিখতে শুরু করেছেন তার বইমেলার সময় বই বের না করে একটু আগে করলে কি ভাল হয় না? পরিচিত বন্ধু-বান্ধবদের, ব্লগারদের সহযোগিতা নিয়ে প্রচারের কাজে মনে হয় একটু সুবিধা পাওয়া যাবে। কোনো কাজে যারা পিছিয়ে তাদের তো একটু আগে শুরু করা উচিত।

০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমি দেখছি, আপনি মার্কেটিং'এর গুরু; আগে বের করতে পারলে অবশ্যই প্রচারে সুবিধা হবে। টাইপো মাইপো করিনি, আশাকরি

১৮| ০১ লা মার্চ, ২০১৭ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: রেডি হন। আগামীতে আপনিও বই বের করে ফেলুন। এ টাকার একটা অংশ তাহলে আপনার একাউন্টে থাকবে :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমি টাইপিং শুরু করেছি, আপনার খবর কি?

১৯| ০১ লা মার্চ, ২০১৭ রাত ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: আমি ভাই নতুন ব্লগার। নিতান্ত আনাড়ি। আপনারা সিনিয়র রা এগিয়ে যান। আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভবিষ্যতে যদি সাহস করতে পারি টাইপিং শুরু করব :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


মধুসুদন দত্ত ১ দিনও ব্লগিং করার সুযোগ পাননি; গাছ বেশী পুরানো হলে, ফল কম দেয়।

২০| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেষের স্টেপ বলতে কি বুঝিয়েছেন, আগে বই বের করুন তারপর বই সম্পর্কে বলবেন?

আমি খুশি হইছি এই আলোচনায়। ভালো পরামর্শ দিয়েছেন। লেখকদের কাজে লাগবো।

০১ লা মার্চ, ২০১৭ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



নিজে কিছু না লিখে উপদেশ দেয়ার চেস্টা করছি।

২১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: মার্কেটিঙটা খুব জরুরী!
নামিদামিরা পত্রিকায় দেয় বিজ্ঞাপন, আর তরুণেরা প্রচার চালায় ফেসবুকে, বড়জোড় ব্লগে। স্বাভাবিক ওদের মত বিক্রি হবে না।
তবে তরুণেরাও বৃদ্ধ আর ম্যাচিউর হবে একদিন

০১ লা মার্চ, ২০১৭ ভোর ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



মানুষকে জানাতে হবে, এটা বড় পষক্ষেপ

২২| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আনিসুল হকের বই কোনো এক সময় পড়া যেত!!
এখন আর পড়িনা। আপনার কমেন্ট ভালো লাগছে। বাদাম বিক্রেতারা কিনবে +++

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


মৃত-ভাবনাশক্তির মানুষ জনাব আনিসুল হক।

২৩| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:০১

রোকসানা লেইস বলেছেন: "৬৫ কোটী টাকার বই বিক্রয় হয়েছে ১ মাসের কম সময়ে" বাক্যটি অনেক আশান্বিত করে । প্রকাশকের এবার উচিত লেখকদের সম্মানিত করা।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, প্রকাশকেরা লেখকদের সন্মান করবেন; না হয়, উনাদের ব্যবসারও ক্ষতি হবে।

২৪| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: এই একমাসই তো বই বিক্রি হয় আর সারা মাস নাই

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আগামী ২/৩ মাস পাঠকেরা মেলায় কেনা বই পড়তে থাকবেন, বই'এর দোকানে মানুষজন কম যাবেন, মনে হয়।

২৫| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:২১

রক বেনন বলেছেন: আমার দেখা কয়েকজন পাঠক কে দেখেছি যারা বলে বেড়ায় অমুকের বইয়ের মতো ভাল না, তমুকের মতো লিখনি নেই। আর কিছু আছে যারা নামি দামি লেখকের বই পড়ে ভাবে অনেক ম্যাচিউরড পাঠক হয়ে গিয়েছে, বাকিদের লেখা হালকা, সস্তা ধরনের মনে হয় তাদের কাছে। এইসব ধারণা থেকেও বের হয়ে আসতে হবে।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



