![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজকে সোমালিয়া ও দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ হচ্ছে; কিছু বাচ্চা মারাও গেছে, পুস্টিহীনতায় ভুগছে অনেক শিশু; দেশগুলোর সরকার ও জাতি সংঘ সবার কাছে হাত পাতছে! আশাকরি, সাময়িক সমাধান হবে; তারপর ২/৩ বছর পর, আবার একই অবস্হা ফিরে আসবে! সমস্যা কোথায়? সমস্যা হলো সরকারে, সরকারই চায় যে, কিছুটা দুর্ভিক্ষ হোক, ফ্রান্সের সাংবাদিকরা ছবি তুলে ইউরোপীয় মিডিয়ায় দেক; তারপর, সাহায্য আসতে থাকবে।
আমাদের দেশে গত কয়েক বছর বড় ধরণের ঘুর্ণিঝড় হচ্ছে না; আমাদের ব্যুরোক্রেটদের মন হয়তো খারাপ; এমন কি উপকুলের রাজনৈতিক ক্যাডাররাও হয়তো সৌভাগ্যকে গালি দিচ্ছে!
দুর্ভিক্ষ একদিনে আসে না; আবার আফ্রিকার দুর্ভিক্ষ কখনো ছুটি নেয় না; আজ সোামলিয়ায়, কাল ইথিওপিয়ায়, পরেদিন কংগো, কিংবা সিয়েররা-লিওনে। আফ্রিকানরা কি আগামী ২/৩ বছরের অবস্হা অনুমান করার মতো মগজ পায়নি; নাকি গরিলার মতো প্রতি বেলার খাবার নিয়ে ভাবে শুধু? আফ্রিকার সমস্যা হলো, এমনিতে ওরা কিছুটা অলস, তদুপরি ওরা ভয়ংকর স্বার্থপর, চোখের সামনে খাবার অভাবে বাচ্চা মরে গেলেও, এক ফোঁটা খাবার দেবে না, নিজে বসে ছাগলের ঠ্যাং চিবাবে।
আফ্রিকার সবচেয়ে দরি্দ্র দেশের সরকারের লোকদেরও লন্ডনে, ফ্রান্সে, নিউইয়র্কে বাড়ী আছে, ছেলেমেয়ে ওখানে পড়ে, সপ্তাহ শেষে আফ্রিকায় বেড়াতে আসে উড়োজাহাজে।
দক্ষিণ সুদান বাংলাদেশ থেকে ৪ গুণ বড়, লোক সংখ্যা ১ কোটী ২৫ লাখ; সোমালিয়াও বাংলাদেশ থেকে ৪ গুণ বড়, মানুষ হচ্ছে ১ কোটী ৮ লাখ, ঢাকার অর্ধেক। এদের খাবার মতো খাদ্য কেন উৎপন্ন করতে পারে না? আজকাল বানরও বোধ হয় উপবাস থাকে না।
বিশ্ব ব্যাংক, আইএমএফ এদের সাহায্য করে, ইউরোপ সব সময় এদের সাহায্য করে; কিন্তু এরা নিজেরা কিছুই করে না; বর্তমানে শুধু পশু পালন করে, গাছ লাগিয়ে এরা বিশ্বের ধনী দেশ হতে পারতো; কিন্তু ক্যাপিটেল সরকারী লোকদের হাতে আটকা পড়ে আছে, পড়ালেখা শিখায় না; সরকারের লোকেরা বছরের বিরাট সময় ইউরোপ ইত্যাদি দেশে গিয়ে সময় কাটায়।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের প্রায় দেশে রাজনীতির লোকেরা ডাকাতী করছে, দুর্নীতি ও অনিয়ম করছে; সেই ফাঁক দিয়ে ট্রাম্প এসেছে আমেরিকায়!
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩২
অতঃপর হৃদয় বলেছেন: সেদিন বাবার মুখে শুনলাম, বাংলাদেশ থেকে যারা সুদানে গিয়েছিল তাদের সুদানবাসী বলেছে বাঙালিরা নাকি জান্নাতে আছে। সুদানের মানুষ জাহান্নামে আছে বলে ঐ লোক মনে করেন।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
উত্তর সুদানের আরবেরা শয়তান থেকে দুস্ট; দক্ষিণ সুদানের শিক্ষিত কালোরা চোর ডাকাত!
৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩২
ওমেরা বলেছেন: আফ্রিকার বিভিন্ন গরীব দেশের লোকজনের সাথে মিশা হয়েছে ওদের দেখলেই বুঝা যায় ওরা গরীব আর অশিক্ষিত , হতে পারে সেটা ওদের অলসতা বা সরকারী ব্যবস্থাপনার কারনে ।
আফ্রিকার সবচেয়ে দরি্দ্র দেশের সরকারের লোকদেরও লন্ডনে, ফ্রান্সে, নিউইয়র্কে বাড়ী আছে, ছেলেমেয়ে ওখানে পড়ে, সপ্তাহ শেষে আফ্রিকায় বেড়াতে আসে উড়োজাহাজে
এটা জানা ছিল না । একটা নতুন তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকানরা এখন ভয়ংকর স্বার্থপর, অন্যকে কিছুই দিতে চাহে না; বেশীর ভাগ মানুষ অভাবে অভাবে নির্দয় হয়ে গেছে, অনয়দের ভালো চাহে না।
দক্ষিণ আফ্রিকায় কিছু বাংগালী ব্যবসা বাণিজ্য করছিলো, মেরে কিছুই রাখেনি।
৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
সিফটিপিন বলেছেন: @চাঁদগাজী ভাই একটা শুকুরের বাচ্চা হইছে, ল্যাদা বেড়াচ্ছে।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ; এখন চেক করে দেখলাম, সামু উহাকে থামায়েছে!
৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
আহা রুবন বলেছেন: আফ্রিকানদের বড় সমস্যা অশিক্ষা! অশিক্ষার কারণে তাদের জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। সবাই চায় তার গোষ্ঠী বা গোত্র থেকে নেতা হোক, সেটা না হলেই মারামারি, হানাহানি, যুদ্ধ! যুদ্ধই তাদের শেষ করে দিল - দেশ যত বড়ই হোক কাজকর্ম বাদ দিয়ে একে-৪৭কে বন্ধু বানালে, যুদ্ধ করলে দূর্ভক্ষ অনিবার্য পরিনতি হিসেবে আসতে বাধ্য।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
নিজের গোত্র থেকে বানায়েও শান্তি নেই; আফ্রিকানরা নিজকে ব্যতিত কাউকে বুঝে না।
৬| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থ বলেছেন , এখন পর্যন্ত বিদেশে ভ্রমনকালে যত আফ্রিকানের দেখা পাইছি তার মধ্যে শুধু দেখি ছেলেদের গলায় ও হাতে বিভিন্ন পদের মোটা চেইন আর মেয়েগুলার মুখে সবসময় একখান চুইংগাম , এটা মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলে রাস্তাঘাটে , বাসে ট্রেনেতো তাদের ফোনের চিল্লাচিল্লির জন্য বসাই যায়না , দেশ কোনটা জিজ্ঞেস করলে শুধু বলে আফ্রিকা । সুদান, সোনালিয়া , উগান্ডা , নাইজিরিয়া, জাম্বিয়া যেটাই হোক না কেন , বলে শুধু আফ্রিক, বুঝাতে চায় তারা একটু ধনিদেশ দক্ষীন আফ্রিকার লোক । ভাবখানা যেন তারা দুনিয়ার সেরা মানুষ , তাদের থেকে ভাল আর কেও নাই, কত আর বলব এদের কথা । তবে আফ্রিকার বিভিন্ন দেশের গরীব মানুষেরা সত্যিই করুন হালে আছে । এদের জন্য বিদেশীরা ভাবে , তারা নীজেরা ভাবেনা একটুও । সম্পদের সুসম বন্টন দরকার , দরকার শিক্ষার বিস্তার ও সঠিক উন্নয়ন পরিকল্পনা ।
ধন্যবাদ ভাল একটি পোষ্টের জন্য ।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
আসলে, আফ্রিকার কিছু দুস্ট চালাক কৌশলে ওখানে রাজতন্ত্রকে ধরে রেখেছে, কয়েকটা পরিবার মিলে বাকীদের ক্রীতদাস বানিয়ে রাখে; যেগুলো একটু বুদ্ধিমান তারা পালিয়ে যায় বিদেশে।
৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১০
নতুন বিচারক বলেছেন: এরকম ভালো একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
এটা একটা প্রচেস্টা, যাতে বাংগালীরা বুঝতে পারে যে, এই মহুর্তে বিশ্বে সম্পদের অভাব নেই, অভাব হচ্ছে আন্তরিকতার ও উঁচু ভাবনার।
৮| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐসব দেশে গ্যাস আছে কি? প্রাকৃতিক সম্পদ না থাকলে একটা দেশের দাঁড়ানো একটু কঠিন। তার উপর খরা লেগেই থাকে। পানির অভাব অনেক...
