নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা যেভাবে চুপ, ভবিষ্যতে ভংয়কর কিছু ঘটবে বিশ্বে

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭



উ: কোরিয়ান সময় সকাল সাড়ে ৫টার দিকে, উত্তর কোরিয়া ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে, যা জাপানের উত্তরাংশের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে; মিসাইলটি ২৭০০ কিলোমিটার যেতে সক্ষম হয়েছে; জাপানে আতংকের সৃস্টি হয়েছে; জাপানী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ৪০ মিনিট কথা বলেছে; আজকে জাতি সংঘের জরুরী মিটিং হবে।

আমেরিকা প্রস্তুত, কিন্তু যুদ্ধ আসন্ন নয়।

আমেরিকা টেক্সাস ও লুজিয়ানার বন্যা নিয়ে ব্যস্ত, গত ৩ দিনে টেক্সাসের ৫ মিলিয়ন মানুষ পুরোপুরি পানিবন্দী, হিউস্টন শহর ও আশপাশ ডুবে আছে; আগামী ২ দিনে টেক্সাস ও লুজিয়ানা মিলে ১৫ মিলিয়ন মানুষ পানিবন্দী হবে; আজকে ট্রাম্প টেক্সাস যাচ্ছে; খুবই খারাপ সময়ে উ: কোরিয়া ব্যালাস্টিক মিসাইল টেস্ট করেছে জাপানের উপর দিয়ে; মানুষের মেজাজ খুবই খারাপ; ট্রাম্প যদি এই সময়ে উ: কোরিয়া আক্রমণ করে, মানুষের পুরোপুরি সাপোর্ট পাবে; এটা বিশ্বের জন্য ভয়ানক পরিস্হিতি।

শুধু কোরিয়া আক্রমণই যদি শেষ যুদ্ধ হতো, আমেরিকা অপেক্ষা করে বসে থাকতো না; এই যুদ্ধে রাশিয়া ও চীন ভুমিকা কি হবে, তারা কি করতে পারে, তাদের কি পরিকল্পনা সেটা নিয়ে আমেরিকা ভাবছে; আমেরিকাকে নিজের মানুষ ও বিশ্ব নিয়ে ভাবতে হচ্ছে। যুদ্ধ যদি শুধু মাত্র উ: কোরিয়ার সাথে হয়, তাতেই দ: কোরিয়া ও জাপানও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে; এতেই পৃথিবীর চেহারা বদলে যাবে; শুধু জাপান একা ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীর বাণিজ্যে ভয়ানক প্রভাব পড়বে।

রাশিয়া বর্তমানে বিশ্ব বাণিজ্যে নেই, এবং সাথে সাথে তারা কারো উপর নির্ভরশীল নয়; এবং কোন জাতির প্রতি তাদের কোন দায়িত্ব নেই; সোস্যালিস্ট যুগে তারা জাপান ও দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে গণ্য করতো; সেই হিসেবে আজও জাপানের এবং দ: কোরিয়ার ক্ষতি কামনা করে আসছে। এদিকে চীন, জাপান ও কোরিয়ার মাঝে জাতিগতভাবে প্রতিযোগীতা আছে; চীনের মানুষ জাপান ও কোরিয়ানদের থেকে নীচু স্তরের মানুষ হিসেবে সেই এলাকায় গণ্য হয়; তারা সোস্যালিজমের সময় থেকে প্রতিযোগীতায় আছে; তারা মানসিকভাবে চায় যে, জাপান ও কোরিয়ার পতন হোক।

যুদ্ধে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, গার্মেন্টস ব্যবসা বন্ধ হবে দীর্ঘদিনের জন্য, এবং খাবার ও তেল কিনতে পারবে না; বিশ্বে খাদ্য উৎপাদন কমে যাবে। বাংলাদেশ সরকারের উচিত হবে জরুরী ভিত্তিতে খাবার, তেল ও কলকারখানার খুচরা যন্ত্রপাতি গুদামজাত করা; সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস বদলায়ে প্রতি বেলায় খাদ্য গ্রহনের পরিমাণ কমানো খুবই দরকারী। সরকারের যে অবস্হা, আনবিক বোমা থেকে রক্ষার জন্য আশ্রয় তৈরি করা সম্ভব হবে না; তবে, জাতির পক্ষে যতটুকু সম্ভব নিজেদের রক্ষার জন্য যায়গা প্রস্তত করতে উপদেশ দেয়ার দরকার।

মন্তব্য ৮০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



কোরিয়া একটা গুটি.... চালটা রাশিয়া আর চীনের...

