নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষকে এক হতে হলে কিছু স্বপ্ন, আশা ও কারণ থাকতে হয়

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০



বৃটিশ আমল থেকে মানুষের স্বপ্ন ছিলো স্বাধীনতা, আশা ছিলো নিজেদের দেশ হবে, কারণ ছিল, মানুষ নিজের পথ নিজে রচনা করতে চেয়েছিলেন, কলোনিয়েল জীবন আর নয়। আজকের স্বপ্ন হলো নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া: শতকরা ৯০ ভাগ ছাত্র বিদেশে পড়তে চায়, ৯০ ভাগ মানুষ বিদেশে চাকুরী করতে চায়, ১০০ ভাগ মানুষ বিদেশে চিকিৎসা করাতে চায়, ৫০ ভাগ মানুষ দেশ ছেড়ে চিরতরে চলে যেতে চায়!

বিদেশে পড়া, বিদেশে চাকুরী, বিদেশে চিকিৎসা, কিংবা পরিবার নিয়ে চিরতরে চলে যাওয়া কি করে স্বপ্নে পরিণত হলো? নাহিদ সাহেবের মাইজ ভান্ডারী স্কুলে কেহ পড়তে চায় না; শেখ হাসিনার রেলওয়েতে কেহ চাকুরী করতে চায় না; কেহ নাসিম সাহেবের হাসপাতালে যেতে চায় না! আমাদের পুর্ব পুরুষেরা কি চেয়েছিলেন, কেন প্রাণ দিলেন, যদি আমরা নিজের কিছুই চাহি না?

আসলে, বাংগালীরা ঘরকুনো জাতি ছিলেন, এরা বিদেশে যাবার মতো লোক ছিলেন না; বিদেশী বলতে উনারা জানতেন কাবুলীো্যালাদের; এখন নিজেরা কাবুলীওয়ালার মতো হয়ে গেছেন; পরিবারের জন্য আয় করতে চলে যাচ্ছে আরব, আফ্রিকা, আমেরিকা, মালয়েশিয়া, জাপান। কারণ, নতুন দেশে স্বপ্ন ভেংগে গেছে, আশা পুরণ হয়নি, দেশে থাকার সঠিক কোন কারণ নেই!

১৯৬৩ সালে সিংগাপুর বৃটিশ থেকে স্বাধীনতা লাভ করে; এত ছোট যে, নিজে নিজে টিকবে কিনা ভয়ে মালয়েশিয়ার সাথে যোগ দেয়; কিছুদিন যেতে না যেতে, মালয়েশিয়ার ততকালীন সরকার তাদেরকে বিশ্বের অমানুষ খ্যাতি দিয়ে বের হয়ে যেতে বলে; অনেক চেস্টা করেও টিকতে পারেনি, ১৯৬৫ সালে বের হয়ে যেতে বাধ্য হয়। আজকের সিংগাপুরে ১২ লাখ টাকা খরচ করে বাংগালী কাজ করতে যাচ্ছে! কি ঘটেছে সিংগাপুরে?

সবার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সম্ভব হবে না; এবং এটা স্বপ্ন হওয়া সঠিক নয়; নিজ দেশে নিজের পরিবারের সাথে, নিজের জাতির সাথে থাকাই স্বপ্ন হওয়া উচি্ত; ২ জেনারেশনের আশা পুরণ হয়নি, সেটা পৃথিবীর শেষ নয়; এদেশে থাকার মতো এখনও কারণ আছে, অনেক কস্ট করে এই জাতির পত্তন করা হয়েছে। এখন দরকার নতুন স্বপ্নের, নতুন আশার, নতুন কারণের।




মন্তব্য ৮৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

তারেক ফাহিম বলেছেন: শেখ হাসিনার রেলওয়েতে কেহ চাকুরী করতে চায় না



লবিন (মামা) যদি চায় ৮-১০ লাখ, গ্রামের মানুষ মনে কর, উক্ত টাকা দিয়ে বাহিরেই যায়, ছেলে আমার বিদেশি হবে, বিয়ে করাতে গেলেও বলতে পারবো ছেলে আমার বিদেশ ফেরত।

