নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪০ মিনিট পর, ওবামার বিখ্যাত হেলথ-কেয়ার আইনকে বাদ দেয়ার জন্য ভোট

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৩



ট্রাম্পের বিল পরাজিত হওয়ার সম্ভাবনা ৫২%...এখন সময়, বিকেল ১৫:৫৫ মিনিট; ভোট হবে বিকেল ১৬:০০(৪ টায়) মিনিটে

**** মনে হচ্ছে, পরাজিত হওয়ার ভয়ে, স্পীকার ভোট হতে দিচ্ছে না; আগামী ৪/৫ মিনিটের মাঝে জানা যাবে।*** বিকেল ১৬:০৭ মি:

*** পরাজিত হওয়ার ভয়ে, ট্রাম্পের স্পীকার বিলটি ভোটে দেয়নি; পরাজিত, কংগ্রেসে ট্রাম্পের ১ম পরাজয়***বিকেল ১৬:১৫ মিনিট

***** ওবামা-কেয়ার আইন হিসেবে টিকেছে আজ, আগামীতে দল ভারী করে, আবার আক্রমণ করবে, নিশ্চয়।

আজ থেকে ৭ বছর আগে, আমেরিকার ইতিহাসে সবচেয় বড় মানবিক হেলথ-কেয়ার বিল পাশ করা হয়েছিল আমেরিকান কংগ্রেসে; গতকাল চেস্টা করা হয়েছিল আইনটিকে বদলানোর; গতরাতে ভোট হওয়ার ছিল, কিন্তু ট্রাম্প প্রয়োজনীয় ভোট পাবে না ভেবে, ভোট স্হগিত করেছিল; আগামী ৪০ মিনিটের মধ্যে ভোট হবে, যথাসম্ভব ট্টাম্পে পরাজিত হবে। ওবামা বিলটি আনার আগে, ৪২ মিলিয়ন লোকের হেলথ ইন্সুরেন্স ছিলো না; আজকেও হয়তো ১১ মিলিয়ন লোকের ইন্স্যুরেন্স নেই, এই ১১ মিলিয়নের বেশীর ভাগই মেক্সিকান, বে-আইনীভাবে অবস্হানরত ও যারা সম্প্রতি চাকুরী হারায়েছেন। যদি ট্রাম্প জয়ী হয়, কয়েক বছরের মাঝে ৫২ মিলিয়নের ইন্স্যুরেন্স থাকবে না। বিশ্বাস করা যায়, বিশ্বের সবচেয়ে ধনী দেশের ৫ কোটী ২০ লাখ মানুষ ডাক্তারের কাছে যেতে পারবে না, অনেক ডাক্তারের অফিস তাদের না করে দেবে?

ওবামা-কেয়ার সবাইকে ইন্স্যুরেন্স দেয়ার জন্য হাসপাতাল, ডাক্তার, ফার্মেসী, ফার্মাসিউটিক্যাল কোম্পানী ও প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের অসম্ভব ওভার-বিল কমানোর ব্যবস্হা করেছিল; আজ এদের কারণে, রাজনীতিবিদরা ও ট্রাম্প ওবামার আইনকে পরাজিত করছে!

আমেরিকা কেন এই অবস্হার মাঝ দিয়ে যাচ্ছে? কংগ্রেসের ৫৩৫ জন বিশাল রাজনীতিবিদ কিভাবে আমেরিকার ৩০ কোটী ২০ লাখকে বুঝাচ্ছে যে, তোমাদের মাঝ থেকে ৫ কোটী ২০ লাখ ডাক্তারের কাছে যেতে পারবে না; গেলে আয়ের টাকা থেকে দিতে হবে; বাকীদের বেলায়, সরকার ও প্রাইভেটের মালিকেরা দেবে। এটাকে বলে ক্যাপিটেলিজমের মগজ; ২৫ কোটী মানুষ ও ৫৩৫ জন বড় রাজনীতিবিদ মনে করছে যে, এটাই সঠিক, বাকী ৫ কোটীর ডাক্তারের কাছে যাবার অধিকার নেই!

