![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
যারা ভারত বিরোধী আছেন, তাদের জন্য কমপক্ষে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা ভালো খবর আছে; আমেরিকায়, ধর্মীয় কারণ বা জংগী মনোভাবের জন্য ভারতীয়রা কোনদিন অসুবিধায় পড়বে না, কিন্তু তাদেরও সমস্যা আছে, তারা আধিপত্যবাদী, তারা সুযোগ মতো স্হানীয়দের বন্চিত করার চেস্টা করে, সেটা আমেরিকানদের নজরে এসেছে। আমি নিজেও কিছুটা ভারত বিরোধী, পানি ও বর্ডারে সোজাসুজি গুলি করে হত্যার কারণে; যারা ধর্মীয় কারণে, ও জামাত-বিএনপি'র ভক্ত হিসেবে ভারত বিরোধী, আমি তাদের কেহ নই।
ভারতীয়রা আমেরিকায় খুবই ভালো করছে, প্রফেশানেল চাকুরী ও ব্যবসা তাদের আসল এলাকা, এছাড়া পড়ালেখাও ক্রমে দখল করছে; আইটি'তে তারা খুবই বেশী আধিপত্য বিস্তার করেছে, সাথে সাথে দুর্নীতিও ঢুকায়ে দিয়েছে; তারা আইটি'তে আমেরিকানদেরও দুর্নীতিতে জড়ায়ে দিচ্ছে। এরা এইচ-১ ভিসায় বেশী লোক নিয়ে আসে, সরকারী চাকুরীতে অদক্ষ লোক ঢুকায়ে দিচ্ছে, কৌশলে অসাদা আমেরিকানদের চাকুরী পেতে বাধা দিচ্ছে, বেতন কম দেয়া তাদের অভ্যাস; তাদের হাতে সবচেয়ে বেশী হয়রাণী হয় বাংগালী, পাকিস্তানী, আফ্রিকান ও স্পেনিশ আমেরিকানরা; তারা সাদা আমেরিকান ও চীনাদের ভয় করে চলে।
ব্যবসায় তারা নিজেদের লোক রাখার চেস্টা করে, ব্যবসায়িক পরিবেশ বেশ নীচু, আমেরিকানরা সহজে চাকুরী খোঁজে না ভারতীয় ব্যবসায়; আসলে, ভারতীয়, চীনা ও বাংগালীদের ব্যবসায় কোন আমেরিকান কাজ করার মতো পরিবেশ নেই; এটা প্রত্যক্ষভাবে আমেরিকার জীবনযাত্রার সুচককে নীচে টানে। শুধুমাত্র জাপানী ও কোরিয়ানদের ব্যবসাতে আমেরিকানদের চাকুরী করার পরিবেশ আছে।
লক্ষ্য করলাম, সম্প্রতি ভারতীয়রা কিছুটা নার্ভাস; তবে, তারা পরস্পরকে সাহায্য করে; ফলে, একেবারে ধরা খাবে না, ওরা চেস্টা করবে প্রশাসনের সাথে তাল মিলিয়ে নিজেদের টিকিয়ে রাখতে। তারা ধর্মকে কাজে লাগিয়ে ছোটখাট ব্যবসা করছে, সেগুলো আবার বেকুব আমেরিকানদের কাছে একটা বৈচিত্র, এবং সেটা তাদেরকে সাহায্য করছে, যেখানে ইসলাম সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমেরিকায়।
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগার ঢাকাবাসী সম্প্রতি ভারতীয় নায়ক-নায়িকাদের গাড়ী ইত্যাদি নিয়ে একটা পোস্ট দিয়েছেন, পোস্টটা দেখে আমার কেন যেন ভালো লাগেনি; বুঝতেছি, আমার ভেতরে ভারতীয় বিরোধীতা জোরালো হচ্ছে
২| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: তাইতো দেখা যাচ্ছে এখন, অথচ ট্রাম্পের পক্ষেই ভারতিয়দের সমর্থন ছিল
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প ব্যবসায়ী হিসেবে ভারতীয়দের পক্ষেই থাকবে; তবে, বর্তমান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এটা সেটা বদলাবে কিছুটা।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ধ্রুবক আলো বলেছেন: ভারতীয়রা সবখানেই আধিপত্য বিস্তার করতে চায়। দেখা যাক কতদূর কি গড়ায়।
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
চীনা ও ভারতীয়রা আমেরিকার জীবনযাত্রার সুচককে টেনে নীচে নামাচ্ছে, দর্নীতি ঢুকাচ্ছে; এগুলো ক্রমেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
ধ্রুবক আলো বলেছেন: সীমান্ত, পানি চুক্তি, ট্রানজিট ইত্যাদি বিষয়ে বিবেচনায় আমিও ভারত বিদ্বেষী, তবে হিন্দি সিরিয়াল গুলা সমাজ টাকে খেয়ে ফেলছে, যা হুমকি স্বরূপ। কিন্তু দেশের মানুষ বুঝলনা!!
