নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগারা কেন বাংলাদেশে আসে, অন্য দেশে যায় না?

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯



ভাষা ও সংস্কৃতির দিকে থেকে ওরা মনে করে যে, বাংলাদেশে আসার অধিকার ওদের আছে; এবং বিপদের সময় এটাই ন্যুনতম দুরত্বের মাঝে, প্রাণ বাঁচানোর মতো একমাত্র জায়গা!

ওদেরকে যখন মগ-জলদস্যুর বাচ্চারা মারার শুরু করে, এই সম্বলহীন মানুষদের একমাত্র সোজা ও কাছের পথ হলো বাংলাদেশ। এরা দক্ষিণ চট্টগ্রামী ভাষা ব্যতিত অন্য কোন ভাষা জানে না; সেইজন্য এখন অন্য কোন দেশে যাবার কথা ওদের মাথায় তেমন আসে না। মালয়েশিয়া ইত্যাদি দেশের যাবার মতো লন্চ, জাহাজও ওদের আওতায় নেই; হত্যাকান্ড শুরু হলে, তারা বাস, ট্রেনে করে কোথা্য়ও যেতে পারে না, মগদের সেনাবাহিনী, পুলিশ ওদের কোথায়ও যেতে দেয় না; আবার এলাকা ছেড়ে বের হলে মগের বাচ্চারা মেরে ফেলে, ধরে নিয়ে যায়, আটকায়ে ফেলে।

আমি বাংলাদেশ সরকারের রোহিংগা পলিসি নিয়ে কিছু বলবো না; তবে, এরা চট্টগ্রামের লোকদেরই এক বাড়তি গোষ্ঠী; সেই অনুসারে ড: ইউনুসের একটা দায়িত্ব আছে এদের প্রতি। ড: ইউনুস এখনো বিশ্বের অন্য দেশগুলোর সাথে আলাপ করে দেখতে পারেন, বার্মার ভেতরের ১০/১১ লাখ রোহিংগাদের কোন দেশ নিতে চাহে কিনা! ড: ইউনুস এখন বাংলাদেশের জন্য আর নতুন কিছু করতে পারবেন না, রোহিংগাদের জন্য চেস্টা করা উনার উচিত!

রোহিংগারা বাংলাদেশে আসতে মোটেই আগ্রহী নয়, তারা আসলে মালয়েশিয়া যেতে চায়, জাাপান, ইন্দোনেশিয়া যেতে চায়, কমপক্ষে থাইল্যান্ড হলেও যেতে যায়; তারা চীন, ভারত ও ফিলিপাইনে যেতে চায় না।

জাপান, মালয়েশিয়া, সৌদী, সবার মানুষ দরকার; কিন্তু এরা রোহিংগারের নিতে চাহে না, সবার ভেতর ভয়, এরা অপরাধ-প্রবন! মহিলা, বাচ্চা ও বুড়োরা কি অপরাধ-প্রবন? বাংলাদেশ সরকার ওদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না; এবং বর্তমানে বাংগালী নতুন জেনারেশনও তাদেরকে বাংলাদেশে দেখতে চাহে না।

সম্ভব হলে, বাংলাদেশে না আসাই উত্তম; এখানে স্বয়ং বাংগালীরাই ভয়ংকর অবস্হার মাঝে আছে; এখানে এসে ওরা হতাশ হয়ে যায়, অপরাধের সাথে আরো বেশী করে জড়িয়ে পড়ে; কারণ, ওরা এখানে প্রবেশ করার পর, অপরাধীদের সাথেই তাদের মেলামেশা ঘটে।

মন্তব্য ৭৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবই মানলাম। কিন্তু আপনি দেখছেন যে ভারতও তাদের রাখতে চায় না। আবার বাংলাদেশের এত দাপটও নেই যে অন্য দেশকে অনুরোধ করে এদের পুনর্বাসন করবে। বাংলাদেশের মানুষ নিজেরাই অনেক কষ্টে আছে তাই নতুন করে এদের পালার ইচ্ছে নেই কারো। তবে আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে বোঝানো সম্ভব যে রোহিঙ্গাদের নিতে হবে। যদি সেটা বোঝানো যায় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে কেন বোঝানো যাবে না যে, রোহিঙ্গাদের বের করে দেয়ার অধিকারও নেই মায়ানমারের?