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


সেই কারণেই আমেরিকাকে ভাবতে হচ্ছে; না হয়, এতদিনে ২ কোরিয়ার স্হলে এক কোরিয়া থাকতো।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সকালে লিঙ্কটা দেখে তেমন কিছু ভাবনায় আসেনি। এখন আপনার পোষ্ট পড়ে সত্যিই কেমন যেন ভাবনা কাজ করছে।

নিচের কথাটি, কিভাবে? নিজেদের আশ্রয় তৈরি বলতে কি ধরণের সাবধানতার কথা বললেন, বুঝিনি পুরোপুরি।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


নতুন বিল্ডিং তৈরি করার সময়, মাটির নীচে ১, বা আর ২ তলা তৈরি করা; সেখানে খাবার, দরকারী ঔষধ ও আলোকের ব্যবস্হা করলে প্রথমিকভাবে মানুষ কিছুদিন সেখানে লুকিয়ে থাকতে পারবে; যাদের পাকা বাড়ী নেই, তাদের জন্য মাটির নীচে ১০ ফুট দৈর্ঘ, ১০ ফুট প্রস্হ ও ৫ ফুট উচ্চতার ইটের কিংবা কংক্রিটের রুম তৈরি করা সম্ভব

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: ঘটুক।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ হবে কোরিয়া ও জাপানে, দুর্ভিক্ষ হবে বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকায়

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



আমেরিকার উচিত জাপানকে পরমানু শক্তি নিয়ে কাজ করতে দেওয়া... কোরিয়ান উপদ্বীপে জাপানের বিকল্প আম্রিকা হতে চাইলে ভুল হবে...

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


জাপান শান্তিতে থাকতে চায়; ওরা এটম নিয়ে কাজ করলে, ওরা সরাসরি চীন ও রাশিয়ার টার্গেটে পরিণত হবে, সম্ভবত:

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: আমেরিকা কি ভয় পাচ্ছে?

তাদের তো ভয় পাওয়ার কথা নয়।

রাশিয়া যখন অনেক শক্তিশালী ছিল তখনও তো আমেরিকা অনেক যুদ্ধে জড়িয়েছে।

আর সামান্য উত্তর কোরিয়াকে??????

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


যখন সোভিয়ত ছিল, সেখানে তখন সেখানে মানুষ ছিল; পুটিন ও তার পার্টির লোকেরা অমানুষ; অমানুষের সাথে যুদ্ধে যাওয়া ভয়ানক; অমানুষেরা কি করবে, সেটা বুঝা কস্টকর; সর্বোপরি, আমেরিকা ও রাশিয়ার মাঝে যুদ্ধের কোন কারণ নেই; কিন্তু পুটিন কিমের মত পাগলের পক্ষে আছে, সেটাই সমস্যা।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট চিন্তা ঢুকিয়ে দিলেন গাজী ভাই।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


পারমানবিক যুদ্ধ হলেই বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকা খাদ্য ও তেল কেনার শক্তি হারিয়ে ফেলবে; সর্বোপরি, বিশ্বে খাদ্য উৎপাদনই প্রথমে ব্যাহত হবে।

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

ওমেরা বলেছেন: আমার নানুর কাছে একটা কথা শুনেছি, শিল,পাটায় ঘসাঘসি মরিচের দফা-রফা।

আপনার কথাগুলো খুব ভাল লাগল এটা সরকারের কাছে পৌঁছানো দরকার ।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


