![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কলিকাতার মেহমানদারীতে কৃপণতা রূপকথার পর্যায়ে চলে গেছে, একবেলা খাওয়ানো যেন ভয়ংকর মানসিক প্রস্তুতির ব্যাপার; এটা টাকা পয়সার অভাব নয়, মনের অভাব! বৃটিশ আমলে, যে কলিকাতায় সব বাংগালী জমিদারেরা বসবাস করতেন, যেখানে ঠাকুর পরিবার বাস করে আসছেন, সেখানে এই অবস্হা কেন? কারণ একটা, ১৯৪৩ সালের "দুর্ভিক্ষ"; ৫ যুগ পরেও তার ছায়া দেখতে পাচ্ছেন কলিকাতায়।
উত্তরবংগে মংগা আর নেই, গত ৫ বছরে মংগার প্রভাব কমে আসছে; কিন্তু তার বিশাল প্রভাব এখনো অনুভব করবেন: সেখানকার খুবই বড় সংখ্যক মানুষ দেশের অন্য অন্চল থেকে সহজ সরল, খুবই ছোট্ট একটা অংশ শিয়ালের চেয়েও হাজার গুণে ধুর্ত; এটা দীর্ঘস্হায়ী মংগার প্রভাব। আমাদের এরশাদ রংপুরের জমিদার।
ঢাকার রাস্তায় দামী গাড়ীতে বসে পিজ্জাহাটে যারা যায়, ট্রাফিকে ছোট্ট টোকাই মেয়ের অনুরোধে জানালা খুলে ৫ টাকার একটা বেলী ফুলের মালা কেনে না; ছোট টোকাই কিশোরীকে ট্রেনের ১ম শ্রেনীর দরজার কাছে দাঁড়াতে দেয় না; এরা কারা? এরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সাক্ষীরা, ভিকটিমরা।
সুখাদ্য মানুষের শারীরিক পুষ্টি সাধান করে, মানুষের মগজের কার্য-ক্ষমতা বাড়ায়, মননকে পরিচর্যা করে; অন্যদিকে খাদ্যের অভাবে, অখাদ্যের প্রভাবে মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা'হলে ভেবে দেখুন বিষাক্ত খাদ্য পুরো জাতিকে কোথায় নিচ্ছে?
বিএনপি'র রিজভী, জাসদের ইনু, আওয়ামী লীগের ড: হাছানের খাদ্যাভ্যাস নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালানোর দরকার আছে। বেগম জিয়া উনার খারারের সাথে ক্ষতিকারক উপাদান মিশান, এটা জানা গেছে! শামীম ওসমান কি খায় কে জানে!
আজকে যেসব শিশু না খেয়ে আছে, যারা ডাস্টবিন থেকে খাচ্ছে, যারা বাধ্য হয়ে ফেলে দেয়া পঁচা আম খাচ্ছে, মুরগীর হাড্ডি চাবাচ্ছে, ওদের আয়ের থেকে আপনার পেনসনের টাকা আসবে না; খেতে একটু ভেবেচিন্তে খান!
১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
যারা না খেয়ে থাকছেন আজ, এরা একদিন আওয়ামী লীগার ও ব্যবসায়ীদের দিয়ে স্যুপ বানাবেন।
২| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এসব ববলতে নেই।
আমরা কিন্তু মধ্যম আয়ের দেশ, জিডিপি ৭.৪%!
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
সালমান রহমান, বসুন্ধরার মালিক, কর্ণেল ফারুক, ওরিয়ন ইত্যাদিরা উন্নত বিশ্বের লোকদের চেয়েও অনেক উপরে; উনারা আমাদের লোকজন, আমরা অবশ্যই উচ্চ আয়ের দেশের লোক!
৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে বিরাজ করছে। সরকার কি ভাবছে কে জানে?
