নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বই মেলায় নাকি রাজনীতি, রাজনৈতিক বিষয়ের বই বিক্রয়ই হয়নি?

০৩ রা মার্চ, ২০১৭ ভোর ৫:০৬



আমি আর পোস্ট লিখছি না, ফিনিতো, কাপুত! ব্লগার জাহিদ অনিক বললেন, বই মেলায় ভালোবাসার উপন্যাস, ভুত-পেত্নী, আর কবিতার বই বিক্রি হয়েছে; রাজনীতির উপর সব বই শেষদিন যাকে তাকে উপহার হিসেবে দিয়েছেন(অনুমান) লেখকেরা, মানুষ নাকি কয়েক বোঝা বই পেয়েছেন; পরিবহন না থাকাতে বই নেয়াও সম্ভব হচ্ছিল না; স্বয়ং অনিক ৩২ কিলোমিটার হেঁটে ঘরে গেছেন; ৩২ কিলোমিটার হেঁটে যাওয়ার সময়, আপনি লাইলী মজনু উপহার দিলেও বেচারা নিতে চাইবে না, কিসের আবার রাজনীতির বই!

মেলায়, কার কার রাজনীতির বই আসতে পারে? মাহমুদুর রহমান মান্না, ড: এমাজুদ্দিন, আসিফ নজরুল, বিএনপি'র মওদুদ, ব্লগার মেঘদুত, রনি না ফনি কে একজন আছেন, আওয়ামী লীগ থেকে বিতাড়িত! আর কে লিখতে পারেন, আর কে লিখতে পারেন? শায়মা, কিংবা গেমু?

মাহমুদুর রহমান মান্নার লেখা বই পড়লে আপনিও জেলে যাবেন; উনি সবচেয়ে বুদ্ধিমান ছাত্রনেতা; উনাকে শেখ হাসিনা এমপি'র নমিনেশন দিয়েছিলেন, উনি পরাজিত হয়েছিলেন; পরাজিত হলে অনেকের মাথা ঠিক থাকে না; উনি ২০১৫ সালে ঢাকার মেয়র হওয়ার জন্য বুদ্ধি নিচ্ছিলেন নিউইয়র্কে লুকিয়ে থাকা মেয়র খোকা থেকে; বেচারা, অনেকদিন লালঘরের ফ্রি ভা্ত খেয়েছেন।

আরেক লেখক হচ্ছেন ড: এমাজুদ্দিন সাহেব; উনার বই আপনাকে পড়তে হবে না, বেগম জিয়া কেন ৯০ দিন বিএনপি অফিসে ঘুমালেন, সেটা যদি বুঝতে পারেন, এমাজুদ্দিন সাহেবের মতো একটা পিএইচডি আপনারও পাওয়া উচিত, আপনি হাত তুলবেন, আমি আপনাকে পিএইচডি'র সার্টিফিকেটটা দিয়ে দেবো। ড: এমাজুদ্দিন সাহেব হচ্ছেন বেগম জিয়ার রাজনৈতিক উপদেস্টা ও বিএনপি'র থিংক ট্যাংক; উনার লেখা প্রায় সময় 'বিডি নিউজ-২৪' এ থাকে; আপনি পড়ে দেখতে পারেন, পয়সা লাগবে না।

আসিফ নজরুল সাহেব আইনের প্রফেসর, মনে হয়; উনি জীবনে অনেক ডিগবাজী দিয়েছেন, শুরু করেছিলেন ঘাতক দলালদের ফাঁসী চেয়ে; শেষদিকে অল্পের জন্য মুক্তিযোদ্ধাদের ফাঁসী চাননি; এদের জন্য রাজনীতি আসেনি; এরা রাজনীতি ও ষড়যন্ত্রের মাঝে পার্থক্য বুঝেন না।

