নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রোজার ঈদে দুরের গ্রামে বাড়ী যাওয়া সঠিক নয়, বেকুবী মাত্র!

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:১৬



কারণ, এক সংগে এত সাধারণ মানুষের দুরের গ্রামে যাওয়ার মত নিরাপদ 'ইনফ্রাস্ট্রাকচার' দেশে তৈরি হয়নি; তৈরি হয়েছে ধনীদের বাড়ী যাওয়ার মতো এয়ার লাইনস, হাইওয়ে, দামী লন্চ, ট্রেনে বিসার্ভ। সাধারণ মানুষেরা নিরাপদে গ্রামে যেতে হলে নিরাপদ সময়ে যাওয়া উচিত। পুরানো ছোট লন্চ, পুরানো বাস, ওভারলোডেড ট্রেনে বাড়ী যাওয়া মানে জীবনের ঝুঁকি নেয়া , এই ঈদে কিছু মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে; ঈদের সময়, আনন্দের সময়; এ সময় জীবনের ঝুঁকি নেয়া সঠিক নয়; কোন ফেমেলী ক্রাইসিসে হয়তো ঝুঁকি নেয়া যায়, আনন্দ করার জন্য ঝুঁকি নেয়া বেকুবী।

সরকার যেভাবে রোজার ঈদে 'লম্বা বোনাস' ছুটি দেয়, এতে মানুষ গ্রামের পরিবারের সাথে দেখা করার সুযোগ পায়, এগুলো বার্ষিক ছুটির অংশ নয়, এগুলো "বোনাস ছুটি"; আসলে, এট লম্বা ধর্মীয় ছুটি দেয়া, অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি অন্যায়; 'ঈদের সময়ের লম্বা ছুটির' দিন গুলো 'বার্ষিক ছুটিতে যোগ করা হোক', ঈদের জন্য মাত্র ১ থেকে ২ দিন ছুটি দেয়া হোক; এতে মানুষ ঈদের সময়ে বাড়ী না গিয়ে, পরে সুযোগ মতো পরিবার নিয়ে গ্রামের বাড়ীতে যেতে পারবেন।

সরকার জানে যে, এত মানুষ গ্রামে যাবার মতো নিরাপদ ট্রেন, বাস ও লন্চ নেই; তা'হলে ঈদে এট লম্বা ছুটি দেয়া অন্যায়; বোনাস ছুটি পেলে মানুষ দুরে যাবেই; তদুপরি, ঈদের ছুটিতে গিয়ে কয়েকদিন বেশীও থাকার সুযোগ করে নেয় সব সরকারী চাকুরে। সরকারী চাকুরেদের মাঝেও শতকরা ৪০ ভাগ ঝুঁকি নিয়ে বাড়ী যান।

কোরবানী ঈদে মানুষ পরিবারের সাথে কোরবান করতে চায়; এই ঈদে হয়তো মানুষ বেশী বাড়ী যেতে চাইবে; এইসময় মানুষকে লম্বা ছুটি ব্যবহার করতে বাধ্য করা উচিত, ও যানবাহন নিয়ন্ত্রণ করা উচিত যাতে কোনভাবেই ওভার লোডিং করতে না পারে, মানুষ যেন একসংগে না গিয়ে, ক্রমান্বয়ে বাড়ী যেতে পারে; মানুষের হাতে লম্বা ছুটি থাকলে সবাই এক সময়ে যেতে চাইবে না।

কোরবানীও যাতে মানুষ নিজের কর্মস্হলে করতে পারে তার ব্যবস্হা করাও সম্ভব; পরিবারের সাথে কোরবানী না করে, যাতে শহরে অন্যদের সাথে কোরবাণী করতে পারে, সেটার উদ্যোগ নেয়া খুবই সহজ হবে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: বাংলাদেশীরা বেকুব তা আপনি এতদিন পর বুঝলেন?

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কোনভাবেই নিজের বেকুবী থেকে বের হতে পারছে না!

২| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: এরা বেকুব না হলে এদর দেশের এই অবস্থা হয়?

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


দেশের অবস্হা দেখলেই বুঝা যায় যে, মানুষের বুদ্ধি কম।

৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২১

বিজন রয় বলেছেন: আমার প্রশ্ন, এরা বুদ্ধিমান হলো কবে???

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশীরা আজও বুদ্ধির পরিচয় দেয়নি

৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৭

বর্ষন হোমস বলেছেন:
ঈদে বাড়িতে যাওয়ার সময় আসলেই রিস্ক নিয়ে যেতে হয়।ওবাইদুল কাদের বলেছে ঈদে এক্সট্রা ১০০০ BRTC বাস নামাবে।তবে বাস গুলো রাস্তায় চলার জন্য পুরোপুরি ফিট নয়।পুরোনো বাস মেরামত করে রাস্তায় নামিয়ে দিবে।ফলে কোন লাভই। হচ্ছে না।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের সাহেব কিছুদিন খই ফুটায়েছে; কাজের বেলায় ঠন ঠন।

৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আপনার সাথে কিছুটা এক মত।।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


রোজার ঈদের ছুটি কমায়ে, ঐদিন গুলোকে বার্ষিক ছুটিতে যোগ করা উছিত।

৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১৫

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: সহজ সমাধান হলো ডিসেন্ট্রালাইজ করা। সারা বাংলাদেশের সব কিছু এই এক ঢাকাতেই হতে হবে কেন? সরকারি বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে বিভাগীয় শহরে বন্টন করে দিক। গামেন্টসগুলো ঢাকার বাইরে পাঠায়া দিক। ঢাকার উপর থেকে চাপ কমবে এবং ৮০% সমস্যা সমাধান হয়ে যাবে। উচ্চ শিক্ষিা, ভালো চিকিৎসা থেকে শুরু করে চাকরি বাকরির জন্যও ঢাকায় দৌড়াইতে হয়....

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


সেই ধরণের পদক্ষেপ নেয়ার মতো লোক সরকারে নেই

৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

আল ইফরান বলেছেন: ক্লাশে ছাত্র-ছাত্রীদের প্রায়ই এই কথা বলি যে আমাদের মত গরীব (প্লাস বেকুব) দেশের লোকজনের জন্য ৭-১০ দিনের ছুটির দরকার নাই। আগে পরে মিলিয়ে ৩ দিন অনেক ছুটি। বলার ফলাফল এই যে স্টুডেন্টরা ভাবে স্যারে নাস্তিকতার খাতায় নাম উঠাইছে।
এই দেশের জনগণের প্রোডাক্টিভিটির কথা চিন্তা করেও এটলিস্ট এই প্রহসনমূলক ছুটি কমিয়ে দেয়া হোক। দেশ মোটামুটি ভাবে দিন পনেরোর জন্য অচল এই ছুটিতে।

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


মুহিত সাহেব, কি একটা কামাল পামাল, ওবায়দুল কাদের দেশ চলালে উহা দেশ থাকে না, উহা কলোনীতে পরিণত হয়।

৮| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: সরকার দেশের সাধারন মানুষের কথা শুনে না। তাদের বুদ্ধিতে যা কুলায় তারা তাই করে।

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের চেস্টায় চলছে।

৯| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পরামর্শ হয়েছে এবার পোষ্টে। ভালো লাগলো পড়ে।

তবে ছুটি কমানোর কথা বললে চাকরিজীবীরা মাইণ্ড করবো ভাই!!!

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


ঈদের ছুটির বাড়তি দিন গুলো যদি বার্ষিক ছুটিতে যোগ করে দেয়া হয়, সবাই উপকৃত হবে।

১০| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৫২

তাতিয়ানা পোর্ট বলেছেন: Apni valo post gulo delete koren keno.

