নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্মই সব মানুষকে শ্রেষ্ঠত্ব অনুভব করার সুযোগ দিয়েছে

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩



ছবি: এবছরের ২১ শে জানুয়ারী, ট্রাম্প ও পেন্স "ইন্টারফেইথ" প্রার্থনায়: সেখানে সব ধর্মের লোকদের সাথে প্রার্থনা করা হয়েছে।

যেকোন বাংগালী, শিক্ষিত বা অশিক্ষিত, নিজকে বা আমাদের জাতিকে আমেরিকা বা নরওয়ের সমান কিংবা তাদের উপরে ভাববেন না, সম্ভবত; সর্বাধিক, আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে কিছুক্ষণ তর্কবিতর্ক করবেন, কিন্তু শ্রেষ্টত্ব দাবী করবেন না; করলেও, এক সময় নিজের উপর আস্হা হারায়ে ফেলবেন। ইসরায়েলের কিছু ইহুদী নিজদেরকে আমেরিকানদের থেকে উপরে আছেন বলে দাবী করেন; তবে, আরব-বিশ্ব ও ইউরোপিয়ানদের ভয়ে, আমেরিকানদের উপর নির্ভরশীল, এটা বুঝতে বেগ পেতে হয় না। ফ্রান্সের লোকজন সুযোগ পেলে নিজেদের অবস্হান আমেরিকার উপরে বুঝানোর জন্য, আপনার সাথে সহজে ইংরেজী বলবে না।

তবে, বাংলাদেশের মক্তবের যে কোন শিক্ষক থেকে শুরু করে সেক্রেটারী অবধি, নিজকে ট্রাম্পের থেকে ভালো পজিশনে ভাববেন; কারণ, উনি বিশ্বাস করেন যে, ট্রাম্প বাতিল ধর্ম নিয়ে বসে আছেন, আখেরে খবর হয়ে যাবে। আসলে, সব মুসলমানই এদিক থেকে শ্রেষ্ঠত্ব দাবী করতে পারেন; কারণ, তোরাহ, যবুর, ইন্জিল বাতিল হয়ে গেছে। যদিও ইহুদীরা নিজেদের "স্রস্টার নির্বাচিত জাতি" ভেবে নিজদেরকে শ্রেষ্ঠ ভাবছে, মুসলিম ও খৃস্টানদের মতে উহারা কিন্ত আর "নির্বাচিত" নন, বরং পথ-ভ্রষ্ট; খৃস্টানদের মতে, "স্রস্টার নির্বাচিত জাতি" উনারা, উনারাই শ্রেষ্ঠ্, হোক না জন্ম সোমালিয়ায়।

আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়া নিশ্চয়ই আগামী ৫ বছরে বিশ্বের সেরা অর্থনীতি, টেকনোজী, বা গণতান্ত্রিক দেশ হচ্ছে না; ফলে, সেইদিক থেকে শ্রেষ্ঠত্বের দাবী করবে না; কিন্তু ধর্মের দিক থেকে সেইসব দেশের প্রতিটি নাগরিক নিজকে শ্রেষ্ঠ ভাবার সুযোগ পাচ্ছেন।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শেষ বিচার শেষে ফলাফল জানব। এর আগ পর্যন্ত সব সমান।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


মুখে বলছেন, "সমান"? নাকি আসলেই বিশ্বাস করেন, সমান?

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬

আহা রুবন বলেছেন: লিচুর পোকা মনে করে উনিই সবচেয়ে ভাগ্যবান - পৃথিবীর সেরা ফল খাচ্ছেন, আমের পোকা ভাবে আম, ...র পোকা ভাবে ...ই সেরা, মজার জিনিস; ধুতরা ফলে কি পোকা হয়?

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধুতরা মোটামুটি ভালোই বিষাক্ত।

আমি দেখছি, সব মানুষই নিজের ধর্মের দিক থেকে নিজকে অন্য ধর্মের লোকদের থেকে শ্রেষ্ঠ ভাবার সুযোগ পাচ্ছে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আল্লাহ অনুগ্রহ করে আমাকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন ।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


এটাই বিশাল বড় ভাবনা

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: ওরা নিজেকে শ্রেষ্ঠ ভাবে ভাবুক, তাতে কিছু আসে যায়না। কারণ মগের মুল্লুক পাওয়া মানুষ আর পাগল দুই ই নিজেকে শ্রেষ্ঠ ভাবে।
পোস্ট ভালো লাগছে

