নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষের ফ্যন্টাসী, একালে ও সেকালে

২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১



ব্লগে হাজার হাজার পোস্ট এসেছে, যেসব পোস্টে বাংলায় নতুন একজন নেতার অভাব অনুভব করা হয়েছে, যিনি এসে শেখ হাসিনা ও বেগম জিয়াকে অবসরে পাঠাবেন, জেনারেল এরশাদকে ঝাড়ু দিয়ে পেটাবেন, ব্যুরোক্রেটদের মানুষ বানাবেন, ছাত্রদের স্কুলে পাঠাবেন, সাধারণ মানুষদের জন্য সুখ শান্তি আনবেন; এগুলো ফ্যান্টাসী; এটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে; এগুলোর কাছাকাছি কিছুও ঘটতে পারে।

গ্রীক মীথে, ইকারুসের আকাশে উড়ার গল্প কোন গ্রীকদেবতা লিখেননি, এটা পুরানো গ্রীকদের ফ্যান্টাসী, কোন একজন প্রাচীন গ্রীক লেখক সেটাকে লিখেছেন, তারপর আজ অবধি লাখ লাখ মানুষ সেটার উপর চিত্র অংকন করেছেন। ততকালীন গ্রীকেরা কি ইকারুসকে উড়তে দেখেছিলেন, উনার ছেলে কি আকাশে সুর্যের কাছাকাছি পৌঁচেছিলেন? গ্রীকেরা কি জানতেন যে সুর্যের দুরত্ব ৯ কোটী ৩০ লাখ মাইল? গ্রীকেরা বলেছেন যে, ইকারুসের ছেলে ভু-পৃস্ঠ থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা বাড়তে থাকে, এতে শরীরের সাথে মোম দিয়ে লাগানো পাখার মোম গলতে থাকে; আসলে, ভু-পৃস্ঠ উপরের দিকে গেলে, একটা নিদ্দিস্ট দুরত্ব অবধি তাপমাত্রা কমতে থাকে!

আজকের মানুষর সবচেয়ে বড় ফ্যানটাসী হলো, এই গ্রহ থেকে বসবাসযোগ্য অন্য গ্রহে চলে যাওয়া; এবং মানুষ 'বসবাসযোগ্য পরিবেশের' অধিকারী ৪০০ গ্রহের সন্ধান পেয়েছেন ইতিমধ্যে। সবচয়ে নিকটে যে গ্রহটি পেয়েছেন, সেটা Kepler-22b, এই গ্রহটি 'সিগনাস" তারকাপুন্জের একটি তারকার চারিদিকে ঘুরছে; আমাদের থেকে ৬৪০ আলোকবর্ষ দুরে আছে। যদি এটম বোমা মেরে পুটিন কিংবা চীনারা মানব সভ্যতাকে সংকুচিত না করে, আগামী ২/১ শত বছরে মানুষ এ ধরণের গ্রহ সম্পর্কে অনেক পরিস্কার ধারণা পাবেন; স্কুলের বাচ্চারা এগুলো নাম দুরত্ব, আবহাওয়া নিয়ে নিজেদের মাঝে নিয়মিত আলাপ করবে।

ইকারুস একটা ফ্যান্টাসী ছিল, লিওনার্ডো দ্যা ভিন্চির "ফ্লাইং মেশিন"ও ফ্যান্টাসী ছিল; কোনটি কাজ করছে? লিওনার্ডো দ্যা ভিন্চির "ফ্লাইং মেশিন" কাজ করছে; প্রাচীন গ্রীকেরা তাঁদের সাধ্যানুসারে চেস্টা করেছেন; কিন্তু প্রাচীন গ্রীকদের তুলনায় সময় ও জ্ঞান সঠিক ছিল রেনেসাঁর যুগে। জন, লুক ও মেথিউদের ভবিষ্যত বাণীর চেয়ে বাংগালীদের ফ্যান্টাসী কার্যকরী হওয়ার সম্ভাবনা বেশী; মানুষ ঠিকই একদিন অন্য গ্রহে রওয়ানা হবেন; পৌঁছুক, বা না পৌঁছুক!

মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

তারেক ফাহিম বলেছেন: মানুষ ঠিকই একদিন অন্য গ্রহে রওয়ানা হবেন; পৌঁছুক, বা না পৌঁছুক!

তা অবশ্যই বাঙ্গাল নাকি???

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আপাতত যেই প্যাটার্ণ চলছে বাংলায়, আমরা ২০০ বছর পেছনে থাকবো সব সময়।

২| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

রোকনুজ্জামান খান বলেছেন: গাজি ভাই অনেক পরেছি আপনার পোষট আজকে কমেনটে আসলাম। EKDOM THIK BOLE CHEN. NETA ASLEI TER PABE, KANA MACHI KHELA SOB BONDHO HOBE.

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


তারা সেই পুরানো কানামাছি খেলাকে নতুনরূপ দিয়ে খেলে যাচ্ছে; মশার ঔষধে মাছিও কমে আসবে।

৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীরা যদি কোনদিন নিজেদের চরিত্রের পরিবর্তন ঘটাতে পারে,সেদিন লি কুয়ান ইউ,মহাথির মুহম্মদ,ফিডেল ক্যাষ্ট্রো বা গাদ্দাফির মতো নেতা পাবে।এমন ব্যক্তি এদেশে অনেক ছিলেন এবং আছেন,কিন্ত নষ্ট জনগণ তাদের মতো নষ্টদেরই নেতা নির্বাচন করে যাচ্ছে যুগের পর যুগ।
যদি এটম বোমা মেরে পুটিন কিংবা চীনারা মানব সভ্যতাকে সংকুচিত না করে-পুটিন বা চীনাদের চেয়ে ট্রাম্প অনেক খারাপ হওয়ার পরও তার নাম নাই কেন?

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প দুস্ট; কিন্তু ইডিয়ট নয়; পুটিনের মানসিক সমস্যা আছে, চীনাদের মাঝে দরদ নেই।

৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের ফ্যান্টাসি দুই মহিলার স্বাভাবিক জীবনাবসানের পর বোঝা যাবে। যদিও টক শো সেমিনারে মনে হয় আগামীকাল থেকেই সব ঠিক হয়ে যাবে...

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আমিও ভাবছিলাম, শিক্ষিতরা সামনে আসবে এখুনি; তা ঘটছে না; নন্দলালরা নিজের জন্য চেস্টা করছেন এখনো

৫| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


আদি মানুষের অনেক ফ্যান্টাসী রূপকথা হয়ে যাচ্ছে; আধুনিক ফ্যান্টাসীর মাঝে কিছু নতুন নতুন আইডিয়া আছে।

৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

সনেট কবি বলেছেন: অন্য গ্রহে গিয়ে থাকতে পারলে ভাল হয়। পৃথিবীতে এখন অনেক সমস্যা।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



সবচেয়ে নিকটনর্তী গ্রহ হচ্ছে ক্যাপলার-২২বি; ৪৬০ আলোক বর্ষ দুরে:

৬৪০ * ৩৬৫ * ২৪ * ৬০ * ৬০ * ১৮০০০০ মাইল ( * চিহ্ন হচ্ছে গুণনের অপারেটর )।

৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যে কোন মিথলজী দীর্ঘ দিন টিকে থাকে। এবং ধর্মীয় মিথলজি মানুষের মাঝে প্রভাব বিস্তার করে।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


মানব ইতিহাসের একাংশে মিথোলোজী ছিল, রাজতন্ত্র ছিলো; এখন মিথোলোজী হচ্ছে, মানুষ অন্য গ্রহে যাবেন, রোবট কলকারখানা চালাবে, অন্ধ মানুষও দেখতে পাবেন; মানুষ ১২০ বছরের বেশী বাঁচবেন।

৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদে বুড়ি নেই এটা মানুষ অনেক আগেই জেনে গেছে। তারপরেও মানুষ চাঁদের বুড়িকে নিয়ে ভাবে, ভাবতে ভালো লাগে।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ রূপকথা রচনা করেন, মানুষ ফ্যান্টাসী করেন; এগুলো মানুষের মেনর মাঝে রচিত আদর্শ পৃথিবী, কিন্তু রূপকথা, এক ধরণের আশা।

৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: বেশ অন্যরকম পোষ্ট । ভালো লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


ঐতিহাসিকভাবে, ফ্যান্টাসী মানুষের জীবনের অংশ, ইহা বাস্তবে ঘটতেও পারে; কিন্তু কিছু ফ্যান্টাসী রূপকথা, সেগুলো ঘটবে না।

১০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বাঙ্গালী চিরকালই এই ফ্যান্টাসিতে ভুগেছে, কেউ একজন এসে তাকে উদ্ধার করবে, নিজের শক্তিকে সে বিশ্বাস করতে পারেনি। একবারই সে নিজের শক্তিও উপর বিশ্বাস স্থাপন করতে পেরেছিলো ১৯৭১ এ। যার ফলে সে তার হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জন করতে পেরেছিলো। এক মোহন বাঁশিওয়ালা বাঙ্গালীকে নিজের শক্তিতে বিশ্বাসি করতে পেরেছিলেন,তাই তার মুক্তি ঘটেছিলো। তবে ইতিহাসে একই ঘটনা বারবার ঘটেনা। নিজের আত্মশক্তিতে বিশ্বাস স্থাপন করে এগুনো ছাড়া মুক্তি নেই।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


ঐতিহাসিকভবে, নেতার উদ্ভব সব সময় ঘটে না, তখন অনেকের ঐক্যবদ্ধ ভাবনাই নে্তার অভাব মোচন করে। বাংগালীদের বুঝাতে হবে যে, ঐক্যই শক্তি

১১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: ইকারুস থেকে শিখেছি ,কি হতে পারে পরবর্তী শিক্ষা ছিল সেটা ।
একদিন সব ফ্যান্টাসি , বাস্তবতা রুপ নেবে ।
লেখা ভালো লেগেছে !!

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


ইকারুসের মীথও মানুষকে স্বপ্ন দিয়েছে; সেটাকে মানুষের মগজে ভাবনার রূপ দিয়েছেন লিওনার্দো; ধন্যবাদ

১২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫

বেনামি মানুষ বলেছেন: যদি এটম বোমা মেরে পুটিন কিংবা চীনারা মানব সভ্যতাকে সংকুচিত না করে, আগামী ২/১ শত বছরে মানুষ এ ধরণের গ্রহ সম্পর্কে অনেক পরিস্কার ধারণা পাবেন; স্কুলের বাচ্চারা এগুলো নাম দুরত্ব, আবহাওয়া নিয়ে নিজেদের মাঝে নিয়মিত আলাপ করবে।
এরকমই হবে তবে পুটিন আর চিনাদের বিশ্বাস নাই।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


পুটিশ হচ্ছে ইবলিশ; চীনারা মানসন্মান রবোট

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গত ২০ বছর ধরে ফ্যান্টাসিতে আছি ঘুষ ছাড়া কাজ হবে, লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকেট পাবো, রাজধানী যানজট মুক্ত হবে, জলাবদ্ধতা হবে না, বন্দরে ঘুষ ছাড়া মালামাল বের হবে, দুষ্টু রাজনীতিবিদদের বিচার হবে, দুই মহিলার অবসান হবে...

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের ফ্যান্টাসী কিছুতেই কাজে পরিণত হচ্ছে না; মিলিটারী, ব্যুরোক্রেটরা ও পুলিশ মিলে শক্ত শক্তি হয়ে গেছে

