নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার মাকে খুঁজতে যাচ্ছি

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২



জালাল ড্রাইবার, চট্টগ্রামের একটি ট্টাকিং কোম্পানীতে কাজ করেন, পোর্ট থেকে মালামাল নিয়ে দেশের সব এলাকায়ই যাচ্ছেন গত পঁচিশ বছর; আজ রাতে যাচ্ছেন গাজিপুর, বড় এয়ার কন্ডিশানিং ইউনিট নিয়ে যাচ্ছেন; রওয়ানা হওয়ার আগে, বাসায় এসেছেন; বাসা পোর্টের কাছে, নিমতলায়; ট্রিপে রওয়ানা দেন সাধারণত রাতে, বাসা থেকে খেয়ে, স্ত্রীকে টাকা পয়সা বুঝায়ে দিয়ে, ছেলেমেয়ের সাথে কথা বলে রওয়ানা দেন তিনি; তিনি জানেন ড্রাইভিং'এ ঝুঁকি আছে, যাওয়ার আগে পরিবারের সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান; ছেলেটা কলেজে প্রথম বর্ষে, মেয়েটা দশম শ্রেণীতে; জালাল ছেলেমেয়ের পড়ালেখার ব্যাপারে খুবই হুশিয়ার; নিজে দারিদ্রতার কারণে পড়তে পারেননি, অল্প বয়সে আয় করতে হয়েছে। ট্রাক বাসার সামনের রাস্তায়, আজকে এসিস্টেন্ট হিসেবে নিয়েছেন আসিফকে; আসিফ ট্রাক পাহারা দিচ্ছে।

রাত ৯টায় রওয়ানা হলেন ঢাকার দিকে; রওয়ানা হওয়ার আগে নিজে চাকা ও ইন্জিনটা দেখলেন; আসিফ মালামাল চেক করে দেখলো। রাত সাড়ে বারোটায় কুমিল্লা পৌঁছলো ট্রাক; আসিফ খেতে গেলো, ২০ মিনিট সময় দিলেন জালাল; নিজে ট্রাকের পাশে দাঁড়িয়ে পাহারা দিলেন। আসিফ খেয়ে আসার পর, আবারো রুটিন মাফিক চাকা ও ইন্জিন চেক করলেন জালাল; আসিফকে উপরে উঠে মালামাল দেখতে বললেন।
-ওস্তাদ, আপনার এত বড় এয়ার কন্ডিশানের বাক্স কি কেহ নিতে পারবে? আসিফ এই বাড়তি হুশিয়ারীটুকুকে অপ্রয়োজনীয় মনে করে।
-আসিফ, দায়িত্ব ঠিক মতো পালন করো, এটাই চাকুরী, আমরা নিরাপদ থাকবো; টর্চ দিয়ে সবকিছু ভালো করে দেখ।

আসিফ ইন্জিনের পাশ দিয়ে উপরে উঠলো; একটু পরে লাফ দিয়ে নেমে এলো; বললো,
-ওস্তাদ, আপনার এক মেহমান কাঁথা বিছায়ে, মাথা ঢেকে ঘুমাচ্ছে।
জালাল উপরে উঠে, টর্চ দিয়ে দেখলো, মেয়ে একটা ছাদর দিয়ে মুখ ঢেকে কাথার উপর শুয়ে আছে।
-এই মেয়ে উঠে বস, বললেন জালাল। মেয়ে ঘুমাচ্ছে বলে মনে হলো না, কিন্তু সে নড়লো না।
-এই মেয়ে উঠ! এবার মেয়ে উঠে বসলো; জালাল হতবাক, পাশের বাসার ইন্জিনিয়ার সাহেবের চাকরাণী, জোবায়দা; ১৩/১৪ বছরের মেয়ে; দীর্ঘদিন ইন্জিনিয়ারের বাসায় আছে; মাঝে মাঝে জালালের বউ'এর কাছে আসে, জালালের মেয়ের ফুট-ফরমায়েশ ধরে, দোকানে পাঠায় এটা সেটা কিনে আনার জন্য; জালালকে চাচা ডাকে।
-তুই কোথায় যাচ্ছিস মেয়ে? জালাল প্রশ্ন করলেন।
-আমি ঢাকা যাবো; আমার মাকে খুঁজতে যাচ্ছি! মেয়ে উত্তর দিলো।
তুই পালায়ে যাচ্ছিস? ইন্জিনিয়ার সাবদের বলে এসেছিস?
-না।
-ঢাকা যেতে হলে আমাকে বলিস নাই কেন?
-আপনি হয়তো নিতেন না।
-ঠিক আছে, উঠ, সামনে আয়, কাঁথা এখানে থাক, তুই সামনে কেবিনে আয়। আসিফ, কাকু তুমি এখানে থাক।
-কাকু, আমাকে শাস্তি দিলেন? আসিফ বললো।
-কাকু, ট্রাক ছাড়ার আগে তুমি উপরে চেক করেছিলা, মনে আছে?