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
দ্রব্য মুল্য, সরবরাহ, বাজারে টাকার সরবরাহ, মানুষের আয়, বেকারত্ব, ক্রয় ক্ষমতা, কালো টাকার মালিকদের অসম-ক্রয়ক্রমতা হিসেব করে, মানুষের জীবনকে স্বাভাবিক করার প্রচেস্টা চালানোর মতো চিন্তা কোনদিনও মাল সাহেবের মাথায় ঢুকেনি, দক্ষতার প্রশ্নই উঠে না; হবু ও গবুরা মিলে ঢোল পিটায়ে সময় কাটাচ্ছে, মানজুষকে অকারণে কস্ট করতে হচ্ছে।
৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৬
মামুন ইসলাম বলেছেন: আপনাদের সরকার বলেছিল ১০টাকা কেজি চাউল খাওয়াবে অথচ ৬০ কেজি খাওয়া লাগছে ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
সরকার সিদ্ধান্ত বদলায়েছেন, বেশী বেশী ভাত খেয়ে ডায়াবেটিস বাড়ায়ে ফেলবেন নাগরিকেরা। ১ জন বাংগালী এক বেলায় ৬ থেকে ১০ জন আমেরিকানের সমান ভাত খায়।
৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই বলেছেন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে বিরাজ করছে। সরকার কি ভাবছে কে জানে?
এত দিনে আপনার মনে হল এই বিষয়টা? আপনার পূর্বের অনেক মন্তব্য আওয়ামীলীগ সরকার এর আমলে দেশ ও জাতি ভাল আছে, দেশ এগিয়ে যাছে বলে শুনেছি? আজকে আপনার দ্রব্যমুল্য বৃদ্ধি পাওয়া ব্যপার মনে হল?
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ টিকে থাকার জন্য হিমশিম খাচ্ছে, পরিবারের ভরণপোষণের জন্য আফ্রিকা যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, নৌকায় ভুমধ্য সাগের পার হচ্ছে।
৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসন চলে যাওয়ার ভয়ে দুই নেত্রীর বারবার দুষ্ট লোকদের নেতা বানানোর কারণে আজকে দেশের এই অবস্থা...
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
২ নেত্রী দুস্ট তৈরির কারখানা খুলেছেন; এসব কারখানার প্রোডাকসন থামানো ভয়ংকর সমস্যা জা্তির জন্য।
৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রোডাকশান থামানোর জন্য আর্মির শাসন দরকার মিনিমাম ১৫/২০ বছর। তবে আর্মি যখন গণতন্ত্রের দিকে যাবে তখনই এই দুষ্ট লোকেরা আবার চান্স পাবে। আবার আর্মিকে সভ্য দেশগুলো পছন্দ করে না...
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
আমাদের জেনারেলরা পাখী-মারা জেনারেল; ওদের দক্ষতা থাকার কথা নয়; মানুষকেই ঘন্টা বাঁধতে হবে।
৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গরীব মরলে কি! গরীবরা কি মানুষের পর্যায় পড়ে!!!
যদি সবাই একটু চোখ খুলে দেখতো জাতির এই দশা হতো না।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব থেকে শেখ হাসিনা, তাজুদ্দিন সাহেব থেকে মুহিত সাহেব, এঁদের কম-বুদ্ধির কারণে বাংগালীর সম্পদ পিপড়ায় খাচ্ছে, মানুষ অসন্মানী জীবন যাপন করছেন।
৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
জীবন সাগর বলেছেন: হ্যা মানুষ আগের চেয়ে ভাত বেশি খাচ্ছে, কিন্তু আগের মতো খাবার এখন পাওয়াই যায় না! নিজের ক্ষেতের সবজী, বাড়ির আঙিনায ফল গাছের ফল, খালবিল ভর্তি হরেক রকমের মাছ, উঠুন ভরা হাস মুরগি, গোয়ালের গরুর দুধ, সব এখন রূপকথা মনে হবে যে কারো কাছে!!
