নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আইনগতভাবে বিএনপি ও জাপার বিলুপ্তি হওয়া দরকার

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩



জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ সামরিক প্রশাসক হিসেবে দেশের ক্ষমতা দখল করে, মিলিটারী, ডিজিএফআই, ব্যুরোক্রেসী ও প্রশাসনকে ব্যবহার করে, যথাক্রমে বিএনপি ও জাপা গঠন করে , পুরো কাজটাই বেআইনী ও কলংকজনক; এটা পুরোপুরি আইয়ুব খানের মডেল; আইয়ুব খান ক্ষমতায় এসে, নতুন নামে কিছু না করে, মুসলিম লীগের সমান্তরালে, একই নামে দল গঠন করেছিলো, ও মুসলিম লীগের বড় অংশকে এই দলে নিয়ে এসেছিল। বিএনপি ও জাপা গঠনে আমাদের ২ জেনারেলকেই যথাসম্ভব পাকিস্তানের মিলিটারী ইন্টেলিজেন্স আইএসআই সাহায্য করেছে।

শেখ সাহেব হত্যায় কয়েকজন আওয়ামী লীগার যুক্ত থাকায়, জেনারেল জিয়া ভেবেছিলো যে, সে আওয়ামী লীগের একাংশকে সাথে পাবে; পরে তা ঘটেনি। শেখ সাহেব হত্যায় জাসদ বিশালভাবে আনন্দ প্রকাশ করলেও, তাদের থেকেও তেমন কোন নেতাকে জেনারেল জিয়া পায়নি; তখন তিনি মুলত: যেসব বাংগালী পাকিস্তান ভাংগতে চাহেনি, সেই অংশের নেতাদের নিয়ে দল গঠন করেন; অর্থাৎ, প্রাথমিকভাবে বাংলাদেশ বিরোধীরাই উনার দলের মুল শক্তি ছিল।

তিনি দল গঠন করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য; যদি সামরিক আইন চালিয়ে যাওয়া যেতো, তিনি এসব জন্জালের সমন্ময়ে দল গঠন করতেন না; তিনি জেনারেল, তিনি মিলিটারীর শক্তি ও শৃংখলায় বিশ্বাস করতেন; তিনি ডা: বদরুদ্দোজা বা বিরারপতি সাত্তারের ফ্যান ছিলেন না; উনার জগতে গনতন্ত্র বলতে যা ছিলো, সেটা হলো হুকুম দেয়া, আর চেইন অফ কমান্ড; সব মিলিটারীর মত তিনিও ডিক্টেটরশীপে বিশ্বাস করতেন; ডিজিএফআই উনাকে ১৯ দফা নামে একটা এজেন্ডা তৈরি করে দিয়েছিলেন মুলা হিসেবে ঝুলাতে; তিনি ১৯ দফা মুখস্হ করার মতো লোক ছিলেন না, উনি এক দফার লোক ছিলেন, মিলিটারীর শক্তিতে বিশ্বাসী।

তিনি নামকরা সেক্টর কমান্ডার ছিলেন; উনার নামে বাহিনী ছিল, যেড-ফোর্স; উনার অনেক অবদান ছিলো মুক্তিযু্দ্ধে; তবে, নিশ্চয় তিনি সাধারণ মানুষের মতো সামান্য স্বপ্নের লোক ছিলেন না; এবং সেটাকে সিআইএ কাজে লাগায়েছে। অবশ্য, চিরদিনই রহস্য হয়ে থাকবে যে, তিনি নিজেই সিআইএ'এর কাছে গিয়েছিলেন, নাকি সিআইএ উনাকে টার্গেট করেছিলো!

তিনি জীবিত থাকাকালীন, বিএনপিকে উনার মত মতো চলতে হয়েছিল; নেতারা উনার ক্রীতদাসের মতো ছিলো; কারো কোন মতামত ছিলো না; কিন্তু দু:খের বিষয়, তিনি যেই পথ ধরে এসেছিলেন, সেই পথেই চলে গেছেন; কিন্তু উনার সৃস্ট বিষবৃক্ষ, অন্যায়ভাবে সৃস্টি-করা দল রয়ে গেছে, যারা জাতিকে মারাঠার মতো লুন্ঠন করে, মুক্তিযুদ্ধের স্বপ্নকে লাথি মেরে ধুলায় মিশায়ে দিয়েছে। জাতিকে শুদ্ধ রাজনীতিতে ফিরে যেতে হলে, বে-আইনীভাবে গঠিত এই দলের, ও একই মডেলে গঠিত জাপার বিলুপ্তির দরকার আছে ।

মন্তব্য ৮৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

বিষাদ সময় বলেছেন: ভাল হোক বা মন্দ হোক এ দেশের প্রায় ৫০% মানুষ তাদের আদর্শের অনুসারী। আর এই দুই দলকে বিলুপ্ত করলে হয়তো জাতীয়তাবাদী জাতীয় পার্টি বলে নতুন কোন দল দেখতে পাবো........

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি, জাপা, আও্য়ামী লীগ, জামাতের কোন আদর্শ নেই; ক্ষমটায় থেকে দেশের সম্পদ কুক্ষিগত করাই ওদের আদর্শ

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

ইরিবাসের রাত বলেছেন: এক বিষাক্ত অধ্যায় শুরু করে দিয়ে গেছিল এই ডাবল ফেসড পাকিস্তানপ্রেমী সেনানায়ক, যার ক্ষত আজো সামলাতে হচ্ছে পুরো দেশটাকে। দেশদ্রোহীদের মদত দেয়ার ঘৃণ্য সিদ্ধান্ত না নিলে রাজাকার দের গাড়িতে পতাকা উড়তে দেখতে হত না আমাদের, সইতে হত না জামাত শিবিরের দৌরাত্ন। দেশের নিরাপত্তার কারনেই এই রাজনৈতিক দল নামধারী ক্রাইম অরগানাইজেশন গুলো নিষিদ্ধ করা দরকার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


সিআইএ দেশের শক্তিশালী জেনারেলকে চাকর হিসেবে ব্যবহার করে, দেশে গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছিল; যার ফলাফল, জেনারেল জিয়ার মানসিক রোগী ছেলে, কোকোও বিলিওনিয়ার হয়েছিল, মুক্তিযোদ্ধারা অনেকেই রিক্সা চালায়েছে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ বোনাস জায়েজ করা হচ্ছে নাকি ;)

হা হা হা

ক্যারি অন!

অনির্বচাতি স্বৈরাচার, জুলুম, খুন, গুম, ধর্ষনে, মাদক চোরাচালান, সুইস ব্যাংকে অর্থ পাচার, শিক্ষা ব্যবস্থার আমুল ধ্বংস, জ্বালানী বিদ্যুত খাতকে পরনির্ভরশীল করা, বিচারালয়ের দরজায় লাথী মারা, প্রধান বিচারপতিকে হুমকি প্রদান, দ্রব্যমূেল্যর নাভিশ্বাস, সকবিছুরর পরও চেতনায় বড় মধু!!!!!
যতদোষ নন্দঘোষ!!!
ভালু ভালু ক্যারি অন!!!!!!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


দিলকি দরদ নিয়ে বিএনপি-জামাতের খিলাফতের জন্য অপেক্ষা করেন; জিয়া যেই পথে এসেছিল সেই পথে চলে গেছে, রেখে গেছেন সালমান রহমান, তারেক, মামুন, বসুন্ধরা, ওরিয়ন, কর্ণেল ফারুক, আলম ব্রাদার্স, প্রিন্স মুসা, মেজর মান্নানদের; আপনার থেকেও বেশী শিক্ষিত লাখ লাখ ছেলে বেকার।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

অনল চৌধুরী বলেছেন: এখন তো জিয়া-এরশাদ নাই।দেশ গণতন্ত্রের “তীর্থক্ষেত্র”!!!! তাহলে এখন দেশের এই শোচনীয় অবস্থা কেন?