আমার লেখা ব্লগেই থাকবে; বড় যুদ্ধ হলে, আমাদের সরকার থাকবে না, মিলিটারীর একাংশ হয়তো সরকার চালাবে।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

খায়রুল আহসান বলেছেন: শুধু জাপান ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীর বাণিজ্যে ভয়ানক প্রভাব পড়বে - নিতান্তই সঠিক ভাবনা।
শেষের অনুচ্ছেদটাতে কিছুটা ভয় ধরিয়ে দিলেও, বেশ কিছু ভাল সাজেশন দিয়েছেন, যা নিয়ে এখন থেকেই উচ্চ মহলে ভাবনা শুরু করে সঠিক কর্মপন্থা প্রনয়ণ করা সমীচীন।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা অসুসম খাবার খেয়ে ভাত নস্ট করছে; কম কৃষি উৎপাদনের সময় মানুষকে বেঁচে থাকতে হলে, সব্জিকে প্রধান খাদ্যের কাছাকাছি আনতে হবে; এবং প্রতিটি পরিবারকে মাংস ও সব্জি সংরক্ষণ প্রসেস শিখতে হবে; প্রতিটি মানুষকে সাধারণ ঔষধের ব্যবহার শিখতে হবে, প্রাথমিক চিকিৎসার ট্রেনিং দিতে হবে, রেডিয়েশন বুঝতে হবে।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত যুদ্ধ লাগার সম্ভাবনা নেই।
তবে জাপানের মিসাইল ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়ে সন্দেহ হচ্ছে।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


এসব মিসাইল থামানো সম্ভব কিনা বুঝা মুশকিল; এত বেশী উচ্চতায় তারা কি চেস্টা করেছে, নাকি চেস্টা করেনি, সেটা নিয়ে কেহ কিছু বলেনি।

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

রাতু০১ বলেছেন: ঘটনার নায়ক/খলনায়ক রাশিয়া চীন। তবে মনেহয় এখনো তেমন চিন্তার কিছু নাই।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ার চিন্তার কারণ নেই; তাদের ১০০ ভাগ মানুষ প্রথমিকভাবে মাটির নীচে পালিয়ে যেতে পারবে; এবং ৭০% মানুষ যুদ্ধের পর টিকে থাকবে; চীনের সবাইও প্রাথমিকভাবে পালাতে পারবে; তবে ২০% টিকবে।

চিন্তা বাকী বিশ্বের, বাংলাদেশের মানুষের জন্য মাটির নীচে কিছুই নেই।

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার মনে হয় না পারমাণবিক যুদ্ধ হবে। এতে তো যুদ্ধে অংশগ্রহণকারী দেশেরও ক্ষতি হবে। এটুক বুঝ তো ওদের আছে।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


চীন ও রাশিয়া চাচ্ছে যুদ্ধে যেতে, ওদের ধারণা, এতে আমেরিকা পেছনে পড়্বে যাবে।

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

কানিজ রিনা বলেছেন: কিমজংয়ের কিডনী বিকল মুখদেখে বুঝা
যায়। মুখে তো পানি এসেগেছে,মস্তিস্কেও
পানি লাগার অসম্ভব কিছুনা। ট্রামের উচিৎ
পুটিনের হাতে পায় তেল মেখে রাজী করিয়ে
কিমজংয়ের চিকিৎসা করাতে। তানা হলে
অবস্থা বেগতিক দিকে আগাবে।
ডাবল বুশের মস্তিস্কের আগে থেকে চিকিৎসা করালে
পৃথিবী এত বিপদের সম্মুখিন হতনা। ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


সামান্য কয়েকজন মানুষের কাছে বিশ্ব জিম্মি হয়ে গেছে; কিমের পাগলামীর সুযোগ নিচ্ছে রাসিয়া ও চীনারা।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এবার বুঝতে পেরেছি। কৃতজ্ঞতা রইল প্রতিমন্তব্যে।

যুদ্ধের দিকে এগিয়ে না যাক বিশ্ব, প্রত্যাশা

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যুদ্ধ এড়াতে চাচ্ছে; কিন্তু পুটিন ও চীনারা মানুষের জীবনের মুল্য বুঝে না।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আ‌মি দে‌শে চ‌লে আসার চেষ্টা কর‌ছি আর এখন য‌দি যুদ্ধ বা‌ধে কী যে হ‌বে...

