নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পকে ঠেলেঠুলে ক্রমেই দরজার দিকে নেয়া হচ্ছে?

১৭ ই মে, ২০১৭ ভোর ৫:২৭



ডেমোক্রেট বা রিপাবলিকান কোন দলের রাজনীতিবিদরা আসলে ট্রাম্পের বন্ধু নন, কেহই ট্রাম্পকে চাচ্ছে না; আসলে, ট্রাম্প যদি কোন আইনগত বিপদে পড়ে, কোন রাজনীতিবিদ তার পক্ষ নেবে না; হয়তো, ট্রাম্প সরে গেলে, রিপাবলিকানরাই বেশী লাভবান হবে; কারণ, ভাইস প্রেসিডেন্ট পেন্স তাদের আসল লোক, রাজনীতির লোক, চ্যানেলের লোক; পেন্স যদি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পায় সব রিপাবলিকান এতে উল্লসিত হবে; প্রেসিডেন্ট হিসেবে রাজনীতিবিদদের কাছে পেন্সই তাদের কাছে লোক; ডেমোক্রেটরাও হাঁফ ছেড়ে বাঁচবেন, মনে হচ্ছে!

শীঘ্রই ট্রাম্পের বিদেশ সফর করার কথা, সৌদী, ইসরায়েল ও ইতালীতে যাবার সব ঠিকঠাক; ও এফবিআই'এর নতুন ডিরেক্টর মনোনয়ন দেয়ার কথা। ঠিক এমন সময়ে আজকে, প্রাক্তন এফবিআই ডিরেক্টর কোমি'র একটা মেমো প্রকাশ করা হয়েছে, যেখানে উনি লিখেছেন যে, হোয়াইট হাউসে ডিনারের সময় ট্রাম্প এফবিআই ডিরেক্টর কোমি'কে বলেছে জেনারেল ফ্লিনের ইনভেষ্টিগেশন বন্ধ করতে; এটা ট্রাম্পের জন্য ভয়ানক হতে পারে; ডেমোরা এটাকে 'বিচারে বাধা সৃস্টির' পর্যায়ে ফেলে ট্রাম্পকে প্রাক্তন প্রেসিডেন্ট নিক্সনের লেভেলে নেয়ার চেস্টা করবে; যেটা ইমপিচমেন্ট অবধি গড়াতে পারে।

গত ৪ মাসে প্রেসিডেন্টকে অনেকটা লন্ডভন্ড অবস্হার মাঝে নিয়ে গেছে বিবিধ ঘটনা; যার মাঝে বড় ২টি ঘটনা রাশিয়ান কানেকশানের সাথে জড়িত: ১মটা হলো, সিকিউরিটি এডভাইজার জেনারেল ফ্লিনের অব্যাহতি; ২য়টা হচ্ছে, রাশিয়ান ইনভেস্টগেশনে জড়িত এফবিআই ডিরেক্টর কোমি'কে অব্যাহতি দেয়া। ফ্লিনের আলাদা আরেকটি দোষ পাওয়া গেছে, সে তুরস্কের হয়ে রাশিয়ার ফরেন মিনিস্টারের সাথে কিছু কাজ করেছে; ফলাফল, ফ্লিন শেষ! কিন্তু কোমির ব্যাপারটা শেষ হচ্ছে না।

যে মেমো পাওয়া গেছে, এটা হতে পারে, কোমির পতনের সাথে প্রেসিডেন্টের পতনের শুরুর সম্ভাবনা আছে। এদিকে ট্রাম্প নিজেও বেশ হতাশায় ভুগছে; সে ১০০ দিন পুরণ উপলক্ষে বলেছে যে, সে জানতো না যে, তাকে এ্ত বেশী কাজ করতে হবে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: কোন অসুবিধা নেই, ট্রাম্প বুঝতে পারছে আগে ভাগেই ভুলগুলি কোন পথে শুধরাতে হবে , নীজ মগজে কিছু না থাকলে আমিরিকার মত শতকরা শতভাগ শিক্ষিত , শুধু শিক্ষিত নয় উচ্চ শিক্ষিতের দেশে পিছনের দরজা দিয়ে নয় খোলা দরজা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় এসেছে !!!

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের মেয়ের জামাই, মেয়ে নিয়ে মানুষ মোটামুটি একটুখানি চিন্তিত; এটা পরিবারের আধিপত্য।

রাশিয়ান কানােকশান ক্রমেই সমস্যা হয়ে উঠছে।

২| ১৭ ই মে, ২০১৭ সকাল ৭:০৪

আবু মুছা আল আজাদ বলেছেন: ট্রাম্প এর টেনিউর/৪ বছর শেষ করা মনে হয় কঠিনই। কোথায় যেন পড়েছিলাম ট্রাম্প তার টেনিউর শেষ করতে পারবে না। তার পরিবর্তে পেসিডেন্ট হবে জেব বুশ। হয়তো ঘটনাগুলো সেদিকেই গড়ছে বিভিন্ন সিনারিও অতিক্রম করে।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায়, প্রেসিডেন্ট যদি না টিকে, সেখানে ভাইস প্রেসিডেন্ট নিজেই প্রেসিডেন্ট হবে; বুশদের জন্য কিছু নেই।

৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ৭:২৬

জগতারন বলেছেন:
এই লম্পট-এর দিন শেষ হলে বা বিদায় নিলেই বাঁচি।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প নিজেই বলছে, তাকে বেশী কাজ করতে হচ্ছে।

৪| ১৭ ই মে, ২০১৭ সকাল ৮:০২

রিনকু১৯৭৭ বলেছেন: ট্র্যাম্পকে কাজ করার কোন সুযোগই দিচ্ছে না। মিডিয়াও উঠেপড়ে লেগেছে তার পেছন। সুস্থ ঠান্ডা মাথায় কাজ করতে দিতে হবেতো!!

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


আভ্যন্তরীণ সমসয়া কাটিয়ে উঠতে পারছে না কিছুতে; বড় ধরণের সমস্যায় আটকায়ে যেতে পারে।

৫| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:০২

নিরাপদ দেশ চাই বলেছেন: ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর বিশ্বে শান্তি এসেছে।ভাল মানুষের মুখোশ এটে যুক্ত্রাস্ট্রের শয়তানি বন্ধ হয়েছে। সবচেয়ে বড় কথা যে আই এস ধংস হয়েছে। এখন পর্যন্ত বড় কোন মানবিক বিপর্যয় কোনখানেই ঘটেনি। সবাই শান্তিতে আছে। যুক্ত্রাস্ট্রের মানুষ কি চায় জানি না, তবে এই বিশ্বের প্রতিটা শান্তিকামী মানুষ যুক্ত্রাস্ট্রের প্রেসিডেন্ট পদে আবার কোন ভাল মানুষের মুখোশে চুরান্ত অমানবিক কোন ব্যক্তিকে আর দেখতে চায় না।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ রাজনীতিবিদদের "কৌশলী মিথ্যা"র উপর আস্হা হেরিয়েছে; কিন্তু রাজনীতিবিদরা ট্রাম্পকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

৬| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯

সত্যের ছায়া বলেছেন: ট্রাম্প শত্রু কিন্তু প্রত্যারক নয়। বুকে আঘাত করে কিন্তু পিঠে নয়।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প এখনো ঘরের সমস্যা সমাধান করতে সমর্থ হয়নি; ফলে, সবকিছু সামনে এখনো।

৭| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্প মামা ডলারের এক পিঠ দেখেছিলেন, এখন আর এক পিঠ দেখছেন।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ান রুবলও হয়তো দেখবে সামনের দিনগুলোতে।

৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৪

কানিজ ফাতেমা বলেছেন: ইমপিচমেন্ট এর মতো বিষয়ে হয়তো এখনি যাবে না আরো কিছু ঘটবে হয়তো বা ।

১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


রাশান কানেকশানে যদি তার নাম পাওয়া যায়, মানুষ তার থেকে সরে যাবে। রাজনীতিবিদরা চাচ্ছে, তাকে বাদ দিয়ে পেন্সকে নিয়ে আসতে।

৯| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: রাজনৈতিক বিষয়ের সরল উপস্থাপন ভালো লাগলো ।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি রাজনীতির উপর কিছুটা লিখুন, আমাদের ধারণা বাড়ুক।

১০| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৭

আততায়ী আলতাইয়ার বলেছেন: দেখা যাক পানি কতদূর গড়ায়

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


সব রাজনীতিবিদ, কর্পোরেশনগুলো ও মিডিয়া সমবেতভাবে লেগেছে!

১১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫

জেন রসি বলেছেন: পলিটিক্যাল থ্রিলার চলতে থাকুক! ;)

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি আন্তর্জাতিক রাজনীতি ইত্যাদি দেখছেন তো?

১২| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ট্রাম্প ভালোই জানে কোন কোন কাজ তার করতে হবে। সে তার লক্ষ্য পূরণেই এগিয়ে যাচ্ছে। আর লিখে রাখুন ,বেঁচে থাকলে শেষদিন পর্যন্ত ক্ষমতা তার হাতেই থাকবে , হয়তো পরেরবারও আবারও সেই নির্বাচিত হবেন।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


সে সুযোগ মতো পরেরবারের কথা বলার শুরু করেছে; তবে, বলা মুশকিল, আমেরিকান রাজনীতিবিদরা ট্রাম্পকে এখনো নিজেদের দলে স্হান দেয়নি।

১৩| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫৯

আখেনাটেন বলেছেন: মিথ্যা দিয়ে বানানো রাজপ্রাসাদের ভিত্তি যে মজবুত হবে না তা তো জানা। তবে তা কতদিন স্বমহিমায় টিকে থাকে সেটি বিবেচ্য।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি কোনটাকে মিথ্যে বলছেন, পরিস্কার নয়; ট্রাম্প রাজনীতিবিদদের বুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে; বরং সে রাজনীতিবিদদের "কৌশলীয় মিথ্যাকে" তুলে ধরতে সক্ষম হয়েছিল।

