নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তিস্তার পরাজয় হয়তো শেখ হাসিনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে?

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫



তিস্তা চুক্তি না হওয়া মানে বাংলাদেশের জন্য মোটামুটি একটা অর্থনৈতিক পরাজয়, একটা প্রাদেশিক চীফ মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খালি হাতে ফেরত দিয়েছেন; সাথে সাথে ১৭ কোটী মানুষকে তাদের ন্যায্য পাওনা থেকে বন্চিত করেছেন। শেখ হাসিনা কতটুকু হতাশ হয়েছেন, সেটা বুঝা যায়নি; কারণ, খালি হাতে ফেরার পর, ব্যাপারটি নিয়ে তিনি মানুষের সাথে নিজের রিএ্যাকশন শেয়ার করেননি। তবে, হোঁচট খেয়েছেন, বুঝা গেছে, সেদিন হিন্দিতে নাকি কিসব ফানি কথা বলেছেন!

যাক, তিস্তা উনার ও বাংগালী জাতির ইমেজ সম্পর্কে একটা বড় ধারনা দিয়েছে; এটা উনার কাছে পরিস্কার হওয়ার দরকার আছে। মমতা থেকে মোদী সবাই জানে, বাংগালীরা ৪৬ বছরে কতটুকু করেছে: সৌদীতে তারা কি করে, মালয়েশিয়ায় তারা কি করে, বাংলাদেশ সেক্রেটারিয়ে কি হয়, সীমান্তে বাংগালীরা কি ব্যবসা করে, পড়ালেখার কি অবস্হা, দেশ কারা চালায়, ব্যুরোক্রেটরা কি করে, পার্লামেন্টে কি হয়; সবকিছু ওদের কাছে পরিস্কার; ওরা সবকিছু মিলিয়ে ওদের মনের ভেতর আমাদের সম্পর্কে একটা প্রোফাইল রেখেছে; এবং সেই প্রোফাইলটার উপর নির্ভর করে ওরা ব্যবস্হা নিচ্ছে।

জাতির ইমেজ বদলানোর সময় হয়েছে; যেভাবে চলছি, এতে ইমেজ আরো খারাপ হবে; 'প্রশ্ন ফাঁস' জেনারেশন যখন দেশের স্নায়ুতে ঢুকবে, এটা সুদান, সোমালিয়া হয়ে যাবে, এরা জাতি মাতি এসব ধারণা বুঝবেও না, ওরা নিজের জন্য বাঁচার চেস্টা করবে।

শেখ হাসিনা যেভাবে সরকার চালচ্ছেন, এটার পেছনে কিছু ঐতিহাসিক কারণও আছে, এটা শুধু রাজনৈতিক নয়, এখানে ব্যক্তিগত ব্যাপারও আছে। তবে, এখন সময় হয়েছে, জাতিকে নিয়ে নতুন করে ভাবার; জাতির সবাইকে সুযোগ দিতে হবে, সবাই যেন বেড়ে উঠতে পারে; এক হাজার সালমান রহমান, ১০০ বসুন্ধরা, ৫০ টি আলম ব্রাদার্স, ২টি খুলনা পাওয়ার, ২০ হাজার লতিফুর রহমান বাংলাদেশের ইমেজ গড়তে পারবে না; ইমেজ গড়তে দরকার কোটী কোটী সুস্হ, সুখী, স্বচ্ছল পরিবার।

সকালবেলা কাজে যেতে বাসে উঠার জন্য যুদ্ধ করলে, ঈদে বাড়ী যেতে ট্রেনের ছাদে উঠলে, প্রশ্ন ফাঁস হলে, ছাত্ররা যদি বিশ্ব বিদ্যালয়ের ভর্তি ও হল ব্যবসা করে, সোদীতে যদি রাস্তায় ঝাড়ু দেয়, কলিকাতায় যদি বিয়ের বাজার করতে যায়, সীমান্ত হয়ে যদি গরু কিনতে যায়, কেহ সন্মান করবে না, কেহ গণ্য করবে না; তিস্তা সেটাই বলছে!


মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

শুজা উদ্দিন বলেছেন: হয়তো
:(

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


সময় হয়ে গেছে; পরাজিত হয়ে, বিজয়ের ভাব দেখানো বেকুবী মাত্র।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

উম্মে সায়মা বলেছেন: যদি এতে বাস্তবতা বোঝেন তবে তো বলতে হবে আমাদের কপাল ভালো। কারণ জাতির ইমেজ বদলাতে সাধারণ জনগণ যত চেষ্টাই করুক, সরকার আন্তরিক না হলে কোনমতেই সম্ভব না।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংলার মানুষ দুর্বল অবস্হানে থেকেও দাঁড়াবার চেস্টা করছে, সরকারের মাঝে ভেঁড়ার চামড়া-পরা অনেক নেকড়ে আছে । সভ্যতা এমন যায়গায় এসেছে, অর্থনীতি সরকারের হাতে; সরকার যেভাবে চাচ্ছে, সেভাবেই জাতি চলছে।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

TaবিZ FaরুK বলেছেন:

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


সবার ভালো থাকার অধিকার আছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

ক্লে ডল বলেছেন: সবগুলোই বাস্তব কথা।

রাজনীতি ত দেশের স্বার্থে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। আমার ধারণা বর্তমান রাজনৈতিক দলগুলোর তা বোঝার বোধ লোপ পেয়েছে অথবা বুঝেলেও পরিস্থিতি তাদের বাধা। অবস্থা এমন নিজের স্বার্থ দেখ অথবা নিঃস্ব হও। এর বাইরে আর কিছু নেই। এখানে দেশ জাতি ঠুনকো।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


কিছু কারণে, সব ক্ষমতা উনার হাতে চলে গেছে, উনি মাথায় বেশী ভার নিচ্ছেন; এখন উনাকে ভাবটেও হবে বেশী; বিশেষ করে এই ঘটনার পর।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অসাধারণ। তবে এ জন্য শেখ হাসিনা বা খালেদা জিয়ার কাছে দাবী করে লাভ নেই। এই দুই পরিবার এই দেশকে আর কিছু্ই দিতে পারবে না। প্রাকৃতিক নিয়মে এই দুই পরিবারের পরিবর্তন হলে ভেবে দেখা যেতে পারে...

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, বেগম জিয়া বলতে রাজনীতিতে আর কিছু নেই; কিন্তু শেখ হাসিনার সময়েই আমাদের মানুষের সংখ্যা ও অসম প্রোতিযোগীতা বাড়ছে, সালমান রহমানরা বাড়ছে, স্বচ্ছল পরিবার বাড়ছে না; স্বচ্চল হওয়ার আশায় দেশ ছাড়তে হচ্ছে মানুষকে

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কথা যাদের বুঝার দরকার, তারা যদি আপনার লেখা পড়তো তবে ভাল হতো। আমাদের শাসকেরা তাদের মেধাবীদের খোঁজ রাখেনা। রাখলে সবার ভাল হতো।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি যা বলছি, তার থেকে বেশী জানাদের সাথে এরা উঠাবসা করছেন; কিন্তু শিখতে পারছেন না; ব্লগে লেখা হচ্ছে ব্লগারদের লক্ষ্য করে।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

অতঃপর হৃদয় বলেছেন: তাবিজ টা আবার ক্যাডা??? দেখতাছি সবার পোস্টে একই কমেন্ট করতাছে। আর আপনার লেখা নিয়ে কিছুই বলার নেই।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে সাধারণ মানুষের দিকে নজর দিতে হবে, উনি যেভাবে এগুচ্ছেন, সেটা ফল দিচ্ছে না; সন্মান রাখাই মুশকিল হয়ে যাচ্ছে।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

ধ্রুবক আলো বলেছেন: লেখা এখনো পড়ি নাই,
ইলিশ মাছ পাই নাই!

