নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিতরা কেন রাজনীতিতে এক হতে পারছেন না?

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩



সবচেয়ে বড় কারণ হলো, নিজের শিক্ষাগত যোগ্যতাকে শুধুমাত্র জীবিকা অর্জনের কাজে ব্যবহার করা হচ্ছে; বাংলাদেশে জীবিকা অর্জন এখনো কষ্টকর প্রচেষ্টা, জীবিকা অর্জনে অনেক প্রতিযোগীতা; ফলে, একজন শিক্ষিত মানুষ, অন্যজন সমমানের-শিক্ষিত, বা বেশী শিক্ষিতকে প্রতিযোগী হিসেবে নিচ্ছেন; এতে, প্রত্যেকেই কোন না কোনভাবে নিজকে অন্যের চেয়ে বড় পন্ডিত হিসেবে তুলে ধরার চেস্টা করছেন; অনেকেই, সমমানের শিক্ষিতদের সুযোগ মতো নাজেহাল করার চেস্টা করেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতিযোগীতা শিক্ষিতদের ঐক্যের বিপরিতে কাজ করছে।

আরেকটা বড় কারণ হচ্ছে, শিক্ষিতরা সামগ্রিকভাবে অশিক্ষিতদের ঠকায়ে এসেছে দীর্ঘ সময় থেকে; বিশেষ করে বৃটিশ আমলের শেষ দিক থেকে। এখনো একজন থানা পর্যায়ের অফিসারের অফিসে একজন সাধরণ মানষের প্রবেশাধিকার নেই বললেই চলে; এতে করে শিক্ষিত ও সাধারণ মানুষের মাঝে যোজন যোজন দুরত্বের সৃস্টি হয়েছে; সাধারণ মানুষ দেখেছে, শিক্ষিতরা তাদের ঠকায়ে এসেছে যুগে যুগে।

কলোনিয়েল যুগের পর, শিক্ষার প্রসার ঠেকিয়ে দিয়েছেন শিক্ষিতরা নিজেই; পাকী ও বাংলাদেশ আমলে ক্ষমতায় থাকা ব্যুরোক্রেটরা পরিকল্পনা করে মানুষকে মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে আসছে; এতে করে নিজেদের শ্রেনীই বড় হতে পারেনি।

অন্য একটা বড় কারণ, শিক্ষার মান; কলোনিয়েল যুগের পর, যেটুকু শিক্ষার প্রসার ঘটেছে, সেই অনুযায়ী শিক্ষার মান বাড়েনি; অনেক পলিটিক্যাল সায়েন্সের ছাত্রও ঠিক মতো গণতান্ত্রিক ব্যবস্হাকে বুঝতে পারেননি; ফলে, তারা রাজনীতিতে ধর্ম কর্ম মিশায়ে এক জগা-খিচুড়ির সৃস্টি করেছেন, ও আলাদা হয়েছেন!

সমাজে শিক্ষা যদি জীবিকা অর্জন, জ্ঞানের প্রসার ও সমাজের প্রতি অবদানের যোগ্যতা হিসেবে গ্রহন করা হয়, তখন শিক্ষিতদের অবদান চোখে পড়বে, অবদানকে মাপা সম্ভব হবে; তখন শিক্ষিতরা নিজেদের অবস্হান বুঝতে পারবেন; অন্যেরাও অনুধাবন করতে পারবেন। অবদানকারীকে হেয় করার চেষ্টা যে হবে না, তা নয়; তবে, অবদানকারীকে সমাজ বড় চোখে দেখেন সব সময়। শিক্ষিতদের অবদান হতে হবে সবার জন্য ও নিরপেক্ষ। সর্বোপরি, শিক্ষিতদের বুঝতে হবে যে, তারা সমাজের দেয়া সুযোগ গ্রহন করে শিক্ষিত হয়েছেন, সমাজকে সময় মতো বহুগুণে ফেরত দিতে হবে, ও পেছনে-পড়ে-থাকা অংশের ভার বহন করতে হবে; তখই শুধু শিক্ষিতরা রাজনীতিতে নিজেদের অবস্হান শক্ত করতে পারবেন।

মন্তব্য ৮৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: অনেক পলিটিক্যাল সায়েন্সের ছাত্রও ঠিক মতো গণতান্ত্রিক ব্যবস্হাকে বুঝতে পারেননি; ফলে, তারা রাজনীতিতে ধর্ম কর্ম মিশায়ে এক জগা-খিচুড়ির সৃস্টি করেছেন, ও আলাদা হয়েছেন![/sb
চাকুরীর বেলায়ও তাদের ভালো কোন অবস্থান নেই বর্তমানে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:

ছাত্রদলের পান্ডা আমান উল্লাহ আমান ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র থাকা কালীন সময়ে, তার কাছে গেছেন শিক্ষকেরা পদোন্ততির সুপারিশের জন্য

২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

কূকরা বলেছেন:
দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
বিশেষ করে আপনার মত শিক্ষিত মানসিক রোগী পলিটিকসে না আসাই উত্তম

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


মুরগীর মগজ নিয়ে কতটুকু আর ভাবতে পারবেন? আপনার ভাবনাশক্তি প্রয়োগ করেই তো "চিকেন হেড"কে প্রো-পিক হিসেবে নিয়েছেন আপনি, তাই না?

