নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এখন দেখছেন, এরদেগান তুরস্ককে কোনদিকে নিচ্ছে?

১০ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩



কাতারের সাথে সৌদী গ্রুপের সমস্যা হওয়ার ২/৩ দিনের মাঝেই এরদেগান কাতারে সৈন্য পাঠানোর ব্যবস্হা করে ফেলেছেন; সৌদী ও কাতার ২টিই রাজতন্ত্র; রাজ পরিবার ও আমীর পরিবারের মাঝে কোন গরমিল থাকার কথা নয়; তারপরও রাজায় রাজায় গন্ডগোল হতে পারে; সেটাকে থামানোর দরকার; কিন্তু এরদেগান সৈন্য কেন পাঠাচ্ছে? সৌদী কি কাতার দখল করতে যাচ্ছে?

ব্লগে গত ২ বছর থেকে এরদেগান'এর উপর অনেক আলাপ হয়েছে; বলা হয়েছে যে, এরদেগান তুরস্ককে ভুল দিকে নিয়ে যাচ্ছে। আরবদের সমস্যা ক্রমেই বাড়ছে; সমস্যা হলো, ইরান ও সৌদী প্রতিযোগীতা; ইরান শিয়া অধ্যুসিত এলাকাকে অস্ত্র ও ডলার দিয়ে নিজেদের দলে আনছে; বাশারকে সিরিয়ার বেশীর ভাগ মানুষ চাহেনি, কিন্তু ইরান তাকে ক্ষমতায় রাখতে গিয়ে সিরিয়াকে মাটির সাথে মিশায়ে দিয়েছে; সেই ইরান ও তুরস্ক এখন কাতারের বন্ধু; ঠিক আছে, এটা ইরানের ব্যবসা; কিন্তু ইউরোপের তুর্কীরা কেন ইরান ও সৌদী আরবের ক্রুসেডে যোগদান করছে?

তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে বড় অবস্হানে আছে; সেই হিসেবে তুরস্ক নিজেই সৌদী ও কাতারের সমস্যার মধ্যস্হতা করে, সেটার সমাধান করতে পারতো; এখন সেটা না করে, সে নিজেই সেই সমস্যার অংশ হয়ে গেছে।

যাঁরা ব্লগে, গত ২ বছর এরদেগানের গুণগান গেয়েছেন, বিশ্বে নতুন রাজনীতিবিদের উদ্ভবের কথা বলেছেন, তারা এখন মিলিয়ে দেখুন, তুরস্কের ভুমিকা কি হওয়া উচিত ছিলো, এখন কি হচ্ছে?

অনেকেই একটা বিষয়কে তুলে ধরার চেস্টা করবেন যে, তুরস্ক পুটিনের সাথে মিলে আমেরিকাকে শিক্ষা দেবে; কিন্তু যোগ বিয়োগ করে দেখেন, পুটিন কি সেই অবস্হানে আছে? পুটিন দুর্নীতি করে, পুরো রাশিয়ার সম্পদ নিজে দখল করে বসে আছে, দেশের অপরিসীম সম্পদ মাফিয়ার হাতে; সে নিজে ১৮ বছর ক্ষমটায়; ইউক্রেনকে পুরো অকেজো দেশে পরিণত করেছে; ইউরোপের দেশগুলোতে ভোটের বেলায় হ্যাকিং করে প্রভাব বিস্তার করার চেস্টা করেছে; এই পুটিনের কোন ভবিষ্যত আছে? কেহ নেতা হিসেবে মানবে? সেই পুটিনের সাথে তুরস্ক কেন জড়াচ্ছে? কারণ, এরদেগান তুরস্ককে ভুল পথে নিয়ে গেছে। কাতারে তুর্কি সৈন্য পাঠানো তুরস্কের মানুষের জন্য কোনভাবেই ভালো নয়।

মন্তব্য ৫৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি বলেছেন: এরদোগান ঠিকই আছে । তুচ্ছ ঘটনা নিয়ে সৌদীর বাড়াবাড়ি ঠিক হয়নি । আমেরিকা এবং রাশিয়া দুটোই যে মুসলীমের শত্রু এরদোগান তা জানে । এরদোগান একজন কৌসুলী রানীতিবিদ । আশা করি ইনশাল্লাহ উনি বুঝে শুনেই এগুবেন । সৌদীর উপর কোন আক্রমণ করার জন্য সৈন্য পাঠানো হয়নি । সৈন্য প্রেরন কেবল কৌসল মাত্র
এটা সবাই জানে । এমনকি সৌদীও ।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, এরদেগান উনার কৌশলটা শুধু আপনাকে জানায়েছেন? আমাদের ফোন নম্বরটাও উনাকে দিয়েন!

২| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:০২

ফেরদাউস আল আমিন বলেছেন: আশা করি আপনার পর্যালোচনা সঠিক হবে।
তবে আরবদের নিজেদের মধ্যে এই বিবাদ অনাকাঙ্খিত।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


মোসুলে আরবেরা যেভাবে আরবী বাচ্চাদের মারছে, ১ম ক্রুসেডেও এগুলো ঘটেনি। শিয়া, সুন্নী, ওয়াহবী ও কুর্দীদের যু্দ্ধ বন্ধ করার চেস্টা করছে না কোন মুসলিম দেশ; শেষে এটি "২য় ক্রুসেড" নামে পরিচিত হবে।

৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন: মোটামুটি মাথার উপর দিয়ে গেল ।

বাপরে !

১০ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


কোথায়ও নীচু যায়গায় বসে আছেন?

৪| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

জাহিদ অনিক বলেছেন: একদম ঠিক ধরেছেন গিরিখাদে বসে আছি, অক্সিজেনের মাত্রাও কম

১০ ই জুন, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


গিরিখাদে, গিরির চুড়া থেকে অক্সিজেন একটু বেশী হওয়ার কথা; উচ্চতার সাথে অক্সিজেন কমে আসে; আপনি সমান্য বেঠিক অনুমান করেছেন!

এগুলো সোজা ব্যপার, আধুনিক বাংগালী হিসেবে আপনাদেরকে এগুলো বুঝতে হবে।

৫| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:২৫

জাহিদ অনিক বলেছেন: আমি আসলেই অনেকটা ভ্রান্তির মধ্যে আছি। ভ্রান্তি কেটে যাক, আধুনিক বাংগালী হয়ে সব বুঝে নিব ।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


যারা নাম লিখতে পারেন না, সেই রকম ২ জন বাংগালীর ভার আপনাকে নিতে হবে।

৬| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

জাহিদ অনিক বলেছেন: হুম্ম ! ব্যাপারটা আমার জন্য বেশ কঠিন । এম্নিতেই সরকার যে ঋনের বোঝা আমার উপর চাপিয়ে রেখেছে !

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


কেহ অশিক্ষিতদের ভার না নিলে কিভাবে জাতি চলবে? কিভাবে এত লাখ টোকাই চলবে?

৭| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:০৩

জাহিদ অনিক বলেছেন: বেশ । নিলাম তবে

১০ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, শিক্ষিতদেরকেই গন্তব্য ঠিক করতে হবে!

৮| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন?
এই গরমে আমার জীবন শেষ? একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন- পত্রিকাতে মারফত খবর পাই- শীতে অমুক অঞ্চলে অমুক মারা গেছে। কিন্তু গরমে কিন্তু এমন খবর পাই না।

১০ ই জুন, ২০১৭ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


গরমে সোজাসুজি হয়তো মানুষের মৃত্যু কমই হয়; তবে, কিডনি ইত্যাদির রোগ হয়; সেগুলো কমপ্লিকেশনে গড়ে আরবদেশ সমুহে প্রচুর বাংগালী শ্রমিকের মৃত্যু হয়।

গরমে বিশুদ্ধ পানি খাবেন; চা কম খাবেন, ও সিগারেট বাদ।

৯| ১০ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

ঢাকাবাসী বলেছেন: ভাল বিশ্লেষন। পুরোটা হল না তো!

১০ ই জুন, ২০১৭ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি এটুকু বলতে চেয়েছি যে, মুসলিম দেশগুলোর মাঝে তুরস্ক এমন পজিশনে ছিলো, যেখান থেকে সমস্যা সমাধান করা সম্ভব হতো; কিন্তু এখন সে নিজেই সমস্যার অংশ।

১০| ১০ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯

আমি চির-দুরন্ত বলেছেন: তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারত। তবে আরব রা মনে হয় না মানত।

১১ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


আরবদের থামানোর চেস্টা আজো কেহ করেনি, সবাই লাগিয়ে দিচ্ছে; এরদেগানও লাগিয়ে দিচ্ছে; আসলে, বাংলাদেশও থামানোর চেস্টা করে দেখতে পারে

