নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪ লাখ ২৬৬ কোটী টাকা দিলে, আপনি ১ বছরে কিভাবে তা খরচ করবেন?

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৪০



গরীব দেশের বাজেটের প্রিনসিপল হলো, প্রতিজন নাগরিকের জন্য সুষম সুযোগ ও সম্পদ সৃস্টির করা; বিনিয়োগকৃত টাকা যেন অবশ্যই জাতির জন্য লাভসহ নতুন সম্পদের সৃস্টি করে।

ভ্যাটিক্যান হচ্ছে রোম নগরীর মাঝখানে একটি ছোট দেশ, পোপের অধীনে প্রশাসন চলে; লোক সংখ্যা ৮৪০ জন; তার মাঝে ৪৫০ হচ্ছেন নাগরিক; গতবারের বাজেট ছিল ৩২৬ মিলিয়ন ডলার; মাথাপিছু বাজেট ছিল ( ৩২৬ মিলিয়ন/ ৮৪০) ৩ লাখ ৮৮ হাজার ডলার; টাকায় মাথাপিছু ৩ কোটী ১০ লাখ; এজন্য হয়তো নাগরিকেরা পোপকে এত ভালোবাসেন।

আমাদের মুহিত সাহেব আমাদের প্রতি বাংগালীর জন্য খরচ করবেন ( ৪০০২৬৬,০০০০০০০/১৭০০০০০০০) ২৩৫৪৫ টাকা, যদি কাউকে বেতন না দেয়া হয়; অর্থাৎ মুহিত সাহেব বেতন নেবেন না, শেখ হাসিনা বেতন নেবেন না, ওবায়দুল কাদের, রওশন এরশাদ, মেনন, মতিয়া, প্রাইমারী স্কুলের শিক্ষক, তিতাস গতাসের মিটার রীডার, সাবরেজিস্টার, বড় দারোগা সাহেব, কেহই যদি বেতন না নেন, তা'হলে ২৩৫৪৫ টাকা; যদি উনারা বেতন নেন, মাথাপিছু টাকা থাকবে অর্ধেক, ১১,৭৭২ টাকা; যান আপনি এবার খরচ করেন; নর্থ সাউথের যেকোন গড় ছাত্রের ১ মাসের খরচ।

এবার সুুইজারল্যান্ডের অবস্হা দেখেন, লোক সংখ্যা ৮২ লাখ, বাজেট ৩১৬ বিলিয়ন ডলার; মাথাপিছু ডলারে খরচ ৩৮,৫৪০ ডলার; টাকায়, ৩০ লাখ ৮৩ হাজার টাকা; কিন্ত সুইসদের মাথপিছু আয় প্রায় ৬০ হাজার ডলার।

আমরা ভ্যাটিকানের নাগরিক নই, সুইস নই, সামান্য বাংগালী; মুহিত সাহেব আমাদের প্রতিজনের জন্য খরচ করবেন ১১,৭৭২ টাকা, যদি তিনি হাতে পান ৪ লাখ ২৬৬ কোটী টাকা; পুরো টাকা না পেলে? না পেলে, সরকারী বেতন ও সরকারী ব্যয়ের পর যা থাকে, তা তিনি ব্যয় করবেন।

মাথপিছু টাকা খুবই কম, হয়তো গড়ে মাথাপিছু ৫০০০ টাকা খরচ হবে সাধারণ মানুষের জন্য; বর্তমান বিশ্বে ইহা একজন বাংগালীর জন্য খুবই কম খরচ, এই টাকায় যদি কিছু করতে হয়, সুইস বা ভ্যাটিকান স্টাইলে খরচ করা যাবে না; হতে হবে খুবই বুদ্ধিমান; আমি আপনার কথা জানি না, আপনি কি রকম বুদ্ধিমান; আপনাকে ভাবতে হবে, ৫০০০ থেকে ১২ হাজারের মাঝে প্রতিটি বাংগালীর জন্য সুযোগ সৃস্টি করতে হবে, সম্পদের সৃস্টি করতে হবে।




মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাজ করলে বেতন দিবেন না!! কেউ কি বেতন ছাড়া কাজ করে?