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২

কানিজ রিনা বলেছেন: নাসার গবেষকরা চাঁদে গম চাষ হবে বলে
অনেক আসা ভরসা দেখিয়েছিল। মঙ্গলে
মানুষের বাস হবে মঙ্গলে পানি পাওয়া
গিয়েছে কত কত আশা সব আশাই গুরে
বালি। আবার নতুন করে কোন চোখে পড়ল
একদম পৃথিবীর মত সেখানে মানুষ ২০০
বছর পর যেতে পারবে। আরও কত কি।
জ্যোতীর বিজ্ঞানীরা গ্রীক দেব দেবীর গল্পের
কোনও কমতি কিসে?
মিলিয়ন ব্রিলিয়ন ডলার খরচ করে এসব
গবেষনার পুতুল খেলার গল্প বাদ দিয়ে
এইসব ডলার দিয়ে পৃথিবীটা স্বর্গের রাজ্য
রাজ্য বানাতে পারত।
পৃথিবী যদি মানব সভ্যতা ধ্বংশ হয়ে যায়
তাহলে এক জোড়া মানুষ আবার হাওয়া
আদমের মত অন্য কোনও গ্রহে পদার্পন
করবে হয়ত। সেটাও যদি ঘটে কাকতালিয়
এমনি এমনি আল্লাহ বলবে হও অমনি হবে।
যা মনুষ্য জ্ঞানের পরিধির বাহিরে।

শেখ হাসীনা খালেদা বুড়ো হয়ে গেছে তাই
বলে বুদ্ধির কমতি হয়নাই যেমন আপনি
বুড়ো হয়েগেছেন কিন্তু বুদ্ধির কমতি নাই।

রাজতন্ত্র বংশ পরমপরায় চলছে চলবে
খালেদা হাসীনার বংশ কম আছে নাকি?
ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা ও বেগম জিয়ার বুদ্ধ ফলে বাংগালী জাতি আরবদের ক্রীতদাসে পরিণত হয়েছে; ভারতের পতিতালয়ে বাংগালী মেয়েরা চাকুরীরা পেয়েছে

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৮

কাছের-মানুষ বলেছেন: ফ্যান্টাসি মানুষের সহজাত প্রবৃত্তি , এটা থাকা খারাপ না! আইনস্টাইন বলেছেন ‘ইমাজিনেশন ইজ মোর ইম্পরট্যান্ট দেন নলেজ ’। মানুষ আগে চাদে যাইনি মানুষের স্বপ্ন আগে চাদকে ছুয়েছে!
স্বপ্ন দেখুক মানুষ , স্বপ্ন দেখা ভাল!

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:


সঠিক।
তবে, কিছু ফ্যান্টাসী রূপকথা হিসেবে থেকে যাবে।

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল পড়ে ।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ দেখছেন, কোন ফ্যানটাসীকে কাজে লাগানো সম্ভব, আর কোনটা রূপকথা

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩

অনল চৌধুরী বলেছেন: পুটিন ২০০০সাল থেকে একটানা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে আছেন।১৭ বছরে তিনি কতো মানুষ মেরেছেন অার বুশ-ওবামা চক্র কতো? পারমাণবিক বোমা মারার হমকি পৃথিবীতে মাত্র ২টা দেশ দেয়-এ্যামেরিকা আর উত্তর কোরিয়া।তাদের বাদ দিয়ে পুটিন অার চীনের নাম উল্লেখ করা উদ্দেশ্যপ্রণোদিত।
আপনি কি চিকিৎসক না আদালত যে কাউকে মানসিক রোগী ঘোষণা দিচ্ছেন?
১৯৯১ সালে সোভিয়েট ইউনিয়ন ধ্বংসের পর পুটিনই একমাত্র নেতা যিনি বিশ্বে এ্যামেরিকার আধিপত্য প্রতিরোধ করার সাহস দেখিয়েছেন।সিরিয়া তার প্রমাণ।পুটিন না থাকলে সন্ত্রাস-দমনের নামে এ্যামেরিকা এতোদিনে ইরানও দখল করে নিতো।আইএস সৃষ্টিই করেছিল আরো বেশী দেশ দখল করে তেল লুটের জন্য।পুটিনের কারণে পারেনি।
যদিও আমি ককেশাস অঞ্চলে তার দমন নীতি সমর্থন করিনা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


সোভিয়েতের পতনের পর, আমেরিকান ক্যাপিটেলিজম ন্যুনতম মানবিক দিকও হারায়েছিল; সোভিয়েত ফিরে আসেনি, সেখান থেকে জন্ম নিয়েছে এক রোবট, পুটিন; পুটিন বিশ্বের বিশী সম্পদের মালিক, ৮০০০ মিসাইলের মালিক, বিশ্বের সেরা মিলিটারীর মালিক।

