নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অপারেশান ঈগল হান্ট\'এ আটকে-পড়া ২ শিশু

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক বাড়ী ঘেরাও করেছে পুলিশ, গোলাগুলি চলছে, সন্দেহ করা হচ্ছে, সন্ত্রাসের সাথে যুক্ত লোকজন আছে ভেতরে; একটু আগে এক মহিলাকে বের করা হয়েছে, জীবিত কি মৃত বুঝা যায়নি; পুলিশ বলছে, ভেতরে আবু নামে এক ব্যক্তি, তার স্ত্রী ও ২ শিশু মেয়ে ছিল; সোয়াট অপারেশন চালাচ্ছে।

পুলিশ যখন জেনেছে যে, এই বাড়ীর লোক আবু একজন সন্ত্রাসী, ভেতরে বাচ্চাসহ বাড়ীটি কেন ঘেরাও করা হলো? পুলিশ জানার পর, আবু অথবা তার পরিবার কি বাতাসে মিশে যেতে পারতো পুলিশকে ফাঁকি দিয়ে? এই ধরণের ঘেরাও দিলে শিশু ২টি বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? কেন পুলিশ নিজেদের বাচ্চা ব্যতিত অন্য শিশুকে মেরে ফেলার জন্য প্রস্তুত?

পুলিশ জানার পর, ঘেরাও না করে, আবুকে বাড়ীর বাহিরে আটকানো সম্ভব কিনা? আমার মনে হয়, যেকোন ২ জন ইডিয়টও আবুকে বাড়ীর বাহিরে আটকাতে পারতো; শিশু ২ টিকে ঘরের আংগিনা থেকেও চুরি করে নিয়ে আসা সম্ভব ছিল; বাচ্চাগুলো যদি স্কুলে যায়, সেখান থেকে সাদা কাপড়ের পুলিশ তাদের নিয়ে যেতে পারতো, বাড়ীর থেকে বের হলে, সেখান থেকে নিয়ে যাওয়া যেতো। আবুর স্ত্রীর পরিবারের লোকদের ব্যবহার করে বাচ্চাদের আলাদা করে ফেলা সম্ভব। মানুষ পুলিশে গিয়ে ইডিয়টে পরিণত হয়, নাকি প্রায় বাংগালীই এই রকম ইডিয়ট?

আমি যখন আমাদের কোন পুলিশকে দেখি, আমি ভাবি, এই লোক কত লাখ টাকায় চাকুরী কিনেছে, কিভাবে এরা চলে! আমার কাছে একটা পুলিশকেও কোনদিন মানুষ বলে মনে হয় না, কেমন অদ্ভুত ফানী কিছুর মতো মনে হয়। কোনদিন মনে হয়নি যে, এদের কোন মানসন্মান, বুদ্ধি, বা জীবন আছে! একটা পুলিশ অফিসারও সঠিকভাবে ইংরেজী বলতে পারে না; কিন্তু কিভাবে সব ইংরেজী নাম বের করে, "অপারেশন ঈগল হান্ট"; এরা সবাই ঐশীর পিতা!



মন্তব্য ৭০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে চিন্তক হয়েছেন। আমিও হতে চেয়ে তওবা করেছি।

পাপ এবং শাপমোচন হয় না।

ছোট কালে শুনেছিলাম এবং পরে বলতাম, তা কুত্তার রূহ দিয়ে এক পুলিশের রূহ বানিয়েছেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


লুলিশ শব্দটাকেই কলংকিত করেছে আমাদের পুলিশ বাহিনী

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

অর্ধ চন্দ্র বলেছেন: জঙ্গীরা তো বোকা!

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


ইডিয়ট ব্যতিত কেহ সন্ত্রাসী হয় না। তবে, তাদের শিশুরা এদেশের শিশু, ওদের বাঁচার অধিকার আছে।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোষ তো পুলিশের আছেই এটা না মানার কোন কারণ নেই। তবে গাড়ি চালাতে গিয়ে উল্টা পাল্টা চালিয়ে দুর্ঘটনা ঘটলে দোষ যেমন চালকের কাঁধে পড়ে, তেমনি যদি পুলিশের ব্যাপারটা হতো, তবে আমি উচিৎ মনে করতাম। দুর্ভাগ্য আমার, আমার েশের লোকের তেমন সাহস নাই সত্যকে মানার বা বলার।