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


কোন কারণে, কারো কাছে অন্য ধর্মকে নিজের ধর্ম থেকে ভালো মনে হলে, সেই লোক সুযোগ পেলে নিজ ধর্ম ছাড়বেন।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ধর্মীয় শ্রেষ্টত্বের বিষয়াদি প্রমানের জন্য একটি উপযুক্ত গবেষনা পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন বলে মনে করি ।
যেহেতু বিশ্বে বর্তমানে প্রচলিত ধর্ম অনুসারীদের মধ্যে ব্যপক পরিমানগত পার্থক্য রয়েছে সেহেতু Quantitative গবেষনা পদ্ধতির চেয়ে Qualitative গবেষনা পদ্ধতি অবলম্বন করলে ভাল ফল পাওয়া যাবে । Time series data এর চেয়ে longitudinal data analysis পদ্ধতি প্রয়োগ বেশী উপযোগী হবে । শ্রেষ্টত্ব প্রমানের জন্য উপযুক্ত Hypothesis এবং সেই Hypothesis এর যতার্থতা প্রমানের জন্য phenomenological থিউরীর চেয়ে grounded theory ব্যবহার করা অধিক ফলদায়ক হবে । তার পরে তথ্যকে বিশ্লেশনের জন্য descriptive statistics এর চেয়ে inferential statistics ব্যবহার ভাল গ্রহনযেগ্য ফল দিতে পারে। আমার মনে হয় যথাযথ মেথডলজিক্যাল বিষয়গুলি আমলে নিয়ে ধর্ম সংক্রাস্ত গুরুত্বপুর্ণ বিষয়ের শ্রেষ্টত্ব সম্পর্কিত আলোচনায় এগিয়ে গেলে আমরা সমস্বরে (unanimously ) একটা ভাল সিন্ধান্তে পৌঁছতে পারব, এতে কারো কোন মতভেদ থাকবেনা ।

ধন্যবাদ আলোচনার সুত্রপাত করার জন্য ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি যেসব কামানের কথা বলছেন, এগুলোর দরকার হবে "শ্রেষ্ঠত্বের দাবীদার" নির্ণয় করতে হলে; কিন্তু কোন ধর্মে যদি ২ জন মানুষও থাকে, তারাও নিজের ধর্মে শ্রেস্ঠ মনে করবে; এবং যেহেতু "ধর্ম শুধু বিশ্বাসের উপর প্রতিস্ঠিত", সেখানে লজিক্যাল গবেষণার কোন মুল্য থাকা উচিত নয়; কারণ, ধর্ম বিশ্বাসকে মাপার কোন ইউনিট নেই। যে কোন গবেষণার জন্য "লজিক্যাল এনটিটি", থাকতে হবে, মাপার বা তুলনা করার ইউনিট থাকতে হবে; বিশ্বাসের ঐ রকম কোন (tangible) প্যারামিটার নেই!

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

ইন্টারফেইথ প্রার্থনা আর ব্রহ্ম ধর্মে কোন মিল আছে কি? জানতে ইচ্ছে করছে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


"ইন্টার-ফেইথ" মানে একাধিক ধর্মের মিশ্রণ নয়, সেখানে সব ধর্মের লোক নিজ ধর্ম অনুযায়ী কথা বলেন, প্রার্থনা করেন।

৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাই, আপনি পারেনও :D । অনেকেরই এন্টেনার কয়েক মাইল উপর দিয়ে যাবে ;)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


এগুলো মানুষের ভাবনায় বিভিন্নভাবে বিরাজ করছে বলে মনে হয়, ব্লগ নিরীক্ষা করে দেখার সুযোগ দিচ্ছে।

৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যা বলি তা আমার অন্তরের কথা।

আমি বিশ্বাস করি বাতাস সবার জন্য।
আপনার মতামত কী?

কেউ কি নিশ্চয়তার সাথে বলতে পারবে সে যে বেহেস্তে যাবে?

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


কোন ধর্ম কোনভাবে নিশ্চয়তা দেয়নি বলে মনে হয়; ধর্মে পার্থিব জীবন-যাপনের পথ, ইবাদত করার পথ দেখায়েছে; ব্যক্তি অনুসরণ করেন ও ফলাফল আশা করেন।

৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।
দুনিয়াতে এখন সমান অধিকার নেই। তবে একবার প্রতিষ্টিত হয়েছিল।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


কেহ একজন বা একাধিক জন কোনভাবে শ্রেষ্ঠ হলে, সমাধিকার থাকতে পারে না।

১০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি। জন্মাধিকার এখন আর নেই।

তো আর কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন। দুইটা বই শেষ করতে চাই। বইর চিন্তা করলে মাথায় খিলি মারে :(

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার বইয়ের পাঠক কি রকম? অবশ্যই চাচ্ছি আপনি ভালো করুন।