তাছাড়া, পূর্ব পুরুষদের বাংলা্ এখন আর নাই, দুর্নিতীতে ভরপুর।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


নতুন স্বপ্ন, নতুন আশার আলোক জ্বালতে হবে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ধুতরার ফুল বলেছেন: সবাই মনে করে বিদেশে মনে হয় শান্তি আর টাকা। আর দেশে কস্ট আর অভাব।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



দেশে অশান্তির সৃস্টি করেছে কিছু বানর, ওরা কলা ভাগ করছে

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

তারেক ফাহিম বলেছেন: নতুন স্বপ্ন, নতুন আশার আলোক জ্বালতে হবে।

দেশে উচ্চপদস্থ কর্মকর্তাগণও পরিবর্তন হতে হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ যেদিন নিজের ঘরের দায়িত্ব নেবেন, বানরেরা বনে যাবে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আধুনিক মানুষের মনোজগত সম্পূর্ণ পাল্টে গেছে। এখন বেশির ভাগ মানুষ নিজেকে নিয়েই চিন্তা করে দেশ কিংবা জাতিকে নয়।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


মানুষের সামনে ভালো উদাহরণ নেই; যারা জাতির জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে সঠিক মুল্য দেয়নি; দুস্টরা সব দখল করেছে, মানুষ হতাশ

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ব্যর্থতার দায় আপনিও এড়াতে পারেন না।

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমার দায়টুকু আমি নিয়েছি

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশেই থাকতে চায় কিন্তু সবাই তো মামা চাচা দিয়ে বন্দর, কাস্টমস, রেলওয়েতে ঢুকতে পারে না। যারা বাইরে গিয়েছে তারা ভালেই আছে। দেশে চোরদের সাথে চাকুরি করার চাইতে বিদেশে সৎভাবে চাকুরি করা যায়। তিতাসের মিটার রিডারের বাড়ি থাকে। আমাদের লোভ বেশী, সুযোগ থাকলে অবশ্যই এসব চাকুরি করতো সবাই...

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



তিতাসের মিটার রিডারের ৩/৪ বাড়ী থাকায় প্রফেসরের ১ বাড়ীও থাকে না; গ্রামের ক্যাডার গাড়ী কিনে, হেড মাস্টার কিনে বাই-সাইকেল; এই রাজনীতি, এই অর্থনীতি জাতিকে ক্রীতদাস বানায়েছে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: এখন দরকার নতুন স্বপ্নের, নতুন আশার, নতুন কারণের- স্বপ্নটা দেখাবে কে? তেমন কাউকে তো দেখছিনা। আশায় বুক তো বাঁধাই যায়, কিন্তু বারবার সে বুক ভেঙে গেলে পুরো জাতি আশাহত হয়। তখন শুধুই বানরেরা লাফালাফি করে।
মানুষ যেদিন নিজের ঘরের দায়িত্ব নেবেন, বানরেরা বনে যাবে - সেদিনের আশায় আছি। দেখি মানুষেরা কবে সে দায়িত্বটুকু নিতে এগিয়ে আসেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ ১৯৪৭ পর একবার, ১৯৭১ এর পর আরেক বার বড়ভাবে হতাশ হয়েছেন; ফলে, নতুন করে কিছুর পেছনে মানুষ এক হতে পারছেন না।

কিন্তু মানব সমাজ সব সময় সকল প্রতিকুলতাকে জয় করেছে; আমাদের বেলায় সময় লাগছে; কিন্তু তা ঘটবে। আমরা নতুন করে স্বপ্ন দেখবো: সবার জন্য ফ্রি শিক্ষা, সবার জন্য চাকুরী, সবার জন্য চিকিৎসা, সবার জন্য মানানসই একখানা ঘর।



৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: নিজের স্বপ্ন নিজেকেই দেখতে হবে । কেউ এসে আমাদের সবকিছু ঠিক করে দিলে না।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


অন্যের দেখানো স্বপ্নের মাঝে বসুন্ধরা, ওরিয়ন, আলম ব্রাদার্সদের স্বপ্ন পুরণ হবে; ওরা সংখ্যা কম।

আমরা অনেক, আমাদেরকে নিজের স্বপ্নের বুনন করতে হবে।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

