নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের জামাতা রাশিয়ান কানেকশনের তদন্তের টার্গেট

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৩৩



ট্রাম্পের জামাতা, জেরিড কুশনার এবার এফবিআই'এর তদন্তের টার্গেটে পরিণত হয়েছে; আগামীকাল সে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে কথা বলবে; ট্রাম্পের নির্বাচনের আগে ও পরে, হোয়াইট হাউসে প্রবেশের আগে জেরিড কুশনার রাশিয়ানদের সাথে "ব্যাক চ্যানেল" স্হাপন করেছে; এ'সময় সে বেশ কয়েকবার রাশিয়ান রাস্ট্রদুতের সাথে দেখা করেছে। আজকে জানা গেছে যে, সে রাশিয়ান কোন এক ব্যাংকারের সাথেও দেখা করেছে। আমেরিকা বুঝতে চাচ্ছে যে, ট্রাম্পের নির্বাচন ব্যয়ে রাশিয়ান ডলার আছে কিনা! নির্বাচনে, আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে শুধু ট্রাম্প নিজের ব্যয় নিজে বহন করেছে, বাকীরা জনতার টাকায় নির্বাচন করে।

যদি কোনভাবে দেখা যায় যে, রাশিয়ান ডলার আমেরিকান নির্বাচনে প্রবেশ করেছে, ট্রাম্প আউট; মনে হয়, রাজনীতিবিদগণ ও মিডিয়া পুরো ব্যাপারটাকে সেইদিকে নিয়ে যাচ্ছে! যদি রাশিয়ান ডলার কোনভাবে নির্বাচনে প্রবেশ করে থাকে, সেটা কোভাবেই ঢেকে রাখা যাবে না।

জেরিড কুশনার ধর্মগতভাবে ইহুদী পরিবারের ছেলে; তার বাবা বিলিওনিয়ার এবং রিয়েলস্টেটে বিনিয়োগকারী; ট্রাম্পের মেয়ে জুডাইজম গ্রহন করেছে; নির্বাচনের শুরু থেকে জেরিড সবকিছুতে বড় ভুমিকা পালন করে আসছে। এখন তার হোয়াইট হাউসে এডভাইজার হিসেবে প্রবেশাধিকার আছে; এবং তার হাতে ফিলিস্তিন পোর্টফোলিও।

ট্রাম্প সাপোর্টারদের অনেকেই চাচ্ছিল না যে, জেরিড হোয়াইট হাউসের ব্যাপারে যুক্ত হোক; ফলে, জেরিড কারো সহানুভুতি পাবে না; যদিও এফবিআই বলছে যে, তারা কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য তার সাথে কথা বলবে; আসল কথা হলো, তারা তাকে ভালোভাবেই টার্গেট করেছে।

এদিকে, স্বাধীন তদন্ত কাউনন্সেল মুলারও ট্রাম্পের রাশিয়া কানেকশান তদন্তকে শক্তভাবে নিয়েছে। বিদেশ থেকে আসার পর, ট্রাম্প বেশ নীচু প্রোফাইলে আছে। বিদেশ ভ্রমণের বড় বড় প্রাপ্তিগুলোকে ( অস্ত্র বিক্রয়, ৫০ মুসলিম জাতির সাথে মিটিং, ফিলিস্তিন ভ্রমণ) জার্মানীর মার্কেল ধুলোয় মিশায়ে দিয়েছেন; তিনি বলেছেন যে, ট্রাম্পের কারণে ইউরোপের সাথে আমেরিকার আগের ঘনিস্ঠ সম্পর্ক আর নেই!

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: অনেকে বলেন আমার নাকি টাম্পের মতো বয়স হলে, তখন আমাকে দেখতে নাকি ট্রাম্পের মতো লাগবে।

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


সম্ভব। আপনি রিয়েলস্টেট ব্যবসায় যাবার চেস্টা করেন।

২| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমেরিকার রাজনীতিতে টাম্প মনে হয় সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট। এখন পযন্ত তেমন উল্লেখিত কিছু করে দেখাতে পাড়ে নাই। বেচার দায়িত্ব নেওয়ার পড় মিডিয়া, সি আই এ তার পেছনে লেগে ই আছে।

৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


গতদিন কোন এক ইউনিভার্সিটির গ্রাজুয়েশনে বক্তৃতা দেয়ার সময় হিলারী বলেছেন যে, ট্রাম্পকে অপমানিত হয়ে সরে যেতে হবে; সে কিভাবে এগুলো বলছে?