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি নাগরিক যাতে সুসম খাদ্য খেতে পারে, সেই পরিবেশ তৈরি করা সম্ভব।
১০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪
শূন্য-০ বলেছেন: হ ঠিকই তো কইছেন মনে হচ্ছে, খাবারদাবার এখন আর আগের মতো নাই।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
খাবারের সরবরাহ আগের থেকে মাথাপিছুন বেড়েছে; কিন্তু সব নাগরিক সুসম খাবার কেনার পজিশনে নেই; বিষাক্ত খাবার খাচ্ছেন জাতি। অনেক শিশু কম খেয়ে, খারাপ খাবার খেয়ে বড় হচ্ছে।
১১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২
আহা রুবন বলেছেন: মে মাসে আমি গ্রামের বাড়িতে ছিলাম। আমার অতি সাধের ফল বাগানে কিছু কাজ করাতে চেয়েছিলাম, পারিনি। এই মাসে করার ইচ্ছে আছে। কারণটা বলি তখন ধান কাটার মৌসুম ছিল। কামলাদের হাজিরা ৫৫০টাকা। ডিউটি আটটা তিনটা। এই সময়টায় কৃষকদের শ্রমিকেরা শ্রেফ জিম্মি করে। এবার চিন্তা করে দেখুন, এত খরচ করে ধান উৎপাদন করলে ধানের দাম বাড়বে না কেন। কোনও কিছুতে সমন্বয় নেই, নিয়ন্ত্রণ নেই। শুধু দাম বেশি এই চিল্লপাল্লা না করে উৎপাদন খরচ কমানোর আধুনিক চাষাবাদ শুরু করতে হবে।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রামে চাষের জমি নেই বললেই চলে; কিন্তু কৃষি শ্রমিক মোটেই নেই, বেকার আছে; কারণ অর্থনীতিতে সমন্ময় নেই; দেশের লেবার মিনিস্ট্রি মানুষকে শ্রম ও আয়/ব্যয়ের পরিস্কার ছবি দিতে পারে না; শ্রম দিতে মানুষের মোটিবেশন নেই; কারণ, ভবিষ্যত অনিশ্চিত।
১২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলোচনার কিছু বুঝলাম না আমি! আগেকার দিনে নাকি খাবার ভালো ছিল!
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫০
চাঁদগাজী বলেছেন:
আগে বেশী-মানুষ না খেয়ে ছিল; এখন বেশী মানুষ বিষাক্ত খাবার খাচ্ছে।
অখাদ্য খাচ্ছে যেসব বাচ্চা এগুলো জাতির জন্য সমস্যা হবে; জাতি স্বাস্হ্যবান হবে না, ঔষধ লাগবে; রিজভী ও ইনুদের মতো রাজনীতিবিদ হবে।
১৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমি কিন্তু আপনার লেখার ভক্ত। আপনার লেখার বিষয় বস্তু সবার থেকে আলাদা। ইউনিক।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
আমি সমস্যাগুলোকে বুঝার চেস্টা করছি; মানুষের আচরণ, আচরনের প্রভাব ইত্যাদি বুঝার চেস্টা করছি।
১৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫১
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: What can we do now ?
১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবসা সাধারণ মানুষের হাতে থাকতে হবে; আবুল খায়ের থাকবে না; ছাতালের মালিক হবে কৃষকেরা
১৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৮
শকুন দৃিষ্ট বলেছেন: আগে বেশী-মানুষ না খেয়ে ছিল; এখন বেশী মানুষ বিষাক্ত খাবার খাচ্ছে।
অখাদ্য খাচ্ছে যেসব বাচ্চা এগুলো জাতির জন্য সমস্যা হবে; জাতি স্বাস্হ্যবান হবে না, ঔষধ লাগবে; রিজভী ও ইনুদের মতো রাজনীতিবিদ হবে - হা হা হা ... দাদা খেয়ে এসেচেন নাকি যে্য়ে খাবেন?
১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ক্রেডিট কার্ডে বিল চেক করে দেখেন, দিন ও সময় দেয়া থাকবে!
আপনার কাছে কিছুটা ফানিও মনে হয়নি?