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের সমস্যা হচ্ছে, ওখানকার জনগণও ওদের পক্ষে না।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মগ জল দস্যুরা বাংলাদেশে এখন লাল কাপড় পড়া ছেরে দিয়েছে। আগে তাদের কে রাস্তায় লাল কাপড় পরিহিত অবস্হায় দেখা যেত।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বুদ্ধরা ভালো মানুষ, ওরা ভয়ে আছে; ওদের উপর অত্যাচার হয়েছে; বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বু্দ্ধরা রোহিংগাদের পক্ষে নয়

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেখানে কী কোন লিডার নেই? তারা কী বসতে পারে না সরকারের সাথে? কী সমস্যা, কেন তাদের রাখা হবে না। আর নির্বাসন করলেও বের করে দেয়ার জন্যও তো রাস্তা দেখিয়ে দিতে হবে! সুকীরও তো আন্তর্জাতিক কানেকশান ভালো। তাহলে কেন সুন্দর সমাধান হচ্ছে না। আজব ব্যপার হলো ইরাক, সিরিয়া, আফগানিস্তানের জনগণ নিয়ে বিশ্ব বিশেষ করে আমেরিকা খুব চিন্তিত। কিন্তু মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে কেই তেমন একটা চিন্তিত নন। আজকে পড়লাম বাংলাদেশের ওষুধ নাকি বেশী রপ্তানী হয় মায়ানমারে। তাহলে এখন তো বাংলাদেশ সরকারও চুপ থাকবে এই ব্যপারে...

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


আদম বেপারী, মেয়ে ব্যবসায়ীরা ওদের নেতা। আবার ফিলিপাইন, পাকী ও বাংগালীদের সাহায্যে কয়েকজন রাইফেল মাইফেল নিয়ে, কয়েকজন গের বাচ্চা মেরে, আরাকান স্বাধীন করার চেস্টা করছে; ফলে, হাজার হাজার রোহিংগাকে প্রাণ দিতে হচ্ছে।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

উম্মে সায়মা বলেছেন: খুব খারাপ অবস্থা। তাদের অত্যাচারের কিছু কিছু ভিডিও দেখে এত খারাপ লেগেছিল।
আসলেই বাংলাদেশে এসে কোন লাভ নেই। আর বিশ্বের মাথারা তাদের নিয়ে মাথাও ঘামায় না।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


ওরা এখন দরিদ্র, অশিক্ষিত মুসলমান ও জন্মসুত্রে কিছুটা অপরাধী মনের অধিকারী; এজন্য কেহ এদের নিয়ে মাথা ঘামাচ্ছে না।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সেয়ানা পাগল বলেছেন: @চাঁদ গাজী
তারা চীন, ভারত ও ফিলিপাইনে যেতে চায় না।

ভারতে বর্তমানে ৪০০০০ রোহিঙ্গা অবৈধ ভাবে বসবাস করছে। শুধুমাত্র কাশ্মীরে এ আছে ৮০০০ রোহিঙ্গা যারা সেখানের জনজাতি বিন্যাস কে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে। অবশ্য ভারত সরকার থেকে সকল রোহিঙ্গাকে মিয়ানমার এ পুশব্যাক করার পলিসি গ্রহণ করা হয়েছে। " আমরা মরতে হলে ভারতবর্ষে মরবো, কিন্তু ফেরত যাব না"- এটাই এক রোহিঙ্গার বক্তব্য।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


ভারত থেকে পালিয়ে ওদের পাকিস্তানে চলে যাওয়া দরকার।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আলোচনা হয়েছে। ভালো লাগলো আপনার যুক্তির সাথে ইউনুস সাহেবকে দায়িত্ব নেয়ার জন্য বলার ধরণ।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার কোন কারণে ভুল পলিসি নিয়েছে; সর্বোপরি রোহিংগারা এখানে এসে প্রানে বাঁছলেও ভালো জীবন আশা করতে পারবে না।

