নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"পরপর ২ বার হারলে বিএনপি থাকবে না", প্রবাদ সত্য হয়েছে?

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪



আসলে, ১ বার পরাজিত হওয়ার পরই বিএনপি'র থাকার কথা ছিলো না; কিন্তু ২০০১ সালে বিএনপি ফেরত এসেছিলো আওয়ামী লীগের দেশ চালনার অসফলতার কারণে; সেবার ফেরত এসে, এমন সব ব্যবস্হা নিয়েছিল, সেটাই তাদের না ফেরার নিশ্চয়তা'কে বাস্তবায়িত করেছে। ২০১৪ সালে ভোটে না আসার পর(পরাজিত হওয়ার পর), প্রবাদ সত্যে পরিণত হয়েছে; বিএনপি রাজনীতি করে আর ফেরত আসতে পারবে না; মানুষের আওয়ামী লীগ বিরোধীতার কারণে, ও আওয়ামী লীগের নিজস্ব কারণে, বিএনপি'র বিরোধী দলে স্হান হবে আগামী ভোটে, এটুকুই হয়তো বিএনপি'র ভবিষ্যত!

আগামী নির্বাচনে, স্বাভাবিক ভোটেই হয়তো আওয়ামী লীগ জিতে যাবে; তবে, এই বিষয়ে আওয়ামী লীগের নিজের উপর নিজের বিশ্বাস নেই বলেই মনে হয়। গত নির্বাচনে, আও্য়ামী লীগ মানুষের সাথে নিজের যোগসুত্র নিজেই কেটে দিয়েছে; তারপর, ভোটের পর, সেটা আর মেরামত করার জন্য কোন ব্যবস্হা করেনি; ফলে, নিজের উপর আস্হা কম।

আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে বিএনপি'কে পুরোপুরি পেছনে ফেলে নতুন ধারার সৃস্টি করতে পারেনি; তাদের রাজনৈতিক ধারার বিশাল কোন বৈশিস্ঠ্য নেই, যা তাদের ও বিএনপি'র মাঝখানে বড় একটা রেখা টানবে। আধুনিক রাজনীতি হলো, মানুষের মৌলিক অধিকারের লেভেলকে উঁচুতে নেয়ার রাজনীতি, গণতন্ত্রের প্রসার, অর্থনৈতি উন্নয়ন, জীবন যাত্রার মানোন্নয়ন, সমান সুযোগ সৃস্টির রাজনীতি; আওয়ামী লীগ এগুলোতে মনোনিবেশ করেনি এখনো। বিশ্বের সাথে তাল মিলিলে, নিম্ন-অনুপাতে বাংলাদেশের উন্নতি হয়েছে; তবে, উন্নয়নের ফসল খুবই সীমিত মানুষ বে-আইনীভাবে দখল করেছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়, আওয়ামী লীগ "দুস্ট ব্যবসায়ীদের দোষ দিয়েছে", আজকের চালের দাম বৃদ্ধির জন্যও "দুস্ট ব্যবসায়ীদের দোষ দিচ্ছে"; ৪২ বছরেও দলটি চালের দাম কন্ট্রোল করার মতো দক্ষতা অর্জন করলো না? চালের দাম বাড়াতে সামান্য সংখ্যক মানুষ বে-আইনীভাবে লাভবান হবে।

আওয়ামী লীগের সময়ে সেই পরিমাণ উন্নয়ন হয়েছে, সেটা অর্থনীতির নিয়ম মেনে হয়নি; যেমন দেশে ৫৮টি ব্যাংক হয়েছে; ৫৮টি একই রকম গোস্ঠী তাতে লাভবান হয়েছে; সাধারণ মানুষ থেকে ব্যাংক যেভাবে পাকিস্তানী আমলে লাভবান হয়েছে, এখনো একইভাবেই লাভবান হচ্ছে। দেশে বেসরকারী ইউনিভার্সিটির সংখ্যা সরকারের থেকে ৩ গুণ বেড়েছে, শিক্ষার ব্যয় বেড়েছে হাজার গুণ, মান কমেছে শতগুণ। ৪৬ বছর পর, মানুষ নিজের ভিটা বাড়ী বিক্রয় করে, বে-আইনীভাবে বিদেশ পালিয়ে গিয়ে আয় করার চেস্টা করছে; আসলে
জনতার বিরাট অংশ উন্নয়নের বোঝা বইছে মাত্র।