১৬| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০
রক বেনন বলেছেন: আজকে যেসব শিশু না খেয়ে আছে, যারা ডাস্টবিন থেকে খাচ্ছে, যারা বাধ্য হয়ে ফেলে দেয়া পঁচা আম খাচ্ছে, মুরগীর হাড্ডি চাবাচ্ছে, ওদের আয়ের থেকে আপনার পেনসনের টাকা আসবে না; খেতে একটু ভেবেচিন্তে খান!
আঙ্কেল থাপ্পড় টা বেশ জোরেশোরেই হয়েছে। একেবারে কানের নিচে। কিন্তু গণ্ডারের চামড়াআলাদের গায়ে লাগলেই হয়।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
এদেশ যেভাবে চলছে, আগামী জেনারেশন বর্তমান জেনারেশনের জন্য কিছু করতে চাইবে না; বিশেষ করে যারা খাদয়াভাবের মাঝে বড় হবে।
১৭| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
জে আর সিকদার বলেছেন: গভীর ভাবনার লেখা, এ জাতির মুক্তি মিলবে কি ?
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতির বিরাট অংশ অনুভব করছে যে, এভাবে জাতি চলতে পারে না; জাতির সম্পদ আছে, মানুষ পাচ্ছে না; জাতি পথ খুঁজে বের করবেন।
১৮| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
দয়িতা সরকার বলেছেন: সামুতে এসে প্রথমে আপনার লেখাই পড়ি । আপনি গলপও দারুন লেখেন । ইচেছ ওসময় দুটোই থাকার পরও লিখতে পারিনা কারন মোবাইল । শুধু পড়ি ।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, শুনে কস্ট পেলাম। যদি পারেন, বন্ধু-বান্ধবদের কম্প্যুটার থেকে লেখার চেস্টা করেন।
১৯| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮
স্বতু সাঁই বলেছেন: ঢাকার রাস্তায় দামী গাড়ীতে বসে পিজ্জাহাটে যারা যায়, ট্রাফিকে ছোট্ট টোকাই মেয়ের অনুরোধে জানালা খুলে ৫ টাকার একটা বেলী ফুলের মালা কেনে না; ছোট টোকাই কিশোরীকে ট্রেনের ১ম শ্রেনীর দরজার কাছে দাঁড়াতে দেয় না; এরা কারা? এরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সাক্ষীরা, ভিকটিমরা।
দোষারোপ করে দারিদ্রতা দূরিকরণ সম্ভব নয়। যদি দোষারোপ করতে চান তাহলে দোষারোপ করতে হবে প্রথমত পথশিশুর জন্মদাতা পিতা ও মাতাকে। কোন অধিকারে সে সন্তান জন্মালো? আপনিও কি সবার মতোই বলবেন আল্লাহর মাল আল্লাহই দিছে। থাক আল্লাহকে আর পরকীয়া আসক্ত করছি না। যে দেশের নাগরিকে সন্তান জন্ম দেওয়ার নৈতিক দায়িত্ববোধ নেই, সেই দেশে নাগরিকের অবৈধ কাম চরিতার্থের ভার বহন করা রাষ্ট্রেরও দায়িত্ব নয় বলে আমি মনে করি। রাষ্ট্র থেকে সকল অধিকার অর্জন করতে হলে, রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে সকলকে। যদি এই ভাবনা সবাই ভাবতো, তাহলে পথে পথে শিশুকে ভিক্ষের জন্য হাত পাততে হতো না। কারণ প্রথমেই ভাবতে হতো জন্ম নিয়ন্ত্রণের কথা। কিন্তু নিন্ম শ্রেণীর মানুষগুলো কি ভাবে এ বিষয় নিয়ে কখনও? না, ভাবে না বলেই তাদের ঘরে গণ্ডায় গণ্ডায় সন্তান জন্মায়। জিজ্ঞাসা করলে উত্তর দেয়, "আল্লাহই দিছে।" হ, তোর বউয়ের উপরে রাতে আল্লাহই উঠছিলো, তাই আল্লাহই দিছে।
এসব দোষারোপ না করে, বরং জন্ম নিয়ন্ত্রণে মানুষকে কিভাবে সচেতন করা যায় তা নিয়ে পরামর্শ দেওয়া যেতে পারে। একটা পরিকল্পিত ভাবনার উপরে কর্মসূচী গ্রহণ করে সর্বস্তরে তার কার্যক্রম চালাতে হবে।
