নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫



আমাদের বাড়ীর পুর্ব পাশে ধানের মাঠ; মাঠের দক্ষিণ পুর্ব পাশে আমাদের একটি ছাড়া-বাড়ি ছিল; বাড়ীটাকে আমরা খামার বাড়ীর মতো ব্যবহার করতাম,মোটামুটি নির্জন, আশে পাশের বাড়ীগুলো বেশ দুরে ছিল; বাড়ীতে প্রচুর জংগল ছিল, বর্ষায় মাঠের সব সাপ এখানে এসে আশ্রয় নিতো। আমাদের কাজের বুড়োমিয়া সাপের ভয়ে থাকতেন, এবং জংগল পরিস্কারের কথা বলতেন; আমি পরিস্কার করতে দিতাম না; কারণ, বাড়ীর পুর্বাংশের জংগলে বড় কয়েকটা গর্ত করে, এক শিয়াল দম্পতি থাকতো কয়েক বছর ধরে। গ্রামের মানুষের একটা বেদরকারী কর্তব্য ছিল: শিয়াল, বনবিড়াল ও সাপ মেরে ফেলা; আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে, আমাদের বাড়ীতে ঢুকে কেহ যেন কোন প্রাণীকে মারার চেস্টা না করে।

বাড়ীতে মাত্র ৩টি আম গাছ ছিল, যেটি ছোট সেটিতে বেশী আম ধরতো ও খুবই সুস্বাদু ছিল; আমি আর বুড়ো মিয়াই এগুলো খেতাম; দশম শ্রেণীর বছর, ছোট গাছটায় আম পাকা শুরু করেছে; সকালে পাকা আম দেখি, বিকেলে নেই, কে নিয়ে যাচ্ছে! বাড়ীতে একটি ছোট কুঁড়েঘর ও গরুঘর ছিলো, বর্ষায় আমিও ওখানে মাঝে মাঝে থাকতাম, গরমে আমি থাকতাম না; বুড়োমিয়া কাজে ব্যস্ত, আম কে নিচ্ছে কে জানে! পরদিন আমি দুপুর বেলা ঘরের মাঝে চুপচাপ বসে পাহারা দিচ্ছি; দেখি, পাশের গ্রামের একটি ১২/১৩ বছরের পরিচিত মেয়ে একটি বাঁশের সাহায্যে আম পাড়ছে; আমি গেলাম, সে ভয় পেয়ে গেলো! মেয়েটার সামান্য মানসিক সমস্যা ছিল, সে কারো সাথে কথা বলতো না; ওদের পুকুর পাড় দিয়ে রাস্তা গেছে, স্কুলে যাবার সময় দেখতাম, সে পুকুর-ঘাটে থালি-বাসন মাজছে; আমি কিছু বললে সে উত্তর দিতো, অন্যদের সাথে সে তেমন কথা বলতো না।

তাকে ভীত দেখে আমি কিছুই বললাম না; সে চলে যাচ্ছিল, আমি বললাম
-ফাতেমা, আম নিয়ে যা!
সে রেগে গেলো,
-তোামাদের এত আম, আমি ২টা আম পাড়ছি, তাতে তুমি ঘর থেকে বের হয়ে এসেছ! আম তুমি খাওগে।
আমি থামাতে চেস্টা করলাম, সে কেঁদে ফেললো; চলে গেলো।

দুইদিন পর, ওর চাচাতো বোনকে দেখলাম মাঠ থেকে ছাগল নিতে এসেছে; আমি একটি থলেতে কিছু আম দিলাম, বললাম,
-তুই কিছু নিস, বাকীগুলো ফাতেমাকে দিস।
মেয়ে রহস্যময় হাসি হেসে বললো,
-এই তোমার অবস্হা?