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
হিন্দী সিরিয়াল ভারতের বিচিন্ন শহরে, মানুষের ঘরের জানালা বা বারান্দায় বসে বানরও দেখে শুনালাম।
৫| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভৌগোলিক কারণে বাংলাদেশ কিছুটা চাপে থাকে। নইলে ওদের খবর ছিল।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
ভৌগোলিক অনস্হানে আমরা ভাটিতে, পড়ালেখায় ভাটিতে, রাজনীতিতে ভাটিতে, অর্থনৈতিক ভাবনায় ভাটিতে
৬| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
টারজান০০০০৭ বলেছেন: ভারতীয় হওয়ার কারণে মাইরা ফেলা নিন্দনীয় অপরাধ ।অভিবাসী তাড়াইয়া আমেরিকা তার নিজের পায়ে কুড়াল মারতেছে। তবে আমেরিকানরাও বুঝতাছে ভারতীয়রা কি জিনিস ! পাছায় লাথি দিয়া দেশে ফেরত পাঠাইলে খুশি হইতাম। আমাদের দেশে যেগুলো কাম করে হেগুলারেও পাঠাইলে আরো খুশি হইতাম !
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
সাম্প্রতিক কয়েকজন ভারতীয় নিহত হয়েছে, এগুলো সবার জন্য হুমকী।
তবে, ভারতীয়রা স্হানীয়দের জন্য সমস্যার সৃস্টি করছে ক্রমেই
৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারতীয়রা এখন সাময়িকভাবে কিছুদিন অসুবিধায় থাকলেও ওরা অ্যামেরিকানদের ক্যাপচার করে নেবে। ওরা খুব চালাক। ব্রিটিশ ভারতে সকল সুযোগ সুবিধা বর্তমান ভারতীয় ভূখণ্ডের লোকেরাই ভোগ করেছে। প্রতিকুল পরিস্থিতির সাথে কিভাবে এ্যাডজাস্ট করতে হয় ওরা জানে।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
প্রতিকুল অবস্হা থেকে বের হওয়ার ফর্মুলা আধুনিক শিক্ষা ও সুসম অর্থনীতি, এটা সবাই জানে; কিন্তু বাংগালীরা এটা করতে চায় শুধু নিজের পরিবারের জন্য, সমাজ ও জাতির জন্য নয়।
৮| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
জাহিদ হাসান বলেছেন: ইন্ডিয়ার কপালে বিরাট খারাবী আছে। সবে তো শুরু। দেইখেন একদিন, ট্রাম্পকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়ানদের প্রায়শ্চিত্ত করতে হবে।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পকে প্রেসিডেন্ট বানালো আমেরিকানরা।
৯| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯
জাহিদ হাসান বলেছেন: আর সমর্থন এবং প্রচার-প্রচারনা তো ইন্ডিয়ান অভিবাসীরাই করেছিল।
আরও একটা ব্যাপার হল ইন্ডিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন ও সমর্থন দিয়েছেন এই আশায় যে ট্রাম্প ইসলামকে ধ্বংস করবে এবং এর জন্য সে তাদের মাতৃভূমি ইন্ডিয়াকে অনেক সুযোগ-সুবিধা দিবে।
আসলে এ্টাই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আর নয়তো মাথা আউলা, লুচু স্বভাবের একজন ফ্রড বিজনেসম্যান কিভাবে নিজের টাকায় নির্বাচন করে আমেরিকার প্রেসিডেন্ট হল?
অবশ্যই ইন্ডিয়ানদের মত বহির্বিশ্বে লোকদের সমর্থন পেযে নয় কি?