১১| ১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন:

এরদোগানের মত(কারো কারো মতে মৌলবাদী) আর দুই তিনটা নেতা থাকলে ওআইসি নিষ্ক্রিয় হয়ে থাকতো না।

১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


এরদেগানের পর হচ্ছে ইরানের প্রেসিডেন্ট, ও সিরিয়ার প্রেসিডেন্ট; বাকী সব খালি যায়গা আপনার জন্য। তুরস্ক সৈন্য সংগ্রহ করবে, নাম লেখান গিয়ে।

১২| ১১ ই জুন, ২০১৭ রাত ২:১৯

মুশি-১৯৯৪ বলেছেন:

কিছু লোক ‘শিক্ষিত ‘ হইয়াও সারা পৃথিবীকে কি করিয়া এহেন নির্বোধ ভাবেন ভাবিয়া অবাক হইতে হয়.......

১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



কাতারে সৈন্য পাঠানোর পর, আপনি কাতারে থাকলে, সুযোগ মতো দুবাই চলে যেতেন; কাতারের বাংগালীরা সেটার চেস্টা করছে।

১৩| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:২৩

স্বতু সাঁই বলেছেন: মরুভূমির মুসলমানেরা, নিজেরা নিজেরা মরে শেষ হোক। তারপর মরুভূমির খর তপ্ত রৌদ্রে বসে আমরা গিয়ে বেহেস্তের মরিচিকা দেখবো।

১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


আরবেরা সম্পদের মালিক হয়েও মাছির মতো প্রাণ হারাচ্ছে, সেটাতে ঘি ঢালার জন্য এরদেগান প্রচেস্টা চালাচ্ছে।

১৪| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

স্বতু সাঁই বলেছেন: তাই তো বলছি মরুক। মরলে কিছু বন্য পরিস্কার হবে। তারপরে হয়তে মানবতার পরদটা একটু উপরে উঠতে পারে।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


এই শতকে মানুষকে এইভাবে হত্যা করছে, আর ৫০ মুসলিম দেশ সাক্ষী গোপাল; এদিকে তুরস্ক এক পক্ষে চলে গেলো!

১৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুসলিমদের মধ্যে ঐক্যের খুব অভাব।


সউদির একটা শিক্ষা পাওয়া উচিত।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সবচেয়ে বড় সিভিল-ওয়ার চলছে সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানে; আপনি বলছেন ঐক্য।

আরবদের যুদ্ধ ক্রুসেড থেকে অনেক বড় এখন।

১৬| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

স্বতু সাঁই বলেছেন: বদরের যুদ্ধের পর থেকে যখন মুসলমানের মধ্যে মুনাফেকি শুরু হয় তখন থেকে কোরানে শুধু মুনাফেকদের নিয়েই আয়াত নাজিল হতে থাকে শেষ পর্যন্ত। তাই এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আরবরা মুনাফেকের জাত তা আল্লাহ ভালো করেই জানে।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


তা'হলে নতুন আয়াতের সময় হয়ে গেছে?

১৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

সিনবাদ জাহাজি বলেছেন: মুসলিমদের মধ্যে অনৈক্য, পরষ্পরের প্রতি অনাস্থা আজকের পরিস্থিতির জন্য দায়ী।
অবস্থা দেখে ছোটবেলায় পড়া সেই বানরের পিঠা ভাগের কথা মনে পরে যায়

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


ইসলাম ধর্ম মানুষকে আসল রাজনীতি শিখতে দেয় না, মনে হয়।

১৮| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এমন হতে পারে যে, এরদোগানের হাতে খবর আছে, আমেরিকা ইরাকের মত কাতারেও সৈন্য পাঠিয়ে দখল করতে চাচ্ছে।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা কি করবে এরদেগান সেটা বের করতে পারবে না। কেহ ১৭ বছর ক্ষমতায় থাকলে রাজা হয়ে যায়, মাথা কাজ করে না; আমেরিকা কাউকে ১৭ বছর ক্ষমতায় থাকতে দেয় না।

১৯| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমেরিকা কাউকে ১৭ বছর ক্ষমতায় থাকতে দেয় না।

ওবামা এর জন্যে দায়ী। রিপাবলিকানদের যদি ক্ষমতায় আসতে দিতো, তাহলে কবেই এরদোগান ক্ষমতা হারা হতো!