বাকী রলো মওদুদ সাহেব, উনি বই লিখেছেন, নামটা ভুলে গেছি; বইটা ছিল ইংরেজীতে; এখন বাংলা করা হয়েছে কিনা কে জানে! সবগুলোই ছিলো সৌজন্য কপি; পিন্টু থেকে ফালু, লালু থেকে কালু সবাই ১ কপি পেয়েছেন। আপনি এখনো না পেলে পেয়ে যাবেন; ৫ টাকার বাদাম কিনবেন, ঠোংগা যদি ইংরাজী বইয়ের পাতা দিয়ে তৈরি হয়, সেটা যথাসম্ভব উনার বই'এর প্রথম পাতা।

রাজনীতির বই বিক্রয় হবে, বিক্রয় হবে, সামনে যদি মুহিত সাহেবের বই বের হয়, হয়তো বিক্রয় হবে; সেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা অন্য একাউন্টে সরানোর জন্য পাসওয়ার্ড থাকতে পারে অটোগ্রাফ হিসেবে।

ছবি: পাবলিক ডোমেইন থেকে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ ভোর ৫:৫১

পথে-ঘাটে বলেছেন: রাত দুপুরে আপনার লেখা পড়ে আমার আক্কেল গুড়ুম। ঘুম না আসলে চাঁদগাজী ভায়ের পদত্যাগ চাই।

০৩ রা মার্চ, ২০১৭ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


এত রাতে ব্লগে? নেশা নেশা ভাব? মনে হচ্ছে, এটা মোটামুটি ছোট খাট সমস্যা।

মেলায় রাজনীতির বইয়ের পাঠক নেই শুনে, আমর ঘুম ইত্যাদি বাস্পীভুত হয়ে গেছে!

আপনি ঘুমিয়ে নেন।

২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন। বাংলাদেশ ব্যাংকের টাকা মেরে দেয়াটা খুব সোজা! গ্যাসের দাম বাড়িয়ে ট্রাক বাসের ধর্মঘট, মানুষ ভুলেই গেল গ্যাসের কথা, সব ঠান্ডা!

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ হলো সব ধরণের হরতালের আবিস্কারক; শাহজাহান খান মানুষের মগজকে ঘুরানোর চেস্টা করছে। খান সাহেব বোম্বেতে জন্ম নিলে দাউদ ইব্রাহিমের মন্ত্রী হতো, ঢাকায় থাকায় দেশ চালাচ্ছে।

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২২

ওমেরা বলেছেন: বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আগ্রহ নেই ।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


'৭১ সালের পর, অনেক ক্রীতদাস জন্মেছে বাংলায়, সবাই খালি আরব ও মালয়েশিয়ায় যেতে চায়।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: মনটা খারাপ !!!


তবুও আপনার শেষের লাইনটা পড়ে খুব হেসেছি!!:)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



চেস্টা করছি, চেস্টা করছি; ব্লগে অনেকেই মন খারাপ করে বসে থাকে; সমস্যা হলো, মুহিত সাহেব ভুল পাসওয়ার্ড দিতে পারে, বেচারা নিজের নাম লিখতেও ভুল করে, হয়তো।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

আহা রুবন বলেছেন: আমরা তো সবাই রাজনীতিবিদ( :P ) রাজনীতির বই কিনব কেন?

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রশ্নপত্র পেয়ে পাশ করলে, রাজনীতি তো দুরের কথা, পাটী গণিতও জানার কথা নয়।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

হাতুড়ে লেখক বলেছেন: ওহ! এটা কৌতুক ছিল? B:-)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি সিরিয়াস, কৌতুক, ফৌতুকের ভেতর আমি নেই।

৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: ৫ টাকার বাদাম কিনলে, ঠোংগা যদি ইংরাজী বইয়ের পাতা দিয়ে তৈরি হয়, সেটা যথাসম্ভব উনার বই'এর প্রথম পাতা। :#) :> :-P =p~ !:#P ;) B-)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনুসরণ করার চেস্টা করছি।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

সাহসী সন্তান বলেছেন: ছোট-বড় বা মাঝারি, সবাই যখন কম/বেশি রাজনীতিবিদ হয়ে ওঠে তখন বইমেলায় রাজনৈতিক বই বিক্রি না হওয়াটাই স্বাভাবিক! তাছাড়া বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক লেখকদের যা অবস্থা!

