নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার নেতা

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩



শেখ সাহেব নাকি "বাকশাল" করেছিলেন ব্যক্তি-স্বাধীনতা কেড়ে নেয়ার জন্য, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়ার জন্য, আজীবন প্রসিডেন্ট হওয়ার জন্য, এবং সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করার জন্য? কথা হয়তো সঠিক হতে পারে, না হয়, জেনারেল জিয়াকে " বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক" বলা হয় কেন? মিলিটারীরা সাধারণত: স্বৈরতন্ত্রের লোক হয়ে থাকে; সেখানে সাধারণত: ৬ দফা, ১৯ দফা থাকে না, থাকে ১ দফা; মনে হয়, এই জেনারেল গণতান্ত্রিক জেনারেল ছিলেন; ৬ দফাকে ৩ দিয়ে গুণন করে, সাথে উনার ১ দফা যোগ করে দিয়েছিলেন?

ভারত, ইসরায়েল, নরওয়ে, আমেরিকায়, জাপানে গণতন্ত্র আছে; কিন্তু "বহুদলীয় গণতন্ত্র" নেই; সেইসব দেশে অনেক রাজনৈতিক দল আছে! শেখ সাহেব হয়তো "একদলীয় গণতন্ত্রের" লোক ছিলেন?

ব্লগে স্বাধীনতা দিবস উপলক্ষে যত পোস্ট এসেছে, সবগুলোর সারমর্ম হলো, আমরা স্বাধীন জাতি, তবে এই ধরণের স্বাধীনতা আমাদের কাম্য নয়; আমাদের দেশে গণতন্ত্র আছে, তবে আমরা এই ধরণের গণতন্ত্র চাইনি। "বহুদলীয় গণতন্ত্র" হলে কেমন হয়? আপনি যেদিকে কাত হবেন, সেইদিকে গণতন্ত্র!

স্বাধীনতার নেতা হিসেবে এখনো শেখ সাহেবের নাম ঠিক যায়গায় আছে, কেহ অন্য কারো নাম বলছে না; আবার, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী, ভিন্ন রাজনীতি করার অধিকার হরণকারী হিসেবে শেখ সাহেবের নামই এসেছে! কি ব্যাপার, একই লোক সব করছেন, বাকীরা কি করেছেন, সবাই দর্শক?

কেহ কেহ বলেন, ৬ দফা বাংগালীর মুক্তি সনদ; আবার অনেকেই বলছেন, "বাকশাল" গণতন্ত্র হরণের সনদ; চিন্তার বিষয়! শেখ সাহেবকে আমরা কি হিসেবে মনে রাখবো?

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২০

বিলিয়ার রহমান বলেছেন: শেখ সাহেবকে মহান নেতা হিসেবেই মনে রাখতে চাই!


তবে যারা তার নাম করে কুকর্ম করে চলেছে তাদের হয়তো ইতিহাস ক্ষমা করবেনা!

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


ওকে, সেটাই হয়তো ভালো হবে, ১ জনকে কতদিকে টানবো!

২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: কেহ কেহ বলেন, ৬ দফা বাংগালীর মুক্তি সনদ; আবার অনেকেই বলছেন, "বাকশাল" গণতন্ত্র হরণের সনদ; চিন্তার বিষয়! শেখ সাহেবকে আমরা কি হিসেবে মনে রাখবো?
আসলেই চিন্তার বিষয়। আমিও এযাবৎ কালে অনেক কিছুই শুনছি, কিন্তু কোনটা বিশ্বাস করবো আর কোনটা করবো না সেটা মুশকিল। কারণ স্বাধীনতা পরবর্তীকালে অনেক ঘটনাই ঘটেছে যা আমাদের অনেকেরই অজানা।
এ বিষয়ে অনেক কিছুই আমার ভালো জানা নাই তাই অনর্থক কথা বলে লাভ নেই।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


শোনা-কথা শুনেই জাতি ইতিহাস রচনা করে চলছেন? ড: এমাজুদ্দিন সাহেব থেকে শুরু করে হাজার হাজার পিএইডি তো শুধু বাকশালের নেতা হিসেবে উনাকে চেনেন!

৩| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

ধ্রুবক আলো বলেছেন: বিলিয়ার রহমান ভাই কথা সুন্দর বলেছেন।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


উনি তৃতীয় পথ ধরে এগুচ্ছেন

৪| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(







ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবকে নিয়ে চিন্তিত হয়ে গেলাম, ভালো থাকতে বোধ হয় ভুতে কিলায় আমাকে!

