নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকেও "বাংলাদেশ একটি তলাহীন ঝুঁড়ি"

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:২৭



১৯৭৪ সালে বাংলাদেশ ভ্রমণের পর, মার্কিন ফরেন সেক্রেটারী কিসিন্জার বাংলাদেশ সরকার সম্পর্কে বলেছিল, "বাংলাদেশ একটি তলাহীন ঝুঁড়ি"; একজন বাংগালী হিসেবে, আমাদের জন্মভুমিকে নিয়ে এই অপমানকর বাক্যটি আমরা শুনতে চাইনা; দেশপ্রেম দেখাতে গিয়ে, অনেক ব্লগারই আজকাল লেখেন, "আজ বাংলাদেশ আর তলাহীন ঝুঁড়ি নয়, এসে দেখে যাও"; কিসিন্জার আর হয়তো আসবে না, থাকে নিউইয়র্কে; আর যদি সে এক বৃস্টির সকালে ঢাকা আসে, সে দেখবে যে ঢাকার তলা দিয়ে পানিও সরে না, টাকা পয়সা আর রিলিফের মালের কথা পরে; বুঝবে ঢাকা ও চট্টগ্রাম শহরের তলা আছে!

জাতির ঘাঁড়ে এখন আনুমানিক ৩৫ বিলিয়ন ডলার ঋণ; এই ঋণ কখন, কোন প্রজেক্টে নিয়েছে আপনি জানেন? ৩৫ বিলয়নের বার্ষিক সুদ ও প্রিন্সিপাল হিসেবে কত দিতে হয় জানেন? কোথা থেকে দেয় সেটা জানেন? এই ৩ প্রশ্নের উত্তর না জানলে, কিন্তু আপনার নিজের তলারও খবর নেই!

জাতিকে সম্পদ সৃস্টি করতে হয় ক্রমাগতভাবে, কারণ লোক সংখ্যা ও খরচ বাড়ছে ক্রমাগতভাবে; আমাদের জাতীয় ব্যাংক ৩টি গত ৪৭ বছরে সম্পদ সৃস্টি করেছে, নাকি সম্পদ বিলীন করে দিয়েছে? বাংলাদেশ বিমান বারবার নতুন উড়োজাহাজ কেনার পর, জাতীয় সম্পদ বাড়িয়েছে, নাকি ক্ষতিতে নাম লিখায়ে বাজেটের টাকা কমায়েছে? সরকারের ১২ লাখ একর জমি ছিল, উহা কি আছে? রেলওয়ের খবর কি? ইহাতে সম্প্রতি কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে; কোন সুসংবাদ আছে? সুসংবাদের মাঝে একটাই আছে, রেলমন্ত্রীর মেয়ে হয়েছে! বিআরটিসি বাসে লাভ কত?

মানুষ নিজের বউয়ের নাকফুল, হাতের চুড়ি, বাবার আর শ্বশুরের ঘরের ভিটা বিক্রয় করে আজ ৩৭ বছর সৌদী, মালয়েশিয়া, ইউরোপ ও আফ্রিকা যাচ্ছে, ইহা কি ঝুড়ির তলা দিয়ে যাচ্ছে, নাকি ঝুড়ির থেকে টাকা নিয়ে যাচ্ছে? ঝুড়ির তলা কোথায়? বেগম জিয়া, শেখ হাসিনা, সাইফুর রহমান ও মুহিত বলে, "আমরা আজকে তলাহীন ঝুড়ি নই"; তাদের সাথে সুর মিলায়ে বসুন্ধরা, ওরি্যন, ফালু আর ওয়ায়দুল কাদেরও বলেন, "তারে নারে না, আজকে আমরা তলাহীন ঝুড়ি না" ; কিন্তু আপনি কিভাবে বলছেন যে, ঝুঁড়ি আজকে আর তলাহীন নয়? বৃস্টির দিনে ঢাকার রাস্তায় হাঁটেন আর হ্রদের ঢেউ দেখে কবিতা লেখেন?





