নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চরমপন্হীদের জন্য সঠিক পদক্ষেপের মাধ্যমে এ্যামনেস্টি দরকার।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩



চরম-পন্হীদের অকারণ নিজেদের প্রাণহানী থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন শেখ হাসিনা গত কয়েকদিনে, কয়েকবার; তাদেকে এই অকারণ হিংসাত্মক কার্যকলাপ ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসতে বলেছেন তিনি; তিনি কথাগুলোকে "সরকারের এ্যামনেস্টি" প্রোগ্রাম হিসেবে ঘোষণা করেননি; উনাকে এই ব্যাপারে সিরিয়াস হতে হবে, এবং এটাকে সরকারী সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করে, সঠিক পদক্ষেপ নিতে হবে; মুখে মুখে, কথায় কথায় বললে হবে না।

সরকারী গেজেট হিসেবে প্রকাশ করে, এসব চরম-পন্হী লোকজন যেন নির্ভয়ে সারেন্ডার করতে পারে, সেই পদক্ষেপ নিতে হবে। এতে বিদেশী কোন মানবাধিকার, বা কমপক্ষে নরওয়ে কিংবা কানাডার লোকজনকে যুক্ত করতে হবে; দেশের বাহিনীগুলোকে চরম-পন্হীরা নিজেদের প্রাণের জন্য বিশ্বাস করবে বলে মনে হয় না।

যারা মাঠ পর্যায়ে এসব নাশকতায় যোগ দিয়েছে, এরা এদেশের উঁচু শ্রেণী, এবং রাজনীতির কেহ নয়! এই লোকগুলো দেশের বিশৃংখলা ও অরাজকতায় পরিস্হিতির শিকার হয়ে থাকতে পারে; দেশের বিশৃংখলা সৃস্টির জন্য আরবদেশসমুহ, বৃটেন, আমেরিকা ও কানাডা থেকে ডলার আসছে; যারা এগুলো করছে, তারা কমবুদ্ধিমান, বিভ্রান্ত, দরিদ্রদের এই কাজে ব্যবহার করছে; ভয়ংকর কিছু লোক দারিদ্রতার সুযোগ নিচ্ছে; মাঠ পর্যায়ে মহিলাদের উপস্হিতি এটাই প্রমাণ করছে।

বিদেশীদের উপস্হিতিতে এরা সারেন্ডার করতে ভয় পাবে না; এরপর, বিদেশীদের উপস্হিতিতে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসতে সাহায্য করার দরকার। এখন যারাএগুলোতে যুক্ত আছে, তাদের জন্য একটাই পথ খোলা, হয় জিততে হবে, না হয় মৃত্যু; তারা বুঝতে পারছে না যে, বাংলাদেশের মতো দেশে তারা কোন অবস্হায় টিকবে না। যারা কোন না কোনভাবে এসবে একবার যুক্ত হয়েছে, তাদের ফেরার পথ নেই বলেই ধরে নিয়েছে; এখন সরকার সঠিক পদক্ষেপ নিয়ে তাদেরকে বের করে আনতে পারে। সাংবাদিকদের সামনে কথার কথা হিসেবে এ্যামনেস্টির কথা বললে হবে না, গ্রহনযোগ্য পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:২২

ডঃ এম এ আলী বলেছেন: ভাল কথা বলেছেন । সরকার এটা আমলে নিলে ভাল কববে ।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


সরকার যা করছে, সেটা সরকার জানে! তারা মানুষের সাথে কোন ব্যাপারে কোন কিছু শেয়ার করছে না; কিন্তু মুল্যটা দিবে সাধারণ মানুষ! প্রাইম মিনিস্টার কয়েকবার বলেছে, চরমপন্হীরা যেন ষাধারণ জীবনে ফিরে আসে; এটার জন্য বিশাল পদক্ষেপ দরকার।

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:২২

সচেতনহ্যাপী বলেছেন: তাদের আহ্ববান জানালেই হবে না প্রয়োজন বিনিময়? কি হবে??

