নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে নীরব

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩



শিয়ালের ডাকে ঘুম ভাংগলো, মাঝরাত হবে, মনে হচ্ছে; নিঝুম রাতে শিয়ালের চীৎকার অদ্ভুত লাগছিলো; মিনিট খানেক পরে শিয়ালগুলো শান্ত হলো, চারিদিকে গভীর রাতের প্রশান্তি; জানালায় ফাগুনের হালকা বাতাস; কৃষ্ণপক্ষের চাঁদ অনেকটুকু উঠেছে, হালকা মিস্টি আলো, আকাশভরা তারকারাজি; পুর্ব পাশের মাঠে চার পাঁচটা শিয়াল দৌঁড়াচ্ছে: শামুক, কাঁকড়া, কিংবা ইঁদুর ধরার চেস্টা করছে। ফার্মে ঘুম ভাংলে প্রথম কাজ গরুগুলোকে একবার দেখা; গরু ঘরের সামনে যেতে লাল বলদটি উঠে দাঁড়ালো; পানি খাবে। বালতি হাতে টর্চ নিয়ে পুকুরের দিকে চললাম, হালকা আলোকেও টর্চ দরকার, রাতের এই হালকা আলোকে সাপের বাচ্চাগুলোকে দেখা যায় না। দুর থেকেই দেখছি, ঘাটে একজন লোক বসে আছেন; এত রাতে এদিকে কেহ আসার কথা নয়; আমি কাছে যেতে লোকটি উঠে দাঁড়ালেন, বয়স্ক।

-আপনাকে তো চিনলাম না, আমি বললাম।
-বাবা, আমি সোনাগাজীর লোক, কাজের খোঁজে এসেছিলাম, আজ ৩ দিন কিছু পাইনি; আজ বিকেলে সাধুর হাঁটে গিয়েছিলাম, কেহ নিলো না; এই ফার্মে আমি কাজ করেছিলাম কয়েক বছর আগে, সেই আশায় এসেছি; মালিকের বাড়ীটা মাঠের কোন পাশে ভুলে গেছি।
-আসেন, ঘরে আসেন। রাতে খেয়েছেন?
-না বাবা, কিছু খাইনি।

উনাকে বসায়ে আমি বাড়ী গেলাম, ১০ মিনিটের পথ, সবাই ঘুমাচ্ছে; ভাতে পানি দিয়ে দিয়েছে; যাক, এটাই দিতে হবে। লোকটার বয়স পন্চাশের কাছাকাছি হবে, বয়সের তুলনায় দুর্বল। সকালে উনি আমার আগেই উঠে গেছেন।

-চলেন, বাড়ী থেকে খেয়ে আসি। বাড়ীর কাছে যেতেই তিনি বাড়ী চিনলেন।
-আপনি কি মালিকের ছেলে? উনার চেহারার সথে মিল আছে!
-হ্যাঁ উনার ছেলে; উনি নেই, উনার মৃত্যু হয়েছে।

কাছারী ঘরে বসে দুইজনে খেলাম।
-আপনার ছেলেমেয়ে কয়জন? আমি জানতে চাইলাম।
-দুই মেয়ে, এক ছেলে!
-ওদের ব্যবস্হা আছে বাড়ীতে?
-না, বাবা; আমি আসার সময় ঘরে কিছু ছিলো না; আমিও খালি হাতে বের হয়েছি।
-মিয়াজান ঘাট হয়ে মুহুরী নদী পার হলে, কত মাইলের মধ্যে আপনার বাড়ী?
-কাছেই বাবা; ৩/৪ মাইল হবে।
-আপনি আমাদের কাজ করবেন, আমি আপনাকে ২ সপ্তাহের বেতন দেবো এখন, আপনি বাড়ী গিয়ে টাকাগুলো দিয়ে চলে আসেন।

লোকটার চোখে পানি; উনি ২ দিন পর ফেরত আসলেন। আমাদের কাজ করেছিলেন ৪ বছর। আমাকে মাঝে মাঝে প্রশ্ন করতেন,
-আপনি কিভাবে আমাকে বিশ্বাস করে, ২ সপ্তাহের অগ্রিম বেতন দিয়েছিলেন?