নববর্ষের শুভেচ্ছা রইলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের ইলিশ মাছের দাম কিছু মানুষকে সরাসরি অসতে পরিণত করছে; এই সপ্তাহে ইলিশ বিক্রয় বন্ধ রাখলে ভালো হতো।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান না হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বেকায়দায় পড়বে নিশ্চিত, অবশ্য বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবেই।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


তিস্তার পানি না পাওয়া দু:খজনক; জাতির ইমেজ খারাপ।

তবে, ভোটে বিএনপি কোন সমস্যা হওয়ার কথা নয়; বিএনপি রাজনীতি না করে, ক্ষমতায় গিয়ে সম্পদ দখল করেছে; এখন রাজনীতিতে নেই। বরং শেখ হাসিনা বিএনপি'কে বিরোধীদলে নিতে চাইবেন হয়তো।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

আহা রুবন বলেছেন: কয় দিন গ্রামে ছিলাম। পুলিশের চাকরির জন্য ঘর-বাড়ি বেচে টাকা দিচ্ছে দালালদের। চাকরি না হলে টাকা ফেরত দেবে তাই ভয় নেই :D টাকা সত্যি যদি পায়ও জায়গা-জমি কি আর কিনতে পারবে? টাকার পরিমাণ শুনবেন? ১৪, ১৫...লাখ! যে বেশি দেবে তার সম্ভাবনা তত বেশি!

আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি! ;)

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো আওয়ামী লীগকে একদিন দেশ ছাড়া করবে; মুসলিম লীগের মতো বাতাসে মিশে যাবে।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:
১৯৬০ থেকে শুরু করে বিভিন্ন মহারতির হাত ধরে ১৭৭৬ সনেই তিস্তার কাছে বাংলাদেশ হয়েছে পরাজিত,
আগে বিষয়টা আমাদেরকে এত বিষদভাবে কেও কিছু জানায় নাই , বভিন্ন কায়দায় জাতিকে ঘুম পাড়িয়ে রেখে
ভারতকে বাাঁধ নির্মানের কাজটা নির্বিঘ্রে সমাধা করতে দিয়েছে । এখন মরাটাকে নিয়ে টানাটানি করায় কিছুটা
জানতে পারছি , দেখা যাক সবাই মিলে এখন কি করতে পারি , একে অপরকে দুষারোপ করব না কাজের কাজ
কিছু করব সেটাই ভাবার বিষয় । জাতি মনে হয় দুদিকেই বিভক্ত ,কেও চায় পানি আর কেও চায় শুধু মানি !!!
যাহোক ,

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভারত যখন নদীতে বাঁধ দিচ্ছে, আমরা তখন রিলিফের খাবার নিয়ে ব্যস্ত ছিলাম। যাক, ভারতকে একদিন প্রতি খালেও বাঁধ দিতে হবে, মানুষ বাড়ছে, ওরা টেকনোলোজী প্রয়োগ করছে।

আমাদের পানিটুকু ওরা আটকাচ্ছে, এগুলো ছোটলোকের জীবন।

যাক, আমরা নিজ পায়ে দাঁড়াই প্রথম।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: শিরোনামের সাথে দ্বিতীয় প্যারা থেকেই গোলমাল।। প্রচন্ড ঢাক্কা আমার মত মানুষের কাছে।।
জেনে শুনেই কি??

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:


আমি পোস্ট লেখার সময় ফ্রি ষ্টাইলে লিখি, কি দিয়ে শুরু, কোথায় শেষ, কোন কিছুর খবর নেই!

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

নাজমুল ০৭ বলেছেন: প্রশ্ন ফাঁস জেনারেশন দেশের স্নায়ুতে ঢুকা লাগবে না, অনেক আগে থেকে বাঙ্গালি জাতি মাতি এসব নিয়ে ভাবে না, শুধু নিজের জন্য বাঁচার চেস্টা করতেছে।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


জাতি কমন কোন সুতা পাচ্ছে না, সবাই আলাদা বৃত্তে ঘুরছে।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: যা লেখার আপনিই লিখেছেন । পড়ে গেলাম ভালো লেগেছে কিছু বললাম না ।আর বলেই বা কি লাভ? যে জাতি মরে গেছে সে
জাতিকে নিয়ে !
শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


শুভ নববর্ষ।

জাতি যে, সময়ের তুলনায় ক্রমাগতভাবে নীচের দিকে যাচ্ছিল, সেটা পরিস্কার ছিল।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