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার জনতা ঠিক করে, কে আসবে যাবে।

২০| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৩

স্বতু সাঁই বলেছেন: সে ফুটো সলতে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে। তাই তারা নিজেরাই খামচা খামচি করে মরে নিঃশেষ হবে, তারপর নবযুগে নতুন নবী এসে আয়াত নাজিল করবে।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


মানুষের ভাবনা ও কম্প্যুটার টেকনোলোজী ইহুদীদের শেষ নবী আসার পথ বন্ধ করে দিয়েছে; বাকীদের কথা কি বলবেন?

২১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৭

স্বতু সাঁই বলেছেন: পুঁজিবাদী সভ্যতার ধ্বংস না হলে মানব সভ্যতা গড়ে উঠবে না।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


এটা সঠিক।

পুঁজিবাদ শিক্ষিত মানুষকেও ক্রীতদাসে পরিণত করেছে; তাদের ভাবনাশক্তিকে ক্ষীণ করে দিয়েছে।

বিশ্বে মানুষের প্রয়োজনের চেয়ে বেশী শ্রম দেয়ার মানুষ থাকা সত্বেও, মানুষকে বাঁচার মত ন্যুনতম সম্পদ থেকে বন্চিত করছে পুঁজিবাদ।

২২| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

eajulhas বলেছেন: কাতার সরকার আপনার মত একজন বালপাকনা কুটনৈতিকই খুজতাছে। যথাশীঘ্রই যোগাযোগ করেন।

১১ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


যোগাযোগ শুরু করবো, ওদের যদি ডোডো দরকার হয়, আপনাকে শিপিং করে দেবো।

২৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪

eajulhas বলেছেন: আপনি একাই যথেষ্ট।

১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথা আছে, মগজ নেই!

২৪| ১২ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪

স্বতু সাঁই বলেছেন: "পুঁজিবাদ শিক্ষিত মানুষকেও ক্রীতদাসে পরিণত করেছে; তাদের ভাবনাশক্তিকে ক্ষীণ করে দিয়েছে।"

প্রতিভাহীন মানুষই কেবল দাসত্বকে বরণ করে। পেশার ক্ষেত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় পেশার ক্ষেত্রে ভরা। ফলে যে সমাজকে নিয়ে আমরা আধুনিক সভ্যসমাজ বলে গর্ববোধ করি, তা অতি পুরাতন ও সেকেলে এবং সমাজ গঠন প্রক্রিয়ার মধ্যেই প্রতিভাহীনতার পরিচিতি বহন করে। গর্ববোধ অবশ্যই নির্বোধরাই করে থাকে। কারণ পেটে মেধ জমার পরেও বলে, আমি খুব সুখে আছি। নির্বোধরা এমনই হয়।

২৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: লেখক দেখছি অনেক জ্ঞানী মানুষ। সৌদির বাদশা শ্রিঘ্রই নাগরিকত্ব দিয়া দিবো!

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি মিসকিন নই, আপনি মিসকিন

২৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:১০

জেন রসি বলেছেন: বুঝাটা জটিল কিছুনা। তবে কার দিক থেকে বুঝতে চাচ্ছেন সেটার উপরও বেশ কিছু ব্যাপার নির্ভর করে।

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালী রাজনীতির দিক থেকে; বাংগালী হিসেবে

২৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

থার্মোমিটার বলেছেন: এরদোগান এর তুরস্কই প্রকৃত তুরস্ক, কামাল পাশার তুরস্ক মরীচিকা , কামাল পাশার তুরস্ক প্রথম থেকেই ক্লিনিকেলি ডেড ছিল , কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সেনাবাহিনী বাচিয়ে রেখেছিল, এখন সেনাবাহিনীর আগের দিন নাই, এখনকার তুরস্কই প্রকৃত তুরস্ক ।
আপনার লেখা ভাল, মধ্যপ্রাচ্য নিয়ে একটা সিরিজ করতে পারেন ।

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


ধরে নিলাম কামাল পাশার তেমন গুণ ছিলো না; ১ম বিশ্বযুদ্ধে অটোম্যানরা পরাজিত হওয়ার পর, তুরস্ক কিভাবে গণতান্ত্রিক দেশ হলো, সেটা তো ইংরেজদের কলোনী হয়ে যাওয়ার কথা?

ওকে, আরবদের উপর লিখবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.