যুদ্ধের সময় ওদের বাড়ী পোড়ায়ে দিয়েছিল; ওরা ২ গ্রামের পরের গ্রামে মামার বাড়ীতে ছিল; দারিদ্রতার কারণে এখানে আর বাড়ী তুলতে পারেনি, আর ফিরে আসেনি গ্রামে।

তারপর এত বছর কেটে গেছে, আমাকে চলে যেতে হয়েছে দুরে, ফাতেমার কোন খবর আমি জানি না। সেদিন খামার বাড়ীতে বসে সন্ধ্যায় চা খাচ্ছিলাম; এখন এটি বাড়ীতে পরিণত হয়েছে, আমার বড় ভাই পরিবার নিয়ে এই বাড়ীতে থাকেন। ভাবী বললেন,
-একজন মহিলা এসেছে তোমার সাথে দেখা করার জন্য, পাক ঘরে বসেছে।
পাক ঘরে ঢুকে দেখলাম মহিলাটি ফাতেমা; গায়ের জীর্ণ শীর্ণ কাপড় দেখে অবস্হা বুঝতে পারলাম; সে আমাকে জড়ায়ে ধরলো; কুশলাদি জামলাম; একত্রে চা খেলাম। সে চলে যাবে, হাতে কিছু টাকা দিলাম, বললাম রাতে খেয়ে যেতে; সে থাকলো না; শুধু বললো,
-ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও।
-ঠিক আছে, তুই আমার মনে আছিস আজীবন; আমি তোর খবর নেবো।

ভাবী ও ভাইয়ের বড় মেয়ে হতবাক, এই মহিলা কিভাবে আমাকে জড়ায়ে ধরলো; বড়ভাইয়ের মেয়ে বললো,
-মহিলা তো পাগল!
-না, সে পাগল ছিলো না, অন্য রকম ছিলো।

মন্তব্য ৯৫ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে মনে হয় এরকম বহুদিন পর কারো সাথে দেখা না হলেই ভালো হয়...

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


কিছু সমাজ আছে, যেখানে মানুষ সুখী হতে পারছে না কোনভাবেই

২| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই প্রথম আপনার কাছ থেকে অন্যরকম লেখা।স্মৃতিচারণ মিলিয়ে বর্তমানের কাহিনী সত্যিই ভালো লাগলো।
ফাতেমার চাচাতো বোন রসিক ছিলো। ;)
+++

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


গ্রামের মেয়েরা সব সময় উদার মনের ও সহজ হয়; ওরা যা ভাবে তাই বলে, অকারণ লজ্জা মজ্জা করে না।

৩| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সত্যের ছায়া বলেছেন: দেশে অভাবী মানুষের সংখ্যা বাড়ছে। ফাতেমার ভাগ্য ভাল যে চাঁদগাজীর নজরে ছিল।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


এটাকে বেকুবেরা জমিদারী বানায়ে ফেলেছে, দেশ এভাবে চলে না

৪| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাহসী সন্তান বলেছেন: বাস্তব জীবনের সুখ-দুঃখ গুলো যখন কল্পনাকেও ছাড়িয়ে যায়, সম্ভবত তখনকার সেই অনুভূতিটাও ঠিক সেই পারিমাণের হয়! সত্যিকার অর্থে লেখাটাকে এত ভাল লাগার অন্যতম কারণ মনে হয় ঘটনার গভীরে একটা নির্মম সত্য লুকিয়ে আছে সেজন্যই!

শিরোনাম পড়েই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম লেখাটা টাচি হবে! তবে সেটা যে এতটা স্পর্শ করে যাবে ভাবি নাই! জাস্ট অসাধারণ একটা লেখা! এবং আমার ধারনা, এই লেখাটাই আজকের ব্লগ পোস্ট গুলোর মধ্যে অন্যতম!

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক সুনাম করলেন; আমার জীবনের এই ছোট ছোট ঘটনাগুলো, আজকে অনেক বড় কিছু বলেই মনে হচ্ছে!

৫| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ঈদের কাপড়টা দেয়ার পরে আবার পোষ্ট দিয়ে জানাবেন, আমরা সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


তখন মনে হয়তো আরো বেশী কস্ট পাবো।

৬| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

কাছের-মানুষ বলেছেন: অভাবে মানুষের মানসিক ভারসাম্য এবং স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়। আর অভাব অনটন হল অনেক চক্রেরমত , আমাদের সমাজের বড় একটি অংশ এখান থেকে এখনও বেরুতে পারে নাই। শিক্ষাই পারে এখান থেকে মুক্তি দিতে। তবে আশার কথা হল আমাদের দেশের গরিব ধনী শ্রেণী সবাই এতটুকু বুঝতে শিখেছে যে শিক্ষা ছাড়া উপায় নাই। আশা করা যায় এগুলো অনেক উন্নত হবে একসময়।

