নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রেনেসাঁর জন্মস্হান, বিশ্বের প্রাচীন ইউনিভার্সিটিগুলো

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫



বালোনিয়া ইউনিভার্সিটি, ইতালী:
ইতালীর বালোনিয়া শহরে ১০৮৮ সালে প্রতিস্ঠিত হয়েছে এই ইউনিভার্সিটি; বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৮৪ হাজার; ৩০ হাজার ছাত্রছাত্রী পোস্ট-গ্রাজুয়েট প্রোগ্রামে আছে। শুরুতে মেডিসিন, আইন ও ধর্মীয় বিষয়ে পড়ানো হতো; এখন সব বিষয় পড়াচ্ছে!

অক্সফোর্ড ইউনিভার্সিটি, বৃটেন:

১০৯৬ সালে, বৃটেনের অক্সফোর্ড শহরে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখান থেকে, আজ অবধি ৬৪ জন নোবেল পুরস্কার পেয়েছেন, ২৭ জন বৃটিশ প্রাইম মিনিস্টার হয়েছেন; আধুনিক পদার্থবিদ স্টিফেন হকিং এই ইউনিভার্সিটির ছাত্র; বর্তমানে সাড়ে ২২ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে।

সালামাংকা ইউনিভার্সিটি, স্পেন:

এই ইউনিভার্সিটি মাদ্রিদের পশ্চিমে অবস্হিত সালামাংকায় ১১৩৪ সাল প্রতিষ্ঠা করা হয়েছিল; বর্তমানে সাড়ে ৩০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে। খ্রীস্টোফার কলম্বাস তার বিশ্ব ব্যাপি সমুদ্রপথ আবিস্কারের জন্য প্রয়োজনীয় সাপোর্ট পাবার আশায় এখানকার শিক্ষকদের কাছে নিজের প্ল্যান তুলে ধরেছিলেন।

প্যারিস ইউনিভার্সিটি, ফ্রান্স:

প্যারিস শহরে ১১৬০ সাল থেকে এই ইউনিভার্সিটি কাজ শুরু করেছে; বর্তমানে সাড়ে ৪২ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। এ যাবত ৪৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন।

ক্যামব্রীজ ইউনিভার্সিটি, বৃটেন:

অক্সফোর্ডের কিছু শিক্ষক ১২০৯ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্টা করেন; বর্তমানে সাড়ে ২০ হাজার ছাত্রছাত্রী পড়েন এখানে; পড়ালেখার দিক থেকে অক্সডোর্ডের সাথে এই ইউনিভার্সিটি প্রতিযোগীতা করে চলছেন এখনো; এবং র‌্যাংকিং'এ অক্সফোর্ড থেকে উপরে আছে এ বছর।

পাদুয়া ইউনিভার্সিটি, ইতালী:

ইতালীর পাদুয়া শহরে ১২২২ সাল থেকে এই ইউনিভার্সিটিতে পড়ালেখা চলছে; বর্তমানে সাড়ে ৬০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন এখানে। প্রথম থেকে এই ইউনিভার্সিটি সায়েন্সের উপর জোর দিতে থাকে; মেডিসিন, এ্যাস্ট্রোনোমী, রসায়ন, পদার্থৈদ্যা ও আইন পড়াতেন প্রথম থেকেই।


কয়েমব্রা ইউনিভার্সিটি, পর্তুগাল:

এই ইউনিভার্সিটি কাজ শুরু করে ১২৯০ সালে; বর্তমানে এই ইউনিভার্সিটিতে ২৫ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন। ইতালী, স্পেন ও পর্তুগাল কাছাকাছি হলেও, পুরাতন আমলে এই ইউনিভার্সিটিটি পর্তুগালের একমাত্র সায়েন্স সেন্টার ছিলো।

আল আজহার ইউনিভার্সিটি, মিশর:

আরব এলাকায় সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাত এই ইউনিভার্সিটি ৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়; এটি এখনো মুলত ইসলামী শিক্ষার সেন্টার; শুরু হয়েছিল মাদ্রাসা হিসেবে; ১৯৬১ সালে ইউনিভার্সিটির মর্যদা পায়। এখন সেখানে সব আধুনিক বিষয়ও যুক্ত করা হয়েছে। বর্তমানে এই ইউনিভার্সিটিতে ৮০ হাজারের বেশী ছাত্রছাত্রী পড়ালেখা করছেন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরব এলাকায় সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাত এই ইউনিভার্সিটি ৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়; আমি দেখছি পোস্টে উল্যেখিত সব বিশ্ববিদ্যালয়ের অনেক আগেই এই বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
চমৎকার সব তথ্য নিয়ে চমৎকার পোস্ট।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