মন্তব্য ১২৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

নুর ইসলাম রফিক বলেছেন: এটা কি সত্য ঘটনার অবলম্বন?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, জীবনে ঘটে যাওয়া ঘটনা

২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

সুমন কর বলেছেন: খুব দ্রুত লিখেছেন কি?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


আমি গড়ে ১০ মিনিটের মাঝে লিখি

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: শিয়ালের ডাকে ঘুম ভাংগলো যার সে ব্যক্তি নিশ্চয়ই আপনি।
ঘটনাটা নিশ্চয়ই বহু আগের তাইনা।

অনেক ভাল লাগলো আমার জন্য শিক্ষনীয় একটি বাস্তব ঘটনা প্রকাশ করার জন্য।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আমাদের এলাকায় অনেক বছর শিয়া ছিলো না; সম্প্রতি আবার ফিরে এসেছে।

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

আহা রুবন বলেছেন: কারও কাছ থেকে শোনা কাহিনি মনে হচ্ছে। আরও একটু বিস্তারিত লিখলে হত। আপনি কেন আমাকে বিশ্বাস করে ২ সপ্তাহের অগ্রিম বেতন দিয়েছিলেন? গরিবেরা বঞ্চিত, লাঞ্ছিত হতে হতে কেউ তাদের বিশ্বাস করতে পারে, সেই বিশ্বাস হারিয়ে ফেলে। তলস্তয়ের পুনরুত্থানে এক জায়গায় নায়ক নেখলিউদভ তার জমিদারির একটা অংশ ভূমিদাশদের মধ্যে বিলিয়ে দিতে চাইলে তারা তা নিতে অস্বীকার করে। কিছুতেই তারা বিশ্বাস করতে পারে না জমিদার বিনা স্বার্থে কেন জমি দান করবে। তারা ভাবে জমি নিলে বড় কোনও বিপদে পড়বে। আপনার লেখা শেষ লাইনট পড়ে বহুদিন আগে পড়া উপন্যাসের ঘটনা মনে পড়ল।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


রাশিয়া যুগে যুগে অনেকভাবে পরিবর্তিত হয়েছে; বিশাল সাহিত্যের দেশ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবশেষে হাঁসফাঁস ফাঁশ হয়েছে।


আমি সত্যি চমৎকৃত হয়েছি "রাতের এই হালকা আলোকে সাপের বাচ্চাগুলোকে দেখা যায় না" এই অংশ পড়ে।
আপনি পাকাপোক্ত এবং দক্ষ শব্দের কারিগর।

আপনার সাথে দেখা হলে একটা প্রশ্ন করব। দেখা হলে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


কথা হবে, আমি আগামী বছর লন্ডন যাবো।

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য একটু দোয়া করবেন, কবিতার বই প্রকাশ করতে চাই। কবিতা সম্পাদনা করা মারাত্মক কষ্টের কাজ! |-)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমার অনেক শুভ কামনা রলো আপনার কবিতার বইয়ের জন্য।

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



মানুষে বিশ্বাস হারানো পাপ......

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


জাতি কিছু মানুষের জীবনকে খুবই কস্টকর করে তুলেছে।

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: বাস্তব হলেও কঠিন সত্য।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষের জীবনকে কস্টকের করে ফেলেছে রাস্ট্র

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


কবিদের কিছু বলা উচিত নয়; তবুও সম্ভব হলে, মানুষের সংসার জীবনের উপর আলোকপাত করার চেস্টা করবেন।

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আ‌মি জীব‌নে অ‌নেক ধোঁকা খে‌য়ে‌ছি। কিন্তু এখ‌নো সহ‌জে সবাই‌কে বিশ্বাস ক‌রি...

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র মানুষকে বিশ্বাস করতে হয়

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মডুদের উপরে আমার রাগ আছে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


তাই, কেন?

