![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সব নারী ব্লগারকে অভিনন্দন ও শুভেচ্ছা; ব্লগে মোটামুটি সবাই আমাদের নারী ব্লগারদের আপু, আপুনী, আপামনি বলেই সম্বোধন করেন; নারী ব্লগারদের ভ্রমণ কাহিনী, কবিতা, ছবিব্লগ, রান্নাবান্না, ভালোবাসার প্রকাশ, সব পাঠককেই আকর্ষণ করছে সব সময়; এক নারী ব্লগার একবার, খুবই স্বল্প সময়ে ব্লগ কাঁপিয়ে দিয়েছিলেন; ব্লগ হচ্ছে নারীদের জন্য সবচেয়ে সন্মানের জায়গা বাংলাদেশে।
যদিও এই মহুর্তে নেই, বাংলাদেশে আলাদা করে অন্য একদিন নারী দিবস থাকা উচিত, কারণ বাংলাদেশকে নারীস্তান নাম দিলেও ভুল হবে না; দেশ নারীরা চালাচ্ছেন; ১৯৯১ সাল থেকে প্রাইম মিনিস্টার, বিরোধীদলের নেত্রী, সবচয়ে বড় দলগুলোর সভানেত্রী হচ্ছেন নারীরা। আজকের বাংলাদেশে স্পীকারও নারী। বড় ৩ দলে অনেক নারী বড় বড় পদে আছেন। এসব বিবেচনা করে, বাংলাদেশে আলাদা আরেকটি নারী দিবস চালু করা সম্ভব; তখন সেটা হয়তো আন্তর্জাতিক হয়ে যাবে।
বিশ্বে নারীরা বিশাল সমস্যায় আছে, আফগানিস্তানে স্বামীরা বউদের ইচ্ছা মতো ফুটবলের মতো লাথি মারে, বাংলাদেশে বস্তি ও দরিদ্র পরিবারে নারীরা কিভাবে নির্যাতিত হয়, সেটা রূপকথার মতো।
বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ অনেক গরীব দেশে, গত কয়েক'শ বছর চাকরাণীদের উপর কি হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আবার এসব দেশের নারীরাই চাকরাণী ব্যতিত চলতে পারেন না; এসব দেশের ধনী পরিবারের মহিলারা স্বামীকে রান্না করেও খাওয়ায় না, অনেকে রান্না করা খাওয়া পরিবেশনও করতে চান না; পরিবারে এদের একমাত্র ভুমিকা মা হওয়া।
নারীর ব্যাপারে আরবদের কথা অন্যেরা বলবেন, আমি রাগে কাঁপছি, কিছু লিখছি না; মিশরে ও আরো ২/১ দেশে নারীদের ভালোবাসার পুলক কমাতে তাদের শরীরে অস্ত্রোপাচার করা হয়, নারীকে মেশিনে পরিণত করা হয়।
আমেরিকায়ও নারীরা সুখে নেই; ছেলেরা বিয়ে করতে চাহে না; শহরগুলোর দরিদ্র আফ্রিকান আমেরিকান এলাকাগুলোতে সর্বশেষ বিয়ে কখন রেজিস্ট্রেশন হয়েছে, বলা মুশকিল। যোগ বিয়োগ করলে, আমেরিকান মেয়েরাই বেশী দায়ী হয়তো এই অবস্হার জন্য। বাংগালী মেয়েরা, সাম্প্রতিক কালে, আমেরিকান মেয়েদের অনুসরণ করতে চাচ্ছেন কিছুটা।
তৃতীয় বিশ্বে দরিদ্র পরিবারের মেয়েরা আজও শিক্ষা থেকে বন্চিত; পরিবারের দারিদ্রতা নারীকে বেশী ব্যথা দেয়; কারণ, নারীর ক্ষমতা সীমিত, অশিক্ষিত নারী পুরোপুরি অসহায়, ইচ্ছা থাকার পরও পরিবারের জন্য আয় করতে পারেন না।
আজ বিশ্বর প্রতিটি জাতির কাছে যে সম্পদ আছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগালে, সবাই সুখে ও শান্তিতে থাকতে পারবেন। অকারণ, অনেক মানুষ বিশ্বের বিশাল সম্পদ দখল করে রেখে মানুষকে অমানুষিক কস্ট দিচ্ছে; এবং এই কস্টটা নারীদের বেশী হচ্ছে।
মনে রাখতে হবে, নারীরাই এই বিশ্বে জীবনচক্রকে ধরে রেখেছেন।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