সবার চরিত্রই একশুধু মার্কা আলাদা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


দেশের জনসংখ্যানুসারে সম্পদ নেই; মানুষকে অশিক্ষিত, অদক্ষ করে রাখার ফলে দেশের উৎপাদন কম, বেকারত্ব বেশী; দেশে ৩ কোটী "ভার্চুয়াল ধনী" আছেন, যাদের থাকা খাবার টাকা আসে রেমিট্যান্স হিসেবে, এরা তেমন কিছু করে না, অর্থনীতিতে এদের অবদান নেই। জিয়া নেই, কিন্তু উনার পার্টি দেশকে ভুল দিকে নিয়ে গেছে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অনল চৌধুরী বলেছেন: তারেক-কোকো মিলিয়নিয়ার হয় জিয়ার মৃত্যুর অনেক পরে,২০০১ এ বিএনপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর।

এর আগে তাদের “ভাঙ্গা স্যুটকেস আর ছেড়া গেন্জি ছিল,যা জিয়া মরার পর ৭ দিন ধরে বিটিভিতে দেখানো হয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


জিয়া জানতেন না দেশের ভবিষ্যত কি, উনার পার্টির ভুমিকা কি হবে। উনি নিজের সময়টুকু ডিক্টেটরশীপ দিয়ে শৃংখলা বজায় রাখেছিলেন মাত্র; কিন্তু দেশকে দরিদ্র ক্যাপিটেলিজমে নিয়ে গেছেন।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাঝে মাঝে ভাবি, আমাদের বাংলাদেশে এতো জটিলতা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


ক্ষমটা দখল করে কিছু মানুষ সমস্যার সৃস্টি করে গেছে; তার মাঝে জিয়া ও এরশাদ বড় ধরণের সমস্যা করে গেছে; শেখ হাসিনাও আজকে নতুন অনেক সমস্যার সৃস্টি করছে; যেমন প্রাইভেট ইউনিভার্সিটি, ও সম্পদশালীদের জন্য সব ব্যবসা, ব্যাংক; এগুলোর সমাধান খুবই কঠিন হবে।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীর রক্ত নষ্ট।এদের পক্ষে কোনভাবেই চীনা,জাপানী বা মালয়দের মতো উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব হবেনা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছরের ইতিহাস তাই বলছে; কিন্তু নতুন জেনারেশনকে চেস্টা করতে হবে।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

অনল চৌধুরী বলেছেন: জিয়া কখন কিভাবে ক্মতায় আসার সুযোগ পেল,তা বিবেচনা করা দরকার।পাকিস্তান বা বাংলাদেশে কখনোই সেনা শাসন আসতো না,যদিনা নষ্ট রাজনৈতিক নেতারা সুযোগ দিতো।ভারতে আসেনি।
কে আর কারা পাকিস্তানের সংসদে সহ-স্পিকার শাদেদ আলকে হত্যা করে সামরিক বাহিনীকে ক্ষমতা নিতে বাধ্য করেছিল,তা জানেন?
সেদিনই বেলুচিস্তান-সিন্ধু-সীমান্ত প্রদেশ আর বাংলাদেশে গণহত্যার বীজ রোপিত হয় একইসাথে বারবার সেনা শাসনের।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ থেকে বের হওয়া জেনারেশন ও পাকী সময়ের রাজনীতিবিদরা বর্তমান বিশ্বমানের রাজনীতি বুঝার কথা নয়; নতুনদের বিশ্ব-মানের রাজনীতি করার জন্য চেস্টা করার দরকার।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

অনল চৌধুরী বলেছেন: বিশ্বমানের রাজনীতি কি?হিটলার আর ষ্ট্যালিনের মতো ট্রাম্প আর পুটিনের বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া?

আমি গবেষক কিন্ত মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বমানের রাজনীতি করছে কানাডা, স্কেনডেনেভিয়া, জার্মানী, ইসরায়েল

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


আপনার গবেষণা কিসের উপর?

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

অনল চৌধুরী বলেছেন:
Baloch, Sindh, Pakhtoon leaders seek India’s help against Pak army
By AREEBA FALAK | New Delhi | 31 December, 2016

Balochistan, Pakistan, Pakhtunkhwa provinces, Nawab Akbar Bugti, FATA
While Balochistan has publicly asked for India’s help to fight Pakistan and gain freedom from it, Sindh and Khyber Pakhtunkhwa provinces’ leaders living abroad have also started speaking about Pakistan’s “atrocities” against their people.

While Balochistan has publicly asked for India’s help to fight Pakistan and gain freedom from it, Sindh and Khyber Pakhtunkhwa provinces’ leaders living abroad have also started speaking about Pakistan’s “atrocities” against their people, thus hinting towards an alliance among the three provinces against Pakistan, backed by India.

Umar Daud Khattak, a Pakhtoon born in Karak, Khyber Pakhtunkhwa province of Pakistan, has urged the Indian government to facilitate and support such an alliance to fight Pakistan and said, “For Sindhis, Pakhtoons and Balochs, the real Pakistan only constitutes of Punjabis. The residents of none of the provinces identify themselves as Pakistanis. With India’s support, the separatist leaders of these three provinces will willingly come together. India should help us leave Pakistan.”

On why India should help Pakhtoons, Khattak talked about the extent of geographical dominance that India can practise if it helps the people of Khyber Pakhtunkhwa. “Pakhtoons want a free Pashtunistan, which would include FATA (Federally Administered Tribal Areas), Khyber Pankhtunkhwa (KP) and the part of KP which was earlier annexed by Pakistan. There are about 15 million Pakhtoons in FATA, who would willingly take on the Pakistan army any day, if India helps them. These Pakhtoons in FATA are united by their disgust for Pakistan because Pakistan made FATA its military backyard. Helping Pakhtoons to fight Pakistan in FATA can give India geographical advantage and impair Pakistan’s various extremist units’ operations,” Khattak said.

Another major reason why India should help Pakhtoons, according to Khattak, is, “There are a significant number of Pakhtoons in the Pakistan army. If they know that India is supporting the liberation of KP from Pakistan, they will defect from the army. Pakistan’s militants who have ruined Kashmir have also been trained in FATA. Helping FATA would mean helping Kashmir.”

Sindhi separatist leaders who have been living in exile, too, welcome India’s help in such an alliance, but prefer to talk about it in hushed tones. Shafi Mohammad Burfat, a prominent Sindh Nationalist Movement leader, who is living in exile in Germany, said, “Historically, culturally and morally, Sindh is different from Pakistan and closer to India. Neither are we Sindhis religious extremists, nor do we want to be identified as that. Sindhis are Sufi people. The Rig Veda that defines Hinduism, was written in Sindh and with the advent of the Mughals came Islam. Sindh has been a multi-cultural space, but Pakistan has ruined it. My name is Mohammad, but I follow Shivism; that is what we Sindhis are like. India has every reason to help us and save the roots of Hinduism in Sindh.”

Dr Hyder Lashari, chairman of G.M. Sayed Studies Board and a senior political leader from Sindh province of Pakistan, living in New York, explained what unites Sindhis, Balochs and Pakhtoons: “The China-Pakistan Economic Corridor (CPEC) is the immediate concern. It will start from Gwadar port of Balochistan and Karachi port of Sindh and will affect the tribal area of KP. Punjabis want to colonise Gwadar and Sindh, while creating a safe zone in tribal KP. They have also planned to let the Chinese colonise our lands. Three nations are facing genocidal operations from Pakistan, while China is ignoring this fact.”