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
গ্যাস থাকার সম্ভাবনা আছে; গ্যাস না থাকলে হয়তো হীরক আছে।
১ কোটী মানুষ, দেশ বাংলাদেশ থেকে ৪ গুণ; বৃস্টি হয় মাঝে মাঝে; ঘাস হয়, পাখী হয়; আশেপাশের দেশে কিছু করা যায়।
ধরলাম, কিছু নেই; মানুষকে পড়ায় নাই কেন? ইউরোপের লোক বিনা পয়সায় বাড়ী এসে পড়ালেখা শিখায়।
৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৮
মুশি-১৯৯৪ বলেছেন:
জ্যামাইকায় ‘একি’ ফল নামের এক বিষাক্ত ফল আছে,যাতে রয়েছে ‘হাইপোগ্লাইসিন’ নামের বিষাক্ত রাসায়নিক। এই ফল খেয়ে কিছু কালো মানুষ মনে হয় পাগলামী করে।
আর এই ’একি’ ফল খেয়ে ব্লগে কিছু লোক পাগলামী শুরু করেছে।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে কিছু ব্লগার মাথা হারায়ে ফেলেন; তবে, ক্রমেই এদের সংখ্যা কমছে।
১০| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: অন্য কারো সাহায্য পেলে ভালো তবে নিজের অভাব মোচনের জন্য নিজেকেই নিজের সাহায্য করাটা সব থেকে বেশি প্রয়োজন??
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
মানুষ এতকিছু আবিস্কার করেছে যে, যেকোন জাতি নিজ পায়ে দাঁড়াতে পারে ১০ বছরে; কিন্তু বেশীর ভাগ জাতির ক্যাপিটাল সরকারের লোকেরা ও পার্টির লোক্বেরা দখল করে রেখেছে।
১১| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬
রক বেনন বলেছেন: বোধহয় এরই নাম 'রাজনীতি'।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির নামে ক্যাপিটেলিজম বিশ্বে ভয়ংকর অবস্হার সৃস্টি করেছে; পশ্চিম ইউরোপ ব্যতিত, প্রায় সব দেশের সরকারগুলো ভয়ংকর গোজামিল দিচ্ছে।
১২| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো একটা টপিক তুলে ধরেছেন ।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সালে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব সম্পদ দেখেননি; ২ জনে খুবই অদক্ষ ছিলেন।
১৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
আল ইফরান বলেছেন: আফ্রিকার এই দুর্দশার পেছনে আছে অশিক্ষা আর শত বছরের কলোনিয়াল এক্সপ্লোয়টেশন।
যখনই কেউ মাথা উচু করে দাড়াতে চেয়েছে (যেমন প্যাট্রিস লুমুম্বা) তখনই উপনিবেশিক শাসক বা তাদের এজেন্টরা নতুন কোন সংঘাতের সুচনা করেছে।
আর একবিংশ শতাব্দীতে এসে বিনিয়োগের নামে নব্য সাম্রাজ্যবাদের সুচনা করেছে চীনারা।
এদের জন্য আপনার স্লোগানটাই ভালো যায় ' সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ '
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
চীনারা প্রবেশ করছে সরকারের দুর্নীতির সুযোগে; এই জন্যই তারা পদ্মাসেতু করার সুযোগ নিয়েছে।
১৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮
অভিজিৎ সমদ্দার বলেছেন: এরকম ভালো একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার প্রায় দেশ, এশিয়ার কিছু ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে দুস্টরা সরকার চালাচ্ছে
১৫| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের অবস্থা ইথিওপিয়া, সোমালিয়া বা সুদানের চেয়ে অনেক খারাপ ছিল।
