নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাটাপ্পা মাটাপ্পা নিয়ে এত হৈচৈ কিসের জন্য?

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৪৯



রাজ-কাহিনী, রূপ-কাহিনী কাটাপ্পা-মাটাপ্পা, বাহুবলী-রাহুবলী দেখেছেন, ভালো; আরো দেখেন, কিন্তু উহা নিয়ে এত হাউকাউ, ব্লা ব্লা কেন? সিনেমার শিল্প সমালোচনা করছেন? দুর, আপনি আবার কোনদিন থেকে সিনেমার সমালোচক হলেন! কোথাকার কার এক রূপ-কাহিনী নিয়ে নির্মিত সিনেমা নিয়ে লিখছেন! নাকি পয়সা দিয়ে দেখেছেন বলে, সবাইকে বলে বেড়াতে হবে?

বাংলাদেশে এসব সিনেমার বাজার দেখে, মানুষের মতিগতি অনুমান করা সহজ হচ্ছে, অবস্হা ভালো নয়; এসব সিনেমা মোটামুটি ব্যবসা মাত্র, এগুলোর পেছনে অন্য কোন কারণ নেই। এসব শিল্পি মিল্পি আমাদের কেহ নন, এরা আমাদের সংস্কৃতিরও কেহ নন; এসব কাহিনীও আমাদের সমাজের প্রতিফলন নয়; এগুলো কেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে? এর বাহিরে বিষয় পাওয়া যাচ্ছে না?

বাংগালীরা সিনেমা নির্মাণে দক্ষতা অর্জন করতে পারেননি; সবকিছুর মতো, আধুনিক সিনেমা শিল্পও শিখার বিষয়, অনেক টেকনোলোজী, কম্প্যুটিং, অনেক টেকনিক; কিন্তু সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি বাংগালীরা; তাদের তৈরি সিনেমা মানুষের জীবনের উপর কোনরূপ প্রভাব ফেলেনি এখনো। আমাদের সিনেমার লোকেরা কিভাবে এই সমস্যার সমাধান করবেন কে জানে!

আমি জীবনে কখনো সিনেমা নিয়ে কিছু লিখিনি; যারা লিখছেন তারা হয়তো এসব বুঝেন; তবে, কাটাপ্পা মাটাপ্পা নিয়ে লেখার কিছু আছে বলে আমার মনে হয় না।


মন্তব্য ১০৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিছু বললে আমাকে ব্যান করে ফেলেব।

রিভিউ টিভিউ দেখলে আমার মাথা গরম হয়।

মাঝে মাঝে খবরও প্রকাশিত হয়।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


কিছু কিছু লোকজন অকারণে অনেক ব্লা ব্লা করেন।

২| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আর বাড়াবাড়ি করব না, আমাকে সতর্ক করা হয়েছে। ব্যান করা হবে। :((


সবাই কবিতা লেখ, আপনিও একটা লিখলে খুব ভালো হবে। আমিও মাঝে মাঝে কবিতা লেখি।

গতকাল আমার পোস্ট একটা হাপিশ হয়েছিল।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি কবিতা পছন্দ করি, পড়ি; কখনো লেখার কথা ভাবিনি।

৩| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চেষ্টা করলে কবিদের মাথা নির্ঘাত ঠাঠা পড়বে।

আমি বিশ্বাস করি আপনি ভাবুক। ভাব প্রকাশ করতে হয়।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি কবিদের ভালোবাসি, উনারা মাথা ঘামাক!

৪| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ভাললাগে না বলেছেন: আমাদের আশেপাশে অনেক কিছু আছে এসব আলোচনা করার। যাদের কাজ নাই তারাই এসব আজাইরা ব্যাপার নিয়ে মাথা ঘামায়।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


সিনেমা নিয়ে লিখতে ভাবতে হয় না, মনে হয়!

৫| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

জাহিদ অনিক বলেছেন: আমি এই ব্লগে মাঝে মধ্যে দুই একটা সিনেমা রিভিউ টিভিউ লিখেছি। ভাল লাগলে আরো হয়ত লিখব । কিন্তু কাটাপ্পা আমিও দেখিও নাই , লেখারও কিছু নাই ।

ডেইলি স্টারও নিউজ করে কাটাপ্পার কথা !
বাহুবলি’র টানে ৪০ বাংলাদেশি ভারতে

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


ডেইলি স্টার ইত্যাদি কিভাবে চলে কে জানে, কে পড়ে?