মেয়ে গায়ের চাদরটা ও ছোট একটা পুটলি নিয়ে কেবিনে এসে বসলো।
ট্রাক চলছে; জালাল জোবায়দাকে প্রশ্ন করলো, "তোর মা ঢাকায় কোথায় থাকে?
-আমি জানি না।
-তুই ইন্জিনিয়ার সাহেবের বাসায় কত বছর?
-ঠিক জানি না, চাচিমা বলেছেন, ৫ বছরের মতো হবে।
-পাঁচ বছরে তোর মায়ের সাথে দেখা হয়েছিল?
-না।
-তোর মায়ের সাথে কোন যোগাযোগ হয়েছিল এই ৫ বছরে?
-না।
-তোর মার নাম কি?
-আমি মায়ের নাম জানি না, সবাই জোবায়দার মা ডাকে।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জালাল তো ভারি বিপদে পড়লো; এত বড় শহরে জোবায়দার মাকে কোথায় পাবে সে?

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমিও জানি না, তাই আর লিখছি না।

২| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ বছর যে‌তে না দেয়া অমান‌বিক...

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আমার জানা মতো দিনাজপুরের একটি চাকরাণী মেয়ে, ঢাকাতে তার মাকে কোনদিন আর খুঁজে পায়নি।

৩| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোবাইল আসার আ‌গের ঘটনা?

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


দিনাজপুরের মেয়ে হারিয়ে গিয়েছিল '৭৪ সালের দুর্ভিক্ষে, এক বাসায় চাকরাণী হিসেবে দিয়ে গিয়েছিল এক মহিলা; তার মা'কে সে খুঁজে পায়নি; একটি পরিবার তাকে দিনাজপুর ফেরত নিয়েছিল ঢাকা থেকে, বিয়ে দিয়েছিল; পরে, মেয়ে নিজ মামাকে খুঁজে পেয়েছিল।

৪| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গল্পের ধরণ তো চমৎকার সাজান আপনি। খুব ভালো লাগা রইল গল্পে, তবে জোবায়দা মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। দোআ রইল তার মা'কে ফিরে পাক সে।
জালাল ড্রাইবারের দায়িত্ববোধ দেখে মুগ্ধ রইলাম।

শুভকামনা রইল গল্পে

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


পরীক্ষামুলক পোস্ট

৫| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: হুম খুব কষ্টকর ঘটনা।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


প্লট আছে, তা'হলে?

৬| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ওমেরা বলেছেন: সত্যি ঘটনা দিয়ে গল্প সুন্দর হয়েছে ভাইয়া । ভাইয়া আপনার নতুন নতুন রূপে আর্বিভাব ভাল লাগছে । অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


নিজকে পরীক্ষা করছি

৭| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

কানিজ রিনা বলেছেন: জোনায়দারা মাকে খুজে পায়না হয়ত বাবার
নামটাও জানেনা। কত জোবায়দা বাবা হাড়ায়
মাকেও। বাবা থেকেও নেই বাবা আস্তে আস্তে
নামটাও উচ্চারন করেনা।
আমার পাশের বাড়ির কাজের মেয়ে মামা মামীকে চিনে বাবা মার কথা মনে নাই।
স্বামী পরিত্যক্ত মা অন্য জায়গায় বিয়ে হয়েছিল সেখানেই আত্বহত্যা করেছে। ধন্যবাদ,

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজ এত অদক্ষ যে, এসব সমস্যার সৃস্টি করেছে নিজেরা।

৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: শেষ হয়েও, শেষ হলো না।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


অবস্হা বুঝতে চাচ্ছি

৯| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: লেখা খুব ভালো লাগলো।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