নারীদের মন খুবই সুন্দর, নির্মল, প্রশান্তির ছায়া; দারিদ্রতা সেই মনটাকে নির্দয়ভাবে কস্ট দেয়।
২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, অল্প কথায় অনেক কিছু বলে গেলেন তো! খুব ভালো লাগলো। শুভেচ্ছা।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
নারীদের কস্ট দেখে, অনেক কস্ট মনে জমে আছে; তবুও ব্লগে শান্তি আছে, এখানে সবাই নারীদের সমীহ করেন
৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর পোষ্ট। ধন্যবাদ
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
নারীরা শান্তি ও সুখের প্রতীক, নারীদের সুখী করার চেস্টা করতে হবে
৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট, সময়পোযুগি পোষ্ট। আমাদের আপুরা এখনো পোষ্টটি দেখছেন না। ওরা হয়তো সেমিনারে ব্যাস্ত।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
সব সেমিনার বাতিল করে দেন! আমি পোস্ট দেয়ার পর, কারা কোনা সাহসে সেমিনার চালচ্ছে!
ব্লগে আমাদের নারী ব্লগারেরা যতটুকু সন্মান পেয়ে থাকেন, সব নারী কমপক্ষে ততটুকু বা তারো বেশী সন্মান যেন পেয়ে থাকেন, এই কামনা রলো।
৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১
গেম চেঞ্জার বলেছেন: নারীরাই এই বিশ্বে মানববংশ-চক্রকে ধরে রেখেছেন।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
সঠিক।
তবে, মানবদের নারী ব্যতিত প্রকৃতিতে আরো নারী জাতী আছে; সবাই মিলে জীবনচক্রকে চলমান রেখেছে।
৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১
ইমরান আল হাদী বলেছেন: আপনার আপনী সম্বোধন টি আমাকে মন্তব্যে করতে বাধ্য করলো।আমার কোন বোন নেই আমার এক বন্ধুর বড় বোন কে আপনী ডাকতাম, আমাকে অনেক স্নেহ করতেন
উনার কথা মনে পড়ে গেল। আপনাকে অভিনন্দন ও আমার আপনী সহ সকল নারীদের শুভেচ্ছা।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
শুনে ভালো লাগলো, অন্যকে বড় মনে হয় সব সময়।
৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
প্রবাসী দেশী বলেছেন: It's NOT 'নারী দিবস'
It's 'নারী দি বস'
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
নারী যদি সত্যই বস হয়, বিশ্বে শান্তি ফিরে আসবে, যুদ্ধ কমে যাবে; এক মার্কেল আজ বিশ্বমাতা
৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
আহা রুবন বলেছেন: পরিস্থিতিতে পড়ে বিভিন্ন জেলায় একা থেকেছি। নিজে রান্না-বান্না করে খেয়েছি - দিন চলে গেছে। কিন্তু ঘরে যখন একজন নারী থাকে তখন জীবটা অন্যরকম এক শান্তি, পূর্ণতায় ভরে ওঠে। যারা কখনও একা থাকেনি তারা বুঝবে না। নারীহীন জীবন হল সেলাই ছাড়া ডিকসনারি।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
সঠিক।
শান্তি, সুখ, প্রশান্তি শব্দগুলো নারী শব্দের সাথে জড়িত
৯| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আজকের আলোচনা। নারীর প্রতি সবাই দুর্বল, ব্লগ আর ফেসবুক তো নারীদেরই দখলে, দেশও তাদেরই, বর্তমানে স্বামীরাও প্রায় সবাই বউয়ের কথা ছাড়া পানিও খাইতে চায় না( নারীর ব্যাপারে আলাদা হিসাব)।