গড় ১৯শে মার্চ রাতে চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্ররা একত্রিত হয়েছিলেন এক অনুষ্ঠানে, এক সময়, ঘোষণা করা হলো যে, কেমেস্ট্রী ডিপার্মেন্টের একটা ছেলের ক্যানসার হয়েছে, সবাই যেন সাধ্যমত দান করেন; আমি আমার সাধ্যমত দান করার পর, উনাদের সব ছাত্র ও শিক্ষকদের সামনে প্রশ্ন রাখলাম, ইউনিভার্সিটিতে ২০ হাজার ছাত্র আছেন; ১২ শত পিএইচডি শিক্ষক আছেন; কেন তারা এই সমস্যা সমাধান করতে পারলেন না? ইউনিভার্সিটিটি ৫০ বছর আছে, হয়তো পড়ালেখা-কালীন ১০,০০০ ছাত্রের মাঝে ১ জনের ক্যানসার হয়, তার জন্য ইউনিভার্সিটির বাহিরে কেন ভিক্ষা করতে হচ্ছে? বুঝতে পারছেন, সবাই আমার উপর অসন্তস্ট হয়েছেন!

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক, জনগণের শক্তি বড় না ক্যাপিটালিজমের...

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


সারা বিশ্বে ক্যাপিটেলিজম ভয়ংকর রূপ ধারণ করেছে; ট্রাম্পের বিলের পক্ষে, মাত্র ১৭% সাধারণ ভোটার,যারা সত্যই অন্যের ভালো চাহে না; দেখা যাক, কংগ্রেস কি করে।

২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৯

অতঃপর হৃদয় বলেছেন: হুম।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প এই বিলে হাত দেয়ার পর, বিশালভাবে পরাজিত হতে পারে; এটাতে পরাজিত হলে, পরে অনেক বিলই পাশ করাতে পারবে না।

৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৫

ওমেরা বলেছেন: মানবতার মুল্য টাকার কাছে অসহায়। এটা উজ্জল আলোর নিচে অন্ধকার এর অন্যতম উদাহরন। চিকিৎসা মানুষের অধিকার হলেও সীমাবদ্ধ আমেরিকায় ।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় মানুষের মৌলিক অধিকার আছে, কিন্তু ক্যাপিটেলিজমের মাপে; মৌলিক অধিকার হবে, ব্যক্তির সম্পদের মাপে!

৪| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তব, আব্বা মারা যাওয়ার পর তার লাশ ঘরে এনে আমাদের মাতম চলছে।। একটু কমার পর্যায়ে ভাবী বললো আজ গোলাপী এখন "গোলাপী এখন ট্রেনে" দেখাচ্ছে।। মেঝআপা জবাবে বলেছিলেন, বউ, আমার আব্বা কোন ট্রেনে তারই খবর নাই, আর তুমি আছো গোলাপী এখন ট্রেনে নিয়ে !! আজকাল যথার্থই সেটা উপলব্ধি করছি।।
এব্যাপারে আপনার মন্তব্য, প্লিজ।।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের ৯০% বিল, আইন, সংবিধান সম্পর্কে পরিস্কার নন; এখন বাংলাদেশ যেভাবে চলছে, স্বয়ং স্পীকারও এগুলোর সম্পর্কে দক্ষ নন।

আমি ভাবছি, এগুলো বাংগালী ব্লগারদের গণতন্ত্র সম্পর্কে সামান্য ধারণা দিতে সক্ষম হবে।
***** আমার ধারণা, কোন ব্লগারের "হেলথ-ইন্সুরেন্স" নেই; তবুও আমাদের ব্লগারেরা বেঁচে আছেন; তাঁদের ধারণা হোক ।

৫| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি ভাই।। যেখানের আজ প্রতিটি দেশেই ব্লগারদের ভার্চুয়ালে সবচেয়ে সচেতন বলে গননা করা হয়, সেখানে আপনার এই ধারনা ঠিক মেনে নেওয়া যায় কি??

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


আমাদের ব্লগারেরা নিশ্চয়ই দেশের বর্তমান জেনারেশনের মাঝে সবচেয়ে বেশী ভাবনা-সম্পন্ন মানুষ; কিন্তু, ব্লগে আমি খেয়াল করছি, রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র সম্পর্কে উনাদের ধারণা গভীর নয়; কারণ, উনারা নিজদেশে স্বাস্হ্যকর রাজনীতি দেখছেন না; রাজনৈতিক প্রসেস দেখছেন না।