৫| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

রক বেনন বলেছেন: আমরা সুবিধাবাদী। তাই উনাকে যেভাবে দরকার সেভাবে মনে রাখব। আর সরকার যত পরিবর্তন হবে ততবার ছবি পরিবর্তন করবো। কাজ হাসিল হলেই হলো।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের ছবির চাপে ফেইসবুক কোম্পানীর সার্ভারগুলো কাঁদছে; বাংগালীরা ছবিটে বেঁচে থাকবেন।

৬| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: রক বেনন বলেছেন: আমরা সুবিধাবাদী। তাই উনাকে যেভাবে দরকার সেভাবে মনে রাখব। আর সরকার যত পরিবর্তন হবে ততবার ছবি পরিবর্তন করবো। কাজ হাসিল হলেই হলো।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


উনি অবশ্যই বেগম জিয়া, রওশন এরশাদ, শেখ হাসিনা, এরশাদ ও জেনারেল জিয়া থেকে ভালো, সঠিক ও বুদ্ধিমান রাজনীতিবিদ ছিলেন।

আসলে, এদের কাউকে উনার সাথে তুলনা করা ভয়ংকর বেকুবী।
সিআইএ উনাকে সরায়েছিল যাতে বাংলাদেশ সোস্যালিজমের দিকে না যায়, বাংলাীরা নিজেরাও সব সময় সোস্যালিজম বিরোধী ছিল।

৭| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: শেখ মুজিব একজন মহান নেতা ছিলেন তা নিয়ে হয়তো কারো দিমত থাকার কথা নয়। তিনি হয়তো বাকশাল চেয়েছিলেন। কিন্তু আমার মতে উনার একটা ভিশন ছিল বাঙালী জাতি ও দেশ নিয়ে। তিনি চেয়েছিলেন ওনার জীবন দশায় বাঙালীদের একটা শক্ত অবস্থানে তুলে দিয়ে যেতে। বাঙাল ছিল চোর আর দুর্নীতিবাজ দের আখরা।এইটা হয়তো তিনি জানতেন তাই ক্ষমতা যাতে এমন কারো হাতে না যায়, বাকশাল এই জন্য হতে পাড়ে। মালেশিয়াতে মাহাতির মোহাম্মদ কিন্তু একই পথে হেটেছেন। গণতন্ত্রের নামে তিনি সেখানে বহুদিন একাই ক্ষমতায় ছিলেন। কিন্তু আজকের আধুনিক মালেশিয়ার পিছনে তার ভুমিকা ছিল অ পরিসীম। কে জানে শেখ মুজিব হয়তো তেমন কিছু চেয়েছিলেন।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


সাড়ে ৩ বছর তিনি ক্রমাগত ভুল করার পর বুঝেছিলেন যে, জাতির সবাইকে নিয়ে সন্মিলিত সরকার করে এগুবেন; কিন্তু আওয়ামী লীগের প্রায় সবাই আদমজী-দাউদ হতে চেয়েছিল; এদিকে সিআইএ মনে করেছিল উনি সোভিয়েত ব্লকে চলে যাচ্ছেন।

৮| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৭ নং মন্তব্যে শ্রদ্ধা রেখে গেলাম।

আমার মত, শেখ মুজিব আমার হৃদয় জায়নামাযে আছেন, থাকবেন, যতদিন আমি থাকবো।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ততকালীন আওয়ামী নেতাদের অনেকেই উনাকে হৃদয়ে রাখতে চেয়েছিলেন, উনি শারীরিকভাবে সামনে থাকলে সম্পদ দখল সম্ভব হচ্ছিল না।

৯| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার তো মনে হয় শেখ মুজিবের মনে কোন প‌্যাচ ছিল না। কিন্তু ভাল মানুষের আশেপাশে সব সময় কিছু খারাপ মানুষ থাকে। আর তাদের কারনেই অনেক অশুভ কাজ সম্পাদন হয়।আর যত দোষ তখন নন্দ ঘোষেরই হয়।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



ভালোমন্দ নিয়ে জাতি আজও চলছে; বিশেষ করে, উনার "রাজনীতিবিদ উৎপাদন" ব্যবস্হা ছিল ত্রটিপুর্ণ।
যাক, উনি যদি ১৯৭২ সালে, বাকশালের মতো সন্মিলিত প্লাটফরম গঠন করতেন, জাতি ভালো করতো; যদি মুক্তিযোদ্ধাদের পাশে রাখতেন, উনাকে কেহ হত্যা করতে পারতো না।

১০| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

ঢাকাবাসী বলেছেন: এইসব কথাবার্তা বাদ দেয়া উচিৎ। দুনিয়ার কোন জাতি এইসব নিয়া সারা বছর যুগের পর যুগ এত প‌্যানপ‌্যানানি করেনা! ৪৫ বছর পরে মুক্তিযোদ্ধার তালিকা হচ্ছে! আদতে আছিল আধা লাখের মত এখন হচ্ছে লাখ বিশেক! কনফার্ম গুস্টিশুদ্ধ জেনারেশনের পর জেনারেশন চাকরী মাসে ভাতা হাজার দশ পনের টাকা আর কি লাগে!