চীন হচ্ছে অমানুষের মৃতদেহ।

আমেরিকান মানুষ বিশ্বযুদ্ধে বাধা দেবে; চীন ও রাশিয়ানদের মতামত নেবে না তাদের সরকারগুলো

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৬

মিঃ আতিক বলেছেন: ডিম বেপারি এস এ খালেক(ধানের শীষ) এর সাথে ডঃ কামাল গন ফোরাম থেকে নির্বাচন করে হাজার খানেক ভোট পেয়ে ছিলেন।
নির্বাচনের দিন এ দেশে গাধা ঘোড়া ছাগল মহিষ এক দরে বিক্রি হয়।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:



ড: কামালকে মানুষ গর্দভ হিসেবেই জানে! খালেক মানুষের সাথে কথা বলে; ড: কামাল যেই সংবিধান লিখেছেন, সেখানে মানুষ নামে কোন জীবের কথা উল্লাখ নেই।

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩০

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকা দূর্বলদের মারে,শক্তিমান দেখলে পালায়,যেমন পালিয়েছিল কোরিয়া,ভিয়েতনাম এমনকি সোমালিয়া থেকে ১৯৯২ এ।রাশিয়ার পারমাণবিক অস্ত্র অনেক বেশী,তাই এ্যামেরিকা কোনদিন যুদ্ধ করতে সাহস করবে না।
পুটিন ছাড়া আর কেউ তাদের প্রতিরোধ করতে পারবে না।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ হওয়ার কোন কারণ আজো নেই।

আমেরিকায় কিছু পাখী-মারা জেনারেল থাকে সব সময়; মানুষ যখন টের পায়, তাদের থামিয়ে দেয়; কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি য়ে যায়।

২০| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০২

নতুন বিচারক বলেছেন: আপনি ভালো লেখেছেন ।

৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু নয়; আপনার স্ট্যাটাস ঠিক হয়েছে?

২১| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২৬

নতুন বিচারক বলেছেন: না হয় নাই ।না হলে না হোক । সামুতে আর লেখারো তেমন কোন ইচ্ছে নাই ।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্যাপারটাতে আমি নিজেই খারাপ অনুভব করছি; আশাকরি, সামু ব্যবস্হা নেবেন; একটু ধৈয্য ধরুণ

২২| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো কিছু তথ্য জানলাম। আপনার আশা জাগানিয়া পোষ্টে ভালো লাগা রইল।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি বাস্তবতার রুঢ় আঘাতে জর্জরিত; এঁদের জীবনটাতে কিছু ফ্যান্টাসী আনার সুযোগের সৃস্টি করতে হবে।

২৩| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: অন্য সব গ্রহ বসবাস উপযোগী নয়! যেতে পারবে কিন্তু থাকতে পারবে না।
মঙ্গল গ্রহে নাকি গায়িকা ম্যাডোনা'র জায়গা কেনা আছে!! দেখা যাক থাকতে পারে কিনা?!

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


মংগল গ্রহে মানুষ ( ধনীরা ) ২/৩ মাস থাকতে পারবেন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নিয়ে; তারপর ফিরে আসবেন; পানি নেই!

২৪| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: অন্য গ্রহ কি নেতা ছাড়া চলবে? যদি না চলে তাহলে কারা নেতৃত্ব দিবে? ট্রাম্প, চীন, পুতিন? এক ই তো হয়ে গেল।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প বিশ্বের জন্য সমস্যা নয়, আমেরিকানরা উনাকে বা উনার মতো কাউকে থামিয়ে দেবে; সমস্যা হচ্ছে, পুটিন ও চীন সরকারকে নিয়ে; ওরা নিজের মানুষকে মানুষ মনে করে না, মানুষের আপাতত ক্ষমতা নেই ওদেরকে থামানোর।

২৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

রাতু০১ বলেছেন: জীবনের গতানুগতিক ধারা থেকে বের হওয়ার জন্যই আমরা ফ্যান্টাসীতে ভুগি। আপনার জন্য শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