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

কানিজ রিনা বলেছেন: গল্পটা পড়ে অনেক পুরোনা স্মৃতি মনে পড়ে
গেল,আমাদের বাড়িতে কাজ করত চাচা গুল
কবি চাচা,বিনোদ চাচা, আছাই বিশ্বাস চাচা
জুলমত চাচা। আরও কত সব মড়েগেছে, কত
ঘারে পিঠে কোলে চরেছি, কত আদর পেয়েছি
সবই এখন শুধু স্মৃতি। আপনার লেখা সুন্দর
হয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য বেশ মন
খারাপ থাকে। ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


বন্যার সময়, ও বন্যার পর, সুব্যবস্হা নেয়ার জন্য কিছু পথ বের করার দরকার ছিলো; কিন্তু যারা এগুলোর দায়িত্ব পেয়েছেন, তারা নিজে পথও বের করার মতো দক্ষ নন।

বাংলার মানুষের ইতিহাস দারিদ্রতা ও কষ্টের ইতিহাস।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অভাবী মানুষ এক সময় নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলে যে, তার দুঃসময়ে বিনা স্বার্থে কেউ পাশে দাঁড়াতে পারে।

আপনি মনোযোগী হলে আপনার হাত দিয়ে অনেক ভালো গল্প বের হয়ে আসবে।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আমার মাথায় গল্প নেই; আমি আপনার "মুক্তিযু্দ্ধ ও মানসাংকের" পাঠক; পাঠক৭১, পংবাড়ী, খেলাঘর, চাঁদগাজী নিকের কমেন্ট আছে আপনার সেই পোস্টে; এগুলো বিভিন্ন সময়ে আমার নিক

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চেষ্ট করব, তবে তা খুব কঠিন কাজ। সুন্দরীর দিকে তাকিয়ে প্রেমে পড়া সহজ। অবহেলিত অবলাকে কেউ ভালোবাসতে চায়।
কলঙ্কিনী হাতে কাঁকন পরিয়ে দিলে কলঙ্কিত হতে হয়।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


শাহনামা লিখার কবি ছিলো; কিন্তু "তনু"র কাব্য এখনো লেখা হয়নি।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধর্ষিতা তনু?

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, সেই মেয়েটি

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: জীবন তো আপনাকে হিসাব দিবে না!

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


এই অবস্হা, এটাই জীবন?

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন: আপনি তার চোখে ক্ষুধার তৃষ্ণা আর আস্থার জাল দেখেছিলেন। হয়ত সে যদি চৈদ্দ দিনের নিয়ে ভেগেও যেত তবুও আপনি হয়ত কষ্ট পেতেন না।
জীবনটা ওখানে তাই তেমন ছিল।

আপনার শিরোনামটা কাব্যিক।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


এটা জীবনের অংশ

১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:
কী মন্তব্য করবো দিশা পাই না তো!
লেখাটা ভালো লেগেছে, গাজী সাহেব।
তাই অফলাইনে পড়ে লগ ইন করে ভালো লাগাটা জানাতে ইচ্ছে করলো।
ভালো থাকবেন।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


খুশী হলাম জেনে যে, আপনার ভালো লেগেছে; আমি সাধারণত: চলমান ঘটনাগুলো বুঝার চেস্টা করি, মানুষের মন ইত্যাদি আমার কাছে দুরূহ ব্যাপার

১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

স্বতু সাঁই বলেছেন: জানালায় ফাগুনের হালকা বাতাস; রাতের এই হালকা আলোকে সাপের বাচ্চাগুলোকে দেখা যায় না।

সাপের ডিম ফুটে বাচ্চা হয় আষাঢ়ে। আষাঢ় থেকে ফাল্গুন আট মাস। আট মাসে সাপের বাচ্চা আর বাচ্চা থাকে না।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


তা'হলে আট মাসের বাচ্চার ভয়েই আমি টর্চ নিয়ে হাঁটতাম! যাক, সাপ বড় হলেই ভালো, পালিয়ে যায় সহজেই, পায়ের নীচে পড়ার সম্ভাবনা কম।

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

চিন্তিত নিরন্তর বলেছেন: বুড়ো মানুষগুলো যখন রিক্সা চালায় তখন অবাক হই। এদেশে মানুষ এত বেশি অনেক সময় ভাল উদ্যোগ মাঠে মারা যায়।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


ভালো ও সঠিক উদ্যোগ এখনো নেয়নি রাস্ট্র কোনদিন; ১৭ কোটীর দেশের ব্যক্তিগত উদ্যোগ সমুদ্রে এক ফোঁটা শিশিরের মতো।

২১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: বিশ্বাস এবং ভাললাগা এক আলাদা অনুভূতি।। কোন পার্থিব বিষয়ের উপরই নির্ভর না করে মনকেই প্র্রাধান্য দেয়।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বাস, ভালো লাগা, প্রেম, আদর যত্ন, সাহায্য, উপকার করা, এগুলোই মানুষকে মানুষ করেছে।

২২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: গল্পেই যা মানায়।। বাস্তবে এর কদর খুবই কম!!

