![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজকে যদি শেখ সাহেব বেঁচে থাকতেন, তিনি যদি রাজনীতি থেকে অবসর নিয়ে কোন সামাজিক কাজ-কর্মে ব্যস্ত থাকতেন; তারপর যদি দেখতেন যে, বেগম রওশন এরশাদ বাংলাদেশের সংসদে বিরোধী দলের নেত্রী; এই ঘটনা উনার মনে মর্মান্তিক হতাশার সৃস্টি করতো; রাজনীতির প্রতি উনার অনীহার সৃস্টি করার সমূহ সম্ভাবনা ছিল। ফালু বিপুল ভোটে জয়ী হওয়াতে, রাজনীতিতে কিছুটা সচেতন এমন হাজার হাজার মানুষের মাঝে রাজনৈতিক অনীহার সৃস্টি করেছে; এবং এদের মাঝে ড: কামালের মতো লোকও আছেন।
১৯৭৫ সালে, ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ী ঘেরাও করার সময়, জাসদের ৫০ জনের মতো কর্মী গুলিতে নিহত হয়; জাসদ কর্মীরা এ ধরণের কোন কিছু আশা করেনি; তারা জানতো পুলিশ বাধা দেবে, লাঠিপেটা করতে পারে; তারপরও ওদের ভরসা ছিল যে, তাদের পিতৃদল আওয়ামী লীগের নেতারা আছেন, দু:সময়ে সহানুভুতি পাবে; অনেকটা নিজের দলের মতো দলের সরকারের সময়, এত কর্মীর মৃত্যু দেখে অনেক নেতা-কর্মীর মাঝে রাজনীতির প্রতি অনীহা দেখা দেয়।
স্বাধীনতা বিরোধী ও হেফাজতের সামন্ত-যুগের রাজনৈতিক আচরণের বিপক্ষে অবস্হান-থাকা তরুণরা যখন সুন্দরবন এলাকা থেকে বিদ্যুত কেন্দ্র সরানোর জন্য অনুরোধ-উপরোধ করে মার খায়, তখন তারা রাজনীতির অর্থ খুঁজে পায় না; ক্রমেই তারা হতাশ হয়ে উঠেতে পারে!
১৯৭০ সালে, ৬ দফার পক্ষে ভোট দিয়ে মানুষ বিশালভাবে উৎসাহিত হয়; কিন্তু মানুষ যখন ১৯৭১ সালে ২রা মার্চ বুঝতে পারলো যে, পাকিস্তানী মিলিটারী শেখ সাহেবকে সরকার গঠন করতে দেবে না, অনেক মানুষ হতাশ হয়েছেন; যেই সংখ্যাক মানুষ হতাশ হয়েছেন, তার থেকে অনেক বেশী পরিমাণ মানুষ বিক্ষুব্ধ হয়েছিলেন, এবং সেখানে থেমে না গিয়ে পরবর্তী পদক্ষেপ নেন, সেই কারণেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। যদি হতাশদের সংখ্যা বেশী হতো, বাংগালীরা ২রা মার্চের পর থেমে যেতো; রাজনৈতিক অনীহা জাতিকে নিস্তব্ধ করে দিতে পারে; সোমালিয়া, ইথিওপিয়া বা বার্মার মতো অবস্হা হয়ে যেতে পারে জাতির।
রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
তাইতো, শেষের অংশটুকু আবার পড়লাম, ভালো লাগছে!
২| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
অতঃপর হৃদয় বলেছেন: হুম বুঝলাম।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
পীথাগোরাসে থিওরীর থেকে সোজা, চেস্টা করলে বুঝতে কস্ট হবে না।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান।[/suসহমত
৪| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান। সহমত
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা শুধু আজকের অবস্হা দেখে থেমে গেলে চলবে না, তাঁদেরকে অনেকদুর সামনে দেখতে হবে।
৫| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর চিন্তার অপূর্ব রায় টুকু আপনার পোস্টটিকে শতগুন উজ্বল করেছে। এখানে যে দর্শণ টুকু ইংগিত করে জাতি বুঝলে পড়ে ভাল। না হয় জাতির হাতি সামাল দেওয়ার দায় হবে।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা বেকার থাকছেন, ছাত্র রাজনীতিবিদদের সাথে পেরে উঠছেন না, সামন্য পুলিশের ভয়ে চুপ থাকতে হচ্ছে; এগুলো ঘটছে কারণ, শিক্ষিতরা রাজনীতিতে নিজেদের উপস্হিতি ধরে রাখছেন না।
৬| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে।
এটা হবেই। রাজনীতি বিনা পুঁজির লাভজনক ব্যবসা। সুতরাং, ব্যাড ম্যান ড্রাইভস গুড ম্যান আউট অফ এক্সিসটেন্স।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিকে পুজি করে অনেকে ব্যবসা করেছে, বিশাল বিত্ত গড়ে তুলেছে; তবে, আদমজী, দাউদের বালাখানার মতো কিছু ঘটা খুবই সম্ভব।
৭| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রাইমারি স্কুল বলেছেন: এতো নোংরা হয়েছে যে ভালো মানুষ আর যাবে না, যতক্ষন না আর নতুন করে বিপ্লব হবে।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা সামনে না থাকলে, বিপ্লব করবে কারা?