সেইজন্য এত উন্নয়নের পরও আোয়ামী লীগের নিজের উপর আস্হা নেই; যাক, তারপরও এটা আনুপাতিক হারে বিএনপি থেকে বেশী; এবং দেশের মানুষ উন্নয়ন ও রাজনীতিকে তুলনা করতে একদলের পারফরমেন্সকে অন্য দলের সাথে তুলনা করে, বিশ্বের সাথে তুলনা করে না; সেদিক থেকে আওয়ামী লীগ হয়তো ভালো অবস্হায় আছে।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেশের ভিতরের রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করে অপেক্ষাকৃত ভালো দলকেই তো বেছে নেয়া উচিৎ দেশের দায়িত্ব দেয়ার জন্য।
তারপর বিশ্বের দিকে তাকানোই তো ভালো।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


সেটার জন্য সাধারণ ভোটই যথেস্ট; ৩০ লাখের প্রাণ দিয়ে বিপ্লবের দরকার ছিলো না, মুক্তিযুদ্ধের দরকার ছিলো না।

২| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ঘুরে ফিরে কেন যেন একই টেস্ট। একটু ভেরিয়েশন দরকার পোস্ট গুলোতে। যত ই দেখছি ততই হতাশাগস্থ হচ্ছি।দেশ, জাতির আশার ও সম্ভবনার বা পরিএন এর বিষয়ে লিখনে।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সেদিক খুঁজতে হবে; কি কি সম্ভাবনা আছে, সেগুলোকে খুঁজে বের করতে হবে।

৩| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সত্যবাদী পোলা বলেছেন: ভিতরের অবস্থা যদি সাধারণ জনগণ জানতেন !! উন্নয়ন উন্নয়ন করে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শান্তি।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


প্রথমে ৬ দফা, তারপর বাকশাল, এরপর "ডিজিটাল বাংলাদেশ", এখন "উন্নয়ন উন্নয়ন"; উন্নয়ন অবশ্য হচ্ছে ক্যাডারদের , ওবায়দুল কাদের, কর্ণেল ফারুক, ফালু, নর্থ সাউথ'দের।

৪| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ৪২বছরে চালের দাম নির্ধারণ করতে পারে নি হয়ত,তবে নিজের পকেট হয়ত ঠিকই ভরেছে।
আওয়ামী লীগ উন্নয়ন করেছে মানছি,তবে আমার মনে হচ্ছে তারা এমন প্রেক্ষাপট তৈরী করছে যাতে অন্য কোন দল উঠে দাড়াতে না পারে।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বরারই ব্যবসায়ীদের হাতে ছিল; উন্নয়নে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে, মানুষ তাদের বাজার; আদমজী নেই, আছে সালমান, বসুন্ধরা, খুলনা পাওয়ার, ওরিয়ন, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাংক

৫| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সুব্রত দত্ত বলেছেন: যাকে বলে মন্দের ভালো। আওয়ামী লীগ বা বিএনপি কি! আসলে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আমলারাই উন্নয়নের গামলা খালি করে দিচ্ছে নিজেদের উদরপূর্তি করে।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


অনেক আমলাই এখন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার "রেসিডেন্ট"।

৬| ২৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

ধ্রুবক আলো বলেছেন: এ সরকারের আমলে প্রশ্ন পত্র ফাঁদ এবং শিক্ষার মান নিম্নে নেমে এসেছে। আগে একটা পোস্ট লিখেছিলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে! কেন যায়? এতো আস্থা সরকারেরও নাই। জনগনের তো নাই বটে, এখন জনগন উন্নতমানের নেতৃত্ব চায় বিএনপি কিংবা আওয়ামীলীগ না।

২৯ শে মে, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও আওয়ামী লীগের অসফলতার সুযোগে নিয়ে কিন্তু নতুন রাজনৈতিক ভাবনা নিয়ে কোন দল গঠিত হয়নি; সেটা সাধারণ মানুষের অসফলতা

৭| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:২৮

নোয়াখাইল্ল্যা বলেছেন: সুন্দর বিশ্লেষণ। ভাল লাগল

২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অবস্হাকে বুঝার চেস্টা করছি।

৮| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অফিস ওয়াই ফাই না থাকার কারণে সব পোস্টে মন্তব্য করছি না।
বি এন পি আওয়ামী লীগ সমর্থক নির্ভর। এরা অন্ধই থাকে। ভোটের ফলাফল নির্ভর করে সুইং ভোটারদের উপর। সঠিক ভোট ব্যবস্থা থাকলে আওয়ামী লীগ হারবেই। এটা আওয়ামী লীগও বুঝে। জনপ্রিয়তা আর উন্নয়ন দিয়ে কাজ হলে এরশাদের পতন হতো না...