একশ একটা পাপ করলে নাকি পুলিশের চাকরি হয়, শুনেছিলাম আগে। ভালো মানুষটা কেড়া, সেটাই পাইলাম না।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


২টি বাচ্চাকে কিভাবে আগে সরানো সম্ভব সেই বুদ্ধিই নেই বেকুবদের

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মগের মুলুক শব্দের আমরা জানি না।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


দেশকে একা পুলিশেরাই মগের মুল্লুক বানায়ে ফেলেছে।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ষোলোআনা দোষ আমাদের। আমরা কিচ্ছু জানি না এবং বুঝি না। যা বলে তা বুঝি এবং জানি।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ অসহায়, দুস্টরা ক্ষমতায়

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমেরিকায় কপকিলার ছিল এবং আছে।
দেশেও কপকিলার বেরোবে।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান পুলিশে যাচ্ছে যারা মোটামুটি তেমন কিছু করতে পারছে না, কিন্তু স্টেবল চাকুরীর জন্য লোভী; ফলে, কিছু সমস্যা আছে। বাংলাদেশের বেলায় বলতে হয়, পুলিশ যে পরিমাণ ক্রাইম করে, সেটাই দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এই জন্য বলেছিলাম, দেশেও কপকিলার বেরোবে।
আসলে কী হয়েছে, আমরিকা গুলা আরো বেশি খারাপ!

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ অনেক শান্তি-প্রিয়, কমপক্ষে নীরিহ

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সিফটিপিন বলেছেন: কোন দুর্ঘটনায় কিছু মানুষ মারা গেলে খবরে বলে, 'পাঁচ জন মানুষ ও একজন পুলিশ মারা নিহত হয়েছেন'।

আসলে পুলিসকে কেন জানি মানুষ ছাড়া অন্য একটা জাত বলে মনে হয়।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে অন্য নামে নতুন বাহিনী নেয়ার দরকার; বর্তমান বাহিনী অন্যায় ও বেকুবদের প্রতীক মাত্র

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সিফটিপিন বলেছেন: টাইপো!

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটা পুলিশ অফিসারও সঠিকভাবে ইংরেজী বলতে পারে না; কিন্তু কিভাবে সব ইংরেজী নাম বের করে, "অপারেশন ঈগল হান্ট";


হাঃ হাঃ হাঃ। ভালো বলেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



হাইতীতে কিছু বাংগালী পুলিশ অফিসার কাজ করছেন; ইংরেজী বলে মানুষ হাসায়।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক নারী ও এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে পুলিশ জীবন দিয়ে প্রমাণ করেছে জঙ্গি আছে বাংলাদেশে। এখন মরুক, মারুক। জঙ্গিরা এই পথ ছাড়লেই তো হয়...

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


আফগানিস্তানের ৫০% মানুষ চরমপন্হী, সিরিয়ার ৯০% এখন চরমপন্হী, পাকিস্তানের ২০% চরমপন্হী, বাংলাদেশে কত ভাগ হওয়া উচিত?

পরিবারের কারণে শিশুর যেন প্রাণ না যায়; আজকে মানুষ এতটুকু বুঝা উচিত! লিলিপুটিয়ান বুদ্ধির লোকেরা এসব অপারেশন চালাচ্ছে, না হয়, শিশুদের আলাদা করতে পারছে না কেন?

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামান্য অংশ। কিন্তু এরা কীসের আশায় এ পথে তা গবেষণার বিষয়। এরা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এদের এখনই ধরে ধরে মারতে হবে। পরে বাস, ট্রেন, স্টেডিয়ামে হামলা করতে পারে এরা...

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


আমাদের কিছু মানুষের সাথে পাকিস্তানীদের সাথে মিল আছে; ফলে, কিছু সন্ত্রাসী থাকবে, ভয়ের কিছু নেই; আমাদের পুলিশ ও বাকীরা বেশ নির্দয়, এর মাঝে সন্ত্রাসীরা টিকবে না।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: কেন পুলিশ নিজেদের বাচ্চা ব্যতিত অন্য শিশুকে মেরে ফেলার জন্য প্রস্তুত? -- এ কথাটা খুব কম লোকই চিন্তা করে থাকে। ধন্যবাদ আপনাকে, আপনি করেছেন।
কোনদিন মনে হয়নি যে, এদের কোন মানসন্মান, বুদ্ধি, বা জীবন আছে! -- মান সম্মানের ভয় থাকলে ওরা যা করে থাকে, তা করতে পারতো না। খুব কম সংখ্যক পুলিশ অফিসার আছেন যারা পুলিশ প্রবিধান বা অন্যান্য আইনী ম্যানুয়াল দ্বারা তাদের প্রশাসন চালাতে দৃঢ়তা দেখাতে পারেন।
এরা সবাই ঐশীর পিতা! -- শেষের এই চারটে শব্দ ছাড়া বাকী পোস্ট ভাল লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