টারজান০০০০৭ বলেছেন: সারা বিশ্বের রাজনীতিবিদ , বুদ্ধিজীবী , অর্থনীতিবিদ মানুষকে স্বপ্ন দেখাইয়াছেন , তাহার অধিকাংশই স্বপ্নদোষ হইয়াছে। কোথাওবা অর্থনীতি, সুশাসন আসিয়াছে , তবে মানুষের মনে শান্তি আসে নাই। অর্থ বিত্তে সুশাসনে থাকিয়াও তাই উন্নত বিশ্বে আত্মহত্যার হার এতো বেশি। মানুষ তাই সব স্বপ্ন, আদর্শ বাদ দিয়া নিজ নিজ ধর্মের দিকেই ঝুঁকিতেছে। বুদ্ধিজীবীরা যতই অপছন্দ করুক সব আদর্শ , স্বপ্ন , মতবাদে মানুষ আস্থা হারাইতেছে, মানুষ নিজ নিজ ধর্মের দিকেই ঝুঁকিতেছে , নাহয় নাস্তিক হইয়া যাইতেছে ! তবে দেশের একজন কল্যাণ মুখী স্বৈরশাসক দরকার ! তৃতীয় বিশ্বে আবাল গণতন্ত্র বা ধজঃভঙ্গ সমাজতন্ত্রে কাজ হইবে না। নিজেদের সমস্যা নিজেদের পথেই সমাধান করিতে হইবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধর্মে আপনি কতটুকু সফল হয়েছেন, হাশরের মাঠে টের পাবেন। মানব জীবন মাটির উপরে, সংগ্রাম এখানে।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই যদি বলা হয় ৩০ লাখ টাকা দিয়ে আমেরিকাতে বৈধ ভাবে যাওয়া যাবে আমেরিকান সরকারের মাধ্যমে। তখন আমেরিকান এম্বেসিতে সিরিয়াল দেয়ার জন্য ২ মাস আগে লাইন পড়বে। এটার কারণ হলো দেশ নষ্টদের হাতে। দুই পরিবারের হাতে। এই চক্র যতদিন ভাঙবে না ততদিন মানুষ দেশের উপর বিরক্ত হতে থাকবে আর বিদেশমুখী হওয়ার চেষ্টা চালিয়ে যাবে...

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


২ চক্রের মাঝে ১টা মোটামুটি শেষ; অন্যটা দ্রুত সেইদিকে যাচ্ছে

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের অবস্থা দিন দিন আরও খারাপ হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



মেন হয়, তলানীতে এসে লেগেছে।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের স্বাভাবিক জীবন ধারণের মত পরিবেশ এখন দেশে নেই।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


সেই কারণেই মানুষ নৌকায় ভুমধ্য সাগর পাড়ি দিচ্ছে; স্বামীকে বাড়ীতে রেখে মেয়েরা সৌদী গিয়েছে।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১০

প্রোলার্ড বলেছেন: বৃটিশ আমল থেকে মানুষের স্বপ্ন ছিলো স্বাধীনতা,

০ মোগল আমল থেকে নয় কেন ?

উপমহাদেশ বৃটিশদের আসার আগে কি ফট্টুহারা ছিল ? বৃটিশ তথা ইউরোপিয়ানরা উপমহাদেশে এসেছিল ভদ্রতার মুখোশে লুটপাট করতে । এদের দালান কোঠার প্রতিটা ইটে লেগে আছে উপমহাদেশ থেকে লুটে আনা সম্পদের আহাজারি। এখন এরা হয়ে গেছে সভ্যদেশ !!! ইউরোপিয়ানরা ছিল বর্বর , সে তুলনায় উপমহাদেশের লোকেরা ছিল শান্তিকামী ।

আমেরিকা বলেন , অস্ট্রেলিয়া বা ইউরোপ বলেন এরা সবাই বৃটিশদেরই জাত । কিছু তাবেদার ও চাটুকারদের জন্য উপমহাদেশে বৃটিশ শাসন দীর্ঘায়িত হয়েছিল ।