৬| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে +++++++ লাগলে আরও প্লাস দিমু এই কাটাপ্পা মাটপ্পা বন্ধ হোক।

খবর শুনছেননি ৪০ বাংলাদেশি নাগরিক ভারতে গেছে বাহুবালি দেখতে !!

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


৪০ জন গিয়ে থাকলে, আরো যাবে; আগাছা আসল শস্য থেকে তাড়াতাড়ি বাড়ে

৭| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাঙালি আর পাকিস্তানি একটা বিষয়ে এক। সারাদিন ভারতকে গালি দিবে আর সন্ধ্যায় ভারতীয় অনুষ্ঠান দেখতে বসে পড়বে।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ অপ্রয়োজনীয় বিষয়কে সামনে নিয়ে আসছে।

৮| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: শুনছেননি ৪০ বাংলাদেশি নাগরিক ভারতে গেছে বাহুবালি দেখতে !!

ওই চল্লিশজনের অবৈধ আয়ের অনুসন্ধানে দুদক তদন্তে নামুক। কষ্টার্জিত টাকা কেউ এইসব ছাইপাঁশ দেখে নষ্ট করবে না।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



ঐ ৪০ জনের মাঝে ৪ জন দুদকের হতে পারে।

৯| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আলোচনা সমালোচনার সাথে।

শুভকামনা রইর।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


অপরের সংস্কৃতি নিয়ে লাফালাফি কম করলেই ভালো

১০| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষের জীবনে অনেক দুঃখ/হতাশা, এসব নিয়ে মেতে থেকে দুঃখ/হতাশা ভুলে থাকতে চায়...

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ হতাশ, সেটার সমাধান খোঁজার দরকার।

১১| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে যে যা জানে সেটা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা।

লেখুক না, লিখতে লিখতেই একদিন বড় মাপের লেখক হবে তারা। তখন সবকিছু নিয়েই লিখে যাবে হয়তো সমানতালে।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বেশী হয়ে গেছে।

১২| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ পোষ্টে আমি আপনার সাথে একশ ভাগ সহমত। কলম সে জন্য চলবে যাতে দেশের দশের এবং বিশ্বের মঙ্গল হয়। অহেতুক সময় নষ্ট করার মত সময় আছে কি?

০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


অপ্রয়োজনীয় বিষয়ের উপর অনেক ঢোল পিটানো হচ্ছে।

১৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাংগালীরা সিনেমা নির্মাণে দক্ষতা অর্জন করতে পারেননি; সবকিছুর মতো, আধুনিক সিনেমা শিল্পও শিখার বিষয়; কিন্তু সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি বাংগালীরা; তাদের তৈরি সিনেমা মানুষের জীবনের উপর কোনরূপ প্রভাব ফেলেনি এখনো। আমাদের সিনেমার লোকেরা কিভাবে এই সমস্যার সমাধান করবেন কে জানে!

দরুন বলেছেন ভাইয়া। সহমত।

০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কিছুর উপর মনোনিবেশ করছে না, নাকি শেখার ক্ষমতা কম, কে জানে?

১৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
খাটি কথা!

০৩ রা মে, ২০১৭ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


অন্যের কিছু নিয়ে লাফালাফি কম করলেই ভালো

১৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫৯

বর্ষন হোমস বলেছেন:
এই দুই তিন দিন এসব নিয়ে পোষ্ট দিয়ে বিরক্ত করে ফেলছে।
আমি বাহুবলি ১,২ কোনটাই দেখি নাই।কোন আগ্রহও পাই না দেখার জন্য।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


ওগুলো আমাদের বলি নয়; যাদের বলি তারা লাফাক।

১৬| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে মুভিটা দশ মিনিট দেখলাম। তারপর আর দেখতে ইচ্ছে করেনি। মুভিটা না দেখে ''ফুটন্ত গোলাপ'' বইটা পড়াটাও অনেক ভালো।

০৩ রা মে, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অন্যদের মুভী ফুভী নিয়ে অকারণ ঢোল পিটায়

১৭| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশ ই তো এখন ভারতীয়দের হাতে, এইসব মুভিরর আর কি দোষ। মুভি নিয়ে লাফালাফি না করলে দেশে আনার কলি, জিপসি, মুঘলে আজম চলবে কি করে?