এদের জীবন ঐশীর পিতার মতো হতে পারে, মনে হচ্ছে; এরা বুদ্ধিহীন পিগমী।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশের চাকুরি করা আর জামায়াত শিবির করা অনেকটা একই প্রকৃতির। দুই গ্রুপকেই কলংক নিয়ে কাজ করতে হয়। অথচ এই কলংক ঘুঁচানোর জন্য তেমন কোন উদ্যোগ দেখা যায় না দুই গ্রুপের মধ্যে...

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


আসলেই এদের মগজ কাজ করে না।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: এরা সবাই ঐশীর পিতা! একদম পিওর একটা কথা বলেছেন, +

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



পুলিশগুলো পাকিস্তানীদের মতো দুস্ট ও মাথামোটা

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

প্রবাসী দেশী বলেছেন: আপনি রেগে গিয়েছেন তাই এভাবে বলছেন।আর যে পরিস্থিতি তাতে রাগটাই স্বাভাবিক। একটু অন্যভাবে ভেবে দেখুন। পুলিশের কনসেপ্ট হয়তো এমন ছিল যে বাচ্চাদের সামনে অথবা পরে যখন এই সন্ত্রাসী বাবার ফাঁসি বা গুলিতে যখন মৃত্যু হতো তখন হয়তো এই কোমলমতি শিশুগুলোর উপর মানসিক চাপ টা আরো বেশী হতো হয়তো পুলিশ এর লজিক এরাও বড় হয়ে প্রতিশোধ নেবার জন্য সন্ত্রাসী অথবা জঙ্গি হতো তাই কোনো রিস্ক তারা নেয়নি যে এদের বাঁচাতে গিয়ে যদি এদের বাবা পালিয়ে যায় অথবা এদের দিয়েই যদি কোনো আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। আবার ওদের বাঁচাতে গেলে হয়তো কোনো পুলিশ মারা যেত (নিশ্চই সন্ত্রাসী ও তার পরিবার থেকে পুলিশের জীবন এর মূল্য অনেক বেশি এটাও ভেবে ছিল তারা !!) অথবা ওই অপারেশন এ কোনো দুস্বাহসিক অফিসার ছিল না (সিনেমার নায়ক এর মতো ) আর আপনি ভালো করেই জানেন বা অবগত আছেন যে আমেরিকায় এটাকে খুব সুন্দর করে বেখ্যা করে যে এটা কোলাট্রোরাল ড্যামেজ !! (আমাদের পুলিশ হয়তো এখনো এই বেপার টা শিখতে পারেনি )আর সব পুলিশ ই কিন্তু খারাপ না যেমন টা আপনি বলেছেন,অনেক ভালো পুলিশ আছেন ও ইংরেজি জানেন।তবে হ্যা উন্নত বিশ্বের মতো জনগণ বাংলাদেশে (কম এবং শিক্ষিত )থাকলে বাংলাদেশের পুলিশেরও আচরণ ও কৌশল উন্নত বিশ্বের পুলিশের মতোও হতো তাই বলে এটা বলছিনা যে উন্নত বিশ্সেও খারাপ পুলিশ নাই। example আমেরিকাতে প্রতিদিন কত মুসলিম ও আফ্ৰিকান পুলিশের হয়রানির শিকার হচ্ছে সেটাও ও দেখবেন।আর এখন ডিজিটাল যুগ , যে কোনো অভিযান এর নাম দেয়া ইটা তো আপনাদের (আমেরিকা ,ইউরোপ )কাছ থেকেই শেখা তাই না।উন্নতি হচ্ছে তবে ধীরে এবং ফলপ্রসূ না এটা বলতে পারেন।আমি তো ভাবি এই ভাবে যে এত্ত কঠিন রিদ্বয়ের পুলিশ এর আচরণ তারপরেও তো মানুষ কেমন করে অসৎ ও অপকর্মে জড়ায়।আর পরিশেষে এটাই বলবো মানুষের অনুভূতি কেমন যেনো ভোঁতা হয়ে গেছে ..... তবে যার যায় সেই বোঝে !ভালো থাকবেন সব সময়।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