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুদ্ধ, স‌ঠিক গণতন্ত্র থাক‌লে শি‌ক্ষিতর‌া এখনকার চাই‌তে বেশী আস‌তো রাজনী‌তি‌তে। এখন রাজনী‌তি‌তে দেখা হয় কার কত টাকা আ‌ছে, কার প‌রিবার কোন দল করত...

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষকেরা সঠিকভাবে শিখালে ছাত্ররা গণতন্ত্র বুঝতে পারতো; গণতন্ত্র থাকলে, শিক্ষকেরা জাতীয় রাজনীতিতে আসতে পারতেন; এসব লজিক অনুসরণ করা হয়নি

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

কূকরা বলেছেন: আপনার মত শিক্ষিত মগজবান যারা মাল্টনিক দিয়ে প্রতিপক্ষের ব্লগে গু-এর ছবির স্প্যামিং করে তাদের ভাবনা শক্তি কি একটা মুরগীর থেকে খুব বেশি?

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:



আমার প্রতিপক্ষ আমি নিজেই; আপনি নিজের এলাকায় গিয়ে ব্লগিং করেন, ওখানে হাঁস মুসগী মেলা বসান।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

কূকরা বলেছেন: আরো প্রমান লাগবে পাঁদগাজি :P ...থুক্কু চাঁদগাজী সাহেব? /:)

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি কারোকে কমেন্ট ব্লক করিনা, আপনি ফ্লাডিং করছেন; খেয়াল রাখুন।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

কূকরা বলেছেন: এই নেন আরো প্রমান
http://www.somewhereinblog.net/blog/madhob1/30205523#c11888620

নোট: সংবেদনশীল ব্লগারদের উপরের লিংকে না ঢুকার জন্য অনুরোধ করছি। যারা ঢুকবেন, নিজ দায়িত্বে নাক চেঁপে ধরে ঢুকবেন।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আসা সহজ, ব্লগিং সহজ নয়; এসেছেন, কয়েকদিন দেখেন!

৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১

ইব্রাহীম ইমু বলেছেন: প্রথম দুই প্যারা লেখা খুব ভালো লাগ্লো একজন পাঠক হিসেবে বলছি।
কিন্তু পরের লেখা গুলোতে পুর্বের ধারাবাহিকতা টা খুজে পেলাম না।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আগামী ভালো করার চেস্টা করবো।

৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

কূকরা বলেছেন: সৎ সাহস নাই দেখেই কমেন্ট ডিলিট করলেন B-)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনার কমেন্ট দরকারী কিছু না, মুরগীর খাবার।
ছবি ইত্যাদি দিয়ে কমেন্ট করেছেন, হার্ড ড্রাইভ পায়খানা স্টোর করতে জানে না

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
ইউরোপে যে বয়সে শিক্ষিত তরুণরা সংসার গঠন করে বাচ্ছাকাচ্ছা উৎপাদন করছে সে বয়সে আমাদের দেশের তরুণরা চাকুরী পিছনে দিনে জোতা ক্ষয় করে রাতে বালিশ ভিজাচ্ছে। ফলে শিক্ষার প্রকৃত অর্থ ব্যাহত হচ্ছে।

হায় উন্নত দেশ! হায় বাঘাম্বর!
কবে সত্য স্বীকার করার মত সত্য সাহস দেখাবি।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বেকারের সৃস্টি করেছেন অদক্ষ শিক্ষিতরাই; তাই বাকী শিক্ষিতদের জুতার তলা শেষ।

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাংলাদেশে শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসলেও সফল হতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ বেশিরভাগই আমজনতা কি চায় তা বুঝতে অক্ষম। সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা তাদের নেই। নিজেদের একটা ছোট জগৎ থাকে আর পুরো দেশটাকে সেরকমই ভাবে। বড় উদাহরণ ভার্সিটির টিচাররা; তারা সব ছাত্রদেরকেই নিজেদের মতো ট্যালেন্ট ভাবেন।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


যেসব শিক্ষিত জনতাকে বুঝে না, তারা মুলত: অশিক্ষিতই

১১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

ছেদা বোতল বলেছেন:

-


ব্লগের বাদবাকি সব শিক্ষিতরে মগজহীন ডাকেন আপনার সাথে মতের মিল না হৈলে, ঈ মগজহীনদের অনেকেই আপনার চেয়ে অনেক বেশি পড়াশোনা করা, দেশের জন্য কাজ করা। দেশের প্রধানমন্ত্রীর নামে নিচের কথাটা হরহামেশা লেখেন। এরপরও ভাবেন শিক্ষিতরা আপনের ধাতানি খাইতে পলিটিক্স করব? খিক্স।

