নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম-প্রধান দেশসমুহে নারী নেতৃত্ব ও তাঁদের সফলতা, অসফলতা

১৫ ই মে, ২০১৭ ভোর ৪:২৩


মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন

যদি প্রশ্ন করা হয়, ইসলামে নারী নেতৃত্ব নিয়ে কি বলা হয়েছে, ১৬০ কোটী উত্তর পাওয়া যাবে; এবং নিশ্চিত থাকতে পারেন যে, প্রতিটি উত্তর হয় ভুল, না হয় অপ্রতুল হবে; কারণ, যারা উত্তর দেবেন, তারা ইতিহাসের নায়ক নায়িকা নন; নীচের নারীগণ মুসলিম প্রধান দেশ সমুহে সাম্প্রতিক সময়ে সরকার প্রধান আছেন, কিংবা ছিলেন, এরাই ইতিহাসের নায়িকা; এঁদের কর্মকান্ডই সেই সময়ের জন্য বিধি ছিল, কিংবা আছে:

১) বেনজীর ভুট্টো (১৯৮৮ -১৯৯০ সাল): পাকিস্তানের প্রধানমন্ত্রী; পুরোপুরিই অসফল। বাবার ফাঁসির কারণে বিশাল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসেন; দুর্নীতি ও চুরির অপরাধ মাথায় নিয়ে সরে যান; অপরাধের কারণে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হন।

২) বেগম খালেদা জিয়া (১৯৯১-১৯৯৬, ২০০১-২০০৬): বাংলাদেশের প্রধানমন্ত্রী; পুরোপুরি অসফল। পারলামেন্ট ২ বার বিরোধীদলের নেত্রী, কোন বিল আনতে পারেননি।

৩) শেখ হাসিনা(১৯৯৬-২০০১, ২০০৮- চলমান), বাংলাদেশের প্রধানমন্ত্রী; আংশিকভাবে সফল; তবে, বিতর্কিত; ২ বারের বিরোধীদলের নেত্রী, পার্লামেন্টে কোন বিল আনতে পারেননি; পার্লামেন্টকে পার্টির ক্লাব হিসেবে ব্যবহার করে আসছেন।

৪) তানসু সিলের(১৯৯৩-১৯৯৬ ), তুরস্কের প্রধানমন্ত্রী; সফলতা ছিল অনেক; অন্য অনেক পদে ছিলেন, জনপ্রিয় ছিলেন।

৫) মেঘবতী সুকর্ণপুত্রী(২০০১-২০০৪), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন; বাবার বিশাল জনপ্রিয়তার কারণে মানুষ খুবই আশাবাদী ছিলেন, সফলতার ইতিহাস আছে অনেক; সমাজতান্ত্রিক মনোভাবের জন্য ব্যবসায়ীদের সমর্থন হারান।

৬) রোজা ওতুনবায়েভা(২০০১-২০১১), কিরগিজস্তানের প্রেসিডেন্ট, তেমন কোন সফলতা ছিল না, প্রশাসন ছিল ভয়ানক দুর্নীতিবাজ , গণরোষের সন্মুখীন হন।

৭) আতিফেত জাহজাগা (২০১১ - চলমান), কসোভোর প্রেসিডেন্ট, এখনো পপুলার, মোটামুটি সাফল্যের কোন কাহিনী নেই।

৮) মিরিয়াম সিডিব(২০১১-২০১২), মালীর প্রধানমন্ত্রী, ইসলামী মনোভাবের পার্টি সমুহের সমর্থন হারান সহজেই, স্বল্প সময় ছিলেন।

৯) আমিনাতা তুরে২০১৩-২০১৪ ) সেনেগালের প্রধানমন্ত্রী; কম সময়ের জন্য ক্ষমটায় ছিলেন, গোত্রদের মাঝে সমন্ময় ঘটাতে পারেননি; সামান্য সফলতা ছিল।

১০) সাইবেল সিবার(২০১৩-২০১৩), উত্তর সাইপ্রেসের প্রধানমন্ত্রী; ৩ মাসের মতো ক্ষমতায় ছিলেন; তুরস্কের এরেদেগান সাইবেলকে অপছন্দ করায় সরে যেতে বাধ্য হয়।