একজন সন্ত্রাসীর অবস্হান জানার পর, তাকে ঘেরাও করার দরকার আছে কিনা পরিস্হিতি বলতে পারবে।

তবে, বাচ্চাদের সরানো ও বাঁচিয়ে রাখা একটা বড় দায়িত্ব; আমাকে স্বপ্প সময়ের জন্য অস্ত্রহাতে নিতে হয়েছিল; এটা ছিল জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং সময়; অনেক শক্তি থাকলে মগজ ভালোভাবে প্রসেসিং করার সুযোগ পায়; যে পুলিশগুলো ভাবতে পারছে না, শিশুদের বাঁচিতে রাখতে পারছে না, এদের অবস্হা বানরের থেকেও খারাপ।

প্রসংগক্রমে, আমেরিকায় মুসলমানেরা বাংলাদেশ, সৌদী আরব ও ইরান থেকে নিরাপদে আছে।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৭

ডঃ এম এ আলী বলেছেন: পুলিশের প্রয়োজন আছে তবে তা দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য । পুলিশকে সমন্বয় করে চলা শিখাতে হবে যেন দুষ্ট গজাতে না পারে । পুলিশের গোয়েন্দা তৎপরতা দক্ষ ও সৎ হলে দেশে অপরাধি তৈরী হওয়ার সুযোগই পেতনা । এখন দেখা যায় তাদের নাকের ডগায় বসে অপরাধি যখন তৈরী তখন তাঁরা হয়তবা্ থাকে উদাসীন, না হয় সযতনে তাদের কে বেড়ে উঠতে দেয়া হয় বিবিধ প্রয়োজনে !!!!

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


পুলিশ বাংলাদেশে অপরাধ ও অপরাধী উৎপাদনের কারখানা বসায়েছে; অপরাধীদের ম্যানেজ করাই ওদের আয়ের উৎস; শিশুসহ ঘেরাও করে কয়েক বাড়ীতে তারা অপারেশন চালায়েছে; এগুলো বেকুবী ও ক্রাইম।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুলিশের এত্ত এত্ত ডিপার্টমেন্ট! গোয়েন্দা! পোষাকি , সাদা!

তাদের বিবৃতি দেখলে হাসব না কাঁদব বুঝীনা!!

শূধূ এখানে না- আগের গুলৌতেও সেইম.. ভেতরে কয়জন আছে জানে না!!!!
অথচ এতবড় অপারেশন শুরু করে দিল!
তথ্য ঘাটতি?
তথ্য শূন্যতা?
নাকি জঙ্গি নামে বিরোধীদলের অভিযোগের বাস্তবতা!!!

মৃত ব্যক্তির ডিএনএ পরীক্ষা করে কেন নিশ্চিত হতে হবে সে কোন সন্ত্রাসী?
তবে কি অপরারেশনের আগে শিউর ছিল না!! নাকি আনুমানিক তথ্যের উপরই এত্ত বড় অপারেশন!!!!!!!!!!!এত জীবন সম্পদ হানী!
নইলে এমন সব বিবৃতি আসে কি করে???
একজন মশলা বিক্রতাকে তো তথ্য এবং সব ঠিক থাকলেও আরো সহজে আরো ভিন্ন ভাবে তাকে গ্রেফতার করা যেত!
মশলা বিক্রর সশয় ক্রেতা সেজেো তাকে এরেষ্ট করা যেত!
তার কাছে কি আছে কি নাই- অপরাশনে গুলশানে মিডিয়া থাকায় অনেক সত্য ভিন্ন ভাবেই কিন্তু প্রকাশ পয়েছে!
ইদানিং দেখি মিডিয়াকে বহু দূরে রাখা হয়!
আপনি জোর করে বললেই বা দেখালেই কি সব তথ্য সত্য!!! মানুষ বিশ্বাস করবে ভাবেন কি করে???