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


৮ বিলিয়নের মানব সমাজ নিশ্চয়ই শুধুমাত্র একটা গল্প নয়

২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৩

সনেট কবি বলেছেন: আপনার গল্প খুব ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


আলরাইট, শুনতে ভালো লাগছে।

২৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে সত্য কাহিনী। সুন্দর।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


জীবন থেকে নেয়া ছোট একটি ঘটনা মাত্র!

২৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবন তো ঘটনার সমাহার। :)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক, জীবন ঘটনার সমাহার।

২৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০৪

উদাস মাঝি বলেছেন: হার্ট টাচিং

৪বছর পর সেই লোকের কি হল ? তার অবস্থা কি পরিবর্রন ঘটেছিল ?

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


৪ বছর পর, আমাকে চাষ বন্ধ করতে হয়েছিল; উনি আমাদের গ্রামের আরেক পরিবারে কাজ করেছিলেন আরও ৫/৬ বছর; এরপর উনি নিজের বাড়ীতে ফিরে গিয়েছিলেন; মেয়েগুলোর ভালো বিয়েই হয়েছিল, চাষীর ঘরে; ছেলেটা তখন আয় করে; উনি দীর্ঘ জীবন বেঁচেছিলেন।

২৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২৬

উদাস মাঝি বলেছেন: যাক... ভালই ভালই মিটে গেল ।

সেই লোকটার জন্য টেনশন হচ্ছিল খুব ।
আর আপনাকেও খারাপ কিছু ভেবে বসেছিলাম ।

আশাকরি এ ধৃস্টতা নিজগুনে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন । ভাল থাকবেন । :)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই

২৮| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর গল্প। বাস্তব জীবনের গল্প হলে তো বলতে হয়, অনেক প্রেরণাদায়ক একটি লেখা!

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


এটা আমার জীবনের ঘটনা; আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

২৯| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: গ্রামের মানুষগুলো এখনো এমন সহজ সরলই আছে, শুধু কিছু সংখ্যক লোকের কারণেই মানুষ এখন আর মানুষকে বিশ্বাস করতে চায় না........এখনও কি লোকটার কোন খোজ খবর আপনার কাছে আছে?

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনি দীর্ঘদিন বেঁচেছিলেন; পরিবারও তুলনামুলকভাবে ভালো করেছে।

৩০| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩২

সনেট কবি বলেছেন:





চাঁদ গাজীর গল্প

সুন্দর চরিত্র গল্পে, জীবন বোধের
চিত্রায়নে মানুষের আশা হতাশার
আবেগ আকুল চিন্তা বিহবলতার
বিবরণ, চাঁদগাজী সাজান যতনে।
তাঁর বিপ্লবীর ভাষা সাহিত্য রসের
সাথে মিলেমিশে যেন একাকার হয়ে
গতিসঞ্চারে, সর্বত্র অতপর সেথা গড়ে
সুরম্য সুন্দর এক সাহিত্য মহল।

গাজীর গল্পে জমানো অনেক মুগ্ধতা,
অবিরল বয়েচলা পর্বত শিখর
হতে নেমে আশা কোন নদীর মতন।
সেথায় সম্পদ আছে আহরণে, নিত্য
দূর যাত্রার গন্তব্যে মমতায় ভরা
দিক নির্দেশনা, সব সুদূর পথের।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আপনি সব সময় ব্লগারদের সাথে আছেন।

৩১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯

স্বতু সাঁই বলেছেন: আমেরিকার এক কোনে বসে সাহিত্য রচনা করা সম্ভব নয়। সাহিত্য রচনায় মাথা ঘামাতে হলে প্রকৃতির সাথে মিশতে হয়। প্রকৃতির সাথে কথা বলতে হয়। ভবঘুরে হতে হয়। এ নিয়ে রাহুল সাংকৃত্যায়ন ভবঘুরে নামে একটা উপন্যাস লিখেছিলো। ভবঘুরের জীবনটা কেমন তা জানতে পারবেন। বলতে পারেন, "বউ কথা কও" একটি পাখীর বুলি। কখন, কোন মাসে পাখীটি এই বুলি ধরে ডাকে? পাখীটির নাম কি? এখন নেট সার্চ করলে অনেক কিছুই জানা যায়। তবুও জানতে পারেন কি না চেষ্টা করে দেখুন। ঐ পাখীর পিছে পিছে ঘুরে জানবার চেষ্টা করুন।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


সঠিক, সাহিত্য মানে প্রকৃতি ও মানুষের জীবনের কথা; দেখি চেস্টা করে; লোকজন উৎসাহ দিচ্ছেন, চেস্টা করতে হবে আমাকে!