৮| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: আমাদের দেশে শিক্ষিতরা সাধারণতঃ খুব ভীরু হয়ে থাকে। শিক্ষার বল কেন তাদেরকে বলীয়ান করতে পারছেনা, সেটা চিন্তার বিষয়।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত ও অশিক্ষিতদের অনুপাত একটি ফ্যাক্টর, ৪০: ৬০; আবার শিক্ষতদের উপর অশিক্ষিতদের আস্হা কম, কোন সরকারী অফিসারের অফিসে দরকারে যেতেও একজন অশিক্ষিত লোক ভয় পান; এতে অশিক্ষিতরা সুযোগ পেলে শিক্ষিতদের উপর প্রতিশোধ নেয়; যেমন চেয়ারম্যান ভোটে, ১ জন কম-শিক্ষিত লোকের ভোট পাবার সম্ভাবনা, ড: কামালের স্হানে হাজী সেলিম ভোট নিয়ে নিচ্ছে।
আবার শিক্ষিতরা জনতার সাথে এখনো মিশছে না, এদের ভুল ধারণা, তারা মানুষের সাথে মিশলে, তারা যে আলাদা সেটা ধরে রাখা যাবে না।
৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
অনেকেই কলেজে, ইউনিভার্সিতে পড়াকালীন সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে ব্যর্থ হন; এটা বিরাট সমস্যা।
৯| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যাটা সিস্টেমে। সঠিক গণতন্ত্র চর্চা হলে শিক্ষিতরাও আসবে। শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। সরকারী দলের সমর্থন কারীরা সব ক্ষেত্রে অলিখিত সুযোগ পাবে এসব চর্চা বন্ধ করতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে। তারপর অটোমেটিক সব ঠিক হয়ে যাবে...
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
৪৬ বছরের রাজনৈতিক অবস্হাকে এনালাইসিস করে, সিদ্ধান্ত নিতে হবে; যা ঘটেনি, সেটা ঘটার জন্য বসে থাকা ভুল হবে।
১০| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
নাজমুল ০৭ বলেছেন: দারুন বলেছেন । রাজনীতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে সুতরাং শিক্ষিতদের রাজনীতি নিয়ন্ত্রণ করা উচিত । কিন্তু দুঃখের বিষয় হল এখনকার সব শিক্ষিত তরুনদের রাজনীতি সম্পর্কে দর্শন হল তারা রাজনীতি ঘৃণা করে নতুবা তারা রাজনীতি অপসন্দ করে ।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
তরুণদের অনেক কারণ থাকতে পারে; তবে, লজিক্যালী ভেবে দেখতে হবে, কোনটা সঠিক, এবং পবিবর্তন আনার দায়িত্বটা কার?
১১| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩
জুন বলেছেন: শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে।
শুধু বাংলাদেশের কথা বলছেন কেন? আপনি কি অন্যান্য দেশেও এই প্রক্রিয়া দেখতে পাচ্ছেন না চাঁদগাজী !