অপরাদীর শাস্তি নিশ্চিত যেমনি জরুরী তেমনি মিথ্য অপবাদে কাউকে হত্যাও অন্যায়। নারী শিশুতো নয়ই!!
অথচ প্রতি ক্ষেত্রেই তেমনি একই চর্বিত চর্বন দেখছি!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই লোক বাহিরে মসলা বিক্রয় করে, তাকে সাদা পোষাকে রাস্তা থেকে নিয়ে যেতে পারতো; সে বাহিরে গেলে বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারতো, ও তার স্ত্রীকে গ্রেফতার করতে পারতো। এসব পুলিশ অপরাধ করেছে এভাবে যুদ্ধের মতো অপারেশন চালিয়ে, শিশুদের উপর আক্রমণ চালিয়ে।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনা পরিস্কার পরিচ্ছন্ন। ভালো লাগে।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


বুদ্ধিহীন পুলিশ ও সোয়াট অপরাধী ধরতে গিয়ে, শিশুদের হত্যা করছে সাথে।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

পৌষ বলেছেন: আপনার চিন্তা ভাবনা অনেক সুন্দর এবং সুন্দর গুছিয়ে লিখেন। আমার মতে এদের কি জীবিত আটক করা যায় না? এ পর্যন্ত যতগুলো অপারেশন হয়েছে এবং হচ্ছে প্রায় সবগুলো একই ছকে বা একই স্টাইলে অভিযান চালানো হচ্ছে। ঠিক র্যাবের ক্রস ফায়ারের মতো....। আর পুলিশ এদের কথা নাই বললাম!!!

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে ১৭০০ মানুষ ভয়ংকর থাকা সম্ভব, তাদেরকে ধরতে গিয়ে তাদের শিশুদের প্রাণ যাচ্ছে; সাধারণ বুদ্ধি দ্বারা এদেরকে ধরা সম্ভব; যুদ্ধের মত ঘেরাও করে, এভাবে আক্রমণ কেন চালাচ্ছে কে জানে? তাদেরকে অনুসরণ করে, সুযোগ মত ধরা খুবই সহজ

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

নাইম রাজ বলেছেন: আপনার চিন্তা ভাবনা অনেক সুন্দর এবং সুন্দর ভাবে গুছিয়ে লিখেন।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


এই ঘটনাসমুহ প্রতিদিন জাতিকে টেনে নীচে নামাচ্ছে ও অমানুষে পরিণত করছে!

২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ জন্যই মনে হয় নোয়াখালীর ভাষায় পুলিশকে ফুলিশ বলে!

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


এরা অপরাধী তৈরির কারখানা, সবচেয়ে বড় অপরাধী ও নির্দয়

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

ঢাকাবাসী বলেছেন: এত অদক্ষ...প্রশিক্ষনহীন.......নৈতিকতাহীন

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



বুদ্ধিহীন, অমানুষ, ঘুষখোরদের হাতে দেশের আইন ও শৃংখলা রক্ষার দায়িত্ব

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ দেশের পুলিসের কথা কইয়া কাম নাই।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


এই পুলিশ বাহিনীকে অবসরে না পাঠালে দেশে শৃংখলা আসবে না; সম্পুর্ণ নতুন বাহিনী গঠনের দরকার।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: জনাব অাপনি কি রেগেগেছেন?

পুলিশেরতো কোন দোষ নেই। গরিবের ছেলে।১০লাখ দিয়ে ঢুকেছে। কে চাই চাকুরি হারাতে। অাই জি পি বলেছিলেন যারা কথা মতো কাজ না করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পোশা কুত্তা। এদের যা বলা হচ্ছে, এরা তাই করছে। এ ছাড়া অার কি করার অাছে...

এসব কথা, এসব পোষ্ট অর্থহীন। কেও শুনবেনা কথা ... হা হা হা

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি যা বলার চেস্টা করছি, তা ব্লগারদের জন্য; আমার পোস্ট পড়ে কেহ দেশ চালাবে না।

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্লিয়ার কাট উত্তর।
হা হা হা

ক্লিয়ার কথা ভালোলাগে

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: বাংলাদেশে থাকতে পুলিশ দেখলে সবসময় ভয় পেতাম---- আমেরিকা আসার পর আশে পাশে পুলিশের গাড়ি দেখলে নিশ্চিন্ত লাগে ।
ভয়ঙ্কর প্রাণী থেকে এরচেয়ে বেশী কিছু আশা করা যায় না। মানবিক একটি বিষয় তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


সরকারের এজকন লোক, পার্লামেন্টের ১ জন সদস্য এইভাবে শিশুসহ ঘেরাও থামানোর জন্য কথা বলেনি; কোন একটা ইউনিভার্সিটির শিক্ষক এ নিয়ে কথা বলেনি; এ কি একটা জাতি?