আপনার কারণেই সামু একদিন বন্ধ হয়া যাইব, দেইখেন।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি থাকলে সামু কোনদিনও বন্ধ হবে না; আপননিই আমাদের শেষ ভরসা।

১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২২

ওমেরা বলেছেন: বাংলাদাশের রাজনীতিতে নোংরামী হয়, শিক্ষিতরা এটা পারে না তাই হ্য়ত দুরে থাকে ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


এটা একটা ডাইলেমা: শিক্ষিতরা রাজনীতিতে নেই, তাই সেখানে নোংরামী চলছে; রাজনীতিতে নোংরামী চলছে, তাই শিক্ষিতরা সেখানে নেই।

শিক্ষিতদের দায়িত্ব রাজনীতিকে নোংরামীমুক্ত করা।

১৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: আর কিছুদিন পরে দেশের রাজনীতি পুরোপুরি চলে যাবে ব্যবসায়ী আর মাফিয়াদের দখলে।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


যারা জাতির সম্পদ দখল করে নিয়েছে, তারা রাজনীতিও দখল করেছে; এদেরকে ব্যবসায়ী বললে, এরা ব্যবসায়ী; এদেরকে মাফিয়া ডাকলে এরা মাফিয়া; এদেরকে রাজনীতিবিদ বললে এরা রাজনীতিবিদ; এদের আসল পরিচয় দখলকারী।

১৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৫

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: এই দেশের রাজনীতিতে শিক্ষিত দের অংশগ্রহণ করার ইচ্ছা আছে বলে মনে হয় না, তলিয়ে গেছে সব ভাই একদম চেটেপুটে খেয়ে দিছে সবাই

১০ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


পর্তুগীজ, মারাঠারা কিছু বীজ টীজ রেখে গিয়েছিল।

১৫| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: লেখার এ অংশটুকু বেশী ভাল লাগল
শিক্ষিতদের বুঝতে হবে যে, তারা সমাজের দেয়া সুযোগ গ্রহন করে শিক্ষিত হয়েছেন, সমাজকে সময় মতো বহুগুণে ফেরত দিতে হবে, ও পেছনে-পড়ে-থাকা অংশের ভার বহন করতে হবে; তখই শুধু শিক্ষিতরা রাজনীতিতে নিজেদের অবস্হান শক্ত করতে পারবেন।

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতরা এই কথাটি এখনো মানুষের সামনে উচ্চারণ করেননি; এটি যেদিন তাঁরা বুঝবেন, সেদিন জাতির সমস্যা কমে আসবে।

১৬| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে যথেষ্টসংখ্যক শিক্ষিত লোক থাকা সত্ত্বেও পরিবারতন্ত্র আমদানি করতে হয়েছিলো। কারণ, শিক্ষিতরা এক হতে পারছিলেন না। কলোনিয়েল মন মানসিকতা এখনও সমাজে ঠিকে আছে; অগ্রগতি খুব বেশি হয় নি!

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


২ দলে যাদের ডিগ্রি ফিগ্রী আছে, সবগুলোই এককালের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল; এদের দক্ষতার লেভেল ১২ ক্লাশের বেশী নয়।

১৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫২

ধ্রুবক আলো বলেছেন: শিক্ষিতরা কেন এক হতে পারছেন না!? আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটাই এরকম হয়ে গেছে!! শিক্ষিতরা অনাগ্রহী রাজনীতিতে। আর যারা অশিক্ষিত তারা রাজনৈতিক প্রেক্ষাপটকে ধান্দার প্রেক্ষপট বানিয়ে ফেলেছে!

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা মানুষকে দেয় বুদ্ধি ও শক্তি; একজন শিক্ষিতের কাছে হাজার জন অশিক্ষিত ব্যক্তি কিছুই নয়।

১৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: শুধু শিক্ষিত হলেই হবে না। ভালো মানুষ হতে হবে।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


৩৩% শিক্ষিত হলে, খারাপ; ৬০% শিক্ষিত হলে, চলে; ৯০% হলে, আসলে শিক্ষিত

১৯| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

প্রোলার্ড বলেছেন: শিক্ষিতদের নিজেদের মধ্যে কোন জোট নেই । তারা মনে করে যে, সে যেটা শিখেছে সেটা দিয়ে সে তার পেট ভরে নিতে পারবে। অশিক্ষিতরা একজোট হতে বাধ্য কারণ কোন কিছু তারা পেতে গেলে সেটা জোট + জোর করে নেওয়া ছাড়া তার সামনে আর কোন অপশনও থাকে না । এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ৩য়/৪র্থ শ্রেনীর লোকদের জোট+জোর বেশী। এবং এর ফলে রতনে রতন চিনে ফেলে এবং তারাই মিলে মিশে রাজ করে।