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনারা আজগুবি চিন্তা করেন,যার কোন লজিক খুঁজে পাওয়া মুশকিল; আমি প্রথম শুনালাম ভারতীয়রা ইসলামের বিপক্ষে লেগেছে; ভারতে হিন্দু - মুসলিম, সংক্যা লঘু সমস্যা আছে; তবে, যেহেতু হিন্দু ধর্ম নতুন করে প্রচার করা হয় না, নতুন করে কাউকে দিক্ষিত করা হয় না, তারা ইসলামের সাথে কোনরূপ সংঘর্ষে নেই; আপনাদের ভাবনাশক্তি গুহা মানবদের সমান।
বহির্বিশ্ব ট্রাম্পকে চাহেনি। আর নির্বাচনী টাকার সিংহভাগ ট্রাম্প পকেট থেকে দিয়েছে, এটাও আমেরিকান ইতিহাসে নতুন। নির্বাচনী ফান্ড আইনীভাবে নিয়ন্ত্রিত।
আপনি যেভাবে ভাবছেন, আপনার দ্বারা বাংলাদেশের লোকজনও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।
১০| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: ভারত রাষ্ট্রটাকে বিভিন্ন কারনে আমার অপছন্দ!
অবশ্য এজন্য বিএনপি, জামায়াতের কোন প্রভাব নাই!
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
এটা একটি শক্তিশালী রাস্ট্রে পরিণত হচ্ছে; তবে, বিশালভাবে মানবতার অভাব।
১১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
মুশি-১৯৯৪ বলেছেন:
মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য নিতে হয়েছিল , তাই মনে হয় ভারত সর্ম্পকে আমার কিছুটা হীনমন্যতা রয়েছে।
আবার এও ঠিক ,ভারত তার নিজের স্বার্থেই আমাদের সাহায্য করেছিল।
তবে ট্রাম্প একজন দক্ষ ব্যবসায়ী, তাই লাভ ক্ষতির হিসেব করেই তিনি সিদ্ধান্ত নেবেন, বলে আমার মনে হয়।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
রাস্ট্র ও অর্থনীতি হিসেবে ভারতকে ট্রাম্প দাম দেবে, কিন্তু ওদের নিচু মানসিকতা নিয়ে সবাই সমস্যায় আছে।
১২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
মিঃ আতিক বলেছেন: ট্রাম্প নির্বাচনী প্রচারের শুরু থেকেই মার্কিন নাগরিকদের জাতীয়তাবাদী চেতনায় উদবুধ্য করার চেষ্টা করেছে। সফল ও হয়েছে। অন্য কোন জাতি আর আগের মত সুযোগ পাবে বলে মনে হয়না, অন্তত আরো ১০ বছর। বিদেশ পাগলদের নতুন করে আর আমেরিকায় ওয়ার্ক পারমিটের চিন্তা না করলেও হবে।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি সঠিক।
১৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪১
চিন্তিত নিরন্তর বলেছেন: আমেরিকান জাতীয়তাবাদের জন্য হুমকি এমন কিছুকেই ট্রাম্প প্রশ্রয় দিবেনা। ভারতীয়রা বরাবরই দলবাজ। সেটা ওদের টিকে থাকতে সাহায্য করে। আমাদের জন্য খারাপ।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা কিছুটা ইহুদীদের মতো, ওরা স্হানীয়দের অর্থনীতিতে পা ঢুকায়ে দেয়; আমেরিকার বড় সেক্টর আইটি, এখনাে ওরা অসততা ঢুকায়ে দিয়েছে, এটা বিশ্বের জন্য খারাপ।
১৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ভারতীয়দেরতো মনে হয় কপাল আরো খুলতেছে ।
আউটসোর্সিং বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার যখন কঠোর পদক্ষেপ করতে চলেছে, তখন মার্কিন মুলুকের এক সরকারি বিশ্ববিদ্যালয়ই নিজেদের গোটা আইটি বিভাগ তুলে দিয়ে আউটসোর্সিং-এর পথে হাঁটল। সান ফ্রান্সিসকোর উইনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আইটি বিভাগে ৭৯ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৪৯ জন ছিলেন স্থায়ী কর্মী। সকলকেই ছাঁটাই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তি সংস্থা এইচসিএল এ বার ভারত থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আইটি অর্থাৎ তথ্যপ্রযুক্তি বিভাগের দেখভাল করবে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্ত মার্কিন মুলুকে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
এ ঘটনা আমি জানতাম না।
তবে, কিছু সাদা ক্রমেই আপন প্রাণ বাঁচার দলে যোগ দিয়ে, জাতির প্রয়োজনীয় খাতে ইঁদুর ঢুকায়ে দিচ্ছে।
১৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:২৮
আহা রুবন বলেছেন: তারা ধর্মকে কাজে লাগিয়ে ছোটখাট ব্যবসা করছে, সেগুলো আবার বেকুব আমেরিকানদের কাছে একটা বৈচিত্র কী বোঝাতে চাইলেন - যোগ ব্যায়াম, নিরামিষ, গ্রহ-রত্ন এই সব?