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ওস্তাত অভিযোগ জানাচ্ছি কিন্তু বারবার এই লেখা আছে- ''আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।''

৩০ শে মে, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


সামুর সফটওয়ারে সমস্যা আছে! উনাদের "ডবল ক্যাপচা" কিভাবে কখন কাজ করে ঠিক নেই। যাক কিছুটা অপেক্ষা করেন; আশাকরি উনারা দেখবেন।

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:০৭

সত্যের ছায়া বলেছেন: রাজীব নূর, আপনি নিচের ই-মেইল ঠিকানায় আপনার সমস্যার কথা জানান। আশা করি সন্তোষ জনক সমাধান পাবেন।

[email protected]

৩০ শে মে, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:১২

তাতিয়ানা পোর্ট বলেছেন:
Amio to general, shuru theke. Tin din chole geche, tader observation shesh hoyni.

৩০ শে মে, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


অনেক কারণে নতুন-ব্লগার সৃস্টি হচ্ছে খুবই কম হারে; সামুও খুব একটা সহায়ক হচ্ছে না আজকাল।

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগ এরিয়ায় পোস্ট দিন; ছাত্রদের জীবন/রাজনীতি নিয়ে লিখে দেখতে পারেন।

৬| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:২৯

সত্যের ছায়া বলেছেন: তাতিয়ানা পোর্ট, আপনার পোষ্ট পুরাই ফাঁকা!
আপনি বেশি বেশি পোষ্ট করুন এবং পোষ্টে যেন বৈচিত্র থাকে সেদিকে খেয়াল রাখুন। আশা করি আপনি খুব শীগগির সেফ হবেন।

(আমি সেফ হওয়ার পরেও কিন্তু জেনারেল, তাই ব্লগের নিয়ম নীতি খেয়াল রাখবেন।)

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


সঠিক নিজের ব্লগ এরিয়ায় পোস্ট থাকতে হয়; আমি আড়াই বছরে অনেক কইছু ভাুলে গেছি!

৭| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো খবর।

৩০ শে মে, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ও ইউরোপের সমস্যা, এরিয়ার জন্য বড় সমস্যা

৮| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:১০

দেলাওয়ার জাহান বলেছেন: ২০ তারিখে এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর তাকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলো ট্রাম্প। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করে আরো বলেন, কোমিকে বরখাস্ত করে তিনি ‘চাপমুক্ত’ হয়েছেন। ট্রাম্প বলেছিলো ‘রাশিয়ার কারণে আমি বিরাট চাপের মুখে ছিলাম। এখন সেই চাপ নেমে গেছে।’

এখন চোদন (অগত্যা বললাম নইলে জোশ আসছিলো না!!) বুঝবে।

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


গত ২ দিন ট্রাম্পকে খুবই চিন্তিত দেখাচ্ছে; সে জামাতার সুনাম করছে।

৯| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: সামু কর্তৃপক্ষএর কি যেন হইছে!? নতুন ব্লগার আসবে লিখবে তানা তারা অবজার্ভেশনে রাখতেছে!!

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


গত ২ বছরের যে হারে নতুন ব্লগার এসেছে তা সময়ের জন্য উৎসাহজনক নয়।

১০| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: আমেরিকা বুঝতে চাচ্ছে যে, ট্রাম্পের নির্বাচন ব্যয়ে রাশিয়ান ডলার আছে কিনা!
দেখা যাক তদন্তে কি বের হয়।

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা সেইদিকের কানেশন খুঁজতেছে।

১১| ৩১ শে মে, ২০১৭ রাত ৩:৫৯

শূন্যনীড় বলেছেন: ট্রাম্প ব্যবসা ভালো বুঝেন।

৩১ শে মে, ২০১৭ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



মানুষ সেই ভাবনা থেকে হোয়াইট হাউসে এনেছে যে, সে জাতির ব্যবসা বুঝবে।

১২| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: এখনো তো কোন প্রমাণ দেখাতে পারলে না তদন্তকারীরা। নাকি তাদের দন্ত নাই।
আর কতসময় লাগবে?

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


তদন্তকারীরা ট্রাম্পকে নিয়ে আগ্রহী, তারা সেইদিকে যাবার চেস্টা করছে।

১৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, আগামীতে বাংলাদেশে ভয়হীন ও শংকামুক্ত নির্বাচন দেখতে চাই আমরা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। তবে নির্বাচনে হস্তক্ষেপ করার কোন মানসিকতা নেই আমাদের।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে; উনার আশা পুর্ণ হবে। সমস্যা হচ্ছে, আমেরিকা বের করার চেস্টা করছে, তাদের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কিনা!

১৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ট্রাম্প হয়ত সব পরিস্থিতি ভাল ভাবেই কাটিয়ে উঠবে। সে হলো রিয়াল হীরো।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


তবে, জেরেড কুশনারের হোয়াইট হাউস ক্লিয়ারেন্স কেড়ে নিলে ট্রাম্প হতাশ ও বিরক্ত হয়ে যাবে।

১৫| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: পুরোটাই তদন্তসাপেক্ষ ।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


আজকেই তদন্তের এক বিরাটদিন, আজকে অনেককিছুর মোড় ঘুরে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.