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি কিছু অন্য রকম পোস্ট দেই, যাতে অন্যেরা সেই ধরণের কিছু দেয়ার কথা ভাবেন।

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগ এলাকায়, মানুষের জীবন ও ছাত্রদের নিয়ে পোস্ট দিন

১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮

তাতিয়ানা পোর্ট বলেছেন: Shegulo delete koren keno?

Student der niye ki post?

I have a very different experience than most people.

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


ছাত্রদের আপনি যেভাবে দেখেছেন, আপনার দৃস্টিকোণ থেকে লিখতে পারেন।

১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৩৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন।এটি ঠিক যে,ঈদে যদি বাড়ি যেতেই হয় একপ্রকার ঝঁুকি নিয়েই যেতে হয়।তাছাড়া রাস্তাঘাট এবং চলাচলের পর্যাপ্ত সুবিধা না থাকায় বাড়তি ভোগান্তি।তবে,বাঙালী বেকুব।সেই সঙে আবেগপ্রবণও।তাই ঈদে স্বজনদের সাথে দেখা করার আবেগটা ধরে রাখতে পারে না হয়ত।

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


অল্প সময়ের ব্যবধানে ২ বার জীবনের ঝুঁকি নেয়া সত্যই বেকুবীর চিহ্ন।

১৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:০৩

ওমেরা বলেছেন: আত্বীয় স্বজন ,মা বাব, ভাই বোনদের সাথে ঈদ করা কত যে আনন্দে তাই ।

২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


কিন্ত মানুষ তো সেই যাতায়ত গড়ে তোলেনি; প্রতি ঈদে যেই পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে, যেই পরিমাণ মানুষ পংগু হচ্ছে, এটা অপরাধের পর্যায়ে আছে কয়েক যুগ ধরে।

১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:৪০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই পোস্টটা যৌক্তিক, তবে বাংলাদেশের বর্তমান ধর্মিয় বাস্তবতায় সম্ভব নয়। আপনি যেভাবে বললেন বার্ষিক ছুটির সাথে মিলিয়ে দেয়া, সেটা কাজীর কেতাবেই থাকবে গোয়াালে আর উঠবে না। বার্ষিক ছুটির সাথে দিলে সরকারী কর্মচারিরা পাবে ঠিকই, কিন্তু বেসরকারী কর্মচারিরা পুরোটাই হারোবে। বরং ছুটি বাড়ানোর যে প্রস্তাব আমি তার পক্ষে। কারন এমনিতেই প্রায় ১০ দিন সব ক্লোজ থাকে প্রলম্বিত ছুটির কারনে, তাই তাকে একটা নিয়মে এনে ৫-৬ দিন করা যায়। মানুষ যে কষ্ট করে তার অরিজিনে যায় কোন অভিযোগ ছাড়াই, তার পর তার মুখে যে প্রশান্তি দেখি তা বাৎসরিক ছুটি একমাস দিলেও হবে না। আর্থিক বাস্তবতায়, মধ্যবিত্ত থেকে নিন্মবিত্তের সিংহভাগই নিজের পরিবার পরিজন গ্রামে ফেলে শহরে আসে কাজ করতে। সেই মানুষটাই ধর্মীয় ছুটি ঈদ উপলক্ষে গ্রামে যায় তাকে ঠেকিয়ে দেয়া কোনমতেই ঠিক হবে না। উন্নত বিশ্বের জন্য যেটা সত্যি তা বাংলাদেশের বাস্তবতায় সত্যি নাও হতে পারে। পুর্নাঙ্গ শিক্ষা ও পুর্ণাঙ্গ আর্থিক সক্ষমতা মানুষকে যৌক্তিক আচরন করতে শেখায়, যেটা এখনই এখানে অসম্ভব............