কোন কারণে শিক্ষিত লোক যদি ভুল ক্রমে চলেও আসে তবে তাকে হেনস্তা হতে হয় এবং সেটা করে তার মত শিক্ষিত লোকেরাই । যেমনটা ইউনূস সাহেবকে যারা গাছে উঠিয়েছিল তারাই আবার সেই মই কেড়ে নিয়েছিল।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



সঠিক।
তবে, ড: ইউনুসের ব্যাপারটা বেশ কমপ্লেক্স; ড: ইউনুসের থেকে ঋণ নিয়ে কেহ কোটীপতি হয়নি; ড: ইউনুস কোন ঋণ না নিয়ে ৭০ কোটীর মালিক।

২০| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের দেশের মানুষ শিক্ষা গ্রহন করে জীবিকার জন্য এটা যেমন ঠিক তেমনি আমাদের দেশের রাজনীতি বিদরাও রাজনীতি করেন জীবিকার জন!!!!

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের বর্তমান সব রাজনীতিবিদই ছাত্র রাজনীতিবিদ, এদের একজনও প্রফেশানেল রাজনীতিবিদ নন।

আপনার ব্যাপারে পোস্ট দেবো ভাবছিলাম; আপনি এতদিন ক্সকোথায় ছিলেন, সব ভালো তো?

২১| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবস্থার উন্নতির কোন সম্ভাবনা নাই। রাজনীতি চলে যাচ্ছে মাফিয়াদের হাতে। এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, তেমনি সত্য আমেরিকার জন্য।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায়, রাজনীতিবিদরা একটা আলাদা ক্লাস, গোষ্ঠীতে পরিণত হয়েছে; তারা ক্যাপিটেলিজমের হয়ে রাজনীতি করছে; ফলে, তাদেরকেও মাফিয়ার মতো মনে হয়; তবে, ওখানে মাফিয়ার স্হান নেই।

বাংলাদেশে রাজনীতির করে মানুষ সম্পদের মালিক হয়েছে; সম্পদের মালিকেরা রাজনীতি দখল করে ফেলেছে। এদের ক্যাডার ও হাবভাব মাফিয়াদের মতো; এদের চাঁদাবাজি পুরোপুরি মাফিয়াদের মতো।

২২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সাধারন মানুষ রাজনীতি বুঝলেই কি আর না বুঝলেই কি সবই নিজেদের পেট ভরা নিয়ে ব্যস্ত ।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ যেই লেভেলে রাজনীতি বুঝেন, সেটা জাতিকে খুব একটা সাহায্য করছে না; কারণ, আমাদের সাধারণ মানুষ মানে, মোটামুটি অশিক্ষিত; উনারা সরকারের ফরমেশন, অর্থনীতি, সরকারের ফাইন্যান্স, পার্লামেন্ট, বিল, সংবিধানের ভুমিকা, চাকুরী সৃস্টি, বেকারত্বের কারণ বুঝার অবস্হানে নেই।

২৩| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

রুহুল আমিন খান বলেছেন: '"গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবস্থার উন্নতির কোন সম্ভাবনা নাই। রাজনীতি চলে যাচ্ছে মাফিয়াদের হাতে। এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, তেমনি সত্য আমেরিকার জন্য'" [s

রথচাইল্ড রকফেলার টাইপ মাফিয়াদের হাতে গেলে ভালো হতে পারে, কিন্তু আজিজ মোহাম্মদ ভাই সালমান এফ রহমান টাইপ মাফিয়ার হাতে গিয়ে লাভ নাই। বাংলাদেশের রাজনীতিতে এখনো মাফিয়াদের হাতে আসে নাই কারন এই দেশে ভোটের রাজনীতিতে মানুষের মুজিব পরিবার জিয়া পরিবারের আবেগ কে টাকা দিয়ে কেনা যায় না তাই মাফিয়ারা বিএনপি আওয়ামিলীগ কে কন্ট্রোল করার বদলে মুজিব পরিবার জিয়া পরিবারের সাথে আঁতাত করে চলতে বাধ্য হয় আর এই চান্সে হাসিনা খালেদা পাবলিকের আবেগের কান্ধে বন্দুক রেখে দেশটাকে মগের মুল্লুক করে রাখে।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া দেশ চালনা একটা সাধারণ মানুষের মতো বুঝেন, উনাকে সামনে রাখে দেশ চালায়েছে মিলিটারী ও ব্যুরোক্রেটরা। শেখ হাসিনা দেশ চালাচ্ছেন অনেকটা কলোনিয়েল সিস্টেমের মতো, "যা করবো আমি করবো, আমার মতে ভালো চালাবো", এটা উনার তত্ব।