১১) আমেনাহ গারিব(২০১৫- চলমান) মরিসাসের প্রেসিডেন্ট; বেশ জনপ্রিয়; চেস্টা করছে ইউরোপের সাথে মিলেমিশে চলতে; সফলতা আছে।

নারীরা মায়ের জাতি, তাঁরা জাতিকে সন্তানের মতো দেখবেন; তাঁদেরকে সাপোর্ট দেয়ার দরকার; তবে, বাংলাদেশ ও পাকিস্তানে তাঁরা ভয়ানক উদাহরণের সৃস্টি করেছেন।


মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ ভোর ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন: মুল্যবান তথ্যের সমাহার , পোষ্ট টি প্রিয়তে গেল ।

১৫ ই মে, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আধুনিক মুসলিম দেশেসমুহে নারী নেতৃত্ব এসেছে মোটামুটি; তবে, সাফল্যের ইতিহাস তেমন নেই

২| ১৫ ই মে, ২০১৭ ভোর ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অজানা জানা হয়েছে।

১৫ ই মে, ২০১৭ ভোর ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো তো সমসাময়িক ইতিহাস, এগুলো সবার জানা থাকা দরকার।

৩| ১৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা পোষ্ট। যা জানতাম না তাই জানিয়ে গেলেন। কৃতজ্ঞতা রইল পোষ্টে।

১৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশগুলোতে নারীরা পার্টি ইত্যাদির নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে নেই; কিন্তু দেশ চালনায় সফলতা কম।

৪| ১৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন পোষ্ট প্রিয়তে না নিলে অন্যায় মনে হলো

১৫ ই মে, ২০১৭ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে একটু বেশী হয়ে গেছে, রওশন এরশাদও চাকুরী পেয়ে গেছেন

৫| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্টের কথা একটু, মুসলিম দেশগুলিতে প্রতিহিংসার পরিমাণটা অনেক বেশি। সফলতায় পিছিয়ে পড়ার অনেক কারণ!!

যার যতো ক্ষুভ যেন রাষ্ট্রের উপর, রাষ্ট্রীয় সম্পদের উপর! সবচেয়ে বড় কথা ভালো কজে উৎসিহত না হয়ে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করা!!

১৫ ই মে, ২০১৭ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনার কয়েকটা বিষয়ে ভুল ধরণা আছে: ১) রাস্ট্রীয় সম্পদ বলতে কিছু নেই, আছে মানুষের যৌথ সম্পদ ২) মানুষ যদি সরকার থেকে বেশী বুদ্ধিমান হন, তখন ক্ষোভ বাড়ে ৩) জনপ্রতিনিধিদের সাথে মানুষের যোগাযোগ না থাকাতে সরকারের সাথে মানুষের কোন সম্পর্ক নেই।

৬| ১৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তথ্যগুলোর কয়েকটি জানা ছিল না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৫ ই মে, ২০১৭ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদের সফলতাও কম; অবশ্য বাংলাদেশের বাহিরে যারা ক্ষমতায় এসেছিলেন, এরা সবাই উচ্চ-শিক্ষিত ছিলেন।

৭| ১৫ ই মে, ২০১৭ সকাল ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি রাষ্ট্রকেই মনে করি জনগণের। রাষ্ট্রীয় সম্পদ সব সম্মেলিত জনগণের গচ্ছিত রাষ্ট্রের কাছে।

মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ।

বেশি তো জনগণ বুঝেন না, বুঝে কিছু স্বার্থবাদী। আর আমরা হুজুগে বাঙাল নাচতে থাকি।

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


হুজুগে বাংগালীরা হুজুগে হয়ে আছে, থাকুক; কিন্তু ব্লগারদের আসল মানুষ হতে হবে।

৮| ১৫ ই মে, ২০১৭ সকাল ১১:১৮

সাহসী সন্তান বলেছেন: অন্যান্যদের তো তাও পাতে দেওয়ার মত কিছু আছে। কিন্তু আমাগো খালামনি দ্বয়ের দেখি তাও নাই..... |-)

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে যারা বাংগালীদের মাথায় বসায়েছিল, তাদের বিচার হওয়ার দরকার।

