নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগাদের ব্যাপারে জাতির মতামত নিতে পারতেন শেখ হাসিনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২১



রোহিংগাদের বাংলাদেশে প্রবেশ ও অবস্হানের ব্যাপারে সরকার ও জাতি একমত নন; আবার সাধারণ মানুষও বিভক্ত। বাংগালীরা উপার্জনের জন্য অন্যায়ভাবে ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে, অন্যদিকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকছে রোহিংগারা, বিরাট পার্থক্য; বাংগালীরা নৌকায় ভাসতে ভাসতে গ্রীস, কিংবা ইতালীতে পৌছার পর, পুলিশের হাতে ধরা পড়ার পরও শেষমেষ থাকতে পাচ্ছেন; সেখানে রোহিংগারা প্রাণ বাঁচাতে এসে কেন বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না? পার্থক্য হচ্ছে সংখ্যায়! পুরো ইউরোপ রিফিউজির ভারে ভেংগে পড়ছে, তারপরও কিছু একটা করার চেস্টা করছে; বাংলাদেশ চেস্টা করছে কিনা বুঝার উপায় নেই।

রোহিংগাদের কারণে জাতির খরচ, আয়, সমস্যা, পদক্ষেপ কিছুই সরকার পরিস্কার করেনি দেশের মানুষের কাছে! জাতি সংঘ বলেছে যে, রোহিংগাদের আসতে দিতে, নিশ্চয়ই জাতি সংঘ খরচ বহন করবে; যেই ৪/৫ লাখ বাংলাদেশে আগের থেকে আছে, তাদের জন্য সরকার জাতি সংঘ ও অন্যদেশ থেকে কি সাহায্য পেয়েছেন, জাতির নিজের কত খরচ হয়েছে, সবই জাতিকে জানালে, জাতি অবস্হা বুঝতে পারতেন; সরকার সবকিছু নিয়ে চুপ করে থাকে; এসব ব্যাপারে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ নয়, অদক্ষতার প্রমাণ।

একটা প্রচলিত কথা আছে যে, রোহিংগারা মোটামুটি মৌলবাদী ও অপরাধ প্রবন, বাংলাদেশে এলে বিএনপি, জামাতের পক্ষে যাবে, ও অপরাধ করবে। সেই সমস্যা সমাধানের জন্য এদেরকে ভোটার না করলেই হলো। তাদেরকে একটা আলাদা আইডিকার্ড দিলেই হবে।

সরকারের উচিত মানুষের সাথে এই ব্যাপারে মত বিনিময় করা, পার্লামেন্টে স্পেশাল সেশন ডেকে আলোচনা করা; রোহিংগাদের ব্যাপারে জাতিকে পরিস্কার ধারনা দিলে মানুষ ও সরকারের মাঝে দুরত্ব কমে আসতো।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: সীমান্তে যৌথ অভিযানের মত জঘন্য প্রস্তাব কি করে দিতে পারলেন সেইটাই মাথায় ঢুকছে না। এতাটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হলেন।

শরনার্থী রোহিংগাদের সাময়িক আশ্রয় দানের কোন বিকল্প নেই, কিন্তু এদের দায়িত্ব বাংলাদেশ নিতে পারে না। শরনার্থী সমস্যা দূর করা কঠিন নয়, তুরষ্ক থেকে শুরু করে বেশ কিছু মুসলিম দেশ আগ্রহ দেখিয়েছে। এদের কাছ থেকে ফান্ড নিয়ে কিছুদিনের জন্য আশ্রয় দেয়া যায়। এছাড়া কে্উ যদি শরনার্থী নিতে চায় সেই ব্যবস্থাও করা যায়। কিন্তু রাজনৈতিক ভাবে রোহিংগা সমস্যার সমাধানে চীন ভারত সহ বিশ্ব মোড়লদের সহায়তা নিতেই হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও মানুষের মনোভাব এক নয়, মনে হচ্ছে; সরকারের উচিত মানুষের মনোভাবকে প্রাধান্য দেয়; সর্বোপরি, বাংলাদেশ এর থেকেও বেশী সুযোগ পেয়ে আসছে সব সময়।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১২