ভারতীরা মনে হয় না তেমন কোনও সমস্যায় পড়বে - রাস্তা একটা ঠিকই বের করবে - দরকার হলে নতুন কোনও ভগবানও! আমার কেন যেন মনে হয় ভারতীয়রা ইহুদিদের পথ ধরেছে।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যেগুলো বলেছেন, সেগুলোর সাথে আছে "হরে কৃষ্ণ", গুরু ব্যবসা।
১৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৪১
ডঃ এম এ আলী বলেছেন: এর উল্টাটাও দেখা যায় সংবাদ পত্রের ভাষ্যে ।
দেশে ফিরে যাও! বলেই ফের ভারতীয়কে গুলি আমেরিকায়, এবার কেন্টে ।
ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় ফের এক ভারতীয়ের উপরে হামলার ঘটনা ঘটল। শুক্রবার ওয়াশিংটনের কেন্ট শহরে বাড়ির বাইরেই ভারতীয় ওই শিখ ব্যক্তির উপর গুলি চালায় এক আততায়ী। মাত্র ন’দিনের ব্যবধানে এই নিয়ে পরপর তিন ভারতীয়ের উপরে হামলা চালানো হল। গুলি চালানোর আগে আততায়ী বারবার চিৎকার করে তাঁকে নিজের দেশে ফিরে যেতে বলছিল। পুলিশ সূত্রে খবর, ৩৯ বছরের শিখ ব্যক্তি ওই দিন বাড়ির বাইরে নিজের গাড়িতে কিছু কাজ করছিলেন। ঠিক সে সময়ই তাঁর সামনে আততায়ী চলে আসে। তার মুখের নীচের অংশ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তার কিছু কটূক্তিতে শিখ ব্যক্তির সঙ্গে বচস বেধে যায়। তার পরই পকেট থেকে বন্দুক বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর সময় আততায়ী চিৎকার করে বলছিল, ‘‘নিজের দেশে ফিরে যাও।’’
০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের সমস্যা সবার জন্য ভীতিকর; কারণ, আমেরিকায় এগুলো ছিলো না আগে।
১৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:২৫
সপ্তম৮৪ বলেছেন: এখনকার জুগে বলগিং হইলো নাই কাজ তো খই ভাজ।
টেলিভিশনের টকশোবাজি আর বলগিং দুইটার মধ্য পার্থক্য হইলো টক শোতে টেকা মেলে ।
তবে দুইটাই আকাম ছাড়া কিছু না।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
সোনালী যুগ চলে যাবার পর, আমরা বসে বসে আপনার খই বাজতেছি।
ভারতীয় সিরিয়াল মিস করছেন, মনে হয়!
১৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৪
সিদ্ধার্থ. বলেছেন: যদি মাইক্রোসফ্ট ভারতীয়দের তাড়ায় , তবে ভারতে দশটা মাইক্রোসফ্ট হবে ।আর ট্রাম্প আসুক বা ওবামা ,আমাদের কেউ আটকাতে পারবে না ,আগামী শতাব্দী আমাদের ।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৪১
চাঁদগাজী বলেছেন:
এই যুগে কেউ ভারতকে তাড়াতে যাবে না, ইদি আমিনের সময় শেষ; ১০ টা মাইক্রোস্ট না হলেও, ৪ টি হওয়ার মতো জনসংখ্যা আছে, সেটা ভালো।
মাইক্রোসফট করছেন ভালো, গংগায় হাগুটা কম করবেন, আর গ্রীল-করা কাবাব গংগায় ফেলবেন না; তা'হলে সবাই সমীহ করবে।
১৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: পুর্ব পশ্চিম কোন দিকে তাকাব , দেখেন এ দিকে আবার কি শুরু হইছে-
জাপানের দিকে পর পর পাঁচ ক্ষেপণাস্ত্র কিমের, আক্রমণের প্রস্তুতি শুরু?