আমরা আধুনিক বিশ্বে বাস করছি; আমরা পেছনে পড়ে আছি বলেই আমাদের মানুষকে সস্তা শ্রমিক হিসেবে বিক্রয় করতে হচ্ছে, মেয়েদের পড়ার বদলে কাপড় সেলাই করতে হচ্ছে; লাখ লাখ মেয়েকে দেহ বিক্রি করতে হচ্ছে।

২৪| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫

চিন্তিত নিরন্তর বলেছেন: শিক্ষিতরা বেশিরভাগ সময়ে একটি নির্দিষ্ট দলের প্রতি ঝুকে আছে। যাকে বলে গোড়ামী। আওয়ামী সবচেয়ে বেশি, জামাতি আছে, তবে অল্প। এদের ভাল মন্দ বোঝার বোধ নেই। যতই শিক্ষিত হউক দল ছাড়া কিসু বোঝেনা।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে যারা শিক্ষিত আছেন, তারা মডারেট মানুষ, কিন্তু তাদের বলার কিছু নেই, নেত্রী জমিদারী স্টাইলে দেশ চালাচ্ছেন, বিএনপি-জামাত থেকে ভালো, এতেই উনারা খুশী; উনারা এটুকু মেনেই চলেছেন, উনাদের সৃজন ক্ষমতা নেই।

জামাতের শিক্ষিতদের অবদান, ১৯৫৩ সালে লাহোরে গণহত্যা, ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ২০১৩ সালে গেরিলা স্টাইলে দেশ আক্রমণ; এসব লোক সভ্যতার জন্য হুমকী।

২৫| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে শিক্ষাকে বিভাজনের হাতিয়ার হিসেবে নেয়া হয়েছে। শিক্ষা যে শুধু মাত্র অর্থ উপার্জনের উপাদান না, এটা যে নিজেকে মনুষ্য সমাজে বসবাসের জন্য নিজেকে যোগ্য করার উপায় এটা বাংলাদেশের মানুষ জানে না। শিক্ষিত লোক কেন রাজনীতিতে আসছে না কারন তাদের উপার্জনের উপায় আছে, অশিক্ষিত লোক আসছে কারন শিক্ষিত লোকদের মাঝে টিকে থাকতে হলে তাদের একটা হাতিয়ার দরকার, যেহেতু শিক্ষা নামক হাতিয়ার নেই, তো রাজনিতিকেই হাতিয়ার বানিয়ে নিয়েছে, নতুবা কোন বিন্দু মাত্র জ্ঞ্যান সম্পন্ন লোক তার উপার্জনের উৎস লিখতে পারেন না যে রাজনীতি। এটা এই দেশে হয়েছে, রাজনিতীকে সমাজ গড়ার হাতিয়ার না বানিয়ে অর্থ উপার্জনের বস্তু বানিয়েছে। বাংলাদেশে একটা কথা মুখে মুখে আছে শিক্ষিত হয়েছ চাকরি বাকরি কর রাজনীতি কেন। এরা এটাই জানে না, এক মাত্র শিক্ষাই সুস্থ রাজনীতির পরিপূরক। যাই হোক আমি নিজেও রাজনীতি করি না, এর থেকে বেশি আন্দাজ করা ব্যাপার খানা নিয়ে আমার জন্য অতিরিক্ত হয়ে যাবে।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নমিনেশন ফরমে লিখেছিলেন যে, উনি "স্বশিক্ষিত", পেশা "রাজনীতি"; স্বশিক্ষিতের পেশা রাজনীতি? বাংলাদেশের মহিলা সক্রেটিস! উনার অবডান, জাতিকে ১০০ বছর পেছনে নিয়ে গেছেন ।

বর্তমান সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ হলো শিক্ষিতদের রাজনীতিতে আসা, যারা নিজের প্রফেশান থেকে জীবিকা অর্জন করতে জানেন, রাজনীতি করে, চাঁদাবাজি করতে হবে না।

২৬| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

রানার ব্লগ বলেছেন: ডঃ ইউনুস এক জন বাজে লোক, ইনি বাংলাদেশের কিছু চোর কে শিখিয়েছে কিভাবে দরিদ্রদের জন্যা আসা অর্থ হজম করতে হয়। দৃশ্যত তার গ্রামীন ব্যাংক উন্নয়ন করছে, কিন্তু আড়ালে জোতদারদের মত আচারন করছে। উনি এক জন ব্যাবসায়ি উনি কখনই রাজনীতিবিদ হতে পারবেন না।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:

উনি ভালো আইডিয়া দিয়ে শুরু করেছিলেন; উনার থেকে ঋণ নিয়ে কেহ কোটীপতি হননি; উনি ঋণ না নিয়ে ৭০ কোটীর মালিক; এখানেই উনার ভুলের সন্ধান পাওয়া যায়।