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


বেতন দিতে হবে; আমি মাথাপিছু সরকারী বেতনের আগে ও পরে, বাজটের মাথাপিছু টাকার পরিমাণ বুঝাতে ওভাবে বলেছি।

২| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতে পারলাম।
তবে বাজেটীয় সাহস দেখে মনে হয় বাংলাদেশ দিনদিন এগিয়েই যাচ্ছে।
এখন আমাদের সচেতন নাগরিক দরকার, যা এর আগের পোষ্টে বাজেট সম্পর্কে বলতে পরামর্শ দিয়ে ছিলেন।

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগােরা মোটামুটি সচেতন; যাদের বয়স ৫১ থেকে ১৮, এবং স্কুল শেষ করেনি, তাদেরকে সচেতন কিভাবে করবো সেটা ভাবছি।

এখানে সাহসের কিছু নেই, এগুলো উদ্দেশ্যহীন, নীতিহীন, ভাবনাহীন, প্ল্যানহীনভাবে সরকারী মাল দিয়ে মেজবান দেয়ার বাজেট

৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মুহিত সাহেব আমাদের প্রতিজনের জন্য খরচ করবেন ১১,৭৭২ টাকা, যদি তিনি হাতে পান ৪ লাখ ২৬৬ কোটী টাকা; পুরো টাকা না পেলে? না পেলে, সরকারী বেতন ও সরকারী ব্যয়ের পর যা থাকে, তা তিনি ব্যয় করবেন।

এ কথাগুলো ভাবার ব্যাপার। :``>>

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো বাংগালীদের ভাবার দরকার ছিল ১৯৭২ সাল থেকে; গরীব দেশের বাজেটের প্রিনসিপল হলো, সুযোগ ও সম্পদ সৃস্টির বাজেট; এরা করে আসছেন সরকারী টাকা খরচের বাজেট; যে লোক সরকারের টাকাকে নিজের জাতির সম্পদ হিসেবে নেয় না, সে বাজেটের মর্ম বুঝার কথা নয়, সে সাধারণ বাজার খরচের লোক।

৪| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গরীব দেশের বাজেটের প্রিনসিপল হলো, সুযোগ ও সম্পদ সৃস্টির বাজেট; যাদের মাথায় হীরক সম এ কথা ঢুকা দরকার তাদের মাথায় কেন এ কথা ঢুকেনা। এবার বুঝলাম আমাদের দেশের জন্য চাঁদগাজীর মতো নেতা আবশ্যক। আপনার পোষ্ট পড়ে মনটা ভরে গেল।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের পরিবেশ নেতার সৃস্ট করেনি, করেছে মাথা মোটা, ক্ষীণবুদ্ধি সম্পন্ন লাঠিয়াল।

বাজেটে টাকা এমনভাবে খরচ করতে হবে যেন, সেটা প্রতয়কে নাগরিকের জন্য গত বছরের তুলনায় এ বছর অধিক সুযোগ ও সম্পদ সৃস্টি করতে পারে; যে টাকা বিনিয়োগ হবে, সেই টাকা যেন নতুন টাকার জন্ম দিটে পারে; সেটা সেটাকে মনে রেখে প্ল্যান করলে হবে গরীব দেশের বাজেট; মুহিত সাহেব জমিদারের বাজার খরচের নায়েব।

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার পোস্ট পড়লে আমি সত্যি খুশি হই। অন্তত কেউ ভাবেন, এবং হিসাব মিলাতে চান।


সবার মঙ্গল হোক।

(আপনার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য লগিন করেছিলাম)

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


ভালো সম্পর্কের মুল্য আছে সব সময়।

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চার লাখ কোটি টাকার বাজেট ষোল কোটি লোকের দেশে মোটেই কোন বড় বাজেট নয়। কিন্তু এই বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে কোন ভারসাম্য নাই। আয়ের উৎস সম্পর্কেও অস্পষ্টতা বিদ্যমান। সবচেয়ে নেতিবাচক দিক হলো প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি ঘটাবে তাতে কোন সন্দেহ নাই। বাজেট বাস্তবায়ন করা খুব কঠিন।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাজেট এক ধরণের মানসিক অর্থনৈতিক সম্পর্ক; এতে ইতিবাচকে মনোভাব হতে পারে, নেতিবাচক হতে পারে; মুহিত সাহেবের কথা শোনার পর, বাংলার কেহ উল্লসিত হয়েছেন? হয়তো ফালু, কর্ণেল ফারুক, ওরিয়ন বসুন্ধরা ও ভারতীয় ইলেকট্রিক কোম্পানী হেসেছেন।

যেই বাংগালীর লাখ'খানেক টাকা ব্যাংকে আছে, গত ৩ দিন সে বিভ্রান্ত ও হতাশ হয়েছেন।

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৩

জাহিদ অনিক বলেছেন: আপনার আগের কথাটা ভাল লেগেছিল, অনেকটা এইরকম বলেছিলেন, বাজেট নিয়ে সব ব্লগারেরই কিছু না কিছু লেখা উচিত।

যাইহোক আমাকে এত টাকা দেয়া হলে আমি মনে হয় পাগল হয়ে যেতাম

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


সম্ভব।

তবে, আপনি হয়তো ২/১ টা কবিতাও লিখতেন। আপনি কোথায়?