মন্তব্য ৬৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:৪৪

মামুন ইসলাম বলেছেন: ভালো কিছু পয়েন্ট সামনে তুলে ধরেছেন ।

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


আগে তলা ছিলো না, এখন ঝুড়িই নাই, নিয়ে গেছে নিজদের বাড়ীতে

২| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৫:১০

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো, শেষ নেই এর।।।

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



ভেঁড়ার চামড়া পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে নেকড়েরা বেরিয়ে আসছে।

৩| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৩১

লেখা পাগলা বলেছেন: ভালো বলেচেন ।

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, ১৯৭৪ সাল থেকে সরকার আরো ভয়ংকর তলাহীন।

৪| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫২

টারজান০০০০৭ বলেছেন: কিছু করার নেই ! আমরা ভেড়ার পাল ! নেকড়েরাই আমাদের দেখাশোনা করে, বিক্রয় করে , আমাদের নিয়ে ব্যবসা করে ,ক্ষুধা লাগলে একটা দুইটা ধইরা খায় ! ম্যাংগো পিপল হিসেবে আমাদের তলা থাকতে নাই , তাই সম্পদ আসে আর যায় ! তলা নেকড়েদেরই আছে , থাকবে

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭৬ সাল থেকে আমরা মারাঠাদের রাজত্বে বাস করছি

৫| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল পড়ে ।

০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


কেহ কেহ বসুন্ধরা মল, যমুনা ফিচার পার্ক দেখে মনে করে যে, জাতির ঝুড়ির তলা লাগানো হয়েছে।

৬| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:০৭

পৌষ বলেছেন: ''তলাহীন ঝুড়ি'' নয় আমার মনে হয় ঝুড়িই তো নাই। তার আবার তলা কিসের?

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



তারেক, কোকো, মহীউদ্দিন আলমগীর, সেক্রেটারীরা ও পার্টির লোকেরা ঝুঁড়ি নিয়ে গেছে।

৭| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

আমি চির-দুরন্ত বলেছেন: ঝুরির তলা হয়েছে এখন। কিন্তু বাকি সবটুকু অংশ বিলীন হয়ে গেছে।পরে থাকা চলাই আমাদের জন্যে কাল। তলা আছে বলেই তো ঢাকা চট্টগ্রাম এ বৃষ্টির পানি জমে থাকে।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭৪ সালে, ঢাকা ও চিটাগং শহরের তলা ছিলো না, তাই পানি সরে যেতো; এই ২ শহরের লোকেরা তলা লাগায়েছে এখন।

৮| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: তলাবিহীন ঝুড়ীর কি কোন ডিজিটাল ফরমেট আছে এই ডিজিটাল বাংলাদেশের যুগে? ভাল পোষ্ট।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


ডিজিটেল পরিভাষায় ঝুঁড়িকে বলেন, "উন্নয়ন"। এখন উন্নয়ন কাগজে ও টেলিভিশনে আছে।

৯| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । লজিক্যালি ।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর পর, এগুলোর সমাধান বের করতে হবে নাগরিকদের নিজেই, সরকারগুলো পারেনি, পারবে না

১০| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯

রক বেনন বলেছেন: ভাবছি টিনের চশমার ব্যবসা করব। বাংলাদেশে এই ব্যবসা খুব ভালো চলবে!

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


সরকার থেকে ডিষ্ট্রিভিউশন নিতে পারেন, ওরা ডিষ্ট্রিভিউটর নিচ্ছেন।

১১| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই তো বললেন, এমন সুক্ষ্মভাবে বাঁশ দেওয়ার কাজ যদি পঁচাত্তর এর পর থেকে এই দেশের লোকজন করতে পারতো, তাহলো আজ আর আপনার এমন কথা বলার সুযোগ থাকতো না। যারা দেশবিরোধী গোষ্ঠীকে দেশে ডেকে এনে সুযোগসুবিধা দিয়ে ছিলেন তাদের দিকে আঙ্গুলটা প্রথম উঠা উচিৎ আপনার।

আমাদের শুকরিয়া আদায় করা উচিৎ যে বর্তমান প্রধানমন্ত্রী রক্তচোষা শকুনদের হাত থেকে আল্লাহ্'র অশেষ কৃপায় বেঁচে আছেন, তাইতো আমাদের দেশ আজ বিশ্ববরেণ্য। এটা আপনি বা অন্য কেউ না মানলেও সারা বিশ্ব দেখছেন।