ড: ইউনুসকে বিদেশীরা বিশ্বাস করেন, উনি সেটা কাজে লাগাতে পারেন।

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

যাযাবর চখা বলেছেন: ড: ইউনুস এখন বাংলাদেশের জন্য আর নতুন কিছু করতে পারবেন না এটা কি আপনার উর্বরমস্তিস্ক-প্রসুত নাকি অন্য কোথাও থেকে নিশ্চিত হয়েছেন? বিভিন্ন দেশের লোক দরকার কিন্তু তারা কিভাবে নেয় জানেন না? একটা উল্টা-পাল্টা পোষ্ট দিলেই হলো? আরও চিন্তা-ভাবনা করেন। রোহিঙ্গারা আপনার দিকেই তাকিয়ে....... ;)

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কথায় মনে হচ্ছে, এসব ব্যাপারে আপনার ভালো ধারণা আছে; লিখুন।

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল একটা ছবি দেখেছিলাম, তাদের কিছু লোকের কারণ তাদের সর্বনাশ হচ্ছে। ওরা সন্ত্রাসী। এখন সমস্যা হলো, বাংলাদেশ নিজের এখন যথেষ্ট নয়। একটু বৃষ্টি হলে দেশ রসাতলে যায়। মানুষ বাড়তেই আছে, কিন্তু খাবার জন্য তেমন চাষ হচ্ছে না।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



গত ৩৭ু বছরে রোহিংগারা সবকিছুর সাথে মগজও হারায়ে ফেলেছে।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সেয়ানা পাগল বলেছেন: Click This Link

আপনার মূল্যবান মতামত আশা করছি।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ক্লিক করলাম, কিছু নেই, ভুল লিংক

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


কেউ ইউনুস সাহেবের কাছে খবরটা পৌঁছায় দিন....

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



কেউ উনাকে জানালে ভালো হবে; আসলে, উনার উচিত সামুতে ব্লগিং করা; তা'হলে উনার অবস্হা এতো খারাপ হতো না।

উনাকে এই ব্যাপারে ভাবার জন্য আমি অনুরোধ করবো, মনে হয়।

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০১

জাহিদ অনিক বলেছেন: মাঝখানে একদিন ব্লগে ছিলেন না! তবিয়ৎ ঠিক আছে তো !

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, সবকিছু ঠিক আছে!

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

জাহিদ অনিক বলেছেন: পরিবারের কর্তার বেতন ছয় হাজার টাকা, বউ বাচ্চা সহ ফ্যামিলি মেম্বার ৮ জন।
এরপরে যদি শালা-শালীরা বেড়াতে আসে তাহলে কর্তার মেজাজ ঠিক থাকা উচিত না।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


অর্থনৈতিক দিক থেকে ভাবলে, বাংলাদেশের মানুষ নিজের পরিবার, স্ত্রীকে ফেলে বিদেশে যাচ্ছে ২ পয়সা আয়ের জন্য; সেই দেশ কি করে এত শরণার্থীকে নেবে!

তবে, প্রাণ বাঁচানো হলো সবচেয়ে বড় মানবতা!

বাংলাদেশ সরকারের মাঝে বুদ্ধিমান লোকজন কম, রোহিংগারা এখানে এসে হতাশ হচ্ছে।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

তামান্না তাবাসসুম বলেছেন: আহারে মানুষ কতো অসহায় :(

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


বার্মিজরা ইডিয়ট, ওদের মানুষ দরকার; চীনারা ওদের খেয়ে ফেলবে; চীনে মেয়ে নেই, চীনা এসে বার্মিজ মেয়েদের বিয়ে করার শুরু করবে, ৫০ বছর পর সবাই চীনা ভাষায় কথা বলবে।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

জেন রসি বলেছেন: বাঁচতে চাওয়ার ইচ্ছা মানে প্রান বাঁচানোর ইচ্ছা বলে একটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের মাঝে আছে। আসতে চাওয়ার মূল কারন এটাই। বাকি সব হচ্ছে এই আসতে চাওয়া বা চলে আসাকে কেন্দ্র করে নানা রকম রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমীকরণ!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