২৭| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

কানিজ রিনা বলেছেন: আমাদের এলাকার রাজনীতির প্রেক্ষাপট।
এলাকার হাটবাজারে বেশ কয়েকটা চায়ের
দোকান আছে সকালে উঠে শিক্ষিত অশিক্ষিত
সবাই একসাথে চা খায়। এখন রাজনীতি
নিয়ে আলাপ আলচনায় চেয়ারম্যান মেম্বর
উপজেলার পৌড়সভার নেতারা কে কি করছে
আলচনা ভালচনায় বেশ সকাল গরম হয়ে
উঠে কোনও দিন ক্যাচাল এমন পর্যায় যায়
হাতাহাতি মারামারি শুরু হয়। যারা ক্যাচাল
করে বেশীর ভাগ লোক অশিক্ষিত রাজনীতিক
। শিক্ষিতরা ক্যাচাল দেখেই সরে পড়ে
কারন ওদের সাথে কথা বলাও সম্মানের
ব্যাপার।
এখন দলিওগত ভাবে যেসব শিক্ষিত লোক
আছে বিশেষ করে এখন আওয়ামীলিগ।
সেসব শিক্ষিতরা। অশিক্ষিত আওয়ামীলিগের
থেকে পিট বাঁচায়ে চলে। কারন শিক্ষিত
ক্ষমতাবানরা ক্যচাল করা লাঠেলবাজীদের
হাতে রাখে তানা হলে দল চালানো মুসকিল।
আমাদের দেশের রাজনীতি যখন যে দল
থাকে এঅবস্থাই বিড়াজ করছে এমন কি
উপর মহল পর্যন্ত।
বড় বড় দলনেতারা এসব লাঠেলবাজদের
তেল দিয়ে চলে তানা হলে দল টিকানো
মুসকিল। আর তাতেই দেখা যায় কখনও
কখন এসব লাটেলবাজ অশিক্ষিতরা ক্ষমতার
অপব্যবহার করে। দলের শিক্ষিত লোক
বেশীর ভাগ এদের তেল দিয়েই চলে।
আর এসব অশিক্ষিত লোক যখন দেশেরই
বড় অংশ তারা বেঁচে থাকার পেট ভরে
খেয়ে ভাল থাকার জন্য দলের পক্ষ হয়েই
ন্যায় অন্যায় যাই করুক দলনেতারা সহায়তা
দেয়।
যদিও আমি যাদের অশিক্ষিত বলছি তারা
আমাদের দেশে অসহায় গরীব মানুষ।
একটু ভাল থাকার জন্য দলনেতার মন
জুগিয়েই চলতে হয়। ন্যায় অন্যায় বোধ
নাই কারন ওরা কোম শিক্ষিত। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


চা দোকান, বাসে, দর্জির দোকানে বসে যারা আলাপ করছেন, তারা সাধারণ মানুষ; তাঁরা তাঁদের লেভেলে বুঝেন, সেই অনুসারে কথা বলেন; এগুলোর তেমন কোন মুল্য নেই; দেশের অর্থনীতি, ফাইন্যান্স, চাকুরী সৃস্টি, বেকারত্ব, সরকার, প্রশাসন, বিল, আইন, সংবিধান সম্পর্কে উনাদের কোন ধারণা নেই।

শিক্ষিতরা সংবিধান জানেন, বা জেনে নিতে পারেন, তাঁরা মানুষের মৌলিক অধিকার জেনে নিতে পারেন; তাঁরা সরকার, পার্লামেন্ট, প্রশাসন বুঝতে পারেন, বাজেট ও ফাইন্যান্স বুঝার কথা, দেশের রিজার্ভ, শিক্ষা ব্যবস্হা, চাকুরী সৃস্টি, বেকারত্ব বুঝতে পারেন।

২৮| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

রাতু০১ বলেছেন: মেধাবী আর শিক্ষিত প্রজন্ম রাজনীতিতে সক্রিয় হলে আসলেই একটা পরিবর্তন সূচিত হবে। কিন্তু সমস্যা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে।এই রকম হযবরল শিক্ষা ব্যবস্থা আর কোথায় ও নাই মনে হয়। শুভকামনা।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


মেধাবী বলতে যা বুঝায়, উহা বাংলাদেশে নেই আপাতত, ভালো ছাত্র আছেন অনেক।

শিক্ষা ব্যবস্হাকে পংগু করে দিয়েছে; উহা বর্তমানে অস্বাস্হ্যকর ব্যবসা কেন্দ্র; যাক, ডিগ্রি নিয়ে যারা বের হচ্ছে, তারা হাজী সেলিম, পিন্টু , শামীম ওসমান, মেয়র খোকা, মির্জা আব্বাস থেকে বেশী জানেন; এটুকু বিদ্যা নিয়ে লেগে গেলে, বিএনপি-জামাত ও আও্য়ামীদের থেকে ভালো করার কথা।