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


যারা পাকিস্তান, আরব, ইউরোপ, আফ্রিকায় হিংসাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা বাংলাদেশসহ অনেক মুসলিম দেশের তাদের স্বাক্ষর রাখার চেস্টা করছে; এজন্য তারা ডলার ঢালছে; দরিদ্র ও বিভ্রান্ত কিছু মানুষ নিজের ও জাতির পায়ে কুড়াল মারছে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আপনার একথায় তীব্র আপত্তি,এরা এদেশের উঁচু শ্রেণী, এবং রাজনীতির কেহ নয়!।। দেশের যা পরিবর্তন তা কিন্তু প্রবাসীদের দান নয়??

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি বলছি, যারা এইসব হিংসাত্মক কার্যকলাপে যুক্ত হয়েছে, তারা দেশের উঁচু শ্রেণীর কেহ নয়, এবং রাজনীতির কেহ নয়; তবে, টাকা পাচ্ছে বিদেশ থেকে।

৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এভারের আলোচনা খুব ভালো লাগলো। এমন হলে তো ভালই হয়।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



এর বাহিরে পথ হলো এদের সাথে ইঁদুর বিড়াল খেলা, যা জাতির সব কাজ শ্লথ করে দেবে, ও জাতি এদের নিয়ে শংকিত থাকবে।

৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ডলার আমেরিকার!! তাই না!! তাহলে?? নাটের গুরু??

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা থেকে বাংগালীরা পাঠাচ্ছে বলে মনে হয়।

৬| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি বলছি, যারা এইসব হিংসাত্মক কার্যকলাপে যুক্ত হয়েছে, তারা দেশের উঁচু শ্রেণীর কেহ নয়, এবং রাজনীতির কেহ নয়; তবে, টাকা পাচ্ছে বিদেশ থেকে। যদিও ভাল করেই জানেন মাঠ পর্যায়ে " এইটাকা" পৌছায় না!! =p~

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আপনার পরিস্কার ধারণা নেই; বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার হাত বিনিময় হয় আজকাল; সবাই কিছু না কিছু পাচ্ছে; দরিদ্রদের প্রাণ সস্তা।

৭| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: বর্তমানের ঘটনাবলীর কুশিলব যারা, তাদের পারিবারিক আর শিক্ষার ইতিহাস জেনে নিন।।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কুশীলবরা পরস্পরের সাথে ভাষা খুঁজে পায় দরকার মতো।

৮| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪২

সচেতনহ্যাপী বলেছেন: হাস্যকর প্রতিউত্তর, আমেরিকা থেকে বাংগালীরা পাঠাচ্ছে বলে মনে হয়।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বাংগালীরা সব যায়গায়, সব সময় চাঁদা তুলে যাচ্ছে।

৯| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: মনে হয়, আপনার পরিস্কার ধারণা নেই; বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন ডলার হাত বিনিময় হয় আজকাল; সবাই কিছু না কিছু পাচ্ছে; দরিদ্রদের প্রাণ সস্তা।
ধারনা!! সত্যি বললে বেশীই আছে।। তারপরও বিতর্কে যেতে চাই না, আঁতে ঘা না পড়লে।। নিরাপদ দুরত্বে থেকে যারা অনেক কথাই বলতে পারেন।।!!

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



অবস্হান সব সময়েই একটা ফ্যাক্টর( স্হান, কাল, পাত্র)।

১০| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৮

ভবঘুরের ঠিকানা বলেছেন: আগে দরকার গণতন্ত্র। শক্তিশালী বিরোধীদলের ভূমিকা থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কিছু বলার উপায় নেই। সব পথ রুদ্ধ করে দিলে 'চরম পন্থী' তৈরি হবেই।

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশে রাজনীতি করছেন, এরা যদি পুর্ণজন্মে বিশ্বাস করে, আরেক জনমে গণতন্ত্র আনতে পারবে।