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, এই অবস্হার সবচেয়ে বড় শিকার আমেরিকা; কিন্তু ওদের সম্পদ ও প্রশাসন এমন পর্যায়ে, তারা এখনও টিকতে পারছে।
কিন্তু শিক্ষিত বাংগালীদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে! কতদিন পালিয়ে বেড়াবে, কত কোটী পালিয়ে যাবে।
১২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান।
একদম সহজ সরল সত্য বলেছেন।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
এগুলো অনেকেই জানেন, তবে তারা এগুলোর ফলাফল নিয়ে ভাবছেন না; সমস্যা চলছে, উনারা ভাবছেন, অন্য কেহ হয়তো সমাধান বের করবেন, যা আসলেই ভুল, অন্য কেহ বলতে কিছু নেই।
১৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩১
মুশি-১৯৯৪ বলেছেন:
সমস্ত ব্যাপারে সরকারের মাতব্বরি মেনে নেওয়া আমাদের প্রগতির পক্ষে অসুবিধা । কী সমালোচনা করা যাবে আর কী করা যাবে না? এরকম সেন্সরশীপ চালু করা মানে শিক্ষার পথে বাধা।
নিয়ম বেঁধে দিয়েছে, এইটা সমালোচনা করতে পারবেন আর এইটা সমালোচনা করতে পারবেন না। কারণ কী? এটা সেন্সিবিলিটিতে আঘাত করবে। এভাবে জাতি শিক্ষিত হতে পারে না ।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
সরকার শিক্ষাকে একটা নিদ্দিস্ট স্তরে রাখার চেস্টা করছে; দেশ চালানোর জন্য পার্টির লোকেরা নিজ পরিবারের লোকদের সামনে আনবে সব সময়।
১৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৪
নাজমুল ০৭ বলেছেন: কোন কিছু সম্পর্কে জানতে হলে পড়াশুনা করতে হয়, এখনকার অনেক তরুন পড়াশুনা করে কিন্তু তাদের পড়াশুনার উদ্দেশ্য পেটের দায় মিটানো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য নয় । এখানে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে যার ফলাফল অনেক দীর্ঘ এবং ভয়ানক ।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের তরুণরা ফালু, লতিফুল হক, মেজর মান্নান, কর্ণেল ফারুক, হাজী সেলিমের অফিসের বারান্ধায় ঘুরবে চাকুরীর জন্য
১৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৯
চানাচুর বলেছেন: আপনি নাকি হিট ব্লগার ছাড়া ব্লগারদের কমেন্টের রিপ্লাই করেন্না?
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
সঠিক,
তবে, আমার কাছে সব ব্লগারই নিজস্ব মহিমায় হিট-ব্লগার, সব ব্লগারের কোন একটা দিক থাকে, যেটা তাঁকে বিশষত্ব দেয়।
১৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১
নাজমুল ০৭ বলেছেন: ''এ ধরণের তরুণরা ফালু, লতিফুল হক, মেজর মান্নান, কর্ণেল ফারুক, হাজী সেলিমের অফিসের বারান্ধায় ঘুরবে চাকুরীর জন্য'' এটাকেই তরুনেরা এখন জীবন মনে করে । এখনকার তরুনেরা পূর্বের থেকে অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং হতাশাগরস্ত ।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
বাঁশঝাড় খুবই ঘন হয়ে গেলে, মাঝখানে জন্ম নেয়া চারাগুলো সোজা হয় না, ঐগুলো আঁকা বাঁকা হয়ে সুর্যের আলো নেয়ার চেস্টা করে, আলো পায়, কিন্তু বাঁকাটা আর সঠিক হয় না, তেমন কোন কাজে লাগে না। আমাদের সমাজের চাপে, অনেক তরুণ সুর্য্যের আলোক পাচ্ছে না; তবে, তারা যদি সোজা না হয়, তেমন কোন কাজে লাগবে না।
১৭| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৯
মনস্বিনী বলেছেন: যা হবার তা হয়ে গেছে। ফেরার পথ নেই। আমাকে হতাশ মনে হচ্ছে? আপনার লেখাটাও হতাশারই প্রকাশ।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন আগে অনেক ব্লগারই আমাকে হতাশ ব্লগার ডাকতেন, এখন আমি আগের থেকে একটু ভালো করছি।
মানব সভ্যতা দীর্ঘ, আমরা একটা সময়ের জন্য আমাদের ভুমিকা খেলে যাবো; হয় সঠিকভাবে খেলবো, না হয় ভুল খেলবো; কিন্তু মানব সভ্যতা সব সময় ভালোর দিকে যাচ্ছে।
১৮| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১:৫২
ডক্টর ওসমান বলেছেন: কুমিল্লায় ৬২ শতাংশ ভোট পড়েছে যার ৫২%+৪৭%+১%= বিএনপি আওয়ামিলীগ জাতীয় পার্টি ও জাসদের। বাকী ৩৮% রাই হলো শিক্ষিত অনীহা কারিরা। এই পরিসংখ্যান আমাদের ঈঙ্গিত দেয় একটি প্রফেশনাল রাজনৈতিক দল গড়ার। টেকনোক্রেসি নিডস আরজেন্টলি।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত প্রফেশানেলদের দায়িত্ব আছে জাতির প্রতি; অযোগ্যরা জাতিকে পেছনে টেনে রেখেছে, ইহার অবসান হওয়ার দরকার।
১৯| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১:৫৯
উম্মে সায়মা বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তুলে ধরেছেন চাঁদগাজী ভাই।
এটা আমাদের দেশের একটা বড় সমস্যা। কে জানে আবার কবে শিক্ষিতদের রাজনীতির প্রতি আগ্রহ জন্মাবে!