চমৎকার স্মৃতিচারণ হয়েছে। আপনি আপনার লেখালেখির চেনাগন্ডি থেকে ভিন্ন কিছু লিখেছেন এবং ফুটিয়ে তুলেছেন সমাজের আরেক চিত্র।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষ বারবার আশা করেছিল, তারা দারিদ্রতাকে পরাজিত করবে, কিন্তু সম্ভব হয়নি।

৭| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন রইল সুন্দর লেখাটির জন্য ।
বাস্তব গল্পটির মধ্যে সুসাহিত্যিক গল্পের সকল উপাদানই রয়েছে । গতানুগতিকার বাইরে গিয়ে ভিন্ন ধর্মী এমন লেখা চালিয়ে যেতে পারেন অনায়াসে । এ প্রসঙ্গে ছোট্ট একটি সত্যিকার কাহিণী শুনাব । কাজী নজরুল ইসলাম তাঁর বিখ্যাত বিদ্রোহী কবিতাখানি লিখে হাতে করে নিয়ে কবি গুরুর বাড়ীর দ্বারে গিয়ে গুরু গুরু বলে চিল্লায়ে বলতেচিলেন, গুরু এসেছি তব দ্বারে । কবি গুরু ভিতর হতে জিজ্ঞেস করলেন কি চাই , নজরুল চিল্লায়ে জানালেন তেমাকে খুন করতে চাই , কবিগুরু বললেন তবে আর দেরি কেন এখনি ভিতরে চলে আয় । নজরুল ভিতরে গেলেন , বললেন মনযোগ দিয়ে শুন কি নিয়ে তোমাকে খুন করতে এসেছি, এই বলে নজরুল তাঁর নতুন লেখা বিদ্রোহী কবিতাখানি কবিগুরুকে পাঠ করে শুনালেন । কবিতা পাঠ শুনে কবি গুরু বললেন ঠিকই বলেছ, এটা আমাকে খুন করার মতই কবিতা । এর পরে বললেন কাজী তুমি কোদাল দিয়ে আর মুছ চেছোনা , তোমার দারুন কবিত্ব ক্ষমতাটিকে সম্পুর্ণভাবে কাব্য চর্চায় নিয়োগ কর । তেমনিভাবে বাস্তবতার উপরে ভিত্তি করে লিখা আপনার এই গল্পটা দেখে মনে হল আপনার মধ্যে যে সাহিত্যিক ক্ষমতা আছে তা দিয়ে ঘন ঘন টুটকা ফটকা রাজনৈতিক লিখা বা কলাম লেখা কমায়ে দিয়ে বিশুদ্ধ সাহিত্য চর্চায় কিছুটা নিয়োগ করলে তা কালের প্রবাহে দীর্ঘ দিন ঠাই পাবে পাঠকের হৃদয়ে , অপর দিকে রাজনৈতিক কলাম বা লেখাগুলি হারিয়ে যায় চোখের পলকে দু এক দিনের মধ্যে । যাহোক, লেখালিখি কোন ফিল্ডে করবেন সেটা একান্তই আপনার তবে শুভেচ্ছা রইল ।

ঈদের দিনে ফাতেমরা নতুন সুন্দর কাপড় পাক এ কামনাও রইল এ সাথে ।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


আমাকে তো ভাবনার মাঝে ঠেলে দিলেন! ধন্যবাদ

৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




চমৎকার .... অদ্ভুত ... "ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও " একদম হৃদয়ের মাঝখানে ঘা দিয়ে গেল যেন ।

সে পাগল ছিলো না, অন্য রকম ছিলো।
এই একটি বাক্যই লেখক "চাঁদগাজী"র মনের ভেতরটা চাঁদের আলোর মতো উদ্ভাসিত করে দিয়ে গেলো । বাস্তবের গল্পটাকে নিয়ে গেলো উচ্চমার্গে ।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


মুহিত, শেখ হাসিনা ও বেগম জিয়ার কপাল খারাপ, আমার লেখায় উনারা আর থাকছেন না।
ভালো লাগলো আপনার কথাগুলো।

৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বুঝতে পারছি না কি মন্তব্য করবো। এমন শিরোনাম দেখে কিছুটা দ্বিধান্বিত হয়ে গিয়েছিলাম, যে আসলেই চাঁদগাজী এমন লেখা লিখবেন রাজনীতির গন্ডি ছেড়ে?!
পড়ার পর মনে হলো তার গ্রাম থেকে দেখে এলাম ফাতেমাকে, তার স্মৃতিটাকে। অল্প কথায়ও যে সাহিত্যকে মনের ভেতর প্রবেশ করিয়ে দেয়া যায় চাঁদগাজী হাতে কলমে দেখিয়ে দিলেন।

আপনার কাছে থেকে এমন আরো কিছু লেখা প্রত্যাশা করছি।

শুভকামনা রইলো।

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


অলরাইট, ট্রাম্প ট্রুম্পের অধ্যায় শেষ!