শেষের দিকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ থেকে বৈষম্য দূর করতে না পারলে গরীবের কপাল ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই। মনুষ্যত্বহীন সমাজে চাকরানীর মর্যাদা আশা করাও অসম্ভব।
শুভকামনা আপনার জন্য।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সাল থেকে বাংলাদেশে চাকরাণী থাকার কথা ছিলো না; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের নির্বুদ্ধতার কারণে, এই বাংলায় একজন কিশোরীকে নিজ জাতির কাছে ক্রীতদাসে জীবন যাপন করতে হয়েছে।
আজ নারীকে বুঝতে হবে, প্রত্যেক নারী যেন ভালোবাস পেয়ে সমাজের অংশ হতে পারেন, কেহ চাকরাণী হতে চায়নি এই জীবনে।
১০| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেখ সাহেবকে আপনি এত বোকা ভাবেন কেন সেটাই আমি বুঝি না! তাঁর উদারতার সুযোগ নিয়ে মানুষ যদি বেঈমানি করে তো সে দোষ তো আর তাঁর না।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব বড় নেতা, উনি যেই বুদ্ধি দিয়ে দেশ চালনা শুরু করেছিলেন ১৯৭২, সেটা ছিল প্যাথেটিক; জাতি উনার পেছনে দৌঁড়েছে, উনি জাতির জন্য দৌঁড়াননি।
১১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৭
কানিজ রিনা বলেছেন: চাকরানী তখনি শোভা পায় চাকর যখন চাকরী করে আমার জন্য় বাজার করে আনে আমি অপেক্ষায় দরজায় দাড়িয়ে থাকি। সে চাকর আমি চাকরানী যেখানে পবিত্র প্রেমের ছড়াছড়ি। হ্য়াঁ আমি চাকরানী তখনী
চাকর যখন আমারী। লেখাটায় অসম্ভব ভাল লাগল ধন্য়বাদ।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
কিশারীকে চাকরাণী বানানোর অর্থনীতি যারা চালু করেছে বাংলাদেশে, তাদের নাম হাওয়ায় মিশে যাবে।
১২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৪০
নিষ বলেছেন: নারীদের শ্রদ্ধার পাত্র হিসেবেই বিবেচনা করা উচিত। পোস্টের সাথে একমত।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
নারীরা অসুখে থাকলে সমাজ পেছনে পড়বে, নতুন জেনারেশন শক্তিশালী হবে না।
১৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, সুন্দর লিখেছেন বিষয়টি নিয়ে একটি পৃথক পোষ্ট দেয়ার চিন্তা ভাবনা মাথায় ঘুরছে এখন ।
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি এসব ব্যাপারে নিজের ভাবনাগুলো জানান মানুষকে, লোকজন কিভাবে দেখেন, দেখার দরকার আছে।
১৪| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৬
মামুন ইসলাম বলেছেন: নারী নিয়ে চমৎকার উপস্থাপনা
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
এদেশ নারীরা চালাচ্ছে, এদেশে কিশোরীরা চাকরাণী, কিশোরীরা পতিতালয়ে! এসব লিলিপুটিয়ানরা অযোগ্য