০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিকদলগুলো মানুষের মন জয় করতে পারেনি, তাই তাদেরকে বিশ্ব শক্তির সাপোর্ট নিয়ে টিকতে হবে। আমরা, সাধারণ মানুষ, আমরা ভারত ভুরত দিয়ে কি করবো।

১৮| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৪

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good

০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি, মানুষ যেন নিজেদের না ভুলে।

১৯| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: বেশ লিখেছেন।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের নিজের আগাছাগুলো চেস্টা করুক; ভারতীয়দেরটা নিয়ে পৃথিবীর অর্ধেক নাচছে।

২০| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫২

প্রণব দেবনাথ বলেছেন: বাংলাদেশের অনেক সিনেমা দেখেছি কিছু তো অসম্ভব ভালো লেগেছে তবে বেশিরভাগ সিনেমার একই গল্প। আর অভিনয় সেটা আর না-ই বললাম । মোস্ট থার্ডক্লাস । তবে প্রচুর গল্প মনে থাকবে নাটকের , কারণ এই নাটক্ গুলোই মনে হয় বাংলাদেশের সম্পদ ।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:



আধুনিক সিনেমাতে অনেক টেকনোলোজী, সফটওয়ার, অনেক টেকনিক; ভারতীয়রা ধৈয্যের সাথে শিখছে, বাংগালীরা পারছে না, এটা দু:খজনক।

২১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: BEELZEBUB বলেছেন, ওই চল্লিশজনের অবৈধ আয়ের অনুসন্ধানে দুদক তদন্তে নামুক। কষ্টার্জিত টাকা কেউ এইসব ছাইপাঁশ দেখে নষ্ট করবে না।

ভাই দারুন একটা কথা উত্থাপন করেছেন, ধন্যবাদ। একটা বিষয় কি জানেন "জাজ মাল্টিমিডিয়ার" এর একজন । স্ক্রিনশট টা দিয়ে দিচ্ছি। কি হবে এই দেশের??!
BEELZEBUB বলেছেন, ওই চল্লিশজনের অবৈধ আয়ের অনুসন্ধানে দুদক তদন্তে নামুক। কষ্টার্জিত টাকা কেউ এইসব ছাইপাঁশ দেখে নষ্ট করবে না।

ভাই দারুন একটা কথা উত্থাপন করেছেন, ধন্যবাদ। একটা বিষয় কি জানেন "জাজ মাল্টিমিডিয়ার" এর একজন । স্ক্রিনশট টা দিয়ে দিচ্ছি। কি হবে এই দেশের??!

০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



লিখে "হিরো" হতে চাচ্ছে; এরা কলকাতা থেকে নেকড়া ফেকড়া এনে দেশে বিক্রয় করে চলে। হয়তো ইয়াবাসহ ধরা খাবে এয়ারপোর্টে।

২২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: এইযে ব্লগে স্ক্রিনশট টা দিয়ে দিলাম কালকে থেকে তো এই মিডিয়া জগতেরই লোক আমাকে খুঁজবে ধাওয়া করবে।
স্যালুকাস

০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


াজকাল অনেকেই কলকাতা যাচ্ছে বিবিধ কারণে; সাথে গল্প জুড়ে দিচ্ছে; রথ দেখছে, কলাও বিক্রয় করছে!

২৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:১৬

কলাবাগান১ বলেছেন: সারা জীবনে একটি হিন্দি ছবি দেখেছি..তাও ৬০% ভাষা বুঝি নাই..........।

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


যারা ঐ সংস্কৃতির ধারক, তারাও এত হৈচৈ করছে না

২৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:১৯

নাইম রাজ বলেছেন: পোস্টের সাথে সহমত ।

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


নিজেরটার খবর নেই, অন্যেরটা নিয়ে মিচিল?

২৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৪২

নাগরিক কবি বলেছেন: =p~

০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


এটা এমন কিছু নয় যে, হৈচৈ করতে হবে; দেখলে দেখুন, সেটার সমালোচনা করার লোক উনাদের আছে, আমাদের লাফাতে হবে না

২৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:৫০

নাগরিক কবি বলেছেন: আমিও সহমত। তনে এই জিনিষ 'তো আমি আরো ৪/৫ মাস আগে আমার সামার নে মানুষরে দেখতে দেখছি :(

০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ নিজেই এখন বহু দেশের বাজার; তবে, কিছু কিছু ব্যাপারে রক্ষণশীল হওয়া দরকার, নিজেদের যা আছে, সেটা নিয়ে বেঁচে থাকা যায়

২৭| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন: যারা এ ধরনের লিখার তারা লিখবেন , তা লিখুন না যত পারেন , তবে যারা সেই রিভিউগুলি দেখবেন তারাই একটু ভাবুন
কি দেখবেন আর তার থেকে কি শিখবেন , ব্লগের সকল বিজ্ঞ ব্লগারদের উপরই তা ছেড়ে দেয়া হোক । তবে চোখ বন্দ করে
রাখলেইতো আর প্রলয় বন্ধ হবেনা , তারা তাদের কর্ম করেই যাবেন , এটা পাবলিসিটির যুগ, কায়দা কানুন করে প্রমোটারা
তাদের কার্যকলাপ চালিয়েই যাবে, অগনিত লাইকের বাহার দেখে প্রমোটেরা বুঝতে পারে তারা ঠিক পথেই আছে!!!
হবুচন্দ্র আর গবু চন্দ্র রাজার গল্প কাহিণী উল্লেখ করে রবিঠাকুর জুতা আবিস্কার কবিতায় বলেছেন , সারা দুনিয়া চর্মেতে না ঢেকে নীজের পা দুখানা শুধু চর্মেতে ঢাক । তাই সে রকমভাবে নিজের চক্ষু দুটু আগে বন্দ কর বিজাতীয় ছবি দেখা হতে, তাহলে বিজাতীয় সংস্কৃতির কোন কাদা লাগবেনা গায়েতে ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০২

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি ঐ ধরণের, বা কোন ধরণের লিখার বিপক্ষে নই; লিখার পরিমাণ যখন একটা লেভেলে গেছে, তখন আমি বলছি যে, এটা অপ্রয়োজনীয় হৈচৈ বিষয় মাত্র

২৮| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৩৮

সাওরন বলেছেন: হিন্দি গানা ভালা পাই

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে মিউজিকের ১ ভাষা; তবে, আধুনিক হিন্দি গান হচ্ছে, জিং জিং এর আহবান অনেক; আপনি হয়তো হরমোনযুক্ত মুরগী বেশী খাচ্ছেন; শাক , মাছ ও সবজী খান

২৯| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে তো বাংলা ছিনেমার চেয়ে হিন্দি ছিনেমা আরও বেশি হাস্যকর মনে হয়।
এই সব ছিনেমা দেখে যারা গলাবাজি করে তারা মনে হয় এখনও অনেক অনেক পেছনে পড়ে আছে।
সুন্দর একটা বিষয়ে লেখার জন্য ধন্যবাদ গাজী ভাই।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:


নিজ দেশের খবর রাখে না, বিদেশ নিয়ে হরিবোল

৩০| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪৪

নীলপরি বলেছেন: বাংগালীরা সিনেমা নির্মাণে দক্ষতা অর্জন করতে পারেননি --

একমত হতে পারলাম না ।

অনেক টেকনোলোজী, কম্প্যুটিং, অনেক টেকনিক; কিন্তু সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি বাংগালীরা --

একথাও এতো জোড় দিয়ে বলা যায় কি ? কারন এর সাথে অর্থনৈতিক সম্পর্ক যুক্ত । বেশীরভাগ ফিল্মেরই বাজেট কম থাকে ।
আর ভালো ফিল্মের কাজ যারা করতে যান তাঁরা কুরোসওয়া বা সত্যজিৎ রায় , মনে হয় সবার কাজই দেখেন । শিল্পের সীমারেখা হয় না ।
আর আমি নিজে বাহুবলী ১ বা ২ কোনোটাই দেখিনি । ব্লগে দেখেছিলাম পোষ্ট দেওয়া হয়েছে । কিন্তু পড়ার সময় পাইনি । এখানে সেই পোষ্টগুলোর পরিসংখ্যান দিলে ভালো হত । তবে হৈ চৈ এর পরিমাপটা বোঝা যেত । :)