৩২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৭

শায়মা বলেছেন: সেই লোকটার কথা জেনে ভালো লাগলো ভাইয়া!

তবে দুই সপ্তাহের বেতন অগ্রীম দেওয়াটা কোনো ভুল হতে পারতো বলে আমি মনে করিনা। সে না ফিরলেও না ফিরতো তুমি একজন মানুষকে সাহায্য করেছিলে সেটা বিশ্বাসে হোক বা বিশ্বাসভঙ্গেই হোক বড় কথা হয়ে থাকতোনা কখনও থাকতো তোমার অনুভুতিটাই!


অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি! :)

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


কথাগুলো আমার ভাবনার কাছাকাছি

৩৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২১

সনেট কবি বলেছেন:



চাঁদ গাজী

একদা একটা চাঁদ পেলাম, দিগন্তে
রাতের জোছনা ভরা তারার আকাশে
হাজার তারার সাথে রূপালী আলোয়
ভরেদেয় পৃথিবীর অঙ্গ সুষমায়।
আকাশে মাটির চাঁদ দেখেছি? তবেকি
আকাশ মানবতার? হয়ত তেমন,
আমার সে চাঁদ থাকে মানব চিন্তায়;
দরিদ্রের চাঁদগাজী, সে চাঁদ এ চাঁদ।

যে মানুষেরা থাকেন দৃষ্টির আড়ালে,
তাদের দেখায় চাঁদ মমতার দীপ্তি
ছড়িয়ে নিরন্ত তাঁর কথা চিত্রায়নে।
অবহেলিতদের এ বান্ধবের জন্য
আমার সালাম থাকে অন্তরের মনি
কোঠার তাকে সাজানো, থাকুন সেথায়।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


নিজকে কবিতার মাঝে খুঁজে পাওয়া অনেক বড় ব্যাপার।

আমার চাঁদগাজী নিকটা হচ্ছে, মুক্তিযুদ্ধের প্রতি সন্মান; নোয়াখালীর চাঁদগাজী'তে (চাঁনগাজী) 'জেডফোর্সের' বড় ডিফেন্স ছিল, সেটার স্মরণে এই নিক।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে বাস্তব ঘটনাভিত্তিক একটা গল্প বলে গেলেন। গল্প এবং গল্পের অন্তর্নিহিত বাণী ভাল লেগেছে। + +
ছবির প্যাঁচাটাও খুব সুন্দর।
আপনি কিভাবে আমাকে বিশ্বাস করে, ২ সপ্তাহের অগ্রিম বেতন দিয়েছিলেন? - এখানে বিশ্বাসটাই বড়কথা, অমূল্য।
লোকটা সে বিশ্বাসের মর্যাদা দিয়ে নিজেকেই মর্যাদাবান করেছিল।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


আজকাল মনে হচ্ছে, এগুলোই আমার জীবনের বড় ঘটনা; এসব মানুষই আমার জীবনের বড় নায়ক।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

সনেট কবি বলেছেন:




সকল পদ্যের শুরুতে চাঁদ (চাঁদগাজী)

চাঁদকে চাঁদ বলায় অথবা চাঁদকে
চাঁদ না বলায় চাঁদ করেনা চাঁদের
চাঁদমুখ চাঁদহারা গোমরা অথবা
চাঁদমুখ অতিরিক্ত আনন্দ উজ্জ্বল।
চাঁদ গ্রহের সঙ্গেই থেকে সখ্যতায়
চাঁদমুখ রাখে সদা চাঁদ মুখ,সেতো
চাঁদ চাঁদ রব করে জিগির তোলেনা;
চাঁদমুখে থাকে তার বিনয় স্নিগ্ধতা।

চাঁদ যেটি আমাদের সে চাঁদ উল্টায়
চাঁদ থেকে সূর্য হয় প্রখর আলোয়,
চাঁদের জন্য এমন শোভাকর নয়।
চাঁদগাজী চাঁদ নামে আছেন যখন
চাঁদের মতন চাই চন্দ্রিমা তখন
চাঁদগাজী প্রখরতা ছেড়ে দিন তবে!