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতদের আত্মবিশ্বাস বাড়িয়ে, জাতির সুখে-দু:খে থাকটে হবে; সেটা শুধু রাজনীতির মাধ্যমে সম্ভব।
২০| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ২:২৯
নাজমুল ০৭ বলেছেন: আপনার হতাশ হওয়ার কোন কারন দেখি না, যারা আপনাকে হতাশ বলে তারা নিজেরা হয়ত হতাশ না হয় ভীত । আপনি আপনার কাজ চালিয়ে যান, কিছু একটা পরিবর্তন হতে শুরু করেছে বা করবে।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা অনেক সময় তর্ক ইত্যদিতে জড়িয়ে গিয়ে, অন্যদের হতাশ মতাশ বলে; আমি সহজভাবেই নেই।
২১| ৩১ শে মার্চ, ২০১৭ ভোর ৬:১১
রিদওয়ান হাসান বলেছেন: রাজনৈতিক অঙ্গন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্থান পুরণ করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা। একেবারে সত্য উচ্চারণ। ধন্যবাদ নিবেন।
৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
এখন রাজনৈতিক অংগন কম-শিক্ষিতদের দখলে আছে; এখন শিক্ষিতদের জন্য জাতি অপেক্ষা করছে।
২২| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২১
নাজমুল ০৭ বলেছেন: কোন তত্ত্ব বা মতবাদ ব্যাক্তি থেকে দলে, দল থেকে সমাজে, সমাজ থেকে জাতিতে স্থানান্তরিত হয়। এখনকার শিক্ষিত তরুণদের মধ্যে অনেক তরুন আছেন যারা কিছু একটা করতে চাই কিন্তু তারা দুইজন মানুষের দলেও পরিনিত হতে পারছে না ।
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
সংগঠিত হওয়ার মতো কোন সঠিক ভাবনা, তত্ব তরুণদের সামনে উদাহরণ হিসেবে নেই; তবে, তারা নিজেদের উদ্ভাবন ক্ষমতার উপর আস্হা রাখলে হতো।
তরুণদের পথ দেখায়ে সাহায্য করার দরকার।
২৩| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩
টারজান০০০০৭ বলেছেন: হে হে হে ! হাসাইলেন চাঁদগাজী আংকেল ! আমাদের শিক্ষিত জনগোষ্ঠী করবো রাজনীতি ? এককালের শিক্ষিতরা রাজনীতি কইরা পইচা গন্ধ হইয়া অহন হইছে বুদ্ধুজীবী। অশিক্ষিত, অর্ধশিক্ষিত রাজনৈতিক নেতা , ব্যাবসায়ীরা এহন কুত্তা পালনের মতন হেগোরে পালে ! হেরাও পারলে জিহ্ববা দিয়া প্রভুদের জুতা পরিষ্কার কইরা দেয় ! এরা এহন কামেয়েলোকের চেয়েও কাপুরুষ। এরা এহন খাওয়ার আগে আর মাইরের পিছে থাহে ! এদের দলে নিলে চোখ পিঠের দিকে রাখতে হইবো , কহন না জানি ছুরি মাইরা বহে ! আফনে বরং রাস্তার নেড়ী কুত্তাদের কন রাজনীতিতে নামতে।বুদ্ধুজীবীদের চাইতে এরাও বেশি বিশ্বস্ত; মানুষের , সমাজের কল্যানকামী ! আমাদের শিক্ষিতদের রাজনীতি কইরা বুদ্ধুজীবী হওনের দরকার নাই।(আমিও কি বুদ্ধুজীবী কিনা বুঝতাছিনা ! )
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
আমি রাজনৈতিক আলোচকদের মাঝে এখনো বুদ্ধিজীবি দেখিনি; অনেকে কিছু বিষয় নিয়ে তর্কের জন্য তর্ক করে, এটুকুই।
২৪| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮
মহসিন ৩১ বলেছেন: আমাদের যুবকরা ব্যাপক হারে বিদেশ গামী; আর এরকম পরিস্থিতি কি করে স্বাভাবিক ভাববো। হয়তো আজ একরকম আর আগামিকাল সেটাই বিসৃত ; কিন্তু কিভাবে আলোচনায় ঠাই পাবে-- জাতির ঐতিহাসিক কর্মকাণ্ডকে যখন সুধু একটা নৈরবাক্তিক অথচ চলমান এবং বৈদেশিক এসব পরা-অর্থনীতির ধুম্রজালে আটকে পড়া দেখতে। উন্নয়ন তো সুধুমাত্র অরথনিতিতেই হবে না।আরও কিছু কিছু সামঞ্জস্য আনতে বাক্তিগত ভাবনায় আর ভারসাম্যও লাগে ধরমসঙ্ক্রান মাত্রাতিরিক্ত আবেগের উপচেপড়া রোধ করতে।