আজ যাদেরকে সভ্য বলছেন , যাদের দেশে যাওয়াকে গর্বের বলছেন তাদের হাতের গ্লাভস খুলে দেখবেন যে সেখানে এখনও উপ মহাদেশের মানুষের রক্ত লেগে আছে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ ভারতে এসেছিল রাজতন্ত্রের সময়; দিয়ে গেছে গণত্ণ্ত্র। মোগলেরা রাজতন্ত্র চালিয়েছে; গণতন্ত্রের আগে, সব রাজার তন্ত্রই এক ছিলো, হোক সে তর্কি, মোগল, বা বৃটিশ

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: স্বপ্ন আশা সবই আছে কিন্তু বাস্তবে সেটা রুপ লাভ করা কঠিন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


একটা সময় থাকে সহজ, আরেকটা সময় হয় কঠিন: ১৯৪৭ ছিল সহজ, ১৯৭২ ছিল সহজ, ২০১৭ হলো কঠিন; তবে, মানুষ বার্লিনের দেয়ালও ভেংগে ফেলেছেন।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

আহা রুবন বলেছেন: যাদের পকেটে ইয়াবা থাকে আজকাল তারাই শুধু স্বপ দেখে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


কিছু না থাকলে ইয়াবা সম্বল; বিনাশ্রমে পেয়ে গেলে ইয়াবাই বন্ধু।

যাক, ইয়াবা মিয়াবার দরকার হবে না, মানুষ নিজের পরিবার ও সমাজকে নিয়ে ভালো থাকার পথে খুঁজে হবে আমাদেরকে।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

আহা রুবন বলেছেন: দুঃখে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তবু আমি আশাবাদী মানুষ। এক দিন সব দূর হয়ে যবে নিশ্চয়ই।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা এভাবে থাকার কথা নয়; যারা মানুষের সুযোগ দখল করে রেখেছে, তারা টের পাবে।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন: এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরেকটা সংগ্রাম চাই। যতদিম না দেয়ালে পিঠে লাগবে ততদিনে কিছুই হবে না । দেয়ালে পিঠ ঠেকার অপেক্ষায়

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


সময় হয়ে গেছে, জনসংখ্যার বড় অংশ ক্রীতদাসের মত খাটছে; সামান্য অংশ তাদের উপর লাভবান হচ্ছে, মানুষকে বাজার হিসেবে ব্যবহার করছে মাত্র।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "আমরা নতুন করে স্বপ্ন দেখবো: সবার জন্য ফ্রি শিক্ষা, সবার জন্য চাকুরী, সবার জন্য চিকিৎসা, সবার জন্য মানানসই একখানা ঘর।"

এই স্বপ্ন দেখার মত অনেকগুলো মানুষ দরকার, তাহলে আলো আসবেই...................

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



এটা সবার স্বপ্ন হওয়ার দরকার; এমন কি যার এগুলো আছে বর্তমানে; কারণ, জাতি কস্টে থাকার পর, সামান্য অংশ একা সুখী হতে পারবে না, তা ঘটে না।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

মানিজার বলেছেন: নিজ দেশে নিজের পরিবারের সাথে, নিজের জাতির সাথে থাকাই স্বপ্ন হওয়া উচি্ত;

ঠিক কথা ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কাবুলীওয়ালা নন, এঁরা পরিবারের সাথে থাকার মানুষ।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা গরীর ঘরের ছেলে, যে লেখাপড়া শিখতে পারে নাই, ১৫/১৬ বছর হলেই বিদেশে চলে যায়। প্রতিমাসে ২৫ থেকে ৮০ হাজার করে বাড়িতে টাকা পাঠায়। ঐ ব্যাটা বাংলাদেশে থাকলে প্রতিদিন কামলা খাটতে হবে অথবা রিকশাভ্যান চালাতে হবে। আর বিদেশে যাওয়ার জন্য এদের কাড়ি কাড়ি টাকা ফেলতে হয় না, অনেক সহজ পথ আছে, যাতে ৬ মাসের মধ্যেই বিদেশে যাওয়ার খরচ উঠে যায়।