একই ঘটনা দুই কিসিমের মানুষ দুইভাবে বর্ননা করে! তখন আসলে নিজেই কনফিউসড হয়ে যাই, কোনটা ধরবো কোনটা ফেলবো এটা ভেবে!

পোস্টের পুরো ব্যাপারটাই ফানি হয়ে গেছে! বুঝতেছি না আপনি রাজনীতিকে রম্যের মত করে লেখার চেষ্টা করতেছেন কিনা? তবে যা বলেছেন খারাপ কিছু বলেন নাই!

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি আধুনিক মানুষ একজন রাজনীতিবিদ; মানুষকে ভোট দিতে হয়, জাতি ও নিজের জন্য; অনেক দেশে ভোটাধিকার কেড়ে নেয়, জোর করে ভোট নেয়, ভোট দিতে দেয় না; শুধু ভোটের প্রসেস একাই মানুষকে রাজনীতিতে টেনে আনে।

বাংলাদেশের মানুষ সব সময় রাজনীতিকে বুঝতে চেয়েছেন; কিন্তু রাজনৈতিক দলগুলো মানুষকে বিভ্রান্ত করেছেন, বিশালভাবে ঠকায়েছেন; নৌকার মাজিরা তোফায়েল আহমেদকে ভোট দিয়ে আজীবন মাঝি রয়ে গেছেন, তোফায়েল আহমেদ রিকসার বদলে পাঁজারোতে চড়ছেন; এগুলো মানুষকে কস্ট দিয়ে চলছে।

পদ্মাসেতুতে কয়েকজন বাংগালী ঘুষ নিয়ে এনএনসি লাভালিনকে 'ইনস্পেকসন' কন্ট্রাকটর করার চেস্টা করেছিল, সেটা ফেল করার পর, সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেস্টা চলছে ৫ বছর। এগুলো মানুষকে ক্রমাগতভাবে রাজনীতির উপর ভীতশ্রদ্ধ করে চলছে।

আমি পোস্টাকে সহজ করার চেস্টা করেছি।

৯| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

মুশি-১৯৯৪ বলেছেন:
সরকার প্রতি বছর ৩/৪ কোটি টাকার বই ক্রয় করে, পত্রিকার সাহিত্য পাতায় পড়েছি, অনেক অনুনয় বিনয় করার পরে পাবলিক লাইব্রেরি মহা পরিচালক কিছু নতুন লেখকদের বই ক্রয় করতে রাজী হয়েছেন।

পাবলিক লাইব্রেরির ক্রয়কৃত বইয়ের অধিকাংশিই মনে হয় মুহিত সাহেবদের মত সৃষ্টিশীল লেখকদের বই। তাই লেখক হিসেবে তিনি অবশ্যই সফল, এই জিত বুদ্ধিশক্তির জিত ।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা, ব্যুরোক্রেটরা একটা বিরাট নেটওয়ার্ক, সেটা এক আলাদা ভুবন, ওরা এখনো বৃটিশদের মতো কিছুটা, ওদের একটা শ্রেণী আছে, তারা নিজেদের স্বার্থ রক্ষা করে।

১০| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেষ দুই লাইন বেশী উপভোগ্য হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, মুহিত সাহেবের সাথে মিলে গেছে লাইন ২টি। উনি যদি পড়তেন লাইন ২টি, ডেখার মতো কান্ড হতো!