তখন খাদ্যাভাব প্রচন্ড, বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য আমদানির সুযোগও ছিল না।
ধনী দেশগুলোর দান-খয়রাতের মুখাপেক্ষি হয়ে থাকতে হত। র্যাশন কার্ডে খাদ্য সরবরাহ হত।
বর্তমানে দেশের জনসংখা ৭ ওটি থেকে ১৬ কোটি হয়েছে
বার্মিজরা গনহত্যা করে পিটিয়ে লক্ষ লক্ষ রহিংগা সীমান্তে ঠেলে ঘনবসতি আরো তীব্র করছে।
বসতি সম্প্রসারনের কারনে দিন দিন কৃষিজমির পরিমানও কমছে আর কমছে।
এরপরও গত ১০ বছরে বাংলার পরিশ্রমি কৃষক খাদ্য উৎপাদন ৩-৪গুন বৃদ্ধি করে দেশকে সক্ষম ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।
আলু তরিতরকারি-শাকসব্জির উৎপাদন ৫ গুন বৃদ্ধি হয়েছে।
মাছের উৎপাদন ১০ গুন বেড়ে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম মৎস উৎপাদনকারি দেশ।
জাটকা ধরা বন্ধ করার পর ১০ বছরে সুধু ইলিশের বার্ষিক উৎপাদনই ৫২ হাজার টন থেকে বেড়ে হয়েছে প্রায় ৪ লাখ টন।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি মক্তব শেষ করেছেন?
১৬| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০
নয়ন বিন বাহার বলেছেন: পুরো দায়ভার সরকারকেই দেয়া যায়।
ওখানেই সমস্যা।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনার এনালাইসিস ক্ষমতা কম।
১৭| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭
কানিজ ফাতেমা বলেছেন: আন্তর্জাতিক দুনিয়ার খবরাখবরে আপনার পোষ্ট বরাবরই দারুন ।
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সাথে মিল আছে; একইভাবে, ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল।
১৮| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
শেয়াল বলেছেন: অফুরন্ত সম্পদ !
বেশি হইয়া গেল না ?
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের রোগে ধরেছে, আমাদের কিছু নেই, সব নিয়ে গেছে অন্যেরা...
১৯| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন: দেশে দেশে সম্পদের অসম বিভাজনটাওতো একটু দেখা যেতে পারে।
সম্পদ যেমন একদিক হতে আরেক আসে, তেমনি এখন এর দিক পরিবর্তন প্রয়োজন ।
তাই সম্পদের সুসম বন্টন নীতিমালা অনুসরন করা দরকার ।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ডাটার জন্য।
সম্পদের সিংহ ভাগ আমেরিকা, রাশিয়া, চীনাদের হাতে।
ওদের শিক্ষা, দক্ষতা, জীবনযাত্রার মান, তাদের টেকনোলোজী সম্পদকে ব্যবহার যোগ্য করছে। আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান,হেইতির মতো দেশগুলো নিজের উপর আস্হা রেখে কাজ করছে না।
২০| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
আবু মুছা আল আজাদ বলেছেন: ``দক্ষিণ সুদান বাংলাদেশ থেকে ৪ গুণ বড়, লোক সংখ্যা ১ কোটী ২৫ লাখ; সোমালিয়াও বাংলাদেশ থেকে ৪ গুণ বড়, মানুষ হচ্ছে ১ কোটী ৮ লাখ, ঢাকার অর্ধেক। এদের খাবার মতো খাদ্য কেন উৎপন্ন করতে পারে না? আজকাল বানরও বোধ হয় উপবাস থাকে না।''
ভাববার বিষয়।
তবে এখন সভ্য বিশ্বে তাদের সায্য দিয়েও দুভিক্ষ রক্ষা করা যাচ্ছে না। কিন্তু ৩০০ বছন পূর্বেতো তাদের কেউ সাহায্য করত না কিন্তু তখন তাদের সংখ্যা এত বেশি হল কেমন করে?