২৪ শে জুন, ২০১৭ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


যেহেতু সরকার নিরাপদ যাতায়াত ব্যবস্হা গড়েনি; প্রাণ হাতে নিয়ে ৩ মাসের ভেতর ২ বার যাতায়ত করা নির্বুদ্ধিতার পরিচয়।

বেসরকারীরা ছুটিগুলো দেবে না, সেগুলো আরেক বদের হাড্ডি; তবে, সরকার যদি ব্যবস্হা নিতো সবই ঘটতো; দেশের মগজহীনরা সবাই সরকারী চাকুরী পেয়ে গেছে; কোন কিছুতে বুদ্ধমত্তার চাপ নেই।

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:১০

স্বতু সাঁই বলেছেন: স্বাধীন রাষ্ট্রে ভিন দেশীয় উৎসব সংস্কৃতি বন্ধ করে দেওয়া উচিত।

১৬| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫০

ধ্রুবক আলো বলেছেন: প্রতি বার দুর্ঘটনা হওয়ার পরেও মানুষের মনে সচেতনতা জাগে না।

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


কিছু বিষয়ের উপর মানুষের কন্ট্রোল নেই; ৮/১০ দিন বোনাস ছুটি পেলে, মানুষ সেটাকে কাজে লাগাতে চায়, গ্রামের বাড়ীতে যেতে চায় "একসংগে"; কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার নেই।

১৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




আমাদের এই অভাগা জীবনে এর চে' বেশী আনন্দ আর কি আছে ? যতো ঝুঁকিই থাকুক না কেন, যতো বেকুবিই হোক না কেন
এমনি গাদাগাদি করে ঈদের আনন্দ পাওয়ার জুড়ি নেই .................

২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


বছরে ২টি উৎসবে মানুষ বাড়ী যাবার মত যাতায়াত গড়ে তুলতে পারেনি জাতি ৪৭ বছরে; এটা ভয়ংকর অসফলতার কথা; মানুষকে প্রাণ দিতে হচ্ছে অব্যবস্হার কারণে।

১৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি প্রায় ঈদ কর্মস্থলেই করেছি। তবে মজাটজা কিছু পাইনি। গতবার গ্রামে গিয়ে ঈদ করে দেখি এর মজাই আলাদা। অবশ্য সেই মজাটা পেয়েছিলাম অনেকটাকা খরচের বিনিময়ে। তথাপি মজার কারণে খরচের কথা মাথায় আসেনি। যারা প্রবাসে ঈদ করে তাদের ঈদও হয়ত নিরামিষ হয়। এ ভাবেই এক দিন স্বল্পকালিন জীবনের ইতি ঘটে।

২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


পরিবারের সাথে ঈদ উৎসবে পরিণত হয়; মানুষের বাড়ী যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্হা গড়ে তোলার দরকার ছিলো; কিন্তু সেটা তো সরকার বা মানুষ ভাবছে না। যেই কয়জন ঈদের সময় প্রাণ হারাচ্ছেন, তাদের পরিবারের অবস্হা কি হচ্ছে?

১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

সাহাবুব আলম বলেছেন: হয়তো

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


যেজন পংগু হবেন, সে এই ভুলের মাসুল দেবে।

২০| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮

আশরাফুল করিম খান বলেছেন: মূল প্রসংগে যাব না, তবে একটি লাইন পছন্দ হয়েছে,
দেশের মগজহীনরা সবাই সরকারী চাকুরী পেয়ে গেছে; কোন কিছুতে বুদ্ধমত্তার চাপ নেই।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


অথবা সরকারী চাকুরী পেলে, মাথা কাজ করা বন্ধ করে দেয়।

২১| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৪২

আশরাফুল করিম খান বলেছেন: ..... বছরে ২টি উৎসবে মানুষ বাড়ী যাবার মত যাতায়াত গড়ে তুলতে পারেনি জাতি ৪৭ বছরে; এটা ভয়ংকর অসফলতার কথা; মানুষকে প্রাণ দিতে হচ্ছে অব্যবস্হার কারণে।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


এত সম্পদের দেশ সোমালিয়ানদের দিলে, তারা আমাদের থেকে ভালো থাকতো

২২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: ফইন্নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.