মেধা পাচারের কারণও মূলত বড়ো অঙ্কের স্যালারি।

জনসংখ্যার এই বিকট বিস্ফোরণের মধ্যে প্রাকৃতিক নিয়মেই কিছু রি-অ্যাডজাস্টমেন্ট হবে। কানাডা, আমেরিকা, ইউকে, ইটালি বা জার্মানিতে আমাদের মানুষ চাকরিসহ স্থায়ী বসত গড়ে তুলেছেন। পৃথিবীর সব দেশেই বাঙালিদের ঢুকে পড়া উচিত। আপনি নিশ্চয়ই দেখেছেন, (আমার অভিজ্ঞতা বলছি), আমি অল্প যে কটা দেশ ঘুরেছি, দেখেছি সবগুলোতে ইনডিয়ানরা চাকরি ও ব্যবসাসহ বড়ো বড়ো পোস্টগুলোতে জায়গা করে নিয়েছে। এজন্য বলছি যে, বিদেশে যাওয়া সবসময়ই নেগেটিভ না। এখনো দেশের হাইয়েস্ট আর্নিং হলো ফরেইন রেমিট্যান্স।

আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য আভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান হওয়া জরুরি। সন্ত্রাস দমন, মাদক ব্যবসা বন্ধ করণ, পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন- এগুলো মৌলিক ইস্যু। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এই ইস্যুগুলোর সমাধান অবশ্যম্ভাবী। - অনেক কস্ট করে এই জাতির পত্তন করা হয়েছে। এখন দরকার নতুন স্বপ্নের, নতুন আশার, নতুন কারণের।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


আবুল কালাম বাবুল নামের এক গ্রাজুয়েট ১৬ বছর নিউইয়র্কে বাস করেছিলেন বেআইনীভাবে, ১৬ বছর স্ত্রীর সাথে দেখা হয়নি ; ছেলেমেয়ে ২ জনই নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছে; উনার হার্ট এটাক হলো, চিকিৎসার পর বাংলাদেশে ফিরলেন; উনি অনেকটা মৃতের মতোই।

প্রবাসে থাকতে হয় ২য় শ্রেণীর নাগরিক হয়ে।

২১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০২

কলাবাগান১ বলেছেন: "প্রবাসে থাকতে হয় ২য় শ্রেণীর নাগরিক হয়ে।"

এটা জেনেরালাইজড কমেন্ট। আমার আশেপাশের প্রায় সব প্রফেশনাল রাই প্রথম শ্রেনীর নাগরিক হয়েই আছে...বরন্চ সুবিধাবন্তিত মাইনোরিটিদের সাথে তুলনা যোজন যোজন ভাল ভাবেই আছে। নিউই্য়র্ক টাই শুধু বিদেশ নয়।

আপনি নিজেই একজন প্রবাসী।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


শুধু আমেরিকাই প্রবাস নয়; এমন কি অস্ট্রেলিয়ায় বাংগালীরা অনেকটা পরিত্যক্ত

২২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৫

কাছের-মানুষ বলেছেন: অবস্থায় পরিবর্তন খুব সহসাই হবে না। তাছাড়া পাঠ্য বই ব্যাতিত বই পড়ার পাঠকও তৈরি হচ্ছে না তেমন করে। মরার উপর খারা হিসেবে আছে ,প্রশ্ন প্ত্র ফাস , খাদ্যে ভেজালসহ অনেক কিছু যা একটি অস্বাভাবিক প্রজন্ম তৈরি করছে।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


জাতি নিজকে ধ্বংস করছে; এমন মগজ হীন যে, খাদ্য বিষ মিশায়ে দিচ্ছে; এসব সাপদের ঝাপির মাঝে বন্দী না করলে, জাতি পুরোপুরি রুগ্ন হয়ে যাবে।

শিক্ষাকে পুরোপুরি ধ্বংস করেছে ব্যুরোক্রটরাসহ মিলে; ওদের সবার সন্তান বিদেশে

২৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৭

রানার ব্লগ বলেছেন: চিন্তা করলে কিন্তু এক দিক দিয়ে ভালই হয়েছে, ঘরকুনো একটি জাতিকে (ভালো বা মন্দ যেকোনো উপায়ে) টেনে ঘরের বাহিরে আনা গেছে। নজরুল কিন্তু তার ব্রহ্মা অস্র ব্যাবহার করেছিলেন শুধু বাঙ্গালী জাতিকে ঘরের বাহিরে আনার জন্য, আর সেটা ছিল তার কবিতা " থাকবো নাকো বদ্ধ ঘরে,দেখবো এবার জগতটাকে"