বিশ্লেষণ একটু সরলীকৃত লাগলো । আপনার কাছ থেকে আর একটু গভীরতা আশা করেছিলাম ।

শুভকামনা ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:১৩

চাঁদগাজী বলেছেন:


সিনেমা শিল্পের উপর আমার বিষদ ধারণা কম; আমি মোটামুটি উপরের লেভেল থেকে ধরণা দেয়ার চেস্টা করি।

বাংগাদেশী সিনেমায় বিনিয়োগ বাড়ছে না বলে কোয়ালিটি হচ্ছে না; কোয়ালিটি হচ্ছে না বলে, লাভ হচ্ছে না; লাভ হচ্ছে না বলে বিনিয়োগ হচ্ছে না।

৩১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:২৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: সামুতে বিষয় ভিত্তিক ব্লগে একটা সেক্টর আছে তা হল মুভি রিভিউ।
বাহুবলি একটা পিউর এন্টারটেইনিং অনেকের ভালো লাগবে তো অনেকের কাছে ভালো লাগবে না।
ব্লগের মত লেখার প্লাটফর্মে কি টপিক লেখা হয়েছে তার পক্ষে বিপক্ষে সমালোচনা হতে পারে তবে কি লেখা যাবে কি লেখা যাবে না এই টাইপ ডাবলস্ট্যান্ডার্ড কনজারবেটিভ মেন্টালিটি দেখানো ঠিক না

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:১৬

চাঁদগাজী বলেছেন:


খুব বেশী লেখা আসছিলো, রিভিউ থেকে উৎসবী গল্প হচ্ছিল

৩২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৪

হাতুড়ে লেখক বলেছেন: কাটাপ্পা মাটাপ্পা নিয়ে লেখার কিছু আছে বলে আমার মনে হয় না।

আপনি ইতিমধ্যে কাজটি সম্পন্ন করেছেন! B-)

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:১৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো ব্যবসায়িক, যারা দেখার দেখুক, বাকীদের নেয়ার জন্য গল্প জুড়িয়ে দেয়ার দরকার কি?

৩৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৯

কানিজ ফাতেমা বলেছেন: দেখা যাবে এবারের ঈদে বাহুবলি ড্রেস বিক্রি হচ্ছে । বিদেশী মুভি দেখাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে নাগরিক জীবনে সেটা নামিয়ে আনা । সমস্যাটা আসলে আমাদের মগজের ।

জাহিদ অনিক এর মন্তব্যে ডেইলি স্টার নিউজ এর সূত্র ধরে বলছি প্রথম আলো শাকিব-অপুর পারিবারিক ক্যাচাল ফ্রন্ট পেজে লীড নিউজ কাভার করে । সেলুকাস !

শুভ কামনা রইল ।


০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কোন কিছু গভীরে যেতে পারছে না; দরকার দক্ষতা

৩৪| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০২

টারজান০০০০৭ বলেছেন: আঁতেল সম্প্রদায়ের কাছে বিনুদুন মার্কা মাছালা মুভি ভালো লাগিবে না ! তাহারা আর্ট ফিল্ম পছন্দ করিবেন ! তবে হিন্দি মুভি লইয়া মাতামাতিকে আমার কাছে শিশুতোষ আচরণ মনে হয়। নিরোদ সি চৌধুরী বলিয়াছিলেন , দাসত্ব করিতে হইলে প্রথম শ্রেণীর শক্তিরই দাসত্ব করা উচিত ! সেই হিসেবে বলিতে হয় মুভি দেখিলে হলিউড মুভিই দেখা উচিত ! অন্তত ইংরেজি চর্চা হইবে।হলিউডের নকল বলিউডের মুভি (অধিকাংশ) দেখিয়া মগজ ভারী করার কোনো দরকার দেখিনা। ভাবিতে মজা লাগে ইহা যদি পাকি মুভি হইতো তাহা হইলে পাঁঠাদের ম্যাত্কারে কান পাতা দায় হইয়া যাইতো !
চাঁদগাজী কাকুরে ধন্যবাদ ! বাহুবলি লইয়া পোলাপাইনের লাফালাফি ভালো লাগিতেছিলো না ! পোস্ট দিয়া মনের কথা বাহির করিলেন।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০৩

চাঁদগাজী বলেছেন:


পোলাপাইন নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে

৩৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:২০

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: আমরা কি নিজেরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি ?