ঋণের বোজা কবে ছিল না দেশে ? সরকারি জায়গার দখল কোন আমলে কম ছিল ? বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের খুব নামিদামি শহরেও অতিবৃষ্টির ফলে নৌকায় চলাফেরা দেখেছি।

আসল কথা হচ্ছে আমরা যখন কিছু পাই, তখন সেই পাওয়ার মাঝে শ্রদ্ধা রাখতে নারাজ!! বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এই ভূমে তাই পেয়েছিলাম স্বাধীনতা-স্বাধীন বাংলাদেশ। শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এগুলো আপনি আমি না মানতে চাইলেও সমস্যা নেই, বিশ্ববাসী ঠিকই বুঝতে পারছেন।

বাংলাদেশের মানুষ সর্বকালের শ্রেষ্ঠ ভালো জীবনযাপন করছে বর্তমানে। সময় নোট করে রাখুন। ছোট মানুষ তো, কথা গুলো পরে মিলানোর সময় পাবেন নিশ্চয়।

শুভকামনা আপনার জন্য।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার ভুল ভাবনার জন্য আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

খালেদা জিয়া "মইনুল রোডের বাড়ী হারানোর পর", যারা মিচিল করেছিলেন, তাদের বেশীরভাগই ছিলেন দরিদ্র শ্রেণীর লোকজন, যাদের অনেকেই বস্তিতে থাকেন; এগুলো সঠিকভাবে না বুঝার ফল।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবকে আমরা ভোট দিয়েছি, উনার মিটিং'এ আমরা দৌড়ায়েছি। উনি বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, ৩০ লাখ মানুষ "কি পরিমাণ এতিম সন্তান রেখে গিয়েছিলেন? শেখ সাহেব, ওসব বাচ্চাদের ১ জনকে পড়ায়েছেন, স্কুলে পাঠায়েছিলেন?"

শেখ সাহেব একজন ভালো ছাত্রনেতা ছিলেন।

১২| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সব সত্য কথা লিখেছেন। স্যেলুট বস।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


সোনানী ব্যাংকেরই তলা নেই, কোথাকার কোন ঝুঁড়ি আবার

১৩| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২

ধ্রুবক আলো বলেছেন: "আমরা আজকে তলাহীন ঝুড়ি নই" তারা আজকে এই কথা বলবেই স্বাভাবিক। তাদের ডুপ্লেক্স বাড়ি আছে, গাড়ি আছে। মাটিতে পা পরে না। ঘরে এসি বাড়িয়ে দিয়ে দুর্নীতি করে।
তাদের আর তলানির ঝুড়ি থাকলেই কি না থাকলেই কি!!

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


ফখরুল, নোমান, খোকা, বেগম জিয়া, ওবায়দুল কাদের, কর্ণেল ফারুকদের ঝুঁড়িটা জাতির ঝুঁড়ির মতো নয়।

১৪| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

ruhul imran বলেছেন: এখন সেই তলা বিহীন ঝুড়ির হাতল ধরে টানাটানি করছে আওয়ামী ও বিএনপি,র ভিক্ষুকেরা।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


কিসিন্জার দেখে শুনেই বলেছে, এবং সে ভবিষ্যতও দেখেছে।

১৫| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাতির ঘাঁড়ে এখন আনুমানিক ৩৫ বিলিয়ন ডলার ঋণ; মাথা মনে হয় পৃথিবীর সাথে তাল মিলিয়ে ঘুরছে।

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


এই ৩৫ বিলিয়নের সমপরিমাণ টাকা সেক্রেটারীরা, প্রশাসন ও পার্টির লোকেরা চুরি করে নিয়ে গেছে।

১৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেখ সাহেব যুদ্ধের পর অনেককিছু করেছিলেন, শুনেছি, অনেক জায়গায় পড়েছিও। আর অনেককিছু তিনি করতে পারতেন, কিন্তু, তাকে করার মতো সুযোগ দেয়া হয়নি। যেটুকু আমার দেশে হারিয়েছে তা সেখান থেকেই শুরু।

দেশে কি কেবল শেখ সাহেবই ছিলেন, আর কেউ কি ছিলেন না!! কেন সব দোষ তাঁকেই দিতে যাবো?