আপনি উদ্যোগ নিয়ে চেষ্টা করুন এই ব্লগে, কাউকে পাবেন না। সবাই বোলচালে বাহাদুর। আমি তিনবার উদ্যোগ নিয়েছিলাম তিনটা ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে। সবার আগেই প্রশ্ন, এতে কি ধান্দা হবে? অথচ দিনে দুই চারটা মানবাধিকার নিয়ে পোস্ট মারে এফবিতে। আসলে উপর থেকে নিচ পর্যন্ত মানুষের চরিত্র হয়ে গেছে নষ্ট। আপনি কাকে শুধরাবেন। যে মানুষটি পথশিশুর জন্ম দেয় সেটাও তার ধান্দা, দিন গেলে একশত টাকা এনে দিবে।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
ভিক্ষুক চেস্টা করে, একটা ভালো যায়গায় ভিক্ষা করতে, যাতে "ভিক্ষার পরিমাণ বাড়ে"; ভিক্ষকু নিশ্চয় ফসলের পরিমাণ বাড়ানোর কথা ভাবেন না; যারা কুইক রেন্টাল কন্ত্রাক্ট পেয়েছে, তারা চায়, সরকার যেন নিজে বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে; এগুলো "একক ভাবনার" উদাহরণ; তাই, নীতি আসতে হবে জাতির স্নায়ু কেন্দ্র থেকে।
মানুষের "একক ভাবনা" সরকারের নীতি অনুসরণ করে থাকে।
২০| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: বাজারে পণ্য সামগ্রি নষ্ট হচ্ছে। টাকার অভাবে মানুষ কিনতে পাচ্ছে না।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
গড় মানুষের প্রয়োজনের চেয়ে আয় ও ক্রয় ক্ষমতা কম; সরকার আমাদের মানুষের শ্রমকে "সস্তা শ্রম" আখ্যা দিয়েছে।
শ্রম বিক্রয় করুন সস্তায়, বেশী ফি দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ুন, এটাও একটা সরকারী পদক্ষেপ
২১| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১১
কল্লোল পথিক বলেছেন:
গাজী সাহেব উত্তর বঙ্গ তথা রংপুর সম্পর্ক কি বললেন?
বক্তব্য পরিস্কার করেন।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
রংপুরের সাধারণ জনতা, বাংলাদেশের অন্য অন্চলের মানুষ থেকে গড়ে সরল ও সোজা, খুবই সামান্য পরিমাণ মানুষ শিয়ালের থেকেও চতুর; এটা মনে হয়, দীর্ঘ কালের মংগার একটা প্রভাব।
২২| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই পোস্টের প্রতিটা শব্দ ভয়ংকর শক্তি রাখে .............টার্গেট অডিয়েন্স বোঝার ক্ষমতা রাখে কিনা সেটাই বিষয়..........কারন জাতি হিসেবে আমরা প্রতিটি মানুষ শুধু আরেকজনের ফুটো খুঁজি...........কিন্তু নিজেরওেযে কয়েকটা ফুটো আছে সেদিকে তাকাই না.......
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা সাধারণ মানুষ থেকে বেশী তথ্য পাচ্ছেন; বলার, আলোচনা করার সুযোগ পাচ্ছেন, তাদেরকে বুঝতে হবে।
২৩| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
কল্লোল পথিক বলেছেন:
রংপুরের মানুষ সম্পর্কে কোথায় পেলেন এই ধারনা।
কখনো রংপুর গিয়েছিলেন?
অনুগ্রহ করে এরশাদের সাথে রংপুর কে এক করে দেখবেন না।
রংপুর রংপুরেই।বাংলাদেশে রংপুরের বিকল্প নেই।
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আমাকে তা'হলে আবারও যেতে হবে!
