নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সিলেটে সোয়াট ব্যবহার করার মত পরিস্হিতি নেই

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬



সংবাদ অনুসারে যতটুকু বুঝা যাচ্ছে, সিলেটের বাড়ীটির নীচতলায় ঘেরাওর মাঝে আটকা পড়ছে কয়েকজন উগ্রপন্হী লোক; ওদের ক্ষমতা সীমিত, হয়তো কিছু বিস্ফোরক আছে ও কিছু পরিমাণ অস্ত্র আছে; তারা যদি বাড়ীতে অবস্হিত অন্যদের কোনরূপ ক্ষতি না করতে পারে, সোয়াটের অভিযান চালিয়ে তাদের হত্যা করা ঠিক হবে না, তাদের ধরে বিচার করা উচিত; সর্বোপরি, এখানে কমপক্ষে ১ জন নারীও আছে। বাড়ীটি ঘেরাও করে রাখলে ও ভেতরের অন্য পরিবারের লোকদের বের করতে পারলে, তাদেরকে নিজের থেকে আত্মসমর্পনের দিকে নিয়ে যাওয়ার দরকার; এতে অন্য উগ্রদের উপর প্রভাব পড়বে; কোন সুযোগ না দিয়ে হত্যা করা ভুল; সর্বোপরি, এটা যুদ্ধ অবস্হা নয় যে, সময় নেই!

কমান্ডোরা ভিতরে প্রবেশ করে, সহজেই বাড়ীর ভেতরে অবস্হানরত অন্য বাসিন্দাদের বের করে নিয়ে আসতে পারবেন। আটকা পড়ারা বাড়ীতে আগুন লাগানোর চেস্টা করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্হা নিয়ে, বাড়ীটিকে খালি করার পর, গ্যাস দিয়ে ভেতরের উগ্রদের বেহুস করে ফেলা সম্ভব।

আটকে পড়ারা যদি পুলিশ ও সোয়াট টিমকে বিশ্বাস না করে, তাদের ইচ্ছানুসারে দেশের পরিচিত মানবাধিকার লোকদের কাছে আত্মসমর্পণ করার সুযোগ দেয়ার দরকার।

বাংলাদেশে প্রচুর মানুষ দেশের দুরাবস্হা, সমাজের অবিচার, বেকারত্ব, ভুল রাজনীতির শিকার হয়ে উগ্রবাদী হয়ে যাচ্ছে; তবে, ওদের সংখ্যা খুবই কম; কিন্তু সরকারের ভুল ও দরকারের বেশী চাপ তাদের ফেরার পথ বন্ধ করে দিতে পারে; তাদেরকে বেঁচে থাকার সুযোগ দেয়া হোক, সময় দেয়া হোক; তাদেরকে বুঝতে দেয়া হোক, বিচারের সুযোগ দেয়া হোক; দেশের পরিস্হিতি বিচার করে, তাদেরকে এ্যামনেষ্টিও দেয়া যেতে পারে; বিনা প্রয়োজনে সোয়াট ব্যবহার করা ঠিক হবে না।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

গেম চেঞ্জার বলেছেন: আপনার সাথে একমত!

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


এগুলোর সমাধান বের করার দরকার; অধিক শক্তি দিয়ে দমন করার চেস্টা করলে, হয়তো সাময়িক রেজাল্ট পাওয়া যাবে, সমাধান হবে না।

২| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

হৃদি রুবি বলেছেন: হত্যা করা অবশ্যই ভুল। এতে কোন তথ্যও পাওয়া যায় না। আপনার সাথে সুস্থ মস্তিষ্কে সহমত পোষন করছি।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



এগুলো ছোটখাট ভুল মতবাদ, তাদেরকে বুঝার সুযোগ দিতে হবে; মেরে ফেলা সহজ, সমাধান দরকারী।

৩| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

blogermassud বলেছেন: সুন্দর কথা সহমত ।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


এতক্ষণে ওখানে কি হচ্ছে কে জানে! তবে, সরকারের ভেতরে কেহ দেশের কথা ভাবে বলে মনে হয় না।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