স্বতু সাঁই বলেছেন: রহিঙ্গাদের জন্য দরদ যখন এতই উছলে উঠছে, তবে সৌদি বাদশার কাছে তাদের উদ্ধারের জন্য আবেদন জানাতে পারতেন। কারণ সকলের ধারণা রহিঙ্গারাই একমাত্র মুসলমান। অবশ্য আপনার লেখনীতেও তাই ফুটে উঠেছে। রহিঙ্গারা আসলে আওয়ামীলীগ না বিএনপি আর জামাত ভোট পাবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধের সময় আপনার ভুমিকা কি ছিলো?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংগালীরা কাজের অভাবে নৌকায় ভাসতে ভাসতে গ্রীস, কিংবা ইতালীতে যায় কিন্তু থাকতে পারে না।

বাংলাদেশ রহিঙ্গাদের আশ্রয় দেয় না বলেন কেন? আপনে এত বেইমান ক্যা?

IMO ও UNHCR সুত্রে এজাবৎ ৫-৭ লাখ রহিঙ্গা ঢুকে বাংলাদেশে অবস্থান করছে। অনেকে নাগরিকও হয়ে গেছে
উখিয়ার নাইখ্যানছড়িতে রহিংগারাই এখন সংখাগরিষ্ট, বর্তমান চেয়ারম্যানও একজন সৌদি-করাচি ভিত্তিক জঙ্গি রহিংগা নেতার ভাই। আগে জামাত করলেও এখন আওয়ামীলীগের বড় পান্ডা। বাংলাদেশের ইয়াবার বড় চালানগুলো এইদিক দিয়েই আসে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


সরকারে যারা আছেন, তাদের লোক ছাড়া বাকীরা মাদক ব্যবসার কাছেও যেতে পারে না।

আপনার পোস্ট মোস্ট পড়ার পর, আপনাকে ছাত্র রাজনীতিবিদ বলে মনে হয়, যারা বাংলাদেশকে মারাঠাদের মতো লুট করছে।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১১

স্বতু সাঁই বলেছেন: জানতাম, মন্তব্যের উত্তরে প্রসঙ্গ পাল্টাবেন আর একটা মন্তব্য পাওয়ার আশায়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:



আমার লেখার উদ্দেশ্য হলো অন্যেরা পড়ুক, এবং বেশী বেশী মন্তব্য করুক, যাতে আমি মানুষের মনোভাব বুঝতে পারি!

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

খালিদ আলম বলেছেন: গাজি ব্র লিখেন ভালো। তবে বুঝলেন কি কথায় কিছুটা একপেশে ভাব রযেছে। আপনি এই রহিঙ্গা বিষয়টা নিয়ে লিখবেন বিশ্বাস করিনি। যাই হোক আপনার কিচুটা তাদের প্রতি দয়া হয়েছে ্িটোই রহিঙ্গাদের জ্ন্য বড় পাওয়া।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



একপেশে ভাবটা আপনার দিকে, নাকি আমার দিকে, নাকি অন্য কারো বেগার খাটছি?

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

সনেট কবি বলেছেন: খুব ভাল বলেছেন।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:


আমেরিকা আর জাতিসংঘের কি করা উচিত? বসে বসে আঙুল চোষা নাকি....

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

আদর্শ সৈনিক বলেছেন: ১০ লাখ ভারতীয় প্রতি বছর ৩ বিলিয়ন টাকা হুন্ডি করে নিয়ে যায়, কেউ মানা করে না।
৮ লাখ রোহিঙ্গাকে দুবেলা খাওয়ালে ১৬ কোটি বাঙ্গালি অভাবে মরে যাবে না। বর্ডার খুলে দিন, এটলিস্ট নারী শিশু আহতদের জন্য হলেও বর্ডার খুলে দিন। রিফিউজি ক্যাম্প কোন স্থায়ী সমস্যা নয়, এর মাধ্যমেই আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক চাপ ফেলা সম্ভব। একটা ক্যাম্পে আটকে রাখলে অপরাধ প্রবন রোহিঙ্গাদের অপরাধের সুযোগ থাকবে না।
সীমান্তে আটকে রাখলে অপরাধী রোহিঙ্গা যেনতেন উপায়ে ঠিকই ঢুকবে, মারা যাবে নারীশিশু বৃদ্ধরা। সীমান্ত আটকে রাখা কোন মানবিক রাষ্ট্রের কাজ নয়।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সরকার সাধারন মানূষের সাথে কোনো দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা করে না।
তাদের বুদ্ধিতে যতটুকু কুলায় ততটুকুই করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.