অর্থনৈতিক, রাজনৈতিক ও এবং সামাজিক সমীকরণ অনেক কঠিন; বাংলার ১২দশ শ্রেণীর ছাত্ররা সাধারণ বীজ গণিতের সমীকরণের সমাধানই করতে পারে না; রোহিংগারা সেই বাংলাদেশে আসে; হতভাগা জনগোষ্ঠী

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অত মার-প্যাচ বুঝি না। যার যেখানে জন্ম সে সেই জায়গার নাগরিক। এই সত্যটাকে প্রতিষ্ঠিত করা বিশ্ব নেতাদের দায়িত্ব।

বাংলাদেশ জন বিস্ফোরণে আক্রান্ত। মানুষ বিদেশে কামলা দিয়ে কুল পাচ্ছে না। তারা আবার কিসের আশ্রয় দেবে।

রোহিঙ্গাদেরকে তাদের জন্ম ভূমিতে অধিকার নিয়ে বাঁচার সুযোগ দেয়া হোক।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



গত ৩৭ বছরে ওরা নিজেরাও অনেক ভুল করেছে; ওদের নেতা নেই।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০২

মিঃ আতিক বলেছেন: অন্তত ওদের বেচে থাকার জায়গাটুকু দেয়া উচিৎ, ওদের ফিরিয়ে দিলে ওরা কোথায় যাবে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


বিজেপি নাকি ওদেরকে ফিরিয়ে দিচ্ছে; ওদের তো ফেরার কোন যায়গা নেই; কি হচ্ছে বলা মুশকিল।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

নতুন বলেছেন: রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসে সেটার কারন হইলো বাংলাদেশে আশা সহজ.... তারা ভারতে বা অন্যদেশে যেতে হলে অনেক বেশি পথ পাড়ি দিতে হয় কস্ট করতে হয়।

এরা মালোয়েশিয়া, থাইল্যান্ড বা অন্য কোন দেশে যেতে পারলে বাংলাদেশে আসতো না।





আমাদের দেশের উচিত আন্তজাতিক মহলে মায়ানমারকে এই সমস্যার সমাধানে চাপ সৃস্টি করা। রোহিঙ্গা বাচার তাগিদে অপরাধমুলক কাজে জড়াইতেছে কারন তাদের তো বেচে থাকতে হবে.... মাদক ইজি মানি দেয় তাই এতে আমাদের দেশের মাদক ব্যবসায়ী এদের রিক্রুটকরে...

বিদেশেও বত`মানে অনেক রোহিঙ্গা বাংলাদেশী পাসপোটে কাজ করতে যায়... এবং অনেকে অপরাধমুলক কাজে জড়িয়ে বাংলাদেশের ইমেজ নস্ট করছে।

আমার মনে হয়না ড: ইউনুস দেশ নিয়ে কোন কাজে জড়াবেন যেটাতে রাজনিতির সম্পক` আছে।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



এখানে কোন রাজনীতি নেই, মানুষের জন্য বাসস্হান খুঁজে বের করা; ড: ইউনুস এখন বেকার, উনার সোস্যাল বিজনেস কাজ করেনি।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

ওমেরা বলেছেন:
নতুন বলেছেন: রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসে সেটার কারন হইলো বাংলাদেশে আশা সহজ.... তারা ভারতে বা অন্যদেশে যেতে হলে অনেক বেশি পথ পাড়ি দিতে হয় কস্ট করতে হয়।

এরা মালোয়েশিয়া, থাইল্যান্ড বা অন্য কোন দেশে যেতে পারলে বাংলাদেশে আসতো না। আমি ও এটাই বলতে চেয়েছিলাম ।

অনেক বাংলাদেশী ইউরোপে এসে রোহিঙ্গা সেজে পারমিশন নিচ্ছে সেজন্য ও মানবতার খাতিরে তাদের আশ্রয় দেয়া উচিত ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের হয়ে কেহ লড়ছে না।
বাংগালীরা সুযোগ পেলে যাহা সম্ভব তারা কেহ সেজে যায়, এরা সুযোগের সন্ধানী ও বর্ণচোরা।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
অনেক সময় গেল অথচ নতুন পোস্ট দেননি।
ভাল আছেন তো?