এরশাদকে কি চিটাগং'এর বাসিন্দা বানায়ে দেবো?
২৪| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: কোন বড়লোকের কাছে ভিক্ষে চাইলে শুধু "মাফ করেন, মাফ করেন" করে কেন; এটা আমি বুঝতে পারি না! দু টাকা দান করতেও কার্পণ্য; এমন কেন? এরা তো অকাজেও বহু টাকা নষ্ট করে?
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
ওরা অকাজ করেই টাকার মালিক হয়েছে বাংলাদেশে; ফলে, ওদের টাকা অকাজেই ব্যয় করে।
২৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভুলে গেলে কেমনে হবে বস ! কেন মনে নাই ? ভাতে মারবো,পানিতে মারবো সে ভাষনের কথা ?
১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
উনার ইচ্ছা ছিলো ভালো কিছু করার, উনি সিস্টেম বুঝতেন না।
২৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২
ড.ঝঁটকা বলেছেন: ভালা কইছেন চাঁন ভাই
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করছি, যারা খাওয়ার অভাবে বড় হবে, তারা আপনাকে কোনভাবে সাহায্য করবে না।
২৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: হ্যা রংপুর এখন নোয়া... হয়ে গেছে। গাইবান্ধা ওলারা জ্বিনের বাদশাহ আবিষ্কার করেছে। তবে আপনার ধারণা সত্যি হতেও পারে।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
উত্তর বংগের মানুষ দীর্ঘদিন মংগায় ভোগেছে অকারণে
২৮| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাস্হ্য অর্জনে সুখাদ্য আহার করা আবশ্যক।
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
জাতির বড় অংশই খাবার নিয়ে সমস্যায় আছে; এমন কি মধ্যবিত্তও বিষাক্ত ভেজাল খাচ্ছে।
২৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজকে যেসব শিশু না খেয়ে আছে, যারা ডাস্টবিন থেকে খাচ্ছে, যারা বাধ্য হয়ে ফেলে দেয়া পঁচা আম খাচ্ছে, মুরগীর হাড্ডি চাবাচ্ছে, ওদের আয়ের থেকে আপনার পেনসনের টাকা আসবে না; খেতে একটু ভেবেচিন্তে খান! অসাধারন বলেছেন।
কিন্তু যাদেরকে বলেছেন তাদের কানে তালা দেয়া।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আপাতত ব্লগারের যদি এসব বিষয় বুঝেন, আমাদের জাতির জন্য কিছুটা আশা জাগানিয়া হবে।
৩০| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০
নীলপরি বলেছেন: টপিকটা মানুষকে ভাবতে বাধ্য করবে ।
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আশাকরি ব্লগারদের কিছু আইডিয়া দেবে
৩১| ১৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১১
সিঙ্গাম স্যার বলেছেন: ভালো আলোচনা ছিল।
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
এই যুগে খাদ্যের অভাবে আছে মানুষ, ভাবতে কস্ট লাগে, সরকারগুলোতে মগজহীনরা স্হান পেয়েছে।
৩২| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন: গাজী সাহেব আজকে খাদ্য রাজনীতি রেখে আপনার যুদ্ধকালিন কিছু অভিজ্ঞতা তুলে ধরুন। কিভাবে আপনারা রাতে কামান্ডো অভিযান চালিয়ে ব্রিজ ধংস করতেন? নতুন জেনারেশন এর তা জানা প্রয়োজন। এর এমনিতে ব্লগার রাজীব নুর ভুয়া মুক্তিযোদ্ধা অভীযোগে ব্লগ তাল মাতাল করে রাখছে? আপনার বিরুদ্ধ কেঊ এমন কিছু করুক আমি তা চাই নাহ।
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি মোটামুটি ফ্রন্ট ফাইটে ছিলাম।