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি ভালো এলাকায় থাকেন, আরো কিছুটা পর্যবেক্ষণ করুন, সম্ভব হলে।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নিরাপদ দেশ চাই বলেছেন: The American Bangladeshis are now thinking like America

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


ঠিক পুরোপুরি নয়; আমেরিকায় এখন চাইনীজ থেকে ও রাশিয়ানদের যাওয়া আসা আছে; এগুলোর থেকে জাতিগুলোর কিছু চরিত্র বুঝার সুযোগ হচ্ছে। এখানে অনেক কোরিয়ানও আছে।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কংক্রিট অ্যানালাইসিস। একমত।

আমার মনে অনেক দিনের সাধ ছিল- আমেরিকার দাঁত ভেঙে দেয়ার জন্য কোনো দেশ জোটবদ্ধ হয়ে এগিয়ে আসুক। কিন্তু বাংলাদেশ যুদ্ধে না জড়ালেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এ কথা ভেবেই মনের ইচ্ছেটাকে দমন করতে হছে, কষ্ট করে :)

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


পারমানবিক যুদ্ধ হলে, কাপড় চোপড় ইত্যাদির মুল্য থাকবে না; মুল্যবান হবে খাদ্য ও এনার্জি; ব্যবসা বন্ধ থাকবে, অরাজকতা হবে, চাষাবাদ কমে যাবে।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: বিশাল চিন্তার বিষয় বটে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি পারমানবিক যুদ্ধে খড়কুটার মতো অবস্হানে, জাতির অবস্হা টোকাইদের মতো

১৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

মানিজার বলেছেন: পারমানবিক অস্ত্র যারা তৈরি করে তাদের বিরুদ্ধে পুরো মানবজাতির প্রতিবাদ+প্রতিরোধ করা উচিত ।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


২০০০ সালের পর থেকে বিশ্ব পুরোপুরি চুপ হয়ে আছে!

১৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

জাহিদ হাসান বলেছেন: সুদূরের আমেরিকা, রাশিয়া, দুই কোরিয়ার কথা বাদ দেন। ঘরের কাছে মায়ানমার আজকে দশ বছর ধরে সামরিক বহর তৈরি করছে। বাংলাদেশ ছাড়া তাদের আর কোন শত্রু নেই। অথচ আমাদের সরকার দেশের সামরিক শক্তি বৃদ্ধি করছে না। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি প্রয়োজন। নৌ শক্তি যা আছে তা যথেষ্ট হলেও বিমান ও স্থল সৈন্যে আমরা মায়ানমার থেকে পিছিয়ে আছি। আমরা যুদ্ধ চাই না। তবে একেবারে নখ-দন্তহীন বিড়ালও থাকতে চাই না।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের সৈন্য বাহিনীতে ৩০ হাজার রেগুলার সৈন্যের দরকার; বাকী প্রতিটি বাংগালীকে ৩ মাসের ট্রানিং দিলে ১৩/১৪ কোটী সৈন্য ৫ বছরে তৈরি সম্ভব।

২০| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

ধ্রুবক আলো বলেছেন: এখন যুদ্ধ বাধা মানেই একটা মহা অগ্নিকান্ড ঘটা পুরো বিশ্ব ব্যাপী।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব অচল হয়ে যাবে, সভ্যতা ভেংগে পড়বে দীর্ঘ সময়ের জন্য; রাশিয়া ও চীন বিশ্বের জন্য হুমকি

২১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

ধ্রুবক আলো বলেছেন: তবে আমেরিকা যুদ্ধে যাবে না, গেলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধটা অন্যভাবে লাগবে।
সাপও মরবে লাঠিও ভাঙবে না ধরণে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