আমি ভালো আছি।

১১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আমি সে জন্যইতো বলেছি Quantitative গবেষনা পদ্ধতির চেয়ে Qualitative গবেষনা পদ্ধতি অবলম্বন করলে ভাল ফল পাওয়া যাবে । আমিতো এই পোষ্টের মন্তব্যগুলি থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে একটি গবেষনা কর্ম পরিচালনা করার জন্য প্রস্ততি নিচ্ছি একটি আর্টিকেল লিখার তরে । সেই আর্টিকেলে আমার কামানগুলি ব্যবহার করা হবে যথাযথভাবে । সেই পর্যায়ের গবেষনা বা আলোচনার স্থান যে এ ব্লগ নয় সে বোধটুকু আমার আছে । যদিও অনেকের মন্তব্যের বিষয়বস্তু দেখা যায় পোষ্টের বিষয়বস্তু থেকে শতমাইল দুরে , তবে গবেষনায় এটারো মুল্য আছে । যাহোক মাঝে মাঝে এসে দেখে যাব পাঠকের আলোচনায় কি ফল ধরেছে ।

শুভেচ্ছা রইল ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


"একজন মানুষ নিজের ধর্মীয় বিশ্বাসে, অন্য ধর্মের লোকের থেকে সঠিক আছেন, বলে বিশ্বাস করছেন; নিজকে শ্রেষ্ট ধর্মের মানুষ হিসেবে অনুভব করছেন", এটা অবশ্যই "একটা গুণ"; তাই হয়তো, Qualitative গবেষনা পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। তবে, পুরো ব্যাপারটা একটা বিশ্বাস ও উপলদ্ধি, যার প্যারামিটারগুলো মাপা সম্ভব নয়, এবং মাপার পর রেজাল্ট দিলেও এই ব্যাপারে বিশ্বাস বদলানোর কোন উপায়ই নেই, সেই হেতু আমি "নতুন কোন রেজাল্ট, বা সিদ্ধান্ত" দেখছি না।

১২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকল দোষ আমার। পাঠক যথেষ্ট আছে, এবং দেশের বড় প্রকাশক দিয়েও বই প্রকাশ করতে পারব। সমস্যা হলো, অজ্ঞাত কারণ আমি স্থিরসিদ্ধান্ত করতে পারিনা। মানে আমি এখন দেশে আসতে চাই না।
আমাজন থেকে মাঝে মাঝে বিক্রি হয়। প্রকাশোৎসব করার জন্য লোকজন বলেন, আমি জানিনি লাভ হবে না এই জন্য টাকা নষ্ট করতে চাই না।
বই প্রকাশ করে খামোখা কষ্টে পড়তে চাই না। আপনি নিশ্চয় জানেন বইর বাজারে এখন মন্দা।

আমি আসলে ভালোই করছি, এখনও টাকা নষ্ট করিনি। :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি সিলেটের বড় বড় চরিত্র নিয়ে সিলেটী ভাষায় একটা বই লিখে সিলেটের পাঠক পাবার চেস্টা করেন।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

CamEye বলেছেন: অনেক সুন্দর বলেছেন।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



সুন্দর কিনা জানি না, বুঝার চেস্টা করছি।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন শুধু মারকেটিং প্রয়োজন। বললে হয়তো বিশ্বাস করবেন না, দেশের এক্কেবারে উপর পর্যন্ত পরিচয় আছে। তা ব্যবহার করতে চাই না।

ছোট মেয়েকে বিয়ে দিয়ে যা করার করব। হয়তো আরো ৪/৫ বছর।
ততদিন বাঁচব কি না জানি না। দোয়া কাম্য।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই ভালো থাকুন, মেয়ে সুখী হোক; বাকী দেখা যাবে।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন আর চিন্তা করি না। সব আধুনিক হয়েছে। আমিতো আর বসে থাকতে পারব না। ১৬ তে কাজ শুরু করেছিলাম, কখনও চিন্তা করিনি টাকার টান পড়বে।
এখন টানাটানি করে জীবন চলে, তবুও আমি সুখি। কেউ আমাকে ধমক দিতে পারে না।

একটা কথা বলতে হয়, আমার সফলতার ভাগ ব্লগাররাও পাবেন। আমার কষ্টের সময়ে আপনারা সাথে ছিলেন, অসম্ভব সম্ভবে আপনারা সহযোগিতা করেছেন।

আপনাদের দোয়ায় মহোপন্যাস শেষ করেছি। আমি ভেবেছিলাম হয়তো অসমাপ্তই থেকে যাবে।

ব্লগের জন্য একটা আলাদা টান।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ভালো থাকুন; ব্লগারেরা একটা নতুন পরিবেশে, অনেক কিছু বুঝার সুযোগ পেয়ে, নিজেদের মানসিক দিক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন; এঁরা এক নতুন জেনারেশন; এঁরা অন্যদের চেয়ে অনেক উদার হবেন।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুনরা আমার পাঠক। এই জন্য তাদেরকে বিরক্ত করতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.