শেখ হাসিনাকে বসাতে হয়নি, উনি নিজেই নিজের যায়গা তৈরি করে নিয়েছেন।

৯| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৮

নাদিম আহসান তুহিন বলেছেন: প্রথমে পড়ার জন্য পড়লাম, তারপর জানার জন্য পড়লাম, ভাবছি শিখার জন্য আরেকবার পড়ে ফেলবো।

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


দেখেন, ১১ লাইন রপ্ত করতে কত বছর লাগে

১০| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১:১৪

ধ্রুবক আলো বলেছেন: মূল্যবান তথ্য বহুল পোস্ট +++

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি এঁদের "সফলতা" বা "অসফলতা" দেখাতে চেয়েছি।

১১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫১

কানিজ ফাতেমা বলেছেন: পোষ্ট প্রিয়তে নিলাম ।

মুসলিম প্রধান দেশে নারীদের ক্ষমতায় আসাটাই একটি বিশাল সফলতা । নারীর ক্ষমতায়ন আজও যেখানে বহুল প্রশ্নবিদ্ধ ।

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


নারীরা অধিক শিক্ষিত হচ্ছেন, তাঁরা রাস্ট্র চালনায় সুযোগও পেয়েছেন; কিন্তু তেমন সফলতা দেখাতে পারেননি, এটা দু:খজনক।

বাংলাদেশে বেগম জিয়া ও শেখ হাসিনার সময়ে সৌদীতে চাকরাণী হিসেবে মেয়ে পাঠানো হয়েছে, হচ্ছে, এবং দেশের ভেতরে লাখ লাখ কিশোরীকে চাকরাণী করা হয়েছে; এগুলো সোজাসুজি ব্যর্থতা

১২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২০

কানিজ রিনা বলেছেন: আসলে সারা পৃথিবীর পুরুষ নেতারাই বা
কয়জন সফলতা পায়। আমার বুদ্ধি হওয়ার
পর আমেরিকার কোনও নেতাকে সফল হতে
দেখি নাই বিশেষ করে নিজের দেশের
জনগনের কাছে।
নারী নেতৃ অসফল বলে প্রকাশ করেছেন
তার মানে আপনিও নারী নেত্রী পছন্দ করেন
না।
ইসলামমিক দৃষ্টিতে নারী নেত্রী যেখানে হারাম
বলে বিবেচিত, সেই সব মুসলিম দেশ গুলতে
৯০ ভাগ মুসলিম তারা নারী নেতৃত্ব সফল
হয় কেমনে। গনতন্ত্রের দেশে তো কখনই
সম্ভব না। বৃটেনে রাজ তনত্র বলেই রানী
এলিজাবেদ সফল। যদিও ইন্দ্রাগান্ধী সফল
ছিলেন। কোরাজন একুইনো কি সফল ছিলেন।
এখন অংসান সুচী হয়ত সফল হবে। কারন
সে রাজতন্র অনুসরন করে চলছে।
আমাদের দুই প্রধান নেতৃকে আমি সফল
বলে মনে করব। তারা দুইজনই অনেকদিন
টিকে আছেন কখনও বিরোধী নেতৃ হয়ে।
কখন প্রধান নেতৃ হয়ে। ধন্যবাদ,

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


নারীরা মায়ের জাতি, তাঁদের হাতে জাতি হতে হবে সন্তানের মতো। আমি তাঁদের ব্যাপারে বড় আশা পোষণ করি; ফলে, তাঁদের অসফলতা আমাকে দু:খ দিয়েছে।

আরবেরা নারীকে সামান্য গৃহ-পালিত সেক্স মেশিন হিসেবে দেখে আসছে, এটাই তাদের ইতিহাস; ফলে, ওরা কি বলে সেটায় কিছু আসে যায় না।

আমাদের ২ নেত্রী জাতির সম্পদ দখল করার জন্য মারাঠাতন্ত্র চালু করে সফল হয়েছেন: এঁদের হাতে তৈরি হয়েছিল ব্যবসায়ী তারেক, ব্যবসা্যী কোকো, ব্যবসায়ী ফালু, ব্যবসায়ী বসুন্ধরা, ব্যবসায়ী আবুল, ব্যবসায়ী সালমান রহমান গংরা

১৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার পোষ্টের উপর ভিত্তি করে একটা গল্প লেখলাম যদি দেখে দেন। আর এ পোষ্ট খুব ভাল লেগেছে। লাইক দিলাম।

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ব্লগারদের অনুসরণ করে চলেছেন? শেষের নিজের কথাগুলো বলতে ভুলে না যান যেন।

১৪| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শেষে না জানি নিজ নিজ কথা ভুলে সবাই আমরা চাঁদগাজী হয়ে যাই! তারপর মনবীরা আপনাকেও বলে বসবে মাল্টি নিক!