২৯| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

কানিজ রিনা বলেছেন: শহরে কয়কটি লোক বাস করে? মফস্বলে
স্কুল কলেজ থানা পর্যায়ে ব্যাংক ভুমি অফিস
উপজেলা পৌরসভা জেলা ভিত্তিক সরকারী
অফিস বেসরকারী আরও অন্যান্য অনেক
অফিস আদালত কার্জক্রম চলে সবই শিক্ষিত
লোকের দ্বারা। এবং গ্রামের বেশীর ভাগ
শিক্ষিত লোকই কোনও না কোনও স্কুল
কলেজ অন্যান্য অফিস আদালতে চাকরী
করে। এখন আমাদের দেশের এসব শিক্ষিত
লোক গ্রাম মফস্বলের সমাজনীতি সুস্ঠ
পরিবেশ না গড়ে তাহলে রাস্ট্র সুস্ঠ হবে
কেমনে। প্রতিটা সুষ্ঠ সমাজই সুষ্ঠ রাস্ট্র।
এখন আমাদের গ্রাম মফস্বল সমাজের শিক্ষিত
লোক অশিক্ষিত রাজনীতির কবলে মুখ
বুজে সম্মান বাঁচায়। তাহলে কিকরে সুষ্ঠ
সমাজ হবে? আর সুষ্ঠ রাস্ট্র সংগঠিত
হবে কিভাবে। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


গত ৯ বছরের সরকারের কথা বললে, গ্রামের স্কুলের হেড মাস্টারের মাস্টারস ডিগ্রি আছে, স্কুলের কমিটির সভাপতি দুস্ট আও্য়ামী ক্যডার যে, হেড মাস্টারের উপর লাঠি ঘুরাচ্ছে। স্কুলের কমিটির সভাপতি হতে হবে কোন বিসিএস ক্যাডারকে কমপক্ষে। এইসব ক্যাডারেরা গ্রামের মানুষকে চাপের মাঝে রেখেছে; শিক্ষিতদের মাথা খাটায়ে এর থেকে বের হতে হবে; নিজেদের রাজনীতি সেখানে সাহায্য করবে। এটা একটা উদাহরণ

৩০| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমলারা তো উচ্চ শিক্ষিত । এদের দিয়ে দেশের কোন উপকার হচ্ছে?

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে প্রগ্রেসিভ ছাত্র বিসিএস পাশ করার পরপরই ঘুষ ইত্যাদিতে জড়িয়ে পড়ে; এগুলোর দ্বারা কিছু হবে না। ২০০৭ সালের ভোটের আগে, মাহমুদুর রহমান এক রাতে এদেরকে নিজের নিজের অফিসে নিয়ে মিটিং করছিলো; চাকুরীর কারণে, ও চাকুরীর ধরণের ফলে এদের ব্যক্তিত্ব থাকে না।

৩১| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলোচনা ভালো লাগলো। সবাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তাজগত সৃষ্টিকরে বসে আছে, দেশ সাধারণের চিন্তা করার সময়ই হয় না!!

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


সময় আছে, মানুষের মগজ আর কম্প্যুটারের প্রসেসর মোটামুটি কয়েক সেকেন্ড কাজ করে সারা দিনে; বেশীর ভাগ বাংগালীর রাজনীতি বুঝার মতো ক্ষমতাই কম; এরা পড়ালেখা ঠিক মতো করে না।

৩২| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জেন রসি বলেছেন: শিক্ষিতরা শিক্ষা নিয়ে আই কুইট ম্যাচ খেলছে।!

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরা কুইট কুইট খেলছেন, আর খুঁদ-কুটার পেছনে ছুটছেন।

৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

নতুন বিচারক বলেছেন: ভালো লাগল।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরা জাতির কাছে দায়বদ্ধ আছেন

৩৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিতর্ক ছাড়া কোন পোস্টই যেন সম্পূর্ণ হচ্ছে না ইদানিং।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


এখন ব্লগিং'এর সুদিন; আগে ছিল ঝড়ের দিন।

৩৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

আখেনাটেন বলেছেন:

অাসলে শিক্ষিত আর অশিক্ষিত বলে কথা নয়। শিক্ষিত শব্দের সাথে যদি নৈতিকতার বালাই না থাকে তাহলে সে হাজারটা অশিক্ষিতের থেকেও ভয়ঙ্কর। আর বাংলাদেশে এখন এটাই বড় সমস্যা। শিক্ষিত কুলাঙ্গার। এরাই লুটেপুটে খাচ্ছে দেশটা।

বলুন শিক্ষিত পারিবারিক মূল্যবোধসম্পন্ন মানুষ যে উঁচু পদে থাকলে নিজের চাইতে দ্বায়িত্বের কথা স্মরণ করবে আগে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান কিন্তু উঠেছে এইসব মানুষের জন্যই।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের শিক্ষিতরা সিংগাপুর, তাইওয়ান থেকে শিখলে জাতি রক্ষা পাবে।

৩৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: শিক্ষিতদের রাজনীতিতে মূল্যায়ন হয় না এই কারনে আসে না।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের মুল্যায়ন করার করতে পারেন? একমাত্র উচ্চ-শিক্ষিতরা

৩৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

মিঃ আতিক বলেছেন: পড়লাম ভাই।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

৩৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

লুশ্যে বলেছেন: কে বলে শিক্ষিতরা রাজনীতি করে না? তা হলে ছাত্র সংগঠনগুলো কি ভাবে হলো? শিক্ষিত ছাত্র সংগঠন আবার হুমকী দিয়ে আইন নিজের হাতে তুলেও নিচ্ছে!!! বিশ্বজিতের হত্যাকারী আর হত্যার বিচারের রায়দানকারী সকলেই শিক্ষিত!!!