ভুল অর্থনীতি, অসম সুযোগ, বেকারত্ব, বিচারহীনতা, সম্পদ দখল ইত্যাদি দেশে বিশৃংখলা, চরমপন্হার জন্ম দেয়; এগুলো সমাধানের জন্য দক্ষতার দরকার।

১১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৫২

সচেতনহ্যাপী বলেছেন: পুরাই আউলা-ঝাউলা!! আপনি ভাল থাকুন, এই কামনায়।।

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


অলরাইট, ভালো থাকার চেস্টা করবো

১২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: কারন "তাদের আহ্ববান জানালেই হবে না প্রয়োজন বিনিময়? কি হবে??"।। ভারতের মাওবাদীদের মত কোন প্যাকেজের কথা তো আমার জানা নেই, আপনার?? মনে হয় নেই।। তাই এতো বাগ্মীতা!!

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


ভারতের মাওবাদীরা সংখ্যায় অনেক, এবং ওদের রাজনৈতিক বিশ্বাস আছে। বাংলাদেশীরা অধিকারের পাওনা দেয় না, বিনিময়ে কি দেবে?

১৩| ০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার আলোচনা সহমত ।

অন্যদিকে @ভবঘুরের ঠিকানা বলেছেন আগে দরকার গণতন্ত্র। শক্তিশালী বিরোধীদলের ভূমিকা থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কিছু বলার উপায় নেই। সব পথ রুদ্ধ করে দিলে 'চরম পন্থী' তৈরি হবেই। এবিষয় আমার মনে হয় দেশের অর্থনীতির যে
বিপর্যয় তাতে অভাবের তারনায় শেষে না আবার গৃহ যুদ্ধ লেগে বসে । চাঁদগাজী ভাই এ বিষয় আপনার অভিমত কি ? জানার
অপেক্ষায় রইলাম ।

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


অর্থনৈতিক বৈষম্য, পার্টি, সরকার ও প্রশাসনের লোকদের কর্তৃক সব ব্যবসা বাণিজ্য দখল, বিদেশে নেয়ার নামে অর্ধেক মানুষের সর্বস্ব দখল, অসম বন্টন, ব্যাংকের মাধ্যমে জাতীর টাকা দখল, পাচার ইত্যাদি দেশকে ক্রকিটিকেল অবস্হায় নিয়ে এসেছে; কোন কিছু থেকে গৃহযুদ্ধও শুরু হতে পারে।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৪

রাসেল ০০৭ বলেছেন: যাদের পিছনে ডলার ঢালা হচ্ছে , তারা নিজেরাই তো মরে যাচ্ছে , এই ডলার ভোগ করবে কে ?
হলি আর্টিজানে নিশ্চয়ই সবাই দরিদ্র নয় ।
একজন মানুষ কখন কোন পরিস্থিতিতে চরমপন্থি হয়ে ওঠে এটা কেউ ভাবছেনা ।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



বেশীর ভাগই দরিদ্রদের এইসব অপারেশনে ব্যব হার করা হয়, কিংবা রাজনীতি ইত্যাদি যারা বুঝে না, তারা এগুলোতে ব্যবহৃত হয়।

দেশে অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা আছে, তাতে কিন্তু ধর্মীয় চরমপন্হার উদ্ভবের কারণ খুঁজে পাওয়া মুশকিল হবে।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

আহা রুবন বলেছেন: তেমন হলে ভালই হয়। এভাবে সর্বহারাদের কিছুটা ফিরিয়ে এনে এদের উৎপাত কমানো গিয়েছে। জঙ্গিদের সাধারণ জীবনে ফিরিয়ে আনতে হলে তাদের নিরাপত্তার বিষয়টি সম্পর্কে যতক্ষণ না তারা আস্থায় নিচ্ছে, ততক্ষণ এসব আবেদন-নিবেদন কথার কথা হয়ে থাকবে।

যারা এই জঙ্গি লাইনে গিয়েছে তাদের মনে হয় নিজেদের উদ্দেশ্য কী সেটাই জানে না - রাষ্ট্র ক্ষমতা দখল না বেহেস্তে যাওয়া। বেহেস্তে যেতে যেমন মরার বা মারার প্রয়োজন নেই(ধর্মমতে)। আবার সত্যিকার অর্থে যদি তারা ইসলামি রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে তারা কি বুঝতে পারছে না এভাবে আতঙ্ক সৃষ্টি করে মানুষের সমর্থন পাওয়া যায় না। গোল টা কোথায়????????