( আমি বরাবরই নিজের লাভ ক্ষতির হিসেবে কাঁচা, তবে দেশকে ছোট করতে দেখলে সেই কাঁচা হিসেব খাতটাই ভুলে যাই। দোআ করবেন।)

০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি দেশকে ভালোবাসেন সন্দেহ নেই; তবে, কোনটা দেশের মানুষের জন্য ভালো, সেটা বুঝতে হবে পর্যবেক্ষণ ও এনালাইসিসের মাধ্যমে।

শেখ সাহেব ব্যতিত দেশে আরও সাড়ে ৭ কোটী মানুষ ছিলেন; কিন্তু শেখ সাহেব সব ক্ষমতা নিজের কাছে ধরে রেখেছিলেন; আজকে দেখছেন, কিভাবে বেগম জিয়া ৩৪ বছর বিএনপি'কে নিজ হাতে ধরে রেখেছেন, কিভাবে শেখ হাসিনা ৩৬ বছর আওয়ামী লীগকে ধরে রেখেছেন?

বেগম জিয়ার ৩৪ বছর, শেখ হাসিনার ৩৬ বছর, এরশাদের ৩২ বছর পার্টির সভাপতি থাকাকে আপনি কিভাবে দেখেন?

১৭| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

বেগম জিয়ার ৩৪ বছর, শেখ হাসিনার ৩৬ বছর, এরশাদের ৩২ বছর পার্টির সভাপতি থাকাকে আপনি কিভাবে দেখেন?

উপরোক্ত ব্যাপারটি আমি বললে অনেকেই বিরক্তি বোধ করবে, আমি নিশ্চিত। তবে শেখ হাসিনার ৩৬ সম্পর্কে বলে যাই। আপনি খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগে অনেক নেতা আছেন মানছি, কিন্তু এতবড় একটা রাজনৈতিক দল পরিচালনা করার মতো অন্য একজনও পাবেন না। আমি তো মনে করি আওয়ামী লীগ এর প্রয়োজনেই শেখ হাসিনাকে দলের ক্ষমতা ধরে রাখতে হয়েছে।

(আমার আগে পরে কোন মন্তব্যে মন খারাপ করবেন না প্লীজ, আমি সবসময় পোষ্ট পড়ে যা মনে চায় বলে আসি, এটিই আমার সবচেয়ে খারাপ দিক সম্ভবত।)

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও শেখ হাসিনা আওয়ামী লীগকে পংগু করে রেখেছিলেন ও রেখেছেন; শেখ সাহেব কারো মতামত নিতেন না, কারো কথা শুনতেন না; তাজুদ্দিন সাহেবের অবস্হা দেখেছেন?

শেখ হাসিনা ইউনিভার্সিটির "পড়ালেখাহীন ছাত্রদের" দলে টানছেন, বা দলে আসার ফলে, তারা পড়ালেখা করে না; ফলে, আওয়ামী লীগে সঠিক নেতা কখনো জন্ম নেবে না।

১৮| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

আযমানি চৌধুরি বলেছেন: সত্যি ই অসাধারণ। অল্প কোথায় বিরাট বিষয়বস্তু তুলে ধরার জন্য ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছরে মানুষের অধিকার বাড়েনি মোটেই

১৯| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

আযমানি চৌধুরি বলেছেন: আপনি হয়তো ভুলে গেছেন সৌন্দর্য বর্ধনের নাম এ আমরা বিমান বন্দর সড়কের দুপাশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বনসাই ছাড়া গাছ লাগিয়েছি শুধুমাত্র আমাদের তোলার জানান দিতে বিশ্বকে। :D :p

০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:

বনসাইকে কেহ গাছ বলে না; রাস্তায় এগুলো লাগানো ইডিটিক ভাবনা

২০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাঙালীদের নিয়ে কানা প্রতিবন্ধী ঠিল মারলে তা লেগে যায়। এই দেশের কি যে হবে কে জানে?