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৯

জাহিদ অনিক বলেছেন: বাজেট নিয়ে একটা কবিতা লিখে ফেলেছি অলরেডি। আজকেই ।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


তাই? আমি পড়েছি, আমার ও হাজার হাজার মানুষের কথা আছে ঐ কবিতায়।

৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো লিখেছেন। খুব সহজ ভাষায় পুরো জিনিসটি ফুটে উঠেছে।

তবে, গড় মাথাপিছু খরচের হিসেবটা একটু গোলমেলে। কারণ, বাংলাদেশে ১০-১৯ বছর বয়সের জনগণের সংখ্যা প্রায় ৩ কোটি ২০ লাখ। এর কম ব্যসী'র সংখ্যা প্রায় তার কাছাকাছি।

এই বয়সীদের জন্যে ১১,৭৭২ টাকা নাও লাগতে পারে।

সে হিসেবে বড়দের পিছনে গড় বরাদ্দটা একটু বেশি। তবুও, সেটা উন্নত বিশ্বের তুলনায় কমই।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


উন্নয়নের যে অংশ সাধারণ মানুষের ভোগের ভেতর আসবে, সেটা ৫০০০ টাকার বেশী হবে না মাথাপিছু; টাকাগুলো খরচ হবে, কাুকে দেয়া হবে না।

১০| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। ব্লগে না বাস্তব জীবনে।

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


১৫ কোটী মানুষের জন্য কোন কিছু করছে না মুহিত সাহেব।

১১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৫

ধ্রুবক আলো বলেছেন: যেটাই বলেন, উনি যেসব উৎস মানে অর্থের জন্য যে কর ধার্য করেছেন তা পাগলামি ছাড়া কিছুই না!!

উনারা বেতন না নিলে কি হবে? ঠিকই কথা বলেছেন উনারা বেতন না নিলেও চলবে উনাদের সুইস ব্যাংকে অর্থ আছে, সেখানে আবগারি শুল্ক কাটে না!!

উনারা সব সময় ভালোই থাকেন; আমরা না!

০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:


উনি পুরোপুরি কলোনিয়েল সিস্টেম চালু করেছেন

১২| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৪:২০

নাদিম আহসান তুহিন বলেছেন: ভাই আমার ২৩৫৪৫ টাকা কি আমারে দিয়ে দেওন যায়? আপাতত একটা ছোট দেইখা ফ্রিজ কিনতাম।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব রাস্ট্র আপনাকে লিস্টে আনেননি এখনো, আপনি হয়তো এর থেকে বেসী দেনা আছেন মুহিত সাহেবের কাছে।

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: প্রথম কথাই থাকবে টাকার উৎস নিয়ে , প্রথম প্রশ্ন থাকবে এত টাকা এলো কোথা থেকে ? এই টাকার প্রতি অাস্থা রাখতে পারব কি? এই টাকার কার পিছনে খরচের জন্য পেছন থেকে সুরসুরানী দিবে । এই টাকার ফাইনাল গন্তব্য কোথায় ? টাকার গন্তব্যে যাওয়ার পথে বাধাগুলি কি কি , বাধা আসলে ঠেকা দিবে কে কে ? তা্ই টাকা পেলে বহুবিধ প্রশ্র !!!