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


যদিও সংবিধানে লেখা নেই, বাংলাদেশ বর্তমান বিশ্বে ইসলামিক দেশ, এর থেকে বেশী ইসলামিক আচার, ট্রেডিশন আর কোথায়ও নেই। আরবে যুদ্ধ হচ্ছে, সুন্নী, শিয়া ও কুর্দী দেশ প্রতিস্ঠার জন্য।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



১০. ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৮ ০
ভবঘুরের ঠিকানা বলেছেন: আগে দরকার গণতন্ত্র। শক্তিশালী বিরোধীদলের ভূমিকা থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কিছু বলার উপায় নেই। সব পথ রুদ্ধ করে দিলে 'চরম পন্থী' তৈরি হবেই।

০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০১ ০
লেখক বলেছেন:


যারা বাংলাদেশে রাজনীতি করছেন, এরা যদি পুর্ণজন্মে বিশ্বাস করে, আরেক জনমে গণতন্ত্র আনতে পারবে।

ভুল অর্থনীতি, অসম সুযোগ, বেকারত্ব, বিচারহীনতা, সম্পদ দখল ইত্যাদি দেশে বিশৃংখলা, চরমপন্হার জন্ম দেয়; এগুলো সমাধানের জন্য দক্ষতার দরকার।



- ভবঘুরের ঠিকানার মন্তব্য এবং চাঁদগাজীর উত্তর দু'টোই যথার্থ।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ দেশে সীমিত গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে, মনে হয়; চরম-পন্হীরা গণতন্ত্রের মানুষ নয়; বরং চরম-পন্হীরা আওয়ামী লীগের জন্য সুবিধা সৃস্টি করছে, যেভাবে সুবিধা সৃস্টি করেছিল বেগম জিয়ার ৯১ দিনের তথাকথিত "১ দফা"।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৭

প্রাইমারি স্কুল বলেছেন: আমি তো মনে করি ভারতকে সাথে নিয়ে চরমপন্থার কাজটে সেই করছে ? কাউকে তো রাজনীতি করতে দিচছে না ? গণতান্ত্রীক দেশে যদি রাজনীতি না থেকে নিজের খামখেয়ালি মতো দেশ চায় তাহলে তার কথার শুনার কেউ থাকবে ? একজনেই পারে দেশ রক্ষা করতে আবার ধ্বংস করতে ।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে গণতন্ত্র সীমিত, উহাকে ব্যবহার করে সরকার গঠন হচ্ছে, এটুকু। আবার, যারা ধর্মীয় চরমপম্ন্হী তারাও গণতন্ত্র বিরোধী

১৮| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

শাহজালাল হাওলাদার বলেছেন: নতুন নকিবের সাথে সহমত পোষণ করে বলছি-
উপদেশ দাতারা যতদিন পর্যন্ত অন্যায়র গহব্বরে বাস করবে, ততদিন পর্যন্ত তাদের এই লোক দেখানো উপদেশ ফলপ্রসূ হবে না।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের ছোটখাট হত্যাকান্ড দেশের অর্থনৈতিক এমনভাবে ক্ষতি করবে, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে; এ ধরণের হিংসাত্মক কর্মকান্ডে সরকারকে বিচলিত মনে হচ্ছে না।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

মুশি-১৯৯৪ বলেছেন:



বর্গিরা আর দেয় না হানা, নেইকো জমিদার,
তবু কেন এদেশ জুরে নিত্য হাহাকার......