মানুষের ভেতরে আত্মমর্যাদা বোধ কমে গেছে বেড়ে গেছে নাক সিটকান স্বভাব। একটু চোখটাকে বড় করে দেখলেই দেখতে পাবেন যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে বিদেশে যাচ্ছে কিন্তু গিয়ে কি করছে সেই নিম্ন মানের কাজ কিন্তু ওই টাকাটা দিয়ে যদি সে দেশেই কিছু করার চেষ্টা করতো আমার মনে হয় অনেক ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারতো। কিন্তু করবে না কারন ওই যে নাক সিটকান স্বভাবটা যে নাকের ডগায় ঝুলে আছে।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


নজরুল সাহেব ১৭ বছর বয়সে, ১০ম শ্রেণীর পরীক্ষা না দিয়ে, চাকুরী করতে বাধ্য হয়েছিলেন।

মানুষ আজ পরিবার ফেলে চলে যাচ্ছে, কারণ তারা দেশে পথ খুঁজে পাচ্ছেন না; যারা পথে দেখানোর কথা, তারা সব কিছু দখল করে, সব পথ নিজের জন্য করে নিয়েছে।

২৪| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

সনেট কবি বলেছেন: সহমত

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


মানুষকে পথ দেখালে মানুষ এক হবেন, মানুষ শান্তিতে থাকতে চান।

২৫| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০

তপোবণ বলেছেন: আচ্ছা আমরা নতুন করে স্বপ্ন দেখলে কি আবার সব ঠিক হয়ে যাবে? সব কি ঠিক কখনো ছিল? আমাদের দেশে চোরেরা শিক্ষিত নাকি শিক্ষিতরা চোর। দুই চক্রের মাঝে একটা যদি শেষ হয়, তবে আরেকটা শেষ হবে কবে। ওটাতো এখনো প্রসাশনের কান্ধে ভর করে দিব্যি খিস্তি খেউর করে যাচ্ছে। আমি দুটোর শেষ চাই। এই দুটো কি দিয়েছে আমাদের? বোনকে উত্তক্ত করার প্রতিবাদে ওরা আমার পা ভেঙ্গে দিয়েছে। কন্যাকে রক্ষা করতে না পারার লজ্জায় আমাকে আত্মহত্যা করতে হয়েছে। ধর্ষিতা হয়েও আমি ও আমার কন্যাকে চুল কেটে দেওয়া হয়েছে। আমরা কি দেখে যেতে পারব আমাদের দেশে সুশাসন? এক সময় স্বপ্ন দেখতাম, এখন সপ্নেরা আর স্বপ্নেও আসেনা।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


সবই ঘটছে, কারণ সাধারণ মানুষ এক হতে পারছে না; শিক্ষিতরা তাদের ভুমিকা পালন করছেন না; সব শিক্ষিত যদি বলেন যে, আমরা জাতির সমস্যা সমাধানে এক, জাতিকে সঝায্য করবো, একা নিজের জন্য কোন কিছু অন্যায়ভাবে দখল করবো না; তখন দখলকারীদের সময় শেষ হয়ে যাবে।

২৬| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: ভাই যাই বলেন আলোচনা করা যাবে কিন্ত আশা করা যাবেনা ।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই আশা করা যাবে; আপনি কি অন্যেরা কিভাবে ভালো থাকতে পারে, সেই পথ বের করতে পারবেন না?

২৭| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: বিশেষ উপলক্ষ ছাড়া মানুষ কখনো এক হয় না।

মানুষ বড় খারাপ।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


উপলক্ষ হচ্ছে অর্থনৈতিকভাবে ভালো থাকা।
বাংলার মানুষের এত কস্ট করার কথা ছিলো না।

২৮| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: ৩০০০ বছর ধরে বাংলার মানুষ কষ্টে আছে, এদের কষ্ট কি কখনো দুর হবে??