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


সব মিলিয়ে মুক্তিযোদ্ধা ছিলেন ১ লাখ ২০ হাজারের মতো; ৭ হাজার প্রাণ হারায়েছেন; বাকীদের থেকে ৫০/৫৫ হাজার জীবিত আছেন।

বাকীগুলো আওয়ামী ও বিএনপি'র ভুয়ারা

১১| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

কাঙ্গাল মুরশিদ বলেছেন: মানুষ কখনই ফেরেশতা নয়
ব্যাক্তি মানুষ আর রাজনৈতিক ব্যাক্তিত্বও এক নয়
লাল সালুর রাজনীতিতে অভ্যস্ত জাতির পক্ষে দুই মাজারের প্রভাব থেকে মুক্ত হওয়াও কঠীন।

তাই সবচেয়ে ভাল হয় ওনাকে এবং ওনারমত দুনিয়া থেকে বিদায় নেয়া নেতাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিয়ে আমাদের নিজেদের করণীয় সম্পর্কে চিন্তা করতে পারলে।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া, বা শেখ হাসিনার সময়, নিজের মতো করে কিছু করা সম্ভব ছিলো না; কারণ, োরা এমনভাবে সরকার চালায়েছে, সবকিছু সাধারণ মানুষের ক্ষতি করেছে।

দেশে এখন জংগী আক্রমণ চলছে; এখনও মানুষ জংগী থেকে পুলিশকে বেশী ভয় করে।

১২| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কলিমুদ্দি দফাদার আপনার সাথে আমি একমত। আজকের মাননীয় প্রধানমন্ত্রীও হয়ত এটাই চান এখানে ক্ষমতার লোভ নেই আছে দেশকে বাচানো এবং এগিয়ে নেয়ার লোভ। যাকে সবাই এক ভাবে দেখবে না তবে আমি একে দেখি একমাত্র উপায় হিসেবেই।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশের ভালো চান; তবে উনার চাওয়ার পলিসি কলোনিয়েল সিস্টেমের কাছাকাছি পুরানো; এবং বিএনপি ও জামাতের চাপে, উনি দেশ থেকে পার্টিকে বেশী প্রধান্য দেন।

১৩| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০

কলিমুদ্দি দফাদার বলেছেন: জনাব মোহাম্মদ গালিব মেহেদি খানকে জ্ঞিগেস করতে বতমান সরকারের ভিশন কি? গত ৮ বছরে সরকার তুলে ধরার মত কি উন্নতি করেছে ক্ষমতা যদি মুখ্য বিষয় না হয়? হাতি আর হাতির বাচ্চা এক জিনিষ নয়?

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



জাতির সম্পদ, তার ব্যবহার, সম্পদের বিতরণ, সম্ভাবনা, সস্তায় শ্রম ব্যবহারের প্রবনতা, মনোপলির ফলে, সুসম উন্নয়ন হচ্ছে না; মানব উন্নয়ন সুচকে বাংলাদেশের কোন সফলতা নেই।

১৪| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই অকৃতজ্ঞ জাতির মন জয় করতে আল্লাহ্ নিজেও হিমশিম খাবেন।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অকৃতজ্ঞ জাতির লিস্টে পড়ে না; বরং, বেশী অকৃতজ্ঞ ছিল শেখ সাহেবের প্রতি।

মানুষ প্রাণ দিয়েছিলেন, বিএনপি না বুঝলেও আও্য়ামী লীগের বুঝা উচিত ছিলো।

শেখ সাহেব বলছিলেন, ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। সাথে সাথে যদি বলতেন, "এই ৩০ লাখের ছেলেমেয়ের দায়িত্ব আমার", তখন সব বদলে যেতো; উনার অক্ষমতাও জাতি মাফ করে দিয়েছেন।

১৫| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মুশি-১৯৯৪ বলেছেন:

বাতিওয়ালা জেনারেল জিয়া কোন গনতন্ত্র প্রতিষ্ঠা করেন নি । তিনি শুধু বলেছেন-- তোমাকে আমার মতবাদ গ্রহণ করতে হবে। নইলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে সব জেনারেল একটা তন্ত্র দিয়ে দেশ চালায়েছেন, উহার নাম, "ডিক্টেটরশীপ"