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকেই দেশ পরিচালনা করছে কমবুদ্ধিমানরা; এরা মোটামুটি ছাত্র রাজনীতিবিদ, এটা ছাত্র রাস্ট্র।

২১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

জোবায়ের আল মুহাইমিন বলেছেন: বাংলাদেশের যে এতো বিলিয়ন ডলারের ঋণ ,কতজন মানুষ জানে ? :-P

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:

খুব অল্প মানুষ জানেন; যেমন বেগম জিয়া জানলেও, উনি অংকে বিলিয়ন লিখতে কয়টি শুন্যের দরকার তা জানেন না।
যারা জানেন, তাদের ৮০ ভাগ মনে করেন যে, ইহা সরকারের সমস্যা; নিজের সমস্যা হিসেবে বুঝেন না।

২২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা হাইওয়ে প্রতি ঈদে কেন সংস্কার করতে হয়???

০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রতি ঈদে একই ব্যবসা করে।

এসব অপরাধ ইংরেজরাও কলোনীতে করতো না।

২৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কিসিন্জার পাঁজিটার কথাকে এত দাম দেবার কি হলো ? ও যদি তখন সফল হতো, তাহলে আপনারা বিফল হতেন। যুদ্ধাপরাধী/ট্রেইটর হিসেবে আপনাদের মুক্তিযোদ্ধাদের বিচার হতো। তাই তার কথায় খুশি হবার কিছু আমি অন্ততপক্ষে পাই না।

ওর কথা ছাড়া বাকী যা বলেছেন এক্কেবারে ভুল বলেন নি, তবে এখানেও কথা আছে। সাদা কালো ছাড়াও ধুসর নামেও একটা কালার আছে। আমাদের দেশের সুশম উন্নয়ন হয়নি বা হচ্ছে না এটা জ্ঞানপাপি ছাড়া একটু শিক্ষিত সবাই স্বিকার করবে। উন্নয়ন যাতে সবার দোরগোড়ায় পৌঁছায় তার জন্য যার যার জায়গা থেকে পজিটিভলি কাজ করে যাওয়াই এখন কর্তব্য। উন্নয়নের ৯৫ ভাগ খেয়ে নিচ্ছে সালমান-বসুন্ধরা-ফালুরা আর রাজনৈতিক পান্ডারা । আর আমার দেশের তরুন জনশক্তি মধ্যপ্রাচ্যে গিয়ে রক্ত পানি করে সেই উন্নয়নের অর্থ জোগায়। এই অসভ্যতা বন্ধ করার জন্য সরকারকে বাধ্য করতে জনমত গঠন করতে হবে। সেজন্য পজিটিভ ওয়েতে এখন আমাদের মত শিক্ষিত সচেতনদের এগিয়ে আসতে হবে। শুধুই নেগেটিভ কথা শুনতে ভাল লাগেনা। এই কান্ট্রি ৪০ বছরে অনেক এগিয়েছে, যদিও সঠিক পথে থাকলে আরও আগেই আরও অনেক পথ পাড়ি দিতে পারতো। এই দেশের মানুষ এমনিতেই অপরকে দোষারোপ করতে ওস্তাদ। নিজের দোষ কখনও এই দেশের মানুষ দেখেনা। তার উপর এই নেগেটিভ মানুষরাই যখন ততোধিক নেগেটিভ ধরনের লেখা দেখে অপরকে দোষ দেয়া ছাড়া নিজের কোন দায়িত্ব দেখে না। আপনি অনেক শক্তিমান ও প্রভাব বিস্তারকারী লেখক, ব্লগের পাঠকদের চিন্তার ক্ষেত্রগুলিকে প্রসারিত অনেক করেছেন, তবে একটু দেইখেন সেটা যেন পাঠককে নেগেটিভ মেন্টলিটির না করে দেয়। ক্ষমা চেয়ে নিলাম পুরো বক্তব্যের জন্য।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


খুশী হচ্ছি না; এই বাক্যটা পৃথিবী জানে, এবং আওয়ামীরা ও বিএনপি ইহাকে সত্যে পরিণত করেছে।

আপনার বক্তব্য ঠিক আছে।

২৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: শতাব্দীর সেরা, "আমরা আজকে তলাহীন ঝুড়ি নই"; !!!!২