Dr Lashari said, “Without an alliance of victimised and oppressed nations, it is hard to win freedom from Pakistan’s imperialism. We Sindhis think of Balochs and Pakhtoons as our brothers. Our leader Sain G.M. Sayed, Pakhtoon leader Khan Abdul Ghaffar Khan and Baloch leaders Nawab Khair Baksh Marri and Nawab Akbar Bugti were colleagues, too, who shared similar nationalist interests. We have an unofficial alliance with Balochs and Pakhtoons, but we are planning to do more.”
Related Story
Mehbooba Mufti, Rajnath Singh, Jammu and Kashmir, Amarnath Yatra attack, Pakistan, China
Dialogue will work as a ‘healing touch’, Mehbooba tells Centre
Rajeev Chandrasekhar, Terrorism, Pakistan, World Trade Organisation, Uri terror attack, Terrorism Bill, Hansraj Ahir
Chandrasekhar will move resolution in Parliament to declare Pak terror state
China, Pakistan, India, Islam, South Asian status quo, Kashmir, Balochistan
‘China uses Pak to contain India’
Pakistan, Lashkar-e-Tayyaba, communal disturbance, North 24 Parganas, West Bengal, Bangladesh, Central intelligence agencies, Basirhat
Lashkar helped fan Basirhat tension

Add new comment

There are 8 Comments
STOP CPEC - SAVE SINDH - SAVE THE CONTINENT - SAVE THE WORLD
Submitted by shahnawaz bhutto (not verified) on Sun, 2017-01-01 13:52
In the name of CPEC and Megacity projects in Sindh, Pakistani state is conspiring to convert the indigenous Sindhi nation in a powerless and helpless minority like Red Indians, in order to accomplish its goal of establishing Greater Punjabi Imperialism with the strategic military and economic support of China. Mega-city projects like Zulfiqarabad, Bahria Town, Defence Housing Authority in the districts of Karachi, Nawabshah, Sijawal and Thatta; and colonization of Punjabi, Pashtun, Afghani, Bengalese, Bihari, Burmese settlers in the countryside of Sindh; and state’s privileges bestowed upon them to acquire the permanent residence certificates, identity cards and right to purchase and sell any kind of property in Sindh and contesting elections to represent the people of local constituencies in the province has widely affected the existence of indigenous Sindhi nation. This demographic upset has raised to the level of alien settlers exceeding Sindhi populations and has occupied the major economic and political positions in Sindh. Hence, Sindhi nation is standing on the verge of conversion into a mere minority in her own lands and therefore world must urge Pakistan to stop the alien settlements in Sindh by disbanding the laws that allow inter-provincial migrations, purchasing properties and canceling all residence permits, identity cards to the aliens and sending back all the non-Sindhis and IDPs to their belonging destinations. We appeal the world especially UN, USA, UK, Germany, France, EU, Israel and India to acknowledge Sindhi nation’s right to national independence and must urge Pakistan to hold a referendum in order to implement the Sindh’s right to self-determination to let them decide their future.