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো।
আপনি ভালো আছেন, নিশ্চয়ই

২০| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

এই আমি রবীন বলেছেন: "সম্ভব হলে, বাংলাদেশে না আসাই উত্তম; "

নিদারুন অসহায়, প্রাণের ভয় না থাকলে অনশ্চিতের উদ্দেশ্যে কেউ জন্মভুমি ছাড়েনা।
বাংলাদেশের ক্ষমতানেই ওদের লালন-পালন করার, তবু মানুষের জান বাঁচানোের অধিকার/সুযোগ ঠুকু যেকোন মানুষের, জাতির দেওয়া উচিত।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ মুসলিম দেশগুলোকে ঢাকায় একবার ডেকে অবস্হা দেখে যাওয়ার জন্য বলতে পারে।

২১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

রাতু০১ বলেছেন: নীতিগত সন্তাসবাদের একটি বড় কারন হলো জাতিগত ধোলাই। সহজলভ্যতার কারনে জঙ্গি কর্মীদের বড় উৎস হলো রোহিংগা, যা বর্তমানে বড় আকারে দেখা যাচ্ছে। প্রশ্ন হলো এর দায়ভার কে নিবে।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


কিছু আরব, পাকিস্তান, বাংলাদেশী জামাত ও ফিলিপাইনের সন্ত্রাসীরা মিলে রোহিংগাদের খারাপ করে ফলেছে; কিন্তু তাদের বড় অংশ অকারণে মুল্য দিচ্ছে।

২২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

রক বেনন বলেছেন: মনে হয় রোহিঙ্গারাই একমাত্র মানুষ, এই পৃথিবীতে যাদের নিজস্ব এক মুঠো মাটি নেই। বর্তমানে তারা মায়ানমারের ও নয়, বাংলাদেশের তো নয় ই। তাহলে তাদের দেশ কোনটি?

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


তাদেরকে ৪৬ মুসলিম দেশ ভাগ করে নেয়া উচিত

২৩| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোহিঙ্গাদের জন্য খারাপ লাগে, কিন্তু আমরা অসহায়।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কি অসহায়, নাকি অন্য কিছু সেটা ভাবার সময় পায় না রোহিংগারা; ওরা ভাবে ওখানে গেলে প্রাণে বাঁচবে; এজন্য বাংলাদেশের উপর একটা বাড়তি চাপ পড়েছে; বাংলাদেশ, মুসলিম দেশগুলোকে একবার ঢাকায় এ ব্যাপারে ডাকঘতে পারতো

২৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

কূকরা বলেছেন:













































































































































পাঁ

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রোপিকের সাথে আপনার ভাবনার মিল আছে; তবে, ফ্লাডিং করছেন

২৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

তারেক ফাহিম বলেছেন: রোহিঙ্গারা কী মানুষ নয়?
কেউ না নিতে চাইলে তারা যাবে কোথায়?

রোহিঙ্গাদের সম্ভবত নিজেদের মাঝেই মিল নেই তাই এই দশা।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



কিছু রোহিংগা মানব পাচারে যুক্ত ছিলো।
তাদের নেতা নেই।

তারা বার্মার মানুষের সাপোর্ট হারায়েছে; এখন তাদেরকে ৪৬ মুসলিম দেশ ভাগ করে নেয়ার দরকার।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার ইমেইল আইডি দরকার!

জরুরী প্রয়োজন! :)

২৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

শায়মা বলেছেন: ওকে থ্যাংক ইউ ভাইয়া। চাইলে এখন মেইলটা মুছে দিতে পারো। আমি এখুনি মেইল করছি!

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: ভালো বিশ্লেষণ করেছেন ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:




ড: ইউনুসের উচিত চেস্টা করা

২৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা সমাধান হতে পারে। যে আরাকান বা রোসাং তাদের বাসস্থান সেটা বাংলাদেশকে দিয়ে দিক। তারপর বাংলাদেশে তাদেরকে নাগরিকত্ব দেবে। তাদের ভূমিতে তারা থাকবে। বার্মা জাতি বৌদ্ধ নামের কলঙ্ক।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


এগুলো ফ্যানটাসী, কল্পনা।
মুসলিম দেশগুলো ৪০ হাজার করে রোহিংগা নিয়ে গেলে সমস্যা শেষ!