আপনার কি মনে হয় বাংলার মানুষের মাথায় ঘিলু আছে??

কত জাতি অতি অল্প সময়ের মধ্যেই উন্নতি করলো, আর বাঙালরা ধুকছে। করণটা কি?
আর কত শত বছর সময় লাগবে??

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংলায় শিক্ষা ছিলো না কখনো, এখন ১ম বারের মতো সামান্য পরিমাণ মানুষ নাম লিখতে শিখেছেন; এবার হয়তো পারবেন।

২৯| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

স্বতু সাঁই বলেছেন: বিদেশে কেন যায়? বিদেশে গেলে বিদেশীরা কি খুব সম্মান দেয়?

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব এমন অবস্হানে এসেছে, বিদেশীরা সন্মান দিচ্ছে না; তবে, আমাদের সরকারের মতো অত্যাচার বা অপমান করে না।

৩০| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Hi.

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


হ্যালো, কেমন আছেন, পরীক্ষা শেষ?

৩১| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

স্বতু সাঁই বলেছেন: যারা দেশে আছে তারা কি অপমানিত হচ্ছে? আপনি কেন এতো হতাশ হচ্ছেন? পারলে যুব সমাজকে জাগিয়ে তুলুন। বিদেশ যাওয়া রোধ করুন।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি চেস্টা করবো

৩২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০

আলআমিন১২৩ বলেছেন: শেখ হাসিনা কি রেল গাড়ি চালায়? তবে চালক নিবাচন খুবই ডিফেক্টিভ। Less qualified bureucrates দের উপর খুবই নিভরশীল।প্রশাসনে মেজরিটি এখন হাইব্রীড আওয়ামী লীগার। বুলি সর্বস্ব।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


উনার নিজস্ব তত্ব, নিজের প্ল্যান

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

ধ্রুবক আলো বলেছেন: মানুষকে এক হতে হলে কিছু স্বপ্ন, আশা ও কারণ থাকতে হয়,
এদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গেছে!! তাদের স্বপ্ন ঐ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া আরকি।

এক সময় আমিও বিদেশে চলে যেতে চেয়েছিলাম চিরতরে এখন চিন্তা করি অন্যরকম।
ভাবতেছি গ্রামে চলে যাবো। সেখানে গিয়ে বাস করবো। যদিও কষ্ট হবে!

গ্রামে শিক্ষার ব্যবস্থা খুবই নড়বড়ে।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি সবচেয়ে ভালো করবেন গ্রামে

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

আখেনাটেন বলেছেন:
জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং সীমিত সম্পদ নিয়ে আজকের এ অবস্থানে এসেছে শুধুমাত্র কিছুটা সৎ ও অসম্ভব দূরদর্শী নেতৃত্বের গুণে।

শুরুতেই তারা শিক্ষাখাতকে ঢেলে সাজিয়েছে। প্রচুর বিনিয়োগ করেছে এই খাতে। যার ফল পেয়েছে হাতেনাতে।

আর আমরা মহান নেতা অনেক পেয়েছি কিন্তু কোনকালেই দূরদর্শী নেতার মুখ দেখি নি। তাই শিক্ষা নিয়ে তাদের টেনশনও ছিল না। তাই সমাজে এত বিশৃঙ্খলা। তাই এত দেশ ত্যাগ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


স্বয়ং শেখ সাহেব ও তাজু্দ্দিন সাহেব শিক্ষার মুল্য বুঝতে পারেননি; অবশ্য কারণ আছে, উনারা ২ জনই ছাত্রনেতা ছিলেন।