১৫ ই মে, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা পানিকে ঘোলা করে ছাড়ে; তবে, নিজের থেকে পরিস্কার হয়ে যায়।

১৫| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: পজিটিভ পোষ্ট। ভালো লাগলো।

শুভকামনা।

১৫ ই মে, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্যও শুভকামনা

১৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: অজানা অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ।। ভাল লাগা জানিয়ে গেলাম।।

১৬ ই মে, ২০১৭ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৯০ সালের পরে, যেসব নারীরা গণতাান্ত্রিক মুসলিম দেশ চালায়েছেন, তাঁদেরকে সবার জানার দরকার আছে।

১৭| ১৬ ই মে, ২০১৭ রাত ১:৪৫

ওমেরা বলেছেন: অনেক নতুন তথ্য জানলাম ধন্যবাদ ভাইয়া ।

১৬ ই মে, ২০১৭ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতির জন্য এসব তথ্য দরকারী

১৮| ১৬ ই মে, ২০১৭ রাত ২:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মুসলমান নারীরা শুধু বর্তমানেই নয়, প্রাচীন কালেও দেশ শাসন করে গেছেন। আপনি মনে হয় আরওয়া বিনতে আহমদ বিন মুহাম্মাদ আল-সুলাইহি-এর নামটি উল্লেখ করতে ভুলে গেছেন! এই মহিয়সী নারি ইয়েমেনের রাণী ছিলেন। তাঁর নাম খুতবায় পাঠ করা হতো।

নিচের পয়সাগুলো উনার আমলের।



আর রাজিয়া সুলতানের কথাও তো ভুলে যাবাও নয় যিনি ১২৩৬-১২৪০ পর্যন্ত দিল্লীর স্বাধীন সালতানাতের রাণী ছিলেন। ঊনার ছবিঃ


শাজার আল দূর তো যুদ্ধে ক্রুসেডারদের প্রাজিত করেছিলেন স্বামীর মৃত্যুর পরে। কিছু সময়ের জন্যে হয়েছিলেন রাণী। তাঁর আমলেই নিচের কয়েনগুলো মুদ্রিত হয়েছিলো-



আন্দালুসিয়ার রাণী সাইয়্যেদা আল হুররা-এর ইতিহাসও পড়ার অনুরোধ থাকলো।

কমেন্ট-টা একটু বড় হয়ে গেলো।

ভালো থাকুন নিরন্তর।

১৬ ই মে, ২০১৭ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


যারা রাজতন্ত্রের সময় দেশ চালায়েছেন, তাদের তেমন কোন অবদান থাকার কথা নয়; কারণ, ঐ সময় কারো কোন অবদান ছিল না।

১৯| ১৬ ই মে, ২০১৭ রাত ২:৪৪

কল্লোল পথিক বলেছেন:

সুন্দর তথ্যবহুল পোস্ট।

১৬ ই মে, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো বর্তমান রাজনীতির জন্য মোটামুটি দরকারী

২০| ১৬ ই মে, ২০১৭ সকাল ৮:৪৮

রানার ব্লগ বলেছেন: উল্লেখিত বেশিরভাগ নারী সরকার প্রধান অসফল দেখা যাচ্ছে, তবে কি ধরে নিবে নারীরা দেশ পরিচালনার যগ্য নয় ?

১৬ ই মে, ২০১৭ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশগুলোতে প্রশাসন, কিছু রাজনৈতিক দল ও তাদের গলাকাটা ক্যাপিটেলিজমই অসফলতার কারণ।

পাকিস্তান মিলিটারীর হাতে, বাংলাদেশ মিলিটারী ও র‌্যুরোক্রেটদের কলোনী ....