ওমেরা বলেছেন: ১০০% একমত ।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের পরিস্হিতিতে, উগ্রদের উদ্ভবকে বুঝার দরকার আছে, সমাধান সম্ভব; নারীরা কিভাবে এগুলো সাথে জড়িত হচ্ছে, তাও জানার দরকার; এই সামান্য মশা মারতে কামান দাগানোর দরকার নেই।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

ইউনিয়ন বলেছেন: X( এই ধরণের খবর শুনতে শুনতে মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে। এক সময় চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, ইত্যাদি ঘটনার মত মানুষ এগুলো সাধারণ ঘটনা ভাববে। জঙ্গি একটি বিভ্রান্তি মতবাদ, তাদের কে হত্যা করে হয়ত সাময়িক সুবিধা পাওয়া যাবে কিন্তু এই সমস্যা মোকাবেলায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা না নিলে জঙ্গিরা বার বার মাথাচাড়া দিয়ে উঠবে।

আশা করি সরকার দেশের তরুণদের জন্য বেশি বেশি কর্ম সংস্হান সৃষ্টি এবং উদ্যেক্তা হিসেবে গড়ে তুলবে। দলমত নির্বিশেষে সকল তরুণদের জন্য কাজ করবে।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের সমস্যাগুলো সমাধান দরকার; বাংগালীরা মুলত: সন্ত্রাসী ছিলো না; তাই এগুলোর কারণ খুঁজে সমাধান বের করা দরকার; যারা এই ধরণের উগ্রতার আশ্রয় নিচ্ছে, তাদের উৎস বের করা দরকার।

৬| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

আবুল হাসান নূরী বলেছেন: এক্ষেত্রে ধর্মীয় স্ট্র্যাটেজি কাজে লাগানো যেতে পারে। আলেমদের দিয়ে মাইকিং করে ভেতরে থাকা জঙ্গীদের ইসলামে জঙ্গীবাদের স্থান নেই এর স্বপক্ষে প্রমাণসহ কিছু আলোচনা শোনানো যেতে পারে। এরপরেও যদি তাঁরা আত্নঘাতী হয়, তাহলে দেশের মানুষের কাছে তাঁদের পথভ্রষ্ট হওয়ার ব্যাপারটি স্পষ্ট প্রমাণিত হবে। এটি জঙ্গীবাদের অনুসারীদের মনোবল দুর্বল করতে সহায়ক হতে পারে।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


আলেমদের কোন দক্ষতা আছে কিনা কে জানে! তবে, তারা যার কাছে আত্মসমর্পণ করতে চায়, সেই সুযোগ দেয়া উচিত।

৭| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সোয়াটের অভিযান চালিয়ে তাদের হত্যা করা ঠিক হবে না, তাদের ধরে বিচার করা উচিত; সর্বোপরি, এখানে কমপক্ষে ১ জন নারীও আছে। বাড়ীটি ঘেরাও করে রাখলে ও ভেতরের অন্য পরিবারের লোকদের বের করতে পারলে, তাদেরকে নিজের থেকে আত্মসমর্পনের দিকে নিয়ে যাওয়ার দরকার; এতে অন্য উগ্রদের উপর প্রভাব পড়বে; কোন সুযোগ না দিয়ে হত্যা করা ভুল; সর্বোপরি, এটা যুদ্ধ অবস্হা নয় যে, সময় নেই!

সম্পূর্ণ একমত। সরকার আগেও এরকম যতগুলো পরিস্থিতির মুখোমুখি হয়েছে, একই ফর্মূলা প্রয়োগ করেছে। ফ্রন্টাল অ্যাসল্টের মাধ্যমে তাৎক্ষনিক ভাবে সামাল দেয়া যাবে সহজেই। তবে সুদূরপ্রসারি কোন ফল পাওয়া যাবে না। সেটা নিয়ে অবশ্য বিগত-বর্তমান কোন সরকারের মাথা ব্যথা নেই, ছিলো না আর থাকবেও না।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



সরকারের মাথা ব্যথা থাকার কথা নয়, আমার ধারণা, ওদের মাথা এমন কিছু নেই, যা ব্যথার উদ্ভব ঘটাতে পারে!