দেখি, আমি যেসব মানষের কথা ভাবি, তাদের জীবনকে প্রকাশ করতে পারি কিনা

১০| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হার্ট টাচিং স্টোরি। আপনার স্বাভাবিক লেখালেখির বাইরে গিয়ে একটা হৃদয়গ্রাহী গল্প লিখেছেন।

ধন্যবাদ ভাই চাঁদগাজী।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি হলেন লেখক মানুষ।
আমি একটু হালকা হতে চেস্টা করছি

১১| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাগুলি দারুন হচ্ছে।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


তাই, ভালো হলো; শেখ হাসিনা, বেগম জিয়া, ড: এমাজুদ্দিন সাহেব একটু শান্তিতে থাকুক কিছু সময়।

১২| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: ছোট গল্প বেশ ভাল ই উপভোগ করলাম।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


আলরাইট, এদিকে এলাকায় প্রবেশের চেস্টা করবো

১৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!
কথা শিল্পী চাঁদগাজী সাহেব কে :)

ভাল লাগল যদিও শেষ হয়নি.....সিরিজ করছেন কি?

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


এটাতে আরো কিছুটা যোগ করবো।
আপনি উৎসাহিত করছেন, ভালো হলো; তবে আমার দৌঁড় সীমিত!

১৪| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় অসাধারণ।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


অলরাইট, দায়িত্ব বাড়িয়ে দিচ্ছেন?

১৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:০২

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আরো চেস্টা করবো; ভয় টয় করছেন নাতো?

১৬| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: এটা কি লিখলেন?

গল্প?

২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


উপন্যাসের বীজ বপন করেছি!

১৭| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: স্যাম্পলেই বাজিমাত করেছেন, মন থেকে বলছি।
সামনের জন্য শুভ প্রত্যাশা নিরন্তর।

২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আগামী বই মেলায় বই বের করতে হবে, আপনি ৯০ টাকা আলাদা করে রেখে দেন এখন থেকে।

১৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এক্সপেরিমেন্ট ?

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:

এক্সপেরিমেন্ট

১৯| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:২২

তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ লেখেন আপনি, যেখানে যা লাগে তাই দিয়া। মুগ্ধতা রইল গল্পে

এভাবেই চলুক ফাঁকেফাঁকে ।

২৮ শে জুন, ২০১৭ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু না, চেস্টা করছি; আগামী বই মেলায় বই বের করতে হবে, অবস্হা বুঝার চেস্টা করছি

২০| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫১

শূন্য-০ বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল গল্প লেখনিতে।
অনেক বড় মাপের লেখক আপনি, আমি নিশ্চিত হয়েই বলতে পারি।
আপনার দুটি গল্প আমি পড়েছি, দুটোই চমৎকার হয়েছে। আপনি হৃদয়ে বেঁধে দেন কথামালা।

নিরন্তর অবিচল থাকুন।

২৮ শে জুন, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি তো ভাবনায় ফেলে দিলেন; এখন লিখতে ভয় পাবো।

২১| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৪৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল চাঁদগাজী ভাই। রাজনীতি থেকে বের হয়ে আপনার এসব জীবনের গল্প বেশ ভালো হয়।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


আমি চেষ্টা করছি; বই মেলায় বই বের করার দরকার; দিন ১ টাকা করে একটা যায়গায় রাখুন, আপনাদের কাছে বই পাঠাবো

২২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৪৭

স্বতু সাঁই বলেছেন: শুধু একটু গড়বড় মনে হচ্ছে। চট্টগ্রাম থেকে কুমিল্লা দুই ঘন্টায় ট্রাক পৌঁছানো কিছুটা আশ্চর্যজনক! এছাড়া সবাই সব বলে দিয়েছে।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


আমি তো অনুমান করেছি, আসলে কেমন সময় লাগতে পারে, রাত ৯টার পর? ৯০ মাইল হাইওয়ে দুরত্ব, গড়ে ৪৫ মাইল ঘন্টায়

২৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:১২

স্বতু সাঁই বলেছেন: আমি কয়েকবার রাতে ট্রাকে জার্নি করেছি। তাতে দেখেছি ওরা কিছুক্ষন পর পর চা বিরতি নেয়। এছাড়া ত্রিশ উর্ধ্বে পয়ত্রিশের উপর তারা লোডেড গাড়ীর স্প্রীড তোলে না। সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগার কথা। মীরেরসরাই, ফেনির মহিপাল এবং চৌদ্দগ্রাম তো চা বিরতিতে রাখার কথা।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


ওকে, ধন্যবাদ; বদলায়ে দিচ্ছি!

২৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:২৭

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা ঠিকাছে চাঁদগাজী ভাই। এখন থেকে আপনার বই কেনার জন্য টাকা জমানো শুরু করব। :) আপনি জলদি বই বের করে ফেলেন। আমরা পাশে আছি।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ব্লগারদের উপর আমার আস্হা আছে।

২৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৩৩

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো জালাল জোবায়দার কাহিনি, জালাল মিয়া যেমন দায়িত্ববোধ দেখিয়ে মুগ্ধ করলো, তেমনি জোবায়দা তেমনি গল্পটিকে সামনে যাওয়ার কেন্দ্রবিন্দু হয়ে মুগ্ধ করলো, পরের পর্ব কবে দিবেন, প্রত্যাশা প্রতিদিন।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


পরের পর্ব ২/১ দিনের লেখার চেস্টা করবো। ব্লগারদের আগ্রহ দেখে উৎসাহিত হচ্ছি।

২৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৪৬

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুশিখুশি লাগছে দ্রুত জোবায়দা সম্পর্কিত সামনের কাহিনী শুনতে পারবো সেজন্য

শুভকামনা আপনার জন্য।

২৮ শে জুন, ২০১৭ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার আগ্রহ আমার জন্য অনুপ্রেরণা

২৭| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:২৭

ডার্ক ম্যান বলেছেন: রাজনৈতিক পোস্ট গুলো আপনার জন্য মানানসই ।

২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


আজকের পৃথিবীতে সবকিছুই রাজনীতির সাথে যুক্ত।

২৮| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৯

blogermassud বলেছেন: ভালো হয়েছে মনে হচ্ছে।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


প্লট নতুন মনে হয়েছে, নাকি আগে এ ধরণের কিছু চোখে পড়েছে?

২৯| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:১৩

আল ইফরান বলেছেন: চাদগাজী ভাই (না কি চাচা), আপনাকে পলিটিক্যাল লেখাতেই ভালো মানায়।
এর আগের অটোবায়োগ্রাফি ক্যাটাগরির লেখাটাও ভালো ছিলো।
একেবারেই ব্যক্তিগত অভিমত, এই ধরনের লেখার বহুত লেখক আছেন কিন্তু সত্য কে সত্য বলার সাহসী লোকের খুব অভাব এই দেশে।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক পর্যবেক্ষণ করে যাচ্ছি, এদিক সেদিক একটু দেখছি।

৩০| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: এরকম অনেক দৃশ্যই প্রায় দেখা যায়!!

লেখাটা বেশ মর্ম স্পর্শী ভালো লাগলো ভাই।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের অথর্ব সমাজ, বিশৃংখল অর্থনীতি ও অলস বউদের জগতে চাকরাণীরা সংসার চালাচ্ছে

৩১| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪২

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


ইয়াবা ইয়াবা ব্লগার বন্ধু, ধন্যবাদ

৩২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল, ইদানীং অন্যধাচের লেখাও পাচ্ছি।

শুভকামনা নিরন্তর।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


সমাজের সাধারণ মানুষকে গল্পে আনার সামান্য প্রচেস্টা

৩৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনার সাথে দেখা করতে ইচ্ছুক। আপনি কি আগ্রাবাদের আশেপাশে থাকেন

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ দেখা হবে এক সময়; এই মহুর্তে কাজ উপলক্ষে দেশের বাহিরে; দেশে ফিরলে চেস্টা করবো।

৩৪| ২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: অদ্ভুত সুন্দর লিখেছেন , পড়লে মনে হয় এই লোক কি জীবনে কোনো অলীক কল্পনার গল্প লিখছেন!!!! তিনি তো শুধু নীজ সরলতায় কঠীন বাস্তবকে টেনে নিয়ে গেছেন ভাষার তুলিতে বৈচিত্রময়তায় দিকে ।
সাবলিল...আন্তরিক...সত্য...বাস্তবতা...সম্পর্কের বিবর্তন,……শিকড়ের সন্ধানের আকুলতা……… ...প্রকৃতি...বর্নণা..., সমাজের অবহেলিত মানুষদের মনের গহীন কথা কি নেই এই গল্পের বাক্য গুলোতে ।