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


কবি বলছেন, নিকের সন্মান রাখা প্রয়োজন; ঠিক আছে, সেটাই হবে!

৩৬| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

রক বেনন বলেছেন: আশাই উনাকে বাঁচিয়ে রেখেছিল। আর ধন্যবাদ আপনাকে, উনার সারল্য মাখা আশাকে আপনি অন্ধকারের নিরাশায় পরিণত হতে দেন নি।

ভালো থাকবেন আঙ্কেল। শুভকামনা রইল।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


কৈশোরের সেইসব ঘটনা জীবনের বড় অংশ হয়ে গেছে।

৩৭| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

তারেক ফাহিম বলেছেন: এই প্রথম কাব্যিক শিরোনামে গাজী ভাই’র একটি ব্লগ পড়লাম,
ভালো লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


আরো একজন শিরোনামের কথা বলেছেন, আমি নেইচারেলীই দিয়েছিলাম; আপনার কথা শুনে, এখন আমার কাছেও অনেক ভালো লাগছে।

৩৮| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

সনেট কবি বলেছেন:




চাঁদগাজী উন্মাদনা

চাঁদের সাথে মিতালী স্নিগ্ধতা আশায়
সেথা প্রখর তেজের কামনা থাকেনা
কখনো মনের কোণে।সে কথা বুঝেনা
মাননীয় চাঁদগাজী অনেক সময়।
খোঁছালে বেলুন ফাটে, সুমিষ্ট রসেতে
কখনো কলস ভরে, মজার পায়েস
সে রসে হয়, সে জন্য কি খোঁচাই সেটা
জেনেই খোঁচাতে হয়, বুঝুন হে গাজী।

ফাটাতে বেলুন তাঁর খোঁচানো অভ্যাস
সেজন্য বেলুন পেলে জ্ঞান হারা হয়ে
অমনি খুঁচনি দিয়ে খোঁচাতেই থাকে।
ওদিকে বেলুন ফুটে ঠুস ঠাস ঠুস
চাঁদগাজী সে আনন্দে আত্মহারা হয়;
আমরা তখন এক উন্মাদনা দেখি।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



আমার নিজের উপর দায়িত্ব বেড়ে যাচ্ছে; চেস্টা করবো।
আপনি আমাকে অনেকভাবে উৎসাহিত করেছেন বরাবরই!

৩৯| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১

মোঃ তানজিল আলম বলেছেন: খুব ভালো। আপনি বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা লেখার চেস্টা করে দেখতে পারেন।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



সারছেন আপনি, আমার তেমন কোন দক্ষতা নেই; আমি ব্লগিং ভালোবাসি, এটুকুই

৪০| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

নীলপরি বলেছেন: দারুণ ।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


লোকজনের কমেন্টে আমি নিজেই হতবাক!

৪১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৭

আখেনাটেন বলেছেন:
গল্পের মাধ্যমে জানা গেল আপনার কোমল একটা হৃদয়ও আছে।

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ সময় ও সমাজের সৃস্টি

৪২| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: আপনার স্মৃতিচারণ পড়ে আপনার কমল হৃদয়ের পরিচয় পেলাম। ধন্যবাদ গাজী ভাই।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


আমাদের ছেলেবেলায় সমাজে দারিদ্রতা বেশী ছিল; তবে, মানুষের সাথে মানুষের ঘনিষ্টতা বেশী ছিল।

৪৩| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর গল্প স্মৃতি কথা। ভালো লাগলো আপনার বিশ্বাসী মনকে
অসাধারণ বর্ণনা করছেন রাতের শেষপ্রহর। মুগ্ধতা রইল।

শুভকামনা সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক এনালাইসিস শেষ এখানেই; মনে হচ্ছে, জীবনের ঘটনাগুলো অনেক দামী!