২৯ শে মে, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের সময় মাথা পিছু আয় বেড়েছে "গড়ে"; কারণ, হাজার হাজার বেকার ক্যাডারের আয় বেড়েছে; এটা আওয়ামী লীগ উন্নয়নের হিসেবের মাঝে রেখেছে।

তবে, আধুনিক বিশ্ব মানের কোন পার্টি গড়ে উঠছে না।

৯| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এবারের বিশ্লেষণ আরো ভাল হয়েছে। একদম নিট এন্ড ক্লিন।

২৯ শে মে, ২০১৭ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


এগুলো আমার পক্ষ থেকে পর্যবেক্ষণ; ব্লগারদের মণ্তব্য থেকে আমার নিজের অবস্হান বুঝার চেস্টা করে আসছি সব সময়।

১০| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে নিয়ে আরেকটা সনেট লিখেছি, এখনো পোষ্ট করিনি, আপনার মতামত জানার পর কাল পোষ্ট করব ভাবছি। সনেটটি যেমন-



নীলাকাশে চাঁদ হাসে সকলের সাথে
সেরকম চাঁদগাজী সামুব্লগে থাকে
দু’চাঁদের মিলদেখি জীবনের বাঁকে
সারাবিশ্ব ভাবনায় অনুমপ তিনি।
চাঁদগাজী কথামালা নিত্যদিন গাঁথে
সেসকল হৃদয়েতে খোঁচামারে যাকে
তার রাগ যেন ঢিল মৌমাছির চাকে
কোন ক্ষেত্রে গাজী কথা অমলিন চিনি।

ভাল-মন্দে দুনিয়াটা জানি থাকে ভরা
ইতি মনে মেনে নিলে তাতে লাভ হয়
নেতি মনে কোন ক্ষেত্রে খেতে হয় ধরা
বুদ্ধিমত্তা কোন ক্ষেত্রে আনে বড় জয়।
চাঁদগাজী ওহে চাঁদ জোছনার রাশি
সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

২৯ শে মে, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ; আমি আপনার থেকে উৎসাহ পেয়েছি সব সময়; আপনি বরং অন্যদের উৎসাহিত করুন; গত ২ বছরে যেই পরিমাণ নতুন ব্লগার এসেছেন, প্রায় সম পরিমাণ ব্লগারকে ব্লগে অনুপস্হিত দেখছি।

১১| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ; আমি আপনার থেকে উৎসাহ পেয়েছি সব সময়; আপনি বরং অন্যদের উৎসাহিত করুন; গত ২ বছরে যেই পরিমাণ নতুন ব্লগার এসেছেন, প্রায় সম পরিমাণ ব্লগারকে ব্লগে অনুপস্হিত দেখছি। বিভিন্ন কারণে অনেকেই ব্লগিং এ উৎসাহ হারিয়ে ফেলেন। মাঝে মাঝে আমিও উৎসাহ হারাই। যাক ধরে নিচ্ছি অনুমতি পেলাম।

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্লগার নতুন ব্লগার নিরুৎসাহিত হচ্ছেন সাড়া কম পেয়ে; এটার সঠিক কোন সমাধান নেই।

১২| ৩০ শে মে, ২০১৭ রাত ১:১৯

শূন্যনীড় বলেছেন: ভালো বলেছেন এবারও।

চৌধুরী ভাইয়ের সনেটও সুন্দর হইছে।

৩০ শে মে, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র মুলধন, "জেনারেল জিয়া"।

১৩| ৩০ শে মে, ২০১৭ রাত ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
কিছু ব্লগার নতুন ব্লগার নিরুৎসাহিত হচ্ছেন সাড়া কম পেয়ে; এটার সঠিক কোন সমাধান নেই।

নতুনরা প্রতিউত্তর দিতে চায় না, পুরাতনও কিছু আছেন।
তিনদিনের পর্যবেক্ষণ পাঁচমাসেও শেষ হয় না, এটাও কারণ একটা। আর অলেখা কুলেখা পার্থক্য একটা এফেক্ট আছে হয় তো।

৩০ শে মে, ২০১৭ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


অনেকে "সেইফ" স্ট্যাটাস না পেয়ে হতাশ হচ্ছেন; সামুকে আরেকটু লিবারেল হতে হবে।

১৪| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: তাহলে রাজনীতি থাকবে না।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