চীন, রাশিয়ার তুলনায় আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে; তারা সাধারণ মানুষকে রক্ষার জন্য তেমন কোন ব্যবস্হা নেয়নি। আবার, ইউরোপ ও অস্ট্রেলিয়া ছাড়া সবাই আমেরিকার পতন চায়।

২২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

সোহানী বলেছেন: আমারতো মনে হয় পুরোটাই একটা সাজানো নাটক। কারন আম্রিকা চাইলেই আধা ঘন্টায় কিমকে শিক্ষা দিতে পারে। কিন্তু তা তারা করছে না যুগের পর যুগ অথচ ইরাক/লিবিয়া/আফগানকে নাটক সাজিয়ে মুহূর্তে আক্রমন করে ধ্বংস করেছে...........।

কিছুই হবে না একটু আধটু সবাইকে ভয় দিচ্ছে আর কি..........

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


কিমকে টেকনোলোজী দিয়েছে প্রথমে রাশিয়া, পরে চীন; ওদের উদ্দেশ্য আছে; জাপানীরা ও দ: কোরিয়ানরা ছুরির নীচে; সাজানো হলে, ঐ ২ দেশে এত আতংক ছড়ায়ে পড়তো না।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: খুবই গুরুত্বপুর্ন পোস্ট। আমার কাছে মনে হয়, একটা স্পেসিফিক বোম্বিং করে কি কিম ইতরটাকে শেষ করে দেয়া যায় না ?

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সেটাই ঘটবে হয়তো; আমেরিকা চীন ও রাশিয়াকে বিশ্বাস করছে না, তাই এগুতে পারছে না; সর্বাধিক, দ: কোরিয়ায় ৩/৪ লাখ মারা যাবে প্রথম ১ ঘন্টায়।

২৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

কাছের-মানুষ বলেছেন: তবে যুদ্ধ হবে না শেষ পর্যন্ত কারন প্রতি বছরই এরকম লম্ফজম্ফ করে উত্তর কোরিয়া! আর যুদ্ধ বেধে গেলে উত্তর কোরিয়ার পক্ষে থাকবে চিন এবং আমেরিকার সাথে বৈরি সম্পর্কের কারনে রাশিয়া ও থাকবে উত্তর করিয়ার পাশে! পারমাণবিক শক্তিদর দেশ জরিয়ে গেলে শেষ মুহুত্যে সবাই পিছু হটবে যুদ্ধ থেকে !

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


উ: কোরিয়া যেভাবে জাপান ও দ: কোরিয়াকে ভীতির মাঝে রাখছে, কিম পরিবারকে সরে যেতে হবে একদিন।

২৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: আপনার পোষ্টের শেষ অংশের কথা গুলো সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ।
সতর্কতা সব সময় জরুরী।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


সব জাতিকে সতর্ক থাকতে হবে, একই সাথে চীন, রাশিয়া ও আমেরিকাকে কৌশলে বর্জনের চেস্টা করতে হবে।

২৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

তাতিয়ানা পোর্ট বলেছেন: Prey for me.

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, অনেক শুভ কামনা রলো!

কোন পরীক্ষা?

২৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২

বিষাদ সময় বলেছেন: যে দেশেের জনগণ ঠিক মত খাইতে পাই না, সেই দেশের জলহস্তীতে করে মিসাইল টেস্ট। এত কিছু না কইরা, একটু কষ্ট কইরা জলহস্তীটাকে প্রশান্ত মহাসাগরের জলে ফেলাইয়া দিলেই সকল সমস্যার সমাধান হয়া যায়।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


উ: কোরিয়াকে ব্যবহার করছে রাশিয়া ও চীন; ইতিমধ্যে উ: কোরিয়া জাপান ও দ: কোরিয়ার ভয়ানক ক্ষতি করার পজিশনে চলে এসেছে; সেখানেই সমস্যা

২৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০০

নূর আলম হিরণ বলেছেন: কিমকে গুপ্ত হত্যা বা আততায়ীর মাধ্যমে খুন করা দরকার! এটাই সহজ পদ্ধতি!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


হয়তো আমেরিকা ফেল করেছে; আমেরিকা নিশ্চয় বসে নেই।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