reply

STOP CPEC - SAVE SINDH - SAVE THE CONTINENT - SAVE THE WORLD
Submitted by Shbair Mallah D... (not verified) on Sun, 2017-01-01 14:55
STOP CPEC - SAVE SINDH - SAVE THE CONTINENT - SAVE THE WORLD --------------------------------------------------------------------------------------------------------------------------- (An appeal to UN, USA, EU, Germany, UK, France, India and all civilized nations of the world to stop China-Pak Economic Corridor (CPEC) which is Chinese strategic military aggression over the Arabian Sea, Indian ocean, and South Asian region) Click This Link History and background “Sindh” is the historical land of the most gracious civilizations on the Earth: “The Indus Valley Civilization”: where the ancient city of “Moen jo Daro” stands still. It’s the cradle of human civilization and culture, the first democratic city-state of the world, which pioneered trade, navigation and the first ever code of laws. Even Hammurabi’s codes and Moses’s ten commandments were derived from the ancient codes of Indus. Sindh is the land of Philosophy of Lord Shiva and Goddess Shakti which cited the first ever theories of evolution of mankind and human civilizations to the ancient world; whose wisdom, knowledge, culture, civilization and arts are well known to the world today, is forcibly deprived of its geographic, economic, political freedom today and is ill-fated to be subjected to severe illiteracy, social frustration, indecency, religious extremism; where vulnerable religious minorities like Sindhi Hindus, Shias, Christians, Ahmadis are suffering severe atrocities and humiliations. The condition of people of the oppressed Sindhi and Baloch nations is pitiable who are being routinely victimized by savagery and offensive aggression of state institutions. It the worst form of offense, contempt and disrespect to basic human rights to forcibly occupy, genocide and exploit the people, lands, and resources of the historical natural nations. It’s the worst political economic destruction and human rights violation throughout the history of mankind which could only be termed as the national genocide. This is the plight of today’s Sindh which has been the custodian of human harmony, religious coexistence, pioneer of civilizations due to her economic prosperity and richness of mental faculties. The historical free land of Sindh was enchained in the slavery of mighty remnants of British, the Punjabi army in the name of the theocratic state of Pakistan on 14th of August 1947. Till then, Sindh has been suffering the enforced slavery, atrocities, exploitation, oppression and occupation of Pakistan. A historical free land whose history and civilization dates back to prehistoric times is deprived of its national identity, geographic, politico-economic authority, the right to freedom of expression and freedom of organization, national and human rights, liberties of social cultural customs and religious practices, education, health and right to activism. This is the current scenario of 21st century’s Sindh, where political activists for freedom are abducted, enforcedly disappeared, detained for months and years, inhumanly tortured, extra-judicially killed and their mutilated bodies dumped along roadsides by state’s security agencies. Political parties are banned and bounties offered for the heads of political leaders to restrain them from playing their political role for their nations e.g. my party JSMM is illegally banned by the State. The condition of Education in Sindh is worse than ever. Academic institutions are deliberately subjected to corruption, mismanagement, bureaucracy, outdated syllabuses, lack in qualified faculty, books in libraries and funds etcetera. Buildings, Offices, and Hostels of schools, colleges, and universities have been converted into the permanent colonies of paramilitary forces like Rangers. Higher Education Institutions are converted into Rangers’ concentration camps through building walls around them. Sindhi Youth is deprived of access to modern philosophic & scientific knowledge under the continuous harassment, psychological stress, helplessness, and insecurity created by the presence of these paramilitary forces. A state which is imposed upon us ideologically, politically and economically in the form of religion and forced occupation is playing a draconian, fascist role against the Human and national political economic rights of Sindh. I clearly address it to the world today, that, I am speaking of that Sindh today, which has been suffering an entropic condition of continuous humiliation and contempt of Human Rights violations, from the very first day of the making of Pakistan and which is still going worse. Whose waters have been stolen by Punjab leaving the whole agricultural lands barren and 70% of its population poor? It leaves furious impacts over the entire ecology of Sindh, endangering various indigenous species of fauna and flora. Adding to this calamity, two major Drains called LBOD & RBOD carrying the industrial wastes from Punjab are constructed, spreading various viral diseases and making 2 million acres of agricultural lands infertile. Children of Mineral Rich Sindh are dying out of the inappropriate diet, poverty and diseases. Allocation of hundreds of thousands of acres of forest lands to army & deforestation by them has caused a great rise in the temperatures. Various dams and canals are built on the river Indus despite the reservations of Sindh. Lacs of acres of land in Badin & Thatta districts are salinized because of continuous rise in sea levels due to an inadequate waterfall in the sea at Indus basin because Punjab is not convinced to release adequate & necessary water to sea through Indus river. It’s the story of Sindh which is paying its price of joining Pakistan after Bengal. These sufferings are mainly caused by Pakistani State & its two-nations Islamic theory which is imposed upon the historically secular and democratic land of Indus civilization. Which is being now pushed into the hell of Islamic fundamentalism and extremism by establishing a wide web of Madrassahs under the surveillance and bidding of Pakistani State which are totally contrary to our historic national attributes. Beside this State is storing its hazardous nuclear warheads & crude materials in trenches in the mountainous region of Sindh despite the strong concerns and opposition from the people of Sindh. Therefore, we appeal international community to immediately stop Pakistan from storing its nukes in Sindh. Currently Pakistan is trying to drag China in a plan to dominate the Arabian Sea in the name of China-Pak Economic Corridor involving construction of Megacity projects in the coastal belt of Sindh which will invite millions of more alien settlers in Sindh converting its indigenous Sindhi nation into a simple minority in their own homeland, which too, is a grave violation of human rights, rather its open enmity and terrorism of state against the national interests of Sindh and against which we are raising voice in Sindh and we too raise concerns on international forums and appeal honorable international community to take serious notice of these critical conditions of human rights and national rights of Sindhi nation. CHINA – PAK ECONOMIC CORRIDOR: Strategic Military Aggression of China over the region, stimulant of endless political-economic unrest, military tensions and strategic confrontations in South Asia China-Pak Economic Corridor in its essence is such an economic, political, military and strategic nexus of China and Punjab which will bring up very dangerous results for the entire region and world. China, with the help of Pakistan, intends to extend its economic political and military dominance over the Sindhi (Arabian) sea, rather, it intends to hold and supervise the entire international trade encompassing this oceanic trade route, which includes the trade of the European, African and Arab world. It’s more a strategy of the economic and military dominance of China in the name of economic development, which on one side she has adopted in South and East China Oceanic regions and extending it from Kashgar to Gwadar on the other side. Now China is adopting an aggressive strategy to work on the plan in South Asian region, which is too condemned internationally. Punjab’s political-military think tank and military establishment has realized the truth that it holds no more reliable resources and power to hold its colonies i.e. Sindh and Baluchistan because their independence movements are rapidly gaining roots in their territories and international recognition. Thus Punjab, being a landlocked nation, who has become too weak in its political and military power to overcome the national freedom movements of the Sindhi and Baloch oppressed nations, needs not only the resources but lands and seas of the Sindh and Baluchistan because a country whose military and political might has collapsed and economy has worsened, making it a failed state has triggered its establishment (political and military think tank) to extend its hand towards China to attain more military and monetary power in the cover of FDI as monetary as well as military assistance to be able to hold its direct military occupation and aggression over oppressed nations through barbaric, fascist bloodshed and genocide. And It has already started, Pakistani fascist military and its intelligence agency ISI have intensified worst military operation of history against the people of Balochistan and Sindh. They have been raiding the houses of Sindhi people, whisking away every person whom they fear of resisting their plans, bombarding the villages and towns in Baluchistan, abducting political activists and commons, torturing them in military torture cells and extra-judicially killing them. Hundreds of Sindhi political activists and commons have been abducted in recent weeks including, intellectuals, journalists, writers, human rights activists, teachers, laborers, students etc. In this perspective Chinese political role is totally imperial and against the interests of the oppressed nations. It will be a great mistake and ill sightedness of Chinese economists that they are shipping their capital on such a cargo which is already drowning in the sea of extinction and which has to throw its arms in front of the political resistance of Sindhi and Baloch nations just like it did in Bengal (East Pakistan) in 1971 followed by a disgusting expulsion. What will happen of the Chinese capital then? And what will happen to its moral and national reputation by becoming the partner to the crime of occupation and aggression with the fascist, theocratic state of Pakistan? Today or later Chinese economists and military strategists must have to think of it because Jeay Sindh Muttahida Mahaz (JSMM) and Sindhi people are raising voice against the Chinese plan of aggression and occupation over the lands and seas of the oppressed nations, on both regional political grounds as well as international diplomatic forums. The prime function of CPEC is to import the bulk of crude substances from Arab, Central Asian and African countries which will pass through the Arabian Sea and terrestrial logistic route of Gwadar and Karachi ports heading towards China through Kashgar. It’s to remember that Karachi is situated a 12 km away from the international European oceanic trade route; thus the Chinese-backed Pakistani supervision of this route will obviously result in the endless military as well as political confrontation by pushing India into an economic stress through armed interruption of the route by Pakistan. This confrontation will only end up in the devastation of Pakistan. Therefore, China-Pak Economic corridor and Chinese economic military dominance in the region is the stimulating force of various regional as well as international inhuman disorders including colonial exploitation, bloodshed, genocide and permanent slavery of the oppressed nations, uncertain strategic military power dynamics of the region turning it into the battlefield of global confrontation between economic and military superpowers of the world, triggering regional territorial disputes and armed tensions, disrupting global political harmony and peace, rise in human rights violations and state torture to an unexpected scale, oppression of political nationalistic voice of Sindh and Baluchistan (which is already happening), rise in support and funding of fundamentalist forces in the region by Chinese and Punjabi imperialism to abuse it against the separatist movements resulting in a great threat to secular and democratic voices on international level, countries bordering Pakistan will be on the hit list of the Islamic terrorists then (as recent regional news reports show the secret meetings of Afghan Taliban with Chinese authorities on the behalf of Pakistani military head), and the most important of all narratives is that the “nations chained in the forced annexation of Pakistani federation (Sindhi, Baloch, Pashtun, Balawaristani, Pakistani occupied Kashmiris) will suffer to the verge of extinction because there is no any example in the history of the world that imperialist forces have ever worked to empower and develop the oppressed nations through investing in the projects like CPEC, while they (oppressed nations) have already been enduring the worst situations like genocide, enforced disappearances, extra-judicial killings, military operations to make them admit that the oppressors [Chinese Punjabi (Paki) Imperialisms] are working for their welfare. This is too a question of grave concern that why is Punjabi imperialist military establishment caring so intensely for the rights and development of the nations whom they have exploited and oppressed for more than 60 years?! And that too, in such a way that by torturing and killing their youth, women, children, and elders. This project is a conspiracy against our homelands, national interests and generations to come, and the new political economic and military doctrine of the Punjabi imperialism to build a Greater Punjabi State in the name of Islam and Pakistan which will never be endured by the loyal and conscious sons of Sindh and Baluchistan. Its irony of the fate to admit that entire Punjabi nation including their intellectuals, so-called progressives, religious groups, political and military establishment are on the same page. This is the biggest misfortune and irony of the Punjab that there does not exist any one of the Punjabis to stand against this international conspiracy and its colonial designs, aggression oppression and occupation over the oppressed nations squirming in its hands. Jeay Sindh Muttahida Mahaz is striving politically against this China-Pak conspiracy project which is conspired to convert Sindhis and Baluchs into a minority because this project includes some other fierce folds too, like the construction of mega city projects i.e. Zulfiqarabad and Gwadar aimed to deprive them of their right to their resources. Conspiracy of converting them in ethnic minority will obviously result in Non-Sindhi so-called democratic representation of Sindhis in the so-called democratic institutions of Pakistan dominated by alien settlers safeguarding the interests of Punjabi imperialism and depriving the native Sindhis to hold the significant majority to represent the national interests of the native people of Sindh and thus negating even the Sindh’s democratic right to oppose the imperialism and conspiracies in a democratic pattern. It will also result in the sectarian and ethnic split among the dwellers of Sindh disturbing their unity and hence exterminate the voice for their freedom. Therefore, JSMM holds her clear political stance over the issue that it will pose great risk and danger to the global peace. Pakistan intends to trickily trap China in its conspiracy of bloodshed and the genocide of oppressed nations and permanent occupation over Sindh and Baluchistan, which will be great damage to the moral reputation of China on the international level. To fulfill its nefarious designs Punjab will nurture and shelter the fundamentalist forces in the region to abuse them against nationalist freedom movements of the oppressed nations but as its side effects, it will be a great threat to the secularist and liberal democratic values in the region too. The entire region will burn in the fire of religious terrorism. The oppressed Sindhi, Baluch, Pashtun, Balawaristani and Saraiki nations will be expelled out from their lands to build Punjabi settlements through military might. To mislead the world from reacting on human rights violations and genocide of Sindhi, Baluch, Pashtun and Saraiki nations Pakistani intelligence agencies will ignite the fire of ethnic, lingual and sectarian terrorism and civil wars in their territories. This region is moving towards devastation and mass destruction due to the imperialist designs of Punjabi Agencies. It is only being done with the consensus and interests of Punjab and there seems no space for the existence and well-being of the oppressed nations at all but only destruction, slavery, disgust and devastation for them. Thus we are determined to struggle till victory or death, using every mode of political resistant struggle for our national survival and existence. From the grounds of Sindh to every international platform, JSMM is raising her voice over every atrocity, conspiracy committed against Sindh and Baluchistan like CPEC; and is determined to strive against it. We appeal entire international community, United Nations, EU, USA, UK, Germany, France, India and all the other civilized nations of the world to stop China from bringing up the devastation on world in the name of CPEC and funding the fascist theocratic state of Pakistan which is the womb and vector of the Islamic terrorism in the world. The World must step forward to save the oppressed secular Sindhi and other nations of the region by supporting them in their struggle for national independence, in order to save the Asian continent and obviously Asia is the emblem of global peace if it is at rest the entire world would entertain peace and tranquility. Shafi Muhammad Burfat Exiled Chairman Jeay Sindh Muttahida Mahaz