৬| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: স্বাস্হ্যকর রাজনীতি দেখছেন না; রাজনৈতিক প্রসেস দেখছেন না।
বাঙ্গালী এমনিতেই কাঁদামাটি আর জলের আবেগে নেয়েই চলছে সবকিছু, দেশপ্রেম থেকেও।। সামান্য কিছুতে ত্যাগ না করেই!!
কিন্তু ভাব!! এখানেই হয়তো আমাদের মত মানুষদের পরাজয়।।
প্রসঙ্গতঃ মনে পরে গেল, ভুপেনকে।।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের সৌভাগ্য যে, আমরা ১৯৩০ সালের দিকে বাংলায় জন্মাইনি; তা'হলে ১৯৪৩ সালের দুর্ভিক্ষে টিকে থাকা কস্ট হতো; আবার, দুভাগ্য যে, আমরা ছাত্র-রাজনীতির যুগে জন্মেছি বাংলায়।

৭| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: Major Setback for Trump in First Big Legislative Clash. House Republican leaders pulled legislation to repeal the Affordable Care Act from consideration on the House floor. Moments later, President Trump told The Times he blames Democrats, not Paul Ryan, for the defeat.

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


কংগ্রেস কোনদিনও ট্রাম্পকে শান্তি দেবে না; ওরা নিজেদের সার্কলের বাইরের মানুষকে সুযোগ দেবে না, সহজে।

৮| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: দোলা, হে দোলায় যার প্রকাশ।।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমরা আমাদের জাতিকে বিশ্বের অনেক দেশের পেছনে দেখা অবস্হায় বিশ্ব ত্যাগ করবো, মনে হচ্ছে!

৯| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: আজ আইফোন ৬ তো কালই ৭/ অথবা সামসুং এ্যাজ।। সেই থোরবড়ি খাড়ার মত নয় কি।।

২৫ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার এই বক্তব্যটুকু বুঝিনি।

আমেরিকানদের বুঝার চেস্টা করা দরকার, ওরা কিভাবে এতদুর এলো?

১০| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

আল ইফরান বলেছেন: পুজিবাদের সবচাইতে বড় পুজি হচ্ছে ব্যাক্তিস্বাতন্ত্রবাদ, যেটার উপর ভিত্তি করে ভোগবাদ বিকশিত হয়।
অর্থনৈতিক বিবর্তনের ধারায় মানুষের চিন্তাধারা এখন শুধু নিজেকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।
প্রাইভেসি রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশান ইত্যাদি এইগুলা হচ্ছে এই ব্যাক্তিকেন্দ্রিক ব্যবস্থার উপজাত।
সামষ্টিকতার মধ্যে কিন্তু এই কনসেপ্টগুলার গ্রহনযোগ্যতা অত্যন্ত সীমিত।
মার্কিনীরা যতদিন এই সার্কেল না ভাঙ্গতে পারবে, ততদিন এইভাবেই তারা এক্সপ্লোয়টেশানের শিকার হবে বা হতে থাকবে।

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সাধারণ মানুষ রাজনীতি থেকে সরে গেছে; রাজনৈতিক দলগুলো ধনীদেরথয়ে সবকিছু নিজেদের দখলে রেখে নিয়ন্ত্রণ করছে।

১১| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮

জুন বলেছেন: চল্লিশ মিনিট পার হৈছে নাকি চাঁদগাজী :-*
আমাদের কেয়ার কে নেয় তার খবর নাই আর ওবামার কেয়ার :(

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্ক সময়, বিকেল ৩টা ২৩শে পোস্ট দিয়েছিলাম; বিকেল ৪ টা ১৫ মিনিটে রেজাল্ট জানায়েছি, পরাজয়ের মুখে, ট্রাম্পের বিল সরায়ে নিয়েছে, ভোটের জন্য দেয়া হয়নি; অর্থাৎ এবার পরাজিত; ওবামার ঐন রয়ে গেলো।

শেখ হাসিনা ঐ ধরণের কিছু করতে পারার কথা নয়, আর বেগম রওশান এরশাদ এগুলো শুনলেও বুঝবেন না।

১২| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ব্যাংকে আগৃুন লেগেছে! হরিলুঠ কাকে বলে?