৪৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

রানার ব্লগ বলেছেন: গল্পকার চাঁদ গাজী ভাই কে বলছি @ ছোট গল্পগুল নিয়ে এক টা বই বের করে ফেলেন, আমাকে এক কপি দিয়েন আপনার দস্তখাত সহ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, তাই করতে হবে; আমার রাজনীতির কি হবে?

৪৫| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সোহানী বলেছেন: মন ছুয়ে গেল। ছোট্ অথচ শক্তিশালী লিখায়।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমার ভাগ্য যে, পোস্টটিতে যোগ করার মতো আর কিছু ছিলো না।

৪৬| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ইমরান আল হাদী বলেছেন: আপনার লেখা গুলির মধ্যে এটি ব্যতিক্রম হৃদয় গ্রাহী অনবদ্য।
প্রতিটি মানুষ মানবিক ও বিবেচক হতে হয় তাছাড়া সে নিশ্চই........???

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সবার জীবনেই এর থেকে বড় বড় বহু ঘটনা আছে; আমি লিখেছি, অন্যরা হয়তো নিজেদের ঘটনাগুলোকে মেমোরিতে ধরে রেখেছেন।

৪৭| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কাছ থেকে কিছু ব্যতিক্রমী লিখা পাচ্ছি। বেশ ভাল লাগছে।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আমার পলিটিক্যাল এনালাইসিস নিয়ে কেহ কেহ হতাশ, তাঁদেরকে একটু ২/৪ দিন রেস্ট দিচ্ছি

৪৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ শক্তিশালী লেখা । স্বল্প সময় হাতে নিয়ে লেখা হলেও
এতে ফুটে উঠেছে বিশ্বাসের মুল্য কতখানি তার একটি নিগুঢ় পরিচয় ।
অনেক শুভেচ্ছা রইল

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের সবার নিজস্ব অনেক ঘটনা আছে, যেগুলো আমাদের জীবনের বড় অংশ

৪৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন:
গাজী ভাই’র ব্যাতিক্রম লেখাতে মন্তব্য করেও প্রতিউত্তরে নোটিঃ দেখায়নি সে সুবাধে ক্ষোভে পোষ্ট দিলাম আমারতো ভয় পাচ্ছে!!!
সময় করে ক্লিক দিবেন।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আমি কমেন্টা পুরোপুরি বুঝতে পারিনি, স্যরি।

৫০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



আপনাকে যে যা-ই বলুক না কেন , যে ভাবেই মূল্যায়ন করুক না কেন; আপনার ভেতরে যে একটা সংবেদনশীল মানুষ বাস করে এবং সে মানুষ যে অনেক কিছুর সাথে প্রচন্ড সাহিত্যমনষ্কও তার স্বাক্ষর এই লেখাটি ।
শুরুটা, ভাবুক মনের ডানা মেলে দেয়ার মতো উড়ুউড়ু । ব্লগের বিভিন্ন লেখায় আখ গাছের মতো আপনার যে কাঠিন্যের দেখা মেলে , তার ভেতরেও যে একখানা মিষ্টি মন লুকিয়ে আছে এ লেখাটি তারই আবহ নিয়ে প্রজ্জ্বল ।

আর লেখাটি যেন , শেষ হইয়াও হইলোনা শেষ ! অদ্ভুত লোক আপনি !

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি অবশ্যই বিশালভাবে উৎসাহিত; আপনার প্রশংসা আমার জন্য অনেক ভারী অবশ্যই।

আমাদের সবার জীবন ছোট ও বড় ঘটনার যোগফল।

৫১| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার জীবনটা আসলেই বৈচিত্রময়............

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সবাই জীবনই ঘটনাবহুল; বেশীরভাগ বাংগালী তা প্রকাশের সুযোগ পাননি।

৫২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

রানা আমান বলেছেন: খুবই ভাল লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


ভালো লাগলো শুনে।

৫৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আপনার লেখাটা ছোট কিন্তুু সমাপ্ত। মানুষ যে কেন বড় বড় বই লেখে? আমি তো আপনার মূল লেখা পড়ার পড় প্রত্যেকটা কমেন্টও পড়ি। কেউ বলেছে এটা শোনা গল্প আপনার সেখানেই উত্তর দেয়া উচিৎ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