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
৩০০ বছর আগে রাজতণ্ত্র ও দাস প্রথা ছিল; দাসেরা চাপে পড়ে কাজ করতো।
এখন আধা রাজতন্ত্র; সরকারের লোকেরা কাজ না করে আয় করে; ফলে, কোনদিক হয় না।
২১| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০
শব্দ অর্থ বলেছেন: যেকোন দেশের সরকার / প্রশাসনে সততা না থাকলে ঐ দেশের উন্নতি সম্ভব নয়। সততা কিভাবে আসবে জানিনা।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
সম্প্রতি, পশ্চিম ইউরোপ ছাড়া বাকী সরকারগুলোতে দুস্টরা স্হান করে নিয়েছে।
২২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯
জুন বলেছেন: অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার এককালের অন্ধকার মহাদেশকে আজ অবধি অন্ধকারেই রেখে দিলো চাঁদগাজী।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকায় জন্ম নিলে, মানুষের মগজের ক্ষমতাই কমে যায়, মনে হয়।
২৩| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৮
বর্ষন হোমস বলেছেন:
সব জায়গায় অফুরন্ত সম্পদ।
বাংলাদেশ টেস্ট দল্টা ছাড়া।
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতি নিয়ে টেস্ট চলছে, ইহা এই বিশ্বে টিকবে কিনা?
২৪| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩
নয়ন বিন বাহার বলেছেন: আপনি বসে বসে এনালাইসিস করেন।
সরকার যেটা পারে সেটা অন্য কোন বিপ্লবীর করতে কি পরিমান তেল লাগবে তা ভাবার বয়স আপনার আছে।
শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য কাকে ভূমিকা রাখতে হবে?
যদু কদু নাকি সরকার?
সরকার যদি নাই সহযোগিতা করে তাহলে যদু কদু কদ্দুর করতে পারবে?
প্রমান তো তারা নিজেই।
সাহায্য কি কম যাচ্ছে? এগুলো কই যায়? কারা খায়?
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
সরকার এখন পুরোপুরি খুবই ভালো কলোনিয়েল সরকার।
২৫| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯
জাহিদ অনিক বলেছেন: আমাদের দেশে গত কয়েক বছর বড় ধরণের ঘুর্ণিঝড় হচ্ছে না; আমাদের ব্যুরোক্রেটদের মন হয়তো খারাপ; এমন কি উপকুলের রাজনৈতিক ক্যাডাররাও হয়তো সৌভাগ্যকে গালি দিচ্ছে!
আমিও চিন্তিত ! আমার গ্রাম দক্ষিণবঙ্গে । কেন এতদিনেও কোন ঝড়-টর এলো না ।
চেয়ারম্যান-মেম্বাররা খাবে কি !!!
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
এবারের চেয়ারম্যান নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই; এরা শেখ হাসিনার বরপুত্র, আগামী সংসদ ভোট এদের হাতে; এরা বাংলাদেশের উঠতি বিলিওনিয়ার।
২৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫
জাহিদ হাসান বলেছেন: আমি এই বিষয় নিয়ে অনেক আগেই ফেসবুকে পোষ্ট দিয়েছি। বহুদিন ধরেই আফ্রিকার এই দেশগুলোতে এই রকম মানবিক সমস্যা চলছে। কেউ দেখার নেই। কেউ সাহায্যেরও নেই।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
ভালো পোস্ট ছিল নিশ্চয়।
আফ্রিকার সম্পদ পড়ে আছে, মানুষ না খেয়ে মরে, বাচ্চাগুলো অযতনে মানুষ হয়, দু:খের কথা
২৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৪
রাতুল_শাহ বলেছেন: ক্ষুদা আর অশিক্ষা মানুষের জন্য অভিশাপ।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
এই যুগে দুর্ভিক্ষ হলে, সেই দেশের সরকারকে সরিয়ে দেয়ার দায়িত্ব বিশ্বের।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এদের খাবার মতো খাদ্য কেন উৎপন্ন করতে পারে না? আজকাল বানরও বোধ হয় উপবাস থাকে না। ভাববার মতো বিষয়।