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


জাতি নিজের সম্পদ নিয়ে খুশী নন, নিজের থেকেই দেউলিয়া ভাব দেখাচ্ছে

৩৬| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩৩

আমি চির-দুরন্ত বলেছেন: কানিজ ফাতেমা বলেছেন: দেখা যাবে এবারের ঈদে বাহুবলি ড্রেস বিক্রি হচ্ছে । বিদেশী মুভি দেখাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে নাগরিক জীবনে সেটা নামিয়ে আনা । সমস্যাটা আসলে আমাদের মগজের ।

মগজের সমস্যা আবারো বাস্তবে রূপায়িত ।
স্বাগতম বাহুবালি শাড়ি। :-P
দেখি তুমি কয়টা মেয়েকে মারতে পারো??


০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মেয়েরা, আশাকরি মগজহীনতার পরিচয় দেবে না।

৩৭| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৪০

আবু মুছা আল আজাদ বলেছেন: ” সবকিছুর মতো, আধুনিক সিনেমা শিল্পও শিখার বিষয়, অনেক টেকনোলোজী, কম্প্যুটিং, অনেক টেকনিক; কিন্তু সঠিক দক্ষতা অর্জন করতে পারেনি বাংগালীরা; তাদের তৈরি সিনেমা মানুষের জীবনের উপর কোনরূপ প্রভাব ফেলেনি এখনো”

স্পস্ট ভাষায় বাস্তব কথা।

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা গাছ রোপন না করে, কিনে ফল খেতে চাচ্ছে!

৩৮| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৪৩

মোঃআনারুল ইসলাম বলেছেন: বাঙ্গালি জাতি পরগাছার মত এরা পরের জিনিষ নিয়েই বেশি লাফালাফি করে তাতে সন্দেহ নাই

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন পর, মো: আনারুল ইসলাম!

মাটির থেকে দুরে, গাছের উপরে গাছ, নিজস্ব কিছুর দরকার নেই

৩৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:০৬

গরল বলেছেন: বাংলাদেশের মিডিয়াগুলো বিশেষ করে প্রথম আলু ও ডেইলি স্টার হল ইন্ডিয়ার মার্কেটিং কম্পানী। এরা ইন্ডিয়ার সস্তাদরের সিনেমা, নায়ক নায়িকা মডেল বা স্কুল কলেজকে এত উপরে উঠায় যেন তারা কালকেই ইউরোপ বা আমেরিকার উপরে চলে আসবে। মূর্খ ছাগল পাগলেরা বলতেছে যে বাহুবলী নাকি আমেরিকার বক্স অফিস হিট করেছে। প্রতিদিন কোন না কোন নায়ক নায়িকা বা মডেলের উপর লেখা থাকবেই। প্রথম আলোতে প্রায় প্রতি সপ্তাহে ভারতের কোন না কোন অক্ষ্যাত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর রিপোর্ট থাকবেই। সুন্দর পিচাই গুগলের সেইও হওয়ার পর তাকে নিয়ে রিপোর্ট করে ভরে ফেলছে।

অথচ ইউটিউবের চার প্রতিষ্ঠাতার একজন বাংলাদেশি জাবেদ করিম তাকে নিয়ে কোন মিডিয়া আজ পর্যন্ত একটাও রিপোর্ট করেছে? আর করবেই বা কিভাবে, জানতে হবেতো। তারা তো ইন্ডিয়ার মিডিয়ার দিকে চেয়ে থাকে যে তারা কি লেখে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


প্রথম আলোতে বিদেশী বিনিয়োগ ছিলো, এখন কি হয়েছে কে জানে!