এটা আমার জীবনের ঘটনা, গল্প নয়।

৫৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন:
মনে হচ্ছে, তাই করতে হবে; আমার রাজনীতির কি হবে?
কোথায় রাজনীতি করবেন আপনি? কোন দল করেছেন কখনও বাংলাদেশে? যদি না করে থাকেন তাহলে আর দরকার নাই।
আর যদি করে থাকেন তাহলে বলি আপনি নিজেও এখন তাদের সমর্থন করেননা।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি রাজনীতি করিনি জীবনে; ছাত্র জীবনে, ছাত্র রাজনীতির বিরোধীতা করেছি; '৭১'এর জেনারেশন হিসেবে সব বাংগালীর সাথে ছিলাম, এটুকু।

৫৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি ভালো গল্প লেখতে পারেন ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



জীবনের অংশ

৫৬| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জী এস ভাইয়া বলেছেন,


আপনাকে যে যা-ই বলুক না কেন , যে ভাবেই মূল্যায়ন করুক না কেন; আপনার ভেতরে যে একটা সংবেদনশীল মানুষ বাস করে এবং সে মানুষ যে অনেক কিছুর সাথে প্রচন্ড সাহিত্যমনষ্কও তার স্বাক্ষর এই লেখাটি ।
শুরুটা, ভাবুক মনের ডানা মেলে দেয়ার মতো উড়ুউড়ু । ব্লগের বিভিন্ন লেখায় আখ গাছের মতো আপনার যে কাঠিন্যের দেখা মেলে , তার ভেতরেও যে একখানা মিষ্টি মন লুকিয়ে আছে এ লেখাটি তারই আবহ নিয়ে প্রজ্জ্বল ।

আর লেখাটি যেন , শেষ হইয়াও হইলোনা শেষ ! অদ্ভুত লোক আপনি !

এইটা আমারও কথা। ভাল থাকুন ভাইয়া।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


এই ঘটনাগুলোর যোগফলই জীবন; ভালো লাগলো আপনার কথাগুলো

৫৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

মিরোরডডল বলেছেন: Anek shundor
touchy!!!

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, লেখার চেস্টা করছি

৫৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

জেন রসি বলেছেন: আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



আপনাকে যে যা-ই বলুক না কেন , যে ভাবেই মূল্যায়ন করুক না কেন; আপনার ভেতরে যে একটা সংবেদনশীল মানুষ বাস করে এবং সে মানুষ যে অনেক কিছুর সাথে প্রচন্ড সাহিত্যমনষ্কও তার স্বাক্ষর এই লেখাটি ।
শুরুটা, ভাবুক মনের ডানা মেলে দেয়ার মতো উড়ুউড়ু । ব্লগের বিভিন্ন লেখায় আখ গাছের মতো আপনার যে কাঠিন্যের দেখা মেলে , তার ভেতরেও যে একখানা মিষ্টি মন লুকিয়ে আছে এ লেখাটি তারই আবহ নিয়ে প্রজ্জ্বল ।

আর লেখাটি যেন , শেষ হইয়াও হইলোনা শেষ ! অদ্ভুত লোক আপনি !


জী এস ভাইয়ের সাথে সহমত।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


শুনতে ভালো লাগছে, ধন্যবাদ।

৫৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক বাস্তব ঘটাই গল্পের মত তুলে ধরতে পারেন।
এতে আপনি যেমন স্মাতায় বিচরণ করবেন , পাঠক পাবে গল্পের স্বাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ; মনে হচ্ছে, জীবনে ঘটনা থেকে লিখলে প্লট নিয়ে মাথা ঘামাতে হয় না।

৬০| ০১ লা মে, ২০১৯ রাত ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অসাধারণ লেখা !

০২ রা মে, ২০১৯ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



আসলেই?

৬১| ০২ রা মে, ২০১৯ দুপুর ১২:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলেই :)

০৩ রা মে, ২০১৯ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


পড়লে, আমি আমার শৈশবে ফিরে যাই।

৬২| ০৩ রা মে, ২০১৯ সকাল ৮:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার শৈশব সম্পর্কে আরো লিখুন না ! পাঠক জানতে চায়...

০৩ রা মে, ২০১৯ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি আমার শৈশব সম্পর্কে ধারণা দিয়েছি, কিন্তু উহা নিয়ে লিখতে চাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.