reply

The grass looks green on the other side of the fence
Submitted by S. Rahman (not verified) on Mon, 2017-01-02 01:53
I am a Bangladeshi. My advice to you would be to remain united as Pakistan. Dividing Pakistan would mean more trouble. You would be a small state and would be subjected to bullying by India The case of Bangladesh was different and our separation was justified and we were a thousand miles away from Pakistan, It was physically not viable.

reply

re: Pakistan needs to break up for peace in the region
Submitted by Sridhar (not verified) on Mon, 2017-01-02 12:37
It has now become very clear that Pakistan was an artificial creation and a blunder by Jinnah. Jiinah's original objective that this state would be a welfare state for the muslims of the subcontinent lies in shatters. Pakistan has become not only a place where feudal landlords (in their new avatar as political heavy weights) rule the roost, but also where there is a dangerous mix of Army and fundamentalist Islam. Pakistan is a nuclear state with newer generation of Army cadre sympathetic to fundamentalists. It is entirely possible that some dirty nukes will find its way into hands of terrorists. Once that happens, it is anyone's guess where these will explode! Therefore, Pakistan, dominated by Punjabi muslim elite, needs to be broken into smaller parts. Sindh, Balochistan etc can live at peace with India the way Bhutan, Nepal, Bangladesh are.

reply

Dear friend
Submitted by sasi (not verified) on Sat, 2017-02-11 18:12
Hi i will send this news and your comments to my friends to get support .

reply

Reply to shabir Mallah
Submitted by Akhtar (not verified) on Thu, 2017-02-23 00:55
Chal bhosri kay Mallah chal India say apni Bei chudwa.

reply

We want freedom
Submitted by Shahzad (not verified) on Sun, 2017-01-01 15:48
Sindh wants freedom from pakistan hamare kafi sathi pakistani foj ne mare he lakin hum azadi tak apbi jidujahad jare rakhyngi JSSM zindabad Sindhu Desh Zindabad no more pakistan

reply

[email protected]
Submitted by SuchindranathAiyerS (not verified) on Mon, 2017-01-02 17:58
Pakistan Army? Or, Punjabi Sunni Army of tyrants who were favoured by the British and inherited Pakistan?

reply

Add new comment
Your name
Subject
Comment *
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
OPINIONS
Nandakumar

Big Data: A stepping stone to innovation, value and success
comments
Gautam Mukherjee

Infosys, McDonalds: What ails India’s foreign tie-ups?
comments
Chaitanya Giri

Sans fanfare, PM Modi overhauls Indian science
comments
Shantanu Guha Ray

The spy cam is dead, do not buy it
comments
Pankaj Vohra
Supreme Court succeeds where governments waver
comments

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানী মিলিটারী দেশকে উপনিবেশের মত চালাচ্ছে; আবার পাকী এলাকার লোকগুলো নিজের গোষ্ঠির বাহিরের সবাকে ঠকায়, সেটা বড় সমস্যা

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

বিজন রয় বলেছেন: আপনি আবার তাদের পিছনে লাগলেন কেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


এরা বে-আইনী দল গঠন করে বাংলাদেশকে মারাঠা ল্যান্ডে পরিণত করেছে।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

মেটাফেজ বলেছেন: হে হে, গাজী আংকেল দেখি ভালই মজা করতে জানেন। জাপারে নিষিদ্ধ করা না করার মধ্যে পার্থক্য কি? এইডির কিছু আছে? বিম্পিরে ব্যান করলে সারা দেশের ছাগুগুলান যাইব কৈ? লীগের অবশ্য লাভ হৈব- লীগের সবডি আকাম করব আর দোষ দিব লীগে ঢুকা বিম্পি বা জামাত-শিবিরের।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি না থাকলে লীগের পতন এগিয়ে আসবে।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

চুলবুল পান্ডে বলেছেন: গজী আঙ্কেল, না কারবাঙ্কেল ? গোদের ওপর বিষফোঁড়া। বিদেশে মেথরের পেশাতেও কত সুখ, নাম ভাড়ানো এই প্রাক্তন বামপন্থীকে দেখলে বোঝা যায়। বামপন্থাকে এরা অবশ্য ইনুমিনুচিনুর মত আক্ষরিক অর্থেই নিত, অর্থাৎ বাঁ হাতের কারবারে ছিল সিদ্ধহস্ত, এখনও তাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


পোস্ট লেখা শুরু করেন, বুঝতে পারবো গরুর রচনা মুখস্হ করেছিলেন, নাকি নদীর রচনা মুখস্হ করেছিলেন।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

মিঃ আতিক বলেছেন: চিন তো ভালো খেলা শুরু করেছে,মিয়ানমার উত্তর কোরিয়ার সহায়তায় পারমানবিক প্লান্ট করতে রোহিঙ্গা উচ্ছেদ করছে বলে খবরে প্রকাশ, সর্বশেষ নিরাপত্তা পরিষদে চীনের বিবৃতি আটকে দেয়া, মুলে কি তাহলে এই চীন, চেঙ্গিস খানের প্রেতাত্মা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


চীনারা মানুষ নয়, এগুলো রবোটিক; তবে একদিন বিশ্বের অন্য জাতের সব মানুষ খেয়ে ফেলতে পারে।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন: বিএনপি নতুন করে তরুণদের নিয়ে দল গোছাবে শুনলাম। মনে হয় কিছু কিছু কাজ করেছেও। দশটাকা মূল্যে পার্টির নয়া সদস্য পদের ফর্ম বিতরণ করেছিল। তারা আশাবাদী নির্বাচন সুস্থ পরিবেশে হলে তাদের জয় নিশ্চিত।

বিএনপির কোন রাজনৈতিক ভিত্তি নেই। হুট করে একজন মেজর একটা দল বানিয়ে ফেললেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


সুস্থ পরিবেশে নির্বাচন হলে, যদি বিএনপি জিতে, কোন দু:খে আওয়ামী লীগ সুস্থ পরিবেশে নির্বাচন করবে? শক্তি ও রাজনীতির ইতিহাস কার বেশী?