অনেক ইমোশানেল পাঠক আছেন, নামকরা লেখকের লেখা পড়ে নিজকে লেখকের স্তরে ভাবতে থাকেন।

২৬| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:২১

রক বেনন বলেছেন: আমার দেখা কয়েকজন পাঠক কে দেখেছি যারা বলে বেড়ায় অমুকের বইয়ের মতো ভাল না, তমুকের মতো লিখনি নেই। আর কিছু আছে যারা নামি দামি লেখকের বই পড়ে ভাবে অনেক ম্যাচিউরড পাঠক হয়ে গিয়েছে, বাকিদের লেখা হালকা, সস্তা ধরনের মনে হয় তাদের কাছে। এইসব ধারণা থেকেও বের হয়ে আসতে হবে।

২৭| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছেলে মেয়ে আর নিজের জন্য মোট ২১টা বই কিনেছি। ৬৫ কোটি টাকার ভিতর আমার ৩৫০০ টাকা (প্রায়)ও আছে। =p~ =p~

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক টাকা ব্যয় করেছেন, ব্লগারেরা বড় ধরণের পাঠক!

২৮| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১৯

নয়ন বিন বাহার বলেছেন: প্রকাশক তার লাভ বুঝে নিবেই। সে কখনো পকেট চালান দিবে না নিশ্চিত নিশ্চয়তা ছাড়া। আর এ নিশ্চয়তা একজন লেখক কিভাবে প্রকাশককে দিবেন তা খুঁজে বের করতে হবে তার নিজকেই।।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রকাশক যদি প্রফেশানেল বিজনেস করেন, সেটা ঠিক আছে; নতুন লেখকদের পকেট কাটার চেস্টা করলে সমস্যা।

২৯| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: কৌতুকটা পড়ে বেশ মজা পেলাম :D

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


তাই, মনে হয়, চেস্টা করার দরকার।

৩০| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: খুশির খবর!!!


তাইলে বাদাম বিক্রি থুক্কু বই লেখা শুরু করে দেই!:)

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


লেখকদের সুসময় আসছে; ফেব্রুয়ারীতে লাগাতার হরতাল না হলেই হলো।

৩১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: ব্লগের পোস্ট থেকে আমার কেন যেন মনে হয়েছে যে, বেশীর ভাগ বইয়ের প্রচ্ছদ আকর্ষণীয় ছিলো না; অনেক ক্ষেত্রে শিরোনামও কেমন যেন কঠিন। আরেকটা ব্যাপার, এতে লেখকেরা মন খারাপ করবেন না প্লীজ, অনেক ব্লগার লেখকের ব্লগিং এলাকায় গিয়ে আমি দেখেছি যে, এঁরা অনেকেই ব্লগে তেমন একটিভ নন; এঁরা অন্যের পোস্ট কম পড়েছেন, কিংবা কমপক্ষে পড়ার পর, কোন ফিডব্যাক দেননি; এটা তেমন কোন পরিমাপ নয়, এটা নিয়ে চিন্তিত না হলেও চলবে।
- আপনার কথা গুলো বেশ ভাবনা এবং চিন্তার। যা মাথায় রেখে কাজে লাগাতে হবে।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


ভালো ব্লগার হলে যে, ভালো লেখক হবেন, এ ধরণের নিশ্চয়তা নেই; তবে, যারাঁ একটিভ ব্লগার, তাঁরা অন্যদের ফিডব্যাক থেকে নিজকে বুঝার সুযোগ পান।

৩২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: ব্লগে লিখতে লিখতে অনেকেই লেখক হয়েছেন এটি একটি আশার কথা। হয়তো এদের মধ্য থেকেই আগামী দিন কেউ ভাল লেখক হবেন। শুরু করাটাই তো আসল।

আচ্ছা, আপনার কোন বই বেরিয়েছে?