এটি শুরুতে মাদ্রাসা ছিল; তবে, আরবেরা এটিকে ইউনিভার্সিটি হিসেবে গণ্য করতেন।

২| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বলছিলাম আল আজহার ইউনিভার্সিটির কথা।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বুঝেছি; এখনো বিশ্বে সন্মানিত ইউনিভার্সিট, আল আজহার

৩| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানতে হলে পড়তে হয়।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


রেনেসাঁ এনেছিল এই ইউনিভার্সিটিগুলো।

৪| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভারতে কয়েকটা থাকার কথা?

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


ভারতেও ছিলো; কিন্তু ঐগুলো সময়ের সাথে বিলীন হয়ে গেছে।

৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

কলিমুদ্দি দফাদার বলেছেন: একটু ভিন্ন ধরনের পোস্ট পড়ে ভাল লাগলো। পোস্ট সব রেনেসা যুগের ইউনিভার্সিটি, কিন্তু পিকচারে ইংরেজ আমলের ঢাকা ইউনিভার্সিটি কেন? গুগলে বাকীসব পিকচার নাই নাকি? :P

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঐসব বিখ্যাত ইউনিভার্সিটির ছবি আছে সব যায়গায়; বাংলাদেশ এলাকার প্রাচীন ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি; তাই, এটার ছবিই দিলাম।

৬| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের দেশেও একটা ছিল।

দিন বদলে!

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার জানা থাকলে তথ্য দেন; আমার কাছে তথ্য নেই।

৭| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ফকির আবদুল মালেক বলেছেন: তথ্যগুলো জানালেন, জানলাম। কিন্তু রেনেসার সাথে কিভাবে সম্পর্কিত এই ইউনিভার্সিটিগুলি পোষ্ট থেকে বুঝা গেল না। আমার মতো কম বুঝদারের জন্য একটু পরিষ্কার লিখলে কিছু বুঝতে পারতাম।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


রেনেসাঁ এনেছে মানুষের আধুনিক জ্ঞান; এই ইউনিভার্সিটিগুলিই ছিল আধুনিক জ্ঞানের চর্চাকেন্দ্র

৮| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি পরে মন্তব্যে দেব।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে

৯| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের কিছু নেই??

০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


আছে, ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মুহি্ত, কুহিত সেই ইউনিভার্সিটির ছাত্র

১০| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইউনিভার্সিটিগুলোর পর্যায়ক্রমিক বিস্তারিত তথ্য ও ছবিসহ একটা সিরিজ পোস্ট দেওয়ার কথা ভেবে দেখতে পারেন।

০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি, বা ড: এম আলী করলে ভালো হবে; আমি ডিটেইলে ভালো নই

১১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০০

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্ট । আমি কিছু প্রাসঙ্গিক ছবি সংযোজন করে গেলাম ।



A university class, Bologna (1350s).


Bologna University Library


Illustration from a 14th-century manuscript showing a meeting of doctors at the University of Paris.

০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


তথ্য কিছুই দিইনি; ব্লগারেরা বুঝুক ইউরোপ কেন, ও কিভাবে এগিয়ে গেছে

১২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: এশিয়ার প্রথম ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার ছবির প্রতিষ্ঠানের নাম নেই। শিক্ষিত পন্ডিত না হয়ে চামচা টাইপ পলিটিশিয়ান ভিসি হলে যা হয়।

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ হওয়ার পর থেকে ভিসি'র পোস্টকে পলিটিক্যাল করা হয়েছে; এখন যারা আছেন, এরা সবাই ছাত্রলীগের পান্ডা

১৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:১২

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার সব তথ্য নিয়ে চমৎকার পোস্ট।
১১ নং কমন্টের প্রতিউত্তরের পর, ইউরোপ এগিয়ে যাওয়ার কারণ ওদের পৃষ্ঠপোষকতা ছিলো আছেও থাকবেও।

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


আমরা জানিও না, ১০৮৮ সালে পুরো বাংলায় কয়টি স্কুল (টোল) ছিলো?

১৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫১

নাদিম আহসান তুহিন বলেছেন: এই জন্যই এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি। (৬৪জন নোবেল+২৭জন প্রধানমন্ত্রী)

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই স্কুলগুলো আধুনিক বিশ্বের ভাবনা গড়ে তুলেছে।

১৫| ০৮ ই জুন, ২০১৭ ভোর ৪:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর পোষ্ট

০৮ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


সভ্যতা বদলানোর পেছনে এসব স্কুলগুলোই

১৬| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১

খরতাপ বলেছেন: মরক্কোর কারঊইন ইউনিভার্সিটি ৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, যেটি এখনও চালু আছে - এটির নাম বাদ গেছে।
নালন্দা ইউনিভার্সিটির নামও আসেনি - এটির অবশ্য এখন কোন অস্তিত্ব নেই।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


উইকি'তে দেখলাম, মরক্কোর কারঊইন (ইউনিভার্সিটি?) ৮৬৯ সালে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় নাই, ছিল মাদ্রাসা; ১৯৬৩ সালে সেটিকে ইউনিভার্সিটি করা হয়।

১৭| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

আরইউ বলেছেন:


ভালো লাগলো আপনি "আপনার ধারা" বাইরে কিছু পোস্ট দিলেন চাঁদগাজী।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো, এদের ইতিহাস এসব নিয়ে পারলে কিছু লিখুন না। অবশ্য "বিশ্ববিদ্যালয়" হিসেবে বাংলাদেশের কয়টা বিশ্ববিদ্যালয় আদতে বিশ্ববিদ্যালয় তা নিয়ে সন্দেহ থাকতে পারে। তবু সেই বিতর্ককে পাশে রেখে দেখুন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু লেখা যায় কিনা।

ধন্যবাদ জানবেন।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করবো, আমাদের ইউনিভার্সিটিগুলো বর্তমান ভুমিকা পরিস্কার করার দরকার।

১৮| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫

আল ইফরান বলেছেন: গৌতম বুদ্ধের আবির্ভাবের পরে যেই বিহারগুলো বংগ সমতটে ও ভারতের অন্যান্য যায়গায় স্থাপন করা হয়েছিলো সেইগুলোও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়েরই ছিল। হিন্দু আগ্রাসনে হারিয়ে যায় সেইগুলোও।
আর সালতানাতের ইতিহাস খুব ভালো জানা নেই। তবে স্বাধীন বাংলাদেশে আমরা গবেষণার পরিবর্তে কেরানির কারখানা ঠিকই খুলে ফেলেছি।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ছাত্রলীগ আমাদের ইউনিভর্সিটি ও কলেজগুলোকে ক্যাডার প্রোডাকশন কেন্দ্র ও ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে।

বিএমপি'র আমলে শিবির ইউনিভর্সিটি ও কলেজগুলোকে মাদ্রাসার স্তরে নেয়ার চেস্টা করেছে।

ফলে, আমাদের গবেষণা চলছে কি করে আদম রপ্তানী বাড়ানো যায়, ও কি করে মৃত্যুর পর ভালো থাকা যায়।

১৯| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

গেম চেঞ্জার বলেছেন: আন্দালুসিয়ার একটা ইউনিভার্সিটি ছিল যেটা গ্রহ নক্ষত্রের গতিপথ গবেষণায় সেক্সট্যান্ট আবিষ্কার হয়েছিল। সেটা কি এখনো আছে?

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সেটা হচ্ছে, কয়েমব্রা ইউনিভার্সিটি, পর্তুগাল।

২০| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার পোস্ট ভাললেগেছে !!

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, আমরা পেছনে পড়লেও, এসব ইউনিভার্সিটির লোকেরা সভ্যতাকে সামনে নেবে।

২১| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন: গাজী সাহেব উইথ ইনফো

সালাম নেবেন

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য শুভেচ্ছা রলো।

২২| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কথা ঠিক, সবগুলা কালের সাগরে হারিয়ে গেছে।

Nalanda University এটা ছিল বাংলায়।

২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


নালান্দা হারিয়ে গিয়েছিল, শিক্ষাও হারিয়ে গিয়েছিল; ১৯৭০ সালের দিকে শতে ১২ জন বাংগালী নাম লিখতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.