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: রাজনীতি খুব খারাপ জিনিশ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা বিশ্ব চালাচ্ছে, বাকীরা শ্রমিক মৌমাছি

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

সনেট কবি বলেছেন: যে দলটি এখন ক্ষমতায় আছে তারা যদি জনগণের প্রত্যাশা পূরণ করে এবং অভ্যন্তরিন ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দীর্ঘ্যদিন ক্ষমতায় টিকে থাকতে পারে তবে ঐ দল গুলোর জন সমর্থন এমনিতেই কমে যাবে। ক্ষমতার পালা বদলে রোহিঙ্গা নির্যাতনের মতো নির্যাতন ভোগের ভয়ে অনেকেই সত্য কথা বলতে ভয়পায়। সেই ভয়টাও দূর হওয়া দরকার। সাকুল্যে ক্ষমতাসিনদের সাফল্যের বিকল্প নেই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশের জন্য প্রত্যাশার থেকে অনেক বেশী করছে; সমস্যা হলো, দেশ বলতে ওরা বুঝে আওয়ামী লীগ।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৪

অনল চৌধুরী বলেছেন: অামার গবেষণা রাজনীতি-অর্থনীতি-শিল্প-সংস্কৃতি-চলচ্চিত্র,শিক্ষাব্যবস্থা,ক্রীড়া,সামাজিক সমস্যা-এককথায় দেশ-জাতি-সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রতিটা বিষয় নিয়ে।রকমারিতে খোজ করলে আরও জানতে পারবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:



ভালো

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২০

অনল চৌধুরী বলেছেন: চীনারা মানুষ নয়, এগুলো রবোটিক; তবে একদিন বিশ্বের অন্য জাতের সব মানুষ খেয়ে ফেলতে পারে- তাহলে কারা মানুষ?

জাপান বা সিঙ্গাপুরের রাজনীতি কি মানের?

মারাঠা ল্যান্ড মানে কি? মারাঠা বর্গীর রাজত্ব বুঝিয়েছেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, মারাঠা ল্যান্ড বলতে মারাঠা বর্গীর রাজত্ব বুঝানোর চেস্টা করেছি।

এখন বিশ্বে, স্কেনডেনেভিয়ানরা, কানাডিয়ানরা, জাপানীরা ভালো থাকার চেস্টা করছেন, বিশ্বের সবাইকে সাহায্য করার চেস্টা করছেন।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আসলেই দেশে বিএনপি ও জাপার মত দল থাকার দরকার নেই।

যাই হোক, শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হয়, সেদিন নাকি ইনু সাহেব খুব আনন্দের সহিত নাচানাচি করেছিলেন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



ইনুরা শেখ সাহেবের আসল বাহন, ছাত্রলীগের ছাত্র রাজনীতিবিদ; শেখ সাহেবের উচিত ছিল ১৯৭২ সালে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দল না হয় বিলুপ্ত হইল। কিন্তু এই জাতি সভ্য হবে কোনদিন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


সরকার যদি জাতিকে দেশের উন্নয়নে অংশীদার করে, দেশ ১ দিনে সভ্য হয়ে যাবে।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

Shahin Alam Riyad বলেছেন: পরিষ্কার করে বলুন- আওয়ামীলীগের শক্তিশালী প্রতিপক্ষ হওয়া আইনগতভাবে নিষিদ্ধ করা উচিত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিলো না; বিএনপি'র শুরুতে যারা নেতা ছিলেন, জেনারেল জিয়া ও কয়েকজন মুক্তিযোদ্ধা ব্যতিত সবাই ছিল বাংগালী জাতির প্রতিপক্ষ; আপনি হয়তো জাতির মুক্তিযুদ্ধকালীন ইতিহাস জানেন না; জাতির ইতিহাস গরুর রচনা নয়।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

চুলবুল পান্ডে বলেছেন: এসব দালালীর আবালমার্কা পোস্ট সামু যে আর কত প্রমোট করবে কে জানে।শুধু ঘৃণা আর বিভক্তি ছড়ানো ছাড়া আর কিছুই করতে পারবে না।চান্দু এডমিনদের একজন, তাই বলে কী একে যা কিছু বলার বা প্রতিপক্ষদের আক্রমন করার অবাধ লাইসেন্স দেয়া হয়েছে ? এই ব্লগকে বাংলাভাষীদের বৃহত্তম মিলনমেলা বলা হয়। চান্দুরামরা এটাকে নিজেদের ঠেঙ্গারে আখড়া বানিয়ে ফেলছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি আবার প্রতিপক্ষ হচ্ছেন কি করে?

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

অ্যাপল ফ্যানবয় বলেছেন: বিএনপি কে বিলুপ্ত করলে বাংলার রাজনীতির মজা আর থাকবেনা, আর আওয়ামী লিগ ডিক্টেটর হয়ে যাবে । আর জাপা বলে তো আর কিছুই নেই বলা চলে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি না থাকলে, আওয়ামী লীগ থাকবে না; বা আওয়ামী লীগ থাকলে, তাকে জনতার রাজনীতি করতে হবে; এখন আওয়ামী লীগ বিএনপি'কে থামানোর রাজনীতি করছে।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

অনল চৌধুরী বলেছেন: আবালমার্কা পোস্ট- কথাটা আপত্তিকর।যুক্তি দিয়ে বিতর্ক করেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


কিছু লোকজন ব্লগে নাম লিখায়, কিছু লিখতে পারে না, ভাবতে পারে না, বলতে পারে না; অবশেষে একদিন চলে যায়

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: আম্লিগ যদি ঠিকঠাক মতো দেশ চালাতে পারতো; এসব বিম্পি-জাপা-জামাতিরা ভেইল পেতো না! কিন্তু তারা কি পারছে? না পারলে জনগণ তাদের পক্ষে থাকবে কেন? লীগবিরোধীদের তো একটা আশ্রয় প্রয়োজন। বিম্পি-জাপা-জামাতিরা সে-ই আশ্রয়!
দল দুটোকে নিষিদ্ধ করা হলে আম্লিগ ধরাকে সরা জ্ঞান করবে, স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি, জাপা না থাকলে আও্য়ামী লীগ থাকতে পারার কথা নয়; এখন বিএনপি থাকায় আওয়ামী লীগের সাপোর্টার আছে, বিএনপি না থাকলে মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করবে না।

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুণী কথা বলেছেন, ভালো লাগলো আলোচনা।

একটা প্রশ্ন জেগেছিল, ১১ নং এ বিজন দা সেটা বলে গেছেন, তাতে আপনার প্রতিউত্তরে সহমত রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


দল ২টি অন্যায়ভাবে গঠন করা হয়েছে।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: আসলে কথাটা পলিটিক্স না পলি-ট্রিক্স হবে ? খুবই জটিল এই ফিল্ডটা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


পলিটিশিয়ানরা বিশ্ব চালাচ্ছে, বাকীরা শ্রমিক মৌমাছি

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়ার উদ্দেশ্য ঠিক ছিল, তবে পদ্ধতি ভুল থাকতেও পারে। আবার এই কথাও সত্য, জিয়া বেঁচে থাকলে জাতীয় পার্টির প্রকাশ হতো না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনিও জিয়ার তথা বি এন পি'র ফ্যান হয়ে থাকতেন...