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
বিদেশে মানুষ দরকার।
আজকের যুবকেরা সঠিক ধারণার অভাবে ভুগছে; দেশের সরকার, রাজনীতি, রাজনৈতিক দলগুলোর অবস্হা তাদেরকে ভীত করে তুলছে; তারা নিজের যায়গা না খুঁজে সব ছেড়ে পালিয়ে যাচ্ছে।
২৫| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা পোষ্ট দিয়েছি যাতে আপনার কথা আছে, একটু দেখে দিবেন।
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
অলরাইট, এখুনি পড়ে দেখছি।
২৬| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬
রাতুল_শাহ বলেছেন: অনেকেই কলেজে, ইউনিভার্সিতে পড়াকালীন সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে সক্ষম ব্যর্থ হন; এটা বিরাট সমস্যা
১০০% সত্য।
নিজেদের ভিতর ব্যক্তিত্বটা আসছে না, কথা বলার মাঝে কোন বলিষ্ঠতা নেই।
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
আগের জেনরেশন গুলো দাবী করেন যে, তাদের "মরাল" অপেক্ষাকৃতভাবে ভালো ছিল। এটা পুরোপুরি সঠিক নয়; তবে, সাম্প্রতিক ছাত্রদের বেলায় সঠিক, আমি ছাত্রদের বুঝার চেস্টা করি, কথা বলি; ব্যক্তত্ব সমস্যা বিরাট।
২৭| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
ধ্রুবক আলো বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে।
ভাই, বর্তমানে কিন্তু তাই হচ্ছে, অর্ধ শিক্ষিত ও মুর্খরাই রাজনীতি করছে। আমার নিজেরই দেখা politics কথাটাও শুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারে না।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিতে শিক্ষিতরা না আসা অবধি এরা থাকবে, এরা জাতিকে পেছেন নিয়ে গেছে
২৮| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বর্তমান রাজনীতি দুষ্ট লোকদের সফলতা দেয় দ্রুত। আর দুষ্ট লোকের রাজনীতি দেখে মানুষ রাজনীতি থেকে মুখ ফেরাবে এমনটাই স্বাভাবিক।
আলোচনা ভালো লাগলো ভাই।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
অশিক্ষিত লোকজন এই বিষাক্ত চক্রের অবসান ঘটাতে পারবে না।
২৯| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩
আততায়ী আলতাইয়ার বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
কমবুদ্ধিমান, অদক্ষদের হাতে জাতিকে ছেড়ে দেয়া ভুল।
৩০| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১
আততায়ী আলতাইয়ার বলেছেন: চাদগাজী ভাই এর এই পোস্টে একটা ব্যাপার ক্লিয়ার তাহল "আই হেইট পলিটিক্স" মানসিকতার শিক্ষিত প্রজন্মরা জাতির লাইফটাইম বোঝা, এরা জাতির ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে থাকবে
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
"আই হেইট পলিটিক্স" মানসিকতার শিক্ষিত প্রজন্মরা অবস্হার কারণে হতাশ, তারা দেখছে তাদের পরিবার তাদেরকে পড়াতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে, এবং এগুলোর পেছনে সরকার ও রাজনীতিবিদরা দায়ী, তাই তারা রাজনীতিবিদদের প্রতি ঘৃনা প্রকাশের জন্য আই হেিট মেইট বলছে; আসলে, তারা রাজনীতিতে প্রবেশ করলে দুস্টরা পালিয়ে যাবে।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২