আমার স্মৃতি মৃতি নিয়ে কিছু লেখা উচিত; দেখছি, লোকজনের মনটা এখনো নরম।

১০| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড্ড টা'চি লিখা!!!

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট দেখে আমি নিজেই হতবাক, অনেকেরই মনটা কোমল; কিছু কথা মনে পড়লে আমারও চোখে পানি আছে।

১১| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:২৬

স্বতু সাঁই বলেছেন: এত্তো মুরগী ডিম পাড়ে, আমার ভাগেরটা কই!! শুনেছি, আল্লায় নাকি রেজেকদাতা, রেজেকের সাম্যটা কই!!

@উপরের সংলাপটা শুনেছিলাম এক পথ শিশুর মুখে। এ নিয়ে এটকা ছোট গল্প লিখেছিলাম এফবিতে। এখানেও পোস্ট দেবার ই্ছে আছে, কিন্তু প্রথম পাতা অনুমোতি তো এখনও পেলাম না।

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


১ম পাতায় গেলে ভালো হতো; এমনিতেই দিতে পারেন; ব্লগারদের বলবেন পড়তে; আমি পড়বো।

১২| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "সাহসী সন্তান" আপনার এই লেখাটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন; সেটা দেখেই এখানে এলাম । সত্যি বলতে কী, পোস্টটা পড়ে চোখে পানি এসে গেছে ।

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি কেমন আছেন?
আপনাকে অনেক মিস করি!

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


সাহসী ছেলের আসলে অনেক সাহস!

১৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

নাদিম আহসান তুহিন বলেছেন: ফাতেমা কত বড় হয়েছে এখন? ১২/১৩ বছর বয়সে আম পাড়তে দেখেছিলেন। আনুমানিক কত বছর আগের ঘটনা?

১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আম পাড়ার পর, ৪৯ বছর কেটে গেছে!

১৪| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মোটামুটি আছি । আশা করি আপনি ভালো আছেন ।
সত্যিই কি মিস করেন? তাহলে দেশে এলে ঠিকানা দিয়েন, চট্টগ্রামে গিয়ে দেখা করে আসুম নে!

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আমি জানাবো।

১৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:০২

সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


সামান্য কথা, জীবনের সামান্য অংশ

১৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, এটাই কি আপনার গল্পের শুরু, যে গল্পটি আপনি একদিন লেখার কথা বলে ছিলেন?

যা হোক, ফাতেমার জন্য মায়া হল আমারও, সুন্দর লিখেছেন। আপনি কেন যে শুধু খবর নিয়ে পড়ে থাকেন সেটাই বুঝি না!! ফাঁকেফাঁকে এমন গল্প পাওয়ার আশা করি আমি।

সুন্দর গল্প লেখেন আপনি।
শুভকামনা ফাতেমার জন্য। আপনার সহমর্মিতা দেখে মুগ্ধ হলাম ভাই।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হচ্ছে, এ সব ট্রাম্প ট্রুম্পকে বিদায় জানাবার সময় হয়েছে! আপনাকে যে গল্পটার কথা বলেছিলাম, সেটা এখনো শুরু করিনি; সেটা লেখার দরকার।

১৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৫১

নাদিম আহসান তুহিন বলেছেন: ঊনপঞ্চাশ বছর পর?!!!!?

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:

সেটাই ঘটলো

১৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার দাদা বাড়ীতেও একটি সুস্বাদু আমগাছ ছিল । এখন নেই । গল্প ভাল হয়েছে ।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলা এট দ্রুত বদলাচ্ছে যে, গাছও বাঁচতে পারছে না। এখন, বেকুবদের কারণে স্বাস্হ্যকর আমের সাথে কেমিক্যাল খেটে হচ্ছে!

১৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ, সেটা লেখা শুরু করেন। সেটাই ভালো।

আজকের গল্পটিও ভালো লিখেছেন। অনেক পুরনো স্মৃতি, অথচ কত প্রাণবন্ত করে তুলেছেন লেখনিতে। অনেক সুন্দর হয়েছে।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৪ ই জুন, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


অলরাইট, পাঠক তো ১জন পাওয়া গেলো, সময় হয়ে গেছে লেখার!

২০| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:১৪

উম্মে সায়মা বলেছেন: :|
চাঁদগাজী ভাই এই লেখা লিখেছেন?? খুব ভালো লাগল।

১৪ ই জুন, ২০১৭ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


ভাবলাম, শেখ হাসিনা ও বেগম জিয়াকে নিয়ে অনেক লিখলাম; এখন নিজকে ও পরিচিতদের নিয়ে লেখার সময় হয়েছে।

২১| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: হয়তো গল্প, হয়তো নিজের জীবনের কথাই।। যেটাই হোক ভাল লাগলো খুব।। শহরকেন্দ্রিক লোকদের গ্রামভিত্তিক এমন স্মৃতি না থেকে পারেই না।।

১৪ ই জুন, ২০১৭ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ছোট ঘটনা এটি; মনে হয় সময় হয়েছে, এরশাদ মেরশাদ'এর কথা বাদ দিয়ে নিজের কাছের লোকদের কথা বলার।

২২| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে আপনার স্মৃতিচারণ।

এত বছর পরও আপনাকে মনে রেখেছে ফাতেমা এটা খুবই অবাক ব্যাপার।

১৪ ই জুন, ২০১৭ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, কৈশোরের পরিচিত মানুষজন অনেক কিছুই মনে রাখেন।

২৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: জানা কথায় লোকের আগ্রহ তেমন থাকে না।।

১৪ ই জুন, ২০১৭ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ নতুনত্বের প্রতি আগ্রহী, সন্দেহ নেই। আপনি কিসের ব্যাপারে বলছেন?

২৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:২১

সচেতনহ্যাপী বলেছেন: রাজনৈতিক।। এরশাদ, হসিনা বা খালেদা।। আরও মেনন, মতিয়াদের ব্যাপারে।।

১৪ ই জুন, ২০১৭ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


বুঝেছি।

তবে, অনেকেরই তাদের ব্যাপারে পরিস্কার ধারণা নেই; বিশেষ করে, মেনন, মতিয়া,এরশাদ- রওশন ইত্যাদি যে কত বড় ধরণের অপদার্থ, তা অনেকে বুঝেন না

২৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জীবনের একটা বাস্তব চিত্র দারুণভাবে তুলে ধরেছেন। আপনার মতো করে ফাতেমাদের কথা সবার ভাবা উচিত। তবে আপনি সারা বিশ্বের সব ফাতেমাদের কথাই ভাবেন। আপনার অনুভুতির প্রতি বিনম্র শদ্ধা জানাই।

১৪ ই জুন, ২০১৭ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু না, আমরা সাধারন মানুষ; নিজেদের কথা বলতে চাই; আমাদেরও পৃথিবী আছে, আমরাই বিশ্বের চালিকা শক্তি।

২৬| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮

ওমেরা বলেছেন: হৃদয় ছোঁয়া লিখা তবে ভাবতেই অভাক লাগছে এটা চাঁদগাজী ভাইয়া লিখেছে !!

১৪ ই জুন, ২০১৭ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদদের কথা অনেক লিখলাম, এবার সাথীদের কথা বলার সময় হয়েছে।

২৭| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৬:৪৮

কলাবাগান১ বলেছেন: চাদগাজী স্টাইলে কমেন্ট:
কি লিখলেন?? প্লট মটের কোন আগা মাথা নাই.........