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: বাংলাদেশের পুলিশ এখনো মানুষের আস্থা অর্জন করতে পারেনি।
এটা বাংলাদেশ পুলিশের ব্যার্থতা।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


এদের জীবনটাই অপমানকর।

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

blogermassud বলেছেন: এ কাজগুলো কৌশলে করতে পারতো ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


পুলিশ থেকে সেনা বাহিনী, কারো মাথায় মগজ আছে বলে মনে হয় না।

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

লেখা পাগলা বলেছেন: এদেশের হুলিশ ভাইদের নতুন করে টেডিং দেয়া প্রয়োজন।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো থেকে মানুষ তৈরি সম্ভব হবে না; দরকার নতুন বাহিনী

৩১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার কাছে একটা পুলিশকেও কোনদিন মানুষ বলে মনে হয় না, কেমন অদ্ভুত ফানী কিছুর মতো মনে হয়


বাংলাদেশে আহেন!!! ফানি না ফুনি ধরে দিবানি! ;)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


আজের বাংলাদেশের মানুষ পুলিশকে পাকিস্তানী সৈন্যের সমান ভয় করে।

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

রাবেয়া রাহীম বলেছেন:
সরকারের এজকন লোক, পার্লামেন্টের ১ জন সদস্য এইভাবে শিশুসহ ঘেরাও থামানোর জন্য কথা বলেনি; কোন একটা ইউনিভার্সিটির শিক্ষক এ নিয়ে কথা বলেনি; এ কি একটা জাতি?

--- --- এমন খবর দেখার পর মবে হয় দেশ থেকে দূরে এসে ভালোই করেছি। কিন্তু অভাগা দেশ --দেশের মানুষ সবই তো আমার । সমাজের এলিট শ্রেনীর ভেতর মনুষ্যত্বের অভাব কষ্ট দেয় অনেক। আফসোস হচ্ছে ওই শ্রেনী ছাড়াও সামুতে যারা লেখালেখি করেন তাদের কারোরও লেখাতেও এই ব্যাপারটি ধরা পড়েনি ।

লেখকের মানবিক দিকটি ভীষণ ভাল লাগলো। এভাবেই কেউ না কেউ আওয়াজ তুল্বেই। হয়ত আপনাকে দিয়েই শুরু হোল।
স্যালুট রইল আপনার তরে।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষিতগুলোও বেকুব, অমানুষ ও নিজের জন্য শুধু

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫

বিলুনী বলেছেন: এই অপারেশনে কি শুধু পুলিশই ছিল < সাথে বাকি যারা ছিল তাদের কি অবস্থা ?

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


অনেকেই যুক্ত, কিন্তু দায়িত্বটা পুলিশের।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

সোহানী বলেছেন: হায়রে কি বা বলার আছে..... সুতার নাটাই যেন কার হাতে????? ইংরেজী নাম না দিলেতো ভাব হয় না তাই না!!!!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টগুলো এমনিতে ইংরেজী বলতে পারে না, অপারেশনের নাম দেয় ২য় বিশ্বযুদ্ধের থেকে বড়

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

রক বেনন বলেছেন: মনে হয় সমূলে উৎপাটন করছে!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো শিশু হত্যা, বড় ধরণের অপরাধ।

৩৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৬

আবু মুছা আল আজাদ বলেছেন: অজ্ঞতা-নীচুতা পুলিশের বৈশিষ্ট। কিন্তু তাদেরকে যেই জনপ্রতিনিধিরা পরিচালনা করছে তাদের কী অবস্থা!!

সমগ্র পৃথিবীতেই একসময় প্রতিটা মানুষের সবচেয়ে বড় প্রতিষ্টান ছিল তার পরিবার এবং সমাজ সে যত বড় অপরনাধীই হোকনা কেন পুলিশ বা অন্য কেহ ধরতে হলে পরিবার ও সমাজের মানুষের সম্মতির ভিত্তিতেই করতে হত। কিন্তু এখন রাষ্ট্র যা মুলত পরিবার এবং সমাজের প্রতিদ্বন্দী অথচ সকলেই উৎসাহের সাথেই সকল ক্ষমতা রাষ্ট্রের হাতে দিয়ে দিচ্ছে কিছু ক্ষেত্রে বাধ্য হচ্ছে। পরিবার সমাজ তো আর বেঁচে নেই এখন আছে রাষ্ট্র ফলে যা হবার চলছে............. সবই রাষ্ট্রের জন্য/নামে.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.