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, অনেক ব্যাংকের কাগজপত্র ওখানে থাকে, তাই আগুন লাগানোর দরকার ছিলো।

১৯৭৩ সালে, পাটকলগুলোতে আগুন লাগতো।

১৩| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর বিষয় তুলে ধরেছেন।

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা যেন আমেরিকান পরিবর্তনগুলো অনুমান করতে পারেন, সেই প্রচেষ্টা।

১৪| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


এই যুগে, আমেরিকায় যেভাবে আলাপ আলোচনার মাধ্যমে মানুষের অধিকার লংঘন করা হচ্ছে, এটা ভয়ানক

১৫| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশি ইস্যু গুলোতে দা কুমড়া সম্পক থাকা সত্যে, বিদেশি ইস্যতে @ফরিদ সাহেব , চাঁদ গাজির সাথে সহমত স্থাপন করিয়াছেন। যা একটি ইতিবাচক বিষয়। আমার মতে ওবামা কেয়ার বাদ দেওয়া উচিত। সারাবিশ্ব যুদ্ধ ও শান্তি নষ্ট করা আমেরিকান জনগন খুব ভালো থাকুক এইটা কারো কাম্য নয়। আমেরিকান জনগনের একটা বিপ্লবের দরকার আছে তাদের সরকারের বিরুদ্ধ। ৫৬০ বিলিয়ন ডলার যে দেশের সামরিক বাজেট, জনগন এর হেলথ নিয়ে তারা কত উদাসীন তা আমেরিকানদের বুঝা উচি।।

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান মানুষকে ক্যাপিটেলিজম সবদিক থেকে বেঁধে ফেলেছে; এটা এখন সবচেয়ে উন্নত দাসত্ব; বিশ্বে এই মতবাদের বিশাল প্রভাব; একমাত্র পশ্চিম ইউরোপ ছাড়া সারা বিশ্বের রাজনীতিবিদরা আমেরিকানদের অনুসরণ করছে।

১৬| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: সারাবিশ্ব বাধ্য হয়েছে ক্যাপিটালিজম কে মেনে নিতে। কেননা আমেরিকানরা ছিল অথনৈতিক, জ্ঞান বিজ্ঞান, ধন সম্পদ, প্রযুক্তি, শিক্ষায় ও সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে। অন্যদিকে সোশ্যালিস দেশ গুলো ছিল ক্ষুধা ও দ্রারিদ্য ও অথনৈতিক ভাবে ভগুর।আর আমেরিকা সারাবিশ্ব বোঝাতে পেড়েছিল সোশ্যালিজম মেনে নিলে পড়তে হবে দারিদ্র্য। তাই সবাই বাধ্য হয়ে ক্যাপিটালিজম কে মেনে নেয়।

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ইতিহাস ২৫০ বছরের, চীনের শুরু ১৯৫১ সালে, সোভিয়েতের শুরু ১৯১৭ সালে( পতন ১৯৯৩ সালে), বৃটেন, ফ্রান্স, কার্মানী নেতা হয়েছে ফরাসী বিপ্লবের পরপর।

এখন আমেরিকা, চীন ও রাশিয়া বিশ্বের সব চাইতে ক্ষমতাশালী দেশ; রাশিয়া ও চীন ক্ষমতাশালী হয়েছে সোস্যালিজমের ফলে; কিন্তু এখন ওরা আমেরিকার চেয়েও গলাকাটা ক্যাপিটেলিজম।

ট্রাম্প মানুষকে বুঝাচ্ছে যে, আমেরিকানরা হলো বিশ্ব নেতা, তাদের দরকার মিলিটারী; মানুষের বলার তেমন কিছু নেই; কারণ, রাজনীতি মানুষের হাতে নেই।

১৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: বুঝতে পারছেন, সবাই আমার উপর অসন্তস্ট হয়েছেন! :-*

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



ইউনিভার্সিটির শিক্ষকেরা সামান্য কিছু চিন্তা করে, নতুন কিছু বের করতে পারে না, হাউকাউ

১৮| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মুশি-১৯৯৪ বলেছেন:
নিরব রক্তপাতই ধনতন্ত্র রাষ্ট্রের নিত্যদিনের কর্মসূচি।
রক্তপাত করে পশ্চিমা ধনতন্ত্র আজ যে বিশ্বসাম্রাজ্য কায়েম করেছে তাহা বিধিসম্মত কিনা সে উত্তর কে দেবে ।
আবার পরমাণু বোমা ফাটাবার অধিকারও জাতিসংঘভুক্ত ‘আন্তর্জাতিক (ন্যায়) আদালত’ স্বীকার করিয়াছে।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম আমাদের গ্রহকে বিপদের মাঝে ঠেলে দিয়েছে; মানুষ এই অবস্হা থেকে বের হতে পারবে কিনা কে জানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.