কিন্তু আসলেই অনেক ভাল লিখা।

১৪ ই জুন, ২০১৭ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি চেস্টা করি ব্লগারদের পোস্ট পড়তে; ফলে, কমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। আমার পোস্টে কঠিন কমেন্ট করলে, আমি বুঝার চেস্টা করি।

২৮| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে অনেক ভাল লাগল গাজী ভাই। মনের মধ্যে কিছুটা দুঃখ বোধও হল।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালোই হলো, রওশন মওশন নিয়ে আর ভাবছি না।

২৯| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:২১

জুন বলেছেন: চাঁদ্গাজী আপনার লেখার শিরোনাম দেখে কনফিউসড ছিলাম, ভেবেছি কোন রাজনৈতিক লেখা। আর রাজনীতির কূটকচালীতে হাফিয়ে ওঠায় ইচ্ছে করেই দেখিনি। কিন্ত গতরাতে যখন লগ আউট হয়ে গেছি তখন আপনার অনাবদ্য এই লেখাটি পড়লাম যার গভীরতায় মনে দাগ কেটে গেলো। ফাতেমাকে অবশ্যই একটা শাড়ি কিনে দিবেন আশা করি।
আমি বলবো না এখন থেকে আপনি স্মৃতিচারনেই ডুবে থাকুন । কারন আপনার রাজনৈতিক লেখাগুলোও অনেক যথেষ্ট ক্ষুরধার ও যুক্তিযুক্ত । আমার ইচ্ছে আপনি দুধরনের লেখাই সমন্তরালে চালিয়ে যাবেন।
+

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি ফাতেমার ব্যবস্হা করেছি; সাথে আরো কিছু মানুষের খোঁজ খবর রাখি; জীবন এ রকমই।
পোস্টটি আপনার মনে দাগ কেটেছে শুনে ভালো লাগলো।

৩০| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: এই জগতে এমন কিছু মানুষ থাকে যারা আজীবন মানুষ কে মনে রাখে, শত প্রতিকুলতার মাঝেও ভোলে না।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ সবকিছুই মনে রাখে; জীবন যখন কঠিন, তখন সবকিছুর মাঝে যোগসুত্র স্হাপন করা সম্ভব হয় না।

৩১| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৩২

রক বেনন বলেছেন: অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন আঙ্কেল। অনবদ্য ভালো লাগায় আছন্ন হলাম!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রত্যেকের নিজস্ব একটা ভুবন আছে, আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে নিয়মিত

৩২| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৩

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজী ভাই
আপনার কাটখোট্টা আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক লেখার বাহিরে গিয়ে এই ব্যাতিক্রমী লেখাটা হৃদয় স্পর্শ করে গেল খুবই ভাল লাগলো। ভাল থাকুন।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


নিজেদের কথা বলার সময় হয়েছে; অনেক সময়ই তো ওদের নিয়ে ব্যয় করলাম।

৩৩| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:০৯

আমি চির-দুরন্ত বলেছেন: অলরাউন্ডার চাঁদগাজী ভাই। তবে ট্রাম্প, ট্রুমপ নিয়েও পোস্ট করা চালিয়ে যাবেন আশা করি।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ইত্যাদিরা বিশ্বকে বিশালভাবে প্রভাবিত করে, এদেরকে বুঝতে হয়, এদের গতিবিধির উপর নজর রাখতে হয়।
আমি কোন রাউন্ডার নই, ব্লগিং ভালোবাসি, এটুকুই

৩৪| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুধু বললো,
-ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও।


আহা! বড় কষ্টের কথা। আপনার স্মৃতিচারণ পড়ে চোখ ভিজে গেল।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের সাথীদের বেশীরভাগকেই কস্ট করতে হয়েছে; আমরা তাদের জন্য প্রয়োজনীয় সব চেষ্টা করে দেখিনি।

৩৫| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: একদম অন্য রকম হৃদয় স্পর্শী লেখা,
আসলেই এখনও কিছু সমাজ আছে, যেখানে কিছু মানুষ আদৌ সুখী হতে পারে নি!!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে সামান্য কিছু মানুষ বাকী সবাইকে অসুখী করে রেখেছে

৩৬| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: তোামাদের এত আম, আমি ২টা আম পাড়ছি, তাতে তুমি ঘর থেকে বের হয়ে এসেছ! আম তুমি খাওগে।
আমি থামাতে চেস্টা করলাম, সে কেঁদে ফেললো; চলে গেলো ।


অনেক মন ছোঁয়া লেখা !!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


কৈশোরে মানুষ সবকিছুকে ভালোবাসে, বিশ্ব তখন অনেক সুন্দর

৩৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: আপনি কি এবার কাউকে কাপড় কিনে দিবেন?

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার ক্ষমতানুযায়ী আমাকে কিছুটা করতে হয় সব সময়।

৩৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১২

পারভেজ রশীদ বলেছেন: -না, সে পাগল ছিলো না, অন্য রকম ছিলো।

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


কাছের মানুষকে কেহ পাগল ভাবতে পারেন না।

৩৯| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া

ফাতেমার জন্য ভালোবাসা!