রাষ্ট্রপুঞ্জের বেঁধে দেওয়া সীমানা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সোমবার সকালে জাপানের দিকে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশ। সেগুলির মধ্যে তিনটিই জাপানের এক্সক্লুসিভ ইকনমিক জোনের মধ্যে আঘাত করেছে।
সংবাদ সংস্থা,০৬ মার্চ , ২০১৭
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
উত্তর কোরিয়া আক্রমণ ভুল হবে, অকারণে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের প্রাণহানী হবে, সাথে সাথে দ: কোরিয়ায় প্রাণহানী ঘটবে; মিলিটারী কিম জংকে নিয়ে খেলছে; সময় নিয়ে মিলিটারীকে বুঝায়ে কিং জংকে সরায়ে দিয়ে, ২ কোরিয়াকে এক করা ছাড়া সহজ সমাধান নেই।
২০| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩২
সিদ্ধার্থ. বলেছেন: আমি জানতাম আপনি হাগু মার্কা কমেন্ট টা করবেন । সেই কারনেই আরো কমেন্ট টা করা । যাইহোক ওটা গঙ্গা হবে ।
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, কমেন্ট টা'তে হাগু প্রসংগ চলে আসাতে; আপনাদের গংগা, আমাদের বুড়িগংগাতে হাগু ভাসছে, এটা দু:খজনক; আপনাদেরটা হচ্ছে অভ্যাসের ফলে, আমাদের হচ্ছে সরকারে চোর থাকায়; সভ্যতার এই সময়ে এইগুলোর সমাধান দরকার।
২১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪
পদ্মপুকুর বলেছেন: আয়তনে বৃহৎ হলেও ভারত কখনোই মানসিকভাবে বড় হতে পারেনি। প্রতিবেশিদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের আচরণ দেখলেই সেটা পরিস্কার হয়।
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
ভারতে আজও ৩০/৩৫ কোটী দরিদ্র আছে, ওদেরকে শুধুমাত্র "বর্ণ প্রথার" কারণে পেছনে ফেলে রাখা হয়েছে।
২২| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
সপ্তম৮৪ বলেছেন: ছোটবেলায় স্কুলে যেতে চায়ের দোকান পরতো। চকলেট কিনতে গেলে তার বিভিন্ন কথায় মনে হত সে দুনিয়ার সব কিছু জানে। তার দোকানে সব সময় কিছু আকাইম্মা লোকের ভির দেখা যেত। আমাদের ফার্মার সাবের সেই দশা। সেই আদিযুগ থেকে বলগিং করে চলেছেন। সারা দুনিয়ার সব বিষয়ে তার ব্যাপক ধারণা। আলোচনায় বেশ পারদর্শী। কিন্তু কাজের কাজ ঠনঠনা। মাঝখান থেকে ছাগু ট্যাগ খেয়েছেন ব্লগারদের থেকে আর ব্যান খাওয়ার বিশ্বরেকর্ড তো আছেই।
আদার ব্যাপাড়ি জাহাজ খবর নিয়ে মশগুল
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার ছোটবেলা ছিল? আমার ধারণা, জন্মের সময় আপনার ওজন ছিল ৮০ কেজি!
২৩| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি সবসময় ভাবি (হয়তো নিজে ডিভিতে যেতে পারিনি বলেই!) আমেরিকা কেন লটারি করে তাদের দেশে লোক নিয়ে যায় এবং গ্রিন কার্ড প্রদান করে? তাদের দেশে বেকারও আছে, ভিক্ষুকও আছে, চাকুরিরও সমস্যা। কিন্তু কেন তারা এত কম খরচে কিছু গরীব দেশের মানুষকে ওখানে নিয়ে যায় এবং এখনো নিয়ে যাচ্ছে তা আমার মাথায় এখনো বুঝে আসে না...