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

শৈবাল আহম্মেদ বলেছেন: সারা পৃথিবীর মানুষকে আমাদের আপন মনে করতে হবে। বিভিন্ন রুপের একই আত্না আমরা। যে যেখানে সুভিদা-সেখানে কর্ম করবে,যেখানে সুভিদা সেখানেই সেটেল হবে এবং যে যেস্থানে থাকবে সেস্থানের প্রতিও যেমন ভালবাসা ও আন্তরিকতা থাকবে,অন্য সকল স্থানের প্রতিও তেমন আন্তরিকতা ও ভালবাসা থাকবে।
তবে যারা সমস্যা,বিপদগ্রস্থ ও অনুন্নত তাদের প্রতি সকলেরই সহানুভূতির দৃষ্টি থাকে বা থাকা উচিত। ক্যাপিটেলিজম ও পদার্থ মানুষকে পুরোপুরি প্রভাবিত করতে পারেনা। মেমোরী উপর বা জ্ঞানও পরিস্থিতির উপর তাকে নির্ভর করতে হয়। এজন্য সকলের মেমোরীকে নিদিষ্ট জ্ঞান দিয়ে ব্যবহারের মাধ্যমে আমরা এক হতে পারি।
যেসব দেশে ডিসিপিলিন থকে-সামর্থ থাকলে সেখানেই সুস্থ মানুষের থাকা উচিত বা প্রয়জন মনে করলে যাওয়া উচিত। আর যেসব দেশ অন্ধকারকে আলো ভেবে পথ চলে সেখান থেকে সরে যাওয়া বা তাদের জন্য কিছু করা উচিত। ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



১৭ কোটী কোথায়ও চলে যেতে পারবে না, কেহ নিবে না।

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৮

মিঃ আতিক বলেছেন: সবাই এদিক ওদিক গিয়ে দেশ টা একটু খালি হলে ভিআইপি দের কিছু সুবিধা হত। ঢাকায় ছেলেরা থাকতে চাইবে কেন যেখানে রেসিং কার কেনা যায় কিন্তু চালানো যায়না।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


বাংগালী আদম বেপারীরা হাজার বিলিয়ন আয় করেছে আদম বিক্রয় করে।

৩৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন:
চাঁদগাজী ভাইয়া কেমন আছেন???

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো।
আপনি কেমন আছেন!

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

নিয়াজ সুমন বলেছেন: এমন স্বপ্নে আগামীদিনের তরুণ-তরূনী উজ্জীবিত হোক
যেখানে সততা, নিষ্ঠা আর দেশপ্রেমে
সম্ভাবনার নতুন এক বাংলাদেশ সৃষ্টি হোক।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষেরা সবাকে সুযোগ দেয়ার কথা ভাবুক।

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ধর্মীয় পোস্টে লজিক্যাল প্রশ্ন করলে সমস্যা কি?
লিখেছেন চাঁদগাজী


:: আপনার এই পোস্টটি মুছলেন কেন ?

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি আসলে ধর্মীয় ব্যাপারে কোন পোস্ট দিতে চাই না, ওটা সমায়িক ছিলো।

৪০| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

নীলপরি বলেছেন: পোষ্টটা পজিটিভ । ভালো লাগলো ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ভালো যে, আপনার কাছে সঠিক মনে হয়েছে

৪১| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব ভালো লিখেছেন গুরু বরাবরের মতোই। আই সেলিউট ইয়্যুর রাইটিং। সত্য কথন তবে তিক্ততায় ভরা সাথে একরাশ আশা। ভালো থাকুন।।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের নিজস্ব ভাবনাটুকু পরিস্কার থাকা উচি্ত।

৪২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

দেশী পোলা বলেছেন:
স্বপ্ন দেখার ও বাস্তবায়নের জন্য এখনও কোটি কোটি মানুষ আছে যারা বাংলায় কথা বলে, বাংলাদেশের সুদিন আসবেই
আপনাকে রাজ মো, আশরাফুল হক বারামদীর লেখা এই পোস্টটা পড়তে অনুরোধ করছি,
http://www.somewhereinblog.net/blog/baramdei/29055865

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


পড়ে দেখবো।
কেমন আছেন?

৪৩| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

ANIKAT KAMAL বলেছেন: এখন অার লেখনী দি‌য়ে সমা‌জের প‌রিবর্তন অাশা করা যায় না মা‌ঠে নে‌মে অাসুন কাজ ক‌রি অন্তত ব্ল‌গের সারথীরা

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমরা মাঠেই আছি, তবে ছড়ায়ে ছিটিয়ে; দরকার মিলিত শক্তি; সেটাও হবে।

৪৪| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

রাজা পাত্র বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.