১৪| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শত ভাগ নাশ্চিত নয় তবে ট্রাম্পকে এখন সরালে ওরা বিপাকে পড়বে। ট্রাম্প ব্যাবসায়ি মানুষ, যে লাভ ছাড়া দম ছাড়ে না।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


না, রাজনীতিবিদরা বিপদে না পড়ে আরো ভালো অবস্হানে যাবে; কারণ, ভাইস প্রেসিডেন্ট পেন্স ওদের লোক; সে কারণেই রাজনীতিবিদরা বেশী উৎসাহিত।

১৫| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৪০

কানিজ রিনা বলেছেন: ট্রামের বান্ধবী কুটটুনি বউ সাথে রমন্স কুমে
গেছে বেচারা বুড়ো কালে এমন নাস্তানায়
পড়েছে। তার ছুডডু বউ যুদ্ধ পযন্দ করেনা।
আমেরিকার মানুষের মাথায় ঘোল ঢালার দিন
শেষ। ডাবল বুশ মানুষের বোকা বানিয়ে যা
করেছে ট্রাম নানার সেই দিকে আগাতে দিবেনা। ট্রামের আশেপাশের প্রটোকল ট্রাম
বিরক্ত বেচারা গাছে উঠেছে আর সবাই মই
টেনে নিয়েছে। গাছের থেকে পড়ে যাওয়া
ছারা গতি নাই।
চন্দ্রগাজীর রাজনীতির লেখা বেশী ভাললাগে।
ধন্যবাদ,

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


সঠিক, ট্রাম্পের স্ত্রী ইউরোপিয়ান মেয়ে, সে যুদ্ধ-বিরোধী; কিন্তু কোরিয়ান যুদ্ধ এড়ানো সম্ভব হবে কিনা কে জানে! কারণ, উত্তর কোরিয়াকে এভাবে লালন পালন সঠিক নয়; ২ কোরিয়াকে এক করার দরকার।

১৬| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: এর ভিতরেও রাজনীতির গন্ধ আছে। আমেরিকার চাল বুঝা সহজ নয়।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার এবারের সমস্যা হচ্ছে, রাজনীতিবিদরা ধরে নিয়েছে যে, ট্রাম্প সবাইকে চাপেটাঘাত করেছে; এটার দরকার ছিল; তারা নোংরা পদ্ধতিতে মানুষের সাথে ৩য় বিশ্বের মতো ফাঁকিবাজী করছিল।

১৭| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: দেশের রাজনীতিবিদদের নিয়ে লিখেন।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



লিখবো, দেশ নিয়েই বেশী লেখার দরকার!

১৮| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্থান তো একদিন দিবেই , শুধু স্থান না ভরসাও করবে।

আমি প্রত্যাশা করি ট্রাম্পের হাত ধরেই বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাক।
অনেকদিন আগে ট্রাম্পের একটা টুইটারে আমি সন্ত্রাসবাদের প্রতি ঘৃণা দেখেছিলাম। এখন তার মনে সেই ঘৃণা জাগলেই হয়।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


সে যা করে, বলে কয়ে করবে; রাজনীতিবিদরা একটা করছিলো, বলছিলো অন্যটা; ফলে, আমেরিকানরা সব সময় কনফিউজড ছিলো। অনেকদিন পরে আমেরিকানরা আসল কথাগুলো শোনার সুযোগ পেয়েছে।

১৯| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমরা নিরব দর্শক।

২০| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



অনেকটা; তবে, আমেরিকার ব্যাপারে সারা বিশ্ব যুক্ত

২১| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ট্রাম্প কিন্তু তার আখের সামাল দিচ্ছে।

জি আপনার সাথে একমত। ওরা দুনিয়াকে ভেজে খাচ্ছে।

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


এর এমন কি আখের থাকতে পারে?

২২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এ কী বললেন, তার কত অর্থ খরচ হয়েছে, সে তো আর এমনি তা খরচ করেছি। যা সে খরচ করছে তার কয়েক হাজার গুণ লাভ করবে, এবং শুরুও করেছে।

১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:




তার কর্পোরেশন লাভবান হচ্ছে, সন্দেহ নেই; তবে, সে সন্মানের জন্য টাকা খরচ করেছে।

২৩| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, যা সে চেয়েছিল তা পেয়েছে।

১৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরাও রাজনীতিবিদদের কৌশুলী মিথ্যার অবসান চাচ্ছিল।

২৪| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যাসত্য জেনে আমি সত্যি অবাক হয়েছিলাম। দেশের মানুষরে চেয়ে ওরা আরও বোকা।

১৭ ই মে, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা বোকা নন, ক্যাপিটেলিজম ওদের রাজনৈতিক অধিকারকে খর্ব করে চলছে।

২৫| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩০

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.