মহসিন ৩১ বলেছেন: অনেক অনেক সফল যারা, জীবনে চলার ক্ষেত্রে তারাই বেশি বেশি রাজনিতিকে ব্যবহার করছে এখন; এর কারন আমার জানা নাই--; তবে আমি যেটা বুঝেছি আমার সল্পপরিসর ভাবনায়---- তা হল বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ জাতির মধ্যে বিভেদ তৈরিতেই বেশি সফল, আর এর জন্য প্রয়োজনে ধর্মকেও তারা বাণিজ্যিক ভাবে পরিবেশন করে। অতীত ইতিহাসকে কে কি ভাবে দেখছে এখনকার দিনে-- সেটার বহিঃপ্রকাশে জুবসমাজের দায় বেশি----- ও দায়িত্ত বটে। কিছু বিপদ অবশ্যই ভয়ানক---সেসব অনুমান করতে 'উইট' দরকার; 'উইসডমই' সুধু সব সমাধান দিতে আর পারে না।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিই জাতির চলার পথ নির্ধারণ করছে, আধা-শিক্ষিত, অদক্ষরা জাতিকে আফগানিস্তান, সোমালিয়ার দিকে নেবে, শিক্ষিতরা ব্রাজিল, মালয়েশিয়ার পথে নেবে।
৩২| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
সিনবাদ জাহাজি বলেছেন: রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান
+ + +
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগের বাহিরে এ ধরণের ভাব প্রকাশিত হচ্ছে না, খুব একটা।
৩৩| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
আততায়ী আলতাইয়ার বলেছেন: কথা হল শিক্ষিতরাও এখন পলিটিক্সে ঢুকতে গেলে তাদেরও প্রাথমিক পর্যায় আর্মস পলিটিক্স ক্যাডার পলিটিক্স এর দ্বারস্থ হওয়া লাগবে, তা নাহলে শামীম ওসমান নাসির উদ্দিন পিন্টুদের সামনে দাড়াতেই পারবে না
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
আর্মস ইত্যাদি পলিটক্সের অংশ নয়; সময় লাগবে, শামীম ওসমানরা সময়ের সাথে হারিয়া যাবে।
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩
আহা রুবন বলেছেন: শিক্ষিতদের কিছু সমস্যা আছে। তারা সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারে না, অশিক্ষিতরা তাদেরকে দূরের কেউ মনে করে, তারা ভোটে জামানত হারায় আর পিন্টু, হাজি সেলিম হাসার সুযোগ পায়।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা সাধারণ মানুষের দু:খের সময় সাথে থাকে না; হাজী সেলিমরা ডাকাতী করার পর, মানুষকে খুঁদ-কুটা দেয়।
৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯
সপ্তম৮৪ বলেছেন: মাঠে নেমে এই একই আওয়াজ দিয়ে দেখেন, একজনও পাবেন না। বলগে বসিয়া সবাই জ্বি হুজুর বলিতে পারে।
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগ হলো ল্যাব, মাঠ হলো মাঠ; মাঠের সাথে তাল মিলাতে প্রয়োজনানুসারে সিনথেসাইস করতে হবে ভাবনাগুলোকে
৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: দিন দুই-এক আগে(সঠিক মনে নেই) টিভিতে দেখছিলাম, সিটি কর্পোরেশনে বিজয়ী মনিরুল হক সাক্কু সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন। চেহারাটা দেখেই একটা কথা মনে হলো- এরা যদি আমার এলাকার নেতা হয়, আমি কিভাবে ভরসা পাবো? ছোটবেলায় বইতে পড়েছিলাম একজন নেতার মধ্যে কি কি গুণাবলি থাকতে হয়। প্রথম দর্শনেই তো আমি তাকে দেখে হতাশ। নেতা সুলভ কোন অ্যাটিচুড দেখতে পেলাম না।
চাঁদগাজী আপনি আওয়ামীলিগ না বিএনপি আমি তা জানি না, কিন্তু এতটুকু বলতে পারি- আদর্শ নেতার একটা স্ট্যান্ডার্ড শেখ মুজিব তৈরি করে দিয়ে গেছেন বাঙালিদের জন্য। সেটার মাপকাঠিতে কাউকেই মাপার মত আমি দেখি না বর্তমানে।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৬:০০
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধের সময়ের অবস্হানের কারণে, আমি হয়তো ততকালীন আওয়ামী লীগের কাছাকাছি ছিলাম; এখন আমি ওদের মাঝে রাজনীতি দেখছি না।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি পোস্টের চমৎকার সার সংক্ষেপ টেনেছেন শেষের অনুচ্ছেদটিতে।