১৫| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: বাংগালী মেয়েরা, সাম্প্রতিক কালে, আমেরিকান মেয়েদের অনুসরণ করতে চাচ্ছেন কিছুটা। এই কথাটা খুব সত্য এই বিষয় টা এখন ঝুঁকির দিকে যাচ্ছে! কিন্তু মেয়েরা বিষয় টা বুঝতে চাচ্ছেনা।
অল্প করে খুব করে লেখা উপস্থাপন ভালো লাগলো। ++
নারী দিবসের চাইতে নারীদের সচেতন হওয়া বেশি জরুরি।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত তরুণ মেয়েদের মাঝে আমেরিকা ও বোম্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে; এটা হয়তো সাময়িক।
নারীদেরকে বুঝতে হবে, তাদের হাতে অন্য নারী যেন কস্ট না পায়।
১৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯
জুন বলেছেন: তৃতীয় বিশ্বে দরিদ্র পরিবারের মেয়েরা আজও শিক্ষা থেকে বন্চিত; পরিবারের দারিদ্রতা নারীকে বেশী ব্যথা দেয়; কারণ, নারীর ক্ষমতা সীমিত, অশিক্ষিত নারী পুরোপুরি অসহায়, ইচ্ছা থাকার পরও পরিবারের জন্য আয় করতে পারেন না।
শুধু দরিদ্রই নয় , অনেক মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা । মেয়েরা যদি শিক্ষিতও হয় এবং ভালো চাকুরীও করে তারপরও সংসার আর ছোটো ছোটো ছেলেমেয়ের স্বার্থে মেয়েরাই চাকরী ছেড়ে ঘরে বসে । কখনো কোন পুরুষকে এটা করতে দেখিনি চাঁদগাজী । তারপর ছেলে মেয়েরা যখন বড় হয়ে বলে বসে "তুমি কি জানো ! তুমি কি কখনো চাকরী করেছো যে জানবে ? তুমি তো ঘরে বসে বসে আমার বাবার টাকায় খেয়েছো "। মুচকি হাসিতে স্বামীও সমর্থন যোগায় ছেলেমেয়েদের এই কথাতে ।
গ্রীক ট্র্যাজিডিকেও হার মানায় তখন ।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
বৃক্ষ আর শাখার মাঝে পার্থক্য হলো, গাছ সব শাখার ভার বহে, সব শাখার জীবন তার মাঝে; শাখা জানে না, সে কিভাবে শাখা হহেছে।
১৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
রোকসানা লেইস বলেছেন: বাংলাদেশে নারী অনেক মর্যাদা ভোগ করেন । সম অধিকার ভোগ করেন। কিছু অজ্ঞতা এবং ধর্ম, সম্পদের নিয়মগুলো পরিবর্তন হলে বাকী জটিলতাগুলো কেটে যাবে এক সময়।
লেখার সাথে মন্তব্যগুলোও পড়লাম। নারীর প্রতি কারো বিরোধ আছে বলে মনে হলোনা। বিষয়টা ভালোলাগল।
আমি একটা পোষ্ট দিয়েছি দেখতে পারেন সময় হলে।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি নারীদের নিয়ে ব্লগারদের দেখছেন, সবকিছু ভালো লাগছে; আসল বাংগালীরা ব্লগের বাহিরে আছেন, ওখানে ভয়ংকর সব লোকজন।
আপনার পোস্ট পড়বো।
১৮| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২
নীলপরি বলেছেন: বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ অনেক গরীব দেশে, গত কয়েক'শ বছর চাকরাণীদের উপর কি হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আবার এসব দেশের নারীরাই চাকরাণী ব্যতিত চলতে পারেন না; এসব দেশের ধনী পরিবারের মহিলারা স্বামীকে রান্না করেও খাওয়ায় না, অনেকে রান্না করা খাওয়া পরিবেশনও করতে চান না; পরিবারে এদের একমাত্র ভুমিকা মা হওয়া।
শুধু মহিলারাই কি বাধ্য নাকি ঘরের কাজ করার জন্য ?