১১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নাগরিক কবি বলেছেন: হি হি হি হি ;) আপনি কবিতা লেখা শুরু করেন :) তবে এখন কবিদের বাজার মন্দ :( ইহা সত্য।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সকাল থেকে চেস্টা করে যাচ্ছি; ভাগ্য যে, কম্প্যুটারে লিখছি, না'হয় এখন কাগজ কেনার লাইনে দেখতেন আমাকে।

কবিরা কোনকালে পয়সার মালিক ছিলো না, উনারা মানুষের(বিশেষ করে সুন্দরীদেট) ভালোবাসা পেয়ে আসছেন।

১২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নাগরিক কবি বলেছেন: ;) উপাদ্য দিচ্ছি
সকাল থেকে ভাবছি।
কম্পিউটার টা বন্ধ করি,
কাগজ কলম নিয়ে বসেই পড়ি।
ইকোনো ডিএক্স আর কর্ণফুলী পেপার
মনে কি পড়ে না আপনার? :)

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


সবই মনে আছে। মনে আছে, কলেজের ক্লাশ থেকে ঘরে ফিরে কবিতা লেখার চেস্টা; কর্ণফুলীতে দাউদদের কাগজের কল, সবই মনে আছে!

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:০৬

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাই আপনি রাজনীতি নিয়ে কবিতা কিংবা রাজনীতিবিদ ভুত-পেত্নির গল্প লেখা শুরু করেন। B-) তাহলে দু দিকই রক্ষা হল।
আপনার সেন্স ওব হিউমার তো খুব ভালো। পোস্ট পড়ে খুব হাসলাম।
অত হতাশ হবেন না ভাই। আপনি লেখা চালিয়ে যান।
শুভ কামনা।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ভালো আইডিয়া দিয়েছেন।

আসলে আমাদের রাজনীতিতে ভুত পেত্নীর রাজত্ব, তাদের আবার ভালোবাসার উপাখ্যান আছে; কাজের কথা বলেছেন।

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:২২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন লা জবাব । মুহিত নিয়ে শেষ টুকু আরো সুন্দর !!! ইদানিং কিছুদিন ধরে দৈনিক জনকণ্ঠে দেখছিলাম ধারাবাহিক ভাবে তাঁর পাকি আমল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সচিবালয়ের বড় কেরানীগিরীর ইতিহাস বলে যাচ্ছিলেন বেশ মজা করে রাবিসের সুরে ( রাবিস শব্দটি তাঁর কাছে খুবই প্রিয় বলে এ কথাতেই তিনি বেশী খুশি হবেন মনে তাই বাজে) ।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



অপদার্থকে বড় যায়গায় দিলে, সেও নিজকে পদার্থ ভাবার শুরু করে।

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৪

টুনটুনি০৪ বলেছেন: দুঃখ জনক।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


তেমন দু:খজনক নয়, আসলে সুখজনক খবর; শেখ হাসিনা, মাল মুহিত, ওবায়দুল কাদেরের বই তো কারো পড়ার কথা নয়, ওগুলো শুধু শুধু কাগজ নস্ট করা, আর সরকারী অফিসারদের থেকে বাহবা পাবার জন্য; অবশ্য অফিসারেরা পেছনে গালি দিবে।

১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৬

গেম চেঞ্জার বলেছেন: তাহলে শায়মাপু আর আমি কি রাজনীতি নিয়ে কিছু লিখব? আপনি কি ইহা চান?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



না, আমি চাহি না; আপনারা নিজেদের এলাকায় ভালো করুন।

যখন শুনলাম, রাজনীতির উপর বই বিক্রি হচ্ছে না, তখন আনুমানিক সেইসব বই'এর লেখক তালিকা বানাতে গিয়ে আপনাদের নাম এসে গেছে; পরে জানলাম, ওখানে বই এসেছে আসিফ নজরুল, ড: এমাজুদ্দিন সাহেব, মাল মুহিত, ওবায়দুল কাদের ও শেখ হাসিনার।

১৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আসিফ নজরুল সাহেব আইনের প্রফেসর, মনে হয়; উনি জীবনে অনেক ডিগবাজী দিয়েছেন, শুরু করেছিলেন ঘাতক দলালদের ফাঁসী চেয়ে; শেষদিকে অল্পের জন্য মুক্তিযোদ্ধাদের ফাঁসী চাননি; হাহাহাহাহা আপনার রসবোধে আমি মুগ্ধ!!!
মুহিত সাহেবের একাধিক বই আমি দেখেছি। পাসোয়ার্ডের লোভ দেখিয়ে আপনি উনার বইএর কাটতি বাড়াতে চাচ্ছেন না তো!!!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


মাল সাহেবের তো আগাগোড়া নেই, অটোগ্রাফ দিতে হয়তো টাকসালের তালার 'কমবিনেশন' দিয়ে ফেলতে পারেন।

১৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

শায়মা বলেছেন: আমি লিখবো রাজনীতি যখন পরীর খপ্পরে..... একটি উপকথা!!!!!!! :)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


জ্বীন, পরী, ভুত, পেত্নীর বই নাকি অনেক চলেছে; বাংলাদেশ তো জ্বীন আর পরীরা চালাচ্ছে, আপনি একটু ভালোবাসা ইত্যাদি যোগ করে দেবেন; মানুষ কিছু পড়ে ভালো অনুভব করতে চায়।

১৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৫

বর্ষন হোমস বলেছেন:
রাজনীতির সাথে শায়মা আপু এবং গেম্বাই দুজন নিরীহ মানুষকে জড়ানো ঠিক হবে না।তারা এত মারপ্যাঁচ বুজতে পারবে না ;)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার অনুমান সঠিক না হওয়ার সম্ভাবনা আছে।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩৯

জেন রসি বলেছেন: রাজনীতি নিয়ে লেখার জন্য সবচেয়ে উপযুক্ত ব্লগার আপনি! বই নিষিদ্ধ হবে নিশ্চিত! তারপরই হিট! ;)

শায়মা আপু এবং গেম ভাইকে দিয়ে হবেনা! তারা ভিলেজ পলিটিক্স বুঝে না!!! :P

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


বই ব্যান খেলে চলবে, আমাকে ব্যান করে দিলে কি হবে কে জানে!

২১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: বলতে চেয়েছিলাম, কিন্তু জেন রসি আগেই বলে দিয়েছেন বলে পিছু হঠলাম।।
শোষন/তোষনের মাত্রা বেড়ে গেলে রাজনীতিও জীন থেকে ছুটি নেয়।।

০৪ ঠা মার্চ, ২০১৭ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



যেহেতু রাজতন্ত্র নেই, মাথা ঘামানোর জন্য রাজা নেই, নিজদের জন্যই সমোপযোগী, সঠিক ভাবনাকে তুলে ধরার চেস্টা করতে হবে। ছাত্র রাজনীতিবিদরা দেশ চালাতে পারার কথা নয়, দরকার বিশাল ভাবনার দক্ষ লোকজন।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ভালই লাগল

তবে শেষের‘পাসওয়ার্ড থাকতে পারে অটোগ্রাফ হিসেবে’ অনেক বেশী মজা পেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


ঐ লোকের কোন আগামাথা আছে, হবু রাজ্যের গবু

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: শুরু করেছিলেন ঘাতক দলালদের ফাঁসী চেয়ে; শেষদিকে অল্পের জন্য মুক্তিযোদ্ধাদের ফাঁসী চাননি :প

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষ সমাজে পরিচিত হওয়ার পর, নিজকে বিক্রয় করে আয় করে, এগুলো পণ্য

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: এবারের বই মেলায় ছাত্রলীগ শীর্ষ নেতার রাজনৈতিক বই বের হয়েছে ছাত্রলীগ কে নিয়ে। স্টলের বাইরে ছাত্রলীগ কর্মীর বেশ আগ্রহ সহকারে দলে দলে লাইন ধরে বই কিনছে জাস্ট বই কেনার সময় নেতার সাথে ছবি তোলার জন্য