সঠিক, জীবনের বাস্তব রূঢ়তা থেকে ফ্যান্টাসীতে কিছু সময়ের জন্য ডুব দেয়া

২৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

ধুতরার ফুল বলেছেন: পুতিন কাকুর মাথায় চিকন বুদ্ধি আছে।

বাঙ্গালীর আসল সপ্ন হল সকলের থেকে ২০০ বছর পিছিয়ে থাকা। তাই সেই লক্ষ্য নেয়েই বাঙ্গালিরা কাজ করে চলেছে।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভালো বলেছেন; আগে গেলে বাঘে খায়, পিছে গেলে হাড্ডি পায়, আমাদের শিক্ষিতদের শ্লোগান।

২৭| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: আপনার কি মনে হয় না যে, মানুষের গোটা জীবনটাই ফ্যান্টাসী??

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


মানুষের মনের বড় অংশ ফ্যান্টাসীতে ভরে থাকে; তার কিছু অংশ রূপকথায় পরিণত হয়, কিছু অংশ বাস্তবতার মুখ দেখে

২৮| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

গেম চেঞ্জার বলেছেন: মানুষের এখন ফ্যান্টাসি হলো স্কাইনেট এর মতো কিছু ব্যাপার! নিউক্লিয়ার ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার-থ্রি, জাজমেন্ট ডে এইসব! :)

{অঃটঃ আপনার লেখার ক্রমশ উন্নতি লক্ষ্য করছি}

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


আরেকটু ভালো করার চেস্টা অব্যাহত আছে!

এখনার মানুষ অতীতের সব মানুষ থেকে বেশী জানার ও অনুমান করার অবস্হানে আছেন।

২৯| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

প্রোলার্ড বলেছেন: মানুষ ঠিকই একদিন অন্য গ্রহে রওয়ানা হবেন; পৌঁছুক, বা না পৌঁছুক!

০ চাঁদে গিয়েছে দাবী যে করেছে সেটারও প্রায় ৫০ বছর হতে চললো । গ্রহ - উপগ্রহের মধ্যে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের। সেখানেই গত ৫০ বছরে একটা বাড়িও নির্মাণ করতে পারে নাই আর তারা যাবে ৬৪০ আলোকবর্ষ দূরের কোন গ্রহে !!!

চাঁদ পৃথিবী থেকে ৩ লক্ষ কি.মি. দূরে। এক আলোকবর্ষ = আলো প্রতি বছর যে পথে অতিক্রম করে সেটা । আলো প্রতি সেকেন্ডে যায় ৩ লক্ষ কি.মি. । তা সেটাকে ৬০x ৬০x ২৪x ৩৬৫ x৬৪০ গুন করলে যেটা পাওয়া যাবে সেটা হল পৃথিবী থেকে সেই গ্রহের দূরত্ব (২০০০ কোটি কি.মি.রও বেশী) । বর্তমানে ঘন্টায় ২৫২০০ কি.মি. যাওয়া রকেটের সেখানে পৌছাতে লাগবে প্রায় ৯০ বছর!
মহাকাশ নিয়ে এসব গবেষনায় দুনিয়াবাসীর কোন লাভ হচ্ছে না । উল্টো দিকে বিলিয়ন বিলিয়ন ডলার স্রেফ নষ্ট করা হচ্ছে এসব অতি কাল্পনিক বিষয় নিয়ে। এর ১০ ভাগের একভাগও যদি পরিবেশ সংরক্ষণে ব্যয় করা হত তাহলে পৃথিবীটা বসবাসের উপযোগী হয়ে থাকতো।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, যেসব টাকা রিসার্চে খরচ হচ্ছে, এগুলো পানিতে যাচ্ছে না, মানুষের ভাবনাকে উঁচুতে নিচ্ছে। আবার, যারা রিসার্চে টাকা দেন, তারা অনয় ধরণের মানুষ, তারা সবকইছু বড়ভাবে ভাবেন; ফলে, ছোটখাট কিছু হয়তো তাদেরকে আকর্ষণ করে না।

অংক কষে ব্যাপরটাকে বুঝার প্রচেস্টার জন্য ধন্যবাদ; চিন্তাকে সঠিকভাবে মডেলিং করে বুঝাই শিক্ষার ফল।