এখন হয়তো ৪৫ হাজারের কাছাকাছি মুক্তিযোদ্ধ জীবিত আছেন; অনেক বেশী পরিমাণ ভুয়া মানুষ নিজকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে সক্ষম হয়েছে।
১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
রাজীব নুর লিখেছেন, "৬। এক লোক মুক্তিযোদ্ধা নয়। তবু তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সরকার থেকে তেল, চাল, ডাল এবং নগদ টাকা সবই পাচ্ছে। সবচেয়ে বড় কথা তাকেই আবার দায়িত্ব দেয়া হয়েছে- গ্রামে গিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে। সে ইচ্ছে মতো টাকা নিয়ে মুক্তিযোদ্ধা বানাচ্ছে। আমি নিজের চোখে দেখলাম- গ্রাম থেকে ফিরে এসে ছেলেকে আই ফোন কিনে দিল। শপিং করার জন্য একটা বান্ডিল দিয়ে দিল। সেদিন সে আমাকে কথায়-কথায় বলল- অনেকে এসে আমার পায়ে ধরেছে- তবুও আমি মুক্তিযোদ্ধা বানাইনি। অনেকে অনেক উপর লেভেলের লোকজন দিয়ে ফোন করিয়েছে তবু মুক্তিযোদ্ধা বানাই নাই। এটা আমার রাষ্ট্রিয় দায়িত্ব। ইত্যাদি ইত্যাদি। তার মিথ্যা কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বলেই ফেললাম- টাকার বিনিময়ে আপনি নাকি মুক্তিযোদ্ধা বানাচ্ছেন? সে রেগে-মেগে আমাকে মারতে আসলো। "
-এটা তো প্রকৃত মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখেছেন! আপনি কি এটার কথা বলেছেন?
৩৩| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২
কলিমুদ্দি দফাদার বলেছেন: ওনার আরো কিছু পোস্ট আছে ভুয়া মুক্তিযুদ্ধ ব্যপারে। যাইহোক ঘটনা সেইটা নাহ। আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি, তখনকার কিছু ঘটনা আপনার ব্লগে উপস্থাপন করা দরকার? আমরা নতুন জেনারেশন আগ্রহি।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
আমি নিজের সম্পর্কে কিছু লিখতে চাচ্ছি না; এটুকুই বলবো, আমি এপ্রিল মাসে যুদ্ধে যোগদান করেছিলাম, বেশীর ভাগই 'যেড-ফোর্সের' অংশ হিসেবে সন্মুখ যুদ্ধ করেছি; ভারতীয় আর্টিলারীর সাথে কাজ করেছি। দেশ স্বাধীন হওয়ার পর, সরকার ও সেনা বাহিনী আমাদের খোঁজ না নেয়াতে আমি ওদের সাথে আজ অবধি আর যোগাযোগ করিনি; আমি কোন ভাতা নিইনি, কোন ব্যাপারে নাক গলাইনি।
৩৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৫
সোহানী বলেছেন: সালমান রহমান, বসুন্ধরার মালিক, কর্ণেল ফারুক, ওরিয়ন ইত্যাদিরা উন্নত বিশ্বের লোকদের চেয়েও অনেক উপরে; উনারা আমাদের লোকজন, আমরা অবশ্যই উচ্চ আয়ের দেশের লোক!............
হায় হায় আপনিতো দেখি আসল সূতা ধরে টান দিলেন...... এসব বলতে নেই সাইবার আইন নাকি কি জিনিস নাকি আছে দেশে।
যাইহোক গাজী ভাই.. দেশে দুই শ্রেনী। একজন নেয় একজন দেয়। তাই যখন যে ধরনের হিসেব দরকার সেটাই উপস্থাপিত হয় সরকারীভাবে........ আর কলিবাসীদের কথা কি বলবো কারন তারা মানসিকভাবে উন্নত হতে আরো কয়েকশ প্রজন্ম লাগবে মনে হয়.....
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতির খাদ্যভ্যাস বদলানোর দরকার।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন সাধারণ মানুষ চাইলেও একজন আরেকজন কে একবেলা খাওয়াতে পারে না। চাউলের কেজি ৫৫ টাকা। সেদিন খবরে দেখলাম প্রতি এগারো জনের একজন কোন না কোনভাবে উপোষ থাকেন!