৩০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হুমম।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


দেখছেন, পড়ালেখা না জানলে কি ঘটতে পারে মানুষের সাথে।

৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নতুন ১৭ নং কমেন্ট এ সবটাই বলে দিয়েছেন, কেনো রোহিঙ্গারা বাংলাদেশে আসে। তাই নতুন করে রিপিট করলাম না।

তবে এই পোস্টের ২১ নং এ জুলভার্ন এর কমেন্ট টি দেখুন view this link

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


২০১২ সালের ১৩ই জুনে দেয়া আপনার পোস্ট দেখলাম; ভালোই লিখেছেন।

তবে, সম্ভব হলে, ১৯৭১ সালে দক্ষিণ চট্টগ্রাম থেকে ত্রিপুরায় পালিয়ে যাওয়া কোন হিন্দু পরিবারের লোকজনের সাথে কথা বলে দেখবেন, তাঁরা কি ভাবে!

৩২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

মানিজার বলেছেন: বাংলাদেশ সরকারের ব্যর্থতার তালিকা করলে রোহিংগা সমস্যার সমাধান না করতে পারাটা প্রথমদিকে থাকবে ।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের লোকেরা ছাত্র রাজনীতিবিদ, তাদের জীবনই সমস্যা, ওখানে "সমাধান" বলতে কোন শব্দ নেই।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫০

বর্ষন হোমস বলেছেন:
জাতিসংঘ না টাতিসং এসব বালছাল কি মুড়ি চিবোয়?আজাইরা সংস্থা কতগুলা খুলে রাখছে।আমাদের মুক্তি যুদ্ধেও নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


জাতি সংঘে বেশীর ভাগ চাকুরী হয় কোটায়; সব দেশের সরকারদের পরিচিত ইডিয়ট মিডিয়ট ওখানে বড় বেতনে চাকুরী করে।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৮

চিন্তিত নিরন্তর বলেছেন: ওদের প্রবাসীরা শিক্ষিত হতে পারেনি। তাই বাইরের দেশগুলোতে ওদের নিয়ে কথা বলার কেউ নেই। সুচি ওদের হত্যা করার অনুমতি দিয়েই ভিক্ষুদের সাপোর্টে ক্ষমতায় এসেছে।

২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


বামা থেকে শুরু করে মালয়েশিয়া অবধি ভয়ংকর নিস্ঠুরদের বসবাস; সুচী মুসী পুসী, এগুলো এগুলো বন্য কুকুর।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

টারজান০০০০৭ বলেছেন: আমি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোর বিরোধী , কিন্তু ..................................।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পড়েছি; বাংলাদেশ কোনভাবে কোরো সাথে যুদ্ধে যেতে পারবে না; বার্মায় চীনারা আছে।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯

টারজান০০০০৭ বলেছেন: "মুসলিম দেশগুলো ৪০ হাজার করে রোহিংগা নিয়ে গেলে সমস্যা শেষ!"

ইহাই যদি সমাধান হয় , তাহা হইলে বাংলাদেশের সংখ্যালঘু , মগরা নিজ নিজ ধর্মের দেশে চলিয়া গেলেই আমাদের দেশের সমস্যারও সমাধান হইয়া যাইবে !

আপনি কি ইহা সমর্থন করিবেন ?

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


না, বাংলাদেশী মানুষেরা আজীবন সবার সাথে ভালো সম্পর্ক রেখেছে; মগেরা ও আমরা একই জাতি; আমরা বার্মার মগ-জলদস্যুদের সন্তান নই।

৩৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: আমার ইমেইল আইডি কেহই চায় না।

কারণ...............??

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ পাহাড়ে উঠা শুরু করে উপত্যকা থেকে, আপনি চুড়ায় আছেন।

৩৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোহিঙ্গাদেরকে সব মুসলিম দেশ ভাগ করে নেবে এটাও কিন্তু একটা ফ্যান্টাসী। নিজের জন্ম ভূমিতেই তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হওয়া দরকার।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, বার্মার মানুষই ওদের চাহে না; একা সরকার হলে সমস্যা ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.