তাই অন্য সাধারন উচ্চশিক্ষিতরা এসবের ভয়ে রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



যারা ছাতর রাজনীতি করছে, ওদের পড়ালেখা ১২ ক্লাশের সমান; ১২ ক্লাশ পাশের পর, ওরা জানে না যে, ওরা কি পড়ছে! উচ্চ-শিক্ষিতদের দায়িত্ব আছে জাতির প্রতি।

৩৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০

নীলপরি বলেছেন: সবাই শুধু নিজের ভালো বোঝে । কিন্তু সমাজের ভালো নাহলে কি নিজের ভালো হয় ? শিক্ষা ব্যবস্থা নিয়ে কবেই রবীন্দ্রনাথ তোতাকাহিনী লিখেছিলেন । আমরা কথায় কথায় রবীন্দ্রনাথের কোট ব্যবহার করি কিন্তু ওনার চিন্তাধারা নিয়ে ক'জন ভাবি ?

ভালো টপিক নিয়ে লিখেছেন ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত মানুষেরা নিজেই টিকে থাকার চেস্টা করছেন, মানুষের ক্থা বলছেন না; সেজন্য উনাদের সাথে কেহ নেই; দুষ্টরা মানুষের জন্য অভিনয় করছে, কিন্তু মানুষের প্রাপ্যটুকু দখল করছে।

৪০| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৪৭

কানিজ রিনা বলেছেন: দুষ্ট লোক মানুষের সাথে অভিনয় করে
নিজের স্বার্থ লুটে নিচ্ছে। আসল প্রাপ্য
যার। অথচ দখলদার আরেক জন।
একে বাড়ে উচিৎ উত্তর দিয়েছেন। ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


আমার নিজের ধারনা যদি সঠিক থাকে, সেটাই আসল ব্যাপার।

৪১| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

টারজান০০০০৭ বলেছেন: আমরা শিক্ষিতদের রাজনীতি দেখিয়াছি ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবিরে ! ছাত্র ইউনিয়নের শিক্ষিতরা বারোজন তেরোখান মতবাদ খাড়া কইরা নিজেদের পাছা মারিয়া ক্ষতবিক্ষত করিয়াছে আর শাসকদের কাছে ভাড়া দিয়াছে ! আর শিবিরের ব্যাপারে কি কিছু বলিতে হইবে ? ইহারা মক্কার পথ ছাড়িয়া ইরানের পথ ধরিয়াছে !

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


ছাত্ররা রাজনীতি জানার কথা নয়।

ছাত্র রাজনীতি করে ইসলামী ছাত্র সংঘ বিশ্বের বৃতত্তম গণহত্যা সংগঠিত করেছে; নাহিদ শিক্ষার ক্ষতি করে চলছেন।

৪২| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "সর্বোপরি, শিক্ষিতদের বুঝতে হবে যে, তারা সমাজের দেয়া সুযোগ গ্রহন করে শিক্ষিত হয়েছেন, সমাজকে সময় মতো বহুগুণে ফেরত দিতে হবে, ও পেছনে-পড়ে-থাকা অংশের ভার বহন করতে হবে; তখই শুধু শিক্ষিতরা রাজনীতিতে নিজেদের অবস্হান শক্ত করতে পারবেন। "

এটাই হলো মেইনলাইন অথবা বটমলাইন।

শিক্ষা এদেশের শিক্ষিতদের স্বার্থপরতা শিখিয়েছে, মানবিকতা শেখায় নি..................তাই তারা নিজেদের স্বার্থের বৃত্তে বন্ধী হয়ে রয়েছে। আর রাজনীতি তো এখন সমাজসেবা নয় লাভজনক প্রফেশন.............শিক্ষিত যারাই রাজনীতিতে আসছেন, তারাও লাভের আশায়ই আসছেন, দেয়ার আশায় নয়...........

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


কমপক্ষে, এখন যদি শিক্ষিতরা দায়িত্ব বুঝেন, এতদিনের স্বার্থপরতার ইতিহাস ভাংগতে পারবেন।

৪৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: রাজনীতি চলে পেশি শক্তিতে।এখানে শিক্ষিত ভদ্র মার্জীত ভদ্রঘরের সন্তানদের মূল্য নেই।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি তো বিয়ের আসর নয়, এখানে ভদ্র বলতে দক্ষতাকে বুঝায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.