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


জিয়া যখন ছাত্রদল গঠন করেছিলো, ৯০% সদস্য ছিলো ছাত্রলীগ থেকে; ছাত্র রাজনীতি যারা করে, তারা মানুষ হওয়ার সুযোগ পায় না জীবনে; ওরা বই পড়ার কথা নয়।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:


না, আমি চাহি না; আপনারা নিজেদের এলাকায় ভালো করুন।
যখন শুনলাম, রাজনীতির উপর বই বিক্রি হচ্ছে না, তখন আনুমানিক সেইসব বই'এর লেখক তালিকা বানাতে গিয়ে আপনাদের নাম এসে গেছে;


তাহলে আপনি বলতে চাচ্ছেন রাজনীতি নিয়ে লিখলে আমিও ফ্লপ হবো? :||

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


ফ্লপ হবেন না; আমি আপনাকে মিথোলোজী ও সামাজিক লেখায় ভালো করতে দেখেছি; আমার ধারণা, লেখকেরা যা ভালোবাসেন, সেটায় তাঁরা ভালো লেখেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার নাম, শায়মা ও ব্লগার মেঘদুতের নাম যোগ করেছি, পোস্টাকে পরিচিত এলাকায় আনার জন্য; মনে হয়, ব্লগার মেঘদুত ব্যতিত, সব ব্লগারের বই চলবে।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

জুন বলেছেন: আমি এমন এক ব্যাক্তিকে চিনি যিনি দল মত সব রাজনৈতিক লেখাই পছন্দ করে আর সে বিষয়ে বইও কিনে । সুতরাং কবিতা গল্প প্রবন্ধ সব ধরনের বইএর ই চাহিদা আছে পাঠকদের কাছে চাদগাজী।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষায় বিশালভাবে পেছনে থাকার পরও, বাংগালীরা বই পড়ছে; ভালো বই দরকার; সঠিক ধারণা, আধুনিক ভাবনার লেখকের বই মানুষ পড়বেন।

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

রাতুল_শাহ বলেছেন: পড়ে বেশ মজা পাইলাম।
চাঁদগাজী ভাই আপনি একটা লেখেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি সম্পর্কে বাংগালীদের কিছু ভুল ধারণা আছে, এগুলোকে সোজা করার দরকার, কিছু একটা লিখতেই হবে; না'হলে মান্না পান্না, ফালু মালু, পিন্টু মিন্টু, শামীম ওসমান, জয়নাল হাজারীরা রাজনীতিবিদ হিসেবে থেকে যাবে।

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ডঃ এম এ আলী বলেছেন: আজ থেকে বছর চল্লিশেক আগে খন্দকার মোহামামদ ইলিয়াস লিখেছিলেন কত ছবি কত গান নামে একটি রাজনৈতিক বই। সেটা ছিল মুলত মুক্তি যুদ্ধের উপরে, তবে রাজনীতির কথাই তাতে বেশী উঠে এসেছিল , বইটি প্রায় হাজার পৃষ্ঠার ছিল । ভাসানী যখন ইউরোপে নামেও তিনি লিখেছিলেন বিশাল বড় রাজনৈতিক বই । তেমনি ভাবে আপনার এই ব্লগে লিখা রাজনৈতিক বিষয় সংক্রান্ত পোষ্ট গুলিকে একত্রিত করে বই আকারে আগামী বই মেলায় দেখতে চাই, তাহবে সে বছরের সেরা রাজনৈতিক বই , এটা হলফ করে বলতে পারি । বই বেচা হবে কিনা জানিনা , কারণ মানুষ র্জনীতির বই কিনেনা , তারা মিটিং মিছিলে গিয়ে জীবন দিয়ে রাজনীতির কথা শুনে । তবে সবগুলি সৌজন্য কপি দিলে অটোগ্রাফ শিকারীদের জালে যে আটকা পরবেন তাতে নেই কোন সন্দেহ :)