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


যারা ১১৫ ডিগ্রী ফারেনহাইটে সৌদী রাস্তায় কার্পেটিং করে ও মালয়েশিয়ায় জংগলে গাছে পানি দেয়, তারা ভালো বলতে পারবে।

২৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: একটু বিতর্ক, যারা এসির নিচে ২০ ডিগ্রীতে আছেন।। অথবা আবহওয়ায়!!
আপনি আসলেও পশ্চিমে আছেন বা " অন্য" কারনে অহংকারী হতে পারেন।। আমি পারি না।। দয়া করে আপনাদের "পশ্চিমা"দের নিয়েই উদাহরন দিন।।
না কি আমিই যাব পাহাড়ের কাছে।!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী জাতি বিশ্বের কোথায় কোথায় বেশী কষ্ট করছেন, আমি সেটাই তুলে ধরার চেস্টা করছি; এখানে আমরা সবাই একই "সাধারণ মানুষ"।

২৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু পশ্চিমে যে, বউ-বাচ্চা সমেত!! সেটা বলেন না কেন??
আমার অনেক বন্ধু আছে, ভুলে গেছেন বোধহয়!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে যারা যেতে পেরেছেন, তাদের অবস্হা অনেক ভালো, বেশীর ভাগই পরিবার নিতে পেরেছেন; বাকীরা অনেক বেশী কষ্ট করছেন; আসলে, আমরা আরবদের থেকে অনেক বেশী ভালো থাকার মতো পজিশনে ছিলাম ১৯৭২ সালে।

২৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: শেষ কথা বলি, কিসিঞ্জারের কথার অর্থ আমরা বাংঙ্গালীরাই।।
ধন্যবাদ।। ভাল থাকবেন, বরাবরের মতই!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্যও শুভ কামনা রলো।

২৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: না পারি নি।। কিন্তু বন্ধুদের অবস্থা দেখেছি!! যারা একগ্লাস পানিও ঢেলে খায় নি...... আর ভাল বলতে, শুধু ভিনদেশের নাগরিক্ত!! আমি হাাসছি।।
ওটাই কিন্তু পার্থক্য আমাদের/আপনাদের!!
তবে দেশে ভাল থাকলে কিন্তু কেহই বাহিরের কথা ভাবে না।। আমার ভাইরাই এর প্রমান।।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আমাদের ও আপনার মাঝে পার্থক্য হলো আমরা সাধারণ বাংগালী হয়েও, এবং প্রবাসে যাবার সময় আমরা একদেশে যাইনি, বিভিন্ন দেশে ছড়ায়ে পড়েছি।

২৯| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

১৯৭৪ এ আপনার বাড়ির পাশে কয় জন ভুখা নাঙা ছিল আর এখন কয়জন? সে হিসেবে ভালই উন্নতি হয়েছে জনাব! আর আপনি শুধু নেগেটিভ দিক টি তুলে এনেছেন। রিজার্ভ আর রপ্তানিতে একটু চোখ দিন। প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রতিবেদন, গোল্ড ম্যান স্যাকসের, Moodys এর প্রতিবেদন দেখুন তো! বাংলাদেশ বদলে গেছে কিনা!

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনাদের বুঝার ভেতর সমস্যা আছে, গত ৪৭ বছরে ২ কোটীর মত বাংগালী কিশোরী মেয়ে "চাকরাণী" হয়ে, এই স্বাধীন বাংলায় নিজের জীবনটাকে দিয়ে, সুস্হ ২০/২২ বছরের গৃহবধু, কিংবা নীলাম্বরীদের সংসার চালায়েছে, তাদের সন্তানদের মানুষ করেছে, আর এদের নিজের সন্তানেরা "টোকাই" হয়েছে।