এখনই রাজনীতি নেই, এখন যা চলছে তা;হলো ক্ষমতা লাভ ও ধরে রাখার কৌশল ও কুটচাল

১৫| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪২

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: সত্য কথা বলেছন।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


বুঝার চেস্টা করছি বাংলার তথাকথিত রাজনীতি

১৬| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আসসালামু আলাইকুম, কেমন আছেন? বহুদিন পর ব্লগে এসেছি আর এসে কয়েকটি লেখা পড়লাম। আজ পড়ন্ত বেলায় আপনার লেখাটি দেখলাম।"মোরা' কবলিত অঞ্চলে বসে বিদ্যুৎ বিহীন পরিস্থিতিতে আর কীইবা ভাবতে পারি। আপনার বিষয় ভাবনার সাথে আমি সহমত পোষন করছি। সুন্দর আর সাবলীল আপনার লেখা বরাবরের মতোই তেতো আর ঝাল মিশানো। আপনার ভাবনা যদি আর সবাই বুঝতে পারত, ধরতে পারতো তবে কতই না ভালো হতো। কিন্তু বিধিবাম! আমাদের বোধোদয় হবেনা।
ভালো থাকুন। শুভ মাহে রমজান।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনিও ভালো থাকুন। আমি কিছু বিষয়ের উপর আলোকপাত করছি, ব্গারেরা নিজের ভাবনার সাথে মিলিয়ে দেখার চেস্টা করছেন।

মোরা তেমন ক্ষতি করেনি, ভালো খবর।

ব্লগে আবারো স্বাগতম; লিখুন।

১৭| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কাছের-মানুষ বলেছেন: সাধারণ মানুষ থেকে ব্যাংক যেভাবে পাকিস্তানী আমলে লাভবান হয়েছে, এখনো একইভাবেই লাভবান হচ্ছে। দেশে বেসরকারী ইউনিভার্সিটির সংখ্যা সরকারের থেকে ৩ গুণ বেড়েছে, শিক্ষার ব্যয় বেড়েছে হাজার গুণ, মান কমেছে শতগুণ। ৪৬ বছর পর, মানুষ নিজের ভিটা বাড়ী বিক্রয় করে, বে-আইনীভাবে বিদেশ পালিয়ে গিয়ে আয় করার চেস্টা করছে; আসলে
জনতার বিরাট অংশ উন্নয়নের বোঝা বইছে মাত্র।


সঠিক মূল্যায়ন হয়েছে । কিছু ক্ষেত্রে দেশ উন্নতি করলেও একেবারে দরিদ্র গোষ্টির জীবনের মানের খুব বেশী একটা উন্নয়ন হয়নি দেশে। দেশে বেকার সমস্যা প্রকট, দ্রব্যমূল্য অসাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে । এই সমস্যাগুল সমাধান করা একটা চ্যালেঞ্জ দেশের জন্য।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:

যতদিন ব্যবসায়ীরা সরকারে থাকবে; যতদিন ব্যবসায়ীদের থেকে চাঁদা নিয়ে রাজনীতিবিদরা পরিবার চালাবে, গাড়ী কিনবে, রাড়ী তুলবে, ততদিন মানুষের আয় ও বাজার দরের সমতা থাকবে না।

বর্তমান সরকারের প্রায় ৯০% এমপি'র কোন না কোন ব্যবসা আছে; এরা মানুষকে বাজার হিসেবে দেখে

১৮| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নাদিম আহসান তুহিন বলেছেন: আগামী নির্বাচনও বিগত ২নির্বাচনের মতই হবে বলে আমার ধারণা।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আগের প্যাটার্ণ অনুসরণ করবে, পদক্ষেপ সামান্য বদলাবে।

১৯| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩০

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir Truly speaking we are terrible unhappy for this man salman f rahaman.

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


সালমান রহমান বাংলাদেশের শুরু থেকে ব্যাংক লোন নিয়ে, টাকার পরিমাণে চাকুরী সৃস্টি করেনি।

২০| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৫

আল ইফরান বলেছেন: পরিস্থিতির খুব বেশী উত্তরণ হবে না যদি না আমরা এই চলমান সিস্টেমকে বুঝার চেস্টা না করি।
যে কোন সমস্যা সমাধানের প্রথম উপায়ই হচ্ছে সমস্যাকে ভালোভাবে বুঝতে শেখা, আমাদের সেই প্রচেস্টাতে ঘাটতি আছে।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


চলমান সিস্টেমকে যাতে মানুষ বুঝতে না পারে, আওয়ামী লীগ মানুষকে রাজনীতি থেকে দুরে রাখছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.