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



না, আমার কোন বই বের হয়নি; ভাবছি লিখব।

আপনিও চেস্টা করেন। বই বের করতে হবে বইমেলার বেশ আগে।

৩৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

শ্রাবণধারা বলেছেন: গত বছর ফেব্রুয়ারী মাসে দেশে ছিলাম - বই মেলায় গিয়েছিলাম একদিন। লিটল ম্যাগ চত্ত্বর ঘুরে ঘুরে নতুন লেখকদের একগাদা বই কিনেছিলাম । মজার বিষয় হলো একটা বা দুটো ছাড়া শুধু নতুন লেখকদের বইই কিনেছিলাম- এদের মধ্যে অনেকেই এই ব্লগে লেখেন। আবার অনেকের বই খুজেছি কিন্তু পাইনি । সেবার ছুটির সময়টায় মোটামুটি সবগুলো বইই কমবেশি পড়েছি ।

এবার আর বইমেলায় শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি, যদিও ঐ সময়ে দেশে গিয়েছিলাম । ১৩ ফেব্রুয়ারী উত্তরা থেকে শাহবাগের দিকে রওয়া হয়েও অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছি । এত বেশি জ্যাম ছিল রাস্তায় ...!!! এখন অবশ্য বইমেলা সংক্রান্ত পোস্টগুলো দেখে মনে হচ্ছে আহা, কেন যে গেলাম না ।

( গত বছর যাদের বই কিনেছিলাম, তাদের একজন আপনার এই পো্স্টে মন্তব্য করেছেন দেখতে পাচ্ছি !!!!)

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আমি দুরে থাকায় যেতে পারিনি। বিদেশ থেকে দেশে গেলে জ্যামের জন্য অনেক প্ল্যান ভেস্তে যায়।
লেখক হিসেবে, সময়ের সাথে ব্লগারেরা সবার থেকে ভালো করবেন, ব্লগে থাকার ফলে, লজিক্যালী ভাবার সুযোগ বাড়ে।

৩৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১৯৮৮ সাল থেকে টুকটাক লিখি। কিন্তু আজো আমার কোন লেখাই লেখা হতে পারলো না। আফসোস!

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্ল্যান করেন, লেখাগুলোকে প্রকাশ করার ব্যাপারে অন্য লেখকদের পরামর্ষহ নেন।

৩৫| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মুশি-১৯৯৪ বলেছেন:

৬৫ কোটী টাকার বই বিক্রয় হয়েছে আর ৩,৪৫০+ বই প্রকাশিত হয়েছে, শুনে আমার যাকে বলে ’তব্দা লাগা’।
যাই হোক বাংলা একাডেমী, বাংলা ভাষার উন্নয়নেই যারা কাজ করছেন বলে আমি যানি তারা প্রকাশিত বইয়ের সংখ্যাকেই বেশী গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয়।
প্রকাশিত একটি বইয়ের নাম দেখলাম ’ এক কোটি লাইক তোমাকে’, বইটির বিক্রিও দেখলাম খারাপ না, তাই আবারও ’তব্দা লাগা’ হইয়া গেলাম।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



'এক কোটি লাইক তোমাকে', এটা তো ব্লগার আরণ্যক রাখালের গল্পের শিরোনাম! উনি চুপে চুপে বই করেছেন নাকি?

-মানুষ বই পড়ছে, ভালো

৩৬| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

গেম চেঞ্জার বলেছেন: আপনাদের আমেরিকায় কি এত বড় বইমেলা হয়?

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এসব স্তর অনেক আগেই অতিক্রম করেছে হয়তো। আমেরিকানরা বই পড়ে।

৩৭| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: মনে মনে ভাবছি/ আশা করছি আমিও একদিন একটি বই প্রকাশ করবো চাঁদ্গাজী ।
বিশেষ করে আমার এক্সটেনসিভ ক্যাম্বোডিয়া,মায়ানমার,থাইল্যান্ড আর চীন ভ্রমনের উপর :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা এই এলাকাগুলো ভ্রমণ করছেন; তাঁরা যাবার আগে অনেক কিছু বুঝতে চাইবেন, আপনার অভিজ্ঞতা এখানে কাজ করবে।

৩৮| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:১৯

টুনটুনি০৪ বলেছেন: গুরুত্বপুর্ণ পোষ্ট করেছেন।
লাইক দিয়ে গেলাম।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


টাইপিং শুরু করেন।

৩৯| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

মুশি-১৯৯৪ বলেছেন:

জীবনান্দ দাশ তার জীবনদশায় ২১টি উপন্যাস রচনা করেছিলেন, কিন্তু জীবনদশায় তার একটিকেও তিনি ছাপার অক্ষরে আলোর মুখ দেখাতে চাননি, বা দেখেনি।যেভাবেই বলি না কেন ,বর্তমান সময়ে লেখকদের সবাই যশঃপ্রার্থি, কিন্তু যে পাঠক না জেনেই ‘এক কোটি লাইক’ উপন্যাসটি কিনলেন, তার সাথে কি এটি প্রতারনা নয়। নিশ্চই প্রতিটি বইয়ের প্রুফ দেখ বই কেনা সম্ভব নয়।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



বই সম্পর্কে আমার ধারণা খুবই ক্ষীণ; আমার চোখের সমস্যা আছে, আমি বই সম্পর্কে রিভিউ পড়ি।

বেচারা জীবনান্দ দাশ বাবু খারাপ সময়ে এসেছিলেন বিশ্ব, কোন সাহায্য পাননি, শান্তি পাননি।

৪০| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

নেয়ামুল নাহিদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমার কবিতার বইটা কিছু ব্লগারকে শুভেচ্ছা কপি দিতে চাই, কিন্তু কিভাবে। এ বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু তেমন রেসপন্স পাইনি :(
কোনভাবে সহযোগিতা করতে পারলে ইমেইলে জানাবেন - [email protected]
যারা কবিতা ভালোবাসে তাদেরকে দিতে চাই, আমি চেষ্টা করবো বইটা পরের মেলা পর্যন্ত না রাখার। পরের মেলায় অন্যকিছু নিয়ে আসবো :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ, আমার জন্য ১ কপি রাখেন; আমি দুরে আছি, সময় মতো সংগ্রহ করে নেবো (আমি আপনার খরচের কথা মনে রাখবো)।

ব্লগারদের মাঝে যাঁরা আপনার লেখা পড়ে থাকেন, তাঁদেরকে আপনার ইচ্ছা জানান।

৪১| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৫:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগছে আপনার লেখা কৌতুক পড়ে । B-)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষ আমার রাজনীতি বেশী পছন্দ করছে না, এখন জোক ফোক করার চেস্টা করছি।

৪২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪০

জাহিদ অনিক বলেছেন: আমি ভেবেছিলাম আমি বই মেলার একটা ছোটখাট রিভিউ লিখব । আসলে আমার যা মূল কথা লেখার ছিল সেটা আপনার এই পোষ্টের মন্তব্যেই লিখে দিয়েছি ।
এর পরে যা ছিল তা নেয়ামুল নাহিদ , রেজা ঘটক, খায়রুল ভাই এরা সবাই এক এক করে পোষ্ট করে লিখেছেন । তাই আর আলাদা করে পোষ্ট লিখলাম না ।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি তো ধারণার উপর পোস্ট দিয়েছি; আপনি যা দেখেছেন, সেটাই আসল; মানুষের উৎসাহ, কারা বই কিনছেন, এদের মাঝে কি পরিমাণ আসল পাঠক আছেন, নাকি টাকা আছে বলে কিনছেন; লেখকদের কেমন দেখলেন; প্রকাশকেরা কেমন করে ব্যবসা চালাচ্ছেন; মোড়ক খোলার সময় কি কি বলছেন, সেগুলোর কোন অর্থ আছে কিনা; কি পরিমাণ বই তেমন জনপ্রিয়তা পায়নি; কোন ধরণের বই বেশী বিক্রয় হয়েছে, অনেক কিছুই লেখার আছে।

খায়রুল হাসানের মুল ঘটনা হচ্ছে জুতো চুরি। আমি নেয়ামুল নাহিদের পোস্ট এখনো পড়িনি হয়তো; রেজা ঘটকের লেখায় মেলায়ই আসল, উনি বোধ হয় আড্ডা দিতে পছন্দ করেন, সারা বছর মেলা চললে উনার জন্য ভালো হতো, চা খেতে পারতেন।

৪৩| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

আরইউ বলেছেন: শেষ কবে বই মেলায় গিয়েছিলেন? আমি ঠিক মনে করতে পারিনা কবে। বয়স হয়েছে, সব মনে থাকেনা।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


আমি গত বছর গিয়েছিলাম।

আপনার বয়স কি পরিমাণ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.