ওসেল মাহমুদ বলেছেন: মমতা থেকে মোদী সবাই জানে, বাংগালীরা ৪৬ বছরে কতটুকু করেছে: সৌদীতে তারা কি করে, মালয়েশিয়ায় তারা কি করে, বাংলাদেশ সেক্রেটারিয়ে কি হয়, সীমান্তে বাংগালীরা কি ব্যবসা করে, পড়ালেখার কি অবস্হা, দেশ কারা চালায়, ব্যুরোক্রেটরা কি করে, পার্লামেন্টে কি হয়; সবকিছু ওদের কাছে পরিস্কার; ওরা সবকিছু মিলিয়ে ওদের মনের ভেতর আমাদের সম্পর্কে একটা প্রোফাইল রেখেছে; এবং সেই প্রোফাইলটার উপর নির্ভর করে ওরা ব্যবস্হা নিচ্ছে !
তবে উল্টো চিত্র ও আছে ! এখানে জিওপলিটিক্স ই মূখ্য বলে মনে করি !

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


অনেকেই জিওপলিটিক্স'এর কথা বলছেন; কিন্তু এত বিশৃল ও অস্হিতিশীল দেশ নিয়ে কে মাথা ঘামাচ্ছে?

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

TaবিZ FaরুK বলেছেন: অতঃপর হৃদয় @ নতুন গুপ্তকেশ গজাইছে নাকি? ২ জায়গায় এই ছবিটা দিয়া কমেন্ট করছি এবং দুইজনেই বুঝছে কি বুঝাইছি। না বুইঝা তুমি হুদাই মাঝখান দিয়া ফাল পার কেন? হালা আবাল কুনখানকার।

লেখক @ নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

ঢাকাবাসী বলেছেন: দেশ টেশ বাদ .. যত পারি লুটে নেব, ক্যালিফোর্নীয়াতে রেন্চ কিনে বাকি জীবনটা..। এক তিস্তাই কি সমাধান? না মনে হয়। সমস্যা রক্তে!

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে ১৬ কোটীই পালাবে সুযোগ পেলে; সালমান রহমানরা তো কালিফোর্নিয়া,লন্ডন, প্যারিসে ব্যবস্হা করে রেখেছে।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

ধ্রুবক আলো বলেছেন: এখন পড়লাম,,

তিস্তা চুক্তি প্রধান মন্ত্রীকে কি শেখাবে তা জানি না! তবে বাঙ্গালী এই জাতি আর কখনো মাথা উঁচু দাঁড়াবে কবে সে নিয়ে সংশয়, আপনার শেষের কথাগুলোর পরিপ্রেক্ষিতে, একটা সরকার প্রশাসন নিজের দেশে প্রশ্ন ফাঁস ঠেকাতে পারেনা সে প্রশাসন কিভাবে উন্নতি আশা করে?!
একজনের সাথে কিছুক্ষন কথা হলো এই তিস্তা চুক্তি নিয়ে কথা হলো, বললাম তিস্তা চুক্তি হলো না অনেক সমস্যা হবে বাংলাদেশের,
সে লোকের উত্তর, আরে ভাই ওদের দেশেও তো পানি দরকার, ওরা কি ওদের তা না রেখে দিয়ে দেবে সব।
বললাম ভাই ওরা তো আন্তর্জাতিক আইনই তো মানে না, আমাদের টা না দিয়ে ওর আটকিয়ে রাখছে।
যাই হোক ঐ লোক, আইন তো দূরে থাক, রাজনীতির র যে বুঝে না বুঝলাম।
অনেক কথা বললাম।
আমি কিন্তু লেখাটায় প্লাস দিছি কারণ ভালো কথা লিখেছেন।
তবে সরকার এখনও যে বুঝে নাই তা আমি বুঝতে পারছি।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা মাছির মতো নিজে খায়, মৌমাছি আগে বাসায় নিয়ে যায়।

যে ধরণের লোকের সাথে কথা বলেছেন, সেই ধরণের মানুষ হচ্ছে ১৬ কোটী (১৭ কোটীর মাঝে)।

তবে, মানুষ পথ বের করবে, তার আগে অনেকে কিছু না পেয়ে কস্টের জীবন কাটাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.