অনেক অনেক শুভকামনা তার জন্য!

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, ফাতেমারা একটু হলেও ভালো থাকবেন।

৪০| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:০৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মনটা খারাপ হয়ে গিয়েছিলো, এধরনের লিখা পড়লে মনটা ভাল রাখা যায়না। আমি গত কয়েকমাস শুধুমাত্র আপনার লিখাগুলিই অফলাইনে এসে পড়তাম। তাই এই লিখাটিও আগেই পড়েছিলাম।

১৮ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, জীবনটা এতটুকু

৪১| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:১৪

পলক শাহরিয়ার বলেছেন: ফাতেমারা ভাল থাকুক। পঁচে যাওয়া রাজনীতির গল্প ছেড়ে বিষাদময় এক মন খারাপ করা গল্প বলেছেন। ভাল লাগলো বলতে পারছিনা। হৃদয়ে দাগ কেটে যাওয়া খারাপ লাগা গল্প।

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি নিজেই হয়তো রাজনৈতিক পোস্ট থেকে কিছুটা বিরতি নিলাম।

৪২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষজন অনেক কষ্টে আছেন।

৪৩| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই দারুন লেখনির হাত রেখে কিসব লিখে সশয় নষ্ট করছেন?
ডঃ এম এ আলীর সােথ হাজার বার সহমত।
মন খূলে লিখুন।

কথা শিল্পীর বড্ড অভাব আজ!

+++++++

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আসলেই, চেস্টা করে দেখতে হবে; জেনারেশনের প্রভাবশালী ব্লগারেরা উৎসাহিত করেছেন আমাকে

৪৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:০৭

কানিজ রিনা বলেছেন: দুই বুড়ো বুড়ির দেখা হোল, আঃ চান্দুর প্রেম
জেনে গেছি। কথা ছিল দেখা হোল দুজনার।
প্রেম একবার এসেছিল নিরবে চান্দুর দোয়ারের
প্রান্তে।
বড় ভাবী খবর দিয়েছিল ফাতেমার দারুন।
সেই সাথে সাঁকোটা ভিষন সুন্দর। তয় শাড়িটা
পড়িয়ে ছবি একটা দিলে বেশী ভাল হোত।
আন্নে ওই বাড়িতে ফাতেমার প্রেম। ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


স্কুল কলেজে পড়ার সময়, সব মেয়ের প্রতি তরুণদের একটা প্রবল টান থাকে।

৪৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

রাসেল ০০৭ বলেছেন: চাঁদ গাজীও একটু অন্যরকম মানুষ । দশজনের মত গতানুগতিক নন।

গল্পটা পড়ে চোখ ঝাপসা হয়ে গেলো কেন বুঝলামনা!

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার কোমল একটি হৃদয় আছে।

৪৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

মলাসইলমুইনা বলেছেন: কে যেন আপনার এই লেখাটা সম্পর্কে বলেছিলো ইটা তার পড়া ব্লগের অন্যতম সেরা পোস্ট | পড়ার পর মনে হলো এই কথাটার সাথে আরো অনেক কিছু যোগ করে দেয়া যায় সহজেই | কিন্তু সেটা করছি না | ওই একই কথা আমিও আরেকবার বলতে চাই আমার গত তিনমাসের অল্প কিছু বেশি সময়ে ব্লগে পড়া অন্যতম সেরা লেখা এটা | আরো অনেক দিন পরেও হয়তো এমনি বলবো | আপনি এরকম আরো লিখুন | এই লেখাটাকে দশে দশ দিলে আপনার রাজনীতি নিয়ে লেখাগুলোকে (যেগুলোকে সবাই আপনার সিগনেচার লেখা বলে ব্লগে) এর তুলনায় আমি কিন্তু অনেক কম নাম্বার দেব | ভালো থাকবেন |

২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

আমি আবার পড়ে দেখলাম।

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনি শিল্পি! শব্দদিয়ে ছবি আকার বিরল ক্ষমতা আছে আপনার!

গল্পে হাত দিয়ে দেখতে পারেন! কিছু একটা হবে হয়তো!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



তাই? চেষ্টা করতে হবে তা'হলে, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.