আপনারা শব্দ মিলায়ে পদ্য লেখেন নীলাম্বরী, ফিলাম্বরী আর বাংলার মেয়েরা আরবদের ঘরে চাকরাণী, করাচীতে দেহ-ব্যবসায়ী; ঝাঁটা মারেন আপনার প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রতিবেদন, গোল্ড ম্যান স্যাকসের, Moodys'দের, ওরা ফালু, তারেক, জয়, ওরিয়ন, বসুন্ধরার টাকা যোগ করে "জিপিএ" হিসাব করে, ৩০ লাখ "টাকাই"দের আয় সেখানে যোগ হয় না।
রিজার্ভ নিয়ে আপনার ধারণা হয়তো পরিস্কার নয়, অপ্রয়োজনীয় রিজার্ভ হলো অলস ডলার।

৩০| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: আবারও একটা ভুল হয়ে গেছে!!
গতকাল রাতে একটা লেখা পোষ্ট করেছিলাম। তারপর সকালে আরেকটা লেখা পোষ্ট করেছি। কিন্তু আমি জানতাম না- আমার আরেকটা পোষ্ট প্রথম পাতায় আছে। (যেটা রাতে পোষ্পট করেছিলাম) আমি ভেবে ছিলাম সামুতে তো একটা লেখা প্রথম পাতায় বেশিক্ষন থাকে না। রাতের পোষ্ট তো আর সকাল পর্যন্ত থাকবে না।
সামু মেইল দিয়েছে। এবং আমাকে ''জেনারেল'' করেছে। আমি মেইলে তাদের জানিয়েছি- এটা ইচ্ছাকৃত ভুল না। খুব করে স্যরি বলেছি।

এখন আমি কি করবো?

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


শুনে দু:খিত হলাম; আবারও চেস্টা করতে হবে, সামুকে ব্যাখ্যা করতে হবে; আশাকরি সামু ভুল শোধরানোর সুযোগ দেবে!

৩১| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈমুর রহমান আকাশ বলেছেন: বৃস্টির দিনে ঢাকার রাস্তায় হাঁটেন আর হ্রদের ঢেউ দেখে কবিতা লেখেন?
আপনার পুরো লেখার সাথে আমি সহমত, তবে এই লাইনটার ব্যাখ্যা দিচ্ছি।
Unplanned Urbanization বস্তুটার কোনও প্রকৃত সমাধান নেই। কয়েক হাজার কোটি টাকা দিয়ে, পদ্মা সেতুর তিন-চারগুন খরচ করেও ঢাকাকে ঠিক করা সম্ভব কিনা আমার সন্দেহ আছে। সিভিল ইন্জিনিয়ারিংয়ের প্রজেক্ট প্ল্যানিংয়ের জ্ঞান যা বলে, এতে শুধু টাকাই নয়, ঢাকার ব্যাপক জনসংখ্যাও দায়ী। শুরু থেকেই ঢাকা যেভাবে গড়ে উঠেছে, তাতে সুয়ারেজ লাইনের প্রজেক্ট কখনোই সুষ্ঠু হতে পারেনা। সুতরাং ঢাকায় পানি থাকবেই।
চট্টগ্রামে অবশ্য সুযোগ আছে। এখনও পুরো শহরে আধুনিক কায়দায় সুয়ারেজ ব্যবস্থা তৈরী করা যায়। তবে সরকার এতো ব্যয়বহুল প্রকল্প নেবে কি?

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:

বুঝলাম।
স্বয়ং প্রেসিডেন্ট ভবন ও সুধা ভবনের বর্জ্য যায় বুড়িগংগায়; নদী নিশ্চয় গর্ব অনুভব করে!

৩২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
গাজী ভাই, যে দেশে ৭১ এ ৭৫ ভাগ মানুষ হত দরিদ্র ছিল, বাড়ির ভিটে মাটি পুড়ে ছাই, খাবার নেই যোগাযোগ নেই সে দেশে যখন ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৮ শতাংশ হতদরিদ্র থেকে ১২.১ শতাংশ হল, তখন আপনি বলছেন তলাবিহীন দেশ??