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার অর্থনীতিতে নতুন নতুন সুযোগ সৃস্টি হচ্ছে নিয়মিত, মানুষ একশ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাচ্ছে; ফলে, সব সময় কিছু মানুষের দরকার, এবং সম্ভব হলে কম বেতনের; এটার কারণে তারা পরিমাণ মতো লোক আনছিলো; দক্ষিণ আমেরিকার ১৫/২০ মিলিয়ন বিনা প্ল্যানে ঢোকার ফলে ব্যবসায়ীদের বিশাল লাভের সুযোগ হয়েছে, কিন্তু কম-শিক্ষিত স্হানীয়রা বিপদে পড়েছে; আবার, মাত্র ২০ বছর আগেও, আফ্রিকান আমেরিকান ও স্পেনিশ কর্মচারীর উপর নির্ভর করা মুশকিল ছিল, বিশেষ করে পুরুষ কর্মচারীর উপর, কোনদিন থেকে কাজে আসবে না, বলা মুশকিল ছিল।
আমেরিকায় লোকবল সমস্যা সব সময় আছে, নতুন বিনিয়োগের দরকার আছে। এখন চীন থেকে চোরা ডলার নিয়ে চীনারা আসছে প্রচুর।
২৪| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭
টারজান০০০০৭ বলেছেন: @সিদ্ধার্থ. "আমাদের কেউ আটকাতে পারবে না ,আগামী শতাব্দী আমাদের " .......অবস্যই ! পৃথিবী ও মঙ্গলের মাটির উর্বরতা কমে যাচ্ছে , ভারতীয়রাই সার প্রদান করিয়া মাটির উর্বরতা ফিরিয়ে আনতে পারে ! যে সমস্ত নদী নাব্যতা হারিয়েছে ভারতীয়রা জলীয় বর্জ্য প্রদান করিয়া নদীর নাব্যতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। ফ্রি ফ্রি ধর্ষণ করিয়া যৌতুক বা কোনো খরচ ছাড়াই নারীদের বিরাট আনন্দ দিয়া নারী অধিকার রক্ষায় বিরাট অবদান রাখতে পারে...............
২৫| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩
মেটাফেজ বলেছেন: আপনি থাকতে ভারতীয়রা ভয় পাবে এটা ট্রাম্প চায় না। ভারতীয়দের সাহস দেন। আপনার পোস্ট পড়তে দেন ভারতীয়দের, ওরা বুকে বল পাবে। আপনার সবচেয়ে পছন্দের ভারতীয় সিরিয়াল কোনটা, কোন টিভিতে দেখায়? দেখব
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের অনেক কিছু জানার দরকার আছে, আমি চেস্টা করছি; আপনি ৯ মাসে ৩টি পোস্ট লিখেছেন; লোকজন আপনার থেকে কিছু জানার সুযোগ পাবে বলে মনে হয় না।
ভারতীয়দের সাহস দেয়া লাগবে না, ওরা বাংলাদেশ থেকে ঠিকই বড় রেমিট্যান্স নিয়ে যাচ্ছে।
আমি ভারতীয় কিছু দেখি না, কিছু কিনি না।
২৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরেছেন ।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
এতে বাংগালীরা কোনভাবে উপকৃত হবে না; তবে, পরিস্হিতি বুঝার দরকার আছে, তুলনা করার দরকার আছে।
২৭| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
আবু মুছা আল আজাদ বলেছেন: ইন্ডিয়া, ইউরোপ বা আমেরকিা যেখানেই হোক অপরাধ করে অল্প কিছু লোক।
আর এর ফল ভোগ করতে হয় সবাইকে বিশেষ করে সাধারণ মানুষকে।
আবার আমার কাছে মনে হয় যে জানি রাষ্ট্র প্রতিষ্টা হবার পর এই ধারণা আরো সমস্যাগ্রস্থ হয়েছে। কারণ কউ অপরাধ করলে তার জন্য তার পুরো দেশ বা জাতিকে অপরাধী করা হয়।
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
খারাপ কাজ অল্প লোকেই করে; তবে, সব জাতির নিজস্ব কিছু বৈশিস্ঠ্য আছে।
২৮| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তাদের স্টেপ যত স্মুদ ছিলো, সেটা হবে না, তাবে ওরা অনেক কুল, এই কুলনেসই হয়তো তাদের উত্তরন ঘটাবে, অথবা দির্ঘায়িত করবে।
১০ ই মার্চ, ২০১৭ ভোর ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
ভারত ১২৫ কোটীকে নিয়ে চলছে; তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে, না হয় এমন বিশৃখলা দেখা দিতো, যা পুরোদেশকে অরাজকতার মাঝে নিয়ে যেতো।
আমাদের সরকারগুলো আধুনিক রাস্ট্রের কোন নিয়ম মানে না, ওদের মাথায় যখন যা আসে, সেটাই করে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
জুন বলেছেন: তারা আধিপত্যবাদী ১০০% সহমত