১৬| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



লজিক্যাল বিশ্লেষণ । ভেবে দেখার মতো ।

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে লোকজন উনাকে বুঝার চেস্টা করছেন।

১৭| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৭

প্রশ্নবোধক (?) বলেছেন: অনেক আগে শুনেছিলাম; এক্সট্রিম স্বাধীনতাকামীও স্বাধীন হওয়ার পরের দিন রক্ষনশীল হয়ে পড়েন। বঙ্গবন্ধুর তো পেছনে হাত দেওয়ার জন্য দাদারা ছিলেন । তাই হয়ত কিছুটা মুক্তির স্বাদ নিতে চাচ্ছিলেন।

২০১৭ সালে ক্লাশ ওয়ানে ভর্তি পরীক্ষায় ৩০ % কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্ধ ছিল আমাদের এলাকার এক স্কুলে। ভাবা যায় (!)

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



সর্ব কনিষ্ঠ যো্দ্ধার বয়স এখন ৬২ বছর, বেঁচে আছেন ৫০/৫৫ হাজার মুক্তিযোদ্ধা; উনাদের কয়জনের বাচ্ছার বয়স ৫/৬ বছর? আওয়ামীরা অংক বুঝে না।

১৮| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেহেতু কলংক লেগে গিয়েছে স্বাধীনতা পরবর্তী উনার রাজনৈতিক জীবনে সেহেতু উনাকে একজন মহান নেতা হিসেবেই দেখা যেতে পারে। তবে তা কোনভাবেই 'সুপার হিরো' টাইপ কিংবা 'সর্বকালের সেরা' হিসেবে নয়...

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পর, মানুষের স্বপ্নের সাথে উনার পদক্ষেপ মিলেনি; কারণ, উনি মানুষ থেকে ভোট নিয়েছিলেন, কিন্তু মানুষের সাথে কথা বলার চেস্টা করেননি।

১৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: গতকাল পড়ে গেছিলাম, ভেবেছি কিছু বলবো না।। না আসলেও এত বিতর্ক আর ভাল লাগে না।। এসবই মুদ্রার অপর পিঠের মত।।
তবে ব্যাখ্যাটা যথেষ্ট ভাল।।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে আমরা ইতিহাসকে বুঝার চেস্টা করছি।

২০| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু এটাও অস্বীকার করার নয় যে, সময়ের সাথে ইতিহাসও কিছুটা বদলে যায়।। তখন কিন্তু সেই "পরিবর্তিত ইতিহাস"ই পড়তে হবে।। ফলাফল আবরও সেই বিতর্ক।।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের মতো দেশে আসল ইতিহাস লজিক্যালী বুঝতে হয়; কারণ, যারা আমাদের ইতিসাস রচনা করছেন, এদের বেশীর ভাগ অসৎ ও অদক্ষ।

২১| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৫

আবু মুছা আল আজাদ বলেছেন: ক্যাম্পাস জীবনের পর এ বিষয়ে নতুন করে পড়িনি।

তবুও আমার মতে তিনি ছিলেন প্রকৃতই একজন উদার, উচ্চাকাংখী ও স্বাধীনতার মন্ত্র বাস্তবায়নকারী নেতা। কিন্তু সামাজিক ক্ষেত্রে তার একশন-রিএকশন, আন্তর্জাতিক প্রতিক্রিয়া/এলিটদের ইচ্ছা, নিজের দেশের মানুষের মানষিকতা ও দৃষ্টিভঙ্গি এর বিষয়ে অনভিজ্ঞ।
ফলে জনতার অধিকার আদায়ের জন্য পাগলপারা নেতাটিই শেষ দিকে এসে বাকশাল,পেসিডেন্টসিয়াল পদ্ধতি বাস্তবায়ন সবই তার জন অধিকার আদায়ের ইচ্ছা থেকেই। কিন্তু জনগণ বুঝল আমরা স্বাধীন কেউ আমাকে কোন কিছু থেকে থামাতে পারবে না ফলে যা ঘটল ...............

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



তিনি মানুষের বিশাল শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হন।

২২| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮

সিনবাদ জাহাজি বলেছেন: ক্ষমতার লোভ হচ্ছে সবচেয়ে বড় লোভ।
একবার ক্ষমতা পেলে তা সবাই আকড়ে রাখতে চায়

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


যতক্ষণ ক্ষমতায় ততক্ষণ আছে এরা, বাংলাদেশে কেহ সুনাম নিয়ে রাজনীতি থেকে অবসর নিতে পারবে না একজনও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.