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


খন্দকার মোহামামদ ইলিয়াস সাহেবের বই পড়া হয়নি; নিশ্চয় উনি চেস্টা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে কিছু ভুল ধারনা আছে, প্রায় রাজনীতির বইগুলো সেসব ভুলকে রাজনীতি হিসেবে দাঁড়া করেছেন। আমাদের রাজনীতিকে বিশ্ব রাজনীতির অংশ হিসেবে দেখানো হয়নি, ভিলেজ পলিটিক্স হিসেবে পালন করেছেন লেখকেরা।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:২৮

টুনটুনি০৪ বলেছেন: স্বয়ং অনিক ৩২ কিলোমিটার হেঁটে ঘরে গেছেন; ৩২ কিলোমিটার হেঁটে যাওয়ার সময়, আপনি লাইলী মজনু উপহার দিলেও বেচারা নিতে চাইবে না, কিসের আবার রাজনীতির বই! একদম ঠিক বলেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


রাজনীতির বইগুলো হতে হবে মানুষের ভাবনার ফসল, কিন্তু আধুনিক ভাবনার উপর প্রতিস্ঠিত।

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

টুনটুনি০৪ বলেছেন: লেখক বলেছেন:
তেমন দু:খজনক নয়, আসলে সুখজনক খবর; শেখ হাসিনা, মাল মুহিত, ওবায়দুল কাদেরের বই তো কারো পড়ার কথা নয়, ওগুলো শুধু শুধু কাগজ নস্ট করা, আর সরকারী অফিসারদের থেকে বাহবা পাবার জন্য; অবশ্য অফিসারেরা পেছনে গালি দিবে।

আসলে মন্তব্যের উওরে বেশী কথা পড়তে ভালো লাগে, আর আমি বীপরিত কথা বললে আপরি কী বলেন তাই জানার জন্য-ই দুঃখ জনক লিখেছিলাম। :P

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি বুঝার জন্য জীবনযাত্রার মান যেখানে যাওয়া উচিত, সেখানে যাচ্ছে না; ফলে, রাজনীতির ম্যাও প্যাওরা কিছু অর্ডার দিয়ে লিখিয়ে নিচ্ছে, কারা লিখছে কে জানে!

৩১| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

আততায়ী আলতাইয়ার বলেছেন:

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


মাফিয়াদের কাহিনী

৩২| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

সপ্তম৮৪ বলেছেন: সবাই আরব বা মালয়শিয়া প্রবাসীদের ভেংগায় অথচ কত বাংগালী যে আমরিকায় টয়লেট সাফ করে তা নিয়া কারো কথা বলতে দেকি না। আমরিকান প্রভুরা কি বাংগালী প্রবাসীদের আদর করে নাকি?

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



আমি ভেংগাচ্ছি না, আমি দু:খের কথা বলছি; আমি বলছি, এই জাতির মানুষ, নিজের জাতির জন্য শ্রম দেয়ার কথা, অন্য জাতির জন্য নয়; আপনার এনালাইসিস ক্ষমতা মুরগী থেকেও কম।

৩৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

আল ইফরান বলেছেন: জাকিরের এই বই একুশের বইমেলাতে ৪১০০০(+/-) কপি নাকি বিক্রি হইছে।
সবই ছাত্রলীগের ভাই-ব্রাদারদের লীলাখেলা।
এই পরিসংখ্যান যদি মিথ্যা না হয়, তাইলে জাকিরকে আগামীতে একুশে পদকে ভূষিত করা যেতে পারে (সবই আপার ইচ্ছা) :-B

১০ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব খানের বই, মনে হয়, ৫০ লাখ ছাপা হয়েছিল; ৫০০ জন হয়তো পড়েছিল, পড়ে ৫ বছর গালি দিয়েছে আইয়ুবকে।

১০ ই মার্চ, ২০১৭ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


বই কেনার জন্য নিশ্চয় কোন ত্রাণ তহবিল ব্যবহার করতে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.