৪০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৫

ভাবনা ২ বলেছেন: ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য । তার পরে সেগুলি যদি মুভি রিভিও হতো তাহলেও কথা ছিল , না হয় সেগুলি রিভিউ না সেগুলি সঠিকভাবে তুলে ধরতে পারে ছবিটিকে , দেখা যায় দর্শককে ছলে বলে প্রেক্ষাগৃহামুখী করা !!!! ভাল ভাল তিনাদের উদ্দেশ্য সফল হলেই হল !!!! ছবিটির রিভিউ গুগলে হাতরালে দেখা যায় ছবিটির রিভিউ কাকে বলে , শুধু নাম লিখে গুগলে সার্চ দিলে উইকিডিডিয়াতে সকলেই তা দেখতে পাবে ছবি রিভিউ কাকে বলে ।

যাহোক যেভাবেই হোক পাঠকরাতো বাহুবলের নামটি জানতে পারল , কোকা কোলা কোম্পানী এডভারটাইমেন্ট দিয়ে কারবোনেটটের পানি বিক্রির মত আর কি , যত কোলা তত ফোলা , যত রিভিউ তত বানিজ্য মন্দ কি , পাবলিকের কি এল গেল , প্রমোটারের পকেটতো তো ভরল , শুনেছি বাহুবল দিয়ে নাকি নতুন একটি মিং মিং জাতীয় ব্রুট ভাষাও ভারতে পয়দা হয়েছে ,ভারতের নিজস্ব সংস্কৃতির সাথে এখন ভাষাটাও তাদের খেতে বসেছে , হলিউডের নকল করা বলিউডি ছবিগুলি এখন ভারতকেই খেতে বসেছে , আল্লার মাইর দুনিয়ার বাইর , ওরে কেরামত পারবেনা তুই করতে মেরামত , ওঝা মরবে ওঝার বিষে , বলিইডের বাজারে ইতিমধ্যেই অলিগপলি সিন্ডিকেটের ঠেলায় তাদের দেশীয় রুচী ও শিল্প সংস্কৃতি সমৃদ্ধ ছবি বানানে ওয়ালারা চোখে সর্ষে ফুল দেখতেছে , তাইতো বলে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে !!!

০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেক বাংগালী দর্শক জানাতে চায় যে, সে এক বিরাট দর্শক, কিছু একটা নিয়ে শোরগোল করা।

৪১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
শুধু কাটাপ্পা নয়, দ্যা সারকেল নামক এক ইংলিশ ছবি নিয়েও মহা হৈ চৈ চলছে। কোন এক বাঙ্গালী আবার রিভিউ-ও করে বসাছেন এখানে!- Knowing is good, knowing everything is better

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে রিভিউ বলে মনে হচ্ছে না; দেখার বাহাদুরী

৪২| ০৫ ই মে, ২০১৭ রাত ৩:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: না বলে পারছি না, আপনার এই লেখাটি কেন যেন ব্যাক্তি বিদ্বেষে পূর্ন।। অন্ততঃ আমার কছে তাই মনে হচ্ছে।।
ভুল হলে বুঝিয়ে বলবেন কি??

০৫ ই মে, ২০১৭ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



২/১ জন ব্যক্তির গায়ে লাগতে পারে, হয়তো; হিন্দি মুভি দেখার পর, সেটা নিয়ে ব্লগে বাচার কোন মানে হয়?

৪৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ৭:২৩

উম্মে সায়মা বলেছেন: বাহুবলি ১ বের হবার পর থেকেই ফেইসবুকে লগিন করলেই দেখি এক প্রশ্ন 'কাটাপ্পা কেন বাহুবলিকে মেরেছে?' এই নিয়ে কত ট্রল। কি যে কাহিনী বুঝলাম না!

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


দেশে আগাছা বাড়ছে

৪৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫

রাতুল_শাহ বলেছেন: দেশে সুস্থ মিডিয়া বিনোদনের অভাব। পরদেশের বিনোদন মনে গেঁথে যায়। পরদেশের সংস্কৃতি আপন হয়ে যায়। এটার ফলাফল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ বুঝেও বুঝেনা। দেশে হিরো এখন শাকিব খান, সে যাই পারুক না কেন, তার মুভি চলে। অন্য কাউকে প্রযোজক পরিচালকরা ভয়ে নিতে চায় না। দেশে পরিচিত শিল্পি সংকট। যেটা ভারতে অভাব নেই। ওদের অনেক শিল্পি।
বাংলাদেশের বিশাল দর্শক শ্রেণী তারা টানতে সমর্থ হয়েছে।
চলচিত্র বাঁচাতে সরকারকে একটু এগিয়ে আসতে। বিশাল দর্শকের মার্কেটটা নিজের দেশের জন্য টানতে হবে।

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:০৩

চাঁদগাজী বলেছেন:


সংস্কৃতি মন্ত্রনালয় চাইলে, প্রথম কিছু সময় মুভী প্রফেশানেলদের সাথে যৌথ প্রচেস্ঠায় ইন্ডাষ্টিকে দাঁড়াতে সাহায্য করতে পারতো।

৪৫| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আলু-পটল ব্যবসায়ীরা সিনেবাজি করতে গেলে যা হয় আরকি?