ত্রিকোণমিতি বলেছেন: গাজী ভাই। টেনশন নিয়েন নাহ।
যুদ্ধ লাগত না এখনি।
ট্রাম্পের টার্গেট মেক্সিকোর সীমান্তে দেওয়াল তোলা,, অইডা আগে তুইল্যা দেন বাকি কাজ

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



হবু দেয়াল তুলবে না, বেড়া মেড়া মেরামত করবে বোধ হয়; হয়তো, তার আগেই চাকুরী ছেড়ে দিতে পারে।

৩০| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

রুহুল আমিন খান বলেছেন: আমেরিকা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য স্টাইলে প্রক্সি ওয়ারই চালাবে

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


এটমের সাথে প্রক্সি দিতে হবে এটম দিয়ে, সেই রকম কিছু কোরিয়ার বেলায় নেই।

৩১| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৮

তারেক ফাহিম বলেছেন: গাজি ভাই’র পোষ্টে রীতিমত পাঠকগণ আতংকে আছে।

কিছুই হবে না মনে হচ্ছে, যুদ্ধের আগে সবাই যার যার অবস্থান থেকে একটুআকটু দেখায়

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ আসন্ন নয়, তবে বাংলাদেশ বা দরিদ্র দেশের মানুষকে পরিস্হিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

৩২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯

এখওয়ানআখী বলেছেন: আজ হোক কাল হোক যুদ্ধ বাধবেই। তবে বাংলাদেশকে নিয়ে তেমন ভয় নেই। আমরা খাদ্যের চাহিদা দেশীয় ভূমিতেই মিটাবো। আর রাসায়নিক রেডিয়েশন এপর্যন্ত পৌছাবে না।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ হলে, বাংলাদেশের অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে; মানুষের আয় থাকবে না; চাষী মানুষকে বিনা পয়সায় চাল দিতে পারবে না, চাষীর সেই ক্ষমতা নেই।

যুদ্ধ হলে, মালয়েশিয়া ও অন্য দেশ থেকে অনেক বাংগালী দেশে ফিরতে বাধ্য হবে।

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮

জাহিদ অনিক বলেছেন: এইটা পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম ইয়া বড় এক মশাল নিয়ে ট্রাম্প আমাকে ধাওয়া করছে। কিন্তু আমার পালাতে ইচ্ছে করছে না।

ঘুম থেকে উঠে মনে হল এসব নিয়ে আমার একটা কবিতা লেখা নিয়ে উচিত। কবিতা লিখতে গিয়ে মনে যুদ্ধ টুদ্ধ হলে কবিদের সাথে কবিদের হওয়া উচিত বটে, কবি গানের লড়াই হওয়া উচিত। সামনা সামনি মারামারি খুনাখুনি না হওয়া উচিত।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের মানুষের মাঝে অর্থনৈতিক অসমতা ভয়ংকর রূপ নিয়েছে, মানুষ অশান্ত, স্হিতিহীনতা দেখা দিয়েছে; এটার সমাধান হচ্ছে না কিছুতেই।

৩৪| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন: ব্লগিং করে সমাজের উনতি সাধন করা যায় না চিন্তাচেতনা পালটে দেয়া যায়- কতটুকু সঠিক বা বেঠিক বলে মনে করেন?

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে ব্লগিং মানুষকে বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা দিচ্ছে, আগে ভাবনার অনেক কিছুই মিডিয়া নির্ভরশীল ছিলো।

বাংলাদেশে ব্লগিং এত সীমিত যে, ইহার উপস্হিতি অনুমান করা মুশকিল; কিন্তু ব্লগারেরা অন্যদের চেয়ে হাজার গুণে সঠিক অবস্হা বুঝার সুযোগ পাচ্ছেন। আর সাহিত্যচর্চা করার এমন সুযোগ আগে কখনো ছিলো না।