৩০| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

শূন্যনীড় বলেছেন: তথ্য জেনে ভালো লাগলো। যেতে না পারি অন্যগ্রহে, জানতে পারলাম

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ বিশ্বকে নিজের ভাবনায় সঠিকভাবে দেখার ক্ষমটা অর্জ করছেন।

৩১| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: মজা পাইলাম, বেশ চিন্তাশীল লেখা, কিন্তু রাজনীতির কি দরকার আছে। আপনাকে ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


জাতি ও বিশ্বের কি হবে, রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নেন, সেখানে সবার উপস্হিতি দরকার।

৩২| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
মাথা দিয়ে ইশারা আর হাত দিয়ে ইশারা (হাহাহাহাহা) সত্যি বিরক্তিকর ছিল। আমি আসলে ফ্যন্টাসী লেন্ডে ছিলাম। তেমন ক্ষতি হয়নি। সময় কেটেছে পরিবারের সাথে।
যাক, অদ্য ট্রেনিং এ আছি। দোয়া করবেন।

অন্যারা কত কিছু করে বা করেছে আমি না হয় ষোলশো পৃষ্টার উপন্যাস লিখেছি।

ব্লগে হয়তো আর আসা হবে না।

আপনার মঙ্গল কামনা করি। আপনি আসলে সত্যি একজন ভালোমানুষ, অন্তত আমি উপকৃত হয়েছি।
সবার মঙ্গল হোক।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


সময় পেলে ব্লগে এসে ঘুরে যাবেন, ব্লগারেরা ভালো মানুষ, এদের সাথে থাকলে মন ভালো থাকবে। আপনার লেখা মানুষ পড়ুক, এ কামনা আছে সর্বদা; আসবেন, যাবেন।

৩৩| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মত লোকের সাথে গপসপ করার জন্যই আমি ব্লগিং শুরু করেছিলাম এবং অবশেষে আমি সফল হয়েছি। আমি লন্ডন শহরে বুড়া হচ্ছি। এখানে লোকজন পয়সার উপাসক। আমি বাংলা চর্চা করি। আমার মহোপন্যাস ঠিকঠাক করেছি, আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। প্রায় ৭ শো বার ছিল মাথা দিয়ে ইশারা। এখন একশোর নিচে আছে।

আপনি উপদেশ করতে পারেন। আমি উপদিষ্ট হয়েছি কৃতজ্ঞ।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি এই মহুর্তে একটু অস্হিতিশীল অবস্হায় আছি; আমি আপনার লেখা পড়ে আপনাকে আরো ফিবব্যাক দেয়ার চেস্টা করবো; ব্লগার সাথে থাকলে, ব্লগারেরা আপনাকে মনে রাখবেন। নিজের কাজকর্মগুলোও দেখেন।

৩৪| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আমি সম্মান করি। আপনাদের সাথে থাকার চেষ্টা করব।

সবার মঙ্গল হোক।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই কথা হবে, সব সময় শুভ কামনা

৩৫| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

প্রাইমারি স্কুল বলেছেন: শেখ হাসিনাকে মনে করেছিলাম একক ক্ষমতা পেলে হয়ত একটা কিছু হবে কিন্তু ভুল সবই ভুল

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আধুনিক অর্থনীতি অনুসরণ করে দেশ চালানোর মতো ধারণা উনার নেই; উনি বিএনপি থেকে ভালো করছেন, এইটুকুই শাত্বনা; উনার আশেপাশে ছাত্র রাজনীতিবিদরা, যারা ছাত্রও ছিলো না, রাজনীতিবিদও হয়নি, না চাষী, না জেলে।

৩৬| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:২৮

অনল চৌধুরী বলেছেন: ভালো তো অবশ্যই।বিএনপি দুর্নীতি করে টিভি চ্যানেল-গাড়ি-বাড়ি করলেও বাংলাদেশ ব্যাংক-হলমার্ক লুট পদ্ধতি এ আমলে শিখলো।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সম্পদ বেড়েছে, খারাপ লোকদের ক্ষমতা বেড়েছে, ডাকাতীর পদ্ধতি বেড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.