আফসুস বাংলা সিনেমার ইন্ডাষ্ট্রির জন্য। আশির-নব্বইর দশকে ফিরে যেতে হবে। কতো কতো ভাল সিনেমা হতো, আর কতো ভাল পরিচালক ছিলো.....। :(

০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটী মানুষের বাজার ছিলো, কিন্তু সেটাকে ধরে রাখার মতো গড়ে উঠেনি; বিনিয়োগ ও প্রফেশানেলদের সমন্ময় ঘটেনি।

৪৬| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমাদের দেশের অভিনয় শিল্পি ও পরিচালকদের শিখার প্রতি খুব অনীহা। তাই তারা গতানুগতিক চিত্রনাট্যের বাইরে বেরুতে পারছে না। যদিও কিছু পরিচালক ভাল করছে । তবে তা সংখ্যায় নগন্য।

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


তবে, আমাডের বাজার ও দর্শকও সীমিত

৪৭| ০৬ ই মে, ২০১৭ ভোর ৪:২৮

তাতিয়ানা পোর্ট বলেছেন:
'Katappa' naam ei jibone prothom shunlam.

০৬ ই মে, ২০১৭ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এগুলো মানুষকে আকর্নের পন্হা মাত্র।

আপনি লিখুন; আপনার ধারণাশক্তি ভালো

৪৮| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: এতো সিরিয়াস হলে চলে? মানুষের আনন্দ-বিনোদনেরও তো দরকার আছে!

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


তা করুক, কিছু বিষয় আছে, সেগুলো নিজের নয়, সেগুলোকে নিয়ে লাফালাফি শিক্ষিতদের সাজে না।

৪৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: পাকীস্তান ও ভারত একটি জাতীর জন্য অভিশাপ

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তান ও ভারত কারো বন্ধু হলে, ওদের ঘরের ভিটাও থাকবে না।

৫০| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: নরকে যাক বাহুবলী

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


অন্যের সংস্কৃতি নিয়ে বেশী বাড়াবাড়ি করছেন কিছু মানুষ।

৫১| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১২

মোঃ নুর হোসেন বলেছেন: বাস্তব আর সিনেমা যে এক জিনিস নয়, আমরা মাঝে মাঝে এটাই ভুলে যাই :-0

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


তবে, সবকিছুর প্রভাব আছে মানুষের উপর: সিনেমা, বই, যুদ্ধ, সবকিছুর

৫২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

হাতুরে গোয়েন্দা বলেছেন: বাংলাদেশে যারা সিনেমা পরিচালনা করে বাস্তবে তারা নাটক পরিচালনা করার যোগ্যতা নাই।
তবে বাজেট এখানে একটা বড় বিষয়।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা হালকা দক্ষতা নিয়ে সিনেমা করছেন, দেশ চালাচ্ছেন, প্রশাসন চালাচ্ছেন; হালকা দক্ষতার জাতি আমরা

৫৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৫

ফকির জসীম উদ্দীন বলেছেন: মগজে আক্রমণ করিয়াছে, ঠেকানোর রাস্তা নাই, কিছু বলিতে গেলেই হয় রাজাকার নয় দালাল। দেশীয় সংস্কৃতির ধ্বস নামিয়াছে, কাহারা নামাইতেছে তাহা বিজ্ঞজনদের হয়তো জানা, মানা করি বাংলাদেশে থাইকা বাংলাদেশের সংস্কৃতির প্রতি যত্নশীল না হইয়া পরের বাহুবলি করে বেড়ানো।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের শক্ত হয়ে নিজের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে মন দেয়ার দরকার; অন্যের দোষ দিয়ে সমাধান পাওয়া যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.