৮| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৮

মিঃ আতিক বলেছেন: এযাবৎ তারা কি বলতে চায় জন সম্মুখে বলার সুযোগ পায়নি। এদের আটক করতে পারলেই গুলি করে মারা হয়েছে। এদের বক্তব্য না শুনলে এদের ধ্যান ধারনা, কার আদর্শে এরা অনুপ্রাণিত কোন আকিদায় বিশ্বাসী তা সম্পর্কে না জানলে এদের নির্মূল করাও সম্ভব হবেনা বলে মনে করি।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


মেরে ফেলা যদি সমাধান হতো, ইরাক, পাকিস্তান ও আফগান সমস্যা থাকতো না।

বাংগালীদের মাঝে এই সমস্যা কেন, তা বুঝার চেস্টা করা হয়নি সরকারের পক্ষ থেকে

৯| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১০০% একমত ।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ইতিমধ্যে কি ঘটেছে সেখানে? কোন আপডেট?

১০| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪

বর্ষন হোমস বলেছেন:
আপনি বলেছেনঃ তাদের কে বেঁচে থাকার সুযোগ দেয়া হোক।

তাদেরকে বেঁচে থাকার সুযোগ দিলে পরবর্তীতে এমন কাজ করবে না বা তাদের মত আর কাউকে গড়ে তুলবে না তার কি নিশ্চয়তা দেয়া যায়?

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ যেভাবে চলছে, কোন কিছুর নিশ্চয়তা নেই; তবে, এদের সম্পর্কে মানুষ কম জানে, এদেরকে এ্যমনেষ্টি দিলে বুঝা যাবে কোনদিকে যায়।

১১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫১

মুশি-১৯৯৪ বলেছেন:
‘জেনেভা কনভেনশন’ অনুযায়ী তো এদের বেচেঁ থাকার সুয়োগ দেওয়া উচিত ।
নাহলে গুয়ানতানামো উপসাগরের মার্কিন বন্দিশিবির আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় ।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



সরকারের তেমন কোন নীতি নেই; মেরে ফেলে কেহ সমাধান করতে পারবে না; এদেরকে বুঝতে হবে, মুল কারণ ও মুলে কারা সেটা দেখার আছে, এরা শ্রমিক মৌমাছি মাত্র।

১২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার এখন এগুলো করে 'নাম' কুড়াতে চায়...

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


সরকারকে বুঝতে হবে, এটা স্পেশাল সমস্যা, এটাকে বুঝতে হবে; এদের বুঝাতে হবে যে, ১৭ কোটীর দেশে এভাবে কেহ কিছু করতে পারবে না; সর্বোপরি এটা আরব নয়।

১৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:২৬

কলাবাগান১ বলেছেন: তারা আত্মঘাতী হলে সরকার কি করবে?????

২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


তারা আত্মঘাতী হলে, তারা মারা যাবে; সরকারকে মারতে হবে না; তবে, মুল খুঁজে বের করতে সময় লাগবে।

১৪| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
জংগিরা চায় প্রচার। তাই জংগি সংবাদ যত কম প্রাধান্য দেয়া যায় ততই ভাল।
লন্ডন প্যারিস ঘটনার মত এদের পেলেই খতম করা ভাল। লন্ডনে মাসুদ ছুড়ি মারার পর পুলিশের লাথিতে লুটিয়ে পড়েছিল। সেখানে ১০/১২ জন পুলিশ, তাকে সহজেই জ্যান্ত ধরা যেত। এরপরও মাসুদকে ব্রাশফায়ার করে।
জংগি-সন্ত্রাসিদের দমনে এমনটাই দরকার।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


লন্ডনের পুলিশ এখনো বিশ্বের সবচেয়ে নামকরা পুলিশ, তারা অপরাধী হত্যা করার পক্ষে নয়; কিন্তু পরিস্হিতি হয়তো বাধ্য করছে। বাংলাদেশ কোন আরবদেশকে আক্রমণ করেনি, আফগানিস্তানে সৌন্য পাঠায়নি; ফলে, এখানে যারা মানুষ মেরে কিছু করার চেস্টা করছে, তাদের জানার দরকার; মেরে এদের শেষ করা যাবে না।

মেরে ফেলাই যদি সমাধান হতো, আজকে ইনু সাহেব তো থাকার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.