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


জিয়া বড় আকারের মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ৮ কোটী মানুষের জন্য দেশ গড়ার মত ভাবনাশক্তি উনার ছিলো বলে মনে হয় না; না হয়, ৬ বছরে অনেক কিছু করতে পারতেন।

আমি উনার ফ্যান হতে পারি না, উনি ৩০০ জনের মতো মুক্তিযোদ্ধাকে ফাঁসীতে ঝুলায়েছেন।

৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: লেখাগুলো ডাবল স্টান্ডার্ড এবং পলুটিক্যালি(pollutically) চর্বিত চর্বন। বর্তমান নিয়ে ভাবাই ভালো। কোন ভালো বুদ্ধি থাকলে দিন। অসম্ভব কস্ট কল্পনা করে কী লাভ বলুন? বিএনপি যে আবার গদিতে আসবে তার গ্যারান্টি নাই। কিন্তু যারা আছে তারা যেন আমাদেরকে না শোষণ-নির্যাতন না করে তার জন্য ভালো কিছু বলুন।
বর্তমানে কী হচ্ছে সেইটা নিয়া স্ট্রেইট ফরোয়ার্ড লিখুন। জাতির উপকার হবে।
ধন্যবাদ।
ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার রাজনৈতিক ভাবনা ভাসাভাসা

৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সরকার যদি জাতিকে দেশের উন্নয়নে অংশীদার করে, দেশ ১ দিনে সভ্য হয়ে যাবে

১ দিন কি রূপকার্থে পরিমাণে কম বুঝিয়েছেন ? নাকি আক্ষরিক অর্থেই ? যদি আক্ষরিক অর্থেই হয় তাহলে কথাটা কি অতিরঞ্জিত হয়ে গেল না?

আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি এত অনলাইনে থাকার সময় পান কই?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি কাজের সময়ও অনলাইন খোলা রাখি।

শেখ সাহেব মানুষকে সাথে নেয়নি; শেখ হাসিনা ডাক দিলে ১ দিনে মানুষ উনার সাথে কাজ করার শুরু করবেন; অতি রন্জনের কইছু নেই।

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেখ হাসিনার ভালো কাজ অস্বীকার করব না। কথা হচ্ছে আপনি জাতির ম্যাচিউরিটি, মোরাল ভ্যালু, aesthetic সেন্স এগুলার উন্নতি করবেন কিভাবে? এ জাতি নিশ্চয়ই এসব শিক্ষা পায় নাই। হাসিনা তো আর ধর্মীয় গুরু না যে উনার কথা শুনা মাত্র মানুষ ঠিক হয়ে যাবে। আর দেশের কতজনই তার অন্ধভক্ত? হাসিনা তো জাতির উদ্দেশে কত ভাষণই দিল। তাতে কি পরিবর্তন হইছে একটু উদাহরণ দিলে ভাল হয়। মানুষের ভিতরটা পরিবর্তন করা এত সোজাও না, কম সময়ে করা তো দূরের কথা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


উনি ভাষণ দেন উনার নিজের কথা শোনানোর জন্য, নিজের বাহাদুরি করার জন্য; উনি মানুষের কথা বলেননি কোনদিন, যদি বলে থাকেন, উনার পরিবারের অবদানের কথা বলেন; এগুলো ভাষণের মাঝে পড়ে না।

উদাহরণ: দিনাজপুরের বন্যার সময় যদি উনি মানুষকে ডাক দিতেন, "নিজের পরিবারকে রক্ষার পর, ১৮ বছরের সাঁতার জনা সবাই অন্য পরিবারগুলোকে সাহায্য করুন; যাদের আয় নেই, তাদেরকে দৈনিক ৫০০ টাকা করে দেয়া হবে"। সবাই কাজে লগে যেতেন, বেশীর ভাগ মানুষ টাকা চাইতেন না।

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেহেতু হাসিনা আর তার সরকার আম্লিগ আর বংগবন্ধু ছাড়া অন্যকিছু বলবেও না তাইলে তো হাসিনাকে নিয়া আপনার আশা নিতান্তই অমূলক বটে। দিনাজপুর নিয়ে আপনার উদাহরণ হাইপোথিসিস ই থেকে যাবে। এরা তো নিজের তল্পিতল্পা গুছাতেই ব্যাস্ত। হাসিনা যদি চায়ও তবুও তার মন্ত্রী এমপিদের কারণে মহৎ যেকোন কাজ ব্যর্থ ই হবে।
আর আপনি আমার লাস্ট পার্টের প্রশ্নের উত্তর দিছেন। প্রথম পার্ট নিয়ে আপনার মতামত কি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধা বিনা বেতনে, বিনা খাবারে, বিনা সাহায্য যুদ্ধ করেছেন, সেই উদাহরণ বলছে যে, মানুষ নিজের জাতির জন্য প্রাণও দিতে চায়।

আপনার ১টা প্রশ্ন ছিলো,
"ম্যাচিউরিটি, মোরাল ভ্যালু, aesthetic সেন্স এগুলার উন্নতি করবেন কিভাবে? "

-জাতিকে শিক্ষার সুযোগ ও ট্রেনিং দিটে হবে; জাতির প্রতিটি মানুষকে ফ্রি পড়ানোর মত সম্পদ ১৯৭২ সাল থেকেই ছিলো।

৩৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ তাওতো একটা হিল্লে হলো। আমার রাজনৈতিক ভাবনা ভাসাভাসা কারণ আমার পার্টির নাম বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন খাঁটি শুভাকাঙ্ক্ষী। কোন দলবাজি করিনা এই জন্যই আপনি বলছেন আমার রাজনীতি ভাসাভাসা। আ'লীগ, বিএনপি, জাপা, জামাত বা আরো শত শত দল উপদল সবার অভিলাষ গদি দখল। এখানে কেউই ধোঁয়া তুলশিপাতা নয়। শুধু জামাত, বিএনপি খারাপ কেন তারা সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ আর অন্যদিকে জাপা হলো গৃহপালিত।। জাপাকে বাদ দিলেই কী আর না দিলেই কী? আ'লী্গে তো সব দেশপ্রেমিক পুর্ণ তাহলে দেশে এতসব অনাচার-অবিচার কেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ উপনিবেশের মত দেশ চালাচ্ছে, বিএনপি জামাত মারাঠাদের মতো চালিয়ে ছিল

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা একটা ভাল উদাহরণ। কিন্তু তখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল তাই মানুষের উপায় ছিল না। এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শহরবাসীর খুব একটা অনুভূতি নাই। মুক্তিযুদ্ধে শহর-গ্রাম সব জায়গায়ই আক্রমণ হইছিল। তাই ওই উদাহরণ এখন খাটছে না ।

আর ভাই বাস্তবে আসেন প্লিজ। জাতিকে শিক্ষার সুযোগ ও ট্রেনিং দিটে হবে;
এটা তো বইয়ের কথা হয়ে গেল। কে দিবে? আম্লিগ, বিম্পি, জাপা, জামাত এরা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


জাতিকে শিক্ষার খরচ দেবে জাতির টাকা, জাতির সম্পদ; এখন যথাসম্ভব, ৩২ বিলিয়ন ডলার বা তার বেশী রিজার্ভ আছে, এটা পুরোটা জাতির; এখানে থেকে ৫/৬ বিলিয়ন সরকার মানুষের শিক্ষা ও ট্রেনিং ব্যবহার করতে পারে।

তখন পিঠ দেয়ালে ছিল, এখনো দেয়ােল আছে, নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে, ট্রলারে মালয়েশিয়া যাচ্ছে, মেয়েরা দেহ বিক্রয় করছে পার্লামেন্ট ভবনের সামনে।

৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনার কথা গুলো কোন আন্দোলনের মধ্য দিয়ে একটি বৃহত্তর জনগোষ্ঠির সমন্বিত দাবি হিসেবে আসলে হয়তো কিছু হতো।