তবে সামগ্রিক লেখাটা ভালো লেগেছে । ধন্যবাদ ।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
পরিবারের সব কাজ পরিবারের, স্বামী স্ত্রীর; আমাদের ও অনেক ৩য় বিশ্বের দেশে, স্ত্রী ঘর দেখেন, স্বামী বাইরে দেখেন।
১৯| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০
এনায়েত হোসাইন বলেছেন: আমার দৃষ্টিকোন থেকে নারীরা মায়ের জাত তাই প্রতিটি ক্ষেত্রে তাদেরকে সম্মান করা উচিত।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
সন্মান মানে শুধু "আপুনি" ডাকা নয়, তাঁদেরকে সুখে শান্তিতে রাখার পদক্ষেপ নেয়া: তাঁদেরকে যেন কিশোর বয়সে চাকরাণী হতে না হয়, তাঁরা যেন পতিতা না হয়, তাঁরা যেন পড়ালেখা করতে পারেন, চাইলে আয় করে পরিবারকে সাহায্য করতে পারেন, সেসব পদক্ষেপ নেয়া।
২০| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: মনে রাখতে হবে, নারীরাই এই বিশ্বে জীবনচক্রকে ধরে রেখেছেন।....... সঠিক না।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
ভুল? নারীরাই এই বিশ্বে জীবনচক্রকে ধরে রেখেছেন, এখানে ভুল আছে? আপনার সবকিছু ঠিক মতো চলছে তো?
২১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
কানিজ ফাতেমা বলেছেন: //তৃতীয় বিশ্বে দরিদ্র পরিবারের মেয়েরা আজও শিক্ষা থেকে বন্চিত; পরিবারের দারিদ্রতা নারীকে বেশী ব্যথা দেয়; কারণ, নারীর ক্ষমতা সীমিত, অশিক্ষিত নারী পুরোপুরি অসহায়// অল্প কথায় অনেক কিছু ।
আশা করি পরিস্থিতি অচিরেই অনুকূলে চলে আসবে ।
শুভ কামনা রইল ।
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সবচেয়ে উপরে ও সবচেয়ে নীচে নারীদের স্হান; এই বিশাল দুরত্ব থাকার কথা ছিলো না।
২২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: আমি তো বার বার নারী হয়েই জন্মাতে চাই !!!!!!!!!
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি নারীদেরকে বিশাল দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালনে মনন ও শক্তি দেয়; পুরুষ সেই মহাশক্তির কথা জানে না, বুঝতে পারে না, কি শক্তি তাকে নিয়ন্ত্রণ করে, না জেনেই পুরুষ নিজকে নিয়ে মহা ব্যস্ত।
২৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটি পোস্ট লিখেছেন। অনেক ভাল ভাল কথা এসেছে শুধু পোস্টেই নয়, আপনার অনেক মন্তব্য থেকেও। অন্যান্য অনেকের মন্তব্য থেকেও। সবাইকে অশেষ ধন্যবাদ এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গীর জন্য।
মনুষ্য জাতির ধারক, বাহক ও পালক মমতাময়ী নারী। তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানাই।
১০ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, মানব-জীবনচক্র নারীর হাতেই অর্পন করেছে প্রকৃতি; মানুষ যত সহজে সেটা অনুধাবন করবেন, ততই মানব সমাজের কল্যান হবে; নারীদের শারীরিক শক্তি পুরুষের তুলায় কম, তাই শিক্ষাগত যোগ্যতা তাদেরকে সমাজে টিকে থাকতে সাহায্য করবে, যদি জীবনের বোঝা কখনো একাই টানতে হয় নারীকে।
২৪| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৮
রক বেনন বলেছেন: টিভি চ্যানেলের সিরিয়াল গুলোতে ভিলেন হিসেবে বেশিরভাগই থাকে নারী! তারপরও এইসব সিরিয়ালগুলোর প্রধান দর্শক নারীরাই!! দুঃখজনক!!
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
আধা শিক্ষিত নারীরা নিজেদের অবস্হান নির্ণয় করতে পারে না, এরা বাকী নারীদের জন্য সমস্যা
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
সম্পদের সুসম বন্ঠন নিয়ে আপনার একটা প্যাসন কাজ করে সব সময়। এটা খুব ভালো একটি লক্ষন । ধন্যবাদ জানাই এজন্যে ।
এখানেও তাই করেছেন , তৃতীয় বিশ্বের দরিদ্র পরিবারের মেয়েদের কথা বলতে গিয়ে ।
সবচেয়ে ভালো বলেছেন এটাই ------ নারীরাই এই বিশ্বে জীবনচক্রকে ধরে রেখেছেন।