২১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Best

১৬ ই মে, ২০১৭ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের ক্রমেই রাজনীতির দিকে নেয়ার চেস্টা করছি।

২২| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ১৮ নং কমেন্টে আপনার করা উত্তরের সাথে একমত নই। এখনকার গণতন্ত্র রাজতন্ত্রের আদলেই তৈরী। প্রধানমন্ত্রী'র সাথে একদল মন্ত্রী যারা সব কাজ করেন। অথবা, প্রেসিডেন্টের সাথে একদল মন্ত্রী যাদের দায়িত্ব হুকুম তামিল করা।

১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশসমুহে গণতন্ত্র আসেনি; কারণ, প্রতিটি মুসলমান পরিবার চেস্টা করেছে অন্য পরিবার যেন পেছনে পড়ে থাকে; সেজন্য তারা অন্যদের শিক্ষায় বাধা দিয়েছে, অন্যদের সম্পদ দখল করেছে। আবার, ইসলাম এশিয়া ও আফ্রিকায় বিস্তার লাভ করেছে, যেখানে মানুষ সব সময় মোটামুটি বেশী নির্দয় ছিল, এখনও আছে।

২৩| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অন্য দেশগুলোতেও এসেছে কি? ইঊরোপ ঘুরে এসে সেরকম কোন কিছু তো মনে হলো না। আজো ব্রিটেনের রাণী খুব শক্তিশালী। ফ্রান্সের নব্য প্রেসিডেন্টের শপথ হলো প্রাসাদে! জার্মানিতে বর্ণবাদীরা মুষ্ঠিমেয়। আমেরিকা অন্য দেশের গণতন্ত্রের উপর হস্তক্ষেপে পারদর্শী!

কোথায় আছে সঠিক আছে গণতন্ত্র, বলুন তো!

১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:

আপনার ভাবনা-শক্তি সীমিত, কিছুটা গুহা-মানবের মতো।

গণতন্ত্র আছে ইসরায়েলে, স্কেনডেনভিয়ান দেশগুলোতে, জার্মানী, ফ্রান্স, কানাডায়, আমেরিকায়, বৃটেনে।

২৪| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: উপমহাদেশের নারী নেত্রীরা ব্যার্থ!!!! তারা এ অঞ্চলের মাথা ব্যাথার কারন!

১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের স্বাধীনতাটা একটু বেশী মুল্যবান; এ ধরণের হাউকাউ জীবনের জন্য এত লাখ মানুষের মৃত্যু গ্রহনযোগ্য নয়; পাকিস্তানের জন্য হয়তো ওকে, ইংরেজের সাথে যুদ্ধ করতে হয়নি।

২৫| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি আগে, দেশের বাইরে গিয়ে কয়েকটা দেশে থেকে আসুন। মানুষের সাথে মিশুন। ইন্টারনেট থেকে অনুবাদ করে করে আর কত দূর এগুতে পারবেন বলুন।

তারপর, আমাকে গুহামানব বললে সেইটা আপনার পক্ষে খাটবে।

১৬ ই মে, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে সেটাই করতে হবে, মনে হচ্ছে।

আপনি ইসরেয়েল, স্কেনডেনেভিান কোন দেশ, কানাডায় গিয়েছিেলন?

২৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ফিলিস্তিন, আর সুইডেন। কানাডা'র লাগোয়া দেশে গিয়েছিলাম।

১৬ ই মে, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো; আপনি হয়তো, আগের থেকেই মনস্হির করে রেখেছিলেন, কিছু না শিখার জন্য; অথবা আপনার পর্যবেক্ষন, এনালাইসিস ও অনুধাবন বর্তমান সময়োপযোগী নাও হতে পারে।

২৭| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এবারে না হেসে পারলাম না, সত্যি! খোঁটা কি দিতেই হবে!

১৬ ই মে, ২০১৭ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


কোন কিছুকে সহজভাবে নেয়া একটা বড় গুণ; আপনি হেসেছেন, এটা অনেক কিছু!

২৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ৭:০৯

আবু মুছা আল আজাদ বলেছেন: বাংলাদেশ ও পকিস্তান ছাড়া অন্যত্র নারীদের সফলতা কিছুটা বেশী।
সমস্যাটা কি এই উপমহাদেশের? না কি ব্যাক্তির?

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উপ মহাদেশের! এখানে রাজতন্ত্রের মতোই চলছে সবকিছু, পরিবারতন্ত্রও রাজতন্ত্রের একটা ধাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.