৩৫| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫

সেয়ানা পাগল বলেছেন: @চাঁদগাজী,

বেশিরবাগ বাংলাদেশী পাবলিকই দেখছি আমেরিকার ধ্বংস হলে খুব খুশি হয়। কিন্তু আজকে ডি বি ভিসা পেলে ফেবুতে ও সামু ব্লগে সবাই কে দাঁত দেখিয়ে বাই বাই দিয়ে কালকেই আমেরিকার প্লেন ধরবে।
২০১৪ সালের গননা অনুসারে ২৭৭০০০ বাংলাদেশী বাস করে আমেরিকাতে। ২০১৬ সালে ২১০ মিলিয়ন ডলার সাহায্য পেয়েছে বাংলাদেশের মিলিটারী, স্বাস্থ্য ও অন্যান্য খাতে উন্নতির জন্য।

ভারতের যে মন্দিরগুলো বিপুল সম্পত্তির মালিক

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা জেনেটিক্যালী ভারত ও আমেরিকা বিরোধী; জাতি পরিস্হিতি ইত্যাদি এনালাইসিস করার চেস্টা করে না।

৩৬| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

বর্ষন হোমস বলেছেন: বাংলাদেশ সরকারের উচিত হবে জরুরী ভিত্তিতে খাবার, তেল ও কলকারখানার খুচরা যন্ত্রপাতি গুদামজাত করা;


হাঃহাঃহাঃ।বন্যা দুর্গতদের ঠিক মত ত্রাণ দিতে পারলো না,সেখানে খাবার সঞ্চয় করে রাখার কথা।আরে সরকার ছোট খাট ধাক্কা সামলাতে অবস্থা খারাপ হয়ে যায়।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



ছাত্র রাজনীতিবিদদের ছাত্র-সরকার, আমরা ছাত্র-দেশ!

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

আহলান বলেছেন: কি যে হবে ?

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প যদি বুঝে যে, আমেরিকা টেনে টুনে যুদ্ধে নিতে চাচ্ছে রাশিয়া ও চীন, তা'হলে ভালো হবে সবার জন্য।

৩৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

রক বেনন বলেছেন: যুদ্ধ লাগলে পৃথিবীর কত ভাগ টিকে থাকতে পারে? যতদূর বুঝতে পারছি, কিম এর মনোভাব- নিজেও যাব সাথে করে যাকে পারি তাকেই নিয়ে যাব।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


একা কিম পরিবারের জন্য কয়েক কোটীর প্রাণ যাবার উপক্রম হয়েছে; সমস্যা হলো আধা-মানব চীনারা গন্ডগোল করছে; চীনারা আসলে পুরো মানুষ নয়।

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

জেন রসি বলেছেন: যুদ্ধে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, গার্মেন্টস ব্যবসা বন্ধ হবে দীর্ঘদিনের জন্য, এবং খাবার ও তেল কিনতে পারবে না; বিশ্বে খাদ্য উৎপাদন কমে যাবে। বাংলাদেশ সরকারের উচিত হবে জরুরী ভিত্তিতে খাবার, তেল ও কলকারখানার খুচরা যন্ত্রপাতি গুদামজাত করা; সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস বদলায়ে প্রতি বেলায় খাদ্য গ্রহনের পরিমাণ কমানো খুবই দরকারী। সরকারের যে অবস্হা, আনবিক বোমা থেকে রক্ষার জন্য আশ্রয় তৈরি করা সম্ভব হবে না; তবে, জাতির পক্ষে যতটুকু সম্ভব নিজেদের রক্ষার জন্য যায়গা প্রস্তত করতে উপদেশ দেয়ার দরকার।

যৌক্তিক অনুমান।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, আমেরিকা যুদ্ধ যাবে না; তবে, উ: কোরিয়া জাপান ও দ: কোরিয়াকে আতংকের মাঝে রেখেছে।

৪০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকা কী সত্যিই উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে? আমার মনে হয়না।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধে গেলে আমেরিকার ক্ষতি হবে; তবে, দ: কোরিয়ার মানুষ আতংকে আছে; ওরা নিজেরা যদি সমঝোতায় আসে, আমেরিকাকে ওখান থেকে সরে যাওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.