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব থেকে দেশ বিশালভাবে পেছনে, কিন্তু মানুষ বিশ্বের অন্যদের মতো ভালো থাকতে চাচ্ছে, এখানে প্রচন্ড অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘর্ষ।

২০| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে আপনার কথা । :(

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয় চরম-পন্হীদের বাংলাদেশে কি কাজ কে জানে? দেশে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত, ইহারা নতুন কোন দেশ করতে চাচ্ছে হয়তো?

২১| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


সরকারকেই এই সমস্যা করতে হবে; তবে, সরকার যদি মনে করে, ইহাতে তাদের সুবিধা হচ্ছে, আরেক বেগম জিয়া পাওয়া গেছে, সরকার ইহাকে চলতে দেবে।

২২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

টারজান০০০০৭ বলেছেন: কোনো ভালনারেবল জনগোষ্ঠী যতক্ষন নিজেদের বঞ্চিত , নির্যাতিত, অন্যায় আচরণের শিকার ভাবনা থেকে বের না হবে ততদিন চরমপন্থা থেকে সরে আসবে না। চরম পন্থা থেকে বের করতে হলে তাদের এই মনোভাব দূর করার ব্যবস্থা আগে করতে হবে।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


দেশে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক জীবনে বিশাল বিশৃংখলা বিরাজ করছে; তবে, এখন যারা চরম-পন্হা অবলম্বন করছে, তাদের কাছে কোন সমাধান নেই।

২৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ইসলামের সাথে জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই। এটা আমাদের সবাইকে বুঝতে হবে।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


গান্ধী যদি আপনার সাথে গলা মিলিয়ে বলে, তা'হলে একটু গুরুত্ব বাড়ে।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উনি শুধু গলা মেলাননি, নেলসন ম্যান্ডেলাও আমার সাথে একমত যে!

উনি শুধু গলা মেলাননি, নেলসন ম্যান্ডেলাও আমার সাথে একমত যে!

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


গান্ধী ও নেলসন ম্যান্ডেলা যদি আজকের বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়ার অবস্হা দেখতেন, আরো নতুন বাণী যোগ করার সুযোগ পেতেন।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৫

এম. সাইফ বলেছেন: যারা মাঠ পর্যায়ে এসব নাশকতায় যোগ দিয়েছে, এরা এদেশের উঁচু শ্রেণী, এবং রাজনীতির কেহ নয়!
হলি আর্টিজানসহ বেশকিছু ঘটনা কিন্তু ভিন্ন কথা বলে। দরিদ্রদের চাইতে উচ্চ শিক্ষিত, প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞ, ধনী, পরিবারে অশান্তি, ধর্মীয় জ্ঞানের অভাব ইত্যাদি টাইপের লোকজনই বেশি দেখা যাচ্ছে। ভিডিও বার্তায়ও তার স্পষ্ট প্রমান পাওয়া যায়। অস্ত্রসস্ত্রের জোগান দেখেও বোঝা যায় পেছনে বড় বড় অভিভাবক রয়েছেন যারা তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর। এছাড়াও অধিকাংশ ক্ষেত্রে হামলার পূর্বেই প্রশাসন পৌছে যায় এবং উল্টো ঘেরাও করে আক্রমন/প্রতিরোধ করেন। যদি সত্যিকার অর্থে আগাম তথ্য পেয়ে পদক্ষেপ নিচ্ছে সেটা প্রশংসার দাবী রাখে অন্যথায় জনমনে প্রশ্ন আসাটাও অস্বাভাবিক নয়।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের চরমপন্হার পেছেন বিবিধ ধরণের লোকজন আছে; তবে, মাঠ পর্যায়ের জন্য তারা দরিদ্রদের ব্যবহার করার কথা; যাদের টাকা পয়সা আছে, তারা সহজে মরতে চাহে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.