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


যেহেতু কখনো গত বছরের বাজেটের "পোস্ট বাজেট" হিসেব জাতিকে জানানো হয় না; এতে প্রচুর প্রচারণা ও ভুয়া তথ্য আছে।

১৪| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:৪৫

রক বেনন বলেছেন: উঁহু! একটু ছোট ভুল আছে। আসলে ৪ লাখ ২৬৬ কোটিকে ভাগ করতে হবে ২/৩ কোটি জনসংখ্যা দিয়ে। মাল সাহেব আমাদের মত মানুষ কে তার গণনায় ধরবেন ভাবাই যায় না। এই ২/৩ কোটি হলো বাংলাদেশের মন্ত্রি, আমলা, সচিব, সংসদ সদস্য আর লীগের বড় বড় নেতা নেত্রী গণ। বাকি সব মানুষের জন্য শুধু প্রতি ৫ বছর পর পর ভোটের আগে আগে ৫০০ টাকা করে বরাদ্দ। (সেটাও পরে উসুল করে নেয়া হবে)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেব বৃটিশ নীরকর অফিসার।

১৫| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: শিরোনামেই কঠিন প্রশ্ন করেছেন । তবে তা অনেক সম্ভাবনা দেখিয়েছে ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র দেশের বাজেট প্রতি বছরেই নাগরিক জীবনকে উন্নত করার কথা ছিল; মুহিত সাহেব সামান্য বাজার করার বালক মাত্র।

১৬| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই কিছু মনে কইরেন না, অর্থমন্ত্রী অর্থনীতির কিছুই বুঝে না। উনি যে সিস্টেমই চালু করুক না কেন দেশের জন্য উপযোগী সিস্টেম না।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



উনি সরকারী মানুষের বেতন দেয়া, সরকারী অফিসের খরচ চালানোর আয়ব্যয়'কে বাজেটের মুল কাজ মনে করেন।

১৭| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৪৩

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir you 100&#xco;rrect this is few money for abdul mal. We are indobangla.

০৫ ই জুন, ২০১৭ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


মাল সাহেব আজীবন ভুল করে, জাতির ক্ষতি করেছে

১৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে গত স্বাধীনতার পর এজাবৎ সুসম অর্থনীতি, বাজেট ও বাজেট বাস্তবায়ন কোন সরকার অপেক্ষাকৃত ভাল করেছে।

৭২-৭৫ সরকার
৭৫-৮১ সামরিক সরকার
৮১-৯০ সামরিক সরকার
বিম্পি-জামাত জোট সরকার।
২০০৭-৮ তত্তাবধায়ক -
বর্তমান সরকার -

নাম্বার দেন -

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার ছিলো উনার বাবার অসমাপ্ত কাজে হাতে দেয়া; উনি জিয়ার থেকে ভালো করছেন, এটা মাপকাঠি হওয়া উচিত নয়।

১৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

নতুন বলেছেন: দুইটা বুগাটি চিরন কিনতাম...



একটা আমার একটা আপনার...

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সরকারী টাকা খরচ করতে হলে আসলেই বিরাট ভাবনার ও বিশাল দক্ষতার অধিকারী হতে হয়; মুহিতরা ভিক্ষুক।

২০| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নতুন বলেছেন: অবশ্যই বাজেটের জন্য অনেক দক্ষতার দরকার কিন্তু আমাদের দেশের আমলারা সেই সময় ব্যায় করেনা।

আর আমার তো মনে হয় দেশে আয়ামী আর বিএনপি দুইটা ফরমেট বানানো আছে... তার উপরে সুধু বাজেট বড় করে তারা।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের কেহ জাতির হয়ে, সম্পদ থেকে সম্পদ সৃস্টি করার মতো দক্ষতা দেখাতে পারেনি। শেখ হাসিনা এখনো ভাবছে না, কিভাবে জাতির জন্য সম্পদ সৃস্টি করা যায়।

বিএনপি ছিল মারাঠা, যা পেলো নিয়ে গেলো!

২১| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

নতুন বলেছেন: নেতারা এমপি মন্ত্রী হয় তাদের টাকা খরচ করে এবং ৫ বছরে ক্ষমতা এবং কয়েকগুন টাকা উঠিয়ে নেবার জন্য...

দেশের চিন্তা করার মতন নেতা মন্ত্রী কই?

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বে রাজনীতি করে সবাই সম্পদের মালিক হয়; কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আলাদা, এখানে মানুষের তুলনায় সম্পদ একেবারেই সীমিত; সম্পদ দখল করার আগে সৃস্টি করতে হয়, সেটা আওয়ামী লীগারদের মাথায় প্রবেশ করেনি

২২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

রানা সাহেব বলেছেন: চিন্তার বিষয়

২৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


সরকারী টাকাকে বাড়ী নিয়ে গেছেন অনেকে

২৪| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

মন থেকে বলি বলেছেন: তুলনামূলক আলোচনাটা ভাল লাগলো।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.