একটি রাজনৈতিক দল, সেটি যেভাবেই জন্ম লাভ করুক এর বিলুপ্তি কখনও শক্তি প্রয়োগ করে বা আইন-আদালত করে করা যায় না। কেন যায় না, সেটি হয়তো বলে বুঝাতে হবে না।

জন্ম যেভাবেই হোক, এজেন্ডা যাই থাকুক, সেটি জনগণের জন্য গঠিত রাজনৈতিক দল না হলেও - শেষ পর্যন্ত জনগণই এর নির্ধারক হয়ে যায়।

আপনি যাদের ধ্বংস চেয়েছিলেন, সেসব দল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জনগণের দুয়ারেই যেতে হবে। যেতে হচ্ছে। যাচ্ছেও। এটি সবসময় নির্বাচনের মাধ্যমেই যেতে হবে, সেটিও নয়। কিছু দল এখন সদস্য সংগ্রহের কাজ করছে। এক সময় আন্দোলনও করেছিল। তারা তাদের জবাব পেয়েছে। অতএব, দেখুন নির্বাচন ছাড়াই কিছু দল গণমুখী বা জনবিচ্ছিন্ন হতে পারে।

তবে দলকে গণবিচ্ছিন্ন করার কিছু বেআইনী বা ভূতল-ভিত্তিক পদ্ধতিরও প্রচলন আছে। এদেশেই। সেগুলো ব্যাখ্যা করতে চাই না - কমন সেন্সই যথেষ্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও জাপা বেআইনীভাবে সৃস্ট রাজনৈতিক দল, এগুলো অন্যায়ের প্রতীক ; এরা মানুষের বিপক্ষে কাজ করেছে; এদের সরায়ে দিলে নতুন দলের সৃস্টি হবে আইনী পদ্ধতিতে।

৩৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার প্রতিউত্তরের জন্য। আওয়ামীলীগের যে উপনিবেশিক মার্কা ভাবসাব এটা কি তারা বিশ্বাস করে? বিশ্বাস করেনা বলেইতো আজ এতবড় সমস্যায় রয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের একটা ভুল ধারণা হচ্ছে, দেশ তারা স্বাধীন করেছে, ভালো খারাপ যা হয়, তারাই করবে; কিন্তু দেশ আসলেই সাধারণ মানুষ স্বাধীন করেছিলেন, এবং সাধারণ মানুষ তাদের থাকে অনেক বেশাী অবদান রেখেছেন এদেশের সবকিছুতে।

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

আল ইফরান বলেছেন: চাদগাজী চাচাকে কঠিন কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আরেক ব্লগার মোঃ মাইনুদ্দিন এর থ্রেডে তার রিপ্লাইগুলো দেখে আর লিখলাম না।
তবে আমার একটা অবজার্ভেশন আছে আওয়ামী লীগের ব্যাপারে এই যে তাদের কাধ থেকে মুসলিম লীগের সামন্ত্রতান্ত্রিকতার ভুত এখনো নামে নাই এবং অদূর ভবিষ্যতেও নামবে না এই কর্পোরেশান-তন্ত্রের জন্য, পরিবারতন্ত্রের ডাইমেনশন থেকে।
সো বেটার অপশন দেশে ন্যুনতম ৩০ বছরের জন্য দলীয় কার্যক্রম বন্ধ করে জনগণের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির প্রতি নজর দেয়া।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বের স্টান্ডার্ডে দেশ চালনা করার মতো চিন্তাশক্তি ও দক্ষতা আওয়ামী লীগের নেই; কিন্ত বিএনপি ওদেরকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে; বিএনপি না থাকলে, মানুষ আওয়ামী লীগকে সঠিভাবে চিনতে পারবে; তখন মানুষ নতুন পথ খুঁজবেন।

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: তিনি জীবিত থাকাকালীন, তার দলকে উনার মত মতো চলতে হয়েছিল; নেতারা উনার ক্রীতদাসের মতো ছিলো; কারো কোন মতামত ছিলো না; কিন্তু দু:খের বিষয়, তিনি যেই পথ ধরে এসেছিলেন, সেই পথেই চলে গেছেন; কিন্তু উনার সৃস্ট বিষবৃক্ষ, অন্যায়ভাবে সৃস্টি-করা দল রয়ে গেছে, যারা জাতিকে মারাঠার মতো লুন্ঠন করে, মুক্তিযুদ্ধের স্বপ্নকে লাথি মেরে ধুলায় মিশায়ে দিয়েছে। জাতিকে শুদ্ধ রাজনীতিতে ফিরে যেতে হলে, বে-আইনীভাবে গঠিত এই দলের, ও একই মডেলে গঠিত -------- বিলুপ্তির দরকার আছে । - আপনার এই লেখা বাংলাদেশের প্রতিটি দলের সাথে মিলে যায়, বাংলাদেশের প্রতিটি দল এই দোষে দুষ্ট । আর আমার কথা হচ্ছে পঁচা ডাষ্টবিন থেকে তো আর গোলাপের ঘ্রাণ আশা করা যায় না - রাজনিতি ও দেশ অনেক বড় ব্যাপার (রক্তপাত এর ছক - যা প্রতিনিয়ত বাস্তয়বায়িত হয়েছে-হচ্ছে-হবে) -রক্তপাত করবেন আর তার মাসুল দেবেন না বস্ এটা কেমন কথা রক্তপাত রক্ত দিয়ে মাসুল দিতে হয় আমি নগণ্যজন বলি না - এটা ইতিহাস বলে, ইতিহাস স্বাক্ষী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


দলগুলো জন্য মানুষকে সব হারাতে হচ্ছে; কোর্ট বেআইনীভাবে জন্ম নেয়া দলের বিলুপ্তি ঘটালে, রাজনীতি তার সঠিক পথ খুঁজে বের করবে।

৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: হিটলার সাদ্দাম গাদ্দাফি গেলো তল্ - বি এন পি সহ বাংলার সব দল বলে কতো জল !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশকে উপনিবেশের মতো শাসন করছে, মানুষের সাথে এদের মিল নেই।

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার দাদীজান একটা কথা বলদেন “মাতাপিতা সন্তানের জন্য আর্শিবাদ তবে এই মাতাপিতা ই সন্তানের জন্য অভিশাপ হয়ে যায়”, ঠিক তেমনি বাংলাদেশের দুর্ভাগ্য বলেন আর যাই বলেন বাংলাদেশ - বাংঙ্গাল মুল্লুক যখন ছিলো তখন থেকে আজ অব্দি রক্তচোষা জোকের মতো শোষক পেয়েছে শাসক পায়নি !!! আমি প্রকৌশলী-ইতিহাসের ছাত্র না তবে বস্ ইতিহাস পড়েছি অল্প বিস্তর - বাঙ্গাল মুল্লুক ছিলো অধিকাংশ পানির নিচে বা পানিতে ভরপুর মুল্লুক যেখানে আল্লা, জাল্লা, মাল্লা, তাতী, গাঈন, চামার, কামার, কুমার, ফকির, ফক্করের মুল্লুক বর্তমানে আমরা ১৭ কোটি জনগণ সহ আমি আপনি তো তাদের ই বংশদর আমাদের কাছে ভালো কি ই বা আশা করতে পারেন ।। - পঁচা ডাষ্টবিন থেকে তো আর গোলাপের ঘ্রাণ আশা করা যায় না !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সাল বাংলার আল্লা, জাল্লা, মাল্লা, তাতী, গাঈন, চামার, কামার, কুমার, ফকির, ইত্যাদির স্টাটাস বদলায়ে দিয়েছিল; কিন্তু শেখ সাহেব সেটা অনুধাবন করতে পারেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.