ডাটা বাদ দিলাম। আপনি ডাটায় বিশ্বাসী নন। গোল্ডম্যান স্যাকস, ওয়াটার হাউস কুপার্স কিছুই না আপনার কাছে। তাই আগের কমেন্টের প্রথম লাইন টি আবার বলছি-



১৯৭৪ এ আপনার বাড়ির পাশে কয় জন ভুখা নাঙা ছিল আর এখন কয়জন? আমি কোন দলের লোক নই, আমি সত্যকে দেখি! যা সত্যি তাকে আমি অস্বীকার করব কেন! আপনি দেশকে এখন তলা বিহিন ঝুড়ি শুধু মাত্র ৩৫ বিলিয়ন ঋণের হিসেব দিয়ে বলতে পারেন না। রিজার্ভকে আপনি অস্বীকার করেছেন। লেজি হোক আর এক্টিভ এটি তো আমাদের সম্পদ নাকি? রপ্তানি হচ্ছে বলেই আজ সখিনা জরিনারা কিছুটা হলেও গ্রামে গ্রামে বিল্ডিং করছে। আপনাকে অনুরোধ করব সরজমিনে গ্রাম ঘুরে দেখতে। গ্রামে যদি আপনার বাসা থাকে কিছু কামলা খুঁজে তাদের আয় ব্যায় জেনে নিয়েন! যারা বিদেশে যান টাকা কামাতে তারা দেশে কি বাচার মত পয়সা পান না? দেহ বিকাতে হবে কেন? দেশে এখন অনেক কাজ। শুধু ঢাকা শহরেই বুয়ার চাহিদা লক্ষ লক্ষ! গার্মেন্টস আছে। ক্ষেত খামার আছে। হঠাৎ করে বড় লোক হতে বিদেশ পাড়ি দেওয়া তো আহাম্মকি! শিক্ষার অভাব!


তবে আমাদের আরো উন্নতি করতে হবে। আশা করি সে পথ আমাদের দেখাবেন।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাতির টোটেল সম্পদ বেড়েছে, মানুষ আগের মতো অভুক্ত থাকছে না সত্য; কিন্তু এর জন্য অর্ধেকের বেশী মানুষকে অমানুষিক জীবন যাপন করতে হচ্ছে; যেমন একজন স্বামী কাজ করছেন মিডল ইস্টে ভিসাহীনভাবে, ৪/৫ বছর বাড়ী আসতে পারেননি, বু অন্যের সাথে জিং জিং খেলছে; এই লোকের ডলার থেকে রিজার্ভ গড়ছে জাতি।

১০/১১ বছরের কিশোরীরা চাকরাণী হয়ে জাতিকে চালিয়ে নিচ্ছে; এগুলো এত বেশী অন্যায় যে, জাতি খেয়ে দেয়ে শুকরের মতো থাকছে।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার ৪৭ বছর পর, "বুয়া" শব্দটা থাকাই অন্যায়। ৫২ বছরের নীচের মানুষজন কেন ডিগ্রী অবধি পড়তে পারেনি?

ঢাকাতে গার্মেন্টস'এ কাজ করে, কোন পরিবার তাদের বাচ্ছাকে ডাক্তারী পড়াতে পারবেন? ২ রুমের একটা বসবাসযোগ্য বাসায় থাকতে পারবেন? এ জীবনে ১টা এপার্টমেন্ট কিনতে পারবেন?

গ্রামের ধানের জমিতে কেন পাকা ১ তলা কুঁড়েঘর উঠছে? ওরা পানি পাবে কোথায়, গোসল করবে কি দিয়ে? পুরকুর করতে হবে ধানের জমিতে? এগুলো ঘটছে কারণ, মানুষ নিজ চেস্টায় বাঁচতে গিয়ে জাতির সব জমি নস্ট করছে।

৩৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:



আর নীলাম্বরী নিয়ে লেখি যাতে কিছু দুনিয়ার হাউকাউ ভুলে ঠাণ্ডা মাথায় নিজের কাজটি করা যায়। মনের খোরাক জোগানো আরকি!! শব্দ মিলায়ে পদ্য লেখায় যে প্রশান্তি তা হাউ হাউ ভুলিয়ে দেয়! আপনার পথে আপনি ঠিক আমার পথে আমি! আশা করি আমার পদ্য লেখা নিয়ে আপনার কোন আপত্তি থাকবে না। প্রতিটি মানুষের কিছু দায়বদ্ধতা থাকে আর তা আমি কাজে করে দেখাই, লিখে নয়!

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনি সঠিক আছেন; আমার দিক থেকে অন্যায় করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.