এ প্রসঙ্গে মনে পরে যায় বাংলার সদ্য প্রয়াত সব্যসাচী লেখক , কবি ও সাহিত্যিক সৈয়দ সামসুল হকের কথা । তিনি অতি পারদর্শী ছিলেন খুব ছোট গল্প লেখাতে , যাকে বলা হতো সৈয়দ সামসুল হকের ‘’চোঙ্গা গল্প’’ । যদি তার সম্পর্কে বিশেষ জানা না থাকে তাহলে নীচের লিংক হতে দেখে নিতে পারেন তাকে নিয়ে বিবিসি বাংলা হতে প্রকাশিত কিছু কথা । সৈয়দ হক: তার বৈচিত্রময় জীবন ও লেখা

সৈয়দ সামসুল হকের বিখ্যাত কবিতা পরানের গহীন ভিতর এই কাব্যসম্ভারটি পাঠ করতে পারেন লিংক ফলো করে ।

আগামী বই মেলায় আপনার প্রকাশিতব্য বইটি দেখার জন্য অধীর আগ্রহে থাকলাম ।

অনেক অনেক শুভকামনা রইল

২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, কিছু নিয়ে ব্যস্ত আছেন? আমি কিছু রাজনৈতিক পর্যবেক্ষণকে বই আকারে প্রকাশ করার কথা ভাবছিলম; ২/১ জন বলছেন, বইটি ব্যান হওয়ার সম্ভাবনা; তাই সাহিত্যের সাহায্য নেবো ভাবছি।

আপনার দেয়া লিংকগুলো দেখবো।

৩৫| ২৮ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন: একটু ব্যস্ত আছি । ক্ষনস্থায়ী অাবেদনময়ী রাজনৈতিক লেখার তুলনায় সাহিত্যিক লেখা হাজারগুন ভাল । আপনার ভাবনা সঠিক আছে। ভিতরের সহজিয়া মানবতাবোধ দিয়ে লিখে যান গল্প কবিতা সাহিত্য , এটা অমরতা দিবে । রাজনৈতিক লেখালেখি ও চলুক সমানতালে ।

ধন্যবাদ ।


২৮ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

৩৬| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:০০

সোহানী বলেছেন: আপনার নিজস্ব গন্ডী থেকে বেড়িয়েছেন... ভালো লাগলো নতুন গল্প।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবন নিয়ে ভাবার চেস্টা করছি

৩৭| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

সামিয়া বলেছেন: আহারে!! এমনি তো হয়! আমাদের বাস্তবতা এমনি তো নিদারুন কঠিন। অনেক ভালো লিখেছেন।+

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি; গল্পের প্লটটা মনে দাগ কেটে থাকলে, আমার কাছে ভালো লাগবে।

৩৮| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

শামছুল ইসলাম বলেছেন: অনেক ভাবনার খোরাক দিয়ে গল্পের ইতি টেনে দিলেন - খুব চমৎকার লেখনী ।

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের ১১ লাখ কিশোরী এখন অন্যদের পরিবার চালাচ্ছেন, এটা কস্টকর

৩৯| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি মাঝে মাঝে গল্প লিখে শেষটায় এসে ঝুলাইয়া রাখেন।

আপনার গল্প আর পড়ুম নাহ। :)

গল্পটা ভাল লাগল খুব

৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি প্লটটাকে পরীক্ষা করে দেখার চেস্টা করলাম।

৪০| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

রানা আমান বলেছেন: আপনি গল্পও খুব ভালো লেখেন ।

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


সারা জীবন চিন্ত করে ১টা গল্প লিখলাম।

৪১| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

রানা আমান বলেছেন: আপনি চাইলেই খুব ভালো কিছু গল্প লিখতে পারবেন । উপরের গল্পটি পড়ে আমার তো তেমনটিই মনে হচ্ছে ।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের পড়ার প্যটার্ণ নিয়ে নীরিক্ষা করছি

৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

মিরোরডডল বলেছেন: হায়রে মানুষের জীবন । অজানার মাঝে কাউকে খুজে বেড়ানো !!!
প্রিয়জনকে হারানো আসলেই অনেক কষ্টের ।
এই লেখাটা কি এখানেই শেষ না পরের পর্ব আছে ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, এতটুকু পেছনে এসে পড়ার জন্য; এখানেই শেষ ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.